News Amar Bangla 24x7

News Amar Bangla 24x7 Bengali Media/News Website
News Amar Bangla 24x7 :: নিউজ আমার বাংলা ২৪ News Amar Bangla 24x7 is a 24×7 online daily news portal & youtube channel.

This news portal affiliated with Parbo Media Group. We cover news updates of Various state, national and international, covering areas like politics, sports, entertainment, health, education, weather and people with different personalites etc . We have our own ground reporters to cover local news on daily basis. News Amar Bangla 24x7 News Media is committed to provide quality news in all aspects o

f Bengali, first and foremost in the industry. E-mail : [email protected]
Contact No/Advertisement Enquiry : +91 8902079401
Website : www.newsamarbangla24x7.in

মা এসেছেন নিজগৃহে। স্বর্ণালঙ্কারে ভূষিতা বড়মা'র কষ্টি পাথরের মূর্তি। আগামীকাল লক্ষ্মীপূজোর দিন বড়মার শতবর্ষের কাঠামো প...
27/10/2023

মা এসেছেন নিজগৃহে। স্বর্ণালঙ্কারে ভূষিতা বড়মা'র কষ্টি পাথরের মূর্তি। আগামীকাল লক্ষ্মীপূজোর দিন বড়মার শতবর্ষের কাঠামো পূজা অনুষ্ঠিত হবে। বড়মা সকলের মঙ্গল করবেন।

#জয়বড়মা
ছবি সৌজন্যে : Naihati Barakali Puja Samity

Naihati Nabaprajanma Social Welfare Society প্রযোজিত "শরতের শিউলি ভোরে, উমা আসছে মায়ের ঘরে..."Video song Coming soon...চ...
18/10/2023

Naihati Nabaprajanma Social Welfare Society প্রযোজিত "শরতের শিউলি ভোরে, উমা আসছে মায়ের ঘরে..."
Video song Coming soon...
চোখ রাখুন #নৈহাটি নবপ্রজন্ম Naihati অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ১৯ অক্টোবর মহাপঞ্চমীতে। আমরা আসছি নবপ্রজন্মের কিছু কাজ নিয়ে তোমাদের কাছে।

তারা স্যুট নিয়ে প্রস্তুত ছিল, মহারাষ্ট্রের রাজনৈতিক উত্থান-পতনের মধ্যে নিতিন গাডকরির খনন।মঞ্জু দাস, ৮ই জুলাই :  শুক্রবা...
08/07/2023

তারা স্যুট নিয়ে প্রস্তুত ছিল, মহারাষ্ট্রের রাজনৈতিক উত্থান-পতনের মধ্যে নিতিন গাডকরির খনন।
মঞ্জু দাস, ৮ই জুলাই : শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি বলেছেন যে যারা মন্ত্রী হতে আগ্রহী তারা এখন দুঃখিত কারণ মাঠটি "ভিড়" হয়ে গেছে এবং তারা তাদের "সেলাই করা স্যুট" দিয়ে কী করবেন তা জানেন না।
মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি স্পষ্ট মন্তব্যে, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি শুক্রবার বলেছিলেন যে যারা মন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষী ছিলেন তারা এখন দু: খিত কারণ ক্ষেত্রটি "ভিড়" হয়ে গেছে এবং তারা জানেন না তাদের "সেলাই করা" নিয়ে কী করবেন।
এখানে নাগপুর বিদ্যাপীঠ শিক্ষা মঞ্চ দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা করার সময়, বিজেপির সিনিয়র নেতা ভুটানের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত "গার্হস্থ্য সুখী মানব সূচক" ধারণার কথা উল্লেখ করেন এবং বলেছিলেন যে বেশিরভাগ মানুষ কখনই সুখী হয় না।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা চলছে পুরোদমে:শ্রেয়সী ভট্টাচার্য্য, কলকাতা: কোলকাতা পুরসভার জমির উপরে যাদবপুর বিশ্ববি...
08/07/2023

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা চলছে পুরোদমে:

শ্রেয়সী ভট্টাচার্য্য, কলকাতা: কোলকাতা পুরসভার জমির উপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।উচ্চস্তরে এই নিয়ে চলছে আলোচনা।
১৯২১সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের "পূর্বপুরুষ" তৎকালীন ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন,বেঙ্গল' বা বঙ্গীয় ভারতীয় শিক্ষা পরিষদকে লিজ - চুক্তিতে জমি দেয় কলকাতা পুরসভা।এই চুক্তির মেয়াদ ফুরিয়ে গিয়েছে ২০২০সালের সেপ্টেম্বর মাসে।তবে করোনার কারণে চুক্তি আর এগোয়নি বলে জানা গিয়েছে।
বঙ্গীয় ভারতীয় শিক্ষা পরিষদ ১০০বিঘা জমি দানের ব্যাপারে সিদ্বান্ত নেয় ১৯২১সালের ২রা সেপ্টেম্বর।পয়লা অক্টোবর সেই জবি ৯৯বছরের লিজ চুক্তিতে হস্তান্তর করা হয়।১৯৩০সালে ৯২বিঘা জমি দান করে কলকাতা পুরসভা।অর্থাৎ মোট ১৯২বিঘা জমি দেওয়া হয় পরিষদকে।
তবে প্রস্তাবটি পুরো এবং নগরান্নয়নের দফতরের চূড়ান্ত অনুমোদন করার পরই এই পক্রিয়াটি শুরু হবে বলে জানা গিয়েছে।

বিদেশে যাবার অনুমতি চায় অভিষেকের স্ত্রী:শ্রেয়সী ভট্টাচার্য্য , কলকাতা: বিদেশে যাবার জন্য কোর্টে দ্বারস্থ হয় অভিষেকের ...
08/07/2023

বিদেশে যাবার অনুমতি চায় অভিষেকের স্ত্রী:

শ্রেয়সী ভট্টাচার্য্য , কলকাতা: বিদেশে যাবার জন্য কোর্টে দ্বারস্থ হয় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়।কারণ বিদেশে যাবার পথে বারবার বাঁধার মুখোমুখি হচ্ছেন তিনি।
রুজিরার বিদেশ যাওয়া নিয়ে অনেক আগেই রাজ্য ও রাজনীতিতে নয়া তরজা দেখা দিয়েছে।আগামী ১২ ই জুলাই রুজিরার শুনানি রয়েছে শীর্ষ আদালতে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশের বিপক্ষে গেলেন রুজিরা। তার হয়ে আদালতে আবেদন জানায় বিখ্যাত আইনজীবী কপিল সিব্বল।
জানা গিয়েছে জুন মাসে বিদেশ জানার পথে কলকাতা বিমানবন্দরে রুজিরাকে আটকানো হয়। এরপরই অভিষেক - পত্নীকে ইডি নোটিশ পাঠায়।তারপর ইডির মুখোমুখি হন রুজিরা।

শিবরাজ চৌহান প্রস্রাবের ঘটনার বিতর্কের মধ্যে আদিবাসীর পা ধুয়ে ফেললেনমঞ্জু দাস, রাজ্য:  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ...
08/07/2023

শিবরাজ চৌহান প্রস্রাবের ঘটনার বিতর্কের মধ্যে আদিবাসীর পা ধুয়ে ফেললেন

মঞ্জু দাস, রাজ্য: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আদিবাসী শ্রমিক দশমত রাওয়াতের পা ধুয়ে দিলেন, যার গায়ে প্রস্রাব করেছিল এক ব্যক্তি। মুখ্যমন্ত্রী, যিনি তাঁর সরকারী বাসভবনে তাঁর সাথে দেখা করেছিলেন, ঘটনার জন্য তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বৃহস্পতিবার সেই আদিবাসী শ্রমিকের সঙ্গে দেখা করেছেন, যাকে একজন ব্যক্তি প্রস্রাব করেছিলেন। শিবরাজ সিং চৌহান তার সরকারি বাসভবনে শ্রদ্ধার চিহ্ন হিসাবে শ্রমিক, দশমত রাওয়াতের পা ধুয়েছিলেন।
সিধি জেলায় শ্রমিকের উপর প্রস্রাব করার সময় ক্যামেরায় ধরা পড়া প্রবেশ শুক্লাকে মঙ্গলবার ও বুধবার মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে। এই কাজের একটি ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক তোলপাড় শুরু করে।

