Mahul Studio

Mahul Studio Voice over training; Script Writting, Sound Designing; Music arrangements. Dubbing services in Bengal

24/04/2023

মিউজিক নিয়ে কাজ করতে চান? তবলা কেন দরকার, জানেন?

19/04/2023

মহুল-এ আমরা যেভাবে script লিখে থাকি...

17/04/2023

আমাদের Pastel Entertainment-এ কীভাবে কাজ হয়, জানেন? আসুন, সে কাজ দেখতে দেখতে কাজটা নিজেই শিখেই নিন নাহয়

ট্যালেন্ট আছে? কিছু করে দেখাতে চান? তাহলে অবিশ্বাস্য সুযোগ। এখানে যা পাবেন, তা অন্য কেউ দিতে পারবে না। একটা ফোন করে ফেলু...
30/03/2023

ট্যালেন্ট আছে? কিছু করে দেখাতে চান? তাহলে অবিশ্বাস্য সুযোগ। এখানে যা পাবেন, তা অন্য কেউ দিতে পারবে না। একটা ফোন করে ফেলুন বরং...

 #কথারপাঠশালা #১এপ্রিলআর মাত্র দুদিন বাকি। শুরুর ক্লাসটা একেবারে ফ্রি। সেই ক্লাসটা করে দেখুন, বাকি ক্লাসগুলো আপনার দরকার...
29/03/2023

#কথারপাঠশালা
#১এপ্রিল
আর মাত্র দুদিন বাকি। শুরুর ক্লাসটা একেবারে ফ্রি। সেই ক্লাসটা করে দেখুন, বাকি ক্লাসগুলো আপনার দরকার কিনা।
তবে যত শীঘ্র সম্ভব, ফর্মটা কিন্তু ফিল আপ করতেই হবে। ফর্ম কোথায় পাবেন? এই যে, এখানেই। লিঙ্কে ক্লিক করুন।
google form:
https://forms.gle/tpwxHf3GzSQA847m9

 #বিশ্বনাট্যদিবস  #কথারপাঠশালা #১এপ্রিল  কে বলে, বাংলাভাষায় কোনও কাজ পাওয়া যায় না! আজ ক্লাস করুন, কাল কাজ করুন।বিশ্ব নাট...
27/03/2023

#বিশ্বনাট্যদিবস
#কথারপাঠশালা
#১এপ্রিল

কে বলে, বাংলাভাষায় কোনও কাজ পাওয়া যায় না! আজ ক্লাস করুন, কাল কাজ করুন।

বিশ্ব নাট্যদিবস মানেই মঞ্চের নাটক নয়। ছবিটা বদলেছে। নাটক এখন অডিওতেও, অডিও ড্রামা যাকে বলে। এই তো, স্পটিফাই-এর প্রথম বাংলা রোমান্টিক পডকাস্ট 'সত্যি প্রেমের গল্প' আমাদেরই তৈরি। একটানা ছ'টা গল্পের নির্মাণ এবং পরিচালনায় ছিলেন শাঁওলী মজুমদার। আর সে কাজটা করতে গিয়েই যথেষ্ট বেগ পেতে হল। ডাবিং করতে অভ্যস্ত শিল্পীরা ভয়েজ অ্যাক্টিংটাই ঠিকমতো করতে পারছেন না। হয় অতি নাটকীয়, কিংবা ফ্ল্যাট।
প্রতিটা চরিত্র তো আর হাতে ধরে ধরে শেখানো যায় না। প্রধান চরিত্রদের জন্য ওয়ার্কশপ করতে গিয়েও দেখা গেল, অনেকেই স্রেফ 'কপি' করে ফেলছেন। স্বকীয়তা তৈরি হচ্ছে না।
তাহলে? হ্যাঁ, এই 'তাহলে'টাই আমাদের এই নতুন উদ্যোগ শুরুর প্রেরণা বলতে পারেন। অডিওর কাজ তো আসছে একের পর এক, কিন্তু গলা তৈরি না হলে বাংলা অডিও ইন্ডাস্ট্রিটাও বা দাঁড়াবে কী করে? 'কপি' করে তাৎক্ষণিক কাজ উদ্ধার হয় বটে, তবে এর কোনও ভবিষ্যৎ নেই।
আজকের অডিশনকে আগামীকালের অনিবার্যতায় বদলে ফেলুন।
কে বলে, বাংলাভাষায় কোনও কাজ পাওয়া যায় না! আজ ক্লাস করুন, কাল কাজ করুন।
ক্লাস শুরু হতে আর ঠিক চারদিন বাকি। রেজিস্ট্রেশন করেছেন তো?
google form দিয়ে দেওয়া হল এখানেই। এটা ফিলআপ করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে।
https://forms.gle/tpwxHf3GzSQA847m9

