NBTV

NBTV Bengal's one of the leading online news providers.

ইয়াশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে চান গৌতম গম্ভীরএকটি প্রতিবেদনে জানা গেছে, টিম ইন্ডিয়ার...
14/01/2025

ইয়াশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর
একটি প্রতিবেদনে জানা গেছে, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর ইয়াশস্বী জয়সওয়ালকে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখতে চান। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে নির্বাচকরা ঋষভ পন্তকে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে সমর্থন করেছেন, তবে গম্ভীর ইয়াশস্বীর নাম প্রস্তাব করেন।
রোহিত শর্মার অধিনায়কত্বের ভবিষ্যৎ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

মন্দির করিডর সম্প্রসারণের জন্য উজ্জয়নে ভেঙে ফেলা হল মসজিদ সহ ২৫৭টি বাড়িমধ্যপ্রদেশের উজ্জয়নে মাকালেশ্বর মন্দির করিডর প...
14/01/2025

মন্দির করিডর সম্প্রসারণের জন্য উজ্জয়নে ভেঙে ফেলা হল মসজিদ সহ ২৫৭টি বাড়ি
মধ্যপ্রদেশের উজ্জয়নে মাকালেশ্বর মন্দির করিডর প্রকল্পের সম্প্রসারণের জন্য ২৫৭টি স্থায়ী কাঠামো, যার মধ্যে একটি মসজিদও রয়েছে, ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় প্রশাসন গত রবিবার নিজামুদ্দিন কলোনিতে এই ভাঙার কাজ শুরু করে।

ওড়িশায় জরুরী অবস্থায় কারাগারে বন্দী ব্যক্তিদের জন্য ₹২০,০০০ পেনশনওড়িশা সরকার ১৯৭৫ সালের জরুরী অবস্থায় কারাগারে বন্দ...
14/01/2025

ওড়িশায় জরুরী অবস্থায় কারাগারে বন্দী ব্যক্তিদের জন্য ₹২০,০০০ পেনশন

ওড়িশা সরকার ১৯৭৫ সালের জরুরী অবস্থায় কারাগারে বন্দী হওয়া ব্যক্তিদের জন্য প্রতি মাসে ₹২০,০০০ পেনশনের ঘোষণা করেছে, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ সিদ্ধান্তটি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজির স্বাধীনতা দিবসের প্রতিশ্রুতি অনুসরণ করে। ৩০০+ যোগ্য ব্যক্তি এ সুবিধা পাবেন।

জম্মু ও কাশ্মীরে 'অজানা অসুস্থতায়' ১২ জনের মৃত্যুজম্মু ও কাশ্মীরের রাজৌরির বাদহাল গ্রামে অজানা এক অসুস্থতায় তিন সপ্তাহ...
14/01/2025

জম্মু ও কাশ্মীরে 'অজানা অসুস্থতায়' ১২ জনের মৃত্যু
জম্মু ও কাশ্মীরের রাজৌরির বাদহাল গ্রামে অজানা এক অসুস্থতায় তিন সপ্তাহে ১২ জনের মৃত্যু হয়েছে। প্রথমে নয়জন মারা যাওয়ার পর, জম্মুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিন শিশুর মৃত্যু হয়।
প্রতিবেদন অনুযায়ী, অসুস্থতার লক্ষণগুলির মধ্যে ছিল বমি ও অতিরিক্ত ঘাম। মৃত শিশুরা আত্মীয়ের বাড়িতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তিন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকারের মৃত্যুর ১২ দিনের মাথায় মালদায় ফের শুট আউট। এ বার টার্গেট কালিয়াচক-১ ...
14/01/2025

ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকারের মৃত্যুর ১২ দিনের মাথায় মালদায় ফের শুট আউট। এ বার টার্গেট কালিয়াচক-১ নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। সূত্রের খবর, মঙ্গলবার সকালে মালদার কালিয়াচকে নয়া বস্তি এলাকায় ড্রেন ও রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন বকুল শেখ। অভিযোগ, সেই সময়েই তাঁর উপর এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়েছেন বকুল এবং আরও এক তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখ। অন্যদিকে, গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর। আহতদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিজেপির ৬.২৭ কোটিতে জঙ্গি পোষণ: কংগ্রেসকংগ্রেসের করা অভিযোগে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের অভিযোগ অনু...
14/01/2025