ভোটে ১০টি জায়গাতে রয়েছে কোলকাতা পুলিশ:শ্রেয়সী ভট্টাচর্য্য, কলকাতা: জেলার ১০টি জায়গাতে পঞ্চায়েত ভোটের জন্য দায়িত্ব ...
08/07/2023

ভোটে ১০টি জায়গাতে রয়েছে কোলকাতা পুলিশ:

শ্রেয়সী ভট্টাচর্য্য, কলকাতা: জেলার ১০টি জায়গাতে পঞ্চায়েত ভোটের জন্য দায়িত্ব পড়েছে কলকাতা পুলিশ বাহিনীর উপর।কলকাতা পুলিশ বাহিনীর ১২জন অফিসার এবং কর্মীদের বিভিন্ন জায়গাতে যাবার জন্য বলা হয়েছে।কলকাতা পুলিশ বাহিনীর এক জন করে দায়িত্বে থাকছেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার।একজন ইন্সপেক্টরকে তাকে সাহায্য করার কথা বলা হয়েছে।বৃহস্পতিবার এই পুলিশ বাহিনী বিভিন্ন এলাকাতে ভোটের জন্য রয়না দেবে।তারপর তাদের পৃথক পৃথক জায়গাতে জমায়েত হতে হবে বলে বলা হয়েছে। এরপর সেখান থেকে শুরু হবে তাদের ভোটের ডিউটি।
কলকাতা পুলিশ বাহিনীর সবথেকে বেশী যাচ্ছে পূর্ব মেদিনীপুর এবং হুগলি গ্রামীণ এলাকায় জেলাতে। এই জায়গা দুটিতে দুই হাজার করে কলকাতা পুলিশ পাঠানো হবে বলে জানা গিয়েছে।পূর্ব বর্ধমান ও হাওড়ার গ্রামীণ এলাকাতে যাচ্ছে বসিরহাট পুলিশ বাহিনী।
এই সব বিভিন্ন এলাকাতে পুলিশ বাহিনী ভোটের দায়িত্বে চলে গেলে দেশের নিরাপত্তা দেখার দায়িত্ব কে নেবে তাই নিয়ে চিন্তায় পড়েছে থানাগুলো। থানাগুলোকে সতর্ক থাকার কথা বলা হয়েছে।এছাড়াও বিভিন্ন গার্ডকে ভোটের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে।
চারটি পঞ্চায়েত এলাকাতে ৪১ টি ভোটগ্রহণ কেন্দ্রে ৭৩টি বুথে এবার পঞ্চায়েত ভোট হবার কথা বলা হয়েছে।এই এলাকাগুলিতে দুটি কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার কথা বলা হয়েছে।এদের সঙ্গে থাকছে কলকাতা পুলিশ বাহিনী।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিদ্যুৎকে অপরিহার্য পরিষেবা হিসাবে ঘোষণা করেছেন।মঞ্জু দাস, নতুন দিল্লি :দিল্লির লেফটেন্যান্ট...
08/07/2023

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিদ্যুৎকে অপরিহার্য পরিষেবা হিসাবে ঘোষণা করেছেন।

মঞ্জু দাস, নতুন দিল্লি :দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা বিদ্যুৎ সংক্রান্ত পরিষেবাগুলিকে অপরিহার্য এবং বিদ্যুৎ কর্মীদের দ্বারা নিষিদ্ধ ধর্মঘট হিসাবে ঘোষণা করেছেন।
বিদ্যুৎ কর্মচারীদের ধর্মঘটের ওপর নিষেধাজ্ঞা আরো ছয় মাস বাড়ানো হয়েছে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা বিদ্যুৎকে "প্রয়োজনীয় পরিষেবা" হিসাবে ঘোষণা করেছেন এবং জাতীয় রাজধানীতে বিদ্যুতের সরবরাহ ও বিতরণে নিযুক্ত সংস্থাগুলির কর্মচারী এবং প্রকৌশলীদের ধর্মঘটের উপর নিষেধাজ্ঞা বাড়িয়েছেন।

বিদ্যুৎ কর্মচারীদের ধর্মঘটের উপর নিষেধাজ্ঞা ৩রা জানুয়ারি, ২০২৪ পর্যন্ত ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল।
সোমবার জারি করা একটি বিজ্ঞপ্তিতে, দিল্লি সরকার বলেছে যে লেফটেন্যান্ট গভর্নর বিএসইএস রাজধানী পাওয়ার লিমিটেড, বিএসইএস যমুনা পাওয়ার লিমিটেড, টাটা পাওয়ার দিল্লি ডিস্ট্রিবিউশন লিমিটেড, দিল্লি ট্রান্সকো লিমিটেড, ইন্দ্রপ্রস্থ পাওয়ার জেনারেশন কোম্পানি এবং প্রগতির বিদ্যুৎ কর্মচারী এবং ইঞ্জিনিয়ারদের পরিষেবা ঘোষণা করেছেন। পাওয়ার কর্পোরেশন, "প্রয়োজনীয়" হিসাবে বিদ্যুতের সরবরাহ এবং বিতরণে নিযুক্ত।

সব্জির দাম কবে কমবে তাই নিয়ে মাথায় হাত ক্রেতাদের:শ্রেয়সী ভট্টাচার্য্য, কলকাতা:দিন দিন বাড়তে চলেছে সব্জির দাম।শুধু সব...
08/07/2023

সব্জির দাম কবে কমবে তাই নিয়ে মাথায় হাত ক্রেতাদের:

শ্রেয়সী ভট্টাচার্য্য, কলকাতা:দিন দিন বাড়তে চলেছে সব্জির দাম।শুধু সব্জীই নয় মাছ ,মাংস এর দাম ও দিন দিন চরম থেকে চরম পর্যায়ে বেড়েই চলেছে।এই বাজারে দিন আনা দিন খাওয়া মানুষদের বেচেঁ থাকা খুবই দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে।
গত সপ্তাহে মানুষের মাথায় হাত সবিজীর দাম দেখে।সব জিনিসের দাম ৪০০টাকার বেশী হয়ে গেলো।কোনটার দাম দ্বিগুণ,কোনটা চারগুণ আবার কোনটার দাম পাঁচগুণ বেড়ে গিয়েছে।সাপ্তাহিক বাজার করতে এসে মানুষ দেখছে বাজারে সব জিনিসের দাম ৬৫০টাকা বৃদ্বি পেয়েছে।
আমাদের দেশে বাইরের রাজ্য থেকে সব শাক - সব্জি আসে।পাইকারি ব্যাবসায়ীদের দাবি গাজর,টমেটো,ফুলকপি,আদা ইত্যাদি নানাবিদ সবজি বাইরে থেকে আসে।ঝাড়খণ্ডের রাঁচি থেকেও আসে নানা রকমের হরেক রকমের সবজির সমারোহ।সেই সব সজির দাম এখন আগুন।শুধু সবজি নয় বিপুল হারে বাড়ছে জ্বালানি তেলের মূল্যও।
চাষীদের দাবি এখনও পর্যন্ত কমবে না সবজির দাম।সবে মাত্র প্রবেশ করেছে বর্ষা।নতুন গাছ সবে পুষ্ট হচ্ছে।নতুন সবজি আসতে এখনও দিন পনেরো মত বাকি।ততদিন এই আগুন দামেই খেতে হবে সবজি।

দিল্লি হাইকোর্ট সোমবার প্রচলন থেকে ২,০০০ টাকার নোট প্রত্যাহার করার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) সিদ্ধান্তকে চ্য...
08/07/2023

দিল্লি হাইকোর্ট সোমবার প্রচলন থেকে ২,০০০ টাকার নোট প্রত্যাহার করার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা পিটিশন খারিজ করেছে।

