Khabora Khabor

Khabora Khabor Bengali News /Media company
Follow the খবরাখবর channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vag3vCAEFeXtOo3tXB3x

13/01/2025

মণিশকে সরকারি ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। অভিযোগের আঙুল পানিহাটির বিধায়কের দিকেও । পাশাপাশি টিটাগড়ের চাকরি দুর্নীতি নিয়ে সৃষ্টির কম্বল বিতরণে , বিস্ফোরক অর্জুন সিং।



#

13/01/2025

দু দুবার সিআইডির ডাকে সারা না দিলেও এবার সিআইডির ডাকে সারা দিয়ে ভবানীভবন রহনা দিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন পুত্র পবন সিং ।



13/01/2025

সাইবার অপরাধ সংগঠিত হলে সাথে সাথেই 1930 তে ফোন করে কমপ্লেন আপলোড করুন। তাতে টাকা ফেরত এর সম্ভাবনা অনেক বেশি । বললেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলক রাজোরিয়া ।





police commissionerate

13/01/2025

"টিটাগড় পৌরসভায় সর্ষের মধ্যেই ভূত রয়েছে এই ভূত ধরতে কাজ শুরু হয়েছে দল বিষয়টা দেখছে ভুত ঠিক ধরবে" । টিটাগড় পৌরসভা নিয়ে বিস্ফোরক ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তী।।





12/01/2025

নৈহাটিতে স্ত্রী কে গুলি করির ঘটনায় ধৃত স্বামীকে দশ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পাঠালো শিবদাসপুর থানার পুলিশ ।।





12/01/2025

বিবেক জয়ন্তীতে বেশ সাড়ম্বরে প্রভাত ফেরী বার করে যুবদের নিয়ে ক্রিকেট প্রতিযোগিতা করে স্বামীজীর জন্ম জয়ন্তী পালন করলো টিটাগর পৌরসভা।। যুবদের উৎসাহিত করতে ক্রিকেট খেললেন বিধায়ক রাজ চক্রবর্তী ।।



12/01/2025

যথাযোগ্য মর্যাদায় খড়দহ বিবেকানন্দ স্টেডিয়ামের সামনে স্বামীজীর মূর্তির পাদদেশে বিবেক জয়ন্তী পালন খড়দহ পৌরসভার । উপস্থিত খড়দহ পুরপ্রধান সহ পৌর প্রতিনিধিরা।




11/01/2025

নৈহাটির রাজেন্দ্রপুরে ভর সন্ধ্যায় স্বামীর হাতে গুলিবিদ্ধ স্ত্রী !! স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ।




fans
Khabora Khabor

11/01/2025

মাইক প্রচারের যন্ত্রণায় অতিষ্ট বেলঘরিয়া রথতলা মোড় সংলগ্ন অঞ্চলের মানুষজন। গোটা দশেক মাইকে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারে জনজীবন জেরবার হলেও, হেলদোল নেই প্রশাসনের। ।



11/01/2025

টিটাগড়ের কৃষ্ণনাথ মিউনিসিপাল হাইস্কুলের প্রাণপুরুষ প্রধান শিক্ষক শম্ভুনাথ মল্লিকের স্মরণে কৃতি ছাত্রদের মেধা পুরস্কার প্রদান । উপস্থিত প্রধান শিক্ষকের পরিবার ও টিটাগরের পুরপ্রধান ।



11/01/2025

মহিলাদের তৈরি নানান হস্তশিল্প জাতীয় দ্রব্যের সামগ্রী নিয়ে স্বয়ংসিদ্ধা মেলার উদ্বোধন কামারহাটি পৌরসভার । উপস্থিত থাকলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দমকলমন্ত্রী সুজিত সুজিত বসু । বেলঘড়িয়া দেওয়ানপাড়া মাঠে মেলা চলবে দশই জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত ।।



10/01/2025

পুলিশ যা পাঁচদিনে করেছে , সিবিআইয়ের করতে পাঁচ মাস লাগলো, সিবিআই তদন্ত নিয়ে চরম হতাশা আরজিকরের নিহত তরুণী চিকিৎসকের বাবা মার।



09/01/2025

ভরা মঞ্চে সাইরি বলে বিরোধীদের জবাব দিলেন টিটাগড়ের পুরপ্রধান কমলেশ সাউ। বললেন "ম্যায় খুদ লট জাউঙ্গা ,মুঝে নাকাম তো হনে দো"।।



09/01/2025

আবারও বিস্ফোরক অর্জুন সিং। আবারও হুঁশিয়ারি পুলিশকে , কটাক্ষ সাংসদ পার্থ ভৌমিকেও।এদিন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ড নিয়ে একটি মামলায় হাজিরা দিলেন ভবানীভবনে।



09/01/2025

বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অব্যবহৃত জমিতে খাটাল , কদর্য অবস্থা , ছড়াচ্ছে ডেঙ্গুসহ রোগ ব্যাধি । ব্যবস্থা নিল খড়দহ পৌরসভা , টনক নড়ল ইঞ্জিনিয়ারিং কলেজের। ।।



08/01/2025

পানিহাটির অমরাবতীর মাঠ ও ঠাকুর কর্নার মাঠ জমি হাঙ্গরদের থেকে রক্ষা করতে পানিহাটি বামফ্রন্টের প্রতিবাদি মিছিল। মাঠ রক্ষায় সোচ্চার নাগরিক সমাজ ।



08/01/2025

দলের অন্দরে থেকে বিরোধিতা, বিজিপিকে সাহায্য, টিটাগড়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে কড়া হুঁশিয়ারি ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তীর। বললেন কিছু মানুষকে দলে নেওয়া ভুল হয়েছে ।




08/01/2025

যে সমস্ত পুলিশ অফিসাররা মামলা দিয়ে হয়রানি করছে তাদের রিটায়ারের পরেও দেখে নেওয়ার হুমকি দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং । এদিন ডিডি তলবে হাজিরা এড়ালেন অর্জুন সিং ।



Address

15 Bt Road Viveknagar Opposite Wbsedcl Ofc Kol
Kolkata
700119

Alerts

Be the first to know and let us send you an email when Khabora Khabor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khabora Khabor:

Videos

Share