InKrishnanagar

InKrishnanagar সমগ্র নদিয়ার ইতিহাস নিয়ে আমরা লিখি পড়ি

Our Official Youtube -
https://bit.ly/3P8svuh
(1)

শহর - জেলা এবং তার নিজস্ব ইতিহাস এ এক বড়ো তথ্য ভাণ্ডার। কম্পাস ছাড়া সমুদ্রের মাঝে দাঁড়িয়ে যেমন তার ব্যাপ্তি বা পরিসীমা মাপা যায় না , তেমনি জ্ঞান ভাণ্ডারেরও কোনো পরিসীমা হয় না ; কেবল প্রতিদিন জানার আরো একটু ইচ্ছাই আমাদের জ্ঞানের মাত্রাকে পুষ্ট করে তোলে।

আমাদের জ্ঞান সীমিত। এই বিশাল সিন্ধুর মধ্যে বিন্দুর জ্ঞান আহরণ করতে পারলেই আমরা ধন্য হবো। আপনারা সাথে ও সহযোগিতায় থাকলে অনেক ভুল ও সঠিকের মাঝে সেটু

কু সাহস আমরা করতে পারি।

আমাদের শহর বা জেলার হারাতে থাকা স্মৃতি বা ইতিহাস তুলে ধরে তাকে বাঁচিয়ে রাখতে পারলেই আমাদের কাজের সার্থকতা অনুভব বোধ করবো।

প্রাপ্তির থেকেও জ্ঞানের পিপাসাই আমাদের পেজের মূল নীতি বাক্য। মাথা আমাদের কেবল শরীরের উপরেই থাকুক , সমাজের উপরে নয়।।

আমরা সবাই মিলে ভালো থাকি ও সুস্থ থাকি।।

Our Official Group : https://www.facebook.com/groups/banglarsthapatya

আপনি জানলে অবাক হবেন খ্রিস্টপূর্ব ২০০০ বছর পূর্বেও কিন্তু ভারতের বাইরে ভারতের তৈরি তাঁত শিল্পের গভীর বিস্তার লাভ করেছিল।...
27/12/2024

আপনি জানলে অবাক হবেন খ্রিস্টপূর্ব ২০০০ বছর পূর্বেও কিন্তু ভারতের বাইরে ভারতের তৈরি তাঁত শিল্পের গভীর বিস্তার লাভ করেছিল। খ্রিস্টপূর্ব দুই হাজার বছর পূর্বে ভারতের তৈরি সুক্ষ মসলিনে ঢাকা মমির কিন্তু দেখা মিলেছে মিশরীয় কবরে । সুতরাং এর থেকে বোঝা যায় যে - ভারতের তাঁর শিল্পের গুরুত্ব কিন্তু অপরিসীম সে যুগেও ছিল।

#শান্তিপুর — নদীয়ার শান্তিপুর একটি অতি সুপ্রাচীন ও ঐতিহাসিক গঙ্গা তীরবর্তী জনপদ। প্রায় হাজার বছরের প্রাচীন এই জনপদ বাংলার শিক্ষা, সংস্কৃতির পীঠস্থান ও বিখ্যাত তাঁত শিল্পের সূতিকাগার। মহাপুরুষ চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুরু অদ্বৈত আচার্যর সাধনপীঠ শান্তিপুর।

শান্তিপুরের তাঁত শিল্পের ইতিহাস অতি প্রাচীন। মনে করা হয় নদিয়ায় ১৪০৯ সালে রাজা 'গৌড় গণেশ ধনু মর্দনদেবে'র আমলে এখানে প্রথম তাঁত শিল্পের শুরু হয়েছিল এবং এই তাঁত শিল্প বৃহৎ কারখানা আকার ধারণ করতে থাকে নদীয়ার রাজা রুদ্র রায়ের আমলে।

অদ্বৈতাচার্যের (১৪৩৪ - ১৫৫৯) জীবনীমূলক পুথি 'অদ্বৈতমঙ্গল' এ শান্তিপুরের বৈষ্ণব তন্তুবায়দের সম্পর্কে জানা যায় -
" শান্তিপুরে যত ছিল তন্তবায়,
আচার্য প্রাঙ্গণে আসি হরিগুন গায়। "