মঞ্জু দাস, দেশ: প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি সুব্রামোনিয়াম প্রসাদের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ আবেদনটি প্রত্যাখ্যান করেছে৷
পিটিশনটি রজনীশ ভাস্কর গুপ্ত নামে একজন উকিল দ্বারা দায়ের করা হয়েছিল যিনি দাবি করেছিলেন যে আরবিআই আইনের অধীনে ব্যাঙ্কনোট বন্ধ করার জন্য আরবিআই-এর কোনও স্বাধীন ক্ষমতা নেই।
তিনি বলেছিলেন যে ব্যাঙ্কনোট বন্ধ করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে এবং এটি দেখানোর মতো কিছুই নেই যে সরকার এই ধরনের কোনও আদেশ পাস করেছে।
হাইকোর্ট, ২৯ মে, ভারতীয় জনতা পার্টি (BJP) নেতা, অশ্বিনী উপাধ্যায়ের দ্বারা দায়ের করা একটি আবেদন খারিজ করে দিয়েছিল যে কোনো পরিচয় প্রমাণের প্রয়োজন ছাড়াই এই নোটগুলি পরিবর্তন করার RBI-এর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে৷
আদালত পর্যবেক্ষণ করেছে যে ২,০০০ নোট তাদের উদ্দেশ্য পূরণ করেছে এবং এটি প্রত্যাহারের সিদ্ধান্ত একটি নীতিগত বিষয় যা আদালতের দ্বারা হস্তক্ষেপ করা উচিত নয়।
অতএব, এটা বলা যাবে না যে সরকারের সিদ্ধান্ত বিকৃত বা স্বেচ্ছাচারী বা এটি কালো টাকা, অর্থ পাচার, মুনাফাখোর বা এটি দুর্নীতিকে উৎসাহিত করে," রায়ে বলা হয়েছিল।
উপাধ্যায় তার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে যান, যা বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন। গত মাসে, সুপ্রিম কোর্ট জরুরীভাবে বিষয়টির তালিকা করতে অস্বীকার করে।

ঝরনা থেকে মৃত্যু দুই পর্যটকের:শ্রেয়সী ভট্টাচার্য্য, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝরনা থেকে পড়ে মৃত্যু হয়ে...
08/07/2023

ঝরনা থেকে মৃত্যু দুই পর্যটকের:

শ্রেয়সী ভট্টাচার্য্য, চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাইয়ের রূপসী ঝরনা থেকে পড়ে মৃত্যু হয়েছে দুই যুবকের।
একজনের নাম হল আবসার এবং ওপর জনের নাম আরিফুল ইসলাম আরিফ।একজনের বয়স ১৬বছর এবং অপরজনের বয়স ১৭বছর।প্রথমজন অষ্টম শ্রেণীর ছাত্রী এবং দ্বিতীয় জন হল ডেকোরেটর দোকানের কর্মচারী।
আবসারের বড় ভাইয়ের স্ত্রী পলি বলেন যে রবিবার নয়জন বন্ধু মিলে সকালে রূপসী ঝরনায় ঘুরতে গিয়েছিল।কিন্তু সন্ধ্যায় আসে ভয়ঙ্কর দুঃসংবাদ।রাত ৯টা তে খবর আসে যে আফসার এবং আরিফ আর এই পৃথিবীতে নেই।আবসার ছিলেন সবচেয়ে ছোটো ছেলে।
মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে।তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী মোদী: সরকার কৃষকদের জন্য ৬.৫ লক্ষ কোটি টাকা খরচ করছে। মঞ্জু দাস, ভারত: শনিবার বলেছিলেন যে কেন্দ্র বার্ষিক ...
08/07/2023

প্রধানমন্ত্রী মোদী: সরকার কৃষকদের জন্য ৬.৫ লক্ষ কোটি টাকা খরচ করছে।

মঞ্জু দাস, ভারত: শনিবার বলেছিলেন যে কেন্দ্র বার্ষিক ৬.৫ লক্ষ কোটি টাকারও বেশি কৃষি এবং কৃষকদের জন্য ব্যয় করছে এবং তার সরকার নিশ্চিত করছে যে প্রতিটি কৃষক কোনও না কোনওভাবে বছরে প্রায় ৫০০,০০০ টাকা পাবে, এটিকে "মোদীর গ্যারান্টি" বলে অভিহিত করেছে এবং কেবল একটি প্রতিশ্রুতি নয়, বিশেষ করে বিরোধী দলগুলির নির্বাচনী প্রতিশ্রুতিতে একটি ঠাট্টা হিসাবে দেখা একটি মন্তব্।
শনিবার দিল্লিতে 17তম ভারতীয় সমবায় কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, " ইয়ে মোদি কি গ্যারান্টি হ্যায়। অর ম্যায়নে জো কিয়া হ্যায়, ওহ বাতা রাহা হুঁ, বাদে না বাতা রাহা হুঁ।
"কেন্দ্রে বিজেপি সরকারের অধীনে, একটি গ্যারান্টি রয়েছে যে প্রতিটি কৃষক বিভিন্ন আকারে ৫০,০০০ টাকা পাবেন," তিনি বলেছিলেন।
পরে, এমপির মহাকৌশাল অঞ্চলের আদিবাসী-অধ্যুষিত শাহদোলে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী তার সরকারের নীতি বাস্তবায়নের ট্র্যাক রেকর্ডকে আরও বাড়িয়ে তোলেন কারণ তিনি এটিকে ভোটের সময় প্রতিশ্রুতি পূরণে বিরোধী দলগুলি, বিশেষত কংগ্রেসের অভিযোগের ব্যর্থতার সাথে তুলনা করেছিলেন। তিনি জনগণকে "পরিবার কেন্দ্রিক" রাজনৈতিক দলগুলির দ্বারা দেওয়া "জাল গ্যারান্টি" থেকে সতর্ক থাকতে বলেছেন।
"যারা জাল গ্যারান্টি দিচ্ছে তাদের থেকে সাবধান। এই ধরনের লোকেরা তাদের নিজস্ব (রাজনৈতিক) গ্যারান্টি না থাকা সত্ত্বেও গ্যারান্টির স্কিম নিয়ে এসেছে," মোদি বিরোধী শিবিরে বিবাদের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে এটি একটি বিজেপি-বিরোধী ফ্রন্ট তৈরি করার চেষ্টা করছে। .কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ১২ জুন পার্টির ২০২৩ প্রচারাভিযান শুরু করেছিলেন পাঁচটি ভোটের গ্যারান্টি সহ, যার মধ্যে বিনামূল্যে শক্তি এবং মহিলাদের জন্য মাসে ১,৫০০ টাকা রয়েছে৷
যখন তারা আপনাকে বিনামূল্যে বিদ্যুতের গ্যারান্টি দেবে, জেনে রাখুন তারা বিদ্যুতের দাম বাড়িয়ে দেবে। তারা যখন বিনামূল্যে ভ্রমণের গ্যারান্টি দেয়, তখন বুঝবেন পুরো পরিবহন ব্যবস্থাই ধ্বংস হয়ে যাবে,” বলেন প্রধানমন্ত্রী।
সমবায়ের বৈঠকে, মোদি বলেছিলেন যে খাদ্য সুরক্ষার বিষয়ে আলোচনাটি কেবল গম, চাল এবং আখের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, আমদানি নির্ভরতা কমাতে তৈলবীজ, ডাল এবং অন্যান্য আইটেমগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য বিস্তৃত করা উচিত। "আমরা সবসময় বলি যে ভারত খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু সত্য কী? শুধুমাত্র গম, চাল এবং আখের স্বয়ংসম্পূর্ণতাই যথেষ্ট নয়," তিনি বলেন, ভারত কীভাবে বছরে প্রায় ২-২.৫ লক্ষ টাকা খরচ করে।
মোদি বিশেষ করে ভাল রপ্তানি কর্মক্ষমতার জন্য দুগ্ধ খাতের উল্লেখ করেছেন এবং গ্রামের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে রেজোলিউশনের সাথে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি একটি নতুন অনুপ্রেরণার কথা উল্লেখ করেছেন।

