Rashmita-র কবিতার ঘরবাড়ি

  • Home
  • KOLKATA
  • Rashmita-র কবিতার ঘরবাড়ি

Rashmita-র কবিতার ঘরবাড়ি || VOICE ARTIST || ELOCUTIONIST || ANCHOR || YOUTUBER || MODEL ||

03/06/2024
 #এমা_আমাকে_দেখে_ও_কি_ভাব্বে!!!!হুম, এই প্রশ্নের তাড়ায় প্রত্যেকের কতকিছু করা হয়না। হাতে হাত রাখা হয়না, যার তার বাইকের পে...
29/05/2024

#এমা_আমাকে_দেখে_ও_কি_ভাব্বে!!!!

হুম, এই প্রশ্নের তাড়ায় প্রত্যেকের কতকিছু করা হয়না। হাতে হাত রাখা হয়না, যার তার বাইকের পেছনে চেপে বসা হয়না, মধ্যবিত্ত বাড়িতে থেকে ট্যাটু অথবা চুলে রঙ করা হয়না। এই হয়নার ফর্দ চলতে শুরু করলে কাল সকাল অবধি চলবে। আসলে না তো বলেন বাবা মায়েরা কিন্তু তার থেকে অধিক নাড়া দেয় আমাদের বিবেক। সুশীল সমাজ আর প্রতিবেশী কাকু কাকিমা জ্যেঠু জ্যাঠিমা।
একটা সময় অবধি আমিও সেই ভালোমানুষি তকমা ধরে রাখার ইঁদূর দৌড়ে সামিল হয়েছি, বাধ্য মেয়ে হয়ে কোনও পরিচিত কাকুর গাড়ি ক'রেও বাড়ি ফিরিনি। এবার কথা হচ্ছে......তবু লোকের মুখ কি থেমে থেকেছে? বা আমি কি পেরেছি মানুষের কাছে সেই ভালোমানুষ হয়ে থাকতে!

পারিনিতো!

আসলে এই কারণেই অপর্ণা সেনের ওই কথাটা মনে রেখে এগিয়েছি " নিজের জীবনটা নিজেকেই যাপন করতে হয়, সেটা কেউ এসে করে দেয়না, তাই জীবন একটাই যা ইচ্ছে হবে ক'রে নিতে হবে"এবং আখেরে লাভ আমারই হয়েছে। ইচ্ছে মতো চুলে কাচি চালিয়েছি, কলেজ থেকে ফেরার পথে অটো না পেলে চড়ে বসেছি কোনো ছেলের বাইকে, যা মন চেয়েছে জামাকাপড় চাপিয়ে রাস্তাঘাটে আত্মবিশ্বাস নিয়ে হেঁটে গেছি। সেই কোন যুগ থেকে বাবা লেগে আছে আমায় বাঁ হাতে ঘড়ি পরানোর জন্য....আজও হলো না। ডান হাতে ঘড়ি পরলে কেউ খারাপ মানুষ হয়ে যায়না, যার ভালো বোঝার তার মনটা আগে বিশুদ্ধিকরণের প্রয়োজন। আজও আমরা যাপনের পথে অনেক মানুষকে দেখেছি যারা ইন করে ফর্মাল লাইট কালারের জামা পড়ে, বাঁ হাতে ঘড়ি পড়ে, সরকারি চাকরি ক'রেও পাশাপাশি মারাত্মক ঘৃন্য কাজগুলো ক'রে চলে কেউ টেরও পায়না।

এটাই বলার না চিনে বা না মিশে লোকের মুখে শুনে কারও সম্পর্কে মন্তব্য করার মধ্যে অন্ধকার আছে আলো নেই।

© রশ্মিতা বিশ্বাস

কার কার বৃষ্টি ভালো লাগে?
29/05/2024

কার কার বৃষ্টি ভালো লাগে?