যদিও নদীয়ার রাজা 'রুদ্র রায়ে'র আমলে বৃহৎ ভাবে শান্তিপুরে তাঁত শিল্পের বিস্তার শুরু হয় ও সমগ্র বিশ্বে এখানকার শিল্পকর্মের সুনাম ছড়িয়ে পড়ে।

নদীয়ার প্রধান তাঁত শিল্পাঞ্চল বলে পরিগণিত হয় শান্তিপুর ও ফুলিয়ার তাঁত শিল্প। এর ঐতিহাসিক ঐতিহ্য না শুধু নদীয়ায় তা ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশও তার মান ও মর্যাদা অপরিসীম ও অতুলনীয়।

WE DON'T ALLOW ANY COPY OF OUR CONTENT.
Please share our post.
Content By : © InKrishnanagar Team
Graphical Work : InKrishnanagar Team
Date : 27th December 2024
Thank you for being a part of our journey.
With gratitude,
— 𝐈𝐧𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧𝐚𝐠𝐚𝐫 𝐓𝐞𝐚𝐦


#শান্তিপুর #চৈতন্যমহাপ্রভু

26/12/2024

সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় ।। ২৫শে ডিসেম্বর দিনটি যতটা বড়ো নদিয়াবাসীদের কাছে বোধহয় গতকালের দিনটি ছিল আরো বড়ো - স্মরণীয় দিনের একটি। বাঙালি কিংবদন্তী সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায় গতকাল নদিয়ার কৃষ্ণনগর শহরে "নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলার" অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে গেছেন। আর রেখে গেছেন জেলাবাসীর কাছে ভাষা ও সাহিত্যের অনবদ্য সম্ভার। নদিয়ার বিশিষ্ট সাহিত্যিকদের সাথে 'সমুখে শীর্ষেন্দু' নামক অনুষ্ঠানে আলোচনা হয়েছে বিস্তর।

এই ভিডিওতে তারই কিছু ছোট ক্লিপ তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি আমাদের এর অফিসিয়াল YouTube চেনেলে আপলোড হয়েছে। আপনি চাইলে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। শুনতে পারবেন তার অপূর্ব সাহিত্যের ভান্ডার।

#শীর্ষেন্দুমুখোপাধ্যায়

ভাবলে অবাক লাগে তাই না ?  খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষভাগে রচিত কাব্যগ্রন্থে "নদিয়া"র স্মৃতি ধরে রেখে গেছেন দ্বাদশ শতক...
26/12/2024

ভাবলে অবাক লাগে তাই না ? খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর শেষভাগে রচিত কাব্যগ্রন্থে "নদিয়া"র স্মৃতি ধরে রেখে গেছেন দ্বাদশ শতকের সংস্কৃত ভাষার বাঙালি কবিদের মধ্যে অন্যতম কবি কবিন্দ ধোয়ী। আজ থেকে কত বছর পূর্বের কথা। আমরা সেই নদিয়ার পুণ্যভূমিরই একজন !

দ্বাদশ শতকের সংস্কৃত ভাষার বাঙালি কবিদের মধ্যে অন্যতম ছিলেন কবিন্দ ধোয়ী। আনুমানিক ১১১৯ সালে নদিয়া জেলার নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেন। লক্ষ্মণ সেনের পঞ্চরত্নের মধ্যে তিনি ছিলেন একজন। তার লেখা কাব্যগ্রন্থ পবনদূত উল্লেখযোগ্য গ্রন্থ , কারণ এই কাব্যগ্রন্থ থেকে গৌড়সহ ভারতের অন্যান্য কিছু স্থান ও নদনদীর বর্ণনা পাওয়া যায়।

লক্ষ্মণসেন দিগ্বিজয় উপলক্ষে দক্ষিণদেশে মালয় পর্বতের কাছে গেলে কুবলয়বতী নামে এক গন্ধর্বকন্যা তার প্রেমে আসক্ত হয় এবং সে পবন অর্থাৎ বায়ুকে দূত করে তার কাছে প্রেরণ করেন। তখন পবনদূত মলয়াচল থেকে বেরিয়ে বহু পথ অতিক্রম করে গঙ্গার তীরে উপস্থিত হয়ে সেখান থেকে অগ্রসর হয়ে ত্রিবেণী , #নবদ্বীপ পেরিয়ে উপস্থিত হন বিজয়পুর নগরে। । তার বর্ণনা অনুসারে নবদ্বীপের কাছেই এই রাজধানী বিজয়পুর (এখনো আলোচনা সাপেক্ষ)।

এই কাব্যটি মন্দাক্রান্তা ছন্দে ১০৪টি শ্লোকে রচিত। এই কাব্যের শেষভাগের একটি শ্লোকে (১০১) গৌড়েন্দ্র লক্ষ্মণসেনকে কবি তার পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেছেন।

© কনটেন্ট কপি রাইট সম্পূর্ণ ভাবে InKrishnanagar এর।।

#পবনদূত #ধোয়ী #নবদ্বীপ #বিজয়পুর #লক্ষ্মণসেন

25/12/2024

"নদীয়া ভাষা উৎসব" মেলা থেকে লাইভ ।। উপস্থিত হয়েছেন বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহাশয় ।। ❤️

25/12/2024

নদিয়া বইমেলার শেষ দিনের মুহূর্তে। গতকাল শেষ হয়েছে 'নদিয়া বইমেলা'। আবারো একটা বছরের দীর্ঘ প্রতীক্ষা।

#বইমেলা

সবথেকে  #পুরোনো ক্যাথলিক চার্চ -  আপনারা কি জানেন নদিয়ার কৃষ্ণনগর শহরের বুকে দাঁড়িয়ে থাকা "ক্যাথলিক চার্চ " বা "প্রাচীন ...
24/12/2024

সবথেকে #পুরোনো ক্যাথলিক চার্চ - আপনারা কি জানেন নদিয়ার কৃষ্ণনগর শহরের বুকে দাঁড়িয়ে থাকা "ক্যাথলিক চার্চ " বা "প্রাচীন গির্জা" টি জেলার সবথেকে পুরোনো ক্যাথলিক চার্চের একটি। রাজ্যের যে সাতটি প্রাচীন গির্জাকে পর্যটন দফতর বিশেষ মর্যাদা সম্পন্ন পর্যটন কেন্দ্র বলে ঘোষণা করেছে, তারমধ্যে নদিয়ার কৃষ্ণনগর শহরের গির্জা" টি অন্যতম ?

আমারা এই প্রাচীন গির্জার উপরে একটি ছোট ডকুমেন্টারী বানানোর চেষ্টা করেছি মাত্র। আমাদের অফিসিয়াল YouTube Channel এ এটি আপলোড করেছি। আপনারা তা দেখতে পারেন। ডেসক্রিপশন এবং নিচে তার লিংক দেওয়া হলো।

সকলকে বড়ো দিনের শুভেচ্ছা ও অভিনন্দন ।।

Catholic Church - Did you know that the "Catholic Church" or "Ancient Church" standing in the heart of Krishnanagar, Nadia, is one of the oldest Catholic churches in the district? Among the seven historic churches in the state recognized by the Tourism Department as significant heritage tourism centers, the Krishnanagar church holds a special place.

We have made a humble attempt to create a short documentary on this historic church and have uploaded it to our official platform. You can watch it through the link provided below in the description.

Wishing everyone a Merry Christmas and warm greetings!

LINK : https://youtu.be/CRtnNtF_jaU

#কৃষ্ণনগর_গির্জা

নদীয়া জেলার ভাষা ও সংস্কৃতির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে জেলা তথা রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে, আগাম...
24/12/2024

নদীয়া জেলার ভাষা ও সংস্কৃতির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে জেলা তথা রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে, আগামীকাল ২৫ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এক বর্ণাঢ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধ উৎসবের আয়োজন করতে চলেছে ' নান্দনিক নদীয়া ভাষা উৎসব ও মেলা কমিটি এবং নদীয়া জেলা প্রশাসন '। কৃষ্ণনগর রবীন্দ্রভবন প্রাঙ্গনে থাকছে লিটল ম্যাগাজিন মেলা I

বাংলার স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যা ধরা হয়, তার সঙ্গে নদিয়া তথা নবদ্বীপের বাংলা ভাষার মিল রয়েছে বহু আগে থেকেই। অথচ বর্তমান আমাদের প্রজন্মের কাছে প্রায় অজানা - বাংলা ভাষার ক্ষেত্রে জেলার অবদানের কথা। এখানেই 'নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলার' প্রাসঙ্গিকতা I গত বছরের পরে এবার দ্বিতীয়বার হতে চলেছে 'নান্দনিক নদীয়া ভাষা উৎসব ও মেলা'।

