কলকাতা কর্পোরেশনের দু: নম্বর ওয়ার্ডে ক্রিসমাস মেলা
কলকাতা কর্পোরেশনের অন্তর্গত দু নম্বর ওয়ার্ডে ক্রিসমাস মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে একুশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত এই মেলায় প্রধান আকর্ষণ সোনাঝুরি হাট এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় থাকছে বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও কুটির শিল্পের সমাহার, এবং ভজন প্রিয় বাঙালির বিভিন্ন খাবার ও ছোটদের জন্য রয়েছে রকমারি খেলনা ও বিভিন্ন রাইটস আনন্দ প্রিয় মানুষদের জন্য এই মেলা খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। মেলার উদ্যোক্তা ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ডাক্তার কাকলি সেন ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন মেলার স্থান দীপেন ঘোষ সরণি ৫০ ফুট।
আসুন শুনে নেওয়া যাক পৌর প্রতিনিধি ও ওই ওয়ার্ডে র তৃণমুল দলে র সভাপতি কি বলছেন।
#এই #এই #এই
কলকাতা কর্পোরেশনের দু: নম্বর ওয়ার্ডে ক্রিসমাস মেলা
কলকাতা কর্পোরেশনের অন্তর্গত দু নম্বর ওয়ার্ডে ক্রিসমাস মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে একুশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত এই মেলায় প্রধান আকর্ষণ সোনাঝুরি হাট এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় থাকছে বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও কুটির শিল্পের সমাহার, এবং ভজন প্রিয় বাঙালির বিভিন্ন খাবার ও ছোটদের জন্য রয়েছে রকমারি খেলনা ও বিভিন্ন রাইটস আনন্দ প্রিয় মানুষদের জন্য এই মেলা খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। মেলার উদ্যোক্তা ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ডাক্তার কাকলি সেন ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন মেলার স্থান দীপেন ঘোষ সরণি ৫০ ফুট।
আসুন শুনে নেওয়া যাক পৌর প্রতিনিধি ও ওই ওয়ার্ডে র তৃণমুল দলে র সভাপতি কি বলছেন।
কলকাতা দু'নম্বর ওয়ার্ড ভয়াবহ বিস্ফোরণ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘন বসতি এলাকার মধ্যেই চলছিলো পেট্রোল ট্রাক কাটাইয়ের কাজ। এর আগেও এই কাজ করতে গিয়ে আগুন লেগেছিল। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবসীদের অভিযোগ, পুরো কাজটাই অবৈধ। গাছে ঝুলছিল মৃতদেহ। কাছেই একটা পুকুর ছিলো সেখান থেকে রাতের অন্ধকারে জল তুলে নেওয়া হয়। মাঝে মাঝেই এখানে আগুন লাগে।
সূত্রের খবর ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। অবৈধভাবেই দেখা মিলেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের। যা ওই কাটাইয়ের কাজে ব্যবহার হওয়ার কথা নয়।
সিঁথি থানার নাকের ডগায় এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতা কর্পরেশানের ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাকুলী সেন। তাঁর দাবী কলকাতা কর্পোরেশানের অনুমতি নিয়েই এই কাটাই কারখানা চলছিল। পুলিশ তদন্ত করে দেখুক কী ভাবে চলছিলো এই অবৈধ কারখানা।
রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যে কোনও মৃত্যুই দুঃ
কলকাতা দু'নম্বর ওয়ার্ড ভয়াবহ বিস্ফোরণ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘন বসতি এলাকার মধ্যেই চলছিলো পেট্রোল ট্রাক কাটাইয়ের কাজ। এর আগেও এই কাজ করতে গিয়ে আগুন লেগেছিল। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবসীদের অভিযোগ, পুরো কাজটাই অবৈধ। গাছে ঝুলছিল মৃতদেহ। কাছেই একটা পুকুর ছিলো সেখান থেকে রাতের অন্ধকারে জল তুলে নেওয়া হয়। মাঝে মাঝেই এখানে আগুন লাগে।
সূত্রের খবর ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। অবৈধভাবেই দেখা মিলেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের। যা ওই কাটাইয়ের কাজে ব্যবহার হওয়ার কথা নয়।
সিঁথি থানার নাকের ডগায় এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতা কর্পরেশানের ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাকুলী সেন। তাঁর দাবী কলকাতা কর্পোরেশানের অনুমতি নিয়েই এই কাটাই কারখানা চলছিল। পুলিশ তদন্ত করে দেখুক কী ভাবে চলছিলো এই অবৈধ কারখানা।
রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যে কোনও মৃত্যুই দুঃ
সব হিন্দু এক হও #viralvideochallenge#viralvideochallenge #everyone#everyone #SuvenduAdhikari#SuvenduAdhikari #trendingreelsvideo#trendingreelsvideo #StarsEverywhere#StarsEverywhere #love#love গঙ্গাটিভি টিভি7Suvendu Adhikari টিভি] Suvendu Adhikari
#এক #সব #Adhikari
সব হিন্দু এক হও গঙ্গাটিভি টিভি74:2048:গঙ্গাটিভি টিভ4:2048:গঙ্গাটিভি টিভি] #viralv] #viralvideochallenge #edeochallenge #everyone #viralchalleeryone #viralchallenge #suvenduadhge #suvenduadhiSuvendu Adhikaribangal Suvendu Adhikari
#এক #সব #Adhikari
সব হিন্দু এক হও #viralvideochallenge #everyone #SuvenduAdhikari #trendingreelsvideo #StarsEverywhere #love গঙ্গাটিভি টিভি Suvendu Adhikari
সব হিন্দু এক হও গঙ্গাটিভি টিভি #viralvideochallenge #everyone #viralchallenge #suvenduadhikaribjp #bjpwestbangal Suvendu Adhikari
Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.
Whenever you see the Stars icon, you can send me Stars.
#StarsEverywhere#StarsEverywhere
#love #everyone #money