এবারে,নদীয়ার কৃষ্ণনগর সদর শহরের প্রাণকেন্দ্রে
তৃণমূল কাউন্সিলারের দাদাগিরি,
নদীয়ার কৃষ্ণনগর সদর শহরে তৃণমূলের গোষ্ঠীকোন্দল এবং অন্তদ্বন্দ একেবারে প্রকাশ্যে,
অবশেষে এবারে নদীয়ার কৃষ্ণনগর সদর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তৃণমূল পরিচালিত কৃষ্ণনগর
পৌরসভা অধীনস্থ কৃষ্ণনগর কদমতলা ঘাট সংলগ্ন
একটি শিশু উদ্যান ও একটি ক্যাফে বন্ধ করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো কৃষ্ণনগর সদর শহরের পরিচিত অপর এক তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে,তাতেই একেবারে উত্তপ্ত পরিবেশ।।আর সেই ছবি সরাসরি দেখছেন
এনকেটিভি বাংলার পর্দায়।।
আজ জামাইষষ্ঠী,আজ জামাইষষ্ঠী উপলক্ষ্যে নদীয়া জেলার অন্তর্গত বিভিন্ন বাজারগুলিতে সকাল চড়া দামে বিকোচ্ছে বিভিন্ন প্রকারের আম,
যেখানে দাড়িয়ে প্রতিবছরের ন্যায় এই বছরে আমের ফলন অনেকটাই কম,কারণ,কিছুদিন আগেই রেমাল ঝড়ের তান্ডবে বহু গাছ থেকে মাটিতে আম পড়ে নস্ট হওয়াতে এবং রেমাল ঝড়ের তান্ডবে অনেক গাছেই এবারে আমের ফলন সেইভাবে নেই তাই অনেকটাই ক্ষতির মুখ দেখছে আম বিক্রেতা থেকে শুরু করে আম চাষিরা এবং তেমনি আজ সকাল থেকে বিভিন্ন বাজার গুলিতে চড়া দামে বিকোচ্ছে বিভিন্ন প্রকারের আম,তাই মাথায় হাত পড়েছে জামাই সহ শশুরদের।।আর সেই ছবি দেখছেন সরাসরি বেঙ্গল টু ডে ১৮ ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
এবারে অবশেষে নদীয়ার কল্যাণী পুরসভার অন্তর্গত নয় নাম্বার ওয়ার্ড সেখানে তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগ, তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ তুলছেন ওয়ার্ড সেক্রেটারি,কল্যাণী পুরসভার নয় নাম্বার ওয়ার্ডের ঘটনা।।দিনের পর দিন ভুয়ো বিল তৈরী করে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে।।৯৭২ জন দিন মজুর খাটিয়ে অতিরিক্ত টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে,ইতিমধ্যে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলার মানসী চ্যাটার্জী।।আর সেই ছবি সরাসরি দেখছেন বেঙ্গল টু ডে ১৮ ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
আজ ভোর সকালে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া তারক ব্যাণার্জী রোড সংলগ্ন
১২ নাম্বার জাতীয় সড়কের ওপর ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা,ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ব্যক্তির।।ঘটনাস্থলে গোটা ঘটনার তদন্তে নেমেছে
নদীয়ার শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।।আর সেই ছবি সরাসরি দেখছেন বেঙ্গল টু ডে ১৮ ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবার পর অবশেষে আজ দুপুরে নদীয়া উওর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের অপসারণ ও পদত্যাগের দাবী চেয়ে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় সংলগ্ন নদীয়া উওর সাংগঠনিক বিজেপির জেলা কার্যালয়ের ভেতরে ঢুকে রীতিমতো চেয়ার ও ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করে এবং ভেতরে ঢুকে রীতিমতো বিক্ষোভ দেখায় এবং জেলা কার্যালয়ের গেটে অবশেষে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় নদীয়া উওর সাংগঠনিক জেলার বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা।।আর সেই ছবি সরাসরি দেখছেন খবর বাংলা নিউজের ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর লোকসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হবার পর অবশেষে আজ দুপুরে নদীয়া উওর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের অপসারণ ও পদত্যাগের দাবী চেয়ে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় সংলগ্ন নদীয়া উওর সাংগঠনিক বিজেপির জেলা কার্যালয়ের ভেতরে ঢুকে রীতিমতো চেয়ার ও ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করে এবং ভেতরে ঢুকে রীতিমতো বিক্ষোভ দেখায় এবং জেলা কার্যালয়ের গেটে অবশেষে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় নদীয়া উওর সাংগঠনিক জেলার বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা।।আর সেই ছবি সরাসরি দেখছেন বেঙ্গল টু ডে ১৮ ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
