Bangiya Sahitya Samsad

Bangiya Sahitya Samsad প্রবন্ধ সাহিত্য ও সমালোচনা সাহিত্য

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই ------------- ★ "বাংলা পরিভাষা সংগ্রহ ও সমীক্ষা পশুপতি শাশমল"       সম্পাদক...
14/05/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------

★ "বাংলা পরিভাষা সংগ্রহ ও সমীক্ষা পশুপতি শাশমল"
সম্পাদক - অতনু শাশমল
মূল্য - ৫০০্
বাংলা পরিভাষার সুদীর্ঘ ইতিহাস নিয়ে গবেষণা করেছিলেন বিশ্বভারতী বাংলা বিভাগের প্রাজ্ঞ অধ্যাপক পশুপতি শাশমল। পরিভাষা বিষয়ে তাঁর সুবিস্তৃত গবেষণাকর্মের গ্রন্থরূপ হল 'বাংলা পরিভাষা: সংগ্রহ ও সমীক্ষা'। বর্তমান গ্রন্থে তিনি ১৭৪৩ থেকে ১৮৭৭ পর্যন্ত প্রকাশিত বহু দুষ্প্রাপ্য বাংলা অভিধান ও ব্যাকরণ গ্রন্থ থেকে বাংলা পরিভাষা সংগ্রহ করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তার পর্যালোচনা করেছেন। একই সঙ্গে এই গ্রন্থে পরিভাষার সংজ্ঞা, গুরুত্ব, পরিভাষা প্রণয়নে দেশি ও বিদেশিদের প্রয়াস, আধুনিক পদ্ধতিতে পরিভাষা গঠন, সাময়িক পত্রে পরিভাষার ব্যবহার প্রভৃতি দিক উদ্‌ঘাটিত হয়েছে। বাংলা পরিভাষা বিষয়ে উৎসাহী গবেষক ও পাঠকের কাছে এই গ্রন্থের প্রয়োজনীয়তা অপরিসীম।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই -------------  ★ "সুখময় মুখোপাধ্যায় স্মারকগ্রন্থ"         সম্পাদক - অতনু শা...
11/05/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------

★ "সুখময় মুখোপাধ্যায় স্মারকগ্রন্থ"
সম্পাদক - অতনু শাশমল
মূল্য - ৬০০্
একদা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আলোকপ্রাপ্ত ছাত্র এবং পরবর্তীকালে বিশ্বভারতী বাংলা বিভাগের কীর্তিমান অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়ের নাম উজ্জ্বল ও বিশিষ্ট করে রেখেছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য সমালোচনার ক্ষেত্রটিকে। সুখময় মুখোপাধ্যায়ের স্বকীয় ও তথ্যনিবিষ্ট মননের পরিচয় পাওয়া যায় তাঁর এযাবৎ প্রকাশিত বিবিধ গ্রন্থের মধ্য দিয়ে। তবে প্রাচীন-মধ্যযুগ ছাড়া তাঁর লেখালেখির পরিধি বিস্তৃত হয়েছিল আধুনিক সাহিত্যচর্চায়, এমনকী সৃজনমূলক রচনার ক্ষেত্রেও। সংখ্যায় স্বল্প হলেও তিনি পুরাণ-আখ্যান, বেশ কিছু গোয়েন্দা উপন্যাস, ভ্রমণমূলক রচনা, গল্প, কবিতা এবং অন্ততপক্ষে একটি হ্রস্ব আকৃতির নাটক লিখেছিলেন। মনোনিবেশ করেছিলেন অনুবাদকর্মেও। এই বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তিকে তাঁর গবেষণা ও বিচিত্র সৃষ্টিকর্মের পুনরালোচনার মধ্য দিয়ে স্মরণ করার উদ্দেশ্যে এই স্মারকগ্রন্থে-র পরিকল্পনা এবং প্রকাশ।
এই গ্রন্থে সুখময় মুখোপাধ্যায়ের বিশেষ আগ্রহের ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে প্রাগাধুনিক সাহিত্য বিষয়ক সমালোচনামূলক লেখা সংকলিত হয়েছে যেমন, তেমনি রয়েছে গবেষক ও স্রষ্টা সুখময় মুখোপাধ্যায়ের বিচিত্র লেখালেখির পর্যালোচনা। উল্লেখ্য আরো, এই গ্রন্থটিতে তাঁর বিষয়ে স্মৃতিকথামূলক ব্যক্তিগত গদ্যও স্থান পেয়েছে। সব শেষে রয়েছে তাঁর গবেষণা-সৃষ্টি ও জীবনের সংক্ষিপ্ত পরিচয়। সাহিত্য-জিজ্ঞাসু গুণীজন, প্রধানত প্রাগাধুনিক বাংলা সাহিত্য বিষয়ে কৌতূহলী পাঠকের কাছে এই গ্রন্থের ভূমিকা অসামান্য।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই -------------    ★  "আঞ্চলিক শ্রুতি নাটক"       সম্পাদক - ড.প্রবীর কুমার পা...
08/05/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------