অনুষ্ঠান সূচি :
২৫ শে ডিসেম্বর, ২০২৪ :বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহাশয়
২৬ শে ডিসেম্বর, ২০২৪ :ভারতীয় মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ, সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মহাশয়
২৭ শে ডিসেম্বর, ২০২৪ :সাহিত্য আলোচনা সভায় আসছেন প্রখ্যাত কবি শ্রীজাত
২৮ শে ডিসেম্বর, ২০২৪ :জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী ,বাংলা ভাষার বিশিষ্ট আবৃত্তিকার ও বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় মহাশয়া
২৯ শে ডিসেম্বর, ২০২৪ :প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর মহাশয়া,বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দু
৩০ শে ডিসেম্বর, ২০২৪ :সংগীত পরিবেশন করবেন বিখ্যাত বাউল শিল্পী মনসুর ফকির , জনপ্রিয় গায়ক, গীতিকার এবং সুরকার অনুপম রায়

২৫, ২৬, ২৭ : কৃষ্ণনগর রবীন্দ্রভবন
২৮, ২৯, ৩০ : কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে

আয়োজনে : নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলা কমিটি এবং নদীয়া জেলা প্রশাসন

বিঃ দ্রঃ : আরো বিস্তারিত জানতে Nandanik Nadia ফেইসবুক পেজ ফলো করুন।

24/12/2024

"জলাঙ্গী আমাদের জীবন রেখা" - লিখেছেন লেখক শ্রী সঞ্জিত দত্ত । তার এই বইটিতে যারা জলাঙ্গী নদী সম্পর্তে একটা সম্মক ধারণা পেতে চান তারা এই বইটি কালেক্ট করতে পারেন।

শহর - জেলা এবং তার নিজস্ব ইতিহাস এ এক বড়ো তথ্য ভাণ্ডার। কম্পাস ছাড়া সমুদ্রের মাঝে দাঁড়িয়ে যেমন তার ব্যাপ্তি বা পরিসী...
24/12/2024

শহর - জেলা এবং তার নিজস্ব ইতিহাস এ এক বড়ো তথ্য ভাণ্ডার। কম্পাস ছাড়া সমুদ্রের মাঝে দাঁড়িয়ে যেমন তার ব্যাপ্তি বা পরিসীমা মাপা যায় না , তেমনি জ্ঞান ভাণ্ডারেরও কোনো পরিসীমা হয় না ; কেবল প্রতিদিন জানার আরো একটু ইচ্ছাই আমাদের জ্ঞানের মাত্রাকে পুষ্ট করে তোলে।

আমাদের জ্ঞান সীমিত। এই বিশাল সিন্ধুর মধ্যে বিন্দুর জ্ঞান আহরণ করতে পারলেই আমরা ধন্য হবো। আপনারা সাথে ও সহযোগিতায় থাকলে অনেক ভুল ও সঠিকের মাঝে সেটুকু সাহস আমরা করতে পারি।

আমাদের শহর বা জেলার হারাতে থাকা স্মৃতি বা ইতিহাস আমাদের মতন বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে তাকে বাঁচিয়ে রাখতে পারলেই আমাদের কাজের সার্থকতা অনুভব বোধ করবো।

প্রাপ্তির থেকেও জ্ঞানের পিপাসাই আমাদের পেজের মূল নীতি বাক্য।।

Be sure to check out our official YouTube channel for more engaging content. Don’t forget to like, comment, and subscribe to stay up to date with our latest videos!

👉 𝐒𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞: https://www.youtube.com/

Join our Facebook Community Group to share your videos and content with us. We’d love to connect and engage with you there!

