বিধানসভা চত্বরে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়কেরা। এই মর্মে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উপ-মুখ্যসচেতক তাপস রায়। এ ব্যাপারে আগেই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। এর পরেই বৃহস্পতিবার বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল থানায়। যদিও অভিযোগ প্রসঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “অভিযোগের জবাব আদালতেই দেওয়া হবে।”
বুধবার বিধানসভা চত্বরে শাসকদলের ধর্না চলাকালীন বিজেপি জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বলে অভিযোগ এনেছে তৃণম
নারদ মামলায় আদালতে হাজিরা দিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়েরা।
এ দিন সকালেই বিচারভবনে সিবিআই আদালতে হাজিরা দেন কলকাতার বর্তমান এবং প্রাক্তন মেয়র এবং কামারহাটির তৃণমূল বিধায়ক। ঘটনাচক্রে বৃহস্পতিবারই সকাল থেকে রাজ্যের জেলায় জেলায় শুরু হয়েছে শাসকদলের নেতা-কাউন্সিলর-বিধায়কদের বাড়িতে সিবিআই তল্লাশিও। আদালতে ঢোকার পথে তিন জনই মন্তব্য করেন সিবিআই অভিযান নিয়ে।
এ দিন মন্ত্রী তথা শহরের মেয়র ফিরহাদকে বৃহস্পতিবারের সিবিআই অভিযান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘অমিত শাহ শহরে এসেছিলেন। তিনিই কোনও নির্দেশ দিয়ে গিয়েছেন হয়তো। কিন্তু এ সব করেও বাংলায় পায়ের তলায় মাটি পাবে না বিজেপি। ওদের সংগঠন নেই। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে টাইট করা যাবে না।’’
#naradascam #naradascamcase #naradascaminbengal #firhadhakim #MadanMitra #so #inch #sovonchatterjee
জঙ্গি সংগঠনে যোগ দেওয়া রাজ্যের সকলকে বাড়িতে এবং সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে চাইছে অসম পুলিশ এবং প্রশাসন। এ নিয়ে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। জঙ্গি সংগঠনে যোগ দেওয়া যুবাদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে। বিশেষ করে United Liberation Front of Assam Independent সংগঠনে যারা যুক্ত হয়েছে তারা যেন ফিরে আসে সেই লক্ষ্য নেওয়া হয়েছে পুলিশের তরফে। আগেই তাদের ফিরে আসার জন্য একাধিকবার আহ্বান জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ বার অন্য একটি পদক্ষেপ নিয়েছে পুলিশ। তার ফলও পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন অসম পুলিশের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। আজ সেই প্রচেষ্ঠাতেই United Liberation Front of Assam Independent-এর চার ক্যাডার আত্মসমর্পণ করে। ডিজি নিজে তাদের আত্মসমর্পণ করান।
গত দু’বছরে সেখানের বিভিন্ন জঙ্গি সংগঠনের ৮৭৫৬ জন সদস্য সমাজের মূলস্রোতে ফিরে এসেছে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশ
মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা রণদীপ হুডা। কনে লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনে গাঁটছড়া বাঁধলেন তাঁরা। মণিপুরের মেইতেই সম্প্রদায়ের রীতি মেনেই হয়েছে বিয়ের অনুষ্ঠান। গত কয়েক দিন ধরে ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে মণিপুরেই রয়েছেন অভিনেতা। ইতিমধ্যেই প্রাক-বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যা ভাইরালও হয়েছে।
বিয়ের আগে রণদীপ বলেন, ‘‘আমার মনে হয় কনের সংস্কৃতি-ঐতিহ্যকে সম্মান জানানো আমার কর্তব্য। মেইতেই মতে বিয়ে করার জন্য আমি উদ্গ্রীব। আমার যাতে কোনও ভুল না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকব। আমি চাই আমাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয়। অনেক সন্তানে যেন সংসার ভরে থাকে। প্রাচুর্য থাকে। মণিপুরে শান্তি ফিরুক, আমাদের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হোক।’’
#randeephooda #linlaishram #imphal #meitei #manipur
কেন্দ্রের সঙ্গে শান্তিচুক্তি সই করল মণিপুরের জঙ্গি সংগঠন ‘ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’ (ইউএনএলএফ)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বুধবার চুক্তি সইয়ের পরেই মেইতেই জঙ্গি গোষ্ঠী ইউএনএলএফের গেরিলারা অস্ত্র সমর্পণ শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তিচুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘মণিপুরে শান্তি ফেরানোর পথে এটি ঐতিহাসিক মাইলফলক।’’
মঙ্গলবারই মণিপুরের হিংসায় জড়িত ন’টি মেইতেই গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞার সময়সীমা আরও পাঁচ বছর বৃদ্ধি করতে একটি ট্রাইব্যুনাল গঠন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই ট্রাইব্যুনালের নেতৃত্বে রয়েছেন গুয়াহাটি হাই কোর্টের এক বিচারক। গত ছ’মাসের হিংসা পর্বে এই সংগঠনগুলি প্রত্যক্ষ ভাবে সশস্ত্র হামলায় অংশ নিয়েছিল বলে অভিযোগ।
