
18/02/2025
মহাকুম্ভ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব একযোগে তাঁর সমালোচনা করেছেন। বিধানসভায় মহাকুম্ভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মহাকুম্ভ আমি না-ই বা বললাম! ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। মৃত্যুকূপের মতো।’’ তবে সঙ্গে তিনি বলেন, ‘‘আমি মহাকুম্ভকে সম্মান করি, শ্রদ্ধা জানাই। পবিত্র গঙ্গা মা’কে আমি সম্মান করি। কিন্তু পরিকল্পনা ছাড়া এত প্রচার করে এত মানুষের মৃত্যু!’’
বিজেপি নেতারা মমতার বক্তব্যের একটি অংশকে সামনে এনে প্রতিক্রিয়া দিয়েছেন। শুভেন্দু অধিকারী একে "লজ্জাজনক ও নিন্দনীয়" বলে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ মহাকুম্ভে গিয়েছেন। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, মহাকুম্ভ ঐতিহ্যের প্রতীক এবং মুখ্যমন্ত্রীর উচিত সরেজমিনে গিয়ে বিশাল ব্যবস্থাপনা দেখা। কেন্দ্রীয় নেতা অমিত মালবীয় মনে করেন, মমতার এই মন্তব্য তাঁর রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে।