EkhonKolkata

EkhonKolkata News, Views, Analysis and Conversations. EkhonKolkata continues to earn visitors not only in India but also globally.

EkhonKolkata offers important news and headlines, interesting stories with rich, detailed, insightful reporting and smart presentation. EkhonKolkata since inception has gained recognition beyond its growing viewer base and is now at the forefront of Bengali News Website. EkhonKolkata is quickly becoming the most trusted Bengali news website in the country.

নিউইয়ারের ছুটি কাটাতে বিদেশে যাওয়ার আগে মুম্বই বিমান বন্দরে ববি দেওল।
29/12/2023

নিউইয়ারের ছুটি কাটাতে বিদেশে যাওয়ার আগে মুম্বই বিমান বন্দরে ববি দেওল।

কলকাতা শহরে হকারদের দৌরাত্ম একটা বড় সমস্যা। ফুটপাত থেকে রাস্তা, যত্রতত্র দোকান লাগিয়ে বসে পড়ার জেরে সাধারণ মানুষের চলাফে...
29/12/2023

কলকাতা শহরে হকারদের দৌরাত্ম একটা বড় সমস্যা। ফুটপাত থেকে রাস্তা, যত্রতত্র দোকান লাগিয়ে বসে পড়ার জেরে সাধারণ মানুষের চলাফেরায সমস্যা তৈরি হয়। সেই সমস্যা নিয়ে কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে সরব হলেন দুই বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত এবং বিজয় ওঝা। কলকাতা পুরসভায় এ দিন হকার নিয়ন্ত্রণ নিয়ে একটি বৈঠকও করেছে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে শহরে হকার নিয়ন্ত্রণ করার জন্য গঠিত টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে। সেখানেই ঠিক হয়েছে, আগামী বছরের গোড়ায় এই কাজে যৌথভাবে হাত দেবে কলকাতা পুরসভা, টাউন ভেন্ডিং কমিটি এবং কলকাতা পুলিশ।

এ দিনের বৈঠকে টাউন ভেন্ডিং কমিটি এবং কলকাতা পুলিশের প্রতিনিধিরাও হাজির ছিলেন। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রুত বড়বাজার, শিয়ালদা, মৌলালি, বউবাজার এলাকার হকারদের নিয়ে সমীক্ষা করা হবে। তারপর প্রত্যেকটি এলাকায় মোট কত হকার রয়েছেন সেটি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে। যদিও নির্বাচনের বছরে হকার নিয়ন্ত্রণ কতটা সম্ভব তা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন পথচলতি মানুষেরা।

29/12/2023

রুটিন চেক আপ করাতে এসেছিলেন এসএসকেএম হাসপাতালে। কিন্তু প্রয়োজন বুঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধে অস্ত্রোপচার করতে হল চিকিৎসকেদের। শুক্রবার সন্ধ্যা সওয়া ৭টা নাগাদ বিষয়টি জানান এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। তার কিছু ক্ষণের মধ্যেই সন্ধ্যা ৭টা ৫০ মিনিট নাগাদ হাসপাতাল থেকে বার হন মুখ্যমন্ত্রী। বেরিয়েই তিনি জানান, একেবারেই সুস্থ রয়েছেন। মুখ্যমন্ত্রী বেরনোর কিছু ক্ষণ আগে এসএসকেএমে এসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁকে সঙ্গে নিয়েই হাসপাতাল ছাড়েন মুখ্যমন্ত্রী।

গত ২৭ জুন জলপাইগুড়ি থেকে ওড়ার পর পরই দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। সেই সময়েই মুখ্যমন্ত্রীর পায়ে এবং কাঁধে চোট লেগেছিল। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘রুটিন চেক আপ করতে গিয়ে একটা সমস্যা ধরা পড়ে। (বৈকুণ্ঠপুরের জঙ্গলে) হেলিকপ্টার থেকে নামার সময় হয়েছিল। পায়ের সঙ্গে কাঁধেও লেগেছিল। সেটা নিরাময় করে দেন চিকিৎসকেরা।’’ এর পরেই মুখ্যমন্ত্রী জানান তিনি একেবারেই সুস্থ রয়েছেন।

তাঁর কথায়, ‘‘তোমরা চিন্তা করো না। আমি একদম ঠিক রয়েছি। এত ক্ষণ গল্প করছিলাম ওঁদের সঙ্গে। চিকিৎসকদের, হাসপাতালের অনেক সমস্যা থাকে। সেগুলো নিয়ে আলোচনা করছিলাম।’’