 #কথারপাঠশালা #১লাএপ্রিলকথা বলতে ভালোবাসেন? বাংলা ভাষায় কথা বলে রোজগার করতে চান? তাহলে এই ক্লাস শুধুমাত্র আপনার জন্যেই। ...
21/03/2023

#কথারপাঠশালা
#১লাএপ্রিল

কথা বলতে ভালোবাসেন? বাংলা ভাষায় কথা বলে রোজগার করতে চান? তাহলে এই ক্লাস শুধুমাত্র আপনার জন্যেই। আপনার পাশে এবার ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা, এই প্রথম। প্রথম ক্লাসটা ফ্রি।
রেজিস্ট্রেশন চলছে জোরকদমে। আর মাত্র কয়েকটা সিট বাকি।
google form দিয়ে দেওয়া হল এখানেই। রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন।
https://forms.gle/tpwxHf3GzSQA847m9

প্রতিবাদ! প্রতিবাদ!! প্রতিবাদ!!!কথা তো অনেক হল। এবার কিছু কাজ করে দেখানো যাক। কী করবেন? এই যে দিলাম 👇                   ...
18/03/2023

প্রতিবাদ! প্রতিবাদ!! প্রতিবাদ!!!

কথা তো অনেক হল। এবার কিছু কাজ করে দেখানো যাক। কী করবেন? এই যে দিলাম 👇

 #কথারপাঠশালা ২০২৩ সালের শুরুতে গোটা বিশ্বে ডিজিটাল কন্টেন্ট বলতে লোকে কী বোঝে জানেন? না, ভিডিও নয়—অডিও। হিসেব বলছে, শুধ...
13/03/2023

#কথারপাঠশালা

২০২৩ সালের শুরুতে গোটা বিশ্বে ডিজিটাল কন্টেন্ট বলতে লোকে কী বোঝে জানেন? না, ভিডিও নয়—অডিও। হিসেব বলছে, শুধুমাত্র আমেরিকাতেই অডিও প্রোডাকশন স্টুডিওর বাজারটা আরও ৪.২ শতাংশ বাড়ছে। আর সারা বিশ্বে? আগামী তিন বছর লোকে বিজ্ঞাপন বলতে অডিও বিজ্ঞাপন বুঝবে, এখন থেকেই অডিও কনটেন্ট নির্মাতারা সেই চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন।
অডিও প্রোডাকশন মানে কিন্তু শুধুই বিজাতীয় ভাষায় কাজ নয়। আমাদের দেশে আঞ্চলিক ভাষায় অডিও কন্টেন্টের বাজারটাও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কাজেই সারা বিশ্বে এবং আমাদের দেশেও আগামীদিন যে শুধুই অডিওর, তা আর বলার অপেক্ষা রাখে না।
কিন্তু অডিও ইন্ডাস্ট্রিতে কেরিয়ার তৈরি করবেন কীভাবে? কার কাছে শিখবেন? বর্তমান সময়ের অডিও কন্টেন্ট প্রোডাকশনের মধ্যগগনে আছেন, এমন কারও কাছ থেকে শিখতে পারলে কেমন হয়? এবার সেই সুযোগই এনে দিচ্ছে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। ‘কথার পাঠশালা’ নামে একটি কার্যকর কোর্স নিয়ে আসছেন স্টোরিটেল, স্পটিফাই, কুকু এফ এম সহ অসংখ্য জনপ্রিয় অডিও মাধ্যমের সফল কন্টেন্ট প্রোডিউসার এবং মহুল স্টুডিওর কর্ণধার শাঁওলী মজুমদার। সঙ্গে থাকছেন রেডিও মির্চি, অডিবল, স্পটিফাই-এর জনপ্রিয় পডকাস্ট কন্টেন্ট প্রোডিউসার ইন্দ্রাণী চক্রবর্তী।
অনলাইন ক্লাস শুরু হবে ২৫ মার্চ। রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। google form ভর্তি করে আজই পাঠিয়ে দিন। ফর্মের লিঙ্ক এখানেই দেওয়া হল।

