ms_khatun01

ms_khatun01 ❤️ᴀꜱꜱᴀʟᴀᴍᴜᴡᴀʟɪᴋᴜᴍ ❤️
(1)

21/04/2023

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মুবারক।🌙✨💞

আজ রমাদানের ২৭তম রাত্রিআজকেও হতে পারে লাইলাতুল ক্বদরআজ রমাদানের ২৭তম বিজোড় রাত। আজ লাইলাতুল ক্বদর ক্ষেত্রে অধিক সম্ভাবনা...
18/04/2023

আজ রমাদানের ২৭তম রাত্রি

আজকেও হতে পারে লাইলাতুল ক্বদর

আজ রমাদানের ২৭তম বিজোড় রাত। আজ লাইলাতুল ক্বদর ক্ষেত্রে অধিক সম্ভাবনা রয়েছে। আগামী পরশু ২৯তম রাত। সে রাতেও হতে পারে শবে ক্বদর। ক্বদরের ইবাদত হোক সুন্নাহের আলোয় উদ্ভাসিত ও বিদআত থেকে মুক্ত। রমাদানের শেষ দশকের প্রতিটি রাতেই শবে ক্বদরের জন্য বাড়তি নামাজ, কুরআন তিলাওয়াত ও ইবাদতে সময় দেয়া উচিত।

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,
ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুআ’ পড়বো?

তিনি (রাসূল [সাঃ]) বলেনঃ তুমি বলবে,

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও" (সুনানে ইবনে মাজাহ ৩৮৫০)

জামে আত-তিরমিযির একটি হাদীস থেকে উক্ত দুআটি একটি বাড়তি শব্দ সহকারে পাওয়া যায়। দুআটি হচ্ছেঃ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মাফ করতেই পছন্দ কর, অতএব তুমি আমাকে মাফ করে দাও"
(তিরমিযি ৩৫১৩)

রমাদানে গুনাহ মাফ করানোর গুরুত্বের ব্যাপারে নিচের হাদীসটি আমরা সকলেই জানি।

জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাঃ) মিম্বারে উঠলেন। তিনি প্রথম সিঁড়িতে উঠে বলেনঃ আমীন। তিনি দ্বিতীয় সিঁড়িতে উঠেও বলেনঃ আমীন। তিনি তৃতীয় সিঁড়িতে উঠেও বলেনঃ আমীন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ আমরা আপনাকে তিনবার আমীন বলতে শুনলাম।

তিনি বলেনঃ আমি প্রথম সিঁড়িতে উঠতেই জিবরাঈল (আবু দাউদ) এসে বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যে রমযান মাস পেলো এবং তা শেষ হয়ে যাওয়া সত্বেও তার গুনাহর ক্ষমা হলো না। আমি বললামঃ আমীন।

অতঃপর দ্বিতীয় ধাপে উঠতেই তিনি বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যে নিজ পিতা-মাতা উভয়কে অথবা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেলো, অথচ তারা তাকে বেহেশতে প্রবেশ করালো না। আমি বললামঃ আমীন।

অতঃপর তৃতীয় ধাপে উঠতেই তিনি বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যার নিকট আপনার উল্লেখ হলো, অথচ সে আপনার প্রতি দুরূদ পড়েনি। আমি বললামঃ আমীন।

(আদাবুল মুফরাদ ৬৪৮, হাদীসের মানঃ সহীহ)

অর্থাৎ আমরা যদি রমাদান পেয়েও আল্লাহর থেকে ক্ষমা লাভ করতে না পরি তাহলে আমাদের দুর্ভাগ্যের জন্য স্বয়ং রাসূল (সা) সমর্থন দিয়ে "আমীন" বলে গেছেন। আমরা কি এর মর্মার্থ অনুধাবন করতে পারি? এলাকার একজন এমপি সাহেব বা সংসদের একজন মন্ত্রী যদি আমাদেরকে দুর্ভাগা বলেন বা আমাদের দুর্ভাগ্যের জন্য সমর্থন দেন আমরা কতই না পেরেশান হয়ে পড়ব! কিন্তু এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি যেই লোকদেরকে দুর্ভাগা বলেছেন আমরা সেই দলে পড়ে যাচ্ছি না তো? আমরা কি আমাদের গুনাহ মাফ করাতে পেরেছি?