অসমের জঙ্গি সংগঠন উলফার একটি শাখা হিংসা ছেড়ে সংগঠন ভেঙে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের ...
29/12/2023

অসমের জঙ্গি সংগঠন উলফার একটি শাখা হিংসা ছেড়ে সংগঠন ভেঙে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে আজ শান্তি চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জন্য আরেকটি মাইল ফলক। গত কয়েক দশক ধরে জাতিগত সংঘর্ষের পর উত্তর-পূর্ব এই অঞ্চলে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কেন্দ্র ও রাজ্য সরকার কঠোর পরিশ্রম করছে। এই চুক্তি সেই পরিশ্রমের ফল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

ফের জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার দলের বর্তমান সভাপতি তথা সংসদ সদস্য রাজীব রঞ্...
29/12/2023

ফের জনতা দল (ইউনাইটেড)-এর সভাপতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার দলের বর্তমান সভাপতি তথা সংসদ সদস্য রাজীব রঞ্জন সিংহ পদ ছেড়ে দেন। তারপরেই দলের তরফে আজ দিল্লিতে জাতীয় কাউন্সিলের বৈঠকে তাঁকে সভাপতি করা হয়। লোকসভা নির্বাচনে নীতীশ কুমারের নেতৃত্বেই জেডিইউ নির্বাচন লড়বে বলে জানানো হয়েছে।

এর আগে ২০১৬ সালে শরদ যাদবকে পার্টির সভাপতি পদ থেকে সরিয়ে দলের দায়িত্ব নিজের হাতে নিয়েছিলেন নীতীশ। শরদ যাদব দল ছেড়ে নতুন দল তৈরি করেন। ২০২০ সালে দলের দায়িত্ব আরসিপি সিংহকে দেন নীতীশ। কিন্তু লালন সিংহের সঙ্গে বিরোধীতার জেরে আরসিপি সিংহ সেই পদ হারান। দায়িত্ব পান মুঙ্গেরের সাংসদ লালন সিংহ। কিন্তু সম্প্রতি লালন সিংহের সঙ্গে নীতীশের বিহার সরকারের জোট সঙ্গী আরজেডি এবং লালুপ্রসাদের ঘনিষ্ঠতার খবর সামনে আসে। তারপরেই তাঁকে সরিয়ে দেওয়া হবে বলে খবর রটেছিল। এ দিন সেই খবরকে সত্যি করে জেডিইউয়ের জাতীয় কাউন্সিলের বৈঠক ফের বিহারের মুখ্যমন্ত্রীকই দলের দায়িত্ব দেওয়া হল। যদিও দলের ভিতর গোলমালের খবর উড়িয়ে দিয়েছেন বিহারের মন্ত্রী বিজয় চৌধুরী। তিনি বলেন, “দু’জনের মধ্যে কোনও মন কষাকষি নেই।”

প্রায় ১৫ বছরের পরিষেবা পূর্ণ করার পরে কলকাতা শহরে বন্ধ হতে চলেছে প্রায় চার হাজার বেসরকারি বাস। আগামী ১ জানুয়ারি থেকে ওই...
29/12/2023

প্রায় ১৫ বছরের পরিষেবা পূর্ণ করার পরে কলকাতা শহরে বন্ধ হতে চলেছে প্রায় চার হাজার বেসরকারি বাস। আগামী ১ জানুয়ারি থেকে ওই বেসরকারি বাসগুলি বন্ধ হওয়ার কথা। এর জেরে কলকাতা শহরের যাত্রীরা নতুন বছরে সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পাশাপাশি কলকাতা শহরের চারটি আঞ্চলিক পরিবহন অফিসে (আরটিও) নতুন বাসের নিবন্ধন ক্রমাগত হ্রাস পেয়েছে। ২০১৪-১৫ সালে যেখানে ৮৭১টি বাস নিবন্ধিত হয়েছিল সেখানে ২০২৩ সালে এখনও পর্যন্ত ৪৬টি বাসের নিবন্ধন হয়েছে। সবমিলিয়ে কলকাতা শহরের গণপরিবহণ ব্যবস্থা এর জেরে চাপের মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

বাসমালিক সংগঠনগুলির মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি-সহ বেশ কিছু বিষয়ের জেরে এই সমস্যা তৈরি হয়েছে। রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী সমস্যার কথা স্বীকার করেছেন। তবে তিনি বাস ভাড়া নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

