নিজ মাটিতে খুন হতে হচ্ছে বাঙালিকে!
বাংলার মাটিতে ইছাপুরে বাঙালি যুবক কৃশানু চট্টোপাধ্যায়কে লাঠি দিয়ে পি*টিয়ে খু*ন করল ডিফেন্স সিকিউরিটি কোরের হিন্দিভাষী প্রাক্তন সেনারা।
বাঙালি পরিবারে হাহাকার।
চার বছরের কন্যা সন্তান কৌশানি জানেই না যে তার বাবা আর ফিরবে না। বাংলা পক্ষের প্রতিনিধি দল আজকে গেছিল তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে। কৃশানু হত্যার বিচার চাই। নারী কথা - Voice For Women
এনার বাবা কোটিপতি। অ্যাক্সিডেন্টে ছেলের হাতটি নষ্ট হয়ে যাওয়ার পর থেকে ছেলেকে বোঝা মনে করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলো।
অভিমানে তিনি বলেন ওনার বাবা নেই।😢
পরবর্তীতে উনি বিয়ে করে সংসার চালাবার জন্য এক হাত নিয়েই ট্রেনে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করছে পরিশ্রমী দাদা দাদার মুখের হাসিটাই বুঝিয়ে দিচ্ছে জীবন কতটাই কষ্টের। 😢
Tilottama, RG Kar কান্ডে আবারও ভাইরাল হল এক ভয়ঙ্কর অডিও ক্লিপ... শুনে নিন...
মূল্যবান সময় নষ্ট ছাড়া নারী কথা - Voice For Women পেজ চালিয়ে আমাদের এক পয়সা ইনকাম হয় না। আমরা দুটাকার আইটি সেলের কর্মী না, যে ফেক নিউজ ছড়িয়ে টাকা কামাবো। নেহাত ৬-৭ বছর ধরে পেজটা চালিয়ে আসছি, অনেকের ইমোশান জড়িত, তাই কন্টিনিউ করছি।
তাই কাউকে খুশি করার ঠ্যাকা নিয়ে বসে নেই আমরা। ভিডিওটা হয়্রতো আপনাদের পছন্দ হবে না। তবুও যেটা সত্যি সেটা বলি। পছন্দ হলে ভিডিওটা দেখুন, নাহলে এড়িয়ে যান।
ধর্ষক 👹 এক দিনে তৈরি হয়না ! নারী কথা - Voice Of Women
'ব্রহ্মাস্ত্র' ছবির বিখ্যাত 'কেসরিয়া' গানের জন্য জাতীয় পুরস্কার পেলেন অরিজিৎ ! ♥️🥰
একজন মহান থেকে, অনেক বড়ো মহান ব্যক্তি। যার মধ্যে রয়েছে অনেক প্রেম আর অতুলনীয় সকলের প্রতি অফুরন্ত ভালোবাসা।যুগ যুগ বেঁচে থেকে ভাই ইশ্বর তুমার আয়ু বৃদ্ধি করেন এই কামনা।♥️🥰
পাশে থেকো নারী কথা - Voice For Women পেজের।
নৈহাটির বড়োমার নিরঞ্জন দৃশ্য। 🙏
দেখা মাত্র শেয়ার করুন।
🌺🌺 জয় মা। 🌺🌺
সাহায্য করুন...
আজকে মরা প্রেসেন্ট কে iCU রুমে ভর্তি করা হচ্ছে আমরা জানি না । জোর করে আমি icu MMC নার্সিং হোম যাই। কি করবো বুঝতে পারছি না। Location: মালদা।
আরো নিউজ পেতে ফলো করুন নারী কথা - Voice For Women পেজটি।
এভাবেই বৃষ্টি নামুক গোটা রাজ্যে😍🥵