#manipur #ManipurCrisis #manipurviolence #Manipur #ManipurBurning #homeministerofindia #AmitShah
আজকের অমিত শাহের জনসভা ‘সুপার ফ্লপ’ বলেই দাবি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য, “২১ জুলাইয়ের ঐতিহাসিক তাৎপর্য, ব্যাপ্তি এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কাছে ম্লান আজকের অমিত শাহের জনসভা। এই সভা আকারগত এবং বক্তব্যগত, দু’ভাবেই ‘সুপার ফ্লপ’।”
তৃণমূলের ২১ জুলাইয়ের মূল সভার পেছনে থাকা লোকসংখ্যার সঙ্গে তিনি আজকের বিজেপির সভার লোকসংখ্যার তুলনা করেছেন। উল্লেখ্য, লক্ষ লোক জমায়েতের লক্ষ্য নিয়ে ধর্মতলায় নেমেছিল বিজেপি। তেমনটা আশা করেই এসেছিলেন অমিত শাহ। কিন্তু সেই সভায় ‘জোশ’ দেখা গেল না। বিজেপি যে চেহারায় সভা করতে চেয়েছিল তেমনটা মোটেও হয়নি। এ নিয়ে সভার দায়িত্বে থাকা বিজেপির রাজ্যের এক সাধারণ সম্পাদকের অপদার্থতাকে দুষছেন দলের কর্মী-সমর্থকেরাই!
#bjp #bjpindia #trinamoolcongress #aitc #amitshah #mamatabanerjee #kunalghosh
শ্লোগান, পাল্টা শ্লোগান উত্তাল রাজ্য বিধানসভা চত্ত্বর। তৃণমূলের 'চোর' স্লোগানের পাল্টা শুভেন্দু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরেদের সর্দার বললেন তিনি।
#westbengal #wbla #suvenduadhikari #mamatabanerjee
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিধানসভার অধিবেশন থেকে বরখাস্ত করা নিয়ে সরব হলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পক্ষপাতিত্বের অভিযোগ করলেন তিনি।
#suvenduadhikari #kolkata #bjp #SuvenduAdhikari #amitshah
সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ নির্বাচনী হিংসাতে প্রথম বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ! তিনি এ দিন বলেন, “এক সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে লোকসভা চালাতে দিতেন না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনুপ্রবেশকারীদের ভোটার ও আধার কার্ড করে দিচ্ছেন।
#amitshah #BJP4IND
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছেন। ধর্মতলায় সভা করেছেন তিনি। পাল্টা রাজ্য বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্ণায় বসলেন তৃণমূল বিধায়কেরা। নেতৃত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে চোর বলে আক্রমণ করে তৃণমূল।
#bjp #SuvenduAdhikari #BJPGovernment #narendramodi #NarendraModi #amitshah #mgnrega #TrinamoolCongress #Trinamool
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় এসেছেন। ধর্মতলায় সভা হচ্ছে। তার আগে তাঁকে আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা দলের বিধায়ক তাপস রায়। তাঁর প্রশ্ন, “বাংলার মানুষের আর্তনাদ কি অমিত শাহের কানে পৌঁছয় না?” তাপস রায়ের অভিযোগ, “দলীয় বিবাদ মেটানো, জনসভা করা বা দুর্গাপুজোর উদ্বোধনে বারবার বাংলার আসলেও, বাংলার মানুষের দীর্ঘ দু’বছর ধরে আটকে পড়ে থাকা বকেয়া নিয়ে কোনোবারই উচ্চবাচ্য করেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।”
রাজ্যের শাসক দল তৃণমূল মনে করে, প্রতিহিংসার কারণে, নিজেদের টাকা মনে করে বাংলার প্রাপ্য তহবিল বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে।
#TrinamoolCongress #Trinamool #TrinamoolChhatraParishad #amitshah #mgnrega
বিধানসভা থেকে সাসপেন্ড প্রসঙ্গে কী বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কলকাতা আসার দিন কেন কালো পোশাক পড়ে আসলেন তৃণমূল বিধায়কেরা? তাঁদের নিয়ে কী বললেন শুভেন্দু? দেখে নিন ভিডিয়োতে।
#SuvenduAdhikari #bjp #BJP4IND #kolkata
আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স জানেন কিভাবে কঠিন পরিস্থিতিতে সংযত থাকতে হয়। তাঁর কথা এবং বডি ল্যাঙ্গোয়েজ দেখুন।
ভিডিয়োতে, আর্নল্ড বলছেন, আমরা আমাদের বাচ্চাদের পর্বতের থেকে ফেরত চাইছি। প্রকৃতি মা আমাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত খেলা করছেন। তবে আমাদের আশা রাখতে হবে যে তিনি এই বাচ্চাদের আমাদের হাতে তুলে দেবেন। প্রকৃতি ও পরিবেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
#UttarkashiRescue #NewIndia #FirstResponders #uttarakhand #tunnelrescue #tunnelengineering #tunnel
আমাদের ভারত ৪১ জনের জীবন বাঁচাতে দেশের সমস্ত শক্তি প্রদর্শন করে! গর্বিত আমরা ভারতীয়!