গতকাল নদীয়ার শান্তিপুর কলেজে ইতিহাসের অধ্যাপক কে নিগ্রহের অভিযোগে আজ থেকে
অনির্দিষ্ট কালের জন্যে কর্মবিরতির ডাক দিলেন
শিক্ষক সংগঠন সহ বিভিন্ন শিক্ষাকর্মীরা।।আর সেই ছবি সরাসরি দেখছেন রাএি দশটার প্রাইম টাইমে খবর বাংলা নিউজের ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র যেখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর কে প্রার্থী করেছিল বিজেপি সেখানে দাড়িয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর বলেন তার হারের পেছনে জেলা নেতৃত্ব একটা বড়ো কারণ,পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে ভোটের কাজের জন্যে কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে, এবং অন্যায় হয়েছে রীতিমতো তদন্তের দাবী জানিয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর।।এমনটাই বিস্ফোরক দাবী জানিয়েছেন তিনি।।আর সেই ছবি সরাসরি দেখছেন রাএি দশটার প্রাইম টাইম খবর বাংলা নিউজ ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র যেখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর কে প্রার্থী করেছিল বিজেপি সেখানে দাড়িয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর বলেন তার হারের পেছনে জেলা নেতৃত্ব একটা বড়ো কারণ,পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে ভোটের কাজের জন্যে কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে, এবং অন্যায় হয়েছে রীতিমতো তদন্তের দাবী জানিয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর।।এমনটাই বিস্ফোরক দাবী জানিয়েছেন তিনি।।আর সেই ছবি সরাসরি দেখছেন খবর বাংলা নিউজ ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
নদীয়ার নবদ্বীপে একটি ভ্রমণ সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ,টু প্যাকেজ বুক করিয়ে দিয়ে
প্রতারণা ও নিগ্রহের অভিযোগ,এছাড়াও রয়েছে
র্দুব্যবহার এবং শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ তুলে নদীয়ার নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন নবদ্বীপের এক শিক্ষিকা।।আর সেই ছবি সরাসরি দেখছেন রাজ্যের সেরা ২০ কুড়িটি খবরে খবর বাংলা নিউজের ফেসবুক পর্দায়।।
গতকাল নদীয়ার শান্তিপুর কলেজে ইতিহাসের অধ্যাপক কে নিগ্রহের অভিযোগে আজ থেকে
অনির্দিষ্ট কালের জন্যে কর্মবিরতির ডাক দিলেন
শিক্ষক সংগঠন সহ বিভিন্ন শিক্ষাকর্মীরা।।আর সেই ছবি সরাসরি দেখছেন খবর বাংলা নিউজের ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
গতকাল নদীয়ার শান্তিপুর কলেজে ইতিহাসের অধ্যাপক কে নিগ্রহের অভিযোগে আজ থেকে
অনির্দিষ্ট কালের জন্যে কর্মবিরতির ডাক দিলেন
শিক্ষক সংগঠন সহ বিভিন্ন শিক্ষাকর্মীরা।।আর সেই ছবি সরাসরি দেখছেন খবর বাংলা নিউজের ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র যেখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর কে প্রার্থী করেছিল বিজেপি সেখানে দাড়িয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর বলেন তার হারের পেছনে জেলা নেতৃত্ব একটা বড়ো কারণ,পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে ভোটের কাজের জন্যে কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে, এবং অন্যায় হয়েছে রীতিমতো তদন্তের দাবী জানিয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর।।এমনটাই বিস্ফোরক দাবী জানিয়েছেন তিনি।।আর সেই ছবি সরাসরি দেখছেন খবর বাংলা নিউজ ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র যেখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর কে প্রার্থী করেছিল বিজেপি সেখানে দাড়িয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর বলেন তার হারের পেছনে জেলা নেতৃত্ব একটা বড়ো কারণ,পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে ভোটের কাজের জন্যে কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে, এবং অন্যায় হয়েছে রীতিমতো তদন্তের দাবী জানিয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর।।