নিউ টাউনের একটি আবাসন থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ...
29/12/2023

নিউ টাউনের একটি আবাসন থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। ঝাড়খণ্ডের গেমিং অ্যাপ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবারই ওই ঘটনার তদন্তে কেষ্টপুরের একটি ভাড়া বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। উদ্ধার করা হয়েছিল প্রায় দু’কোটি টাকা নগদ। সেই ঘটনায় নিউ টাউন থেকে এ বার দু’জন ধরা পড়লেন ইডির জালে। ধৃতেরা হলেন সন্তোষ যাদব এবং সাগর যাদব।

ইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে গেমিং অ্যাপকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাগর। তাঁরই বন্ধু সন্তোষ। তাঁরা দু’জনেই ঝাড়খণ্ডের বাসিন্দা। কিন্তু কলকাতায় থাকেন। তাঁদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাশাহির আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করবেন।আমির...
28/12/2023

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাশাহির আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করবেন।

আমিরশাহির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ বলেছিলেন কোনও সাধারণ নয়, একটি বিশাল এবং সুন্দর হিন্দু মন্দির আবুধাবিতে হোক এটি তাঁর দীর্ঘদিনের ‘অন্তঃপ্রাণ ইচ্ছা ছিল।’

প্রধানমন্ত্রী মোদীকে মন্দির কমিটি এবং আমিরশাহি সরকারের তরফে আমন্ত্রণ করার পরে তিনি তা গ্রহণ করেছেন। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে এই ঐতিহাসিক এবং ‘আইকনিক’ মন্দিরের জন্য নরেন্দ্র মোদী উৎসাহী সমর্থন প্রকাশ করেছেন। আগামী ফেব্রুয়ারিতে ইতিহাস তৈরি হবে বলেও মনে করছেন কমিটির কর্তারা। এটি আরবের মাটিতে প্রথম হিন্দু মন্দির হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে।

🇦🇪

জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল দিল্লিতে এআইসিসির সদর দফতরে। পতাকা তুললেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। হাজির...
28/12/2023

জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হল দিল্লিতে এআইসিসির সদর দফতরে। পতাকা তুললেন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে। হাজির ছিলেন রাহুল গাঁধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী সমেত কেন্দ্রীয় নেতৃত্ব।

অযোধ্যার নতুন বিমানবন্দরের নামকরণ করা হবে ঋষি কবি মহর্ষি বাল্মীকির নামে। সূত্রের খবর, নতুন বিমানবন্দরের নাম হবে ‘মহর্ষি ...
28/12/2023

অযোধ্যার নতুন বিমানবন্দরের নামকরণ করা হবে ঋষি কবি মহর্ষি বাল্মীকির নামে। সূত্রের খবর, নতুন বিমানবন্দরের নাম হবে ‘মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যাধাম’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ ডিসেম্বর নবনির্মিত অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

পাশাপাশি অযোধ্যায় রামমন্দির সংলগ্ন ৮৪-কোশী পরিক্রমা অঞ্চল ‘মদবিহীন এলাকা’ হিসাবে ঘোষিত হয়েছে। ওই এলাকায় মদ খাওয়া, বিক্রি, কেনা বা প্রস্তুত করা যাবে না। এমনকি, এলাকায় আগে থেকে যে মদের দোকান রয়েছে, সরকারের নতুন সিদ্ধান্তের পর সেগুলিকেও তুলে দেওয়া হবে।

আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। হাজির থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার আগেই এলাকার মদের দোকান তুলে দিতে হবে ব্যবসায়ীদের।

সিআইএসএফের নেতৃত্বে এলেন প্রথম কোনও মহিলা। আইপিএস নীনা সিংহকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর মহানির্দেশক করল কেন্দ্র ...
28/12/2023

সিআইএসএফের নেতৃত্বে এলেন প্রথম কোনও মহিলা। আইপিএস নীনা সিংহকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর মহানির্দেশক করল কেন্দ্র সরকার।

জ্বালানি তেলের (পেট্রোল ও ডিজেল) দামে বড় হ্রাস (₹১০ পর্যন্ত) করতে চলেছে কেন্দ্র সরকার। খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে।লোকসভ...
28/12/2023

জ্বালানি তেলের (পেট্রোল ও ডিজেল) দামে বড় হ্রাস (₹১০ পর্যন্ত) করতে চলেছে কেন্দ্র সরকার। খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে।