Big shout out to my newest top fans! 💎Susmita Biswas, Piltu Halder, Č K Biswas
29/05/2024

Big shout out to my newest top fans! 💎

Susmita Biswas, Piltu Halder, Č K Biswas

 #বাড়ি_বসে_করোটা_কিমায়েরা শুধু ত্যাগ করবে এর পক্ষপাতি আমি নই। তাদের জীবন আছে ;ছেলে মেয়ে স্বামী সংসারের বাইরে সকল মায়ের ন...
13/05/2024

#বাড়ি_বসে_করোটা_কি

মায়েরা শুধু ত্যাগ করবে এর পক্ষপাতি আমি নই।
তাদের জীবন আছে ;ছেলে মেয়ে স্বামী সংসারের বাইরে সকল মায়ের নিজের একটি আকাশ হোক এটা আমি চাই।আমাদের প্রজন্মের মায়েরা যেন তাই হয়।

আমার মায়ের গান কবিতা নাটক সব "মা" হতে গিয়ে জলাঞ্জলী গেছে। আমি চাই সেটা না হোক।

কিন্তু সমাজ চায় মেয়েরা সব জলাঞ্জলী দিক।

♦ মা মানেই ভোরে উঠে সকলের রান্নার মাসি হয়ে যাক আমি চাইনা।
আমি চাই মায়েদের একটা বন্ধু মহল হোক।

♦মায়েদের ছোট্ট বেলার বন্ধুদের একটা what's app গ্রুপ থাক কমপক্ষে।

♦ছেলে মেয়েরা উপার্জন করলে মায়ের হাতে একটা অংশ দিক প্রতিমাসে যা থেকে তারা ইচ্ছে মতো খরচ করতে পারে।

♦আমি চাই মায়েরা যখন বাড়ি থেকে বেরোয় তাকে জবাবদিহি না করতে হোক তারা কখন ফিরবে।

♦সে না ফিরলেও যেন রান্না ঘরের কাজ তার অপেক্ষায় বন্ধ না থাকে।
♦মায়ের জীবনে একটা এন্টারটেইনমেন্ট থাক আমাদের মতোই

♦আমি চাই প্রত্যেক জামাই তার শাশুড়ি মায়ের যত্ন নিক যেভাবে বৌমারা নিয়ে থাকেন।

♦আমি চাই মায়েরা নিজেদের কাঁধে সংসারের সব দায়িত্ব নেওয়া বন্ধ করুক যাতে সংসারের বাকি সদস্য রা বুঝতে পারে মায়েরা ঠিক কি কি করে কোনো পারিশ্রমিক ছাড়া ;তারপর ও শোনে "কি করো বাড়ি থেকে!"

♦"আমি পারিনি তাই চাই আমার মেয়ে নাচ শিখুক" এমন ভাববেন না মায়েরা ; নাচ গান আবৃত্তি এমন যা কিছু যেকোনো সময় শুরু করা যায়।আপনার আর আপনার ছেলেমেয়ের জীবন কিন্তু এক নয়!

♥♥আমি এমন অনেক কিছুই চাই এই তথাকথিত আইফোনি প্রজন্মের কাছে🥰।

নিজে না পারুন কাজের লোক তো রাখতেই পারেন বাড়িতে।মায়ের রান্না ভালো লাগে মানে ; মাকে দিয়ে যা ইচ্ছে করিয়ে নেবেন না প্লিজ।😏

-রশ্মিতা

08/05/2024
Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
23/04/2024

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

I am Surprised Now I am 30's And My Sis Became more than that I think..Boro hoye geli.just Office a bose emon kichu pete...
08/02/2024

I am Surprised
Now I am 30's

And My Sis Became more than that I think..

Boro hoye geli.

just Office a bose emon kichu pete kar na bhalo lage...

I am Overwhelmed.

Susmita Biswas

 #কার্তিকঠাকুরহ্যাংলা দোষটা কার্তিকের নয়, দোষটা আমাদের মানসিকতারলেখা: Priyanka Bhattacharyya তিন বছর আগে,আমাদের দরজায় ক...
17/11/2023

#কার্তিকঠাকুরহ্যাংলা

দোষটা কার্তিকের নয়, দোষটা আমাদের মানসিকতার

লেখা: Priyanka Bhattacharyya

তিন বছর আগে,আমাদের দরজায় কার্তিক পড়েছিল,ঠাকুর হিসেবে না হলেও ওভাবে সুন্দর একটা মূর্তি আমি ঘরে না এনে পারিনি।এই নিয়ে চার বছর,আর পাঁচ জনের মতো ঠাকুরঘরে উঁনি বিদ্যমান।যাঁরা অতো ভালোবেসে দিয়েছিলেন তাঁদের বলছি,পরিণতি-প্রায় সাতবছর ধরে লড়াই আর এই বছরে IVF first transfer fail 😃 আমি এসব বলতে ভয়ও পাই না,অন্ধ ভক্তিও নেই,তাই নাঃ কার্তিক বাবাজীবনের এতে কোনো হাত নেই--সবটাই বিজ্ঞান।