কর্নাটকে হামলা হল বন্দে ভারতে,পাথর ছুরল,ভাঙলো জানালার কাঁচ:শ্রেয়সী ভট্টাচার্য্য, ব্যাঙ্গালোর: বন্দে ভারতে আবার শুরু হল ...
08/07/2023

কর্নাটকে হামলা হল বন্দে ভারতে,পাথর ছুরল,ভাঙলো জানালার কাঁচ:

শ্রেয়সী ভট্টাচার্য্য, ব্যাঙ্গালোর: বন্দে ভারতে আবার শুরু হল হামলা, ছুড়ল পাথর ,ভাঙলো জানালার কাঁচও।বন্দে ভারতটি শনিবার ধারওয়ার থেকে ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছিল।ট্রেনটি ধারওয়ার স্টেশন ছাড়ার কিছুক্ষন পর যখন সেটি দেবঙ্গিরি স্টেশনে যখন ঢোকে তখন বাজে বিকেল ৩টে কি ৪টে।তখনই শুরু হয় ট্রেনকে কেন্দ্র করে হামলা।
ট্রেনের সি 8 কামড়াতে শুরু হয় হামলা।তবে কে বা কারা এই হামলা করেছে বা হামলার সাথে যুক্ত তা খতিয়ে দেখছে সুরক্ষাবাহিনী।২৮শে জুন ধাওয়ার থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উদ্বোধনের ৪৮ঘণ্টা পরই হামলা হয় এই বন্দে ভারতের। ধাওয়ার থেকে দেবঙ্গিরি পর্যন্ত কোথায় বন্দে ভারতে কোথায় হামলা চালানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই হামলা প্রথম নয় এর আগেও বন্দে ভারতে হামলা হয়েছিল।এই হামলা তৃতীয়বার হয়েছে।শুধু কর্নাটকে নয় দেশের যে সব অঞ্চলে বন্দে ভারত চলেছে সেইসব জায়গাতে বন্দে ভারতকে কেন্দ্র করে হামলা হয়েছে বলে জানা গিয়েছে।অভিযুক্তদের দ্রুত শনাক্তকরণের কাজ চলছে।দ্রুত চিহ্নিতকরন হলে তাদের গেপ্তার করা হবে বলে জানা গিয়েছে।তবে কেউ নিহত হয়নি শুধু ট্রেনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাহুল গান্ধী মণিপুরীদের শান্তির দিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেনমঞ্জু দাস,রাজ্য:  কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২০জুন,...
03/07/2023

রাহুল গান্ধী মণিপুরীদের শান্তির দিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন

মঞ্জু দাস,রাজ্য: কংগ্রেস নেতা রাহুল গান্ধী ২০জুন, ২০২৩-এ মণিপুরের একটি ত্রাণ শিবিরে শিশুদের সাথে দেখা করেছেন৷
কংগ্রেস নেতা রাহুল গান্ধী মণিপুরের জনগণকে শান্তির দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন যে সহিংসতার মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না কারণ তিনি প্রায় দুই মাস ধরে জাতিগত সহিংসতার মধ্যে থাকা রাজ্যে তার দুই দিনের সফর শেষ করেছেন।
শুক্রবার সকালে, গান্ধী একটি হেলিকপ্টারে করে মোইরাং পরিদর্শন করেন এবং দুটি ত্রাণ শিবিরে লোকেদের সাথে দেখা করেন, মেইতি এবং কুকি সম্প্রদায়ের লোকদের সাথে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং, কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে.সি. ভেনুগোপাল, মণিপুর পিসিসি সভাপতি কেশম মেঘচন্দ্র সিং এবং প্রাক্তন সাংসদ অজয় ​​কুমার।
একটি ইনস্টাগ্রাম পোস্টে, তিনি বলেছিলেন যে সহিংসতার কারণে যারা প্রিয়জন এবং ঘরবাড়ি হারিয়েছেন তাদের দুর্দশা দেখতে এবং শোনার জন্য এটি "হৃদয়বিদারক" ছিল। “আমার দেখা প্রতিটি ভাই, বোন এবং শিশুর মুখে সাহায্যের জন্য আর্তনাদ রয়েছে। মণিপুরের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রয়োজন তা হল শান্তি – আমাদের জনগণের জীবন ও জীবিকা সুরক্ষিত করার জন্য। আমাদের সমস্ত প্রচেষ্টাকে সেই লক্ষ্যে একত্রিত হতে হবে,” তিনি বলেছিলেন।
মিডিয়ার সাথে কথা বলার সময়, তিনি সহিংসতাকে "ভয়াবহ ট্র্যাজেডি" হিসাবে বর্ণনা করেছেন যা মণিপুর এবং ভারতের জনগণের জন্য বেদনাদায়ক। গান্ধী বলেছিলেন যে ত্রাণ শিবিরগুলিতে মৌলিক সুযোগ-সুবিধাগুলি উন্নত করা উচিত এবং আরও ভাল খাবার সরবরাহ করা উচিত।
তিনি বলেন, রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে তিনি যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত।
সংঘর্ষের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা সম্পর্কে সাংবাদিকদের মন্তব্য করতে জিজ্ঞাসা করা হলে, গান্ধী হিন্দিতে জবাব দিয়েছিলেন, “আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি। আমি এসব বিষয়ে মন্তব্য করব না। আমি আশা করি মণিপুরে শীঘ্রই শান্তি ফিরে আসবে।”
গান্ধী ইম্ফালে রাজনৈতিক দলের নেতা এবং সুশীল সমাজের সদস্যদের সাথেও দেখা করেছেন।
শুক্রবার, মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং তার পদত্যাগ করার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু তার সমর্থকরা তার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ করার পরে তিনি তা করতে অস্বীকার করেছিলেন। সিংকে বেশ কিছু কুকি বিধায়ক কুকি-বিরোধী এবং মেইতেই লিপুন এবং আরামবাই টেঙ্গোলের মতো মেইতি গোষ্ঠীর পাশে থাকার জন্য অভিযুক্ত করেছেন, যেগুলি তারা দাবি করেছে যে তারা উপজাতীয় সম্প্রদায়ের উপর হামলার সাথে জড়িত।

ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিনে কেন পালন করা হয় শুভ চিকিৎসা দিবস:শ্রেয়সী ভট্টাচার্য্য, ভারত : ১লা জুলাই সারা বিশ্বে...
03/07/2023

ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিনে কেন পালন করা হয় শুভ চিকিৎসা দিবস:

শ্রেয়সী ভট্টাচার্য্য, ভারত : ১লা জুলাই সারা বিশ্বে পালিত হয় শুভ চিকিৎসা দিবস।এই দিনে জন্মেছিলেন ডাক্তার বিধান চন্দ্র রায়।শুধু জন্মেছিলেন না এই দিনেই তার মৃত্যু হয়েছিল।তাই এই একই দিনে পালিত হয় তাঁর জন্ম এবং মৃত্যু দিন।
স্বাধীনতা সংগ্রামের অন্যতম ভূমিকা পালন করেছিলেন ডাক্তার বিধান চন্দ্র রায়।গান্ধীজি, জওহরলাল নেহেরু,কবিগুরু বীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে দেশের সব গণ্যমান্য ব্যক্তিবর্গদের চিকিৎসার দায়ভার নিয়েছিলেন বিধান চন্দ্র রায়।লন্ডনের ডাক্তারী পড়া শেষ করেই বিধান চন্দ্র রায় চলে আসেন দেশে কারণ জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করার জন্য। শোনা যায় যে রোগীকে না ছুঁয়েই তিনি বলে দিতেন রোগীর কি রোগ হয়েছে ।
শুধু ডাক্তারই নয় তিনি ছিলেন স্বাধীন দেশে বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী।তিনি ছিলেন পশ্চিমবঙ্গের অন্যতম রূপকার।তিনি মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও রাজ্যের রূপরেখা তৈরী করেছিলেন।তার উদ্যোগেই গড়ে উঠেছিল কল্যাণী, সল্টলেকের মত প্ল্যানড সিটি।
বিধান চন্দ্র রায় ভারতের সকল নাগরিকদের সাশ্রয়ী মূল্যে চিকিৎসা করতেন।তিনি বেশ কয়েকটি হাসপাতাল নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো হল যাদবপুরের টিবি হাসপাতাল,চিত্তরঞ্জন সেবা সদন,কমলা নেহেরু মেডিক্যাল মেমোরিয়াল হাসপাতাল,ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ইত্যাদি আরো হাসপাতাল।বিধান চন্দ্র রায়ের এই উদ্যোগের জন্যই ১লা জুলাই ১৯৬২ সালে তার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে তাকে ভারতরত্ন দেওয়া হয়।

