26/12/2024
“সব মরন নয় সমান।”
আত্মহত্যা মানেই মহাপাপ হিসেবে দেখা ভারতীয়রা কি প্রফুল্ল চাকী কিনবা আজাদের মৃত্যুকেও পাপ হিসেবে দেখে?
মাত্র একুশ বছর বয়সে সংগ্রামী নারী প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যু বরন করেছিলেন দেশের জন্য। এমন সাহসী কন্যাকে ধারণ করতে পেরে নিশ্চিত দেশ মাতৃকা-ও গর্ববোধ করেন।
স্বল্পকালীন জীবনে বিপ্লবী আন্দোলনে জড়িয়ে পড়ার পরে তিনি বেশ কিছু লেখা লিখেছিলেন। এই গ্রন্থে যা পাঠক জানবেন। তার সাথে উপরি পাওয়া মাষ্টারদা সম্পর্কে প্রীতিলতার ভাবনা। যা তখনকার সমাজ ইতিহাস ও আন্দোলনের সম্যক ধারণা দিতে সক্ষম।
“আমরা স্বাধীনতার সংগ্রামে লিপ্ত। আজকের কাজটি সেই ধারাবাহিক লড়াইয়ের অন্যতম অঙ্গ। ব্রিটিশরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে, ভারতবর্ষকে রক্তশূন্য করেছে এবং কোটি কোটি ভারতবাসীর জীবন দুর্বিসহ করে তুলেছে। আমাদের শারিরীক,রাজনৈতিক,অর্থনৈতিক এবং নৈতিক —অর্থাৎ এককথায় সার্বিক বিনাশের একমাত্র কারন তারা। তারাই আমাদের মাতৃভূমির ঘৃণ্যতম শত্রু—এটা প্রমাণিত। আমাদের স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াইয়ের সামনেও তারাই বড় প্রতিবন্ধক হিসাবে হাজির। যদিও মানুষের প্রাণ কেড়ে নেওয়া আমাদের অভিপ্রতেত নয় তথাপি শাসক বা সাধারণ সবরকম ইংরেজদের বিরুদ্ধেই আমরা অস্ত্রধারণ করতে বাধ্য হয়েছি। মাতৃভূমির স্বাধীনতার লড়াই-এর সামনে যে প্রতিবন্ধকতাই আসুক না কেন, যুকোনো ভাবেই হোক তা দূর করার চেষ্টা আমরা করবই।
আমাদের দলের শ্রদ্ধেয় নেতা মাষ্টারদা যখন আজকের সশস্ত্র অভিযানে যোগদানের জন্য আমাকে নির্দেশ দিলেন তখন আমি আমার বহুদিনের সযত্ন লালিত আকাঙ্খাকে বাস্তবায়াত করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করলাম। কিন্তু যখন সেই মহান ব্যক্তিত্ব ওই অভিযানের নেতৃত্ব আমার উপর ন্যস্ত করলেন তখন আমি কিছুটা সংশয় বোধ করলাম এবং এতজন সক্ষম ও অভিজ্ঞ ভাই থাকা সত্বেও কেন ওই কাজ একজন বোনের উপর সমর্পিত হল— এই প্রশ্ন তুলে আমার আপত্তি জানালাম। মাষ্টারদা তাঁর তীক্ষ্ণ যুক্তি দিয়ে এর প্রয়োজনীয়তা ও কার্যকারিতা আমাকে বোঝালেন এবং আমি আমার আশৈশব আরাধ্য সর্বশক্তিমানের আশীর্বাদ প্রার্থনা করে মাষ্টারদার আদেশ শিরোধার্য করলাম।”
প্রীতিলতা রচনা সংগ্রহ(হার্ড বাইন্ডিং)
প্রীতিলতা ওয়াদ্দাদার
বিন্দুবিসর্গ পাবলিশার্স
মূল্য-২৭৫/-
তাঁর ক্ষুদ্র জীবনকালের মধ্যে লেখা রচনাগুলিকে যতটা সম্ভব একত্রিত করে মানুষের কাছে তুলে ধরা এই গ্রন্থের একমাত্র উদ্দেশ্য।
সঙ্গে থাকছে বিশেষ রঙিন পুস্তানি ও বুকমার্ক।
এই সংগ্রহযোগ্য গুরুত্বপূর্ণ বইটি পাবেন
বিন্দুবিসর্গ পাবলিশার্সে
২৭/৬,সূর্য সেন স্ট্রীট, কোল-৯
যোগাযোগ
৮০১৩৬৫৫৬৪৩/৭৬৮৬০৩৭৯০৭
কলেজ স্ট্রিটে
বিন্দুবিসর্গ পাবলিশার্স
দে বুক স্টোর (দীপু)
আদি দে বুক স্টোর
শ্রীনাথ লাইব্রেরি
শ্রীরামপুর
ভেস্ট পকেট
সোদপুর
পাপাঙ্গুলের ঘর
চু৺চুড়া
বিদ্যার্থী ভবন
বর্ধমান
বুড়ো রাজ
অরবিন্দ বুক স্টল
শান্তিনিকেতনে (বোলপুর)
রামকৃষ্ণ বুক স্টল
ঘরে বসে অনলাইনে
বইঘর ডট ইন
অথবা
আমরা থাকলাম পৌঁছে দিতে
8013655643/7686037907