👉 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐆𝐫𝐨𝐮𝐩 : https://www.facebook.com/share/g/15Skk93ULy/

With Love ❤ ,
𝐈𝐧𝐊𝐫𝐢𝐬𝐡𝐧𝐚𝐧𝐚𝐠𝐚𝐫 𝐓𝐞𝐚𝐦

নবদ্বীপ সম্পর্কে ১৭৭০ খ্রিস্টাব্দে কবি বিজয়রাম সেন লিখেছেন ।। ‘তীর্থ-মঙ্গল” কাব্যে বর্ণিত ঘোষাল মহাশয়ের নৌকা নবদ্বীপে ...
23/12/2024

নবদ্বীপ সম্পর্কে ১৭৭০ খ্রিস্টাব্দে কবি বিজয়রাম সেন লিখেছেন ।। ‘তীর্থ-মঙ্গল” কাব্যে বর্ণিত ঘোষাল মহাশয়ের নৌকা নবদ্বীপে পৌঁছলে তৎকালীন বাংলার শিক্ষা-সংস্কৃতির প্রাণকেন্দ্র "নবদ্বীপের" সমাজ লক্ষ করে কবি লিখেছেন -

"শতেরো শত ব্রাহ্মণ আছে নদ্যার ভিতরে।
আর কত কত লোক কে বলিতে পারে।।
বারেন্দ্র-ব্রাক্ষ্মণ আর বৈদিক ব্রাহ্মণ।
অধ্যাপক ভট্টাচার্য না যায় গণন।।
পঞ্জিকা করিতে জনক আছেন বিদ্যানিধি।
অব্যর্থ-গণনা তাঁর যথা শাস্ত্ৰ-বিধি।।..
সুবর্ণ-বণিক কত শাঁখারি কাঁশারি। বাজার শড়কে কতো মুদী সারি সারি ।
লোচন কবিরাজ আর শ্যাম কবিরাজ।
বড়ই উত্তম দুহে স্থিতি নদ্যা-মাঝ।”

তাই তীর্থযাত্রাকে কেন্দ্র করে রচিত এই গ্রন্থখানি কেবলমাত্র তীর্থস্থানের বর্ণনাতেই সীমাবদ্ধ থাকেনি, একইসঙ্গে কবির বর্ণনায় সমকালীন সময়ের বাঙালির সমাজচিত্র, দেশ ও মনের অবস্থাও বর্ণিত হয়েছে।

#নবদ্বীপ #বিজয়রাম #ইতিহাস

নদিয়া বইমেলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল পোস্ট। প্রথম নদিয়া বই মেলা হয়েছিল ১৯৮৩ সালে , তা চলেছিল ১০ই মার্চ থেকে ২০...
23/12/2024

নদিয়া বইমেলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল পোস্ট।

প্রথম নদিয়া বই মেলা হয়েছিল ১৯৮৩ সালে , তা চলেছিল ১০ই মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত। সে বই মেলায় উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অমৃতেন্দ্র মুখার্জি।

এই লিস্টে ১৯৮৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নদীয়া বইমেলার সমগ্র একটি লিস্ট দেয়া হলো। লিস্টে দেখতে পারবেন ২০০৫ সালে ২০ তম নদীয়া বইমেলায় হয়েছিল - তার উদ্বোধক ছিলেন সাহিত্যিক বুদ্ধদেব গুহ।

আশা করছি এই পোস্টি আপনাদের জন্য একটি তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ পোস্ট বলে গণ্য হবে।

ঋণ স্বীকার : শ্রী সঞ্জিত দত্ত।

#বইমেলা

১৯৯০ সালে কার্টুনিস্ট চন্ডী লাহিড়ীর অঙ্কিত "বইমেলা" নিয়ে একটি বাস্তব সময়ের চিত্র। ছোট এই ছবির মধ্যে অনেক বাস্তবতার অনুভব...
22/12/2024

১৯৯০ সালে কার্টুনিস্ট চন্ডী লাহিড়ীর অঙ্কিত "বইমেলা" নিয়ে একটি বাস্তব সময়ের চিত্র। ছোট এই ছবির মধ্যে অনেক বাস্তবতার অনুভব রয়ে গেছে।

#বইমেলা

21/12/2024

নদিয়া #বইমেলা ঘুরে দেখা Nadia Book Fair ।

কথা হলো নদিয়ার বিশিষ্ট লেখকদের সাথে, যাদের নদিয়া নিয়ে বিভিন্ন মূল্যবান তথ্যবহুল বই প্রকাশ পেয়েছে মেলাতে।

জানা হলো কৃষ্ণনগর শহরের নিজেস্ব "মুদ্রা প্রকাশনা"র নতুন কিছু বইয়ের কথা যা এই বই মেলায় প্রকাশ পেয়েছে।