সময় এগোয়,মানসিকতা না।
তাই আগে এই প্রসঙ্গে যা বলেছিলাম,আবার ও তাই বলছি--

কোনো দম্পতি বিয়ের পর বেশ কিছু বছর নিঃসন্তান থাকলে বাকিদের কি?
হয়তো তারা ইচ্ছাকৃতই চান না তাই নেই বা তাদের সাংসারিক জটিলতা আছে তাই তারা আনতে চান না বা তারা হয়তো মনে করেন তারা আরো একটু গুছিয়ে নিয়ে তবেই তাদের নতুন জীবন শুরু করবেন যাতে তাদের কোল আলো করে যে আসবে তাকে আরো আরো সাচ্ছন্দে মনের মতো করে বড়ো করতে পারেন।অনেক কিছুই তো হতে পারে।

কিন্তু প্রায় সবার আজ কাল অদ্ভুৎ স্বভাব দেখা যায় যাকে বলে এখনকার ট্রেন্ড,জোর করে উপযাজক হয়ে এসে খুব কাছের মানুষ এরম একটা ভাব করে হাড়ির খবর জানার চেষ্টা,জানতে পারুক নাই পারুক শেষে তাতে প্রশ্নচিহ্ন বসান।আর নিজের মতো ভেবে নেওয়া।আর তারই একধরনের ফল প্রকাশ পায় এই কার্তিক ফেলা হঠাৎ দেখা হলে ডেকে খুব বিনয়ের সাথে কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া।।

যারা এতো উদারতা দেখান দয়া করে ভাবুন,সবসময় যা ভাবেন বা করেন ঠিক না ও হতে পরে।মানুষের অনেক রকম সমস্যা থাকতে পারে।নিঃসন্তান মানেই বন্ধ্যাত্ব গ্রাস করা নয়।আর যদি বন্ধ্যাত্বই হয় আর সেটা আপনারা জানেনই তাহলে তো সহমর্মী হতে না পারেন এমন কিছু নাটুকে বেদনা প্রকাশ নাই বা করলেন যাতে মানসিক যন্ত্রনা এতো বেড়ে যায়।

আর সবশেষে একটা কথা "আমার সন্তান হোক না হোক আপনাদের কি?হলে মানুষ করে তুলতে সাহায্য করবেন না অমানুষ হচ্ছে দেখলে গসিপের টপিক্ পাবেন।আর না হলেই বা কি করবেন?শুভ অনুষ্ঠান হলে সেই তালিকা থেকে বাদ দেবেন না নিজের সন্তানকে আমার দুঃখ ঘোচাতে দেবেন?"

আমি যাকে আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার অধিকার দিচ্ছি দয়া করে তারাই করুন।বাকিরা সমস্যা মেটাতে না পারলে বাড়াবেন না।।
আর কার্তিকের (ঠাকুর) এতো ক্ষমতা থাকলে এতো দিনে সব আই ভি এফ ক্লিনিক বন্ধ হয়ে যেতো।।

আমাদের হৈমন্তিক ভাইফোঁটা 🌿
15/11/2023

আমাদের হৈমন্তিক ভাইফোঁটা 🌿

14/11/2023

মন কে শান্ত করার জন্য কোনটা বেশি দরকার অনেক বই নাকি অনেক বন্ধু ?

