আন্দোলনের সংবাদ Movement's News

  • Home
  • India
  • KOLKATA
  • আন্দোলনের সংবাদ Movement's News

আন্দোলনের সংবাদ Movement's News Community

18/12/2024

নির্ধারিত সময়ের মধ্যে সিবিআই চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেল আরজিকর কান্ডের অভিযুক্তরা তারই প্রতিবাদে সিবিআই কে ধিক্কার জানিয়ে কলকাতায় AIDYO 'র প্রতিবাদ মিছিল।

09/12/2024

অভয়ার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদী কর্মসূচি
শ্যামবাজার থেকে সরাসরি

06/12/2024

আপনার অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে বর্ধমান কার্জন গেটের নাগরিক সভায় যোগ দিন




৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসাবে পালন কর...
03/12/2024

৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকে সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা বিরোধী দিবস হিসাবে পালন করার আহ্বান জানিয়ে SUCI(C) দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষের বিবৃতি

বিদ্যুতের মেদিনীপুর জোনাল ম্যানেজারের (ZM) নিকট ABECA এর আহ্বানে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ ডেপুটেশন, স্মার্ট মিটারের প্র...
21/11/2024

বিদ্যুতের মেদিনীপুর জোনাল ম্যানেজারের (ZM) নিকট ABECA এর আহ্বানে বিদ্যুৎ গ্রাহকদের বিক্ষোভ ডেপুটেশন, স্মার্ট মিটারের প্রতিলিপিতে অগ্নিসংযোগ।
আজ ২১ নভেম্বর বর্ধিত বিদ্যুৎ মাসুল ফিক্সড চার্জ ও মিনিমান চার্জ প্রত্যাহার,
স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট প্রিপেইড মিটার বাতিল সহ গ্রাহক সমস্যা সমাধানের দাবিতে ZM-এর নিকট বিক্ষোভ ডেপুটেশন হয়।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার জোনাল ম্যানেজার এর কাছে এই ডেপুটেশন দিতে পাঁচ জেলার সহস্রাধিক গ্রাহকরা মেদিনীপুর স্টেশন থেকে মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসক দপ্তরের সামনে পৌঁছালে গ্রাহকরা বিক্ষোভে ফেটে পড়েন। ক্ষুদিরাম মোড়ে হয় প্রতিকী পথ অবরোধ । পোড়ানো হয় স্মার্ট মিটার, ফিক্সড চার্জ ও মিনিমাম চার্জ এর প্রতিলিপি। অগ্নিসংযোগ করেন ABECA এর রাজ্য সাধারণ সম্পাদক শ্রী সুব্রত বিশ্বাস।
সেখান থেকে মিছিল ফকির কুয়াঁস্থিত জোনাল ম্যানেজারের দপ্তরের অভিমুখে রওনা হয়। জোনাল ম্যানেজারের গেট বিশাল পুলিশ বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখা ছিল। গ্রাহকরা গেটে প্রবল বিক্ষোভ দেখান। গেটে ঠেলাঠেলি শুরু হয়ে যায়। জোনাল ম্যানেজারের দপ্তরের সম্মুখস্থ রাস্তা এক ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ হয়ে থাকে। চলে বিক্ষোভ সভা।