রমাদান তো প্রায় চলেই গেল। আমরা কেউই জানি না আগামী রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা। আবার আরেকটি রমাদানে আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পারব কিনা। তাই এই রমাদানকেই জীবনের শেষ রমাদান হিসাবে চিন্তা করি। গুনাহ মাফ করানোর জন্য রমাদানের শেষ ১০ দিনকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করি। যারা প্রথম দিকে তারাবীহ সালাত পড়তে অলসতা করেছি অন্তত বাকি কয়েকটা দিন পড়ি। ২৭ রমাদানেই তারাবীহ শেষ নয়। রমাদানের শেষ দিন পর্যন্ত পূর্ণ তারাবীহ আদায় করি। বাকি দিনগুলো আগের চেয়ে একটু বেশি কুরআন তিলাওয়াত ও দান সাদাকা করি। আল্লাহর রাসূল (সা) যেই দুআ শিখিয়ে দিয়েছেন সেই দুআ বারবার পড়ি। দুআর অর্থ বুঝি। অন্তর থেকে উপলব্ধি করে দুআ করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনই!



রি য়া্
ms_khatun01

16/04/2023

আজ ২৫ রমাদানের বিজোড় রাত্রি

আজকেও হতে পারে শবে ক্বদর

আজ রমাদানের শেষ দশকের একটি বিজোড় রাত। হাদীস শরীফের বর্ণনানুযায়ী আজও হতে পারে মহিমান্বিত লাইলাতুল ক্বদর। ক্বদরের ইবাদত হোক সুন্নাহের আলোয় উদ্ভাসিত ও বিদআত থেকে মুক্ত। শুধু ২৭ রমাদানই শবে ক্বদর হিসাবে ইবাদত নয়, বরং রমাদানের শেষ দশকের প্রতিটি রাতেই শবে ক্বদরের জন্য বাড়তি নামাজ, কুরআন তিলাওয়াত ও ইবাদতে সময় দেয়া উচিত।

আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,
ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুআ’ পড়বো?

তিনি (রাসূল [সাঃ]) বলেনঃ তুমি বলবে,

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও" (সুনানে ইবনে মাজাহ ৩৮৫০)

জামে আত-তিরমিযির একটি হাদীস থেকে উক্ত দুআটি একটি বাড়তি শব্দ সহকারে পাওয়া যায়। দুআটি হচ্ছেঃ

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হে আল্লাহ! তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মাফ করতেই পছন্দ কর, অতএব তুমি আমাকে মাফ করে দাও"
(তিরমিযি ৩৫১৩)

রমাদানে গুনাহ মাফ করানোর গুরুত্বের ব্যাপারে নিচের হাদীসটি আমরা সকলেই জানি।

জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাঃ) মিম্বারে উঠলেন। তিনি প্রথম সিঁড়িতে উঠে বলেনঃ আমীন। তিনি দ্বিতীয় সিঁড়িতে উঠেও বলেনঃ আমীন। তিনি তৃতীয় সিঁড়িতে উঠেও বলেনঃ আমীন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ আমরা আপনাকে তিনবার আমীন বলতে শুনলাম।

তিনি বলেনঃ আমি প্রথম সিঁড়িতে উঠতেই জিবরাঈল (আবু দাউদ) এসে বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যে রমযান মাস পেলো এবং তা শেষ হয়ে যাওয়া সত্বেও তার গুনাহর ক্ষমা হলো না। আমি বললামঃ আমীন।

অতঃপর দ্বিতীয় ধাপে উঠতেই তিনি বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যে নিজ পিতা-মাতা উভয়কে অথবা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেলো, অথচ তারা তাকে বেহেশতে প্রবেশ করালো না। আমি বললামঃ আমীন।