ঘুরে ঘুরে দেখা হলো বিভিন্ন পাবলিশারদের বইয়ের সম্ভার । আপনারাও আসুন ২০২৪ এর নদিয়া বইমেলাতে । বই কিনুন বই পড়ুন, বই পড়তে উৎসাহিত করুন ।

ভিডিওটি তথ্য বহুল হলে অবশ্যই share করুন । ধন্যবাদ ।

নদিয়া বইমেলা ২০২৪
স্থান : কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দান ।
দিন : ১৮.১২.২০২৪ - ২৪.১২.২০২৪
সময় : দুপুর ২.৩০ - রাত্রি ৭.৩০

#বইমেলা #বইমেলা২০২৪

নদিয়া বইমেলা ২০২৪ Publishers & Stall No . এ বারের বই মেলায় সমস্ত পাবলিশার্স এবং তাদের স্টল নম্বর সহযোগে এখানে দেওয়া হলো ...
21/12/2024

নদিয়া বইমেলা ২০২৪ Publishers & Stall No . এ বারের বই মেলায় সমস্ত পাবলিশার্স এবং তাদের স্টল নম্বর সহযোগে এখানে দেওয়া হলো ।

যারা বইয়ে লিস্ট বানিয়ে পাবলিশার্স ভিজিট করবার প্লান করেছেন - তাদের জন্য এটি উপযোগি হবে বলে আশা করছি ।

এবার নদিয়া বইমেলার ( ২০২৪ ) একটি ভিডিও আমাদের পেজে রয়েছে । ডেস্ক্রিপশনে তার লিংক দেওয়া হয়েছে ।

ধন্যবাদ ।
― InKrishnanagar Team

fans

20/12/2024

নদিয়া #বইমেলা ঘুরে দেখা Nadia Book Fair ।। কথা হলো নদিয়ার বিশিষ্ট লেখকদের সাথে, যাদের নদিয়া নিয়ে বিভিন্ন মূল্যবান তথ্যবহুল বই প্রকাশ পেয়েছে মেলাতে।

জানা হলো কৃষ্ণনগর শহরের নিজেস্ব "মুদ্রা প্রকাশনা"র নতুন কিছু বইয়ের কথা যা এই বই মেলায় প্রকাশ পেয়েছে।

ঘুরে ঘুরে দেখা হলো বিভিন্ন পাবলিশারদের বইয়ের সম্ভার ।

আপনারাও আসুন ২০২৪ এর নদিয়া বইমেলাতে ।

বই কিনুন বই পড়ুন, বই পড়তে উৎসাহিত করুন ।

ভিডিওটি তথ্য বহুল হলে অবশ্যই share করুন । ধন্যবাদ ।

নদিয়া বইমেলা ২০২৪
স্থান : কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দান ।
দিন : ১৮.১২.২০২৪ - ২৪.১২.২০২৪
সময় : দুপুর ২.৩০ - রাত্রি ৭.৩০

#বইমেলা #বইমেলা২০২৪ মুদ্রা

"নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের" উদ্যোগে পশ্চিমবঙ্গের ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করা এবং এই বিষয়ে মানুষকে আগ্রহী ও সচেতন করার উদ...
17/12/2024

"নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের" উদ্যোগে পশ্চিমবঙ্গের ইতিহাস চর্চাকে সমৃদ্ধ করা এবং এই বিষয়ে মানুষকে আগ্রহী ও সচেতন করার উদ্দেশ্যে একত্রিংশৎ বার্ষিক গবেষণামূলক "ইতিহাস পুরাতত্ত্ব ও লোক সংস্কৃতি সম্মেলন – ২০২৪"।

স্থান : নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ সভাগৃহ । ৪২/২ শিতিকণ্ঠ বাচস্পতি রোড (পাঁচমাথা) নবদ্বীপ, নদীয়া ।
তারিখ : ২১শে ও ২২শে ডিসেম্বর, ২০২৪ শনিবার ও রবিবার

উৎসর্গ : নবদ্বীপ চর্চার পুরোধা পুরুষ ‘নবদ্বীপ মহিমা' ও ‘নবদ্বীপ তত্ত্ব’-এর অমর লেখক কান্তি চন্দ্র রাঢ়ী মহাশয়ের স্মরণে এবারের সম্মেলন আন্তরিক শ্রদ্ধার সঙ্গে উৎসর্গ করা হয়েছে ।