📚 / 👭👬

আজ ☁ মেঘের জন্মদিন বৃষ্টির তাই মন কেমন।
10/11/2023

আজ ☁ মেঘের জন্মদিন
বৃষ্টির তাই মন কেমন।

09/11/2023

আমি নিজেকে একটা ক্যামেরার লেন্সে দেখতে ভালোবাসি.....
কলমে - অনুব্রতা
স্বরে - রশ্মিতা বিশ্বাস

Show Is On🤟🤟🤟💞
05/11/2023

Show Is On🤟🤟🤟💞

Hosting for Bishnu’s Make-up studio & Academy
03/11/2023

Hosting for Bishnu’s Make-up studio & Academy

29/10/2023

লিখেছেনঃ রোহিণী ধর্মপাল দি

লক্ষ্মীর পাঁচালি

শরৎ পূর্ণিমার এবে জ্যোৎস্নাভরা রাত
চারিদিক আলো পড়ে হলো জগত মাত।
এমন দিনে এসো শুনি মায়ের বচন,
কমলাসনা দেবী কী কী বলেন এখন।।

মা লক্ষ্মী বলেন ওগো, শোন নারায়ণ,
লক্ষ্মী কারে কয় বোঝ করিয়া যতন।
যুগ যুগ ধরি লোকে জেনেছে যেমতি,
লক্ষ্মী অর্থ তাহা নয়, জানো হে সুমতি।

ঘোমটা দিয়া মুখ ঢাকি যে রমণী রয়,
নানা জনের নানা কথা চুপ করে সয়,
পতি সেবা পরম ধর্ম, মা হওয়াই কাজ,
এই কথা ভাবিলে জেনো লক্ষ্মী নারাজ।
লক্ষ্মী মানে সমৃদ্ধি শ্রী আর অভ্যূদয়,
নিষ্ঠা শ্রম যত্ন করিলে তার নাই ক্ষয়।
লক্ষ্মী মানে নারী পুরুষ, লিঙ্গ তৃতীয়
এই কথা জেনে রাখ বিষ্ণু তুমিও।

যে মানুষ প্রতিবাদী, অন্যায় না সহে
সেই হল লক্ষ্মী, যার মনে শ্রী
রহে।
বাহিরের রূপ দেখি লক্ষ্মী যদি বলো,
লক্ষ্মী চিনিবারে তবে মন নাই তব।
সমাজ চায় বধূ তার লজ্জাশীলা হবে,
লক্ষ্মী বউ বলে তাকে মাথায় তোলা হবে।
লক্ষ্মীছেলে মানে তার উচ্চাকাঙ্খা রবে,
লাখ লাখ টাকা শুধু ঘরেতে আনিবে।
মনে পুং শরীরে মেয়ে বা উল্টো হলে
সমাজের ভয়ে সব চাপিয়া চলিবে।
সময় এসেছে এই সব ভাঙিবার
নতুন আলোকেতে সব চিনিবার।
নিজের ভেতরে দেখো শক্তি অপার,
পাশে থাকো সকলের, এই জেনো সার।

সিঁথিতে সিন্দুর আর লাল টিপ ভালে
শাঁখাপলাশোভিত নোয়া দুই হাতে,
দেশীয় সমাজ ভাবে কী লক্ষ্মীমন্ত বধূ,
আমাকে সিঁদুরচর্চিত দেখিয়াছ কভু?
অদ্ভুত সমাজ দেখো পিতৃতান্ত্রিক
ভাব,
মেয়েরাই বেড়ি পরে কান্দে দিনরাত।

লক্ষ্মী হতে চাও যদি স্বাধীন হতে হবে,
নিজের ভার নিজেকেই বহিতে যে হবে।
মনে রাখো, অমৃত আমারই কলসে,
পান করে বেঁচেছিল দেবগণ সবে।

লক্ষ্মী যদি হতে চাও যতেক জীবগণে,
সারাৎসার বুঝে নাও এই শুভক্ষণে।
যার মনে ক্রন্দন অপরের তরে,
ছেলেমেয়ে নির্বিশেষে সবাই হতে পারে।
যার মন সুন্দর, ভাবনা নিরমল
লক্ষ্মী হতে পারে জেনো সেই সুকোমল।
যে ভাবে আত্মপর কোন ভেদ নাই,
লক্ষ্মী থাকে তার ঘরে, চিরকেলে ঠাঁই।
লক্ষ্য যার স্থির থাকে, অচঞ্চল মতি,
তার কাছে লক্ষ্মী ঠাকুর করেন বসতি।
লক্ষ্মী যদি চাও হতে, মনে আনো গতি,
তবেই তুমি পারবে হতে সৌভাগ্য বতী।
শুভ কাজে যার মন, নির্ভয় প্রাণ
তাকেই অমর করি, দিই বরদান।
কোজাগরী পূর্ণিমাতে শুধু না জেগে,
হৃদয় জাগিয়ে তোলো প্রেমে আর স্নেহে।
পূজা নয়, ধূপ নয়, নয় ফুলমালা
আমাকে পেতে চাই আত্মহোম জ্বালা।
তুমিই সেই যজ্ঞবেদী, তুমিই আগুন,
নিজহাতে নিজ মুক্তি, সেই তো সাধন।

