RMS Creators

RMS Creators বাংলার ইতিহাস,ঐতিহ্য,বিভিন্ন দর্শনীয় স্থান, স্বনির্ভর প্রকল্প,মুর্শিদাবাদ,শিক্ষা ও সংস্কৃতি।

মুর্শিদাবাদের লালগোলার রামচন্দ্রপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ফুতকিপাড়ার ছেলে শোয়েব আলী, বর্তমানে ভিয়েতনামের Ho Chi Min...
10/12/2024

মুর্শিদাবাদের লালগোলার রামচন্দ্রপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ফুতকিপাড়ার ছেলে শোয়েব আলী, বর্তমানে ভিয়েতনামের Ho Chi Minh City র Thanh Long Sports Centre-এ Footy বল হাতে নিয়ে দাঁড়িয়ে।

আমাদের জাতীয় খেলা কাবাডি গেল অস্ট্রেলিয়ায় আর ওদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা Australian rules football (Footy) এল এদেশে ( Ricki Ponting এর হাত ধরে)। লালগোলায় এর শুরুটা 2016 সালে মূলত এম. এন. একাডেমির ছাত্রদের নিয়ে। পরবর্তীকালে 2019 সালে গামিলা মাঠকে কেন্দ্র করে সেখানে Bengal Footy Academy গড়ে ওঠে, এবং 2020 সালে National Footy Championship লালগোলায় আয়োজন করা হয়।

প্রথমবারের জন্য এবার Asia Cup Footy অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটিতে 6 থেকে 8 ডিসেম্বর। ভারত ছাড়াও আরো দশটি দেশ এই খেলায় অংশগ্রহণ করছে। বাংলা থেকে ভারতীয় দলে তিনজন সুযোগ পেয়েছে তার মধ্যে একজন আমাদের লালগোলার ছেলে শোয়েব আলী। সেমিফাইনালে জাপানের কাছে হেরে ভারত বিদায় হয়। ভারত শেষ অবধি জিততে না পারলেও শোয়েব জিতেছে, টুর্নামেন্টের 15 জন সেরা খেলোয়ারদের নিয়ে যে Asia team নির্বাচন করা হয়েছে তাতে ভারতের দুজন খেলোয়ার আছে। তারমধ্যে শোয়েব একজন।

©মিলন জাহাঙ্গীর

‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে দর্শকের ভিড়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আল্লু অর্জুন। ক্ষতিগ্রস্ত ওই...
07/12/2024

‘পুষ্পা-২’ সিনেমার প্রিমিয়ারে দর্শকের ভিড়ে পদদলিত হয়ে নারীর মৃত্যু ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আল্লু অর্জুন। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের জন্য ২৫ লাখ সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

এই শিশু আমার সোনা নাতি, শাহাবাজ আলম। অসম্ভব মেধাবী। আমার ক্লাসে অঙ্ক পরীক্ষায় প্রথম হয়ে বার ক'য়েক পুরস্কার পেয়েছে। ওর বা...
06/12/2024

এই শিশু আমার সোনা নাতি, শাহাবাজ আলম। অসম্ভব মেধাবী। আমার ক্লাসে অঙ্ক পরীক্ষায় প্রথম হয়ে বার ক'য়েক পুরস্কার পেয়েছে।
ওর বাবা সিভিক ভলান্টিয়ার, মহবুল। এন.এইচ ৩৪ এ কর্মরত ছিলো। এক অতিকায় ট্রাক তাকে থেঁতলে দিয়ে চলে যায়। শাহাবাজ শোকে পাথর হয়ে স্নান খাওয়া বন্ধ করে। ওর বাবা ওর চোখে স্বপ্ন এঁকে দিয়েছিলো ------- ও ডাক্তার হবে ! সেটা আর হবে না, সম্ভবত এমন চিন্তা থেকে শাহাবাজ বোবা হয়ে যায়।
এরপর আমি ওকে কোলকাতায়, আমার কাছে নিয়ে আসি। ওকে অঙ্ক, ইংরেজি, ই.ভি.এস পড়াতে শুরু করি। তারপর ওকে আল আমিন মিশনের অ্যাডমিশন টেস্টে বসাই। অভাবনীয় ফল করে শাহাবাজ। আগামী ১৩ তারিখে ওকে কাউন্সেলিং এ ডেকেছে। ও ভর্তি হয়ে যাবে। ওর বাবার স্বপ্ন ছিলো মিশন ----- ডাক্তারি ! সফল হতে চলেছে।
শাহাবাজের হস্টেল, লেখাপড়ার সমস্ত খরচের দায়িত্ব আমি নিলাম। আমি যদি ছ'বছর বেঁচে থাকি, শাহাবাজ মেডিক্যাল কলেজে ঢুকে পড়বে। তার আগে যদি পটল তুলে ফেলি, তোমরা একটু দেখো ! এই মেধার যেন অকালমৃত্যু না হয়।

