NBTV

NBTV Bengal's one of the leading online news providers.

রাজ্য সরকারের গাফিলতির কারণেই বেড়ে চলেছে দুর্ঘটনা, দাবী বিরোধীদের
20/12/2024

রাজ্য সরকারের গাফিলতির কারণেই বেড়ে চলেছে দুর্ঘটনা, দাবী বিরোধীদের

নরওয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক দেশে। ফিফা থেকে ইজ'রায়েল বহিস্কার করার দাবী চলে আসছে। গা'জায় চলমান গণ''হ'ত্যা...
20/12/2024

নরওয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনেক দেশে। ফিফা থেকে ইজ'রায়েল বহিস্কার করার দাবী চলে আসছে। গা'জায় চলমান গণ''হ'ত্যায় ৫০ হাজার শিশু, মহিলা ও সাধারণ মানুষের সাথে সাথে কয়েকশো ফুটবলার নিহত হয়েছেন।

19/12/2024

কেন্দ্রীয় সরকার চাইছে ওয়াকফ আইন সংশোধন করে নতুন আইন করতে, কিন্তু কেন?

১৯ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টায়।
19/12/2024

১৯ ডিসেম্বর, সন্ধ্যা ৭ টায়।

18/12/2024

ফতেহপুরে ১৮০ বছরের পুরোনো নূরী জামা মসজিদের অংশ ভেঙে দিল প্রশাসন

উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার সদর বাজারের লালাউলি শহরে অবস্থিত ঐতিহাসিক ১৮০ বছরের পুরোনো নূরী জামা মসজিদের একটি গুরুত্বপূর্ণ অংশ মঙ্গলবার সকালে ভেঙে দিল স্থানীয় প্রশাসন। ড্রেন নির্মাণের জন্য জমি দখলের অভিযোগে এই ভাঙচুরের ঘটনা ঘটেছে, যদিও মসজিদ কমিটির দায়ের করা মামলার শুনানি ১৩ ডিসেম্বর নির্ধারিত ছিল।

এদিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ADM) অবিনাশ ত্রিপাঠী ও অতিরিক্ত পুলিশ সুপার (ASP) বিজয় শঙ্কর মিশ্রের উপস্থিতিতে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভাঙচুর কার্যক্রম পরিচালিত হয়। ঘটনাস্থলে PAC এবং র‍্যাপিড অ্যাকশন ফোর্স (RAF)-এর বিশাল বাহিনী মোতায়েন করা হয়।

অনিশ্চিত সূত্রে জানা গেছে, ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২৫,০০০ স্থানীয় বাসিন্দাকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের জনকল্যাণ দপ্তর মসজিদ কমিটিকে একটি নোটিস পাঠিয়েছিল। এতে জানানো হয়, ড্রেন নির্মাণের সময় মসজিদের পেছনের অংশ এবং আশেপাশের ১৩৩টি বাড়ি ও দোকান দখলদারির মধ্যে পড়েছে।

মসজিদ কমিটি এই ভাঙচুরের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করে। অ্যাডভোকেট সৈয়দ আজিম উদ্দিনের মাধ্যমে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়, মসজিদ ভাঙা হলে এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ নষ্ট হয়ে যাবে।

মামলায় অভিযোগ করা হয়, এই পদক্ষেপ সংবিধানের অধিকার লঙ্ঘন করছে, বিশেষত ধর্ম পালনের স্বাধীনতার অধিকার। "মসজিদটি শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি আমাদের সম্প্রদায়ের ধর্মীয় অনুশীলনের অপরিহার্য অংশ। যথাযথ প্রক্রিয়া ছাড়া ভাঙচুর আমাদের মৌলিক অধিকারের পরিপন্থী," মামলায় উল্লেখ করা হয়।

১৯৩৯ সালে নির্মিত এই মসজিদটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (ASI)-এর সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত। মসজিদ কমিটি ASI-কে একটি আবেদন জমা দিয়েছে যাতে এটি "প্রাচীন স্মারক ও প্রত্নতাত্ত্বিক স্থান ও ধ্বংসাবশেষ আইন, ১৯৫৮"-এর আওতায় সুরক্ষিত স্থাপনা হিসেবে ঘোষণা করা হয়।