★ "আঞ্চলিক শ্রুতি নাটক"
সম্পাদক - ড.প্রবীর কুমার পাল ও মধুমিতা পাল মন্ডল
মূল্য - ২৫০্
সাম্প্রতিককালে নাটকের পাশাপাশি শ্রুতিনাটকচর্চা সমান্তরাল ধারায় প্রবাহিত।আঞ্চলিক শ্রুতিনাটক বইটিতে মানুষের জীবনের ছোট্ট ছোট্ট জীবনকথা উঠে এসেছে বেশ সাবলীলভাবে। লেখকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে সমাজ ও সংসারের নিত্যদিনের নানান সমস্যা ও বাস্তব চিত্রকে হাসি ও ব্যঙ্গের ছলে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বারো মাসে তেরো পার্বণে পরিবেষ্টিত বাঙালি জীবনের রীতিনীতি-রুচি সংস্কৃতি গ্রাম ও নগর জীবনের মানুষের মুখের ভাষা ও আদব কায়দাকে খুঁজে বের করে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই -------------  ★ "প্রকৃত শিক্ষা ও বিকৃত সমাজ"        লেখক - ড. জগৎপতি সরকার...
03/05/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------

★ "প্রকৃত শিক্ষা ও বিকৃত সমাজ"
লেখক - ড. জগৎপতি সরকার ও বিপ্লব ঘোষ।
মূল্য - ২৫০্
শিক্ষার প্রধান উদ্দেশ্যই হওয়া উচিত বিকাশ উন্মুখ মানুষের সত্বাকে সাহায্য করা এবং তার ভিতরে যা সর্বোত্তম তাকে বাইরে এনে পূর্ণতায় ভরে তোলা। প্রকৃত শিক্ষার তিনটি মূল নীতি।
প্রথমত: কোনো কিছুই শেখানো যায় না। দ্বিতীয়ত: মনকে স্বেচ্ছায় স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেওয়া এবং তৃতীয়ত: কাজ করে চলতে হবে কাছে থেকে দূরের দিকে, যা হয়েছে বা হচ্ছে তার থেকেও যা হবে সেই দিকে লক্ষ্য রাখা। প্রকৃত শিক্ষার আরও দুটি দিক বর্তমান। সে দুটি হচ্ছে প্রাণময় শিক্ষা এবং মনোময় শিক্ষা, মানুষ যখন তার জ্ঞান এবং চিন্তাকে কার্যকরভাবে নিজের এবং সকলের মঙ্গলের জন্য ব্যবহার করে তখনই তা প্রকৃত শিক্ষার অঙ্গ হয়ে ওঠে। যার অভাবে আজ সমাজ বিকৃত এবং পঙ্গু। গ্রন্থটি সে সম্পর্কে নানান রূপের প্রতিফলন এবং নানান মানুষের বক্তব্য সমন্বিত একটি উল্লেখযোগ্য প্রতিস্থাপন বলা যায়।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই -------------  ★ "রবীন্দ্রসংগীতের বাণীরূপে ঋতুপ্রকৃতি"        লেখক - ড.শেলী...
01/05/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------