অতঃপর তৃতীয় ধাপে উঠতেই তিনি বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যার নিকট আপনার উল্লেখ হলো, অথচ সে আপনার প্রতি দুরূদ পড়েনি। আমি বললামঃ আমীন।

(আদাবুল মুফরাদ ৬৪৮, হাদীসের মানঃ সহীহ)

অর্থাৎ আমরা যদি রমাদান পেয়েও আল্লাহর থেকে ক্ষমা লাভ করতে না পরি তাহলে আমাদের দুর্ভাগ্যের জন্য স্বয়ং রাসূল (সা) সমর্থন দিয়ে "আমীন" বলে গেছেন। আমরা কি এর মর্মার্থ অনুধাবন করতে পারি? এলাকার একজন এমপি সাহেব বা সংসদের একজন মন্ত্রী যদি আমাদেরকে দুর্ভাগা বলেন বা আমাদের দুর্ভাগ্যের জন্য সমর্থন দেন আমরা কতই না পেরেশান হয়ে পড়ব! কিন্তু এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি যেই লোকদেরকে দুর্ভাগা বলেছেন আমরা সেই দলে পড়ে যাচ্ছি না তো? আমরা কি আমাদের গুনাহ মাফ করাতে পেরেছি?

রমাদানের ২০ দিন চলেই গেল। আমরা কেউই জানি না আগামী রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা। আবার আরেকটি রমাদানে আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পারব কিনা। তাই এই রমাদানকেই জীবনের শেষ রমাদান হিসাবে চিন্তা করি। গুনাহ মাফ করানোর জন্য রমাদানের শেষ ১০ দিনকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করি। যারা প্রথম দিকে তারাবীহ সালাত পড়তে অলসতা করেছি অন্তত এই ১০ দিন পড়ি। এই ১০ দিন আগের চেয়ে একটু বেশি কুরআন তিলাওয়াত ও দান সাদাকা করি। আল্লাহর রাসূল (সা) যেই দুআ শিখিয়ে দিয়েছেন সেই দুআ বারবার পড়ি। দুআর অর্থ বুঝি। অন্তর থেকে উপলব্ধি করে দুআ করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনই!

এই পবিত্র সময়গুলো আমরা ফেসবুক বা ইউটিউবে অযথা ঘুরে না বেড়াই। আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করার জন্য ফেসবুক-মেসেঞ্জার আর ইউটিউব বর্তমান সময়ের সবচেয়ে বড় মাধ্যম। আমাদের ফোকাস নষ্ট করে সব কাজে ডেস্ট্রাকশন তৈরি করার জন্য এগুলোর জুড়ি নেই। ফেসবুকে আপনি হয়ত আপনার জন্য কাজের বা মূল্যবান ৫% জিনিস পাচ্ছেন। বাকি ৯৫% সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছু না। নিজেকে ফ্রেন্ডলিস্টের শত শত হাজার হাজার মানুষের কাছে এমন cheap বা সস্তা বানিয়ে না ফেলি যে, কেউ চাইলেই যে কোনো মুহূর্তে আমাকে reach করতে পারে! চাহিবা মাত্রই যেন আমি আমার কাজ ফেলে ফেসবুকে-মেসেঞ্জারে চলে না যাই। প্রতি দিন কত ঘন্টা মেসেঞ্জার বা ফেসবুকে ব্যয় করছি আর সেগুলো আসলে কতটুকু আমাদের ইহলৌকিক বা পরলৌকিক কাজে আসছে তা চিন্তা করার সময় এসেছে। আমরা একটা কাগজে লিখে রাখতে পারি দৈনিক আনুমানিক ফেসবুক ব্যবহারের সময়। সপ্তাহ শেষে দেখতে পারি পুরো সপ্তাহে কয় ঘন্টা ফেসবুক ইউজ করলাম, কয় ঘন্টা কুরআন পড়লাম আর কয় ঘন্টা ইসলামকে জানার জন্য বই পুস্তক পড়লাম।