বিজেপির ৬.২৭ কোটিতে জঙ্গি পোষণ: কংগ্রেস

কংগ্রেসের করা অভিযোগে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কংগ্রেসের অভিযোগ অনুযায়, বিজেপি সরকার 'কুকি জো' নামক জঙ্গি সংগঠনকে ৬.২৭ কোটি টাকা দিয়েছে। সাসপেনশন অফ অপারেশন চুক্তিতে সই করেছে হামার পিপলস কনভেনশন। এই কনভেনশনকে অর্থ প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২০২৩ সালে রাজ্য সরকার এই চুক্তি থেকে দূরে সরে দাঁড়ায়। ২০১৩ সালে কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন এই চুক্তি স্বাক্ষরিত হয়, এসওও এবং এইচপিসিডি এর মধ্যে। চুক্তিতে এইচপিসিডি এর স্বাধীনতার উল্লেখ থাকে। বলা হয়, এইচপিসিডি এর সৈন্যরা আগ্নেয়াস্ত্র ছাড়া রাজ্যের যে কোন জায়গায় চলাফেরা করতে পারবে। এসওও এর প্রদত্ত শর্ত লঙ্ঘন না করলে তাদের সৈন্যদের বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ নেওয়া হবে না।

মেঘচন্দ্র প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে, ২০২৪ সালের জুলাই মাসে হামার পিপলস কনভেনশনকে ৬.২৭ টাকা দেওয়া হয়েছে। বিজেপি সরাসরি জানিয়েছে রাজ্য সরকার আগেই এসওও থেকে সরে এসেছে।

ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঘাযতীনের ঝা চকচকে অভিজাত আবাসন। পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাঘাযতীন এলাকার বিদ্য়াসাগরের ন...
14/01/2025

ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঘাযতীনের ঝা চকচকে অভিজাত আবাসন। পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাঘাযতীন এলাকার বিদ্য়াসাগরের নীচের অংশ ভেঙে যায়। পাশের আবাসনটিও বেঁকে আরেকটার ঘাড়ে এসে পড়ে। ওই আবাসনের একাংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে।
ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন। তাতে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের আঘাত গুরুতর। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

‘৪ সন্তান নিন, পান ₹১ লাখ’: মধ্যপ্রদেশ ব্রাহ্মণ সংগঠনের প্রধানের আহ্বান  মধ্যপ্রদেশের ব্রাহ্মণ সংগঠনের প্রধান দম্পতিদের ...
14/01/2025

‘৪ সন্তান নিন, পান ₹১ লাখ’: মধ্যপ্রদেশ ব্রাহ্মণ সংগঠনের প্রধানের আহ্বান
মধ্যপ্রদেশের ব্রাহ্মণ সংগঠনের প্রধান দম্পতিদের প্রতি আহ্বান জানিয়েছেন, চার সন্তান গ্রহণ করলে ₹১ লাখ আর্থিক পুরস্কার দেওয়া হবে। এই উদ্যোগের লক্ষ্য ব্রাহ্মণ জনসংখ্যা বৃদ্ধি এবং সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা করা। তবে এই প্রস্তাব বিতর্কের সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধে সরকারি গাড়ি রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগে এফআইআর  দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির বি...
14/01/2025

দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধে সরকারি গাড়ি রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগে এফআইআর
দিল্লির মুখ্যমন্ত্রী আতিশির বিরুদ্ধে সরকারি গাড়ি রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে যে তিনি সরকারি সম্পত্তি ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন। এটি জনস্বার্থে সরকারি বিধি লঙ্ঘনের একটি গুরুতর উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

14/01/2025

মহাকুম্ভে সাধারন মানুষের জন্য নেই কোন ব্যবস্থা

প্রধানমন্ত্রী মোদী এবং কেজরিওয়াল উভয়েই জনগণকে ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেয়: দিল্লির নির্বাচনী জনসভায় রাহুল গান্ধীকংগ্রেস ...
14/01/2025

প্রধানমন্ত্রী মোদী এবং কেজরিওয়াল উভয়েই জনগণকে ‘মিথ্যা প্রতিশ্রুতি’ দেয়: দিল্লির নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী
কংগ্রেস নেতা রাহুল গান্ধী দিল্লির নির্বাচনী জনসভায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উভয়েই জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করেছেন। তিনি অভিযোগ করেন, তাঁদের কথাগুলো বাস্তবে কার্যকর হয়নি এবং জনগণের প্রকৃত সমস্যাগুলি উপেক্ষিত থেকে গেছে।

ফিলিস্তিনের জন্য প্রাণ দেওয়া ব্রিটিশ সাংবাদিক টম হার্নডল এর ২১ তম মৃত্যু বার্ষিকীফিলিস্তিনি শিশুকে বাঁচাতে গিয়ে ২১ বছর আ...
14/01/2025

