বইচই ব্লকবাস্টার ৪০০০ কপি নিঃশেষিত Anirban Mukherjee র তিন বাহু দশ মুখ বইটির পঞ্চম পরিমার্জিত সংস্করণ আসছে।
#বইচই_প্রকাশিত
খুড়োর গল্প
শুভ্র দত্ত
প্রচ্ছদ ও অলঙ্করণ সুযোগ বন্দোপাধ্যায়
মুদ্রিত মূল্য ৩৩০/- টাকা
খুড়ো রাত্তিরবেলা গাছের ডালে পা ঝুলিয়ে থাকেন। রাতে তাঁর কাছে গেলে তিনি মানুষের গল্প বলেন। কত কথা... তাঁর সময়ের কথা, মাঠ- ঘাট, পুকুর, গাছপালা, গৃহস্থ উঠোন, পুরোনো ভাঙা বাড়ির দালান, চন্ডীমন্ডপ, দেওয়ালের নোনা ধরা ইঁট - আর সেখানকার কিছু মানুষ...
কিন্তু তাদেরই সুখ দুঃখ হাসি কান্না কোথায় যেন এক অদ্ভুত জগতের দরজা খুলে দেয়। প্রতিটি মানুষ বড় কাছে চলে আসে খুড়োর বলা গল্পে।
খুড়ো যখন বলেন বারবার মনে হয়, এইতো...এইতো সামনেই সেই সব মানুষগুলো, হাত বাড়ালেই ছুঁতে পারব!
#বইচই_প্রকাশিত
সৌপ্তিকপর্ব: গুপ্ত হত্যার ১৩ কাহন
Bivas Roy Choudhury
প্রচ্ছদ Swarnava Bera
মুদ্রিত মূল্য ৩২৫/- টাকা
আধুনিক যুগের অর্থনৈতিক এবং রাজনৈতিক হানাহানির মধ্যে যে দূর্দমনীয় যুদ্ধ কৌশল এবং যোদ্ধাদের উদবুদ্ধ করতে বিভিন্ন মোটিভেশনাল থিওরির প্রয়োগ আর মানুষকে ভয় দেখিয়ে কাজ হাসিল করার পদ্ধতি গ্রহণ করা হয় তার মধ্যে ’অ্যাসাসিনেশন’ অন্যতম। সমস্ত বিশ্বে আমরা যতই আধুনিকতার দামামা বাজিয়ে থাকিনা কেন, দেশে দেশে, জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে যুদ্ধ, হানাহানি, গুপ্ত হত্যা, আচমকা আক্রমণ এগুলো থাকবেই। মানুষের সমাজে যেমন,
গণতন্ত্র-সমাজতন্ত্র-রাজতন্ত্র বর্তমান তেমনি মুখোমুখি যুদ্ধ, গেরিলা যুদ্ধ, গোপন হামলাও অতি বাস্তব।
এই বই বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রপ্রধান, মিলিটারি কম্যান্ডারদের উপরে যে গোপন প্রাণঘাতী হামলা হয়েছে তাই নিয়ে লেখা। এই ধরনের ব্যক্তিদের সিকিউরিটির
#বইচই_প্রকাশিত
দেহেলিজ এ দোজখ
Pradipta Roy Chowdhury Sen
অলঙ্করণ সন্তু কর্মকার
প্রচ্ছদ অভীক দাস
মুদ্রিত মূল্য ৪২৫/-
খাণ্ডবপ্রস্থের দগ্ধভূমিতে গড়ে ওঠে ইন্দ্রপ্রস্থ। ইতিহাসের জমা ধুলো সরিয়ে মাথা তোলে হিন্দুস্তানের দিল, দেহলি। সহস্র মোঙ্গোলের কাটা মাথার ওপর তৈরি হয় সিরির কিল্লা। উচ্চারিত হয় আওলিয়ার অভিশাপ “জহাঁ রহে গুজর, ওয়হাঁ বস-এ-গুজর!” বিভাজিত দেশের হৃদয়স্থলিতে আঘাত আসে বারম্বার। মহীরুহের পতন জ্বালে নরকের আগুন…খুলে যায় #দেহেলিজ_এ_দোজখ …
#বইচই_প্রকাশিত
পরলোক অন্বেষী প্র ম থে শ
Saronya Mukhopadhyay
অলঙ্করণ Sumit Roy
প্রচ্ছদ অভীক দাস
মুদ্রিত মূল্য ৩০০/- টাকা
আচ্ছা, খুনি কতরকমের হয়?