তাই আসুন, আমরা রমাদানের এই শেষ ১০টা দিন অন্তত সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে সীমিত করি। প্রতি বিজোড় রাতে শবে ক্বদরের উদ্দেশ্যে সাধ্যমত তাহাজ্জুদ পড়ি, কুরআন পড়ি, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি। শেষ দশকে আমাদের টার্গেট হোক একটাই! আমাদের সকল গুনাহ থেকে মুক্তি!
আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত করে দিন। আমীন।

ms_khatun01
রি য়া্

03/04/2023

আল্লাহর এই চার নবী এখনও বেঁচে আছেন ! কে কোথায় আছেন?

03/04/2023

মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে কি করে ?
সকল মুসলিমদের জানা উচিত।



মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে!  কতটা সুখে থাকবে!  ইসলাম পালন কতটা সহজ হবে!  - তা নির্ভর করে একজন দ্বীনদার ভালো চরিত্রবান, স...
02/04/2023

মেয়েদের ভবিষ্যৎ কেমন কাটবে! কতটা সুখে থাকবে! ইসলাম পালন কতটা সহজ হবে!
- তা নির্ভর করে একজন দ্বীনদার ভালো চরিত্রবান, সৎ স্বামীর উপর 💙

- টাকার উপর নয় 🙂

ms_khatun01
রি য়া্

Tu Chand main Sitara hota. Asman pe hamara ek asiyana hota.  Log tumhe durse dekhte. Nasdik se dekhneka hak sirf hamara ...
24/03/2023

Tu Chand main Sitara hota. Asman pe hamara ek asiyana hota. Log tumhe durse dekhte. Nasdik se dekhneka hak sirf hamara hota 🥰❤️








the moon 🌙⭐ look like  " ب "Mashallah 😍          ms_khatun01 রি য়া্
24/03/2023

the moon 🌙⭐ look like " ب "

Mashallah 😍







ms_khatun01
রি য়া্

23/03/2023

Are you ready for blessed of Ramadan Kareem? ✨
Let's go &feel the beauty of islam🌙😌🌺....




ms_khatun01
রি য়া্

ALHAMDULILLHA❤️
18/11/2022

ALHAMDULILLHA❤️

আলহামদুলিল্লাহ ♥
14/11/2022

আলহামদুলিল্লাহ ♥

সুবাহান-আল্লাহ 😍প্রথম দেখাতেই ৪০ বছর পার হয়ে যাবে ❤️
14/11/2022

সুবাহান-আল্লাহ 😍
প্রথম দেখাতেই ৪০ বছর পার হয়ে যাবে ❤️

😊❤️
14/11/2022

😊❤️



কেয়ামত কি তাহলে চলেই আসলো? 😰 আগে সবসময় শুনতাম কেয়ামত চলে আসলো বলে, আজকে এই ছবিটা দেখে আরো বেশি বিশ্বাস হলো৷হ্যালোয়িন মুখ...
14/11/2022

কেয়ামত কি তাহলে চলেই আসলো? 😰
আগে সবসময় শুনতাম কেয়ামত চলে আসলো বলে, আজকে এই ছবিটা দেখে আরো বেশি বিশ্বাস হলো৷

হ্যালোয়িন মুখোশ পরে সৌদি রিয়াদে অনুষ্ঠিত হলো হ্যালোয়িন উৎসব৷ চিন্তা করেন একবার! আমাদের নবীর পছন্দের ড্রেসের সাথে শ* তা* নের মুখোশ পরে এরা উৎসব করছে৷ তাও কিনা সৌদির মতন দেশে যেখানে আমাদের প্রিয় নবী শুয়ে আছেন 😰