নিজস্ব সংবাদদাতা 👉আবারও জোরালো আন্দোলন শুরু হল মুর্শিদাবাদ জেলা ভাগকে কেন্দ্র করে। ২০২২ সালের ১লা আগস্ট মুর্শিদাবাদ জেলা...
17/11/2024

নিজস্ব সংবাদদাতা 👉আবারও জোরালো আন্দোলন শুরু হল মুর্শিদাবাদ জেলা ভাগকে কেন্দ্র করে। ২০২২ সালের ১লা আগস্ট মুর্শিদাবাদ জেলা ভাগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।জেলা ভাগ বিলম্বিত হওয়ার জন্য জেলার সাধারণ মানুষ থেকে বিভিন্ন দলীয় নেতৃত্ব একযোগে জেলা ভাগের আন্দোলনের জন্য পথে নামার চিন্তাভাবনা করেছে। মুর্শিদাবাদ জেলাকে তিনটি ভাগে জেলা ভাগ করার কথা ১) জঙ্গিপুর ২) মুর্শিদাবাদ ৩) বহরমপুর-কান্দি।
💥আপনাদের কি মনে হয় এখনই জেলা ভাগ করা উচিত না কিছুদিন পরে জেলা ভাগ করা উচিত?







👉এবার দিল্লী থেকে সরাসরি কাশ্মীরে যাবে বন্দে ভারত এক্সপ্রেস, বিশ্বের সর্বোচ্চ সেতু দিয়ে যাবে বন্দে ভারত স্লিপার ট্রেন।👉ন...
16/11/2024

👉এবার দিল্লী থেকে সরাসরি কাশ্মীরে যাবে বন্দে ভারত এক্সপ্রেস, বিশ্বের সর্বোচ্চ সেতু দিয়ে যাবে বন্দে ভারত স্লিপার ট্রেন।
👉নয়াদিল্লি থেকে শ্রীনগর
💥জানুয়ারি ২০২৫ থেকে শুরু হচ্ছে
✓ এসি ৩ স্তরের ১১ কোচ, এসি ২ স্তরের ৪টি কোচ, আর এসি প্রথম শ্রেণীর ১ কোচ।
👉সম্ভাব্য সময় সন্ধ্যা ৭:০০ টায় নয়াদিল্লি থেকে প্রস্থান
👉সকাল ৮ টায় শ্রীনগরে পৌঁছাবো
👉১৩ ঘণ্টারও কম সময়ে ৮০০ কিমি সম্পন্ন
👉👉স্টপ: আম্বালা, লুধিয়ানা, জম্মু তাভি, এবং কাটরা
👉সম্ভাব্য ভাড়া:3AC: প্রায় 2,000 ২এসি: প্রায় ২,৫০০
এসি ফার্স্ট ক্লাস: প্রায় ৩০০০

এবার দিল্লী থেকে সরাসরি কাশ্মীরে যাবে বন্দে ভারত এক্সপ্রেস বিশ্বের সর্বোচ্চ সেতু দিয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস নতুন দিল...
15/11/2024

এবার দিল্লী থেকে সরাসরি কাশ্মীরে যাবে বন্দে ভারত এক্সপ্রেস বিশ্বের সর্বোচ্চ সেতু দিয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস নতুন দিল্লি থেকে শ্রীনগর শুরু হচ্ছে জানুয়ারি ২০২৫ থেকে।🚉🚞🚅🚅🚅🚅🚅🚅🚅🚅🚅🚅🚅

এসি ৩ স্তরের ১১টি কোচ, এসি ২ স্তরের ৪টি কোচ, এসি ১টি ফার্স্ট ক্লাস কোচ।🚅🚅🚅🚅🚅🚅🚅🚅🚅🚅