লোকসভা নির্বাচনের জন্য বিজেপি কোনো সুযোগই ছাড়তে চাইছে না।

বেলডাঙার সঙ্গে বেলদাকে গুলিয়ে ফেলল ভারতীয় রেল। অমৃত ভারত এক্সপ্রেসের মালদা-বেঙ্গালুরু রুটের ট্রেনের উদ্বোধনে বহরমপুরের স...
28/12/2023

বেলডাঙার সঙ্গে বেলদাকে গুলিয়ে ফেলল ভারতীয় রেল। অমৃত ভারত এক্সপ্রেসের মালদা-বেঙ্গালুরু রুটের ট্রেনের উদ্বোধনে বহরমপুরের সাংসদ তথা কংগ্রেসের লোকসভা নেতা অধীররঞ্জন চৌধুরী এবং বেলডাঙার বিধায়ক তৃণমূল নেতা সেখ হাসানুজ্জামানকে আমন্ত্রণ জানানো হল।

অথচ ওই ট্রেনটি কোনও ভাবেই অধীর চৌধুরীর সংসদীয় এলাকা বা হাসানুজ্জামানের এলাকা দিয়ে যাচ্ছে না। এমনকী মুর্শিদাবাদ জেলা দিয়েও যাচ্ছে না।

বেলদা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। বেলদা স্টেশনটি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকসভা এবং দাঁতন বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। অথচ সেই কেন্দ্রের দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলেও স্থানীয় বিধায়ককে ডাকা হয়নি। কেন এমন ভুল করল ভারতীয় রেল তা নিয়ে কোনও ব্যাখ্যা এখনও পর্যন্ত দেয়নি।

প্রথম বারের মতো মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত চলবে অমৃত ভারত এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের আটটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। আগাম...
28/12/2023

প্রথম বারের মতো মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত চলবে অমৃত ভারত এক্সপ্রেস। পশ্চিমবঙ্গের আটটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাত্রার সূচনা করবেন।

28/12/2023

বড় খবর:

ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন আট কর্মকর্তার মৃত্যুদণ্ড কমিয়েছে কাতার।

ভারতীয় কূটনীতির জন্য বড় জয় মনে করছেন বিশ্লেষকেরা।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রাইডু আজ মুখ্যমন্ত্রী জগন রেড্ডির উপস্থিতিতে YSRCP-তে যোগ দিয়েছেন। অন্ধ্রপ্রদেশে ২০২...
28/12/2023

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অম্বাতি রাইডু আজ মুখ্যমন্ত্রী জগন রেড্ডির উপস্থিতিতে YSRCP-তে যোগ দিয়েছেন। অন্ধ্রপ্রদেশে ২০২৪ সালের সাধারণ নির্বাচনের সঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচন হবে।

28/12/2023

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাওড়া কার্নিভাল চালু করতে গিয়েছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে মন্ত্রীর সামনেই হাওড়া পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে শারিরীক ভাবে হেনস্থা করেন মন্ত্রী মনোজ তিওয়ারি। তার জেরে ফের দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়ে যায়। পরস্পরের বিরুদ্ধে ‘চোর’ শ্লোগান চলতে থাকে। পরিস্থিতি সামলাতে হিমসিম খেতে হয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং পুলিশ কর্মীদের। উল্লেখ্য, হাওড়া কার্নিভালের পার্কিংয়ে তোলাবাজির অভিযোগ তুলে তা বন্ধ করে দেন মনোজ তিওয়ারি। পরে মুখ্যমন্ত্রী কার্নিভাল চালুর নির্দেশ দেন। সেই নির্দেশেই গিয়েছিলেন মন্ত্রী অরূপ।

#

27/12/2023

রাজীব কুমারের নতুন গুরু দায়িত্ব প্রসঙ্গে শুভেন্দু বললেন, 'এটা রিটার্ন গিফ্ট।' এই নিয়ে মন্তব্য করার সময় সারদা চিটফান্ড মামলার প্রসঙ্গও টানলেন শুভেন্দু। প্রসঙ্গত, সারদা মামলায় অতীতে নাম জড়িয়েছিল এই আইপিএস অফিসারের। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল।

শুভেন্দুর বক্তব্য, রাজীব কুমার হাইকোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে আছেন। তিনি বলেন, “এর বিরুদ্ধে সিবিআই ও কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। এই মামলা দু’বছর ধরে আটকে আছে। আমি সিবিআই ও কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেলের কাছে দাবি করব, ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট খুললে এই মামলা অবিলম্বে বিবেচনার জন্য তোলা হোক।”

তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বিজেপির প্রাক্তন সম্পাদক অনুপম হাজরা? আপনার কী মত?
27/12/2023

তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বিজেপির প্রাক্তন সম্পাদক অনুপম হাজরা? আপনার কী মত?