ফিলিস্তিনের জন্য প্রাণ দেওয়া ব্রিটিশ সাংবাদিক টম হার্নডল এর ২১ তম মৃত্যু বার্ষিকী
ফিলিস্তিনি শিশুকে বাঁচাতে গিয়ে ২১ বছর আগে ইসরায়েলের হাতে শহীদ হয়েছিলেন ব্রিটিশ সাংবাদিক টম হার্নডল। ইসরায়েলী সেনার গুলির নিশানা থেকে এক শিশুকে সরাতে গেলে ইসরায়েলী সেনা সাংবাদিক টম হার্নডল এর মাথায় গুলি করে। ৯ মাস কোমায় থাকার পর শহীদ হন এই বীর। ১৩ জানুয়ারী তাঁর মৃত্যুর ২১ বছর হয়েছে পূর্ণ হয়েছে।

অম্বাতি রায়ডু পছন্দের মানুষ নয় তাই দলে রাখতে চাননি বিরাট কোহলি: রবিন উথাপ্পাপ্রাক্তন ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পার বিস্ফো...
14/01/2025

অম্বাতি রায়ডু পছন্দের মানুষ নয় তাই দলে রাখতে চাননি বিরাট কোহলি: রবিন উথাপ্পা
প্রাক্তন ভারতীয় ব্যাটার রবিন উথাপ্পার বিস্ফোরক দাবি করে বলেন, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে অধিনায়ক বিরাট কোহলির অপছন্দের কারণে অম্বাতি রায়ুডুকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। উথাপ্পা বলেন, রায়ুডুর বাড়িতে বিশ্বকাপের স্যুট, পোশাক ও কিটব্যাগ পাঠানোর পরও তাকে বাদ দেওয়া ছিল অন্যায়। তিনি আরও বলেন, "এটা ন্যায়সংগত নয়...এটা কারও সঙ্গে করা উচিত নয়।"

স্কুলে বিকৃত জাতীয় সংগীত, ক্ষুব্ধ আমজনতা স্কুলের এক অনুষ্ঠানে, র‍্যাপ গানের কায়দায় গাওয়া হলো জাতীয় সংগীত। তৃণমূলের ...
14/01/2025

স্কুলে বিকৃত জাতীয় সংগীত, ক্ষুব্ধ আমজনতা
স্কুলের এক অনুষ্ঠানে, র‍্যাপ গানের কায়দায় গাওয়া হলো জাতীয় সংগীত। তৃণমূলের মালদহ জেলার সভাপতি আবদুল রহিম বক্সির ছেলে, রিয়াজুর করিম বক্সি এই বেসরকারি কুলের মালিক। অভিযোগে ক্ষুব্ধ নেটিজেন সহ বিরোধীরাও।

খো খো বিশ্বকাপে নেপালকে ৪২-৩৭ ব্যবধানে হারাল ভারতভারতের পুরুষ দল সোমবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে প্...
14/01/2025

খো খো বিশ্বকাপে নেপালকে ৪২-৩৭ ব্যবধানে হারাল ভারত
ভারতের পুরুষ দল সোমবার রাতে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে প্রথম খো খো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৪২-৩৭ ব্যবধানে পরাজিত করেছে। ম্যাচের শুরুতেই ভারত শক্তিশালী শুরু করে, প্রথম টার্নে নেপালের প্রথম তিনজন ডিফেন্ডারকে মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে আউট করে ১৪ পয়েন্টের লিড নিয়ে যায়। সাচিন ভার্গো, যিনি 'ওয়াজির' হিসেবে মাঠে ছিলেন, একটি চমৎকার স্কাইডাইভের মাধ্যমে দলের স্কোর বাড়ান। ভারত আগামীকাল ব্রাজিলের বিরুদ্ধে খেলবে এবং মহিলা বিভাগে তারা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে।

দেড় মাসের জন্য চলবেনা  গঙ্গার নীচে মেট্রোহাওড়া ময়দান এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে বন্ধ মেট্রো পরিষেবা
14/01/2025

দেড় মাসের জন্য চলবেনা গঙ্গার নীচে মেট্রো
হাওড়া ময়দান এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভে বন্ধ মেট্রো পরিষেবা

১৫ জানুয়ারির UGC NET শেষ মুহূর্তে পিছিয়ে গেল ।ফের কবে হবে পরীক্ষা?
14/01/2025

১৫ জানুয়ারির UGC NET শেষ মুহূর্তে পিছিয়ে গেল ।
ফের কবে হবে পরীক্ষা?

'ফসিলস ' এর প্রাক্তন সদস্য চন্দ্রমৌলীর অকাল প্রয়াণ ।বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
14/01/2025

'ফসিলস ' এর প্রাক্তন সদস্য
চন্দ্রমৌলীর অকাল প্রয়াণ ।
বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

Address

Kolkata
700017

Telephone

+917980743092

Alerts

Be the first to know and let us send you an email when NBTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NBTV:

Videos

Share