সম্ভাব্য সময় সন্ধ্যা ৭:০০ টায় নয়াদিল্লি থেকে প্রস্থান সকাল ৮ টায় শ্রীনগরের দিকে পৌঁছাবো। ১৩ ঘণ্টারও কম সময়ে ৮০০ কিমি দূরত্ব স্থির

স্টপ: আম্বালা, 100 লুধিয়ানা, জন্ম তাভি, 100 এবং কাটরা

সম্ভাব্য ভাড়া:

3AC: প্রায় 2,000

২এসি: প্রায় ২,৫০০

এসি ফার্স্ট ক্লাস: প্রায় ৩০০০

14/11/2024

“Life is not easy, nor is it meant to be. It is a journey meant to challenge, mold, and ultimately transform us.”

13/11/2024

guava mixer🍐 guava juice mixter



প্রস্তাবিত নতুন নাম👉👉👉💥বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন হতে চলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর ও তেনজিং নোরগের নাম প্রস্তাব পাঠা...
12/11/2024

প্রস্তাবিত নতুন নাম👉👉👉
💥বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তন হতে চলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর ও তেনজিং নোরগের নাম প্রস্তাব পাঠানো হয়েছে, আপনার মতে নতুন নাম কি হতে পারে?

👉সম্প্রতিই ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, কেরলের জন্য ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। ডিসেম্বরে বা...
12/11/2024

👉সম্প্রতিই ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, কেরলের জন্য ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। ডিসেম্বরে বা নতুন বছর থেকেই এই ট্রেন চালু হবে। এছাড়াও আগামী বছর থেকে চালু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনও, যেখানে যাত্রীরা রাতে দূরপাল্লার যাত্রা করতে পারবেন আরামদায়ক সিটে শুয়ে। পাবেন আধুনিক সমস্ত পরিষেবাও।
💥ভারতীয় রেলের তরফেই জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ন্যূনতম ভাড়া ৩০ টাকা ধার্য করা হচ্ছে। অর্থাৎ আপনি ৩০ টাকা দিয়েই বন্দে ভারত ট্রেন চড়তে পারবেন। এছাড়া মাসিক টিকিটের অফারও আনা হয়েছে, যেখানে যাত্রীরা এক টিকিটে ২০ বার যাত্রা করতে পারবেন।
👉মান্থলি টিকিটের ক্ষেত্রেও দাম অনেকটাই কম। যেমন গুজরাটের ভূজ থেকে আহমেদাবাদ যাওয়ার টিকিটের দাম ৪৩০ টাকা। তবে এর সঙ্গে জিএসটি যোগ হবে।






🌹 বন্দে ভারত স্লিপার এর বিশেষত্ব 🌹 ***************************************নতুন বন্দে ভারত স্লিপারের সুযোগ-সুবিধা দেখলে ম...
09/11/2024

🌹 বন্দে ভারত স্লিপার এর বিশেষত্ব 🌹
***************************************
নতুন বন্দে ভারত স্লিপারের সুযোগ-সুবিধা দেখলে মাথা ঘুরে যাবে... 🚅🚂 🇮🇳

প্রিমিয়াম সিট থেকে কবচ সিস্টেম, ১৬০ কিমি বেগেও ঝাঁকুনি হবে না ট্রেনে! বন্দে ভারত স্লিপারে চড়লে ভুলে যাবেন রাজধানীকে ।

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। নভেম্বর থেকেই ট্রাকে গড়াবে বন্দে ভারত স্লিপারের চাকা। আগেই বন্দে ভারত এক্সপ্রেস এনেছে ভারতীয় রেল। যাত্রীরা উপভোগ করছেন সেমি-হাইস্পিড ট্রেনের অভিজ্ঞতা। এবার বন্দে ভারত স্লিপারের মাধ্যমে দ্রুতগতির সঙ্গে লাক্সারি বা প্রিমিয়াম সফরের অনুভূতিও পেতে চলেছেন রেলযাত্রীরা।