মসজিদ ভাঙার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অনেকেই প্রশ্ন তোলেন যে ১৯৯১ সালের প্লেসেস অফ ওয়ারশিপ আইন অনুযায়ী ১৯৪৭ সালের ১৫ আগস্টের অবস্থান অনুযায়ী ধর্মীয় স্থাপনাগুলির চরিত্র সুরক্ষিত থাকার কথা। এই আইন কেন উপেক্ষা করা হচ্ছে? এটি সংখ্যালঘুদের প্রতি সরাসরি আক্রমণ।”

মসজিদটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল। মসজিদ কমিটির মতে, রাস্তার অভিযোগে এই ঐতিহ্যবাহী স্থাপনার ভাঙচুর ইতিহাস ও সংস্কৃতির প্রতি বড় আঘাত।

উত্তরপ্রদেশে অবশ্য এই ঘটনা প্রথম নয়, এর আগেও বেশ কিছু মসজিদ ও দরগাকে বুলডোজার চালিয়ে ধ্বংস করেছে যোগী সরকার।

কয়েক হাজার RTI ফাইল করেছেন তিনি, কখনোই তাঁর কাছে প্রমাণ চাওয়া হয়নি। এর সাথে সাথে  নামে একটি অলাভজনক সংস্থা চালান যার মাধ...
13/12/2024

কয়েক হাজার RTI ফাইল করেছেন তিনি, কখনোই তাঁর কাছে প্রমাণ চাওয়া হয়নি। এর সাথে সাথে নামে একটি অলাভজনক সংস্থা চালান যার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ব্রিজত তৈরির কাজ করেন।

নতুন আইন পাশ করে ওয়াকফ সম্পত্তির অধিকার হারাবে মুসলিমরা এমনটাই আশঙ্কা ওয়াকফ এক্টিভিস্টদের।
13/12/2024

নতুন আইন পাশ করে ওয়াকফ সম্পত্তির অধিকার হারাবে মুসলিমরা এমনটাই আশঙ্কা ওয়াকফ এক্টিভিস্টদের।

13/12/2024
১৯৯১ সালের প্লেসেস অব ওয়ারশিপ আইন অনুযায়ী, স্বাধীনতার দিন, অর্থাৎ ১৫ আগস্ট ১৯৪৭ সালের ধর্মীয় স্থাপনার ধর্মীয় চরিত্র ...
13/12/2024

১৯৯১ সালের প্লেসেস অব ওয়ারশিপ আইন অনুযায়ী, স্বাধীনতার দিন, অর্থাৎ ১৫ আগস্ট ১৯৪৭ সালের ধর্মীয় স্থাপনার ধর্মীয় চরিত্র যা ছিল, তা অপরিবর্তিত থাকবে। এই আইনটি বাবরি মসজিদের ঘটনার পর দেশব্যাপী সাম্প্রদায়িক উত্তেজনা কমানোর লক্ষ্যে প্রণীত হয়। বাবরি মসজিদকে এই আইনের বাইরে রাখা হয়।

Alt-News -এর সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের এর বিরুদ্ধে গাজিয়াবাদে এফআইআর দায়েরগাজিয়াবাদ, উত্তর প্রদেশ: বিতর্কিত পু...
07/10/2024

Alt-News -এর সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের এর বিরুদ্ধে গাজিয়াবাদে এফআইআর দায়ের

গাজিয়াবাদ, উত্তর প্রদেশ: বিতর্কিত পুরোহিত যতি নরসিংহানন্দের এক সহযোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার অল্ট-নিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের এর বিরুদ্ধে ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে শত্রুতা প্রচার এবং অন্যান্য অপরাধের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নরসিংহানন্দ নবী মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কু মন্তব্য করলে মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং দেশজুড়ে প্রতিবাদের ঝড় নামে।

কবিনগর পুলিশে তার অভিযোগে, যতি নরসিমাহানন্দ সরস্বতী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উদিতা ত্যাগী অভিযোগ করেছেন যে, জুবায়ের ৩ অক্টোবর নরসিংহানন্দের একটি পুরানো অনুষ্ঠানের ভিডিও ক্লিপ পোস্ট করেছেন যাতে মুসলিমরা তার বিরুদ্ধে সহিংসতায় উসকানি পায়।