মানুষ, পশু, দেবতা, দানব বাদে আর কে খুন করতে পারে?
নিয়ান্ডারথালদের থেকে বিবর্তনের মধ্য দিয়ে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষ পর্যন্ত যাত্রাপথে কোন জিনিসটা এখনও অবিকৃত রয়ে গেছে মানুষের শরীরে?
এমন কোনো দেবতাকে পূজিত হতে শুনেছেন, যার কথা এ পৃথিবীতে কেউ জানেই না এখনও?
পদার্থবিদ্যার তিনটি সূত্র।
এগারোটি গল্প।
প্র ম থে শে-র না-লৌকিক জগতে স্বাগত পাঠক।।
#বইচই_প্রকাশিত
পরবর্তী সংবাদ একটু পরেই
Arghya Dutta
প্রচ্ছদ ও অলঙ্করণ সন্তু কর্মকার
প্রকাশক বইচই পাবলিকেশন
মুদ্রিত মূল্য ২২৫/-
কনিনীকা ওরফে কোনি এক তরুণ সাংবাদিক। বাংলার সবচেয়ে প্রভাবশালী নিউজ চ্যানেলে কাজ করে কোনি। নতুন কিছু করতে চায় সে এবং সেইসঙ্গে পেতে চায় দ্রুত খ্যাতিও। একগুঁয়ে, জেদি, আধিপত্যশীল কোনির ছোটবেলার প্রেম অদম্য ওরফে গোরা। আইটি সংস্থার কর্মী গোরা নিজের প্রেমিকার মত অত উচ্চাকাঙ্ক্ষী নয়। তার একমাত্র স্বপ্ন বিদেশ যাওয়া এবং সেখানে নিজের প্রিয় মানুষটাকে নিয়ে ঘর বাঁধা। ভালোবাসার একটা আকাশ থাকলেও, দুজনের এই যে দুই আলাদা মাত্রার উড়ানের স্বপ্ন, ধীরে ধীরে দূরত্ব বাড়তে শুরু করে তাতে। এমন অবস্থায় অফিস কলিগ ভূমিকার সঙ্গে বন্ধুত্ব হয় গোরার এবং সম্পর্কটা বন্ধুত্বের থেকেও এগিয়ে যেতে শুরু করে।
এই পর্যন্ত পড়ে যদি আপনার মনে হয় এ গল্প ক্লিশে প্রেমের গল্প
#কলকাতা_বইমেলা_2023
#বইচই_পাবলিকেশন
#বইমেলার_ম্যাডক্স_স্কোয়্যার
#স্টল_461
#বইচই_বেস্ট_সেলার
কাহিনি শুরু করার আগেই একটা মোক্ষম কথা লেখক বলে দিয়েছেন। ‘খাজুরাহোর আবেদন চিরন্তন’। ভারতীয় ভাস্কর্যে মিথুন মূর্তির, বিশেষ করে প্রেমাবিষ্ট বা অ্যামোরাস যুগল এবং মৈথুনরত নারীপুরুষের মূর্তির অভাব নেই। আর আছে নারীমূর্তি। অপ্সরা, কুমারী, সুরসুন্দরী, অলসকন্যা—তাদের গুনে শেষ করা যাবে না। কিন্তু সারা ভারতভূখণ্ডে ছড়িয়ে থাকা বিভিন্ন দেবালয়ে যখনই এই মূর্তিগুলি চোখে পড়ে বা সেগুলির প্রসঙ্গ উত্থাপিত হয়, তাদের তুলনা টানা হয় খাজুরাহোর সঙ্গে। বিদর্ভে, চাঁদা বা চন্দ্রপুরার কাছে বেণগঙ্গা নদীর তীরে মার্কণ্ডেশ্বর মহাদেবের যে মন্দির আছে, তার নির্মাণ খাজুরাহোর অনেক আগে শুরু হয়েছিল। অথচ মিথুনমূর্তিগুলির জন্য এই মন্দিরগুলিকে ‘মিনি খাজুরাহো’ আখ্যা পেতে হল। একই কথা বলা চলে রাজ