google form link : https://forms.gle/tpwxHf3GzSQA847m9

 #নারীদিবস কথায় দূরত্ব থাক, কাজে নয়...
08/03/2023

#নারীদিবস


কথায় দূরত্ব থাক, কাজে নয়...

06/03/2023

নবদ্বীপের সবচেয়ে সুন্দর ছেলেটি প্রেমে পড়লেন। দোলপূর্ণিমার দিনেই তো তাঁর জন্ম। রঙের সঙ্গে, প্রেমের সঙ্গে তাঁর সম্পর্ক তো স্বাভাবিক। প্রেমে পড়লেন গৌরাঙ্গ। একেবারে তুমুল প্রেম। তবে মেয়েটি কে, জানেন কি?

 #একঘরডাকঘর বসন্তদূতের চিঠি সত্যিই এল কি? চিঠি আসুক, বা না আসুক, বাংলা জুড়ে এখন তুমুল হইচই। এই ফাগুনে রঙ ছড়িয়েছে 'ডাকঘর'...
04/03/2023

#একঘরডাকঘর

বসন্তদূতের চিঠি সত্যিই এল কি?
চিঠি আসুক, বা না আসুক, বাংলা জুড়ে এখন তুমুল হইচই। এই ফাগুনে রঙ ছড়িয়েছে 'ডাকঘর'।
আমরা, মহুল স্টুডিও তার গর্বিত সহযোগী।
এই কাজের সঙ্গে যুক্ত সব্বাইকে জানাই অনেক শুভেচ্ছা।

বাংলা ভাষায় কথা বলে রোজগার করতে চান? তাহলে এই কোর্স আপনার জন্যই। অডিও ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা এই প্রথম শেখাতে আসছেন। আজ ...
27/02/2023

বাংলা ভাষায় কথা বলে রোজগার করতে চান? তাহলে এই কোর্স আপনার জন্যই। অডিও ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা এই প্রথম শেখাতে আসছেন। আজ শিখতে আসুন, কাল শেখাতে যান।

Google form এর লিঙ্ক সঙ্গে দিলাম
https://forms.gle/tpwxHf3GzSQA847m9

জন্মদিনের লীলাসুকুমার রায়ের চলে যাওয়ার দিনটা। ছোট্ট লীলা তখন স্কুলে। ওঁর বাবা আনতে গেছেন। সুকুমার রায়ের বাড়ি পৌঁছে দেখেন...
26/02/2023

জন্মদিনের লীলা

সুকুমার রায়ের চলে যাওয়ার দিনটা। ছোট্ট লীলা তখন স্কুলে। ওঁর বাবা আনতে গেছেন। সুকুমার রায়ের বাড়ি পৌঁছে দেখেন, একটা ছোট খাটে সাদা চাদর ঢাকা দিয়ে শোয়ানো রয়েছে তাঁর দেহ। মাথার গোড়ায় চুপ করে বসে আছেন সুপ্রভা। পায়ের কাছে মাথা নীচু করে বসে আছেন সুকুমার-জননী বিধুমুখী দেবী। আড়াই বছরের মাণিককে কোলে নিয়ে এক আত্মীয় অন্য ঘরে চলে গেলেন।
লীলা মজুমদারের অপ্রকাশিত ডায়রিতে আর কী আছে জানেন?

