Bangiya Sahitya Samsad

Bangiya Sahitya Samsad প্রবন্ধ সাহিত্য ও সমালোচনা সাহিত্য

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই -------------   "সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস বিষয় ও প্রকরণ"     লেখক ...
08/01/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই -------------

"সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস বিষয় ও প্রকরণ"
লেখক - ড.মঞ্জরী বিশ্বাস
মূল্য - ৩০০ টাকা
বাংলা সাহিত্যের সুপরিচিত, স্বনামধন্য সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য।
বিশ শতকের সাতের দশক থেকে বাংলা সাহিত্যে সুচিত্রা ভট্টাচার্যের লেখনীতে উঠে এসেছে বিশ্বাসযোগ্য মানবজীবনের চিত্র। অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে নাগরিক মধ্যবিত্ত জীবন। আধুনিক নাগরিক জীবনের যুগযন্ত্রণা তথা জীবন সংকটগুলিকে শনাক্ত করে তা থেকে উত্তরণের প্রয়াস এবং পাশাপাশি মানবিক মূল্যবোধের ক্রমিক পরিবর্তন স্থান পেয়েছে তাঁর লেখায়। একই সঙ্গে নারীদের নিজস্ব জগতের কথা, তাদের যন্ত্রণা, সমস্যা এবং উপলব্ধির আলেখ্যই মূর্ত হয়েছে তাঁর রচনায়। কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাসগুলির নিবিড় পাঠের মাধ্যমে 'বিষয় ও প্রকরণ' গত দিক নিয়ে আলোকপাত করেছেন এই গ্রন্থের লেখক।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন

"কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষে বঙ্গীয় সাহিত্য সংসদের শ্রদ্ধার্ঘ্য" ---------    নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একমাত্...
04/01/2025

"কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশতবর্ষে বঙ্গীয় সাহিত্য সংসদের শ্রদ্ধার্ঘ্য" ---------

নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একমাত্র পুত্র ড. কৃষ্ণরূপ চক্রবর্তী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের প্রাক্তন অধ্যাপক ছিলেন। অবসরের পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসার হিসেবেও তিনি নিযুক্ত হয়েছিলেন। সুকুমার রায়ের উপর তাঁর গবেষণা গ্রন্থটি পাঠকমহলে সুপরিচিত। বাংলা কথাসাহিত্যের বিভিন্ন ও বিচিত্র দিক তাঁর বিশেষণাত্মক প্রবন্ধের গ্রন্থগুলিতে ছড়িয়ে আছে। বঙ্গীয় সাহিত্য সংসদের সঙ্গে তাঁর নিবিড় যোগসূত্র। আমাদের প্রকাশনা থেকে তাঁর সদ্য প্রকাশিত গ্রন্থটি হল -

"আমার বাবা কবি নীরেন্দ্রনাথ"
লেখক - ড. কৃষ্ণরূপ চক্রবর্তী
মূল্য - ৩০০ টাকা
কবি-সাহিত্যিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী রবীন্দ্র-পরবর্তী যুগের অন্যতম প্রধান কবি, তা সকলেই জানেন। এক বহুবর্ণ-বিশিষ্ট বহুকৌণিক ব্যক্তিত্ব তাঁর। শুধু কবিতা অবশ্য নয়, উপন্যাস, গল্প, প্রবন্ধ, আত্মজীবনী, পত্রিকা, সম্পাদনা, - সমস্ত দিকেই ছিল তাঁর প্রতিভার প্রসার ও ব্যাপ্তি। 'কবিতার দিকে', 'কবিতার কী ও কেন' এবং 'কবিতার ক্লাস' -এইসব কবিতা-বিষয়ক প্রবন্ধ এবং নির্বাচিত কবিতার পাণ্ডুলিপি এই গ্রন্থে রয়েছে। এছাড়াও রয়েছে কবির সম্পূর্ণ গ্রন্থপঞ্জি এবং একটি পূর্ণাঙ্গ সাক্ষাৎকার। রয়েছে বেশ কিছু ব্যক্তিগত চিঠি এবং প্রচুর আলোক চিত্র। লেখক তাঁর বাবার অন্তরঙ্গ দৃষ্টি ও নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি একত্রে পাঠকমহলে দুই মলাটের মধ্যে তুলে ধরেছেন।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই -------------   "সমরেশ বসু, সুব্রত মুখোপাধ্যায় ও অন্য বিষয়ে"      লেখক ...
02/01/2025

