15/01/2025
বইমেলার বই
========🇮👽বকেয়া হিসেব👽🇮========
প্রকাশক: ভাষা সংসদ ॥
মুদ্রিত মূল্য: ২৫০.০০/-
পটভূমি বিস্তৃত বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চল জুড়ে – কলকাতা থেকে কোহিমা হয়ে অরুণাচল, শিউড়ি থেকে শিলিগুড়ি হয়ে ভুটান। গোয়েন্দা উপন্যাস কিন্তু কেন্দ্রীয় চরিত্রে কোনও প্রাইভেট গোয়েন্দা নয়, আছে এক আইবি অফিসার। মূল খলনায়কও কোনও মোগাম্বো নয়, ভিনদেশের গুপ্তচর যে উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গে নিজের ব্যবসার জাল পেতেছে উপার্জনের পাশাপাশি বৃহত্তর পরিকল্পনা নিয়ে, যেখানে সরাসরি যুক্ত কিছু সন্ত্রাসবাদী মাফিয়া। তবে জটিলতার সূত্রপাত কেন্দ্রীয় নারীচরিত্রকে ঘিরে যে নিজের অজানতেই হয়ে ওঠে রহস্যভেদের মাধ্যম; কিন্তু পেয়েও হারায় তার হারানো প্রিয়জনকে। কাহিনী যতখানি রোমাঞ্চকর ততখানিই সামাজিক, যাতে উঠে আসে পূর্ব ও সমগ্র উত্তর-পূর্ব ভারতের অস্থিরতার নেপথ্যকারণ। বলিউডের সঙ্গে অন্ধকার জগতের যোগাযোগ বহুশ্রুত, কিন্তু টলিউডেও তেমন কিছু বাসা বেঁধে নেই তো? এই উপন্যাস তো ভয় ধরিয়ে দেয়।
🌼 কলকাতা আন্তর্জাতিক বইমেলা (২০২৫)-য় বইটি সংগ্রহ করতে পারবেন ভাষা সংসদের স্টলে।
🍁 স্টল নং:- ৪৩০ (গেট নম্বর - ৮ অথবা ৯)
🥀 স্থান:- সেন্ট্রাল পার্ক, সল্টলেক করুণাময়ী, বইমেলা প্রাঙ্গণ। (দুপুর ১২ টা থেকে রাত ৮ টা)
🌻 চলবে ২৮/০১/২০২৫ থেকে ০৯/০২/২০২৫ পর্যন্ত।