লীলা মজুমদারকে নিয়ে একটিমাত্র তথ্যচিত্র। লীলা মজুমদারকে নিয়ে একটিমাত্র আর্কাইভ। এই বিরলতম উদ্যোগের মূল হোতা সৌ...

 #আলোঘরhttps://youtu.be/qfawtvlXrdgআজ শ্রীরামকৃষ্ণের জন্মতিথির বিশেষ পর্ব রামকৃষ্ণ নামের মানুষটি কেমন ছিলেন? তিনি যে কথা...
21/02/2023

#আলোঘর
https://youtu.be/qfawtvlXrdg
আজ শ্রীরামকৃষ্ণের জন্মতিথির বিশেষ পর্ব

রামকৃষ্ণ নামের মানুষটি কেমন ছিলেন? তিনি যে কথাগুলো বলেছেন, সে কথাগুলোই বা অমৃত কেন? সে কথাগুলো না শুনলে কী-ই বা এমন ক্ষতি হবে? এই উত্তর আধুনিক যুগেও কি সেই কথাগুলো সমানভাবে প্রয়োজন?

20/02/2023

২১শে ফেব্রুয়ারি ভাষার দিন। এবছর ২১শে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্মতিথি। ভাষার সঙ্গে এবার অমৃতের সহাবস্থান ঘটছে। ব্যাপারটা সত্যিই কতটা আলোকময়? ভাষা, তথা কথার সঙ্গে আদ্যোপান্ত জুড়ে আছেন তিনি। কথামৃত এ সময়েও সত্যিই অমৃত এনে দেয় কি? সব উত্তর আলোঘর-এর বিশেষ পর্বে, আগামীকাল সকাল ৭টায়।

13/02/2023

নতুন জীবনে পা রাখার আগে এলেন আমাদের স্টুডিওতে, শুধুমাত্র ভালোবাসার মানুষটিকে নিজের সেরা উপহারটি তুলে দেবেন বলে...

বসন্ত দূত দাঁড়িয়ে আছেন, আর তো সময় নাই ‘একটু পা চালিয়ে ভাই’ বসন্তের জন্মদিনে ফোটা ফুলের শুভেচ্ছা...
12/02/2023

বসন্ত দূত দাঁড়িয়ে আছেন, আর তো সময় নাই
‘একটু পা চালিয়ে ভাই’

বসন্তের জন্মদিনে ফোটা ফুলের শুভেচ্ছা...

স্বামীজির মুখোমুখিhttps://youtu.be/CTmLuL_bf8Qকথা তো নয়, ঠিক যেন চাবুক। একেবারে সপাং করে পড়ল সমাজের পিঠে। সে চাবুকের তীব...
26/01/2023

স্বামীজির মুখোমুখি
https://youtu.be/CTmLuL_bf8Q
কথা তো নয়, ঠিক যেন চাবুক। একেবারে সপাং করে পড়ল সমাজের পিঠে। সে চাবুকের তীব্রতায় সমাজটা আজও কি কাতরে উঠছে? দেখছেন না, স্বামী বিবেকানন্দ ওই বুকটা চিতিয়ে সামনে এসে দাঁড়িয়েছেন। আর তারপর ক্ষুরধার ব্যঙ্গে বলে উঠলেন...
কী বললেন স্বামীজি? শুনুন ওপরের লিঙ্কে।

  https://youtu.be/0oAFjSlsbPs২৬ জানুয়ারি, ভারতবর্ষ, তেরঙা পতাকা বললেই এখনও হৃদয়ের ভেতর থেকে যে স্বপ্ন, শিকড় আর শক্তি উপ...
25/01/2023