আবারও ইডির অফিসে ডাক পড়তে পারে তৃণমূল অভিনেত্রী সায়নী ঘোষেরঅয়ন্তিকা পাল : নিয়োগ দুর্নীতি মামলা এবার টানা ১১ ঘণ্টা ইড...
03/07/2023

আবারও ইডির অফিসে ডাক পড়তে পারে তৃণমূল অভিনেত্রী সায়নী ঘোষের

অয়ন্তিকা পাল : নিয়োগ দুর্নীতি মামলা এবার টানা ১১ ঘণ্টা ইডির অফিসে তৃণমূল অভিনেত্রী সারনী ঘোষ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিত দেন, তাকে আবার ডাকা হতে পারে আগামী ৫ই জুলাই বুধবার সায়নীকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই আবারও হাজিরা দিতে হবে বলা হয়েছে।
১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে কমপ্লেক্সের বাইরে বেরোন যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষ।সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান,তদন্তে সাধ্যমত সহযোগিতা করেছি।বেশ কিছু ডকুমেন্ট চেয়েছেন ইডি র আধিকারিকরা।দরকার হলে ইডি আবার তাকে তলব করতে পারে।সায়নীর দাবি তিনি একশো শতাংশ তদন্তে সহযোগিতা করছেন। প্রয়োজনে যতবার ডাকবে ততবার আসতে প্রস্তুত বলে জানিয়েছেন।
তবে আবার কেন ইডির তলব সায়নী জানান,আমি কিছু বেসিক নথি জমা দিয়েছি।ইডি আধিকারিকরা আরো কিছু নথি চেয়ে পাঠিয়েছেন।শুক্রবার সকালে ১১ টা ২০ নাগাদ ইডি অফিসে হাজিরা দেন সায়নী।নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে তার কোন যোগসূত্র আছে কিনা তা জানতে প্রথমে মামলায় ওঠে সায়নী ঘোষের নাম।

নিয়োগ দুর্নীতি মামলার জেরার মুখে সায়নী ঘোষ:শ্রেয়সী ভট্টাচার্য্য, কলকাতা : শুক্রবার ইডির সমন অনুযায়ী সিজিও কমপ্লেক্সে...
03/07/2023

নিয়োগ দুর্নীতি মামলার জেরার মুখে সায়নী ঘোষ:

শ্রেয়সী ভট্টাচার্য্য, কলকাতা : শুক্রবার ইডির সমন অনুযায়ী সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূল সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ।মঙ্গলবার ইডির নোটিশ যায় সায়নী ঘোষের কাছে।ইডি তাকে শুক্রবার সকাল ১১টা নাগাদ হাজিরা দেবার কথা বলেন।এরপরই শুরু হয় জল্পনা সায়নী ঘোষ সত্যিই হাজিরা দেবেন কিনা।তবে শুক্রবার ১১.৩০নাগাদ সায়নী ঘোষকে হাজিরা দিতে দেখা যায়।
শিক্ষা নিয়োগের দুর্নীতির চক্র এর আগে গেপ্তার করা হয়েছে নেতা থেকে শুরু করে মন্ত্রী ,বিধায়ক এবং আরো অনেককে।জেরাও করা হয়েছে তাদের অনেককে।তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের গেপ্তারীর পর তদন্ত চালাচ্ছে তৃণমূল তদন্তকারী সংস্থা।
অভিনেতা বনি সেনগুপ্তকে এর আগে জেরা করা হয়েছিল বলে জানা গিয়েছে।এবার ডেকে পাঠানো হল তৃণমূলের যুব সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে।সম্পত্তি সংক্রান্ত কেনাবেচার বিষয়ে তার সংযোগ আছে বলে তাকে এই তলব করা হয়েছে।
কুন্তল ঘোষের গেপ্তারের পর তৎকালীন তৃণমূল নেতা সায়নী ঘোষের সাথে তার সংযোগ আছে বলে জল্পনা শুরু হয়।অনেক অনুষ্ঠানে সায়নী এবং কুন্তলকে পাশাপাশি দাঁড়িয়ে ছবি প্রকাশ্যে আসে ।তবে কুন্তলকে পরবর্তীকালে
বহিষ্কার করা হয়।

রাজ্যপাল আরএন রবি কর্তৃক স্থগিত রাখা মন্ত্রী হিসাবে সেন্থিল বালাজিকে বরখাস্ত করার আদেশ মঞ্জু দাস : রাজ্যপাল আরএন রবি সেন...
03/07/2023

রাজ্যপাল আরএন রবি কর্তৃক স্থগিত রাখা মন্ত্রী হিসাবে সেন্থিল বালাজিকে বরখাস্ত করার আদেশ

মঞ্জু দাস : রাজ্যপাল আরএন রবি সেন্থিল বালাজিকে বরখাস্ত করার আদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরামর্শ করার কথাও ভাবছেন বলে জানা গেছে।
রাজ্যপাল আর এন রবি গতকাল (২৯ জুন) সেন্থিল বালাজিকে মন্ত্রী পরিষদ থেকে বরখাস্ত করেছেন তাৎক্ষণিকভাবে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দ্বারা গ্রেফতার হওয়ার পর বালাজি মন্ত্রিসভা ছাড়াই মন্ত্রিসভায় ছিলেন।
রাজভবন থেকে জারি করা একটি প্রেস রিলিজ বলেছিল, "মন্ত্রী থিরু ভি. সেন্থিল বালাজি চাকরির জন্য নগদ অর্থ নেওয়া এবং অর্থ পাচার সহ দুর্নীতির একাধিক মামলায় গুরুতর ফৌজদারি মামলার মুখোমুখি হচ্ছেন৷
"একজন মন্ত্রী হিসাবে তার পদের অপব্যবহার করে, তিনি তদন্তকে প্রভাবিত করছেন এবং আইন ও ন্যায়বিচারের যথাযথ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন। বর্তমানে তিনি একটি ফৌজদারি মামলায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন যা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্বারা তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে আরও কিছু ফৌজদারি মামলা রয়েছে। দুর্নীতি আইন এবং ভারতীয় দণ্ডবিধি রাজ্য পুলিশ তদন্ত করছে।
"যৌক্তিক আশংকা রয়েছে যে মন্ত্রী পরিষদে থিরু ভি সেন্থিল বালাজির ধারাবাহিকতা ন্যায্য তদন্ত সহ আইনের যথাযথ প্রক্রিয়াকে প্রতিকূলভাবে প্রভাবিত করবে যা শেষ পর্যন্ত রাজ্যের সাংবিধানিক যন্ত্রপাতি ভেঙে যেতে পারে৷
"এই পরিস্থিতিতে, মাননীয় রাজ্যপাল অবিলম্বে মন্ত্রিপরিষদ থেকে থিরু ভি সেন্থিল বালাজিকে বরখাস্ত করেছেন।"
থাঙ্গাম থেন্নারাসু এবং এস মুথুসামির কাছে বালাজির পোর্টফোলিওগুলি পুনঃনির্ধারণ করার সময়, রাজ্যপাল রবি বলেছিলেন যে তিনি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রী পরিষদে বালাজির অব্যাহত থাকার সাথে একমত নন।
বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগাম (এআইএডিএমকে) বালাজিকে বরখাস্ত করার দাবি জানিয়ে আসছে এবং এই বিষয়ে রাজ্যপাল রবির সাথে দেখা করেছে।
আদেশের প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বলেছিলেন যে রাজ্যপালের কোনও মন্ত্রীকে বরখাস্ত করার ক্ষমতা নেই এবং বিষয়টি আদালতে নিয়ে যাওয়া হবে।

