GTV Nation

GTV Nation presentng the true factor of a news is our main motivation❤️we are GTV NATION..local to national news

23/12/2024

কলকাতা কর্পোরেশনের অন্তর্গত দু নম্বর ওয়ার্ডে ক্রিসমাস মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে একুশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত এই মেলায় প্রধান আকর্ষণ সোনাঝুরি হাট এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় থাকছে বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ও কুটির শিল্পের সমাহার, এবং ভজন প্রিয় বাঙালির বিভিন্ন খাবার ও ছোটদের জন্য রয়েছে রকমারি খেলনা ও বিভিন্ন রাইটস আনন্দ প্রিয় মানুষদের জন্য এই মেলা খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। মেলার উদ্যোক্তা ওই ওয়ার্ডের পৌর প্রতিনিধি ডাক্তার কাকলি সেন ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন মেলার স্থান দীপেন ঘোষ সরণি ৫০ ফুট।
আসুন শুনে নেওয়া যাক পৌর প্রতিনিধি ও ওই ওয়ার্ডে র তৃণমুল দলে র সভাপতি কি বলছেন।

#এই #এই #এই

06/12/2024

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ঘন বসতি এলাকার মধ্যেই চলছিলো পেট্রোল ট্রাক কাটাইয়ের কাজ। এর আগেও এই কাজ করতে গিয়ে আগুন লেগেছিল। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবসীদের অভিযোগ, পুরো কাজটাই অবৈধ। গাছে ঝুলছিল মৃতদেহ। কাছেই একটা পুকুর ছিলো সেখান থেকে রাতের অন্ধকারে জল তুলে নেওয়া হয়। মাঝে মাঝেই এখানে আগুন লাগে।

সূত্রের খবর ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। অবৈধভাবেই দেখা মিলেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের। যা ওই কাটাইয়ের কাজে ব্যবহার হওয়ার কথা নয়।

সিঁথি থানার নাকের ডগায় এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতা কর্পরেশানের ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাকুলী সেন। তাঁর দাবী কলকাতা কর্পোরেশানের অনুমতি নিয়েই এই কাটাই কারখানা চলছিল। পুলিশ তদন্ত করে দেখুক কী ভাবে চলছিলো এই অবৈধ কারখানা।

রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যে কোনও মৃত্যুই দুঃখের। অতীতেও পুলিশ প্রশাসন, পৌরসভা এই সব ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছে। আমার আশা তাঁরা নিশ্চিত করবে যাতে অবৈধ ভাবে কোনও ব্যবসা না চলে। গঙ্গাটিভি টিভি74:2048:গঙ্গাটিভি টিভি]

#আমার #এই #এই

05/12/2024

সব হিন্দু এক হও গঙ্গাটিভি টিভি74:2048:গঙ্গাটিভি টিভ4:2048:গঙ্গাটিভি টিভি] ] Adhikaribangal Suvendu Adhikari

#এক #সব

05/12/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

28/11/2024

কলকাতা বিমানবন্দরে সাংবাদিক দের মুখোমুখী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। িভি িভি গঙ্গাটিভি টিভি74:2048:গঙ্গাটিভি টিভি]

#কলকাতা #মমতা

28/11/2024

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নির্যাতন চলেছে গত কয়েক মাস ধরে এবং গত কয়েকদিন আগে ইসকনের সন্ন্যাসী। চিন্ময়ী কৃষ্ণ দাস কে যে ভাবে গ্রেফতার করা হয়েছে তার পরবর্তীকালে বাংলাদেশের সংখ্যালঘু সম্পদের উপর যেভাবে অত্যাচার চলছে আজ পর্যন্ত তা অবিলম্বে বন্ধ করতে হবে সেই প্রেক্ষিতে আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করলেন এবং তারা হাই কমিশনারের ডেপুটেশনে দেবেন বলে জানান এই ঘটনা অবিলম্বে ভারত সরকারকে পদক্ষেপ নিতে হবে, হাই কমিশনের পক্ষ থেকে তাদের অন্তবর্তী কালীন সরকার যেটা আছে তাদেরকে অবিলম্বে বার্তা পাঠাতে হবে যেন নিঃশর্ত মুক্তি চাই চিন্ময় কৃষ্ণ দাস সন্ন্যাসী ইসকন এবং বাংলাদেশের হিংসা বন্ধ করতে হবে অবিলম্বে। পুলিশ বাংলাদেশ হাই কমিশনের ঢোকার আগে বিশাল ব্যারিকেট করে আটকে যায় এবং সেখানেই তারা প্রতিবাদ শুরু করে এবং মোমবাতি জ্বালিয়ে। GTV Nation Sanatan Dharma - সনাতন ধর্ম গঙ্গাটিভি টিভি74:2048:গঙ্গ4:2048:গঙ্গাটিভি টিভি] িভি টিভি]


#এই

07/11/2024

কালীঘাটে ধুমধাম করে পালিত হল অভিষেক ব্যানার্জির জন্মদিন গঙ্গাটিভি টিভি

23/10/2024

দানা আসছে -২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি ্গাটিভি টিভি

23/10/2024

কলকাতা পুরসভার কর্মীদের ছুটি বাতিল শনিবার পর্যন্ত তৎপরতা তুঙ্গে Highlights গঙ্গাটিভি টিভি

13/10/2024

এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে ১৪-১৫ জন দুষ্কৃতি হামলা চালায়. গঙ্গাটিভি টিভি GTV Nation

13/10/2024

আজ বিজয়া দশমী। মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। GTV Nation গঙ্গাটিভি টিভি

07/10/2024

সুরুচি সংঘের দুর্গাপুজোর শুভ উদ্বোধনে-মুখ্যমন্ত্রী সুরুচি সংঘের থিম সং গীতিকার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়.

07/10/2024

অনশনের ১৪ ঘণ্টা অতিক্রান্ত জুনিয়র চিকিৎসকদের।

02/10/2024

শ্রীভূমি প্যান্ডেল মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় ৫০টি ফায়ার ফাইটিং বুলেট শুভ উদ্বোধন ্গাটিভি টিভি

01/10/2024

জিটিভি পরিবারের সমস্ত সদস্য ও দর্শকদেরকে জানাই শুভ মহালয়ায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ।

Send a message to learn more

30/09/2024

নেপালের বন্যায় মৃতের সংখ্যা ১৭০-পার ,কাঠমান্ডুতে হাইওয়েতে ধস নেমে একসঙ্গে ৩৫ জনের মৃত্যু

29/09/2024

আজ ফের কলকাতায় মশাল মিছিলে জুনিয়ার ডাক্তার থেকে সাধারণ মানুষ. গঙ্গাটিভি টিভি RGKarMedical College & Hospital -Medeforum India

Address

Kolkata
700002

Website

Alerts

Be the first to know and let us send you an email when GTV Nation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share