https://youtu.be/0oAFjSlsbPs
২৬ জানুয়ারি, ভারতবর্ষ, তেরঙা পতাকা বললেই এখনও হৃদয়ের ভেতর থেকে যে স্বপ্ন, শিকড় আর শক্তি উপড়ে বেরিয়ে আসে, তারই প্রতিধ্বনি শুনুন শাঁওলী মজুমদারের কণ্ঠে, ওপরের লিঙ্কে... 'জননী জন্মভূমি'। শুধু কবিতা নয়, শুনুন ভারতবাসীর শাশ্বত আবেগ...

day,
day 2023, # happy republic day, republic day parade,republic day parade rehearsal, on republic day in english, republic day, republic day 2023
​ ​ ​ ​

 #স্বামীজির_মুখোমুখিhttps://youtu.be/c8x-YXUPuOsস্বামী বিবেকানন্দকে এই প্রথম দেখছেন সে ছেলেটি। এমন এক আকাশছোঁয়া ব্যক্তিত...
19/01/2023

#স্বামীজির_মুখোমুখি
https://youtu.be/c8x-YXUPuOs
স্বামী বিবেকানন্দকে এই প্রথম দেখছেন সে ছেলেটি। এমন এক আকাশছোঁয়া ব্যক্তিত্বের সামনে এসে বিস্ময়ে থ হয়ে যাচ্ছেন তিনি। কী দেখছেন সেখানে? কী-ই বা শুনছেন? শুনুন অডিও ড্রামা ‘স্বামীজির মুখোমুখি'। ওপরের লিঙ্কে।

স্বামী বিবেকানন্দের ভূমিকায়: স্পন্দন দাশ
অন্যান্য ভূমিকায়: আকাশ পাত্র, সব্যসাচী মুখোপাধ্যায়
ভাষ্যপাঠ ও সম্পাদনা: শাঁওলী মজুমদার
আবহ সঙ্গীত: সত্যজিৎ সেন
মিক্সিং: সব্যসাচী মুখোপাধ্যায়

11/01/2023

ইনি এক অজানা বিবেকানন্দ। যে মানুষটি সেভাবে বিশেষ কারও কাছে ধরা দেননি। নিজেকে মেলে ধরেননি। শুধুমাত্র...শুধুমাত্র এক প্রত্যক্ষদর্শী ছাড়া। তিনি দেখেছেন বিশ্ববরেণ্য বিবেকানন্দের ছায়ায় যিনি বাস করেন, তিনি ঠিক কতখানি অদ্ভুত। সেই প্রত্যক্ষদর্শী, স্বামীজির শিষ্য শরচ্চন্দ্র চক্রবর্তী বাড়ি গিয়ে ডায়রি লিখতেন। সেই ডায়রি থেকেই প্রকাশিত হয়েছে ‘স্বামী শিষ্য সংবাদ’ বইটি। সময়ের দাবি মেনেই এই প্রথম বইটিকে এডিট করে অডিও ড্রামার ফরম্যাটে আনা হচ্ছে প্রতি বৃহস্পতিবার, প্যাস্টেল পডকাস্ট ইউটিউব চ্যানেলে। ঠিক কী কী পাবেন সেখানে? শুনে নেওয়া যাক...

10/01/2023

আসছেন তিনি...স্বামী বিবেকানন্দ। ১২ জানুয়ারি, মানে পরশুদিন। কোথায়? কীভাবে?
আপাতত সে বিষয়টা উহ্য থাক। কারণ চমকটা তো সেখানেই... দেখতে থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট...