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই -------------

"সমরেশ বসু, সুব্রত মুখোপাধ্যায় ও অন্য বিষয়ে"
লেখক - সুকান্ত মণ্ডল
মূল্য - ২০০ টাকা
এই গ্রন্থটি পাঁচটি প্রবন্ধ নিয়ে আলোচিত। সমরেশ বসুর প্রথম গল্পগ্রন্থ 'মরশুমের একদিন'-এর আলোচনা থেকে শুরু করে বিশ শতকের সত্তর দশক ও তার পরবর্তী সময়ের একজন উল্লেখযোগ্য কথাসাহিত্যিক সুব্রত মুখোপাধ্যায়। তাঁর ব্যক্তিজীবন ও বিস্তৃত সাহিত্যকর্ম সম্পর্কে একটি সামগ্রিক ধারণা। অন্যদিকে সাহিত্যের অন্যতম একটি সংরূপ 'কল্পবিজ্ঞান'-এর প্রকরণগত দিকগুলি সম্পর্কেও বিশ্লেষিত হয়েছে এবং অধ্যাপক পশুপতি শাশমলের ভাষাবিজ্ঞান বাংলা পরিভাষার ব্যবহার, পরিভাষা নির্মাণের ইতিহাস এবং হেনরি পিট্স ফরস্টারের অভিধানে (দু'খণ্ড) বাংলা ধাতু ও ক্রিয়ার তালিকা প্রস্তুত করে তার মূল্যায়ন এই গ্রন্থে রয়েছে।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

01/01/2025
'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই --------------  অধ্যাপক ড.অমিতাভ বিশ্বাস একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্য...
21/12/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই --------------

অধ্যাপক ড.অমিতাভ বিশ্বাস একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, ওপন্যাসিক, ছোটগল্পকার, সাহিত্য সমালোচক এবং সম্পাদকও বটে। প্রথমে ডাক্তারী, তারপর ব্যাঙ্ক কর্মচারী হলেও পরবর্তীতে অধ্যাপক হিসেবে তিলক মাঁঝি ভাগলপুর বিশ্ববিদ্যালয়ে যোগদান। বর্তমানে মুঙ্গের বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক । বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এর আজীবন ও সক্রিয় সদস্য, বিহার বাংলা একাডেমী, বিহার বাঙালি সমিতি-র আজীবন সদস্য দিল্লী থেকে প্রকাশিত 'লহরী'-র পৃষ্ঠপোষক ও বেনারস থেকে প্রকাশিত 'শিবভূমি' পত্রিকার সম্পাদক ছিলেন। আমাদের প্রকাশনা থেকে তাঁর প্রকাশিত গ্রন্থটি হল -

"দ্বি-সঙ্গী"
মূল্য -২০০ টাকা
এই গ্রন্থটিতে দুটি নাটক সন্নিবিষ্ট রয়েছে 'লকডাউন' এবং 'বিয়েবাড়ি'। প্রথম নাটকটিতে বিশ্বব্যাপী করোনা মহামারীর ভয়াবহতা দর্শিত হয়েছে, শুধু তাই নয় এই নাটকের কয়েকটি দৃশ্যের মাধ্যমে ভারত তথা বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাকে উন্মুক্ত করে দিয়েছে যে, আমরা প্রকৃতির কাছে কতো অসহায়? বিজ্ঞানের এতো প্রগতি স্বত্বেও কোটি কোটি মানুষের মৃত্যু ঘটেছে। বিশ্বের তাবোড়-তাবোড় দেশগুলোরও মুখোশ খুলে গেছে। পক্ষান্তরে দ্বিতীয় নাটকটিতে মাত্র দুটি দৃশ্যের দ্বারা সমাজের বাস্তবতা অতি নিপুণতায় প্রকাশিত হয়েছে। যার একদিকে সম্পদের আকাশচুম্বি প্রাচুর্যতা অন্যদিকে দারিদ্রের কষাঘাতে মনুষ্যত্ব বিসর্জন।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------  ১।"বাংলা দর্পণ নাটক"         লেখক ড. মনামী বসু          মূল্য...
17/12/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

১।"বাংলা দর্পণ নাটক"
লেখক ড. মনামী বসু
মূল্য- ১৫০ টাকা
নাটক মূলত সমকালের দর্পণ। যেখানে নাট্যকারগণ তৎকালীন সমাজের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়কে অবিকলভাবে ফুটিয়ে তোলেন। যেখানে পাঠক তথা দর্শক দর্পণের ন্যায় অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কারভাবে দেখতে পায় সমকালের প্রেক্ষাপটকে। এমনই ধারাকে অবলম্বন করে লেখা হয় বেশ কিছু দর্পণ নাটক। আলোচ্য গ্রন্থে মূলত এই ধারার নাটকের সুচারু রূপে বিচার-বিশ্লেষণ করেছেন লেখিকা। যা নাট্যপিপাসু পাঠকদের নিকট আকর্ষণীয় হয়ে উঠবে।