ভারতীয় রেলওয়ে এতদিন প্রিমিয়াম ট্রেন বলতে রাজধানী এক্সপ্রেসকেই ধরা হত। কিন্তু সেই ধারণা বদলাতে চলেছে বন্দে ভারত স্লিপার। বেশি দূরত্বে রাতে যাত্রার জন্যই স্লিপার ক্লাস যোগ করা হয়েছে বন্দে ভারতে। ১২০ কোটি টাকা খরচ করে তৈরি করা এই ট্রেনে ১১টি 3AC, ৪টি 2AC এবং একটি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন এই ট্রেনে। নভেম্বর মাসেই এই ট্রেনের ট্রায়াল রান শুরু হবে।

রাজধানীর সঙ্গে বন্দে ভারত স্লিপারের পার্থক্য-
গতি- বন্দে ভারত স্লিপারে সর্বোচ্চ গতি হতে চলেছে ঘণ্টায় ১৬০ কিমি। সেখানেই রাজধানীর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিমি। রাজধানী এক্সপ্রেসের তুলনায় বন্দে ভারত স্লিপারে গতি তোলাও অনেক সহজ। এরফলে রাজধানীর থেকেও কম সময়ে গন্তব্যে পৌঁছে যাবেন যাত্রীরা।

যাত্রীদের আরাম- বন্দে ভারত স্লিপার ট্রেনের সিটগুলি বানানো হয়েছে প্রিমিয়াম মানের, যা রাজধানী এক্সপ্রেসের সিটের তুলনায় ঢের ভাল। বন্দে ভারত স্লিপারে শুধু নীচে নয়, সিটের পাশেও থাকবে অতিরিক্ত কুশন ব্যবস্থা, যা যাত্রীদের আরামে ঘুমাতে সাহায্য করবে।

আপার বার্থ- অনেক যাত্রীদেরই ট্রেনের আপার বার্থ নিয়ে নানা অভিযোগ থাকে। ওঠার সমস্যা থাকে। বন্দে ভারত স্লিপারে এই বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হয়েছে। আলাদা সিড়ির ব্যবস্থা করা হয়েছে, যাতে যাত্রীরা সহজেই উপরের বার্থে উঠতে পারেন।

অটোমেটিক ট্রেন- বন্দে ভারত স্লিপারের অন্যতম বিশেষত্ব হল এটি সম্পূর্ণ অটোমেটিক ট্রেন। ট্রেনের দুই প্রান্তে থাকবে চালকের কেবিন। এই ট্রেন চালানোর জন্য আলাদাভাবে কোনও ইঞ্জিনের দরকার পড়বে না রাজধানী বা অন্যান্য ট্রেনের মতো।

অটোমেটিক দরজা ও টয়লেট- বন্দে ভারতের মতো বন্দে ভারত স্লিপারেও সমস্ত দরজা অটোমেটিক হতে চলেছে। যাত্রীদের নিজের হাতে দরজা খুলতে হবে না। বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে বায়ো-ভ্যাকুম টয়লেট সিস্টেম। টাচ ফ্রি মডুলার ফিটিংও থাকবে ট্রেনে। অর্থাৎ ফ্লাশ করার জন্য স্পর্শ করারও প্রয়োজন পড়বে না। এছাড়া ফার্স্ট ক্লাস এসি কোচে আলাদাভাবে শাওয়ার কিউবিকলের ব্যবস্থাও থাকবে, যেখানে যাত্রীরা স্নান করতে পারবেন।

ঝাঁকুনি মুক্ত সফর- বন্দে ভারত স্লিপারের আরেকটি বিশেষত্ব হল এই ট্রেন যত দ্রুতগতিতেই চলুক না কেন, ভিতরে বসে যাত্রীরা কোনও ঝাঁকুনি অনুভব করবেন না।

এছাড়াও বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে কবচ সিস্টেম, যা দুর্ঘটনা থেকে রক্ষা করবে। বিপদের সময় ট্রেনের চালকের সঙ্গে যাত্রীদের কথা বলার জন্য ইমার্জেন্সি টক ব্যাক ইউনিট থাকবে।

যাত্রীদের জন্য অতিরিক্ত মালপত্র রাখার জায়গা, চার্জিং সকেট, নজরদারির জন্য ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস ও ইভেন্ট রেকর্ডারও থাকবে। ওভারহেড তারে কোনও সমস্যা হলে ৩ ঘণ্টার পাওয়ার ব্যাকআপের সুবিধাও থাকবে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে।