ABECA এর রাজ্য সম্পাদকমণ্ডলের সদস্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মধুসূদন মান্নার নেতৃত্বে পূর্ব মেদিনীপুরের সভাপতি অধ্যাপক জয়মোহন পাল সম্পাদক শংকর মালাকার, পুরুলিয়ার সম্পাদক গৌতম হাতি, বাঁকুড়া জেলা সম্পাদক স্বপন নাগ এক প্রতিনিধি দল ZM এর কাছে ডেপুটেশন দেন। আগে থেকে ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও গ্রাহকদের সদুত্তর দিতে না পারার ভয়ে ZM পালিয়ে বেড়িয়েছেন। এই খবর বাইরে আসায় অবরোধ চলতে থাকে। অন্যান্য অফিসাররা স্মারকলিপি গ্রহণ করে পদক্ষেপ গ্রহণের কথা বলেন।
নেতৃবৃন্দ দৃঢ়তার সঙ্গে হুঁশিয়ারি দিয়ে জানান স্মার্ট মিটার বসাতে গেলে তীব্র প্রতিরোধ হবে। ক্ষুদ্র শিল্পের বিপুল মিনিমাম চার্জ অনাদায়ে লাইন কাটা বন্ধ রাখতে হবে, গৃহস্থ সহ সকল বিদ্যুৎগ্রাহকের লোড বাড়ানোর অজুহাতে খামখেয়ালী বিল পাঠানোর প্রক্রিয়া বন্ধ করতে হবে। বাঁশের খুঁটি অবিলম্বে পরিবর্তন করতে হবে। অন্যথায় কাস্টমার কেয়ার সেন্টার থেকে শুরু করে সর্বস্তরে তীব্র গ্রাহক প্রতিরোধ আন্দোলন হবে।
বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন শ্রী সুব্রত বিশ্বাস। তিনি গ্রাহকদের আহ্বান জানান- স্মার্ট মিটার বসাতে গেলে তীব্র প্রতিরোধ করে ফেরত পাঠান, এই ডাকাতির যন্ত্র বসাতে দেবেন না। তিনি আহ্বান জানান এর জন্য ট্রান্সফরমার ভিত্তিক প্রতিরোধ কমিটি গড়ে তুলুন। বেআইনি অযৌক্তিক বিপুল মিনিমাম চার্জ- অনাদায়ে লাইন কাটতে গেলে প্রতিরোধ করে ফেরত পাঠান। তিনি ঘোষণা করেন অতিরিক্ত লোডের নামে সর্বস্তরের গ্রাহকদের টাকা লুটের আগে আমাদের কোম্পানির ঘরে জমা রাখা সিকিউরিটি ডিপোজিটের সুদ সহ ফেরত দেওয়ার বিদ্যুৎ আইন মোতাবেক টাকা এডজাস্ট না করে কোন বাড়তি বিল পাঠানো যাবে না।
তিনি ঘোষণা করেন আগামী মার্চ মাসে বিদ্যুৎ গ্রাহকদের পার্লামেন্ট অভিযান হবে।
বিক্ষোভ সভায় এছাড়াও বক্তব্য রাখেন অশোক ঘোষ শালবনী থানা ব্যবসায়ী সমিতির সম্পাদক তারকনাথ মোদক, দীপক পাত্র প্রমূখ।
সেই সঙ্গে আজ ডিস্ট্রিক্ট ফুড ইন্সপেক্টর এর নিকটও রেশনে গম সরবরাহের দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। যাতে ক্ষুদ্র শিল্প গুলি সচল থাকতে পারে। সেই সঙ্গে কর্পোরেটদের পেশাই করা নিম্নমানের আটা খাওয়ানোর ঘৃণ্য প্রক্রিয়া বন্ধ হয়।

15/11/2024

১০০ দিন হলো পার / এখনও অভয়া পেল না সুবিচার

গণ কনভেনশন
আহ্বানে MSC - SDF - NU সহ ১৩০ টি সংগঠন
শিল্পী অর্কপ্রভ

15/11/2024

২৩ তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন ১৫- ১৬ নভেম্বর,শিলিগুড়ি। AIUTUC

*সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির(ABECA) দাঁতন-২ ব্লকের তৃতীয় সম্মেলন*সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি দাঁতন ২ ব্লকের তৃ...
14/11/2024

*সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির(ABECA) দাঁতন-২ ব্লকের তৃতীয় সম্মেলন*

সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি দাঁতন ২ ব্লকের তৃতীয় গ্রাহক সম্মেলন সম্পন্ন হল জাহালদা অডিটোরিয়ামে। সংগঠনের দাঁতন-২ ব্লকের সভাপতি শরৎচন্দ্র দাসের সভাপতিত্বে সম্মেলনের সূচনা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ন চন্দ্র নায়ক। মূল প্রস্তাব পাঠ করেন সংগঠনের ব্লক সম্পাদক দিলীপ দাস। বিভিন্ন অঞ্চলের গ্রাহকগণ মূল প্রস্তাবের উপর আলোচনা করেন। *সম্মেলন থেকে সঞ্জয় ঘটমকে সভাপতি ও দিলীপ দাস কে সম্পাদক করে ৩০ জনের ব্লক কমিটি গঠিত হয়*।
*স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার প্রতিরোধে ট্রান্সফরমার ভিত্তিক প্রতিরোধ কমিটি গড়ে তুলে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার রূপরেখা সম্মেলন থেকে তৈরি হয়েছে*
*'আমি স্মার্ট মিটার বসাতে দেব না'* এম মর্মে সমস্ত গ্রাহকদের আবেদন পত্র জমা পড়ছে ও পড়বে SM দপ্তরে।
লাগাতার আন্দোলনের ধাক্কায় সম্প্রতি বিপুল বর্ধিত মিনিমাম চার্জ কৃষিবিদ্যুতে প্রত্যাহার হয়েছে। এই জয় থেকে শিক্ষা নিয়ে ক্ষুদ্র শিল্পের মিনিমাম চার্জ প্রত্যাহারের দাবিতে আন্দোলন আরও তীব্রতর করার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। *আগামী ২১শে নভেম্বর মেদিনীপুরের ZM দপ্তর অভিযানের কথা ঘোষণা করা হয়*।

এম আর পি মূল্যে সার বিক্রি করা, অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং লাইসেন্স বাতিল করা, ফসলে...
12/11/2024

এম আর পি মূল্যে সার বিক্রি করা, অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং লাইসেন্স বাতিল করা, ফসলের এম এস পি আইন সংগত করা, কৃষকদের সস্তায় সার, বীজ, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা এবং কৃষিতে জল সেচের ব্যবস্থা করা সহ সাত দফা দাবিতে কোচবিহার ডিএম অফিসে ডেপুটেশন দিল কৃষক সংগঠন অল ইন্ডিয়া কিষান ও খেত মজদুর সংগঠন এর কোচবিহার জেলা কমিটি। ডেপুটেশনের পূর্বে একটি সুসজ্জিত প্রতিবাদ মিছিল কোচবিহার শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে ডিএম অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের কোচবিহার জেলা সভাপতি রুহুল আমিন বলেন এক শ্রেণীর অসাধু সার ব্যবসায়ী সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সার বিক্রি করছে অথচ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি সমস্ত অসাধু সার ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের দাবি জানান এবং বলেন কোন অবস্থাতেই এমআরপির বেশি মূল্যে সার বিক্রি করা চলবে না পাশাপাশি কৃষকরা ফসলের সঠিক দাম পাচ্ছে না তাই অবিলম্বে ফসলের এম এস পি আইন সংগত করার দাবি জানানো হয় । এদিনের ডেপুটেশনে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক মানিক বর্মন , সান্তনা দত্ত প্রমূখ। নেতারা হুশিয়ারি দেন প্রশাসন যদি কালোবাজারি বন্ধ করে এমআরপি মূল্যে সার বিক্রি করার ক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী দিনে কৃষক সমাজকে সংগঠিত করে আরো বৃহত্তর কৃষক আন্দোলন গড়ে তোলা হবে এবং আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৫ রাজভবন অভিযান কর্মসূচি পালন করা হবে।

10/11/2024

অভয়ার ন্যায় বিচারের দাবিতে কাঁথির ছাত্র যুব নাগরিক মঞ্চের ডাকে আজ কাঁথি শহরে মশাল সহযোগে দ্রোহযাত্রা।

07/11/2024

দুনিয়াটা যাবে পাল্টে আর দিন দরিদ্রে দূর হবে যতো

04/11/2024

"আজকের জাগো নারী জাগো বহ্নিশিখা" - এর ডাকে মহিলাদের CBI দপ্তর অভিযান।

30/10/2024

Justice For RGKar

WBJDF এর আহ্বানে
অভয়ার বিচারের দাবিতে
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে
গণকনভেনশন
26 Oct '24
PJB Auditorium
3 PM