★ "রবীন্দ্রসংগীতের বাণীরূপে ঋতুপ্রকৃতি"
লেখক - ড.শেলী ভট্টাচার্য
মূল্য - ৬০০্
রবীন্দ্র-সৃষ্টি সম্ভারের সর্বোৎকৃষ্ট নিদর্শন সংগীত। কথা, ভাব, সুর, রস ও ছন্দের সার্থক মেলবন্ধনে প্রথিত শ্রুতিমধুর রবীন্দ্রসংগীত বাংলা গানের এক অমূল্য সম্পদ। বিশেষভাবে উল্লেখযোগ্য, নিসর্গ-প্রকৃতির অনুসঙ্গে রচিত কবির ঋতুসংগীতগুলি - নিপুণ শিল্পরূপায়ণে ও অভিনবত্বে যেগুলি অনবদ্য। প্রকৃতির বিচিত্র রূপৈশ্বর্যের অপার মাধুর্য নানা সাজে কবির গানে কতো রঙে যে রঙিন হয়ে উঠেছে, গভীর আগ্রহ নিয়ে দীর্ঘদিন তার অনুসন্ধান করতে গিয়ে বারবার বিস্ময় লেগেছে, অভিভূত হয়েছে মন। রবীন্দ্রনাথের ঋতুসংগীতগুলির অনালোচিত কিছু বৈশিষ্ট্যের পর্যালোচনা ও বিশ্লেষণ করার সদিচ্ছা নিয়েই এই গ্রন্থ রচনা।

★ "বাউলগীতি মাধুরী"
লেখক -অধ্যাপক সতীশচন্দ্র সরকার
মূল্য - ২৫০্
বৃহত্তর ভাবনার ক্ষুদ্র প্রতিরূপ প্রতিটি সংগীতের বৈশিষ্ট্য। ভক্তি-ভাবরসে জারিত আধ্যাত্মিক চেতনায় ও ব্যঞ্জনায় সমৃদ্ধ কবির এই দ্বিতীয় গীতিগ্রন্থের গীতিগুলি শুধুমাত্র শিল্পীকণ্ঠে ধ্বনিত হবার জন্য নয়, সংগীত প্রেমিকদের পাঠেরও উপযোগী। পরম স্রষ্টার অসীম লীলা-মাধুর্যে চিরকাল মানব হৃদয় বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে ওঠে এবং সেই লীলা মানব দেহে অহরহ ঘটে। একমাত্র সুরসিক ভক্তগণ সেই রস-মাধুরী আপন হৃদয়ে, মননে, আস্বাদন করতে সক্ষম। মানব কল্যাণে বাউল মতাদর্শে দার্শনিক ভাবনায় এবং ছন্দোবদ্ধ গীতিভাষায় রচিত ও নিবেদিত এই 'বাউলগীতি মাধুরী' গীতিগ্রন্থ।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই ------------- ★ "দেশবন্ধু সম্পাদিত 'নারায়ণ' পত্রিকা সূচি সংকলন"     সংকলক ও...
23/04/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------

★ "দেশবন্ধু সম্পাদিত 'নারায়ণ' পত্রিকা সূচি সংকলন"
সংকলক ও সম্পাদক - অপরেশ হালদার।
মূল্য -২৫০্
বাংলা সাহিত্যের সমৃদ্ধিতে সাময়িক পত্রের ভূমিকা প্রথম থেকেই গুরুত্বপূর্ণ। আর সেই সাময়িক পত্রের সম্পাদক যদি হন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ তাহলে পত্রিকাটিও অনিবার্য ভাবে অনেকাংশে ইতিহাসের সাক্ষী হয়ে ওঠে। দেশবন্ধু সম্পাদিত 'নারায়ণ' পরাধীন ভারতবর্ষের বহুধাবিস্তৃত ইতিহাসের যেন এক প্রকারের দলিল। সাধু-চলিত বিতর্ক হোক বা প্রবল রবীন্দ্র-বিরোধিতা বা সাহিত্যে বস্তুতন্ত্রতা প্রসঙ্গ ইত্যাদি একাধিক বিতর্কের অন্যতম ধারক 'নারায়ণ'। এই পত্রিকার সম্পূর্ণ রচনাসূচিটি এই গ্রন্থে রয়েছে।