উত্তরকাশীতে দেশের বীরত্বপূর্ণ উদ্ধারের সাক্ষী থাকুন, যেখানে ৪১ জনের অমূল্য জীবন রক্ষা করা হয়েছে। দেশের সমস্ত নাগরিককের প্রাণ রক্ষার জন্য সরকারের এই প্রচেষ্ঠা সংবিধানের প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে।
#FirstResponders
#NewIndia
#UttarkashiRescue
১৭ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর অবশেষে মুক্তি পেলেন ৪১ জন শ্রমিক। উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামায় তাঁরা ভিতরে আটকে পড়েছিলেন। মঙ্গলবার অবশেষে তাঁদের নিরাপদে সেখান থেকে বার করে আনা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। সুড়ঙ্গ থেকে প্রথমে বেরিয়ে আসেন ঝাড়খণ্ডের বিজয় হোরো।
গত ১২ নভেম্বর ভোরে উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। এত দিন ধরে তাঁদের বার করার জন্য নানা ভাবে চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ধ্বংসস্তূপ খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব হচ্ছিল না কিছুতেই। খোঁড়ার সময়ে গত শুক্রবার বাধা আসে। ধ্বংসস্তূপের ভিতরের লোহার কাঠামোয় ধাক্কা খেয়ে ভেঙে যায় আমেরিকান খননযন্ত্র। উদ্ধারকাজ থমকে যায়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের বিষয়ে অনবরত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো
ধর্মতলায় আগামী কাল বিজেপির সমাবেশ। চলেছে মঞ্চ তৈরির কাজ। সেখানেই রাস্তায় শাসক তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে সরব বিজেপির দলীয় কর্মী তপন দাস। নিজের লেখা গান গেয়ে মানুষ জোটাচ্ছেন তপন। ডাক দিচ্ছেন আগামীর সভা সফল করার। #BJP4IND #AmitShah #SuvenduAdhikari
#RahulGandhi Takes Auto Ride While Campaigning For Polls In #Hyderabad #congress
তেলেঙ্গানার হায়দরাবাদে শেষলগ্নের নির্বাচনী প্রচারে রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী। রোড শোতে উপচে পড়ছে ভিড়। প্রায় সমস্ত জনমত সমীক্ষাতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। এ দিন রোড শোতে রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে হাজির ছিলেন রাজস্থানের কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গহৌলত।
#rahulgandhi #priyankagandhi #ashokgehlot #congress #telengana #hydarabad
দ্রুতগতিতে কাজ চলেছে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের। ড্রোন ক্যামেরায় তোলা ভিডিয়ো দেখে নিন।
ভিডিও সৌজন্য-X
ভারতের স্বাধীনতার পর প্রথম বার উত্তর কাশ্মীরের বন্দিপোরা জেলার গুরেজ উপত্যকায় পৌঁছাল গ্রিড বিদ্যুৎ। বাসিন্দারা খুশি। সংবিধানের ৩৭০ ধারা বিলোপের পরে প্রত্যন্ত এলাকায় গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছান সম্ভব হল বলে আধিকারিকেরা জানিয়েছেন।
#kashmir #kashmiri #bandipora #electricty #article370
সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেট জুড়ে দেওয়ায় তহবিল পেতে সুবিধা হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি কংগ্রেস সরকারের সময়ে রেল বাজেটের তহবিল কম গিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আসার পরে সাধারণ বাজেটের সঙ্গে জুড়ে যায় রেল বাজেট। তার জেরে বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় মোদী সরকারকে। এ বার সেই সিদ্ধান্তকে সরকারে সাহসী পদক্ষেপ বললেন বৈষ্ণব। পাশাপাশি গত এক বছরে তাঁর মন্ত্রক দেশে প্রায় ৫২০০ কিলোমিটার রেল লাইন পেতেছে বলে জানান তিনি। যা সুইজারল্যান্ডের গোটা দেশের রেল নেটওয়ার্কের (৫০০০ কিলোমিটার) চেয়ে বেশি বলেও দাবি তাঁর।
#rail #railminindia #railminister #modisarkar