বক্তব্য রাখছেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী সিনিয়র চিকিৎসক ডাক্তার শুভঙ্কর চ্যাটার্জী

২৮ অক্টোবর আসামের গুয়াহাটির জেলা গ্রন্থাগার হলে পূর্বাঞ্চল বিদ্যুৎ গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া ইলেকট্রিসিট...
30/10/2024

২৮ অক্টোবর আসামের গুয়াহাটির জেলা গ্রন্থাগার হলে পূর্বাঞ্চল বিদ্যুৎ গ্রাহক কনভেনশন অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে এই কনভেনশনে পূর্ব ভারতের আসাম, পশ্চিমবাংলা, বিহার, ওড়িশা, ত্রিপুরা সহ কয়েকটা রাজ্যের সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন। কনভেনশন উদ্বোধন করেন প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার এ পি ডি সি এল (আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) এবং অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা বিমল দাস। মেঘালয়ের সেন্ট এডমান্ড কলেজ, শিলং এর অধ্যাপক ওয়ান্ডেল পাশা স্মার্ট মিটারের গ্রাহক স্বার্থ বিরোধী টেকনিক্যাল দিকগুলো তুলে ধরে এর বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান। আদানি, আম্বানি, টাটা,
গোয়েঙ্কা,টোরেন্ট, এসার সহ একচেটিয়া পুঁজিপতিদের মুনাফার স্বার্থে এবং বিদ্যুৎ গ্রাহকদের লুট করার যন্ত্র স্মার্ট মিটারের বিরুদ্ধে এই কনভেনশন মূল প্রস্তাব পাঠ করেন সংগঠনের কোষাধ্যক্ষ্য অজয় চ্যাটার্জী। সমর্থনে বক্তব্য রাখেন এ এ ই সি এ এর কনভেনর অজয় আচার্য, হিল্লোল ভট্টাচার্য, ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন এর রাজ্য ইনচার্জ সঞ্জয় চৌধুরী, ওড়িশা থেকে অশোক সাহু, বিহার রাজ্য সংগঠক ডাঃ ললিত ঘোষ, পশ্চিমবঙ্গ থেকে অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস, অল ইন্ডিয়া পাওয়ার মেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সমর সিনহা, ইয়ুথ এগেনস্ট সোসাল এভিলস এর সম্পাদক সঞ্জিব রয় প্রমুখ। কনভেনশনের সভাপতি এ আই ই সি এ-র সভাপতি স্বপন ঘোষ আন্দোলন গড়ে তুলতে বিদ্যুৎ গ্রাহক সংগঠন গ্রামে গ্রামে তৈরি করার আহ্বান জানান। সর্বসম্মতভাবে মূল প্রস্তাব গৃহীত হয়।

26/10/2024

Justice For RGKar

WBJDF এর আহ্বানে
অভয়ার বিচারের দাবিতে
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে
গণকনভেনশন
26 Oct '24
PJB Auditorium
3 PM

বক্তব্য রাখছেন ভাটনগর পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী সৌমিত্র ব্যানার্জী

26/10/2024

Justice For RGKar

WBJDF এর আহ্বানে
অভয়ার বিচারের দাবিতে
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে
গনকনভেনশন
26 Oct '24
PJB Auditorium
3 PM

26/10/2024

‘জাগো নারী জাগো বহ্নিশিখা’

অভয়া-র খুনি ও ধর্ষকদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দার্জিলিং জেলার মেয়েদের ডাকে চলছে মহামিছিল

23/10/2024

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, (প:ব:)- আয়োজিত বৃত্তি পরীক্ষা, শিক্ষা আন্দোলনের এক সোপান।

Address

63B Sashi Bhushan Day Street
Kolkata
700012

Alerts

Be the first to know and let us send you an email when আন্দোলনের সংবাদ Movement's News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আন্দোলনের সংবাদ Movement's News:

Videos

Share