২। "জমিদারতন্ত্রের প্রেক্ষিত জমিদার দর্পণ"
লেখক- ড.মনামী বসু
মূল্য -১৫০ টাকা
বাংলা দর্পণ ধারার অন্যতম নাটক হল 'জমিদার দর্পণ'। যে দর্পণে প্রতিবিম্বিত হয়েছে উনিশ শতকের জমিদারতন্ত্রের শোষণতান্ত্রিক নীতি। আলোচ্য গ্রন্থে লেখিকা শুধুমাত্র প্রজা-শাসক সম্পর্কের বিস্তারিত বিশ্লেষণ করেননি, নাটকটির প্রতিটি বিষয়কে অত্যন্ত বিবেচনার সহিত বিশ্লেষণ করেছেন যা নাট্যগবেষকসহ নাট্যপিপাসু পাঠকদের নিকট হৃদয়গ্রাহী হয়ে উঠবে।

আমাদের সম্পূর্ণ পুস্তকতালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই --------------   "আশাপূর্ণার উপন্যাসে মেয়েমহল"      লেখক - ড.সুজাতা কোল...
14/12/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই --------------

"আশাপূর্ণার উপন্যাসে মেয়েমহল"
লেখক - ড.সুজাতা কোলে
মূল্য - ৩৫০/-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় বিদেশী বোমাবর্ষণ, বিয়াল্লিশের আন্দোলন, তেতাল্লিশের দুর্ভিক্ষ, ছেচল্লিশের দাঙ্গা, দেশভাগ, সাতচল্লিশের খণ্ডিত স্বাধীনতাপ্রাপ্তি, উদ্বাস্তু স্রোত, চারদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং অভাব ইত্যাদি নানা ঘটনাকে কেন্দ্র করে তখন শহর কলকাতার পরিচিত চেহারা ক্রমশ পাল্টে যাচ্ছিল। পারিবারিক জীবনের কাঠামোরও পরিবর্তন ঘটেছিল। গোটা মধ্যবিত্ত সমাজ মানসিকতা পাল্টে গেল। আগে তারা যে রক্ষণশীলতার ঘেরাটোপে বন্দী ছিল ধীরে ধীরে বাস্তব পরিস্থিতি তাদেরকে বদলে দিল। আপামর বাঙালি মধ্যবিত্ত সমাজের এই ভোলবদল হতে সময় লেগেছে অনেকটা। লেখক আশাপূর্ণা দেবীর উপন্যাসে সেই ভোলবদলের চিত্রে মেয়েদের অবস্থান তুলে ধরেছেন এই গ্রন্থে।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------  ১।"রাজানুকূল্য ও বাংলা সাহিত্য চর্চা"         লেখক - ড. বিশ্ব...
10/12/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

১।"রাজানুকূল্য ও বাংলা সাহিত্য চর্চা"
লেখক - ড. বিশ্বজিৎ মুখোপাধ্যায়
মূল্য - ৩০০ টাকা
মধ্যযুগের বাংলা সাহিত্য সৃষ্টির পেছনে এক অন্যতম কারণ হল রাজার আনুকূল্যলাভ। মধ্যযুগের প্রায় প্রতিটি জনপ্রিয় কাব্যের নেপথ্যে রয়েছে রাজার পৃষ্ঠপোষকতা। আলোচ্য গ্রন্থটিতে ষোড়শ শতক থেকে উনিশ শতকের সময়সীমায় যে সকল রাজবংশ তথা জমিদারগণ সাহিত্য সৃষ্টির পেছনে দ্বাররক্ষীর ন্যায় দণ্ডায়মান ছিলেন, সেই সমস্ত রাজবংশ ও তাঁদের সাহিত্যিক অবদানকে তুলে ধরা হয়েছে। আশা করি, এমন মৌলিক আকর্ষণীয় বিষয়বস্তু সম্বলিত গ্রন্থটি পাঠকদের কাছে পরম আস্বাদ্য হয়ে উঠবে।

২। "সতেরো শতকের রাঢ় বাংলার সমাজ ও সাহিত্য"
লেখক - ড.অনিমা মুখোপাধ্যায়
মূল্য - ৫০০ টাকা
যে বিস্তীর্ণ সময়কাল ধরে মধ্যযুগের সাহিত্য সৃষ্টির প্রক্রিয়া চলেছিল, তার মধ্যে সতেরো শতক ছিল স্থিতিস্থাপনের কাল। কারণ এই সময়েই বিশেষত রাঢ় বাংলায় রচিত হয়েছে একের পর এক সাহিত্য। মঙ্গলকাব্য থেকে শুরু করে বৈষ্ণব সাহিত্য, অনুবাদ সাহিত্য এবং পাশাপাশি রচিত হয়েছে ইসলামি সাহিত্যের ধারা। আলোচ্য গ্রন্থে এই সমস্ত সাহিত্যের আলোচিত, অনালোচিত পুথির পাতা ঘেঁটে পরিবেশন করেছেন রাঢ় বাংলার সমকালীন সমাজজীবন সংক্রান্ত বিবিধ তথ্যাবলী। যা পাঠকদের নিকট গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে মনে করি।