পথনির্দেশ : নবদ্বীপ ধাম স্টেশন, বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশন, বাসস্ট্যান্ড বা খেয়াঘাট থেকে টোটো বা রিক্সাযোগে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ ভবন, পাঁচমাথা, নবদ্বীপ, নদীয়া ।

অনুষ্ঠান সূচি :

#২১শে ডিসেম্বর, ২০২৪ শনিবার:
বৈকাল ৪টে - সম্মেলনের উদ্বোধন। উদ্বোধক ও প্রধান অতিথির ভাষণ।
বৈকাল ৫টা - ডাঃ হারাধন ঘটক, দার্শনিক অরুণ প্রসাদ সেন,
সুনীতি সেন ও তপন প্রসাদ সেন স্মৃতি পুরস্কার প্রদান ।
বৈকাল ৫-১০মি.- মূল প্রবন্ধ পাঠ। পাঠক- ড. শুভেন্দু কুমার সিদ্ধান্ত।
বিষয়- চাণক্যের ভাবনায় রাজধর্ম ও সামাজিক ধর্ম
সন্ধ্যা ৬টা – বিশেষ প্রবন্ধ পাঠ। পাঠক - শ্রীসুব্রত পাল।
বিষয় - অভয়া দুর্গা: লোকায়ত চণ্ডী থেকে শাস্ত্রীয় দুর্গায় বিবর্তনের মিসিং লিংক ?
সন্ধ্য ৬-২৫ মিঃ-বিশেষ প্রবন্ধ পাঠ। পাঠক- শ্রীগোপাল চন্দ্ৰ ঘোষ।
বিষয়- নবদ্বীপের খাল-ডোবা-পুকুরের কথা।
সন্ধ্য ৬-৫০ মিঃ-বিশেষ প্রবন্ধ পাঠ। পাঠক- শ্রীরাখহরি শী।
বিষয়- পঞ্চদশ শতকে নবদ্বীপের বৈদিক পল্লী।

#২২শে ডিসেম্বর, ২০২৪ রবিবার:
গবেষণা পত্র পাঠ শুরু সকাল ১০ ঘটিকা যাঁরা গবেষণা পত্র পাঠ করবেন-
শ্রীতথাগত সেন, শ্রীলোকেশ চন্দ্র বিশ্বাস, শ্রীসাগর চট্টোপাধ্যায়, শ্রীমতী সুদেষ্ণা মুখার্জী, ড. স্বপন কুমার ঠাকুর, শ্রীনিৰ্ম্মলেন্দু পাল, শ্রীঅভিষেক অধিকারী, ড. প্রসেনজিৎ সরকার, শ্রীগোপাল কৃষ্ণ চক্রবর্তী, শ্রীঅজয় কুমার ঘোষ, শ্রীবিপ্লব বরাট, শ্রীলক্ষ্মীকান্ত পাল, ড. আত্রেয়ী সিদ্ধান্ত, শ্রীমতী দেবারতি দাস, শ্রীবলাই চন্দ্র মণ্ডল, শ্রীমতী অঞ্জনা ভট্টাচার্য, ড. পুষ্প দাস, শ্রীমতী রিয়া পোদ্দার, শ্রীস্বপ্নেশ গুপ্ত, শ্রীসুশীল কুমার গুছাইত, ড. সুজিত কুমার বিশ্বাস, ড. দীপালোক বন্দ্যোপাধ্যায়, শ্রীরামনারায়ণ ঘোষ, শ্রীকৌশিক দত্ত, শ্রীমতী মঞ্জু আচার্য, শ্রীসুব্রত দাস, শ্রীসুমন কুমার দত্ত, শ্রীসুমন্ত বড়াল প্রমুখ।

#২২শে ডিসেম্বর ২০২৪ রবিবার ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অফ নবদ্বীপ (PAN) মুক্ত প্রাঙ্গণে একটি স্থির চিত্র প্রদর্শনী করবে।

#নবদ্বীপ_পুরাতত্ত্ব_পরিষদে #নবদ্বীপ

“নেশা যারে ধরে তারে পাগল করে”
16/12/2024

“নেশা যারে ধরে তারে পাগল করে”

Address

Krishnanagar City
Krishnagar City
741101

Alerts

Be the first to know and let us send you an email when InKrishnanagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to InKrishnanagar:

Videos

Share