জুবায়ের এর বিরুদ্ধে দুপুর ২টার দিকে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬ (ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচার..), ২২৮ (মিথ্যা সাক্ষ্য দেওয়া বা তৈরি করা), ২৯৯ (যে কোনো শ্রেণীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ও দুর্ভাবনাপূর্ণ কাজ), ৩৫৬(৩) (মানহানি সংক্রান্ত) এবং ৩৫১ (২) (অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি) ধারায় এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুধুমাত্র খবর প্রকাশের জন্য কীভাবে একজন সাংবাদিকের বিরুদ্ধে কেস ফাইল করা যেতে পারে সেটা নিয়েও উঠছে প্রশ্ন।
উল্লেখ্য, এর আগেও একটি মিম শেয়ার করার অভিযোগে মোহাম্মদ জুবায়েরকে গ্রেফতার করা হয়েছিল, সুপ্রিমকোর্ট থেকে জামিন নিতে হয়েছিল তাঁকে।

ভারতে ফ্যাক্ট চেক সংস্থার নাম আসলে সর্বপ্রথমে যে নাম আসে সেটি হচ্ছে অল্ট-নিউজ। এই ফ্যাক্ট চেকের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের হিন্দুত্ববাদী সংগঠনগুলি।

ছবি: X.com/Zoo_bear

প্রয়াত বসিরহাটের TMC সাংসদ হাজি নুরুল ইসলামদীর্ঘদিন ধরেই লিভার কন্সারে ভুগছিলেন তিনি। বুধবার দুপুর ১ টায় নিজের বাড়িতেই ...
25/09/2024

প্রয়াত বসিরহাটের TMC সাংসদ হাজি নুরুল ইসলাম
দীর্ঘদিন ধরেই লিভার কন্সারে ভুগছিলেন তিনি। বুধবার দুপুর ১ টায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল সাংসদ।

16/09/2024

ডাক্তারদের চারটের মধ্যে তিনটি দাবিই মেনে নিলেন মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা

16/09/2024

কাটল জট! বৈঠক শেষে বেড়িয়ে স্বাস্থ্য ভবনে ফেরার পথে কি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা?

বিশিষ্ট সাংবাদিক অনল আবেদিন প্রয়াত। আনন্দবাজার পত্রিকা সহ একাধিক পত্র পত্রিকায় কাজ করা ছাড়াও নিয়মিত লিখতেন তিনি। মুর্শি...
13/09/2024

বিশিষ্ট সাংবাদিক অনল আবেদিন প্রয়াত। আনন্দবাজার পত্রিকা সহ একাধিক পত্র পত্রিকায় কাজ করা ছাড়াও নিয়মিত লিখতেন তিনি। মুর্শিদাবাদের এই বিশিষ্ট সাংবাদিকের প্রয়াণে শোকগ্রস্ত সাংবাদিক মহল।

03/09/2024

গোমাংস খাওয়ার সন্দেহে হরিয়ানাতে সাবির মল্লিকের হ* ত্যা*র প্রতিবাদে I.S.F ধর্মতলায় বিক্ষোভ

28/08/2024

তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সমাবেশে গান্ধী মুর্তির পাদদেশ থেকে Live

21/08/2024

₹120 কোটি টাকা GST হিসেবে IIT দিল্লির কাছে দাবী করেছে। গবেষকদের যে ভাতা দেওয়া হয় তার উপর GST বাবদ মোদি সরকার 2017 - 2022 এর মধ্যে দিল্লি IIT র কাছে দাবী জানিয়ে এই নোটিশ পাঠিয়েছে বলে জানা গেছে।

একবার ভাবুন তো, গবেষণা ও উদ্ভাবনকেও ট্যাক্স প্রদানকারী দুগ্ধ গাভীতে পরিণত করা হয়েছে!

এবং শুধু একটাকা বা দুটাকা নয় - পুরো 120 কোটি টাকা!

এই একই সরকার 2022-2027-এর মধ্যে বাবা রামদেবের পতঞ্জলি গবেষণাকে কর থেকে ছাড় দিয়েছে।

20/08/2024

আর জি কর কান্ড নিয়ে সুপ্রিম কোর্টে তিরস্কৃত রাজ্য । দেরিতে FIR করা হয়েছে বলে মত প্রধান বিচারপতির। গোটা দেশের ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা দরকার তা খতিয়ে দেখতে ১০ সদস্যের Special Tusk Force গঠন। অন্যদিকে আর জি করের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে আগামী ২২শে আগস্টের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিবিআই কে। এছাড়াও ১৪ আগস্ট রাতের ভাঙচুরের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে আগামী ২২শে আগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও ।

Address

Kolkata
700017

Telephone

+917980743092

Alerts

Be the first to know and let us send you an email when NBTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NBTV:

Videos

Share