05/01/2023

#সত্যিপ্রেমেরগল্প

হুড়োহুড়িতে অফিস পৌঁছেছেন। মাথায় কাজের চাপ, বসের বকুনি। দুমদাম করে লিফটে উঠতেই... যাহ, এ কী হল! এভাবেও প্রেম আসে? এখানেও?
কী ভাবছেন? অসম্ভব? মোটেও না। ভালো করে ভেবে দেখুন তো, আপনার সঙ্গেও এমনটাই ঘটেছে কখনো না কখনো...
সত্যি প্রেমের গল্প সিরিজে এবারের গল্প 'লিফটে দেখা'। শুনুন শুধুমাত্র spotify-তে।
এই যে, লিঙ্ক দেওয়া রইল এখানে।

লিফটে দেখা, প্রথম পর্ব: https://open.spotify.com/episode/1Zd0h4NLCFd1VVHg9CEoHG...

লিফটে দেখা, দ্বিতীয় পর্ব: https://open.spotify.com/episode/0VsOIABPBZ6bjsC9IAxrLl...

নতুন কাজ আর নতুন স্বপ্ন নিয়ে নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। মহুল স্টুডিও ও প্যাস্টেল এন্টারটেনমেন্ট-এর পক্ষ থেকে...
31/12/2022

নতুন কাজ আর নতুন স্বপ্ন নিয়ে নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। মহুল স্টুডিও ও প্যাস্টেল এন্টারটেনমেন্ট-এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা।

28/12/2022


#আমাদেরঠেক

প্রেম করবে, আর গুজগুজ ফিসফাস হবে না, তা কি হয় নাকি? তো সেই কানাকানি তো শুরু হল। সেখান থেকে জানাজানিও কম হল না...আর তারপর? ওফ, একেবারে হানাহানি কাণ্ড। বন্ধুরা সব্বাই মিলে একজোট হলে যেমনটা হয় আর কি। সত্যি প্রেমের গল্প নিয়ে আড্ডাটাও কিন্তু একেবারে নিখাদ সত্যি। শুনেই দেখুন না...

27/12/2022


#আমাদেরঠেক

শীত মানেই তুমুল গল্প, তুমুল আড্ডা। আবার সে গল্প যদি হয় প্রেমের, তাহলে তো আর কথাই নেই। আড্ডার শেষই হবে না। এই তো দেখুন না, spotify-এর প্রেমের গল্পে ভয়েজ দিয়েই আমাদের স্টুডিওর তারকারা সো--জা চলে গেল ছাদে। আর সেখানে যা হল... কী আর বলব! আমরা শুধু ভিডিও করে নিয়েছি। বাকিটা আপনারাই দেখবেন, আগামীকাল।

19/12/2022




শীতের দুপুরে প্রেমপত্র লিখবে? বেশ একটা ওম ওম হবে না ব্যাপারখানা? ঋতু কিন্তু লিখছে...রূপককে। আর রূপক? নাহ। এর বেশি কিছু বলব না। নিজেরাই শুনে নিও নাহয়। আগামীকাল-ই তো আসছে ঋতু আর রূপকের প্রেমকাহিনি।
কোথায়? spotify-তে। সত্যি প্রেমের গল্প সিরিজে এবারের গল্প 'মেড ফর ইচ আদার'। ইন্দ্রাণী চক্রবর্তীর পরিকল্পনায়, শাঁওলী মজুমদারের পরিচালনায় এই গল্পের ঋতু আর রূপকের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।

14/12/2022

#সত্যিপ্রেমেরগল্প


প্রেম আর বন্ধুত্ব কি এক? সবচেয়ে কাছের বন্ধুকেই কি আপনি ভালোবাসেন? হয়তো নিজেই জানেন না সে কথা... আচ্ছা, এমন ঘটনা আপনার জীবনে কখনও ঘটেনি? নীল আর টিনা কিন্তু সবচেয়ে কাছের বন্ধু। তারপর কী হল? এই যে, কনীনিকা বলছেন...
ইন্দ্রাণী চক্রবর্তীর পরিকল্পনায়, শাঁওলী মজুমদারের পরিচালনায় সত্যি প্রেমের গল্প সিরিজের এবারের কাহিনি 'বেস্টফ্রেন্ড'। শুনুন শুধুমাত্র spotify-তে। এই যে, এই LINK'এ ক্লিক করলেই গল্প হাজির।

Best Friend, part 1:
https://open.spotify.com/episode/6XcofSuC4Tui2bU96laONQ...

