ঋক প্রকাশনী

ঋক প্রকাশনী We are an independent publisher based in Kolkata, India bringing out world-class books for all ages.

 #ধারাবাহিক_উপন্যাস  #স্বপ্ন_হলেও_সত্যি #সৌম্য_ভট্টাচার্য #পর্ব_২১    ্রকাশনীরাজা প্রসেনজিৎ এবং তাঁর ভক্তদের মতে, উত্তরক...
17/12/2024

#ধারাবাহিক_উপন্যাস
#স্বপ্ন_হলেও_সত্যি
#সৌম্য_ভট্টাচার্য
#পর্ব_২১
্রকাশনী

রাজা প্রসেনজিৎ এবং তাঁর ভক্তদের মতে, উত্তরকূটের সব কিছুই খুব ভালো ভাবে চলছে। প্রসেনজিতের যোগ্য নেতৃত্বে উত্তরকূট তরতর করে উন্নতির পথে অগ্রসর হচ্ছে। তবে উত্তরকূটের প্রজা বা নাগরিক সবাই সে কথা মনে করে না। মুক্তধারার সদ্যনির্মিত বাঁধের চারিধার অতি মনোরম। সদ্য উন্মোচিত যন্ত্ররাজ বিভূতির আলোকোজ্জ্বল প্রকাণ্ড মূর্তি আকাশ ছুঁয়ে সদম্ভে দাঁড়িয়ে আছে। ঝর্নাকে আটকে তৈরি দিগন্তবিস্তারী জলাধার লোহার বেড়া দিয়ে ঘেরা। বাঁধের ধারে রচনা করা হয়েছে ফুলের কেয়ারি করা সুন্দর পথ। সেখানকার শীতল সান্ধ্য বাতাসে উত্তরকূটের কিছু নাগরিক পদচারণা ও পারস্পরিক আলাপে মগ্ন ছিলেন। এরা পরস্পরের প্রতিবেশী এবং পরিচিত।

প্রথম নাগরিক হারু বললেন – জায়গাটা দিব্যি বানিয়েছে ভাই চারু আর লাইটও লাগিয়েছে দারুণ। এই ছোকরা ভবভূতিটার এলেম আছে কিন্তু।
দ্বিতীয় নাগরিক চারু সম্মত হলেন না। বললেন দাদা, হ্যাঁ, এখানে প্রচুর
লাইট দিয়েছে ঠিকই কিন্তু আমাদের জীবনে তো ব্যাটারা লোড-শেডিং করে ছেড়ে দিয়েছে। সেখানে তো ঘোর অন্ধকার! এই হারামজাদা পোসেনজিৎটা সিংহাসনে চড়ার পর লাইফ তো একেবারে হেল করে দিল দাদা!

হারু সশঙ্কে বললেন – চুপ! চুপ! ভাই দেয়ালেরও কান আছে। এ সব কথা এখানে বোলও না। তোমায় লোকে দেশদ্রোহী বলবে যে?

তৃতীয় নাগরিক মদন সায় দিয়ে বললেন – ঠিক! ঠিক! আজকাল যাকে তাকে দেশদ্রোহী বলে চালান দিচ্ছে। চারু, তুমি ভাই মুখ বুজে থাক।

চারু সম্মত হলেন না - দাদা, তোমাদের আমি গত বিশ বচ্ছর ধরে চিনি। তোমাদেরও একটু প্রাণের কথা বলতে না পারলে বুক যে আমার ফেটে যাবে? কি বল হারুদা ?

থাক ভাই, তোমার আর বুক ফাটিয়ে কাজ নেই। চুপ করে থাকো। টুঁ শব্দটি কোরও না।

চারু আর্তস্বরে বললেন – হারুদা, চুপ করে আর মুখ বুজে থেকে, সব কিছু সয়ে সয়েই তো আমাদের এই হাল! দেশে অন্ন নেই, বস্ত্র নেই, স্বাস্থ্য নেই, চাকরি নেই আর এদিকে এই সব বাঁধ আর মূর্তি গড়ে নিত্যনতুন তামাশা চলছে! সরকারের মুখে খালি বড় বড় দেশপ্রেমের বাত। এখন শুনছি শিবতরাইদের সঙ্গে যুদ্ধ চালাতে নতুন করে সরকার ট্যাকসো বসাচ্ছে। বাড়ি, বাড়ি সোনাদানার খোঁজ চলছে।

