!['বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই ------------- "সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস বিষয় ও প্রকরণ" লেখক ...](https://img3.medioq.com/432/537/1011578864325377.jpg)
08/01/2025
'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই -------------
"সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস বিষয় ও প্রকরণ"
লেখক - ড.মঞ্জরী বিশ্বাস
মূল্য - ৩০০ টাকা
বাংলা সাহিত্যের সুপরিচিত, স্বনামধন্য সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য।
বিশ শতকের সাতের দশক থেকে বাংলা সাহিত্যে সুচিত্রা ভট্টাচার্যের লেখনীতে উঠে এসেছে বিশ্বাসযোগ্য মানবজীবনের চিত্র। অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে নাগরিক মধ্যবিত্ত জীবন। আধুনিক নাগরিক জীবনের যুগযন্ত্রণা তথা জীবন সংকটগুলিকে শনাক্ত করে তা থেকে উত্তরণের প্রয়াস এবং পাশাপাশি মানবিক মূল্যবোধের ক্রমিক পরিবর্তন স্থান পেয়েছে তাঁর লেখায়। একই সঙ্গে নারীদের নিজস্ব জগতের কথা, তাদের যন্ত্রণা, সমস্যা এবং উপলব্ধির আলেখ্যই মূর্ত হয়েছে তাঁর রচনায়। কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাসগুলির নিবিড় পাঠের মাধ্যমে 'বিষয় ও প্রকরণ' গত দিক নিয়ে আলোকপাত করেছেন এই গ্রন্থের লেখক।
আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏
যোগাযোগ নম্বর : 9830081443 🙏
ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/
" দৃঢ় হোক বই-বন্ধন