★ "দ্বাদশ প্রবন্ধে মহাভারত প্রসঙ্গ"
লেখক - শিবনাথ দত্ত।
মূল্য - ২৫০্
নির্বাচিত বারোটি প্রবন্ধ নিয়ে এই গ্রন্থ। প্রথম দুটি প্রবন্ধ সংস্কৃত বৈয়াসিক মহাভারতের উপর লেখা। মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের অনুবাদ হয়েছে প্রচুর। সেগুলির নির্বাচিত কিছু বিষয়ে পরের তিনটি প্রবন্ধে আলোকপাত করা হয়েছে। আধুনিক যুগে বাংলা প্রবন্ধ, কাব্য-কবিতা, নাটক সর্বত্রই মহাভারতের অসীম গুরুত্ব। সমসাময়িক সমাজ-সংস্কৃতি ও লেখকের ব্যক্তিমানস মহাভারতের পর্যবেক্ষণ কিংবা নতুন রূপায়ণে কীভাবে আলোড়িত, তা নিয়ে আলোচনা রয়েছে পরবর্তী ছয়টি প্রবন্ধে। শেষ প্রবন্ধে তিনজন বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসু শ্রীমদ্ভগবদগীতা-কে কীভাবে দেখেছেন, তা নিয়ে অন্বেষণ করা হয়েছে। অর্থাৎ বাংলা সাহিত্যে মহাভারতের প্রভাব বিষয়ে নির্বাচিত কিছু প্রসঙ্গকে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে, যা সমগ্রের ধারণার স্বাদ এনে দিতে পারে।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই -------------   "বাংলা বাঙালির বিবর্তনের ইতিহাস সমাজ-সাহিত্য-সংস্কৃতি"     ...
21/04/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------

"বাংলা বাঙালির বিবর্তনের ইতিহাস সমাজ-সাহিত্য-সংস্কৃতি"
লেখক - অরুনাংশু মুখার্জ্জী।
মূল্য - ২৫০্
প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। কবে এবং কিভাবে বাঙালি জাতির সৃষ্টি? প্রাচীনকালে কেমন ছিল তাদের জীবনযাপন, আর বাংলার অঞ্চলগুলো তখন কী নামে পরিচিত ছিল? বাংলার রাজনৈতিক ইতিহাস ও তার পরম্পরা। —এই প্রশ্নগুলো আজও ইতিহাসপ্রেমী পাঠকের মনে গভীর আগ্রহ জাগায়। আগে যেখানে এসব জানার আকাঙ্ক্ষা ছিল নিছক কৌতূহলপ্রসূত, আজ তা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হওয়ায় এক জরুরি প্রয়োজন হয়ে উঠেছে। সহজ, প্রাঞ্জল ভাষায় লেখা এই গ্রন্থটির মাধ্যমে ইতিহাসের তথ্যগুলোকে লেখক সাবলীলভাবে তুলে ধরেছেন।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

আমাদের পুস্তক প্রকাশনা সংস্থা 'বঙ্গীয় সাহিত্য সংসদ' প্রতি বছরের মতো এবারও বাংলা নতুন বছর ১৪৩২-কে স্বাগত জানিয়ে আয়োজন ...
19/04/2025

আমাদের পুস্তক প্রকাশনা সংস্থা 'বঙ্গীয় সাহিত্য সংসদ' প্রতি বছরের মতো এবারও বাংলা নতুন বছর ১৪৩২-কে স্বাগত জানিয়ে আয়োজন করেছিল পয়লা বৈশাখের সকালে বর্ষবরণ উৎসব। প্রিয় সাহিত্যিক, কবি, লেখক, গুণীজন, পুস্তকপ্রেমী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতি আমাদের আয়োজন সফল করে তুলেছিল সার্বিকভাবে। আপনাদের প্রত্যেককে জানাই আমাদের সংস্থার তরফ থেকে হার্দিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও বড়দের সশ্রদ্ধ প্রণাম। যাঁরা কোনও কারণে সেদিনের আয়োজনে যুক্ত হতে পারেননি বা এসে পৌঁছতে পারেননি তাঁদের প্রতিও রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা।