মদন উত্তেজিত হয়ে বললেন – ট্যাক্স তো বসাতেই হবে। রাজকোষে যে টাকা নেই। মোহিত শ্রেষ্ঠী, সরব শ্রেষ্ঠী, অজয় শ্রেষ্ঠীরা তো শুনলাম দেশের সব টাকা ঝেড়ে বিদেশে পালিয়ে গেছে।

হারু সতর্ক, প্রবীণ, প্রাজ্ঞ। অনেক তিনি দেখেছেন, অনেক তিনি শুনেছেন। স্থির কণ্ঠে তিনি বললেন - এ সব কথাবার্তা প্রকাশ্যে বলে তোমরা কি মার খেতে বা ফাটকে আটক হতে চাও?

দাদা, মার তো আমি একলা খাবো না। মার আমাদের সকলের কপালে নাচছে !

এ কথা কেন বলছ চারু ?

দাদা, আপনি নাগরিক পঞ্জির নাম শুনেছেন?

মানে? কী সেটা?

দাদা, আপনি যে উত্তরকূটের আদি বাসিন্দা তার প্রমাণ কী? কোটালের দূত এসে যদি আপনাকে গ্রেপ্তার করে তাহলে কী ভাবে প্রমাণ করবেন যে আপনি শিবতরাইয়ের গদ্দার, অনুপ্রবেশকারী নন ?

বল কি ভাই চারু ? সেরকম প্রমাণ দেখতে চাইছে নাকি ?

অবশ্যই চাইছে দাদা। কোটালের লোক বাড়ি বাড়ি গিয়ে শুধু ট্যাক্সের নামে
সোনা-দানা টেনে বের করছে তাই নয়, প্রত্যেকের বার্থ সার্টিফিকেটের পর্যন্ত তল্লাশ করছে !

প্রবীণ হারু, নবীন চারুর এই বক্তব্য শুনে স্তম্ভিত হয়ে গেলেন। বললেন –
আমার জন্ম রাজা রণজিতের আমলে। তখন তো এ সব বার্থ সার্টিফিকেটের বালাই ছিল না ?

শুধু আপনার নয় দাদা, আপনার বউ, বাচ্চা, ছেলে, মেয়ে, নাতি, পুতি, দাদু,
দিদিমা – সক্কলের বার্থ সার্টিফিকেট দেখতে চাইছে।

আর দেখাতে না পারলে চারু ?

দাদা, তাহলে কোটাল আপনাকে সিধে ঠান্ডি গারদে চালান করে দেবে। আমার চেনা-জানা বেশ কিছু লোককে এর মধ্যেই আটক করেছে। শুধু তাই নয়, পুরনো ঠান্ডি গারদে ছুঁচো গর্ত করে রেখেছিল। সেখান থেকে শুনছি সম্প্রতি কিছু বন্দি পালিয়েছে। তাই নতুন ঠান্ডি গারদ খোলার বন্দোবস্ত হচ্ছে।

হারু অত্যন্ত বিস্মিত এবং রাগান্বিত হয়ে বললেন – উঃ! জ্বালিয়ে খেল! এর
থেকে দেখছি মহারাজ অভিজিতের আমল ঢের ভালো ছিল !

(ক্রমশ)

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Ruchira Mukherjee, Tarun Bhattacharyya, ...
17/12/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Ruchira Mukherjee, Tarun Bhattacharyya, Anuradha Chowdhury, Madhumita Rudra, Sadananda Biswas, Manjur Habib, Amitava Chanda, Tanmoy Sarkar, Soumitra Kumar Chakraborty, Asish Ghosh

Thank you so much 🙏

আজ 'দেশ' পত্রিকার ১৭ ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে কার্টেন কল প্রযোজিত  "নিতান্ত ব্যক্তিগত" নাটকটির রিভিউ!লিখেছেন : ...
17/12/2024

আজ 'দেশ' পত্রিকার ১৭ ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে কার্টেন কল প্রযোজিত "নিতান্ত ব্যক্তিগত" নাটকটির রিভিউ!
লিখেছেন : শুভঙ্কর ভট্টাচার্য
পৃষ্ঠা: ৮৩

14/12/2024

আজ ১৪ ডিসেম্বর ২০২৪ ঋক প্রকাশনী র মধ্যমগ্রাম কেন্দ্রে কবিতা আড্ডায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক প্রদীপ রায় ও শুভঙ্কর ভট্টাচার্য। সঞ্চালনায় ঋক কর্ণধার মউমিতা ভট্টাচার্য।

্রকাশনী


ঋক প্রকাশনী র স্টলে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার এর মহারাজ স্বামী বেদস্বরূপানন্দ!সম্মানিত ঋক প্রকাশনী 🙏🙏ঋক প্রকাশন...
14/12/2024

ঋক প্রকাশনী র স্টলে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার এর মহারাজ স্বামী বেদস্বরূপানন্দ!

সম্মানিত ঋক প্রকাশনী 🙏🙏

ঋক প্রকাশনীর পক্ষ থেকে প্রিয় পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ 🙏✨

Infinity Group আয়োজিত Literary Meet 2024 "Kolkata কথা" অনুষ্ঠানে আমন্ত্রিত ঋক প্রকাশনী !

ধন্যবাদ, ইনফিনিটি গ্রুপ ও প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক শ্রী প্রশান্ত মাজী!

১২ ডিসেম্বর ২০২৪!
Craft Coffee!
Infinity Think Tank

Amazon.in এ ঋক প্রকাশনীর বই Special Discount এ কিনতে ট্যাপ করুন এই লিংকে :
https://www.amazon.in/s?i=merchant-items&me=A2L34WRG13PKN7&page=2

্রকাশনী

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onb...
14/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Shout out to my newest followers! Excited to have you onboard! ClearingHouse Thakuraraja Puri Dham, Jagadish Mandal

Thank you 🙏🙏

ঋক প্রকাশনীর পক্ষ থেকে প্রখ্যাত প্রাবন্ধিক তথা কলকাতা বিশেষজ্ঞ রাধাপ্রাসাদ গুপ্তের শুভ জন্মদিবসে তাঁকে জানাই অন্তরের  স্...
14/12/2024

ঋক প্রকাশনীর পক্ষ থেকে প্রখ্যাত প্রাবন্ধিক তথা কলকাতা বিশেষজ্ঞ রাধাপ্রাসাদ গুপ্তের শুভ জন্মদিবসে তাঁকে জানাই অন্তরের স্রদ্ধা ও প্রণাম!

ঋক প্রকাশনী প্রকাশিত বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক শংকরলাল ভট্টাচার্যের প্রবন্ধ সংকলন "রাধাপ্রাসাদ গুপ্ত: কলকাতার কীর্তনিয়া"!

কলেজ স্ট্রিটে : ধ্যানবিন্দু - Dhyanbindu , দে বুক স্টোর ( দীপু), দেজ পাবলিশিং, সাহা বুক স্টোর!

অনলাইনে amazon.in এ!
লিংক:Radhaprasad Gupta: Kolkatar Kirtaniya https://amzn.eu/d/6yW5DUu

ঋক প্রকাশনীর নিজস্ব কেন্দ্র:
দমদম কেন্দ্র:
43/1 Vivekananda Sarani Kol 79
মধ্যমগ্রাম কেন্দ্র:
155 LIC Road Madhyamgram Kol 129

Whatsapp : 9874885657

ঋক প্রকাশনীর প্রিয় পাঠক এবং সম্মাননীয় লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ!
😇😇

Congratulations, boy✨✨💯💯
13/12/2024

Congratulations, boy✨✨💯💯

Amazon.in এ ঋক প্রকাশনীর বই Special Discount এ কিনতে ট্যাপ করুন এই লিংকে :
13/12/2024

Amazon.in এ ঋক প্রকাশনীর বই Special Discount এ কিনতে ট্যাপ করুন এই লিংকে :

Online shopping from a great selection at RIK PRAKASHANI Store.

প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী( ১৩ ডিসেম্বর ১৯০৩ - ২৮ অগাস্ট ১৯৮০ ) র জন্মদিবস এ অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই !তখ...
13/12/2024

প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী( ১৩ ডিসেম্বর ১৯০৩ - ২৮ অগাস্ট ১৯৮০ ) র জন্মদিবস এ অন্তরের শ্রদ্ধা ও প্রণাম জানাই !

তখন ইংরেজ আমল। ধরপাকড় চলছে বিপ্লবীদের। বিপ্লবীদের দমন করার জন্য স্পেশ্যাল ব্রাঞ্চ তৈরি হয়েছে। পোস্ট অফিসেও সতর্ক দৃষ্টি গোয়েন্দাদের। সন্দেহজনক চিঠি খুলে গোপনে পড়ে দেখা হয়। জোড়াসাঁকো থানা এলাকার পোস্ট অফিসে যে গোয়েন্দার ডিউটি ছিল, তাঁর নজরে এল এক অদ্ভুত ঘটনা। এই এলাকায় মুক্তারামবাবু স্ট্রিটে একটা মেস আছে। সেই মেসের এক বোর্ডারের নামে প্রতি মাসে মানি অর্ডার আসে। কখনও ২০০, কখনও ৩০০ টাকা। যুবক বোর্ডারটির নাম শিবরাম। সে কিন্তু মানি অর্ডার গ্রহণ না করে প্রতি বার ফেরত দেয়। জানিয়ে দেয় যে তার টাকার দরকার নেই।

টাকার দরকার নেই এমন মানুষ আছে না কি? সন্দেহ হয় গোয়েন্দার। তিনি খোঁজখবর করেন গোপনে। জানতে পারেন, শিবরাম হতদরিদ্র মানুষ। দু-তিন মাস মেসের টাকা বাকি পড়েছে। সকালে খবরের কাগজ বিক্রি করে। পত্রপত্রিকায় লিখে কিছু পায়। ও সবে আর কত আয়, তাই ধার করতে হয়। অবশ্য ফেরেববাজ নয়, ধার শোধ করার চেষ্টা করে। উত্তরবঙ্গের মালদার দিকে তার বাড়ি। তার মামার বাড়ি বেশ ধনী। পুলিশের সন্দেহ, ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দেওয়ার জন্য শিবরাম বাড়ি থেকে পালিয়ে এসেছে। বিপ্লবীদের এ রকম দুঃখবিলাসের কথা পুলিশ জানে। জনপ্রিয়তা অর্জনের চেষ্টাও হতে পারে। যে নিজে খেতে পায় না, সে আবার গরিব-দুঃখীদের দান করে! হতে পারে ছদ্মবেশও, এ ভাবে পুলিশের চোখে ধুলো দিচ্ছে।

এমনই সময়ে জোড়াসাঁকো থানায় বদলি হয়ে এলেন পঞ্চানন ঘোষাল। ইনিও পত্রপত্রিকায় লেখেন। তাই এক লেখককে দিয়ে আর এক লেখকরূপী বিপ্লবীকে ধরার পরিকল্পনা করলেন পুলিশকর্তারা। পঞ্চানন ঘোষালকে ডেকে বললেন, ছদ্মবেশে এক জন লেখকের সঙ্গে ভাব জমাতে হবে। লেখক পরিচয় তার বাইরের, আসলে সে এক ভয়ংকর বিপ্লবী। জানতে হবে তার হাল-হকিকত। সফল হলে মিলবে পুরস্কার।

পর দিনই শিবরামের সন্ধান পেয়ে গেলেন ঘোষালমশাই। কর্নওয়ালিস স্ট্রিটের একটা হোটেলে চেয়ারে বসে আছেন শিবরাম। একা। ঘোষালমশাই উলটো দিকের চেয়ারে বসলেন। শিবরাম তাঁর দিকে ঘুরে হাসিমুখে বললেন, ‘‘আপনাকে চিনেছি।’’

চমকে উঠলেন ঘোষাল। পুলিশ, গোয়েন্দাদের উপর বিপ্লবীদের খুব রাগ। বাগে পেলে আক্রমণে দ্বিধা করে না। ঘোষালমশাই আত্মরক্ষার জন্য পকেটের পিস্তলে হাত দিলেন। শিবরাম হেসে বললেন, ‘‘ভয় পাবেন না। আমি বাঘ-ভালুক নই। আপনার স্বগোত্র। আপনার মতো আমিও এক জন লেখক।’’

ঘোষাল বললেন, ‘‘আপনি কী করে জানলেন আমি লিখি?’’

‘‘সে দিন মৌচাক-এর অফিসে দেখলাম যে আপনাকে!’’

সৌজন্যের খাতিরে ঘোষাল বলেন, ‘‘আপনার লেখা আমি পড়েছি। সুন্দর লেখা।’’

শিবরাম হেসে বলেন, ‘‘ঠিক বলেছেন। আমি সুন্দর লিখি। কিন্তু ‘সুন্দরী’ লিখি না। সেই জন্য ভুগতে হয় অর্থকষ্টে।’’

‘‘চাকরি-বাকরি করেন না?’’

‘‘না মশাই। আমি স্বাধীনতায় বিশ্বাসী। পরের গোলামি আমার নাপসন্দ।’’ তার পর একটু থেমে শিবরাম বললেন, ‘‘আজ আপনি আমার অতিথি। আমরা আজ একসঙ্গে ডিনার খাব।’’

খাওয়াদাওয়ার পর বিল এল। ১১ টাকা। ঘোষালমশাই অবাক। এত টাকা! শিবরাম খোলসা করে বললেন, ‘‘এটা শুধু আজকের বিল নয়, এর আগে কয়েক দিন ধারবাকি খেয়েছি। সব মিলিয়ে ১১। আমি আপনাকে খাওয়ালাম, এ বার বিল মেটানোর ভার আপনার। আমার কাছে পয়সা থাকলে বিলটা আপনাকে দিতাম না। তবে হ্যাঁ, আগাম এ কথা বলে দিচ্ছি, পয়সা যে দিন থাকবে সে দিন আপনাকে ধরে এনে খাওয়াব।’’

ঘোষালমশাই বুঝলেন, শিবরাম আর যাই হোন, বিপ্লবী নন। তবে আরও নিশ্চিন্ত হওয়া দরকার, নইলে উপরওয়ালাদের বিরাগভাজন হতে হবে। তাই আরও ক’দিন ঘুরলেন শিবরামের পিছনে। হয়তো শিবরাম তা বুঝতে পেরেছিলেন। নিজেই এক দিন থানায় এসে হাজির। বললেন, ‘‘মশাই আপনি যে শুধু লেখক নন, আপনার যে আর একটা পরিচয় আছে সেটা আমি জানতাম। তাই সে দিন হোটেলে ইচ্ছে করেই আপনাকে বিল ধরিয়ে দিয়েছি। বিদেশি ইংরেজদের লুঠ করা টাকা কিছু খরচ হোক না!’’

শিবরামের কথা শুনে ঘোষাল স্তম্ভিত।

হাসতে হাসতে শিবরাম বলেন, ‘‘আজ আমার কিছু টাকা সত্যই প্রয়োজন। আপনার নিজের উপার্জিত কিছু টাকা বিনা সুদে ধার দিন আমাকে। এ ক’দিন আপনাদের দৌরাত্ম্যে আমার কিছু লেখা হয়নি। তাই উপার্জন শূন্য। না মশাই, ক্ষতিপূরণ চাইছি না। ধার চাইছি। এক জন লেখক আর এক জন লেখকের পাশে দাঁড়াবে না!’’

থানায় পঞ্চাননবাবুর এক সহকর্মী শিবরামের ব্যাপারটা জানতেন। তিনি বললেন, ‘‘আপনি তো ইচ্ছে করলে আজই বাড়ি থেকে টাকা আনাতে পারেন। একটা টেলিগ্রাম করলেই হল। আমাদের কাছে ধার চাইছেন কেন? আমরা তো ঘুষ খাই না যে সব সময় পকেট-ভর্তি টাকা থাকবে!’’

শিবরাম বললেন, ‘‘দেখুন পুলিশ ঘুষ খায় কি না অথবা ছাগলে ঘাস খায় কি না এটা আলোচনার বিষয় নয়। আমি এখানে এসেছি কোনও পুলিশের কাছে নয়, এসেছি আমার এক লেখক-বন্ধুর কাছে। বন্ধুর কাছে সাহায্য চাইতে লজ্জা নেই। টেলিগ্রামের কথা বলছিলেন আপনি। হ্যাঁ, পৈতৃক সম্পত্তি আমাদের আছে। তবে সেটা তো পরোপার্জিত। আমি আমার স্ব-উপার্জিত অর্থে বাঁচতে চাই। আমি ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী।’’

ঘোষালমশাই এ সব কথা বিস্তারিত জানিয়েছিলেন পুলিশকর্তাদের। তার পর বন্ধ হয়েছিল শিবরাম চক্রবর্তীর পশ্চাদ্ধাবন।

সম্মানিত ঋক প্রকাশনী 🙏🙏ঋক প্রকাশনীর পক্ষ থেকে প্রিয় পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ 🙏✨Infinity Group আয়োজিত L...
12/12/2024

সম্মানিত ঋক প্রকাশনী 🙏🙏

ঋক প্রকাশনীর পক্ষ থেকে প্রিয় পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ 🙏✨

Infinity Group আয়োজিত Literary Meet 2024 "Kolkata কথা" অনুষ্ঠানে আমন্ত্রিত ঋক প্রকাশনী !

ধন্যবাদ, ইনফিনিটি গ্রুপ ও প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক শ্রী প্রশান্ত মাজী!

১২ ডিসেম্বর ২০২৪!
Craft Coffee!
Infinity Think Tank

Amazon.in এ ঋক প্রকাশনীর বই Special Discount এ কিনতে ট্যাপ করুন এই লিংকে :
https://www.amazon.in/s?i=merchant-items&me=A2L34WRG13PKN7&page=2

্রকাশনী

ঋক প্রকাশনীর পক্ষ থেকে প্রিয় পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ 🙏✨Infinity Group আয়োজিত Literary Meet 2024  "Kol...
12/12/2024

ঋক প্রকাশনীর পক্ষ থেকে প্রিয় পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ 🙏✨

Infinity Group আয়োজিত Literary Meet 2024 "Kolkata কথা" অনুষ্ঠানে আমন্ত্রিত ঋক প্রকাশনী !

ধন্যবাদ, ইনফিনিটি গ্রুপ ও প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক শ্রী প্রশান্ত মাজী!

১২ ডিসেম্বর ২০২৪!
Craft Coffee!
Infinity Think Tank

Amazon.in এ ঋক প্রকাশনীর বই Special Discount এ কিনতে ট্যাপ করুন এই লিংকে :
https://www.amazon.in/s?i=merchant-items&me=A2L34WRG13PKN7&page=2

প্রিয় পাঠক পূর্বাশার সঙ্গে!Infinity Group আয়োজিত Literary Meet 2024  Kolkata কথা অনুষ্ঠানে আমন্ত্রিত ঋক প্রকাশনী !ধন্য...
12/12/2024

প্রিয় পাঠক পূর্বাশার সঙ্গে!

Infinity Group আয়োজিত Literary Meet 2024 Kolkata কথা অনুষ্ঠানে আমন্ত্রিত ঋক প্রকাশনী !

ধন্যবাদ, ইনফিনিটি গ্রুপ ও প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক শ্রী প্রশান্ত মাজী!

১২ ডিসেম্বর ২০২৪!
Craft Coffee!
Infinity Think Tank

Amazon.in এ ঋক প্রকাশনীর বই Special Discount এ কিনতে ট্যাপ করুন এই লিংকে :
https://www.amazon.in/s?i=merchant-items&me=A2L34WRG13PKN7&page=2

Infinity Group আয়োজিত Literary Meet 2024  "Kolkata কথা" অনুষ্ঠানে আমন্ত্রিত ঋক প্রকাশনী !ধন্যবাদ, ইনফিনিটি গ্রুপ ও প্রত...
12/12/2024

Infinity Group আয়োজিত Literary Meet 2024 "Kolkata কথা" অনুষ্ঠানে আমন্ত্রিত ঋক প্রকাশনী !

ধন্যবাদ, ইনফিনিটি গ্রুপ ও প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক শ্রী প্রশান্ত মাজী!

১২ ডিসেম্বর ২০২৪!
Craft Coffee!
Infinity Think Tank

 #ধারাবাহিক_উপন্যাস  #স্বপ্ন_হলেও_সত্যি #সৌম্য_ভট্টাচার্য #পর্ব_২০     ্রকাশনীধনঞ্জয় বৈরাগী মৃত্যুর আগে আপনাকে আর কিছু ব...
11/12/2024

#ধারাবাহিক_উপন্যাস
#স্বপ্ন_হলেও_সত্যি
#সৌম্য_ভট্টাচার্য
#পর্ব_২০
্রকাশনী

ধনঞ্জয় বৈরাগী মৃত্যুর আগে আপনাকে আর কিছু বলেছিলেন ?

নীলুর এই প্রশ্নের উত্তরে পুরঞ্জয় বললেন – হ্যাঁ নীলু। আমাকে একান্তে
ডেকে উনি গোপনে বলেছিলেন – পুরঞ্জয়, তুই যদিও আমার নিজের রক্তের আত্মীয় নোস তবু তুই হলি আমার প্রকৃত উত্তরাধিকারী, আমার গানের একমাত্র ভাণ্ডারী। আমার গানগুলোকে বাঁচিয়ে রাখিস বাবা। আমি জানি যে ভবিষ্যতে শিবতরাইয়ের মানুষ আবার সাংঘাতিক বিপদে পড়বে। এই জাদুগান তখন তাদের রক্ষা করবে। আমি তখন বললাম – দাদু, মহারাজ অভিজিৎ তো আছেন ?

ধনঞ্জয় তাতে কী বললেন ?

নীলু, উনি বললেন যে যতদিন মহারাজ অভিজিৎ সিংহাসনে আছেন ততদিন শিবতরাইয়ের কোনও চিন্তা নেই। কিন্তু অভিজিৎ চিরদিন তো আর থাকবেন না। তাঁর মৃত্যুর পর আবার ভয়ংকর সময় আসবে।

নীলু পুরঞ্জয়ের এই কথা শুনে বলল – আশ্চর্য দূরদৃষ্টি ছিল তো ওঁর ?

হ্যাঁ, তা তো বটেই। মহারাজ অভিজিতের মৃত্যুর পর ওঁর ওই অসভ্য, বখাটে নাতি প্রসেনজিতটা রাজা হোল। কী করে হোল কে জানে? আরও অনেক সিংহাসনের যোগ্য দাবিদার তো ছিল?

প্রাণকেষ্ট বলল – আপনি বলছেন যে রাজা প্রসেনজিৎ অসভ্য আর বখাটে। ওঁর ভক্তরা কিন্তু তা বলে না।

পুরঞ্জয় বললেন – তাই নাকি ? তারা কী বলে ?

তারা বলে যে উনি খুব বিদ্বান আর বীর। ছেলেবেলায় মুক্তধারার জলে
জলহস্তীদের সঙ্গে নাকি উনি কুস্তি লড়তেন? বিশ্ববিজ্ঞানে উনি নাকি
স্নাতকোত্তর পাঠও নিয়েছেন ?

প্রাণকেষ্টর কথায় পুরঞ্জয় মুচকি হাসলেন। বললেন প্রসেনজিতের ভক্তরা এই সব কথা বলে বেড়াচ্ছে নাকি ? আমার কাছে সত্যি কথাটা শুনে রাখো। মুক্তধারার জলে কোনোকালে কোনও জলহস্তী ছিলই না যে প্রসেনজিৎ তাদের সঙ্গে কুস্তি লড়বে! ও সব বানানো গল্প। আর বিশ্ববিজ্ঞানে স্নাতকোত্তর ? প্রসেনজিৎ জীবনে কোনোদিন স্নানই করে নি। গায়ের বিকট দুর্গন্ধ সে সেন্ট আর পারফিউম দিয়ে ঢেকে রাখে। বিশ্ব বা বিজ্ঞান কোনও কিছু সম্পর্কেই সে কিচ্ছু জানে না।