27/12/2023

এক সময়ে তাঁর বিরুদ্ধেই সরব ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কিন্তু রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হওয়ার পরে সেই রাজীব কুমারের প্রশংসায় গদগদ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। কোনও নির্দোষকে যেন ধরা না হয় সেই পরামর্শও ভারপ্রাপ্ত ডিজিকে দিলেন কুণালবাবু।

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য...
27/12/2023

রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক সময় কলকাতা পুলিশ কমিশনার রাজীবকে নিয়ে বিতর্ক কম হয়নি। এ বার সেই আইপিএস অফিসারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত তিনি ভারপ্রাপ্ত ডিজি হিসেবে কাজ করবেন।

পদত্যাগ করেছেন অসমের আইপিএস অফিসার আনন্দ মিশ্র। তিনি বিহারের বক্সার থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত...
26/12/2023

পদত্যাগ করেছেন অসমের আইপিএস অফিসার আনন্দ মিশ্র। তিনি বিহারের বক্সার থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আনন্দ মিশ্র পরিবারের সদস্যেরা পশ্চিমবঙ্গের উত্তরপাড়ার বাসিন্দা। তাঁর পড়াশোনাও এখানেই। তবে আদতে তাঁরা বিহারের বক্সারের বাসিন্দা।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ পুলিশ শূন্যপদে নিয়োগের বয়সসীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরেই রাজ্য ...
26/12/2023

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ পুলিশ শূন্যপদে নিয়োগের বয়সসীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরেই রাজ্য জুড়ে এ নিয়ে যুবকদের মধ্যে দাবি ছিল। সাধারণ নির্বাচনের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বিজেপিকে সুবিধা দেবে বলে রাজনৈতিক মহলের অনুমান।

বয়সসীমা ৩ বছর বাড়ানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বার ‘দলকে অস্বস্তিতে ফেলা’ প্র...
26/12/2023

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বার ‘দলকে অস্বস্তিতে ফেলা’ প্রাক্তন সাংসদ অনুপম হাজরার বিরুদ্ধে পদক্ষেপ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তাঁকে দলের সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারণ করা হল। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সদর কার্যালয়ের ভারপ্রাপ্ত নেতা অরুণ সিংহ মঙ্গলবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

প্রসঙ্গত, এক নাগাড়ে রাজ্য নেতৃত্বের সমালোচনা করা, তৃণমূলের মঞ্চে যাওয়া, সমাজমাধ্যমে দলকে অস্বস্তিতে ফেলার মতো মন্তব্য করে চলছিলেন অনুপম। এটা যে রাজ্য নেতৃত্ব ভাল চোখে দেখছেন না তা আগেই বুঝিয়ে দেওয়া হয়েছিল। পরে কেন্দ্রীয় নেতৃত্বও সেটা বুঝিয়ে দেন অনুপমকে।

26/12/2023

বিজেপির নির্বাচনী কমিটিকে 'ভরাডুবি কমিটি' বলে কটাক্ষ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কী বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক? দেখে নিন সেই ভিডিয়ো!

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অনুমুলা রেভান্থ রেড্ডি এবং উপ মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমা মাল্লু আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ...
26/12/2023

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অনুমুলা রেভান্থ রেড্ডি এবং উপ মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমা মাল্লু আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। নির্বাচিত হওয়ার পরে এই প্রথম তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। তেলেঙ্গানার উন্নয়নে কেন্দ্র সরকার সমস্ত সাহায্য করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। রেভান্থ রেড্ডিও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারকে সফল বলে দাবী করেছেন।

26/12/2023

পশ্চিমবঙ্গের জন্য ১০ জনের ‘ইলেকশন ম্যানেজমেন্ট টিম’ গঠন করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। পাঁচ জন কেন্দ্রীয় নেতাও থাকবেন। ‘ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি’ গড়া হয়েছে, তাতে রয়েছেন সুনীল বনসল, অমিত মালব্য, মঙ্গল পান্ডে, আশা লাকড়া।

টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। আছেন অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সতীশ ধন্ড। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা, সুভাষ সরকার কমিটিতে নেই। রাখা হয়নি মিঠুন চক্রবর্তী, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, মনোজ টিগ্গাকেও।

আজ কালীঘাট মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নড্ডা।
26/12/2023

আজ কালীঘাট মন্দিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নড্ডা।

রাজ্য বিজেপির ২৪ জনের কোর কমিটির সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতী...
26/12/2023

রাজ্য বিজেপির ২৪ জনের কোর কমিটির সঙ্গে মঙ্গলবার দুপুরে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কমিটির ২৩ সদস্যই হাজির হচ্ছেন বৈঠকে। আসছেন না শুধু মিঠুন চক্রবর্তী।

এবিপি-সি ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০০+ আসন পেয়ে বিশাল জয় নিয়...
25/12/2023

এবিপি-সি ভোটার ওপিনিয়ন পোল অনুযায়ী ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩০০+ আসন পেয়ে বিশাল জয় নিয়ে ক্ষমতায় ফিরে আসবেন।

বিজেপি+: ২৯৫-৩৩৫
কংগ্রেস+: ১৬৫-২০৫
অন্যান্য: ৩৫-৬৫

এখনও পর্যন্ত, শুধুমাত্র জওহরলাল নেহেরু ভারতে টানা তিনটি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। সব ঠিক থাকলে প্রধানমন্ত্রী মোদী ২০২৪ সালে ইতিহাস পুনর্লিখন করতে কার্যত প্রস্তুত।

জোন অনুযায়ী -
উত্তর ভারত ১৮০- বিজেপি+: ১৫৫, কংগ্রেস+: ২৫
পূর্ব ভারত ১৫৩- বিজেপি+: ৮৫, কংগ্রেস+: ৫৫
দক্ষিণ ভারত ১৩২- বিজেপি+: ২৫, কংগ্রেস+: ৭৫
পশ্চিম ভারত ৭৮- বিজেপি+: ৫০, কংগ্রেস+: ২৮

দেশের প্রায় ৭৭% নাগরিক প্রধানমন্ত্রী মোদীর প্রতি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বা কিছুটা সন্তুষ্ট। যা এক কথায় ঐতিহাসিক।

পরিবারের সঙ্গে ক্রিসমাস যাপন মহেন্দ্র সিংহ ধোনির। তাঁর সঙ্গে যোগ দিলেন ঋষভ পন্থ।
25/12/2023

পরিবারের সঙ্গে ক্রিসমাস যাপন মহেন্দ্র সিংহ ধোনির। তাঁর সঙ্গে যোগ দিলেন ঋষভ পন্থ।

25/12/2023

সাধারণ নির্বাচনের বছরে খ্রিস্টান সম্প্রদায়কে কাছে টানতে ক্রিসমাস উৎসবকেই হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক কথায় ‘ক্রিসমাস পলিটিক্স’ বলা যেতে পারে। আজ দিনভর প্রধানমন্ত্রীর বাসভবনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে কেরল থেকে উত্তরপূর্বের প্রতিনিধি, খ্রিস্টান সম্প্রদায়ের নেতা থেকে স্কুলপড়ুয়া সকলেই হাজির ছিলেন। শুধু দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নয়, বিশ্বের খ্রিস্টান নেতৃত্বকেও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মোদী। পাশাপাশি পরিবেশ নিয়েও সচেতনতার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। দেখে নিন দিনভর প্রধানমন্ত্রীর বাসভবনের অনুষ্ঠানের হাইলাইটস।

বলিউডের কাপুর পরিবারে   ছবি। গোটা পরিবার এক সাথে। 🎄🎁❤️ছবিতে অনেকের সঙ্গে আছেন  ,  ,  ,  ,  ,  ,
25/12/2023

বলিউডের কাপুর পরিবারে ছবি। গোটা পরিবার এক সাথে। 🎄🎁❤️

ছবিতে অনেকের সঙ্গে আছেন , , , , , ,

25/12/2023

ফের ‘কুকথা’ বিজেপি সাংসদ দিলীপ ঘোষের মুখে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এ দিন বলেন, “তৃণমূলের নেতাদের মাথার ঠিক নেই। অনেকে অনেক কথা বলে যার কোনও গুরুত্ব নেই।” যদিও তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের কথার গুরুত্ব দিতে নারাজ। দিলীপের বক্তব্য নিয়ে তাঁরা কোনও মন্তব্য করতে চাননি। ২০২১ সালের নির্বাচনের আগে থেকে আগ বাড়িয়ে কথা বলার অভ্যাস রয়েছে বিজেপির প্রাক্তন সহ-সভাপতির। বারবার কুকথা বলে নিজেকে এবং দলকে বিতর্কে জড়িয়েছেন তিনি।

আলিয়া ভাট   সেলিব্রেশনের একটি ঝলক শেয়ার করেছেন স্বামী রণবীর কাপুর এবং পরিবারের সাথে! তিনি লিখেছেন, “…এত কিছুর জন্য কৃত...
25/12/2023

আলিয়া ভাট সেলিব্রেশনের একটি ঝলক শেয়ার করেছেন স্বামী রণবীর কাপুর এবং পরিবারের সাথে! তিনি লিখেছেন, “…এত কিছুর জন্য কৃতজ্ঞ।” ❤️🎅🏽

সাংসারিক বনিবনা না হওয়ায় কিছু দিন ধরেই স্ত্রী সীমা খাতুনের থেকে আলাদা থাকতেন স্বামী মহম্মদ রেজা। রবিবার হঠাৎই মহম্মদকে...
25/12/2023

সাংসারিক বনিবনা না হওয়ায় কিছু দিন ধরেই স্ত্রী সীমা খাতুনের থেকে আলাদা থাকতেন স্বামী মহম্মদ রেজা। রবিবার হঠাৎই মহম্মদকে ফোন করে বাপের বাড়িতে ডাকেন সীমা খাতুন। শ্বশুরবাড়ি পৌঁছতেই স্ত্রী এবং শ্যালক মিলে মহম্মদকে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। এমনকি, তাঁকে বিষ খায়ানো হয় বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি করানোর কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু হয় তাঁর।

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘরি এলাকার ঘটনায় সীমা খাতুন ও তাঁর বাড়ি লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয়েরা জানাচ্ছেন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘরির বাসিন্দা মহম্মদ রেজার সঙ্গে বিয়ে হয়েছিল গ্রামেরই বাসিন্দা সীমা খাতুনের। কিন্তু বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে প্রায়শই অশান্তি হত। বেশ কিছু দিন আলাদা আলাদা থাকতে শুরু করেন ওই দম্পতি। রবিবার আচমকাই বাপের বাড়ি থেকে রেজাকে ফোন করেন সীমা। তাঁকে দেখা করতে বলেন। কিন্তু শ্বশুরবাড়ি যেতেই তাঁকে বিষ খাইয়ে খুন করা হয় বলে অভিযোগ করেছেন মৃতের পরিবার।

তাঁরা জানাচ্ছেন, শ্বশুরবাড়ি থেকে বিধ্বস্ত অবস্থায় ঘরে ফেরেন রেজা। জানান তাঁর গায়ে হাত তুলেছেন স্ত্রী এবং শ্যালক। তাঁকে বিষও খাইয়েছেন। সব শুনে তড়িঘড়ি যুবককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাড়ির লোকজন। অবস্থা দেখে হাসপাতালে ভর্তিও করিয়ে নেন চিকিৎসকেরা। কিন্তু রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃতের আত্মীয়া রেহানা পারভিন বলেন, ‘‘শুধুমাত্র খুন করার জন্য পরিকল্পনা করে ওকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে যায়।’’

খুশি কাপুর থেকে মালাইকা অরোরা, ভূমি পেডানকর থেকে মাসাবা পর্যন্ত আপনার প্রিয় সেলিব্রিটিরা কীভাবে ক্রিসমাস উদযাপন করছেন। ...
25/12/2023

খুশি কাপুর থেকে মালাইকা অরোরা, ভূমি পেডানকর থেকে মাসাবা পর্যন্ত আপনার প্রিয় সেলিব্রিটিরা কীভাবে ক্রিসমাস উদযাপন করছেন। দেখে নিন! 🎄

বাবার বিয়েতে পাত পেড়ে ভোজ খেলেন ছেলে। ছবি তুললেন সদ্য বিবাহিতা ‘মা’য়ের সঙ্গেও। বাবা, নতুন মা এবং ছেলের সেই ছবি এখন সমাজ...
25/12/2023

বাবার বিয়েতে পাত পেড়ে ভোজ খেলেন ছেলে। ছবি তুললেন সদ্য বিবাহিতা ‘মা’য়ের সঙ্গেও। বাবা, নতুন মা এবং ছেলের সেই ছবি এখন সমাজ মাধ্যমে ভাইরাল!