সবাই সুস্থ থাকুন। নতুন বছর সকলের আলোয় আর ভালোয় কাটুক এই প্রার্থনা রইল।

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন দুটি কবিতার  বই -------------  ★  "প্রেম ও প্রকৃতির পংক্তিমালা"         লেখক -...
09/04/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন দুটি কবিতার বই -------------
★ "প্রেম ও প্রকৃতির পংক্তিমালা"
লেখক - ভোলানাথ সাহা।
মূল্য - ২০০্
এই গ্রন্থটি ছিয়াত্তর বছর বয়সী প্রৌঢ় কবি ভোলানাথ সাহার প্রথম কবিতাপুস্তক। বয়সে প্রবীণ মননে নবীন এই কবির কবিতায় একদিকে যেমন রয়েছে কবির প্রেমিক মনের চাওয়া-পাওয়ার আরক্ত সংরাগ, তেমনই অন্যদিকে রয়েছে বাংলার পশ্চিম প্রান্তের প্রকৃতির রঙিন চিত্রপট। একইসঙ্গে কবিতাগুলির মধ্যে কবির মানবিক মূল্যবোধ ও সমাজ সচেতনতার প্রকাশ সবিশেষ লক্ষণীয়। এছাড়া শব্দ ব্যবহারে কবির সারল্য এই গদ্যধর্মী কবিতাগুলির ছত্রে ছত্রে ছড়িয়ে দিয়েছে আশ্চর্য সতেজ হাওয়া, যা পাঠকদের অন্তরেও বুলিয়ে দেবে সহজ-সুন্দর কবিতার অনন্য পরশ।

★ "জগৎ প্রেমময়"
লেখক - তাপস বন্দ্যোপাধ্যায় ও অর্পিতা বন্দ্যোপাধ্যায়।
মূল্য - ২০০্
জগৎ প্রেমময়। এই প্রেম হয় কখনো সরবে (প্রাকৃত) অথবা নীরবে (অপ্রাকৃত)। আমরা প্রকৃতির এই প্রেম কখনো বুঝতে পারি বা বোঝার চেষ্টা করি আবার কখনো পারি না। কিন্তু প্রকৃতি তার নিয়মে সাবলিলভাবে বয়ে নিয়ে চলে এই প্রেম ভাবনা। এই প্রেম দেখা দেয় মাতৃপ্রেমে বাৎসল্য রসে, প্রণয়ীর প্রেমালাপে, ঈশ্বরের বন্দনাতে, সত্যম শিবম সুন্দরমের বাণীতে, সঙ্গীতের মূর্ছনাতে, ঝরনার কলতানে, পাখিদের কুজনে, প্রকৃতির রঙের খেলায় উষা থেকে অস্তরাগে, বনস্পতির মাঝে বনানীর নিস্তব্ধতায়, সাগরের তরঙ্গে, নিঝুম সন্ধ্যায়, চাঁদনি রাতে, তারা ভরা রাতে, মেঘের খেলায়, বৃষ্টির রিমঝিম শব্দে, ফুলের সুবাসে, প্রজাপ্রতির পাখায়। প্রকৃতির বুকে চলা এইসব প্রেম পেক্ষাপটের ভাবনা নিয়ে শব্দের মাধ্যমে এই অনাবীল অনন্ত প্রেমকে কবিতার মাধ্যমে লিপিবদ্ধ করেছেন লেখক।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই -------------★  "নলিনী বেরার উপন্যাস : প্রান্তবাসীর বিশ্বায়ন"          লেখক...
06/04/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------

★ "নলিনী বেরার উপন্যাস : প্রান্তবাসীর বিশ্বায়ন"
লেখক - ড. সুনীতি সরকার।
মূল্য - ৩০০্
অধুনা বাংলা সাহিত্যে নলিনী বেরা একজন স্বতন্ত্র লেখক। একজন উপন্যাসিক নিজের চেনা জানা পরিবেশকেই সাহিত্যে রূপান্তর করেন। উপন্যাসিক নলিনী বেরা মেদিনীপুর ঝাড়খন্ড সংলগ্ন সুবর্ণরেখা নদী তীরবর্তী অঞ্চলের মানুষ হবার জন্য সেই পটভূমিকে খুব সহজেই তুলে করেছেন তাঁর উপন্যাসে। গ্রন্থের লেখক উপন্যাসিক নলিনী বেরার আখ্যানের লোকায়ত জীবন ও লোকায়ত পরিসরকে তুলে ধরেছেন সুনিপুণ ভাবে।