নীলু জিজ্ঞেস করল – রাজা প্রসেনজিৎ সিংহাসনে চড়ার পরই কি আপনি উত্তরকূট ছাড়লেন।

মিথ্যে বলব না নীলু। যতদিন মহারাজ অভিজিৎ ছিলেন, উনি আমায় যথেষ্ট খাতির করেই উত্তরকূটে রেখেছিলেন। নিয়মিত খোঁজখবর নিতেন, দেখভাল করতেন। কিন্তু প্রসেনজিৎ সিংহাসনে চড়েই মহারাজ অভিজিতের সমস্ত নীতি বিসর্জন দিয়ে উলটোপথে চলতে লাগল। শুনলাম ও মুক্তধারায় আবার নতুন করে বাঁধ দেওয়ার পরিকল্পনা করছে। নন্দীসঙ্কটের গিরিপথ আটকে দিয়ে শিবতরাইদের ভাতে মারবার
বন্দোবস্ত করছে। এক দিকে রাজকোষে অর্থ নেই বলে শিক্ষা-স্বাস্থ্য সব কিছু বেহাল কিন্তু অন্যদিকে বিপুল অর্থব্যয়ে যন্ত্ররাজ বিভূতির মূর্তি গড়বার আয়োজন চলছে। সবচেয়ে বড় কথা, দাদুর খুনি যে ছাতুরাম ফাডকেকে মহারাজ অভিজিৎ ফাঁসিতে লটকেছিলেন, তাকেই উত্তরকূটে বীরের সম্মান দেওয়া হচ্ছে। তখন আমার আর উত্তরকূটে মন টিকল না। সব কিছু ছেড়ে ছুড়ে শিবতরাইয়ের এই সুন্দর, বিজন উপত্যকায় জমি কিনে কুটির বানিয়ে থাকতে শুরু করলাম। এখানে আমি শান্তিতে
জাফরানের চাষ করি, অবসর সময়ে গানবাজনা করি আর পার্বত্য ঝর্নায় টোপ ফেলে মহাশির মাছ ধরি। ধরি আর তারপর জলে ছেড়ে দিই।

নীলু উত্তেজিত হয়ে বলল – আপনার এই জাফরানের টোপ ফেলে মহাশির মাছ ধরার গল্প শুনে আমার মাথায় একটা প্ল্যান খেলছে। আপনার সঙ্গে আলোচনা করতে হবে।

পুরঞ্জয় স্নিগ্ধ হেসে বললেন – বেশ তো নীলু। তা হবে খন। তোমরা পথ চলে চলে ক্লান্ত। এখন বিশ্রাম কর, ঘুমোও। পরে তোমার সঙ্গে আমি এ নিয়ে আলোচনা করব।

( ক্র ম শ )

 #শঙ্খ_ঘোষের_লেখা  #শঙ্খ_ঘোষ  #প্রকাশক_ঋক_প্রকাশনী কলেজ স্ট্রিট: দে'জ পাবলিশিং, দে বুক স্টোর ( দীপু), ধ্যানবিন্দু - Dhya...
10/12/2024

#শঙ্খ_ঘোষের_লেখা
#শঙ্খ_ঘোষ
#প্রকাশক_ঋক_প্রকাশনী

কলেজ স্ট্রিট: দে'জ পাবলিশিং, দে বুক স্টোর ( দীপু), ধ্যানবিন্দু - Dhyanbindu ,দত্ত বুক স্টোর!

অনলাইনে amazon.in এ!

ঋক প্রকাশনীর নিজস্ব কেন্দ্র:
দমদম কেন্দ্র:
43/1 Vivekananda Sarani Kol 79
মধ্যমগ্রাম কেন্দ্র:
155 LIC Road Madhyamgram Kol 129

Whatsapp : 9874885657

ঋক প্রকাশনীর প্রিয় পাঠক এবং সম্মাননীয় লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ!
😇😇

 #সৌমিত্র_কথা  #শঙ্কর_লাল_ভট্টাচার্য  #প্রকাশক_ঋক_প্রকাশনীকলেজ স্ট্রিট: দে'জ পাবলিশিং, দে বুক স্টোর ( দীপু), ধ্যানবিন্দু...
10/12/2024

#সৌমিত্র_কথা
#শঙ্কর_লাল_ভট্টাচার্য

#প্রকাশক_ঋক_প্রকাশনী

কলেজ স্ট্রিট: দে'জ পাবলিশিং, দে বুক স্টোর ( দীপু), ধ্যানবিন্দু - Dhyanbindu ,দত্ত বুক স্টোর!

ঋক প্রকাশনীর নিজস্ব কেন্দ্র:
দমদম কেন্দ্র:
43/1 Vivekananda Sarani Kol 79
মধ্যমগ্রাম কেন্দ্র:
155 LIC Road Madhyamgram Kol 129

Whatsapp : 9874885657

ঋক প্রকাশনীর প্রিয় পাঠক এবং সম্মাননীয় লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ!
😇😇

Address

43/1 VIVEKANANDA SARANI, ITALGACHA
Kolkata
700079

Alerts

Be the first to know and let us send you an email when ঋক প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঋক প্রকাশনী:

Videos

Share

Category