#কলকাতা_বইমেলা_2023
#বইচই_পাবলিকেশন
#স্টল_461
#বইমেলার_ম্যাডক্স_স্কোয়্যার
এই সেই সুড়ঙ্গ পথ ! যা কিনা ভবানী পাঠক ডাকাতি করে পালানোর জন্য ব্যবহার করতেন ! এ তো ভাবাই যায় না। আর আমরা কিনা সেই সুড়ঙ্গ মুখের সামনে দাঁড়িয়ে আছি ! ঠিক যেন 'আলিবাবা আর চল্লিশ চোর'-এর গুহার মুখের মতো। অদ্ভুত রোমাঞ্চ জাগল মনে। আসতে আসতে ভাবছিলাম, এটা একটা হাইটেক সিটি। আকাশচুম্বী শপিং মল, হাইরাইজ বিল্ডিং-এর ছড়াছড়ি। সেখানে আড়াইশো-তিনশ বছরের পুরনো নমুনা বলতে আর কী বেঁচে থাকবে ? বড়জোড় দু'একটা ভাঙা পাথরের দেওয়াল। কিন্তু তাই বলে প্রায় আস্ত একটা সুড়ঙ্গ পথ মাটির তলা থেকে অমন হুড়মুড় করে চোখের সামনে বেরিয়ে আসতে পারে তা কল্পনাতেও ভাবতে পারিনি। কী রোমাঞ্চকর ব্যাপার !
পড়ুন Soumen Jana -র 'ছায়ামানব'। দীর্ঘ নয় বছরব্যাপী অনুসন্ধানের ফল এই বইটি বাংলার ইতিহাসের বিদগ্ধ গবেষক ও সাধারণ পাঠক মণ্ডলীর ভালোবা
boiChoi TongGhar
Discussion about upcoming books from boiChoi Publication
#কলকাতা_বইমেলা_2023
#বইচই_পাবলিকেশন
#বইমেলার_ম্যাডক্স_স্কোয়্যার
#স্টল_461
Somnath Sengupta লিখিত এই গ্রন্থের প্রথম অংশে যেমন উনবিংশ শতাব্দী পর্যন্ত আখাড়া সাধুদের ধর্মপ্রচারক, ব্যবসায়ী বা মহাজনী এবং অস্ত্রধারী সেনানী হিসেবে গৌরবজনক অতীত ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে, তেমনি, বইয়ের দ্বিতীয় অর্ধে রয়েছে সাধু- মহন্তদের রাজনীতি- ধর্ম- রিপুর ত্রিশূলে বিদ্ধ কলুষিত সাধুজীবন এবং দুই যুযুধান পক্ষের মধ্যে ষড়যন্ত্র- রাজনীতি- মোহান্তের গদি দখল ঘিরে রুদ্ধশ্বাস কিছু লড়াইয়ের বর্ণনা, তাদের ভন্ডামির মুখোশ খুলে দেওয়া কিছু কেস স্টাডি। যেহেতু, সাধু অনুষঙ্গে অযোধ্যা ও হনুমানগড়ি অবধারিতভাবে আসবে, ১৯৪৯ সালে বাবরি মসজিদে রামলালা মূর্তি রাখার ষড়যন্ত্রও বইটিতে একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করেছে।
এভাবেই, প্রায় ১২০০ বছরের স্রোতস্বিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁকগুলি একটি গ্রন্থে ধরার চে
বইচইয়ের টংঘর।
আসন্ন বইমেলায় বইচই পাবলিকেশনের প্রকাশিতব্য বই সম্পর্কে আলোচনা।