Best Friend, part 2:
https://open.spotify.com/episode/5yVl1JlgpVbPtaCmUOXqzg...

 #শরণ্যে_সারদাআগামী ১৫ ডিসেম্বর, ২০২২, বহস্পতিবার সারদাদেবীর জন্মতিথি। সেই আলোকিত লগ্নকে স্মরণীয় করে রাখতে এবছর এক ভিন্ন...
09/12/2022

#শরণ্যে_সারদা
আগামী ১৫ ডিসেম্বর, ২০২২, বহস্পতিবার সারদাদেবীর জন্মতিথি। সেই আলোকিত লগ্নকে স্মরণীয় করে রাখতে এবছর এক ভিন্নতর প্রয়াস আমাদের। এবছর সারদামায়ের মুখোমুখি বসবে একঝাঁক তরুণ তুর্কি। নিজেদের প্রজন্মের আলোয় চিনে নেবে সেই আলোকবর্তিকাকে। এই অনন্য সন্ধ্যার সাক্ষী হতে সকলকে আমন্ত্রণ জানাই।

08/12/2022



পুজোর থিম হয়। কিন্তু থিমের স্টুডিও? অবাক হচ্ছ তো! তাহলে মহুল স্টুডিওয় আসতেই হবে। না এলে অনেক কিছু মিস হয়ে যাবে যে...

07/12/2022




এ মা! একটা মেয়ের কাছ থেকে গাড়ি চালানো শিখতে হবে নাকি? মেয়েরা আবার গাড়ি চালাতে পারে! মাথায় পড়ল হাত। এদিকে ঘোর সঙ্কট। সেই মেয়েটার হাতেই গাড়ির স্টিয়ারিং ছেড়ে দেওয়া ভিন্ন আর উপায় নেই।
কী হবে এবার? বুক ধুকপুক? না প্রেম?
'সত্যি প্রেমের গল্প' সিরিজে এবারের গল্প 'পথে হল প্রেম'। ইন্দ্রাণী চক্রবর্তীর পরিকল্পনায়, শাঁওলী মজুমদারের পরিচালনায় এই সিরিজ শুনুন শুধুমাত্র spotify-তে।

গল্পটি শুনতে ক্লিক করুন—
Part 1:
https://open.spotify.com/episode/0DXvx1wWsqJ0JvotMzQ3BT...
Part 2:
https://open.spotify.com/episode/35dlbm9LwzZrlfwQEzd9i6...

06/12/2022




গাড়িতে স্টার্ট তো দিল পারমিতা। সেই সঙ্গে শুরু হল ঝগড়াও। পারমিতার কাছ থেকে সায়ন্তন কিনা গাড়ি চালানো শিখবে! তারপর কী হল? রাগ থেকেই কি অনুরাগের শুরু? আর গাড়িটা?
সে এক কাণ্ড বটে...
ইন্দ্রাণী চক্রবর্তীর পরিকল্পনায়, শাঁওলী মজুমদারের পরিচালনায় 'সত্যি প্রেমের গল্প' সিরিজের এবারের গল্প 'পথে হল প্রেম', শুধুমাত্র spotify-তে। উপস্থাপনায় অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়।

01/12/2022




কী আজব শহর রে বাবা! একা মেয়েকে কেউ বাড়িভাড়া দিতে চায় না! নিজের কেরিয়ার, স্বপ্ন, আশাভরসা তাহলে সব জলাঞ্জলি যাবে? এমন পরিস্থিতিতে কেউ না কেউ কখনো না কখনো পড়েছেন নিশ্চয়ই। তারপর সে এক নাজেহাল কাণ্ড, বলুন! শুনুন তো, এই ঘটনার সঙ্গে মিলছে?
ইন্দ্রাণী চক্রবর্তীর পরিকল্পনায় শাঁওলী মজুমদারের পরিচালনায় 'সত্যি প্রেমের গল্প' শুনুন শুধুমাত্র spotify-তে। এবারের গল্প 'রুমমেট'।

