10/12/2024
মুর্শিদাবাদের লালগোলার রামচন্দ্রপুর অঞ্চলের প্রত্যন্ত গ্রাম ফুতকিপাড়ার ছেলে শোয়েব আলী, বর্তমানে ভিয়েতনামের Ho Chi Minh City র Thanh Long Sports Centre-এ Footy বল হাতে নিয়ে দাঁড়িয়ে।
আমাদের জাতীয় খেলা কাবাডি গেল অস্ট্রেলিয়ায় আর ওদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা Australian rules football (Footy) এল এদেশে ( Ricki Ponting এর হাত ধরে)। লালগোলায় এর শুরুটা 2016 সালে মূলত এম. এন. একাডেমির ছাত্রদের নিয়ে। পরবর্তীকালে 2019 সালে গামিলা মাঠকে কেন্দ্র করে সেখানে Bengal Footy Academy গড়ে ওঠে, এবং 2020 সালে National Footy Championship লালগোলায় আয়োজন করা হয়।
প্রথমবারের জন্য এবার Asia Cup Footy অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটিতে 6 থেকে 8 ডিসেম্বর। ভারত ছাড়াও আরো দশটি দেশ এই খেলায় অংশগ্রহণ করছে। বাংলা থেকে ভারতীয় দলে তিনজন সুযোগ পেয়েছে তার মধ্যে একজন আমাদের লালগোলার ছেলে শোয়েব আলী। সেমিফাইনালে জাপানের কাছে হেরে ভারত বিদায় হয়। ভারত শেষ অবধি জিততে না পারলেও শোয়েব জিতেছে, টুর্নামেন্টের 15 জন সেরা খেলোয়ারদের নিয়ে যে Asia team নির্বাচন করা হয়েছে তাতে ভারতের দুজন খেলোয়ার আছে। তারমধ্যে শোয়েব একজন।
©মিলন জাহাঙ্গীর