👉👉জাতীয় সড়ক ধরে বহরমপুর থেকে কলকাতা যেতে মূল অন্তরায় ভাবতার সঙ্কীর্ণ রাস্তা। তা নিয়ে নিত্যদিন অভিযোগ করে থাকেন পথচারীরা।...
08/11/2024

👉👉জাতীয় সড়ক ধরে বহরমপুর থেকে কলকাতা যেতে মূল অন্তরায় ভাবতার সঙ্কীর্ণ রাস্তা। তা নিয়ে নিত্যদিন অভিযোগ করে থাকেন পথচারীরা। এই ভোগান্তি আরও বাড়ত যানজটের জেরে। সেই সঙ্কীর্ণ রাস্তা এ বার সম্প্রসারিত হচ্ছে।
💥এক লেন থেকে ডাবল হচ্ছে গ্রাম ৩৪ নম্বর জাতীয় সড়ক। বেলডাঙার ভাবতায় কয়েকশো মিটার রাস্তা ছিল সঙ্কীর্ণ। ভাবতা বাজার থেকে ভাবতা রেলগেট পেরিয়ে কিছুটা অংশ ছোট ছিল। সেই অংশকে দু'দিকে বাড়ানোর কাজ শুরু হয়েছে জোরকদমে। বুধবার ওই জায়গায় গিয়ে দেখা গেল ভাবতা বাজারের কাছ থেকে রাস্তার দু' দিকে মাটি তোলার কাজ শেষ। সেই অংশ সমান করাও হয়ে গিয়েছে।এবার প্রথমে কংক্রিট ও পরে পিচ ঢেলে রাস্তা সম্পূর্ণ করা হবে। যাঁরা সেখানে কাজ করছেন তারা জানাচ্ছেন মধ্যিখানে থাকা ভাবতায় যে রেলগেট রয়েছে তার উপর অর্ধেক অবস্থায় রেল সেতু দীর্ঘদিন হয়ে পড়ে রয়েছে। সেই কাজও শুরু হবে। সব কাজ শেষ হলে জাতীয় সড়কে এখনকার মতো যানজট হবে না বলে মনে করছেন বেলডাঙার মানুষ। ভাবতার বাসিন্দারা জানাচ্ছেন, ভাবতার চার দিকে অনেক গ্রাম রয়েছে। তাঁরা ভাবতা হয়ে বহরমপুর, বেলডাঙা যান। প্রতিদিন বিপদের সামনে পড়েন। দুর্ঘটনাও ঘটে। রেলগেটের আগে ও পরে তীব্র যানজট তৈরি হয়। বেলডাঙার বাসিন্দা রহমতুল্লা শেখ বলেন, "আমি প্রতিদিন জাতীয় সড়ক ধরে বহরমপুর যায় আদালতে কাজ করতে। প্রতিদিন এই অংশে এসে যানজটের মধ্যে পড়ি। ফলে আমি সময় মতো আদালতে পৌঁছতে পারি না।”


#ভাবতা



👉👉রেলের আন্ডারপাসের কাজ শুরু হল বেলডাঙায়। যানজট মোকাবিলায় দীর্ঘ দিন ধরে আন্ডারপাসের দাবি ছিল স্থানীয়দের। বেলডাঙার ১১২ নম...
08/11/2024

👉👉রেলের আন্ডারপাসের কাজ শুরু হল বেলডাঙায়। যানজট মোকাবিলায় দীর্ঘ দিন ধরে আন্ডারপাসের দাবি ছিল স্থানীয়দের। বেলডাঙার ১১২ নম্বর রেলগেট লাগোয়া জায়গায় এই আন্ডারপাস তৈরির কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ। ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে দেবকুণ্ড রেলগেট। শহরের নজরুল পল্লী ও গ্রামীণ হাসপাতালের পাশের রাস্তা দিয়ে এলে এই রেলগেট পড়ে। বেলডাঙার পাঁচরাহা রেলগেট ১১১ নম্বর। তার পাশে এটা ১১২ নম্বর রেলগেট। রেলগেট বন্ধ থাকলে যানজট তৈরি হয় পাঁচরাহায়। তখন বিকল্প এই ১১২ নম্বর রেলগেট।এই রেলগেটের পাশের লাইনের তলা দিয়ে আন্ডারপাস তৈরির কাজ চলছে। কাজ শেষ হলেই যানজট অনেকটা কমবে বলে মনে করছে স্থনীয়রা।
💥বেলডাঙা হাসপাতাল রোড এলাকার বাসিন্দা কামরুল হক বলেন, “বেলডাঙায় পরপর দু'টো রেলগেট। তার একটার নীচ দিয়ে আন্ডারপাস তৈরির কাজ চলছে। আন্ডারপাস তৈরি হলে নিত্যযাত্রীদের সুবিধা হবে।” কালীতলার বাসিন্দা নারায়ণ মণ্ডল বলেন, "অফিস টাইমে রেলগেট বন্ধ হলে যানজটের শিকার হতে হয়। আন্ডারপাসের কাজ শেষ হলে সেই ঝামেলা অনেকটা কমবে। স্কুল শিক্ষিকা কাবেরী বসু বলেন, "যানজটের জেরে শহরে ঢুকতে সমস্যা হয়। আন্ডারপাস হলে সুবিধা হবে।”