তৃণমূল নেতা কে লক্ষ্য করে গুলি দক্ষিণেশ্বরেঅয়ন্তিকা পাল :  দক্ষিণেশ্বরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।এই ঘটন...
03/07/2023

তৃণমূল নেতা কে লক্ষ্য করে গুলি দক্ষিণেশ্বরে

অয়ন্তিকা পাল : দক্ষিণেশ্বরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।এই ঘটনা নিয়ে গোটা এলাকার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সামনে পঞ্চায়েত নির্বাচন তা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি।দক্ষিণেশ্বরের আড়িয়াদহে যুব তৃণমূল নেতা অরিত্র ঘোষ হরফে বুম্বাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়াতে গুলি লাগেনি।
রড দিয়ে মেরে তৃণমূল নেতার হাত-পা ভেঙে দেওয়া হয়।আহত তৃণমূল নেতাকে কামারহাটির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।ওই ব্যক্তির হাত পা ভেঙ্গে গেছে বা অনেক রক্তক্ষরণ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।গোটা ঘটনার স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত সিংহের দিকে অভিযোগের আঙুল উঠেছে।দলীয় স্তরে অরিত্র এবং জয়ন্ত এর মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘড়িয়া থানার পুলিশ।তারা ঘটনার তদন্ত শুরু করেছে।ঠিকই কি কারণ এমন ঘটনা ঘটল?পুলিশের দাবি কোনরকম গুলি চালানো হয়নি।তৃণমূল নেতা অরিত্র পুলিশের কাছে দাবি করেন দোষীদের শাস্তি চাই। অরিত্র বিরোধী গোষ্ঠীর দিকে আঙুল তুলেছেন।তিনি জানান বাবুপাড়ার কাছে জয়ন্ত,সৈকত মান্না সহ ১৫ থেকে ২০ জন তাকে ঘিরে ধরে।তারপরে তার দিকে গুলি চালানো হয় বলে দাবি করেছেন।

ঈদে মুক্তি হল কয়েকটি সিনেমা:শ্রেয়সী ভট্টাচার্য্য, ২৯শে জুন,২০২৩,কলকাতা:কোরবানির ঈদে মুক্তি পেল কয়েকটি বিখ্যাত সিনেমা।...
29/06/2023

ঈদে মুক্তি হল কয়েকটি সিনেমা:

শ্রেয়সী ভট্টাচার্য্য, ২৯শে জুন,২০২৩,কলকাতা:কোরবানির ঈদে মুক্তি পেল কয়েকটি বিখ্যাত সিনেমা।সেগুলো হল হিমেল আশরাফের "প্রিয়তমা", রায়হান রাফির "সুড়ঙ্গ",চয়নিকা চৌধুরীর "প্রহেলিকা", বন্ধন বিশ্বাসের "লাল শাড়ি",সৈকত নাসিরের "ক্যাসিনো"।

এই সিনেমাগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে শাকিব খানের "প্রিয়তমা"।এখানে ৮০বছরের বৃদ্ধর লুকে দেখা গিয়েছে শাকিবকে।শাকিবের নায়িকার ভূমিকায় দেখা গিয়েছে কলকাতার ইধিকা পালকে।সিনেমাটি এই মুহূর্তে ১০৭টি হলে রমরমা করে চলছে।

এরপরেই নজর কেড়েছে ছোটপর্দার সুপারস্টার আরফান নিশো অভিনীত সিনেমা "সুড়ঙ্গ"।এই প্রথমবার ছোটপর্দা থেকে বড়পর্দায় পা দিলেন আরফান। আরফানের নায়িকা হিসেবে দেখা গেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তমা মির্জাকে।এই সিনেমাটি ২৭ টি সিনেমা হলে দেখা যাচ্ছে।

এই সিনেমা গুলো ছাড়াও চলতি মাসে মুক্তি পেয়েছে নিরবের সিনেমা "ফিরে দেখা"।এছাড়াও মুক্তি পেয়েছে "ক্যাসিনো"।নীরবের নায়িকার ভূমিকায় অভিনয় করছে বুবলি।সিনেমাটি প্রযোজনা করেছেন রাজিব সারওয়ার।

আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস,তবে আবারো বাড়তে পারে তাপমাত্রার পারদ!বড়সড় হওয়া বদলের পূর্বাভাসঅয়ন্তিক...
29/06/2023

আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস,তবে আবারো বাড়তে পারে তাপমাত্রার পারদ!বড়সড় হওয়া বদলের পূর্বাভাস

অয়ন্তিকা পাল,২৯ শে জুন, ২০২৩: নিম্নচাপের প্রভাবের দু'দিন বৃষ্টি চলছে। ফলে তাপমাত্রা অনেকটাই কমেছে। বৃহস্পতিবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।শুক্রবার থেকে ফের হওয়া বদল হবে।কমবে বৃষ্টির পরিমাণ।কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমেছে। গত বুধবার থেকে টুকটাক বৃষ্টি চলছে।যার ফলে কলকাতার অলিতে গলিতে জল জমেছে।যার ফলে ভুগছে কলকাতাবাসীর একাধিক এলাকা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ডিগ্ৰি যা স্বাভাবিক ৫ ডিগ্রি কম এবং এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ।
জুন মাসে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের ঘাটতি।এর কারণ হিসেবে বর্ষা দেরিতে প্রবেশ করাকে দায়ী করা হয়েছে। তবে জানা গিয়েছে চলতি বছরের স্বাভাবিক হবে বর্ষা।দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।কিছুটা কমবে বৃষ্টি।তবে শুক্রবার থেকে আরো কমবে বৃষ্টির পরিমাণ। যার ফলে তাপমাত্রার পারদ বাড়বে।আগামীকাল কিছুটা হাওয়া বদলে পূর্বাভাস রয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে চলতি মাসে উল্লেখযোগ্য ভাবে কমেছে তাপমাত্রার পারদ।গ্রীষ্মের দাবদাহের পর স্বাভাবিকভাবে তাপমাত্রা কমাতে অনেকটাই স্বস্তিতে সাধারণ মানুষ।

বর্ষার শুরু এবং তার থেকেই পুরসভার শুরু হয়েছে কপালে ভাঁজ পড়া :শ্রেয়সী ভট্টাচার্য্য, কলকাতা:বর্ষার শুরু থেকেই বিপজ্জনক ...
29/06/2023

বর্ষার শুরু এবং তার থেকেই পুরসভার শুরু হয়েছে কপালে ভাঁজ পড়া :

শ্রেয়সী ভট্টাচার্য্য, কলকাতা:বর্ষার শুরু থেকেই বিপজ্জনক বাড়িগুলো নিয়ে কপালে ভাঁজ পড়া শুরু হয়ে গেছে পুরসভার।পুরসভার সূত্রে খবর প্রায় তিন হাজারের বেশী বাড়িঘরের অবস্থা খুব খারাপ।পুরসভার লোকেরা বাড়িগুলো বার বার খালি করতে বলা হলেও ভাড়াটেরা বেঁকে দাঁড়াচ্ছেন ।
ধর্মতলা মোড়ে ৯এবং ১০নম্বর জহরলাল নেহেরু রোডের এই দুই বহুতলকে পুরসভা বিপজ্জনক বলে ঘোষণা করেছেন। গত ১০ই জুন এই দুই বাড়ির অবস্থা খুব খারাপ বলে তাদের খালি করে দেবার কথা বললে তারা আদালতের দ্বারস্থ হন।বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও ভাড়াটেরা বাড়িগুলো খালি করেছে না বলে জানায় পুরসভার লোকেরা।
জহরলাল নেহেরু রোডের ওই দুই বাড়িতে গিয়ে দেখা যায় যে বাড়ি দুটির চারপাশে বড় বড় গাছ উঠেছে এবং চারপাশে ফাটল দেখা দিয়েছে।যেকোনো সময় ওই বাড়ির উপরের অংশে ভেঙে পরে দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশ এবং পুরসভার লোকেরা জাল লাগাতে চান।
বাড়ির অবস্থা খুবই শোচনীয়।বাড়িটি ভেঙে পড়তে পারে যেকোনো সময়ে।পুরসভার লোকেরা বাড়িটি খালি করার জন্য ভাড়াটাদের চাপ দিচ্ছে।

