White politics-Back Up

White politics-Back Up White politics official পেজের ব্যাক আপ পেজ�
(1)

13/01/2025
_একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে, তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম জল দিয়ে কারো উপস্থিতি অনুভব ...
13/01/2025

_একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,
তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম জল দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয়।
বোঝানো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

একটি নির্মম কথা তাই না?
স্পর্শ অনেক দামী!! 🖤( collected)

সকাল সকাল এসব মেসেজ দেখে ভালো লাগে । সুপ্রভাত♥️
13/01/2025

সকাল সকাল এসব মেসেজ দেখে ভালো লাগে ।
সুপ্রভাত♥️

বনভোজন হোক বনের পাতায়। ওরাও এই পিকনিকের মরসুমে দুটো ঢালা গরম ভাত খাক। অনেক আশা নিয়ে সেই কাকভোরে একমাথা শালপাতা নিয়ে শহরে...
12/01/2025

বনভোজন হোক বনের পাতায়। ওরাও এই পিকনিকের মরসুমে দুটো ঢালা গরম ভাত খাক। অনেক আশা নিয়ে সেই কাকভোরে একমাথা শালপাতা নিয়ে শহরে আসে, দুটো বেশি পয়সা পাবে বলে। সারাদিন রোদ মাথায় নিয়ে হাটে বসে থাকতে দেখেছি এই "মা' দের। শালপাতা বিক্রি হলেই সেই টাকায় চাল ডাল তেল নুন কিনে ঘরে ফিরবে সেই আশায়।

তাই সবাইকে অনুরোধ থার্মোকল নয়, বনের পাতা দিয়েই করুন এবারের বোন ভোজন। আর হ্যাঁ আমি পোস্ট করলে কিছুই হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি ছড়িয়ে দিচ্ছেন। ❤️

সংগৃহীত।

আজ স্বামীজির জন্মদিন🙏
12/01/2025

আজ স্বামীজির জন্মদিন🙏

সর্বত্র এটা হচ্ছে.. সরকারের নজর দেওয়া উচিত
12/01/2025

সর্বত্র এটা হচ্ছে.. সরকারের নজর দেওয়া উচিত

12/01/2025

♦️ সময় থাকলে একটু মনোযোগ সহকারে পড়বেন , অনুরোধ রইলো🙏

👉শিক্ষা এবং কর্মসংস্থানের বর্তমান অবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হচ্ছে। রাজ্যের শিক্ষাব্যবস্থা এবং সরকারের কর্মকাণ্ড নিয়ে কিছু তথ্য যথেষ্ট উদ্বেগজনক। এগুলি শুধুমাত্র রাজ্যের নয়, দেশের সামগ্রিক ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলতে পারে। মূলত উল্লেখযোগ্য কিছু পয়েন্ট তুলে ধরা হলো:

1. শূন্য ছাত্রছাত্রী বিদ্যালয়: দেশের মধ্যে শূন্য ছাত্রছাত্রী বিদ্যালয়ের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের রাজ্যে। রাজ্যের ৩২৫৪টি বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী নেই।

2. শিক্ষকের অভাব: ৬৩৬৬টি বিদ্যালয়ে মাত্র একজন শিক্ষক রয়েছেন, যা শিক্ষার মান নষ্ট করছে।

3. বিদ্যালয় বন্ধ হওয়ার আশঙ্কা: ৭০০০টিরও বেশি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হওয়ার মুখে রয়েছে।

4. ট্যাব বিতরণ এবং স্কুলছুট: ট্যাব বিতরণের পর স্কুলছুটের হার বেড়েছে।

5. NCTE নির্দেশ লঙ্ঘন: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-ছাত্র অনুপাতের ক্ষেত্রে NCTE-এর নিয়ম অনুসরণ করা হচ্ছে না।

6. শিক্ষক নিয়োগ দুর্নীতি: শিক্ষক নিয়োগে দুর্নীতির কারণে রাজ্য দেশের মধ্যে প্রথম স্থান দখল করেছে।

7. নিয়োগ প্রক্রিয়ার বিলম্ব: SLST গত এক দশকেরও বেশি সময় ধরে হয়নি। এছাড়া, শিক্ষাক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির।

8. বাতিল চাকরি এবং মামলার জট: ২৬,০০০ চাকরি বাতিল হয়েছে সরকারের দুর্নীতির কারণে। OBC মামলা এবং ভুল প্রশ্নপত্রের জন্য লক্ষাধিক নিয়োগ বন্ধ রয়েছে।

9. কন্যাশ্রী প্রকল্পের সীমাবদ্ধতা: কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পেলেও শিক্ষার্থীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না।

10. শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি: ১০ লক্ষ শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি বহুদিন ধরে দেওয়া হলেও আজও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি।

এই পরিস্থিতিতে প্রশ্ন থেকেই যায়, এত সমস্যার মধ্যে শিক্ষিত বেকার যুবসমাজের কি কোনো দোষ আছে? গণতান্ত্রিক দেশে বাস করেও কি শিক্ষিত মানুষ হিসেবে আমরা এই বিষয়ে প্রতিবাদ করতে পারি না?

মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন, তাঁর হাতে ১০ লক্ষ শূন্যপদ পূরণের পরিকল্পনা প্রস্তুত। কিন্তু সেই শূন্যপদ পূরণের তারিখ কবে? কেন বারবার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে? শিক্ষিত যুবসমাজকে দিনের পর দিন এভাবে নষ্ট করার উদ্দেশ্য কী?

একটি জনপ্রিয় সিনেমার একটি উক্তি মনে পড়ে যায়:
"If the citizens were educated, it could be a real problem for leaders."

আজ শিক্ষার মান এবং কর্মসংস্থান নিয়ে সত্যি কি আমরা কোনো ইতিবাচক পদক্ষেপ আশা করতে পারি? জনগণের এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব সরকারের। এই দোষারোপের রাজনীতি বন্ধ করে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করার সময় এসেছে।

White politics-Back Up White Politics

12/01/2025

জঙ্গলের রাজা বাঘ মশাই ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দিলো - "কোনো শিশুকে নিরক্ষর রাখা চলবে না।। সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে।।"

সব ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে।। পড়াশুনা শেষ হলে,, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।।

শুরু হলো সর্ব শিক্ষা অভিযান!!

হাতির বাচ্চা স্কুলে এলো।‌। বাঁদর,, মাছ,, কচ্ছপ,, বিড়াল,,উট ,, জিরাফ,, সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেলো।।

শুরু হলো ধুমধাম করে পড়াশোনা।‌।

"ফার্স্ট ইউনিট টেষ্ট" হলো।। হাতির বাচ্চা ফেল।।

- "কোন সাবজেক্টে ফেল ??" হাতি এসে প্রশ্ন করে।‌।

-- "গাছে ওঠা" সাবজেক্টে ফেল করেছে।।"

হাতি পড়লো মহা চিন্তায়।। তার ছেলে ফেল ?? এটা কোনো ভাবেই মেনে নেওয়া যাবে না।।

শুরু হলো খোঁজাখুঁজি,, ভালো টিউটর পেতেই হবে।। সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না।।

হাতির এখন একটাই টেনশন,, যেভাবেই হোক,, ছেলেকে গাছে চড়া শেখাতে হবে !! "গাছে ওঠা' সাবজেক্টে টপার করে তুলতে হবে।।

ফার্স্ট সেশন অতিক্রান্ত।। ফাইনাল রেজাল্ট আউট হলো।। দেখা গেলো - হাতি,, উট,, জিরাফ,, মাছ,, সবার বাচ্চা ফেল।। বাঁদরের বাচ্চা টপার হয়ে গেছে।।

প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেষ্টদের আমন্ত্রিত করে,, বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো।। সেখানে টপার হিসাবে বাঁদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো।।

চুড়ান্ত অপমানিত হয়ে হাতি,, উট,, জিরাফ,, নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিলো।। এতো টিউশন,, এতো খরচ,, এর পরেও চূড়ান্ত অসম্মান!!
তারা মেনে নিতে পারলো না।।

-- "ফাঁকিবাজ,, এতো চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না ?? নিকম্মা কোথাকার।। শিখে নে, বাঁদরের বাচ্চার কাছে শিক্ষা নে,, কিভাবে গাছে চড়তে হয়।।"

ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে।। সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল,, কেবলমাত্র "সাঁতার" কাটা ছাড়া।।

প্রিন্সিপাল বললো -- "আপনার সন্তানের এ্যটেন্ডেন্স প্রবলেম।। পাঁচ মিনিটের বেশী ক্লাসে থাকতে পারে না।।"

মাছ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইলো।।

বাচ্চা বলে --" মা-গো,, দম নিতে পারি না,, ভীষণ কষ্ট হয়।। আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না ??"

মাছ বলে -- "চুপ কর বেয়াদব।। এতো ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না।। পড়াশোনায় মন দে,, স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না।।"

হাতি,, উট,, জিরাফ,, নিজের নিজের ফেলিওর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে।। পথিমধ্যে বুড়ো খেঁকশিয়ালের সঙ্গে দেখা।।

শিয়াল বলে -- "কি হয়েছে সেটা তো বলো ??"

হাতি বলে -- "এত বড়ো শরীর নিয়ে,, গাছে চড়তে পারলো না।। বাঁদরের ছেলে টপার হলো,, মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকলো না।।"

শিয়াল অট্টহাসিতে ফেটে পড়ে।।
শিয়াল বলো -- "তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না‌।। শোনো হাতি,, তুমি নিজের বিশালাকার শুঁড় উঠিয়ে ধরো,, গাছের সবচেয়ে বড়ো ফলটি পেড়ে ভক্ষণ করো।। তোমার গাছে ওঠা লাগবে না।।"

-- "উট ভাই,, তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে।। ঘাড় বাড়িয়ে দাও,, গাছের সর্বশ্রেষ্ঠ ফল,, পাতা পেড়ে খাও।।"

-- "বোন মাছ,, তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও।। ওকে মনভরে সাঁতার কাটতে শেখাও।। দেখবে,, একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে।। সাত সমুদ্র পার করে,, তোমার নাম উজ্জ্বল করে দেবো।। ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না।। ও মারা যাবে।।"

মনে রাখতে হবে,, *শিক্ষা আপনার সন্তানের জন্য,, শিক্ষার জন্য আপনার সন্তান নয়*
প্রত্যেক শিশুর মধ্যেই কিছু না কিছু স্পেশালিটি আছে।
আমাদের দায়িত্ব হলো, সেটা খুঁজে বের করা। তাকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। তাহলেই দেখবেন,, সে নিজেই নিজের গন্তব্য খুঁজে নেবে।

[সংগৃহীত]

11/01/2025

✅মাঝে মাঝে মনে হয়, সরকারটা আমরাই চালাচ্ছি। কেউ কাজ না পেলে আমাদের গাল দিয়ে চলে যায়। আমরা শুধু দেখি আর হাসি।
হিন্দিতে একটি প্রবাদ আছে: "কখনো কখনো মনে হয়, আমরাই সরকার।"

এর দায় কার????
10/01/2025

এর দায় কার????

একদম ✅🙏
10/01/2025

একদম ✅🙏

10/01/2025

শিল্পের বিরোধীতা করে এরা ক্ষমতায় এসে শিক্ষার বারোটা বাজিয়ে দিল।
আর আজ যখন শিক্ষার বারোটা বেজে চিতায় তোলা কমপ্লিট, তখন শিল্প আনতে চায়।

তাহলে কি দাঁড়ালো?

মারা গেলেন SLST 2016 এর অন্তর্গত যোগ্য শিক্ষক:*দক্ষিণ 24 পরগনা জেলায় সাগর বিধানসভায় মহেন্দ্রগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্য...
10/01/2025

মারা গেলেন SLST 2016 এর অন্তর্গত যোগ্য শিক্ষক:
*দক্ষিণ 24 পরগনা জেলায় সাগর বিধানসভায় মহেন্দ্রগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান বিভাগে নবম ও দশম শ্রেণীর এস এল এস টি ২০১৬ এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম সদস্য প্রশান্ত দাস গতকাল বুধবার দুপুর দুটোয় মারা গেছেন। শরীরে নানা রকম জটিল রোগ এবং মানসিক চাপ ও সুগারের কারণে তমলুক আইসিইউতে মারা গেছেন। বয়স আনুমানিক ৩৮*

তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই মৃত্যু কাম্য নয়। ভাষা নেই দুঃখ ও শোক ব্যক্ত করার। 🙏

সজাগ এবং সতর্ক থাকুন✅
10/01/2025

সজাগ এবং সতর্ক থাকুন✅

জীবনের সেরা পারফিউম নতুন বইয়ের গন্ধ!❤️ছবি - সংগৃহীত
10/01/2025

জীবনের সেরা পারফিউম নতুন বইয়ের গন্ধ!❤️

ছবি - সংগৃহীত

10/01/2025

রাজ্যের ৩,২৫৪ টি স্কুলে একজনও পড়ুয়া নেই। ৬,৩৬৬ টি স্কুলে একজন করে শিক্ষক। পড়ুয়া-শূন্য স্কুলের নিরিখে দেশে প্রথম পশ্চিমবঙ্গ।
এটাই তো উন্নয়ন🔥🔥

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when White politics-Back Up posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share