#বেলডাঙা

■ সেবক-রংপো রেল প্রকল্পে বড়সড় এক অগ্রগতি। সম্প্রতি সিকিমে একটি সুড়ঙ্গের ভিতর প্রায় দু'কিলোমিটার বরাবর রেললাইন বিছনো হয়েছ...
06/11/2024

■ সেবক-রংপো রেল প্রকল্পে বড়সড় এক অগ্রগতি। সম্প্রতি সিকিমে একটি সুড়ঙ্গের ভিতর প্রায় দু'কিলোমিটার বরাবর রেললাইন বিছনো হয়েছে বলে জানাচ্ছেন রেল আধিকারিকেরা। নির্মাণকারী সংস্থার তরফেও দাবি, উন্নত মানের স্লিপার ব্যবহার করে লাইনটি পাতা হয়েছে। সাধারণত মেট্রো রেলে এই ধরনের লাইন পাতা হয়। আগামী বছর ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তার মধ্যে পুরো কাজ শেষ না হলে কিছুটা অংশে ট্রেন চালানোর কথাও ভাবছে রেল। যদিও তা অনুমোদনসাপেক্ষ বলেই দাবি আধিকারিকদের।


#সেবকরংপোরেলপ্রকল্পে
sevoke rangpo railway project

👉কলকাতা(চিৎপুর) স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশন হয়ে হলদিবাড়ি ট্রেন এর প্রস্তাব দেওয়া হয়েছে।সপ্তাহে চারদিন। Four (04) day...
06/11/2024

👉কলকাতা(চিৎপুর) স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশন হয়ে হলদিবাড়ি ট্রেন এর প্রস্তাব দেওয়া হয়েছে।সপ্তাহে চারদিন। Four (04) days a week [Ex-KOAA every Sunday, Monday, Wednesday & Friday and Ex-HDB every Monday, Tuesday, Thursday & Saturday).
👉কলকাতা চিৎপুর থেকে হলদিবাড়ি যাবে।এই প্রস্তাব গৃহীত হলে, নদিয়া-মুর্শিদাবাদ এর গঙ্গার পূর্বপারের মানুষদের উত্তরবঙ্গ যাওয়া আগের চেয়ে কিছুটা সহজ হবে বলে মনে করা হচ্ছে ।
👉স্টপেজ গুলো : কোলকাতা (চিৎপুর)-রানাঘাট-কৃষ্ণনগর-বহরমপুর কোর্ট-মুর্শিদাবাদ-আজিমগঞ্জ-জঙ্গিপুর রোড-নিউ ফারাক্কা জংশন-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি জং- হলদিবাড়ি।✌️



নিজস্ব সংবাদদাতা👉জঙ্গিপুরে চালু হল মুর্শিদাবাদ জেলার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ, আজ থেকেই ভর্তি শুরু💫দীর্ঘ টালবাহানার...
05/11/2024

নিজস্ব সংবাদদাতা👉জঙ্গিপুরে চালু হল মুর্শিদাবাদ জেলার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ, আজ থেকেই ভর্তি শুরু
💫দীর্ঘ টালবাহানার পর অবশেষে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন পেল মুর্শিদাবাদ জেলার প্রথম বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নামাঙ্কিত এই বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ডাক্তারি পড়ুয়াদের ভর্তি এবং পঠন-পাঠন শুরু হয়ে যাবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে সরকারি উদ্যোগে গড়ে ওঠা একটি মেডিক্যাল কলেজ বহরমপুর শহরে রয়েছে। কিন্তু সেই হাসপাতালে প্রতিদিন রোগীর চাপ বেড়ে চলেছে।

