নক্সবন্দি মোজাদ্দেদী তরিকার প্রখ্যাত বুজুর্গ শাহসুফী হজরত মৌলানা আল্লামা আয়ুব আলী (রঃ) পবিত্র ঊরুস মাহফিলে বিশিষ্ট আলিমে দ্বীন তথা জাতুয়া মাদ্রাসার স্বনামধন্য অধীক্ষক হজরত মৌলানা এমাদ উদ্দিন সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা।।
মাশাআল্লাহ
অসাধারণ তেলাওয়াত।।
বিশিষ্ট ইসলামী স্কলার, মুফতিয়ে আজম হজরত আল্লামা মুফতী শরফ উদ্দিন সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা।।
দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা ছাত্র হুজুরদের পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানীয় সভাপতি আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগতম/বরণ করার মুহূর্ত
এদ্বারায় মাদারিছে ইসলামীয়া বোর্ডের অনুমোদিত সকল মাদ্রাসা সমূহের শিক্ষক বৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে ,আগামী ০৩ ডিসেম্বর ২৩ইং রোজ রবিবার প্রধান কার্যালয় মীরাবাড়ি টাইটেল মাদ্রাসায় Teacher training (শিক্ষক প্রশিক্ষণ) কর্মশালা অনুষ্ঠিত হইবে ।
সকল শিক্ষকবৃন্দের উপস্থিতি বাধ্যতামূলক।
ফর্ম সংগ্রহ: নিজ জেলা কার্যালয় ।
২০ নভেম্বর তারিখের ভিতরে জেলা কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ।
আজকের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এদ্বারায় মাদারিছে ইসলামীয়া বোর্ডের সম্পাদক তথা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক আল্লামা সৈয়দ আব্দুন নুর সাহেব, মৌলানা মুফতি আনোয়ার হোসেন সাহেব,এদ্বারায় মাদারিছে ইসলামীয়া বোর্ডের কাছাড় জেলায় কমিটির সভাপতি মৌলানা নূরুল ইসলাম সাহেব, সম্পাদক মৌলানা বদরুল হক সাহেব। হাইলাকান্দী জেলা কমিটির সভাপতি
ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম প্রতিষ্ঠান কেরলের মরকজে সেকাফাতুছ ছুন্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কণ্ঠে পবিত্র নাতে রাছুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।।
আলা হজরত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনায় বিশিষ্ট আলিমেদ্বীন আলহাজ্ব হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব।।
বিশিষ্ট আলিমেদ্বীন আলহাজ্ব হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেবের কণ্ঠে পবিত্র নাতে রাছুল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।।