কেমন হল কার্তিক পূর্ণিমায় বারাণসীর দেব দীপাবলী! দেখে নিন এই ভিডিওটিতে।
#devdeepawali2023 #devdeepawali #devDiwali2023 #kashi #kashivishwanathtemple #kashivishwanath #varanasi
তেলেঙ্গানার হায়দরাবাদের এনটিআর স্টেডিয়ামে কোটি দীপোৎসবে আজ হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেব দীপাবলী উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
#narendramodi #NarendraModi #telengana #hyderabad #koti #dee #kotideepotsavam #kotideepotsavam2023
টানা ১৫ দিন ধরে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য প্রার্থনা করতে দেশবাসীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন তিনি বলেন, “আমরা দিনরাত তাঁদের উদ্ধারের চেষ্টা করছি। সব রকমের ব্যবস্থা করা হয়েছে। দেশবাসী যেন তাঁদের উদ্দেশ্যে একটি করে প্রদীপ জ্বালান।” আরও কী বললেন প্রধানমন্ত্রী? দেখে নিন এক ঝলকে!
#devdeepawali2023 #devdeepawali #devDiwali2023 #BJPGovernment #BJP4IND #bjp #narendramodi #narendramodi_primeminister #NarendraModi
শিখ ধর্মের প্রাণপুরুষ গুরুনানক দেবের জন্মদিন উপলক্ষে আজ সকালে ভবানীপুর গুরুদোয়ারাতে গেলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এ দিন তাঁর গলায় শোনা গেল সম্প্রীতির সুর। পাশাপাশি তিনি এ দিন বিরোধীদের কটাক্ষ করতেও ছাড়লেন না।
#FirhadHakim #Firhad_Hakim_Bobby #kolkata #Bhabanipur
উত্তর কোলকাতার শ্যামবাজারের সভা থেকে বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। "আয় যদি বাপের বেটি হও, একটাকে ধরে দেখাও", হুঙ্কার শুভেন্দুর।
#SuvenduAdhikari #bjp #BJPGovernment #BJP4IND
কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
#kashivishwanath #kashivishwanathtemple #kashi #yogiadityanath #uttarpradesh #cmo
পার্সেল ট্রেনের ধাক্কায় আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিমা রেল সেতুর কাছে একটি শাবক-সহ তিনটি হাতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে দুটি হাতি। শাবকটি আটকে যায় ট্রেনের নিচে।
বন দফতর সুত্রে জানা গিয়েছে, এই নিয়ে ওই রেল রুটে এখনও পর্যন্ত ৭৩টি হাতির মৃত্যুর ঘটনা ঘটল। বুনো হাতির আক্রমণ থেকে বাঁচতে খুবই সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে বনকর্মীদের। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
#elephants #elephantconservation #elephant🐘 #elephantlove #elephantlovers
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর অমিত শাহের সঙ্গে দেখা করলেন ক্রিকেটার মহম্মদ শামি। বিজেপি সাংসদ তথা দলের ন্যাশনাল মিডিয়া ইনচার্জ অনিল বালুনির বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন অমিত শাহ। সেখানেই দু’জনের দেখা। কিছু ক্ষণ একান্তে কথাও বলেন তাঁরা। এ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। অমিত শাহ ছাড়াও জাতীয় নিরাপত্তা পরমর্শদাতা অজিত ডোভালের সঙ্গেও কথা বলেন তিনি।
বিশ্বকাপে দূর্দান্ত খেলেছেন শামি। বিশ্বকাপের পরে একটি সাক্ষাৎকারে পাকিস্তানের ক্রিকেটার ও সমর্থকদের তীব্র সমালোচনাও করেছেন। নিজেকে পসমান্দা বলেও অভিহিত করেছেন। তারপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গের এই সাক্ষাৎকার রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই মহম্মদ শামির গ্রামে ক্রিকেট স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
#mohammadshami #amits
#BobbyDeol at #mumbai airport. #animal #movie #entertainment #ranbirkapoor #NewsUpdate #animalmoviesong