★ "বাংলা কবিতায় স্বদেশপ্রেম বিশ শতকের প্রথমার্ধ"
লেখক - ড.বিশ্বজিৎ পরামাণিক।
মূল্য - ৩৫০্
সিপাহি বিদ্রোহের পর উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় তথা বাংলা-সাহিত্যে স্বাদেশিকতা বোধের উন্মেষ ঘটে। এই স্বদেশপ্রেমের দ্বিতীয় পর্যায় শুরু হয় বিশ শতকের প্রথম দশক থেকেই সশস্ত্র বিপ্লবী পন্থার অভ্যুত্থানে। উনিশ শতকের স্বাদেশিকতাবোধে রাজনৈতিক স্বাধীনতার দাবি প্রত্যক্ষ ছিল না। কিন্তু বিংশ শতাব্দীতে বিপ্লবীরা এই দাবি তোলেন। সাহিত্যে জাতীয় ভাবাবেগের প্রকাশ ঘটবেই। বাংলা কবিতায় বিংশ শতাব্দীর প্রথমার্ধে এই স্বদেশপ্রেমের যে চেতনা প্রবাহিত হয়েছিল স্বাধীনতার মুহূর্ত পর্যন্ত, সেই ধারণাটিকে এই গ্রন্থে বহুদৃষ্টান্ত সহ বিশ্লেষণ করেছেন লেখক।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই ------------- ★ " ভৈকম মুহম্মদ বশীরের দেয়াল ও অন্যান্য"          লেখক - অধ্...
05/04/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------
★ " ভৈকম মুহম্মদ বশীরের দেয়াল ও অন্যান্য"
লেখক - অধ্যাপক ড.অতনু শাশমল
মূল্য - ২০০ টাকা
এই গ্রন্থের দুটি বিভাগের প্রথমটিতে চারটি ও দ্বিতীয়টিতে দুটি নিয়ে সর্বমোট ছয়টি প্রবন্ধ রয়েছে । এর প্রথম বিভাগের প্রথম প্রবন্ধটি বিখ্যাত মলয়ালাম লেখক ভৈকম মুহম্মদ বশীরের দেয়াল বা Wall গল্পটির শিল্পরূপ বিশ্লেষণ। দ্বিতীয় প্রবন্ধ হল রবীন্দ্র-উপন্যাস শেষের কবিতা ও চার অধ্যায়-এর দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি অন্তর্গত দু-একটি অজ্ঞাত কবিতাকে ঘিরে বিশেষ আলোকপাত। তৃতীয় প্রবন্ধে চতুৰ্দ্দশপদী কবিতাবলি রচনার পূর্বে মধুসূদনের সনেট রচনার প্রস্তুতি বিষয়ে বিস্তৃত প্রস্তুতির তথ্যনিষ্ঠ বিবরণ রয়েছে। চতুর্থ প্রবন্ধের বিষয় হল বাংলা ও ওড়িয়া সাহিত্যের দুটি উল্লেখযোগ্য উপন্যাসের তুলনামূলক আলোচনা। আর রয়েছে এই পুস্তকের দ্বিতীয় ভাগের দুটি প্রবন্ধের প্রথমটি হল স্বর্ণকুমারী দেবীর কাহাকে? এবং দ্বিতীয়টি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা সম্পর্কিত সামগ্রিক মূল্যায়ন।