প্রায় ১৯ বছরের দাম্পত্য ছিল মালাইকা অরোরা-আরবাজ খানের। ২০১৬ সালে ভেঙে যায় সেই বিয়ে। মালাইকার সঙ্গে ছাড়াছাড়ি হতেই প্রেমে পড়েন আরবাজ়। ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে চার বছর সম্পর্কে থাকার পর তাও ভেঙে যায়। শেষমেশ রূপটানশিল্পী সুরা খানের সঙ্গে গত রাতে দ্বিতীয় ইনিংস শুরু করেন অভিনেতা। ৫৬ বছরেই তাঁর সঙ্গে নতুন জীবন শুরু করলেন আরবাজ়। বড়দিনের আগের সন্ধ্যায় নিকাহ্ সারলেন তিনি।

প্যাস্টেল রঙের গলাবন্ধে আরবাজ়। একই রঙের লেহঙ্গায় সুরা। বিয়ের শেষে কেক কেটে, ওয়াইনের বোতল খুলে উদ্‌যাপন করছেন আরবাজ়। নববধূর জন্য গাইছেন ‘তেরে মস্ত মস্ত ইয়ে নয়ন’। আরবাজ়ের বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত অভিনেতার সঙ্গে ছিলেন ছেলে আরহান খান।

তবে বিয়েতে হাজির না হলেও শহরের এক রেস্তরাঁয় দেখা গেল মালাইকাকে। মা ও বাড়ির অন্য সদস্যদের নিয়ে বড়দিনের নৈশভোজে গিয়েছিলেন তিনি। যদিও গত বছর এই দিনেই মালাইকার সঙ্গে ছিলেন আরবাজ় ও ছেলে আরহানও। এ বার চিত্রটা আলাদা। বাবার বিয়ের শুরু থেকেই তাঁর সঙ্গে ছিলেন বছর একুশের আরহান। তবে এমন এক উৎসবের রাতে ছেলে আরহানকে কাছে পাননি মালাইকা। ছেলে ব্যস্ত ছিলেন বাবার বিয়ে আর ‘নতুন মা’কে নিয়েই!

জন্মের পর থেকেই গুরুতর অসুস্থ নিজের সদ্যোজাত সন্তান। এই পরিস্থিতিতে মানসিক অবসাদে হাসপাতালেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা কর...
25/12/2023

জন্মের পর থেকেই গুরুতর অসুস্থ নিজের সদ্যোজাত সন্তান। এই পরিস্থিতিতে মানসিক অবসাদে হাসপাতালেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মা! সোমবার সকালে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই মহিলার দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম পায়েল সিংহ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর পুরুলিয়ার আদ্রা শহর সংলগ্ন বেঁকো গ্রামের বাসিন্দা পায়েলকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি করানো হয়। ওই দিনই একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। জন্মের পরেই অসুস্থতার কারণে সদ্যোজাতকে সিক নিউবর্ন কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। সেখানে ভেন্টিলেশনে রেখে তার চিকিৎসা চলছে।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, সদ্যোজাতের শারীরিক অবস্থা খারাপ থাকায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন পায়েল। সোমবার সকালে পায়েল তাঁর মাকে হাসপাতালের বাইরে থেকে এক আত্মীয়াকে ডেকে আনতে বলেন। মা কিছু ক্ষণ পরে সেই আত্মীয়াকে ডেকে ওয়ার্ডে ফিরে এলে পায়েলকে আর নিজের বেডে দেখতে পাননি। এর পর হাসপাতালে খোঁজ শুরু হয়। ওয়ার্ডে বিষয়টি জানিয়ে মাইক প্রচারও করা হয়। পরে পরিবারের লোকজন দেখেন, হাসপাতালের প্রসূতি বিভাগের তিন তলায় সিঁড়িতে ওঠার শেষ ধাপে রেলিংয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে রয়েছে পায়েলের নিথর দেহ।

ঘটনা জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষ বাঁকুড়া সদর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণেই পায়েল আত্মহত্যা করেছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

***de ***depreventionmonth ***deawarness

Address

Bentick Street
Kolkata
700069

Alerts

Be the first to know and let us send you an email when EkhonKolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EkhonKolkata:

Videos

Share

Nearby media companies


Other Kolkata media companies

Show All