এমনটাই বিস্ফোরক দাবী জানিয়েছেন তিনি।।আর সেই ছবি সরাসরি দেখছেন ২৪ আওয়ার্স টিভির পর্দায়।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র যেখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর কে প্রার্থী করেছিল বিজেপি সেখানে দাড়িয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর বলেন তার হারের পেছনে জেলা নেতৃত্ব একটা বড়ো কারণ,পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে ভোটের কাজের জন্যে কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে, এবং অন্যায় হয়েছে রীতিমতো তদন্তের দাবী জানিয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর।।এমনটাই বিস্ফোরক দাবী জানিয়েছেন তিনি।।আর সেই ছবি সরাসরি দেখছেন ২৪ আওয়ার্স টিভির পর্দায়।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র যেখানে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর কে প্রার্থী করেছিল বিজেপি সেখানে দাড়িয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর বলেন তার হারের পেছনে জেলা নেতৃত্ব একটা বড়ো কারণ,পাশাপাশি তিনি অভিযোগ করছেন যে ভোটের কাজের জন্যে কেন্দ্রীয় নেতৃত্ব যে টাকা পাঠিয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে, এবং অন্যায় হয়েছে রীতিমতো তদন্তের দাবী জানিয়েছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী অমৃতা দেবী রায় বাহাদুর,ঘটনার পরিপ্রেক্ষি তে এমনটাই বিস্ফোরক দাবী জানিয়েছেন তিনি।।
আর সেই ছবি সরাসরি দেখছেন বেঙ্গল টু ডে ১৮ ফেসবুক পেজে।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
গতকাল নদীয়ার শান্তিপুর কলেজে ধুন্ধুমার পরিস্থিতি,কলেজের ইতিহাসের অধ্যাপকের বিরুদ্ধে ছাএছাএীদের জোরালো অভিযোগ অধ্যাপক কলেজের লাইব্রেরী কক্ষের সাইডে গিয়ে এক ছাএীর হাত ধরে টানার অভিযোগ,কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে কলেজের ইতিহাস অধ্যাপক কে ব্যাপক মারধরের অভিযোগ।।তদন্তের আশ্বাস দিয়েছেন নদীয়ার শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।।ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।।আর সেই ছবি দেখছেন সরাসরি এনকেটিভি বাংলার পর্দায়।।
এবারে অবশেষে,টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায়,
টোটো চালককে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে খুনের চেষ্টা।।ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাশদ্রোপ এলাকার
অধীনস্থ চাদরা এলাকায় ।।কী কারণে,হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা টোটো চালককে,তার তদন্তে নেমেছে নদীয়ার শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।।আর সেই ছবি সরাসরি
দেখছেন খবর বাংলা নিউজের পর্দায়।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
নদীয়াতে ভোট এবং ভোটের গণনা মিটতেই
ভোট পরবর্তী হিংসা অব্যাহত,নদীয়ার চাপড়ায়
গোষ্ঠীকোন্দলের জেরে খুন এক তৃণমূল কর্মী।।
আর সেই ছবি সরাসরি দেখছেন রাজ্যের সেরা কুড়িটি খবরে,খবর বাংলা নিউজের ফেসবুক
পর্দায়।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।
এবারে অবশেষে,টোটো ছিনতাইয়ে বাধা দেওয়ায়,
টোটো চালককে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে
কুপিয়ে খুনের চেষ্টা।।ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাশদ্রোপ এলাকার
অধীনস্থ চাদরা এলাকায় ।।কী কারণে,হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা টোটো চালককে,তার তদন্তে নেমেছে নদীয়ার শান্তিপুর থানার পুলিশ প্রশাসন।।আর সেই ছবি সরাসরি
দেখছেন খবর বাংলা নিউজের পর্দায়।।
রিপোর্ট - সুদীপ বিশ্বাস কৃষ্ণনগর,নদীয়া।।