হে আল্লাহ! তুমি আমাদের হেফাজত করো 🤲🏻😔

~ ms_khatun01

Beautiful ❤️
31/10/2022

Beautiful ❤️






07/09/2022
05/07/2022
11/06/2022
Alhamdulillha ❤️
07/06/2022

Alhamdulillha ❤️

13/05/2022

Jumma mubarak ❤️

02/05/2022

💞তাবাক আল্লাহ মিন্না ওয়া মিনকুম 💞
🌙 ❤️ঈদ মোবারক ❤️🌙
সবাইকে😇🕋🌝🫂💝
Eid-Ul-fitr Mubarak ❤️😇

09/04/2022

মাশাআল্লাহ😍

09/04/2022
04/04/2022

𝙼𝚊𝚜𝚑𝚊𝚕𝚕𝚑𝚊 😍😍

‎﷽‎‬  𝙰𝚜𝚜𝚊𝚕𝚊𝚖𝚞 𝙰𝚕𝚊𝚒𝚔𝚞𝚖 𝚠𝚊 𝚛𝚊𝚑𝚖𝚊𝚝𝚞𝚕𝚕𝚊𝚑𝚒 𝚠𝚊 𝚋𝚊𝚛𝚊𝚔𝚊𝚝𝚞𝚑𝚞  🌙🕋🌙 𝚆𝚒𝚜𝚑 𝚢𝚘𝚞 𝚊𝚗𝚍 𝚢𝚘𝚞𝚛 𝚏𝚊𝚖𝚒𝚕𝚢 𝚊 𝚟𝚎𝚛𝚢 𝙷𝚊𝚙𝚙𝚢 "𝚁𝚊𝚖𝚊𝚍𝚊𝚗 𝙺𝚊𝚛𝚎𝚎𝚖"   𝙼𝚊𝚢  ...
02/04/2022

‎﷽‎‬ 𝙰𝚜𝚜𝚊𝚕𝚊𝚖𝚞 𝙰𝚕𝚊𝚒𝚔𝚞𝚖 𝚠𝚊 𝚛𝚊𝚑𝚖𝚊𝚝𝚞𝚕𝚕𝚊𝚑𝚒 𝚠𝚊 𝚋𝚊𝚛𝚊𝚔𝚊𝚝𝚞𝚑𝚞 🌙🕋🌙 𝚆𝚒𝚜𝚑 𝚢𝚘𝚞 𝚊𝚗𝚍 𝚢𝚘𝚞𝚛 𝚏𝚊𝚖𝚒𝚕𝚢 𝚊 𝚟𝚎𝚛𝚢 𝙷𝚊𝚙𝚙𝚢 "𝚁𝚊𝚖𝚊𝚍𝚊𝚗 𝙺𝚊𝚛𝚎𝚎𝚖" 𝙼𝚊𝚢 "𝙰𝙻𝙻𝙷𝙰" 𝚊𝚌𝚌𝚎𝚙𝚝 a𝚕𝚕 𝚘𝚞𝚛 𝙵𝚊𝚜𝚝𝚒𝚗𝚐, 𝚙𝚛𝚊𝚢𝚎𝚛𝚜 , 𝚂𝚞𝚙𝚙𝚕𝚒𝚌𝚊𝚝𝚒𝚘𝚗𝚜 𝚊𝚗𝚍 𝚊𝚕𝚜𝚘 𝚋𝚕𝚎𝚜𝚜𝚎𝚜 𝚞𝚜 𝚠𝚒𝚝𝚑 𝙿𝚛𝚘𝚜𝚙𝚎𝚛𝚒𝚝𝚢 𝙷𝚎𝚊𝚕𝚝𝚑 𝚊𝚗𝚍 𝙷𝚊𝚙𝚙𝚒𝚗𝚎𝚜𝚜 𝚍𝚞𝚛𝚒𝚗𝚐 𝚝𝚑𝚒𝚜 𝙷𝚘𝚕𝚢 𝙼𝚘𝚗𝚝𝚑 𝚘𝚏 𝚁𝚊𝚖𝚊𝚍𝚊𝚗
𝙰𝚊𝚖𝚎𝚎𝚗😇🤲🏻.
❤️

Address

Krishnagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ms_khatun01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like