সেনসেক্স, নিফটি  রেকর্ড উচ্চ ছুঁয়েছে;  সমস্ত সেক্টর সবুজ, আদানি স্টক এবং এসবিআই ব্যবসামঞ্জু দাস, দেশ:  সমস্ত সেক্টর সবু...
29/06/2023

সেনসেক্স, নিফটি রেকর্ড উচ্চ ছুঁয়েছে; সমস্ত সেক্টর সবুজ, আদানি স্টক এবং এসবিআই ব্যবসা

মঞ্জু দাস, দেশ: সমস্ত সেক্টর সবুজ রঙে খোলা হয়েছে, এবং সমস্ত বিস্তৃত সূচকগুলি উদ্বোধনী বাণিজ্যে সবুজে লেনদেন করছে।
BSE বেঞ্চমার্ক সেনসেক্স তার তাজা রেকর্ড সর্বোচ্চ৬৩,৭১৬ এ পৌঁছেছে, যেখানে NSE Nifty50 তার সর্বকালের ১৮,৯০৮.১৫ এ খোলা হয়েছে।
এইচডিএফসি টুইনস, এসবিআই এবং রিলায়েন্সের লাভের নেতৃত্বে বুধবার সরাসরি দ্বিতীয় সেশনের জন্য গার্হস্থ্য ইক্যুইটি উচ্চতর বেড়েছে।
সকাল ৯:৩০নাগাদ, সেনসেক্স ১৭৫.৫৩ পয়েন্ট বা ০.২৮শতাংশ বেড়ে ৬৩,৫৯১.৫৬এ ট্রেড করছে, যেখানে Nity50 ৫৬.৬৫ পয়েন্ট বা ০.৩০ শতাংশ বেড়ে ১৮,৮৭৪.০৫-এ দাঁড়িয়েছে।
সমস্ত সেক্টর সবুজ রঙে খোলা হয়েছে, এবং সমস্ত বিস্তৃত সূচকগুলি উদ্বোধনী বাণিজ্যে সবুজে লেনদেন করছে। খাতগতভাবে, পিএসইউ ব্যাঙ্ক সূচক ০.৬৪ শতাংশ বেড়েছে, তারপরে নিফটি মেটাল ০.৪৯ শতাংশ লাফিয়েছে, অটো সূচক ০.৪২ শতাংশ লাফিয়েছে এবং আইটি সূচক ০.৩৭ শতাংশে উঠেছে।
এদিকে, নিফটি স্মলক্যাপ ৫০ ০.৬৯ শতাংশ বেড়েছে, নিফটি স্মলক্যাপ ১০০ ০.৬১ শতাংশ বেড়েছে, নিফটি স্মলক্যাপ৩৫০ ০.৫৮ শতাংশ বেড়েছে, এবং নিফটি মিডসমলক্যাপ ৪০০ ০.৫১ শতাংশ বেড়েছে।
আদানি এন্টারপ্রাইজ ওপেনিং বাণিজ্যে শীর্ষ লাভকারীদের মধ্যে ছিল, কারণ এটি ০.৯০ শতাংশ লাফিয়েছে, মঙ্গলবার গৌতম আদানি বলেছে যে হিন্ডেনবার্গ রিপোর্টটি 'ভুল তথ্য লক্ষ্য করে'।
টাটা মোটরস, এসবিআই, ডিভিস ল্যাব, টাইটান, আইশার মোটরস, টাটা স্টিল, হিন্দালকো, বাজাজ ফাইন্যান্স, বাজাজ অটো, ব্রিটানিয়া, টেক মাহিন্দ্রা, এইচডিএফসি, ইনফোসিস এবং এশিয়ান পেইন্টস সকালের বাণিজ্যে শীর্ষ লাভকারী ছিল না
Tata Technologies, Gandhar Oil, SBFC ফাইন্যান্স IPO আনতে সেবির অনুমোদন পেয়েছে।
SEBI বোর্ড FPI প্রকাশের নিয়ম, MF মোট ব্যয় অনুপাত নিয়ে আলোচনা করবে।
সেনসেক্স ৪৪৬পয়েন্টে, নিফটি ১৮,৮০০এর উপরে একীভূতকরণের তারিখে HDFC শেয়ার লাফিয়েছে।
শেয়ারবাজারে ঈদের ছুটি ২৯ জুনে স্থানান্তরিত; F&O মেয়াদ বুধবার সরানো হয়েছে।
অন্যদিকে, এইচডিএফসি লাইফ, ওএনজিসি, এনটিপিসি, সিপ্লা, কোটাক ব্যাঙ্ক, কোল ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, পাওয়ার গ্রিড, মারুতি সুজুকি, আল্ট্রাটেক সিমেন্ট এবং হিন্দুস্তান ইউনিলিভার এই সময়ে শীর্ষ হারে ছিল।

এবার ইডি তলব করল তৃণমূল অভিনেত্রী সায়নী ঘোষকেঅয়ন্তিকা পাল : নিয়োগ দুর্নীতি মামলা এবার টলি অভিনেত্রীকে তলব করল ই ডি।জা...
29/06/2023

এবার ইডি তলব করল তৃণমূল অভিনেত্রী সায়নী ঘোষকে

অয়ন্তিকা পাল : নিয়োগ দুর্নীতি মামলা এবার টলি অভিনেত্রীকে তলব করল ই ডি।জানা গেছে শুক্রবার তাকে কলকাতায় ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।হুগলির যুব নেতা কুন্তল ঘোষের সম্পত্তি প্রসঙ্গে তদন্তে নেমে এবার নাম উঠে আসলো সায়নী ঘোষের। এই নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের।যদিও সায়নী ঘোষ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি।
কুন্তল ঘোষের সঙ্গে সায়নী ঘোষের একাধিক ছবি সামনে এসেছিল।তিনি কি কুন্তল ঘোষ কে চেনেন?এই নিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সায়নী ঘোষ বলেন আমি কুন্তল ঘোষ কে চিনি না এমনটা নয় একাধিকবার বিভিন্ন সময় দেখা হয়েছে কথা হয়েছে।তবে আমরা প্রতিদিন কাজের সুত্রে বিভিন্ন জায়গায় যাই।সকলকে চেনা তো সম্ভব না।তবে আমি কুন্তলকে চিনি।
কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কে। তিনি জানিয়েছিলেন পঞ্চায়েত ভোটের জন্য তিনি ব্যস্ত।যার ফলে এখন হাজিরা দেওয়া সম্ভব নয়।কুন্তল ঘোষ এর সাথে নাম জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্তও।সেই নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল।গত বছর এই মামলায় গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

জামিন মুক্ত হলেও জেল মুক্ত হল না কুরমি নেতাদের:শ্রেয়সী ভট্টাচার্য্য, ঝাড়গ্রাম: তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভ...
29/06/2023

জামিন মুক্ত হলেও জেল মুক্ত হল না কুরমি নেতাদের:

শ্রেয়সী ভট্টাচার্য্য, ঝাড়গ্রাম: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয়ে হামলা এবং বিরবাহা হাঁসদারের গাড়িতে হামলায় যুক্ত থাকার কারণে ১১জন কুরমি নেতার জামিন মঞ্জুর করল ঝাড়গ্রাম এডিজে -১ আদালত।
অবশ্য অনুপ মাহাতো ছাড়া বাকি দশজনকে এখনও জেল হেফাজতে থাকতে হবে বলে জানা গিয়েছে। গত ২৬শে মে নবজোয়ার রোড শো শেষ করে লোধাশুলি আসার পথে ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত গড়শালবনি এলাকার পাঁচ নম্বর রাজ্য সড়কের উপর অভিষেক বন্দোপাধ্যায়ের কনভয় কুরমি নেতাদের বিক্ষোভের মুখোমুখি হয়।
মন্ত্রী বিরবাহা এবং হাঁসদারের গাড়িতে হামলা করে বলে অভিযোগ আসে কুরমি নেতাদের বিরুদ্ধে।ঝাড়গ্রাম থানার পুলিশ মামলা ঋজু করলেও নয়গ্রাম থানার এলাকা থেকে কুরমির অন্যতম নেতা রাজেশ মাহাতোকে গেপ্তার করা হয়।এছাড়া আরো ১১জন কুরমি নেতারা।
ঝাড়গ্রাম এডিজে - ১ আদালতে অভিযুক্তদের পেশ করা হয়।বিচারক তাদের জামিন মঞ্জুর করলেও অনুপ মাহাতো বাদে আরো দশজন নেতা ও আন্দোলনকারীদের জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।ঘটনার তদন্তভার রয়েছে এখন সিআইডি এর দায়িত্বে।

রাজ্যজুড়ে বর্ষা প্রবেশ করেছে,নিম্নচাপের প্রভাবে রাজ্যে দিনভর বৃষ্টিঅয়ন্তিকা পাল : জ্বালাপোড়া গরমের থেকে রেহাই পেয়েছে ...
29/06/2023

রাজ্যজুড়ে বর্ষা প্রবেশ করেছে,নিম্নচাপের প্রভাবে রাজ্যে দিনভর বৃষ্টি

অয়ন্তিকা পাল : জ্বালাপোড়া গরমের থেকে রেহাই পেয়েছে রাজ্যবাসী।তাপমাত্রা এক ধাক্কায় কমেছে অনেকটাই।মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশ সাথে দু এক পশলা বৃষ্টি।দিনভর একই রকম থাকবে আবহাওয়ার গতি। সোমবার ও খানিকটা বৃষ্টি হয়।দিনভর কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?ঠিক কি বলছে হাওয়া অফিস?
বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়েছে।সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম।সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।এই দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮৫ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ।আর সেই কারণে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে।একই সঙ্গে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা।মঙ্গলবার প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।২৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এর থেকে ফের হওয়া বদলের সম্ভাবনা।বাড়তে পারে আদ্রতাজনিত অস্বস্তি।পাশাপাশি কমবে বৃষ্টিও।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ।যার প্রভাবে বাংলায় সক্রিয় মৌসুমী বায়ু।গোটা বাংলায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। জুন মাসে রাজ্যে বৃষ্টিপাতের বড় ঘাটতি রয়েছে।মৌসুম ভবন সূত্রে খবর, চলতি বছরে স্বাভাবিক হবে বর্ষা।

মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীর উপস্থিতিতে ৩৫ জন বিআরএস নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন।মঞ্জু দাস, উৎস: পি টি আই: প্রাক্তন...
29/06/2023

মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধীর উপস্থিতিতে ৩৫ জন বিআরএস নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন।
মঞ্জু দাস, উৎস: পি টি আই: প্রাক্তন সাংসদ পঙ্গুলেতি শ্রীনিবাস রেড্ডি এবং তেলেঙ্গানা সরকারের প্রাক্তন মন্ত্রী জুপল্লী কৃষ্ণ রাও সহ ৩৫ জন বিআরএস নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন এবং সোমবার এখানে দলের শীর্ষ নেতৃত্বের সাথে দেখা করেছেন।
ভারত রাষ্ট্র সমিতির নেতারা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গ এবং প্রাক্তন পার্টি প্রধান রাহুল গান্ধীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন। পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এবং কংগ্রেসের তেলঙ্গানা ইউনিটের প্রধান এ রেভান্থ রেড্ডিও বৈঠকে উপস্থিত ছিলেন।
কংগ্রেস শীর্ষ নেতাদের সাথে দেখা করার পরে, বিআরএস নেতারা একটি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছিলেন যে তারা কংগ্রেসে যোগ দিচ্ছেন। তারা পরে খম্মাম, তেলেঙ্গানার একটি জনসভায় ভাষণ দেবেন যা জুলাইয়ের প্রথম সপ্তাহে AICC সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সম্ভাব্য উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
রেড্ডি যখন খাম্মামের প্রাক্তন লোকসভা সাংসদ, কৃষ্ণা রাও একজন প্রাক্তন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মন্ত্রী এবং পাঁচবার বিধায়ক হয়েছেন।
পরে, একটি টুইট বার্তায়, কংগ্রেস লিখেছে, "তেলেঙ্গানায় পরিবর্তনের হাওয়া বইছে। কংগ্রেস পার্টির সম্ভাবনার একটি বড় উত্সাহে, আরও বেশি সংখ্যক মানুষ আমাদের সাথে প্রেম ও সমৃদ্ধির বার্তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারিবদ্ধ হচ্ছে।" "আজ, তেলেঙ্গানার সিনিয়র নেতারা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, জেনারেল সেক্রেটারি কে সি ভেনুগোপাল, এআইসিসি তেলেঙ্গানা ইনচার্জ মানিকরাও ঠাকরে, তেলেঙ্গানা পিসিসি সভাপতি ভেভান্থ রেড্ডি এবং অন্যান্য সিনিয়র নেতাদের উপস্থিতিতে কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন। এআইসিসি সদর দফতর, নয়াদিল্লিতে,” দলটি বলেছে।
"এই পরিবর্তনের হাওয়া 'ভারত জোড়ো যাত্রা' দিয়ে শুরু হয়েছিল, যার প্রভাব আপনি কর্ণাটকে দেখেছেন। আজ তেলেঙ্গানার অনেক গুরুত্বপূর্ণ নেতা কংগ্রেস পার্টিতে যোগ দিচ্ছেন এবং দলের শীর্ষ নেতাদের সাথে দেখা করার পরে তারা সবাই দীর্ঘ আলোচনা করেছেন," সাংবাদিক সম্মেলনে এআইসিসি নেতা পবন খেরা একথা বলেন।
"তেলেঙ্গানার অনেক গুরুত্বপূর্ণ নেতা আজ আমাদের দলে যোগ দিয়েছেন। একসাথে আমরা তেলেঙ্গানার জনগণকে বলব যে কীভাবে বিজেপি এবং বিআরএস তাদের প্রতারণা করছে। আমি এই সমস্ত সিনিয়র নেতাদের হৃদয়ের নীচ থেকে ধন্যবাদ জানাই," বলেছেন তেলেঙ্গানা কংগ্রেসের প্রধান এ রেভান্থ রেড্ডি৷
এই বছরের শেষের দিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই উন্নয়ন। তেলঙ্গানায় গত প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকা বিআরএসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চাইছে কংগ্রেস।
কংগ্রেসে যোগদানকারী অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন ছয় বারের প্রাক্তন বিধায়ক গুরনাথ রেড্ডি, প্রাক্তন বিধায়ক এবং জেলা পরিষদের চেয়ারম্যান কোরাম কানাকাইয়া, প্রাক্তন বিধায়ক পায়ম ভেঙ্কটেশ্বরলু, জেলা সমবায় কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান মুভমেন্ট বিজয়া বেবি, বর্তমান ডিসিসিবি চেয়ারম্যান থুল্লুরি। ব্রামহাইয়া, এসসি কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান পিদামার্থী রবি, মার্কফেড রাজ্যের ভাইস চেয়ারপারসন বোরা রাজশেখর এবং পৌরসভার চেয়ারপার্সন, ওয়ারিয়া এবং মণ্ডল প্রজা পরিষদের চেয়ারম্যান এস জয়পাল এবং অন্যান্য সিনিয়র বিআরএস নেতারা।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when News Amar Bangla 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Amar Bangla 24x7:

Videos

Share