জাকির হোসেন বলেন," আমার স্বপ্ন রয়েছে এই মেডিক্যাল কলেজকে আগামী দিন রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার। এখানে খুব কম খরচে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের চিকিৎসা পাবেন।"

জাকির হোসেন ঘনিষ্ঠ গৌতম ঘোষ বলেন," ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল থেকে আপাতত ৫০ টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তির অনুমোদন পাওয়া গেছে। মঙ্গলবার থেকেই ছাত্র-ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে এখানে ডাক্তারি পড়ুয়াদের ক্লাস শুরু হবে।" সূত্রের খবর, এই মেডিক্যাল কলেজের পরিকাঠামো এখন থেকেই ৩০০ জন এমবিবিএস ছাত্র-ছাত্রী প্রতি শিক্ষাবর্ষে ভর্তি হতে পারেন এমন ভাবে তৈরী করা হচ্ছে।
গৌতম ঘোষ আরও বলেন , "এই মেডিক্যাল কলেজের জন্য জঙ্গিপুরের মিঞাপুর এবং প্রসাদপুরের দু'টি বড় ভবন নির্মাণ করা হচ্ছে। আপাতত মিঞাপুরের ভবনে পঠন-পাঠন শুরু হবে। সেখানেই রয়েছে ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হস্টেল।" ডাক্তারি পড়ুয়াদের পঠন-পাঠন দেওয়ার জন্য ইতিমধ্যেই শিক্ষক-চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

সূত্রের খবর- এই বেসরকারি মেডিক্যাল কলেজে তৈরির জন্য রাজ্য সরকারের কাছ থেকে প্রায় এক বছর আগে অনুমোদন মিললেও দীর্ঘদিন ধরে ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন মিলছিল না।সোমবার রাতে কেন্দ্রীয় সংস্থার অনুমোদন চলে আসায় মঙ্গলবার সকাল থেকে খুশির হওয়া জঙ্গিপুর জুড়ে। মেডিক্যাল কলেজের অনুমোদন পাওয়ার খুশিতে আজ সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা জাকির হোসেনকে সংবর্ধনা জানান।
গৌতম ঘোষ ," জঙ্গিপুরে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলেও সেখানে এখনও সব ধরনের চিকিৎসা পরিষেবা মেলে না। হার্ট, স্নায়ু সহ আরও বেশ কিছু জটিল রোগের চিকিৎসার জন্য এখানকার বহু মানুষকে নিয়মিত কলকাতায় যেতে হয়। আমরা আশাবাদী মেডিক্যাল কলেজ চালু হয়ে যাওয়ার পর আর এখানকার মানুষদেরকে চিকিৎসার প্রয়োজনে কলকাতা যেতে হবে না। এই মেডিক্যাল কলেজ চালু হওয়ার ফলে শুধু মুর্শিদাবাদ নয় পার্শ্ববর্তী জেলা বীরভূম, পাশের রাজ্য ঝাড়খন্ড, বিহার থেকেও প্রচুর মানুষ জঙ্গিপুরের এই বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য আসবেন।"
Copyright@RMS Creators 2024

• খবর সূত্রে খুব তাড়াতাড়ি কলকাতা অথবা শিয়ালদহ থেকে ভায়া নসিপুর ব্রিজ দিয়ে LHB রেক নিয়ে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ...
31/10/2024

• খবর সূত্রে খুব তাড়াতাড়ি কলকাতা অথবা শিয়ালদহ থেকে ভায়া নসিপুর ব্রিজ দিয়ে LHB রেক নিয়ে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস চলার সম্ভাবনা রয়েছে।
• স্টপেজ গুলো : শিয়ালদহ/কলকাতা-রানাঘাট-কৃষ্ণনগর-বহরমপুর কোর্ট-মুর্শিদাবাদ-আজিমগঞ্জ-জঙ্গিপুর রোড-নিমতিতা-নিউ ফারাক্কা জংশন-মালদা টাউন।✌️

Address

Madhupur Road Bajupur Madhupur Lalgola
Lalgola Ghat

Alerts

Be the first to know and let us send you an email when RMS Creators posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category