30/11/2022




'রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে'।
প্রথম প্রেম, প্রথম ব্যথা! সারা জীবনেও ভোলা যায় না। নিজেও কি ভুলতে পেরেছেন?
এমন অভিজ্ঞতা যদি আপনার জীবনেও থাকে, তাহলে একবার দেখে নিতেই পারেন। নানান ব্যস্ততার মধ্যে হয়তো দেখতে ভুলে গিয়েছিলেন এতদিন... 'সত্যি প্রেমের গল্প'।
কোথায় পাবেন? এই যে লিঙ্ক, একবার ক্লিক করলেই হবে।

video parlour 01 : https://open.spotify.com/episode/5X7yU2HBoM7s8nU2RjKZ2e?si=0f34d99cdfae482c

video parlour 02 : https://open.spotify.com/episode/4OHQRrLtXUo3Hl66ojI2TO?si=611e8cad271d41d4

#সত্যিপ্রেমেরগল্প Spotify

29/11/2022




এমন ভুল বোঝাবুঝি নিশ্চয়ই আপনার জীবনেও হয়েছে। আর সেই ভুল বোঝাবুঝি থেকে প্রেমও হয়েছিল নাকি?
হতেই হবে। এটা তো সত্যি প্রেমের গল্প...
ইন্দ্রাণী চক্রবর্তীর পরিকল্পনায়, শাঁওলী মজুমদারের পরিচালনায় 'সত্যি প্রেমের গল্প' শুনুন শুধুমাত্র spotify-তে।

18/11/2022

দোলা লাগুক মনে...প্রেমের জোয়ারে ভেসে যাক সব...
অমৃতা প্রীতম-এর কবিতা নিজস্ব অনুভবে....লিখেছেন Mahua Banerjee, কণ্ঠে এবং দৃশ্য ভাবনায় Shanoli Majumder


😊

16/11/2022

Happy International Day for Tolerance !!

ধৈর্য্য বা সহ্যশক্তিকে গুরুত্ব দেবার সত্যিই কী দরকার আছে আজকের দিনেও ? কী করে বাড়াবেন সে ক্ষমতা ? Kuku FM ডাউনলোড ক’রে নীচের লিঙ্কে ক্লিক করুন আর চট্ করে শুনে নিন কয়েকটা ম্যাজিকাল টিপস্ ❤️
https://applinks.kukufm.com/P5SWmBm4fqQTkhBf7

😊

03/11/2022

#সত্যিপ্রেমেরগল্প


মাইক্রোফোনের সামনে তখন সে যা কাণ্ড! হাসবে না কাঁদবে, বুঝেই উঠতে পারছে না আকাশ। শেষমেশ করুণ চোখে তাকিয়ে রইল শাঁওলীদির দিকে...
spotify-তে ইতিমধ্যেই সত্যি প্রেমের গল্প সিরিজটা দারুণ জনপ্রিয়তা পেয়ে গেছে। কিন্তু তার নেপথ্যের সত্যিগুলো জানেন কি?

Spotify Shanoli Majumder Mahul Studio

Address

1/37 Shantigarh Colony, Tollygunj Graham's Land, Ground Floor
Kolkata
700040

Opening Hours

Monday 9am - 10:30pm
Tuesday 9am - 10:30pm
Wednesday 9am - 10:30pm
Thursday 9am - 10:30pm
Friday 9am - 10:30pm
Saturday 9am - 10:30pm

Telephone

+919830053632

Alerts

Be the first to know and let us send you an email when Mahul Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahul Studio:

Videos

Share

Nearby media companies


Other Music production in Kolkata

Show All