বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন মালদা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা বাবলা ওরফে দুলাল সরকার। বাড়ির ৫০০ মিটারের মধ্যে নর্থ পয়েন্ট স্কুলের সামনে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চারটে গুলি চালায়। যার মধ্যে তিনটে গুলিই দুলাল সরকারের গায়ে গিয়ে লাগে। এরপরই গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে নিজের ব্যবসাকেন্দ্রের দিকে যাচ্ছিলেন দুলাল সরকার। কারখানার সামনে গাড়ি থেকে নামতেই দুটি বাইকে করে আসা চারজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। দুষ্কৃতীদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল। এরপরই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এই মুহূর্তে চিকিৎসকরা তাঁর দেহ থেকে গুলি বের করার চেষ্টা করছেন। গুলিবিদ্ধ নেতার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক বলেই জানা গিয়ে
রানওয়েতে নামার সময় বিপত্তি, সটান দেওয়ালে ধাক্কা মেরে ভয়াবহ দুর্ঘটনার কবলে দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান। দেখুন সেই মুহূর্তের ভাইরাল ভিডিয়ো।#ekhonkolkata
এসপ্লানেড থেকে শিয়ালদা পর্যন্ত মেট্রোর কাজ প্রায় শেষ। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। গতকাল সেই কাজের অগ্রগতি ‘ট্রলি ইনসপেকশন’ করে খতিয়ে দেখলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারের পি উদয়কুমার রেড্ডি। #METROalert #KolkataMetro #ekhonkolkata
কলকাতার নিউ আলিপুরের ঝুপড়িতে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ-বজবজ লাইনের ট্রেন চলাচল বন্ধ। ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম এবং দেবাশিস কুমার। #fire #kolkata #ekhonkolkata
হাওড়া মেট্রো স্টেশনে টিকিট কাউন্টারে ধুন্ধুমার।
এক বাঙালী যাত্রীকে ‘বাংলাদেশি’ তকমা দেওয়ার অভিযোগ টিকিট কাউন্টারে কর্মরত কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়া মেট্রো স্টেশনে। জানা গিয়েছে, ওই যাত্রী টিকিট কাউন্টারের কর্মীকে এসপ্লানেড স্টেশনে আসার জন্য টিকিট দিতে বলেন। তার অভিযোগ, কিন্তু কর্তব্যরত মেট্রোকর্মী তাঁকে হিন্দিতে কথা বলার জন্য চাপ দেয়। এর পরই ধুন্ধুমার বেঁধে যায়। আরপিএফ এসে পরিস্থিতি সামাল দেয়।
“এত বাংলা বাংলা করলে এটাও বাংলাদেশ হয়ে যাবে!” ওই বাঙালি যাত্রী এমনই অভিযোগ করেছেন। তার আরও অভিযোগ, যখনই ফোনে রেকর্ডিং শুরু হয় তখন সেই কর্মী সেখান থেকে পালিয়ে যান। যদিও অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে মেট্রোরেল।
#ekhonkolkata
অত্যাধিক বৃষ্টিতে জলমগ্ন থাইল্যান্ড। বন্যার জেরে ১৩ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, মৃত্যু হয়েছে একাধিকের। থাইল্যান্ডের জলমগ্ন রাস্তা জুড়ে বিশালাকার পাইথন। এই পাইথনটির আরেকটি নাম- রেটিকুলেটেড পাইথন।
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দীর্ঘতম সাপের প্রজাতির একটি। ৩০ ফুটেরও বেশি লম্বা হয় এই সাপ। ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশ, মায়ানমারের বেশ কিছু এলাকায় এটিকে দেখতে পাওয়া যায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, জলের মধ্যে ডুব দিচ্ছে ওই বিশালাকার সাপটি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে ওই সাপটি গিলে ফেলে একটি কুকুরকে। ফলে পেট ফুলে রাস্তায় জলের মধ্যে শুয়ে থাকতে হয় ওই প্রাণীটিকে।
#ekhonkolkata
Ornate flying snake was found in Ranchi, Jharkhand, this snake is known for its beauty and ability to ‘fly’, the story is also related to Mahabharata as Takshak Naag. #takshaknaag #wildlife #indian #ekhonkolkata
শহরে ফের অগ্নিকাণ্ড। আজ, রবিবার সকালে উল্টোডাঙা স্টেশনের পাশে ঝুপড়িতে আগুন লাগে। ভস্মীভূত হয় পাঁচটি ঝুপড়ি। দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর নেই। #fire #FireIncident #firesafety #ekhonkolkata
বালিগঞ্জের কাঁকুলিয়া রোডের বস্তিতে আগুন। ভস্মীভূত হয়েছে একাধিক ঝুপড়ি। এলাকার বাসিন্দার ও দমকল কর্মীদের প্রোচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। হতাহতের খবর নেই। #fire #FireIncident #firefighter #kolkata #ekhonkolkata
গত ১৬ নভেম্বর রাতে থাইল্যান্ডের ফুকেত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করার জন্য এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI377 নির্ধারিত ছিল। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি বিলম্বিত হয়। বিপাকে পড়েন শতাধিক যাত্রী। প্রায় ৮০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁদের। যদিও কিছু যাত্রীকে নিয়ে আসা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত যাত্রীরা আটকে আছেন! #AirIndia #phuket #thailand #ai377 #ekhonkolkata
কলকাতায় নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে আগুন, ২০টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ৭ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। #fire #Incident #kolkata #ekhonkolkata
রেলের যাত্রাপথ সংক্ষিপ্তকরণ নিয়ে ধুন্ধুমার বাঁধল বারাসত–বনগাঁ শাখার অশোকনগর রোড স্টেশনে। দীর্ঘক্ষণ অবরোধের পর লাঠি চালাল পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে রেল লাইনের খোয়া ছুড়লেন অবরোধকারীরা। ঘটনার জন্য শিয়ালদহের DRM-কে দায়ী করেছেন যাত্রীরা।
ঘণ্টাখানেক অবরোধ চলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লাঠি হাতে অবরোধকারীদের দিকে তেড়ে যায় পুলিশ। পালটা রেল লাইনের খোয়া ছুড়তে শুরু করেন যাত্রীরা। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। লাঠি নিয়ে অবরোধকারীদের তাড়া করে পুলিশ। মিনিট দশেক পর পরিস্থিতি শান্ত হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ অশোকনগর রোড স্টেশন থেকে ছাড়ে ট্রেনটি। অবরোধ ওঠে যশোর রোড থেকেও।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, “আমাদের কাছে কলকাতা পুলিশের তরফে চক্ররেল পরিষেবা বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছিল। আমরা সেই অনুরোধ মেনে বন্ধ করেছি। য