হিংসার পৃথিবীতে আর ভালবাসার ফুল ফোটেনা।🌿ভালোবাসো তাকে, যে ঝগড়ার পরও একইভাবে তোমার কাছে এসে বসে তোমার মাথায় হাত বুলিয়ে বল...
15/10/2023

হিংসার পৃথিবীতে আর ভালবাসার ফুল ফোটেনা।

🌿ভালোবাসো তাকে, যে ঝগড়ার পরও একইভাবে তোমার কাছে এসে বসে তোমার মাথায় হাত বুলিয়ে বলে, খুব খিদে পেয়েছে চল একসাথে খাই।

🌿ভালবাসো তাকে, যে তোমার মনকে পড়ার চেষ্টা করে। তাকে ভালোবেসোনা যে তোমার কেবল ভালো টা নিতে পারে খারাপটা নিতে পারেনা।
তাকে ভালোবেসোনা, যে তোমাকে তার ভালোথাকার একটা অপশন মনে করে। তাকে ভালো বেসোনা যে তোমার সাথে সময় না কাটানোর জন্য হাজার ব্যস্ততার অজুহাত দিয়ে যায়।তাকে ভালোবাসো যে শত ব্যস্ততায় তোমাকেই ফোন করে জিজ্ঞেস করে ওষুধ টা খেলে কিনা।দুপুরে সঠিকভাবে লাঞ্চ করতে পারলে কিনা অফিসের ব্যস্ততায়।

🌿আসলে আমরা অন্যকে ভালোবাসতে বাসতে ভুলেই যাই নিজেদের ইচ্ছেগুলো।বুঝে উঠতে পারিনা উল্টোদিকে থাকা মানুষটার ইতিহাস। সে আমাদের সাথে কি কি খারাপ করেছে বা ভালো করেছে অতীতে।
🌿বারবার যে মানুষটা আমাদের ছুড়ে ফেলে অনায়াসে এগিয়ে গেছে নিজের জীবন, সমাজের ইমেজ,আর অফিসের আইকন হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজের জীবনকে থামিয়ে দিয়ে আমরা তার কথাই ভাবি।আসলে আমাদের মন আমাদের ভাবতে বাধ্য করে।
🌿ভালোবাসায় থাকলে আমরা ভুলেই যাই নিজেদের সাথে কত ভুল করে চলেছি ক্রমাগত, নিজেদের পরিবারকে অগ্রাহ্য করেও সে যাতে ভালো থাকে, তার জন্য যাযা ভালো করা যায় তার চেষ্টা করে চলি আমরা।

🌿কিন্তু আমরা ভুলে যাই ভালোবেসে চোখ মেলে থাকতে হয়, ভালোবাসায় অন্ধ হতে নেই।তাহলে এই নিষ্ঠুর মানুষগুলো অনায়াসে নিজেদের সিদ্ধান্তে অটল রেখে তোমায় পায়ে দলে যেতেও দু'বার ভাবেনা।

🌿মানুষ আর সে মানুষ নেই যাকে বলা যায় "তোমায় ভালোবাসি বলেই...."💞

রশ্মিতা বিশ্বাস

14/10/2023

দেবী পক্ষের সূচনায় সকলের জন্য রইলো ❤️🔱

শুভ মহালয়া 🔱
14/10/2023

শুভ মহালয়া 🔱

পুজো এলো তাই....
13/10/2023

পুজো এলো তাই....

04/10/2023

পরবর্তীকালে সেই মানুষটাই আমাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছিল....।।

Address

Kolkata

Telephone

+916294439543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rashmita-র কবিতার ঘরবাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rashmita-র কবিতার ঘরবাড়ি:

Videos

Share


Other Digital creator in Kolkata

Show All