Md Jakir Hossain-মোঃ জাকির হোসেন

Md Jakir Hossain-মোঃ জাকির হোসেন WORKER # B+
রক্তের কোন জাত হয় না
সেবার কোন ধর্ম হয় না

02/12/2024

আগামীকাল 03/12/24 থেকে 10/12/24 তারিখ পর্যন্ত ধুলিয়ান নতুন ডাকবাংলা রেলগেট বন্ধ থাকবে।

2014 ব্যাচ, অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভালো থাকুক সিনিয়র জুনিয়র সকল প্রাণপ্রিয় বন্ধুগুলো।
23/11/2024

2014 ব্যাচ, অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভালো থাকুক সিনিয়র জুনিয়র সকল প্রাণপ্রিয় বন্ধুগুলো।

মানব সেবায় রক্তদান গ্রুপের ছেলেরা 3 মাস হলেই শুধু ভাবে আমি কবে আমার রক্ত টা দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য কর...
13/11/2024

মানব সেবায় রক্তদান গ্রুপের ছেলেরা 3 মাস হলেই শুধু ভাবে আমি কবে আমার রক্ত টা দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করতে পারবো হোক না সেটা রাত 11 টা বা কন কনে শীত তাতে কী যাই আসে আমার রক্তে এক জন বেঁচে থাকবে এটাই তো আমাদের জীবনে সব থেকে বড়ো প্রাপ্তি। কাইফ ভাই কে ফোন করা মাত্রই MMCH গিয়ে রক্তদান করে আসলেন সাথে মইনুল হাসান, মিজানুর,মেহেদী সকল কেই জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা love u MSRD All family members

টোটো চালক রা সাবধান 09.11.24 তারিখ রাত 9.45 ভবানীপুর ও ঘোলদহ মাঝা মাঝি (নতুন তেল  পাম্প হচ্ছে তার কাছাকাছি ) সাহাবাদ নিব...
10/11/2024

টোটো চালক রা সাবধান

09.11.24 তারিখ রাত 9.45 ভবানীপুর ও ঘোলদহ মাঝা মাঝি (নতুন তেল পাম্প হচ্ছে তার কাছাকাছি ) সাহাবাদ নিবাসী প্রবীর দাসের টোটো ছিনতাই করে নিয়ে চলে গেছে। ভবানীপুর মোড়ে তাকে দুই জন 150 টাকায় কন্টাক্ট করে ভগবানগোলা যাবে বলে। উক্ত ফাঁকা জায়গায় এসে তার গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে দু জনে বেধড়ক মেরে জঙ্গলে ফেলে টোটো নিয়ে পালিয়ে যায় ও তার একটা চোখ নষ্ট হওয়ার মতো অবস্থা।

একটা সময় ছিল আমাদের টিম যেখানেই যেত চ্যাম্পিয়ন হয়ে আসতো, আর সেই সময়টা হয়তো আবার ফিরে আসছে,সীতেশনগর পল্লী উন্নয়ন সম...
05/11/2024

একটা সময় ছিল আমাদের টিম যেখানেই যেত চ্যাম্পিয়ন হয়ে আসতো, আর সেই সময়টা হয়তো আবার ফিরে আসছে,সীতেশনগর পল্লী উন্নয়ন সমিতি ক্লাব এন্ড পাঠাগার চ্যাম্পিয়ন হয়েছে। তাদের এই জয়ী আমি ভীষণ খুশি। প্রত্যেকটি টিম মেম্বারকে হার্দিক অভিনন্দন রইল।

ইসলাম ধর্মকে চরম অপমাননা। পেজের এডমিনকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, সেকুলারিজম পর্দা ফাঁস। সি...
26/10/2024

ইসলাম ধর্মকে চরম অপমাননা। পেজের এডমিনকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, সেকুলারিজম পর্দা ফাঁস। সিপিআইএম এজন্যই মাটির তলায় মিশে গেছে।

প্রিয় আশরাফুল ভাই 😥
25/10/2024

প্রিয় আশরাফুল ভাই 😥

বেশি প্রশ্ন করলে হয়তো পরবর্তী বিধানসভা ভোটে টিকিট নাও পেতে পারেন, তাই হয়তো চুপ থাকছে বাকি বিধায়করা।
19/10/2024

বেশি প্রশ্ন করলে হয়তো পরবর্তী বিধানসভা ভোটে টিকিট নাও পেতে পারেন, তাই হয়তো চুপ থাকছে বাকি বিধায়করা।

আজকে  দৈনিক কলম পত্রিকায় বহরমপুর মনমোহিনী নার্সিং হোমের ভুল অপারেশনের শিকার, আমাদের চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যাওয়া ...
17/10/2024

আজকে দৈনিক কলম পত্রিকায় বহরমপুর মনমোহিনী নার্সিং হোমের ভুল অপারেশনের শিকার, আমাদের চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে যাওয়া মেধাবী উজ্জ্বল নক্ষত্র বোন শাহিনার ( স্বীকার) খবর

একমাত্র সংখ্যালঘু ঘরের মেয়েরাই জানে পড়াশোনা করার পরেও উঁচু জায়গায় চান্স পেতে কত পরিশ্রম এবং সীমাহীন কষ্ট সহ্য করতে হয়।

অবিলম্বে এই বোনটির সঠিক বিচার চাই

14/10/2024

মুর্শিদাবাদের লালগোলার তারানগর গ্রামের আবারো ভয়াবহ ভাঙ্গন, তলিয়ে গেল এক সিভিক ভলেন্টিয়ার। দেখুন সেই ভয়াবহ চিত্র

22/09/2024

একজন দক্ষ রাইডার,ভালো একটা সমাজসেবক আজ ২১ তম রক্তদান।

প্রিয় #নাসিরুল্ দা

17/09/2024
17/09/2024

একটি মানবিক আবেদন। সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, সম্ভব না হলে ভিডিওটি শেয়ার করবেন।

11/09/2024

বন্যা দুর্গতদের পাশে সাগরদিঘির স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্ট

04/09/2024

ঝাড়খণ্ড excise কনস্টেবলের 10km রান ও PET পাশ করতে গিয়ে 12 জন ক্যান্ডিডেট মৃত

02/09/2024

আগামীকাল সুতির নিমতিতা রেল গেটে বিশেষ কাজের জন্য কালকে(03/09/2024) তারিখে বন্ধ থাকবে।
সকাল 5 থেকে বিকেল 9 টা পর্যন্ত

31/08/2024

রাত পেরোলেই বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলার বহরমপুর সুইমিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৭৮ তম সাঁতার প্রতিযোগিতা শুরু হবে। সমস্ত প্রতিযোগীর সমস্ত রকম জীবন সুরক্ষার ও বিমার বেবস্থা থাকছে। পুরস্কার হিসেবে ঐতিহ্য ধারাবাহিক বাহিক ভাবে সিল ছাড়াও পদক ও নগদ উপহার রাখা হয়। এই প্রতিযোগিতায় ৮১ কিলোমিটার মোট ১০ জন অংশগ্রহণ করবেন ও ১৯ কিলোমিটার ৩৮ জন অংশগ্রহণ করতে চলেছেন। বিদেশি সাঁতারু বাংলাদেশ,স্পেন, মালয়শিয়া, থাইল্যান্ড, এছাড়া ভারতের বিভিন্ন প্রান্ত থেকে যেমন মহারাষ্ট্র , বিহার, ত্রিপুরা , দিল্লি গুজরাট, কর্ণাটক, থেকে নামি সাঁতারুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন।

Address

Lalgola Ghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Jakir Hossain-মোঃ জাকির হোসেন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share