★ "পুঁথিকথা"
লেখক - জগৎপতি সরকার
মূল্য - ২৫০ টাকা
আজও পুঁথি কথাটির মধ্যে মানুষের একটা আবেগ জড়িত। হয়তো পুঁথি আজও মানুষের অবিচ্ছেদ্য জীবনোপকরণের নানান সন্ধান সূত্র বা মাধ্যম। এক কথায় পুঁথির মধ্যেই মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্য লালিত রয়েছে। তাই মানুষের সভ্যতা-সংস্কৃতি চর্চার প্রেক্ষিতে পুঁথির মূল্যায়নের পাশাপাশি মানুষের সামাজিক ইতিহাস নির্মাণে পুঁথির ভূমিকা অত্যন্ত জরুরী। ভারতবর্ষে মুদ্রণ- যুগ আসার আগে পর্যন্ত পুঁথি ছিল মানুষের বিদ্যার ধারক এবং বাহক। তাই চরম উপেক্ষা এবং অনাদরে দেশের নানান স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্মৃত প্রায় পুঁথি সমূহের সন্ধান যেমন জরুরী, তেমনি তার যথাযথ সংরক্ষণ এবং তার সম্যক অনুধাবনও আজ অত্যন্ত জরুরী। সেই দিকগুলি বিচার করে পুঁথির সম্যক স্বরূপ এবং তার নানান রূপান্তর সম্পর্কে গবেষণাধর্মী এবং মৌলিক চিন্তার এক অপরিহার্য ফসল এই গ্রন্থটি।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে  প্রকাশিত নতুন বই -------------  ★ "প্রবন্ধ পঞ্চাশৎ"          লেখক - ড.সমরেশ মজুমদার।        ...
29/03/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত নতুন বই -------------
★ "প্রবন্ধ পঞ্চাশৎ"
লেখক - ড.সমরেশ মজুমদার।
মূল্য - ১০০০্
নামেই আভাসিত 'প্রবন্ধ পঞ্চাশৎ'-এ আছে পঞ্চাশটি প্রবন্ধ। প্রবন্ধগুলি লেখকের টানা চার দশকেরও উপর সময় জুড়ে বাংলা উপন্যাস ও ছোটগল্প নিয়ে নিরন্তর অধ্যয়ন, মনন ও বহুমুখী অন্বেষার অসংখ্য মেধাবী কৃতি থেকে নির্বাচিত। এখানে রবীন্দ্রনাথ-শরৎচন্দ্র-তারাশঙ্কর-মানিক- বিভূতিভূষণ প্রমুখ বাংলা সাহিত্যের সূর্যসদৃশ স্রষ্টাদের গল্প-উপন্যাসের আলোচনা তো আছেই, স্বমহিমায় আছে তাঁদেরও লেখার সমীহ সমীক্ষা যাঁরা সঙ্গত বা অসঙ্গত কারণে রয়েছেন আলোকবৃত্তের আবছায়ায়। বিষয়-প্রাচুর্যের কারণে তো বটেই, একজন একনিষ্ঠ সাহিত্যপাঠকের প্রায় অর্ধশতাব্দীব্যাপী গতিময় বেদনা-সংবেদনের দিকটিও এই গ্রন্থের গোপন উপহার।

★ "উপন্যাস বিষয়ক"
লেখক -ড. কৃষ্ণ গোপাল রায়।
মূল্য - ৩০০্
বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎচন্দ্র থেকে জগদীশ গুপ্ত-অতীন বন্দ্যোপাধ্যায়-সমরেশ বসু পর্যন্ত বাংলা উপন্যাসের দিকপালদের লেখা থেকে বারোটি ব্যতিক্রমী জিজ্ঞাসার নিষ্কর্য নিয়ে এই গ্রন্থ। জিজ্ঞাসা যেখানে আপাতসাধারণ সেখানেও নানামুখী প্রশ্নের ঘাত-প্রতিঘাতের ভিতর থেকে সুস্থির সিদ্ধান্ত তুলে আনতে গিয়ে লেখাগুলো ব্যতিক্রমী। তথ্যোপস্থাপনা, যুক্তি-তর্কে তাদের বিশ্লেষণ ও সিদ্ধান্ত খোঁজার আপন স্বাতন্ত্র্যে লেখক সতত জড়িয়ে নিয়েছেন পাঠককেও।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

Address

6/2 Ramanath Majumder Street
Kolkata
700009

Alerts

Be the first to know and let us send you an email when Bangiya Sahitya Samsad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangiya Sahitya Samsad:

Share

Category