
14/05/2025
'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------
★ "বাংলা পরিভাষা সংগ্রহ ও সমীক্ষা পশুপতি শাশমল"
সম্পাদক - অতনু শাশমল
মূল্য - ৫০০্
বাংলা পরিভাষার সুদীর্ঘ ইতিহাস নিয়ে গবেষণা করেছিলেন বিশ্বভারতী বাংলা বিভাগের প্রাজ্ঞ অধ্যাপক পশুপতি শাশমল। পরিভাষা বিষয়ে তাঁর সুবিস্তৃত গবেষণাকর্মের গ্রন্থরূপ হল 'বাংলা পরিভাষা: সংগ্রহ ও সমীক্ষা'। বর্তমান গ্রন্থে তিনি ১৭৪৩ থেকে ১৮৭৭ পর্যন্ত প্রকাশিত বহু দুষ্প্রাপ্য বাংলা অভিধান ও ব্যাকরণ গ্রন্থ থেকে বাংলা পরিভাষা সংগ্রহ করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার পর্যালোচনা করেছেন। একই সঙ্গে এই গ্রন্থে পরিভাষার সংজ্ঞা, গুরুত্ব, পরিভাষা প্রণয়নে দেশি ও বিদেশিদের প্রয়াস, আধুনিক পদ্ধতিতে পরিভাষা গঠন, সাময়িক পত্রে পরিভাষার ব্যবহার প্রভৃতি দিক উদ্ঘাটিত হয়েছে। বাংলা পরিভাষা বিষয়ে উৎসাহী গবেষক ও পাঠকের কাছে এই গ্রন্থের প্রয়োজনীয়তা অপরিসীম।
আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏
যোগাযোগ নম্বর : 9830081443 🙏
ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/
" দৃঢ় হোক বই-বন্ধন"