আমাদের সম্পূর্ণ পুস্তকতালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------  ১. "ঈশ্বরচন্দ্র গুপ্ত : সাহিত্য ও সাংবাদিকতা"      সম্পাদক - ...
08/12/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

১. "ঈশ্বরচন্দ্র গুপ্ত : সাহিত্য ও সাংবাদিকতা"
সম্পাদক - ড.ভবেশ মজুমদার
মূল্য - ২০০/-
ঈশ্বরচন্দ্র গুপ্তের দ্বি-শতজন্মবার্ষিকী পেরিয়ে গেলেও যুগসন্ধিক্ষণে কবির মহিমা নিয়ে বাংলা সাহিত্যের ইতিবৃত্তে তিনি দাঁড়িয়ে আছেন। তাঁর বিচরণ কাল থেকে আজকের সময় আবহে বাংলা তথা ভারতের রাজনৈতিক-সামাজিক - অর্থনৈতিক - মনস্তাত্ত্বিক সমস্ত ক্ষেত্রে ঘটে গেছে ব্যাপক পরিবর্তন। কিন্তু তাঁর যশমহিমা যেমন ছিল প্রায় তেমনই আছে। নবীন-প্রবীণ অধ্যাপক গবেষকের মিলিত প্রয়াসে নির্বাচিত প্রবন্ধগুলিতে ঈশ্বর গুপ্তের কবি ও সাংবাদিক সত্তার প্রতি আলোকপাত করা হয়েছে, যা গুপ্তকবি সম্পর্কে আজকের পাঠককে সচেতন করবে।

২. "সাহিত্যসাধক দ্বিজেন্দ্রলাল"
সম্পাদক - ড.ভবেশ মজুমদার
মূল্য - ৪০০/-
দ্বিজেন্দ্র-স্মরণে প্রকাশিত হয়েছে সাহিত্যসাধক দ্বিজেন্দ্রলাল'। সমকালীন বরেণ্যজনের মতো তাঁর খ্যাতি বহুদূর প্রসারিত। রবীন্দ্রনাথের মতো না হলেও দ্বিজেন্দ্রলালের আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা ছিল। তিনি অবহেলিত, বিতর্কিত, অবিচারের শিকার কিনা, ১৫০ বছর পূর্তির কালে সেই নিয়ে প্রাবন্ধিকরা সযত্নে তাঁর জীবন এবং কীর্তির মূল্যায়ন করতে সচেষ্ট হয়েছেন এই গ্রন্থে।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত --------------------- ১. "নকশাল আন্দোলন ও বাংলা কবিতা"        লেখক - ড.ফটিক চাঁদ ঘোষ...
03/12/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

১. "নকশাল আন্দোলন ও বাংলা কবিতা"
লেখক - ড.ফটিক চাঁদ ঘোষ
মূল্য - ৫০০ টাকা
সত্তর দশককে মুক্তির দশকে পরিণত করতে। চেয়েছিলেন নকশাল আন্দোলনের বীর-বিপ্লবীরা। কিন্তু তা হয়ে উঠেছিল মৃত্যুর দশক। এক গভীর ট্রাজেডিতে আপাত সমাপ্ত এই আন্দোলন তবু ভারতবর্ষের বোধ করি একমাত্র আন্দোলন যা সমাজ পরিবর্তন করতে চেয়েছিল, বদলে দিতে চেয়েছিল মৌলিক রীতিনীতি। তারই ইতিহাস আজও কিভাবে বয়ে চলেছে কাব্যে তারই বিবরণ আছে এই গ্রন্থের দুই মলাটে।

২. "নকশাল আন্দোলন বাংলা কথাসাহিত্য"
লেখক - ড.ফটিক চাঁদ ঘোষ
মূল্য - ৫০০ টাকা
নকশাল আন্দোলন বিষয়ক উপন্যাস ও গল্প নিয়ে আলোচিত এই গ্রন্থ। নকশাল আন্দোলন যতই নঞর্থক ও ব্যর্থ হোকনা কেন-তা সমগ্র ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল। আজও তার গুরুত্ব অসীম। এই গ্রন্থে নকশাল আন্দোলনের প্রায় প্রতিটি উপন্যাসের আলোচনা রয়েছে। তার কাহিনি, চরিত্র, শৈলী, ইতিহাসচেতনা, লেখকের জীবনবোধ, আঙ্গিক-সবই বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। অধিকাংশ ছোটোগল্পেরও সূক্ষ্ম বিশ্লেষণ ও সাহিত্যমূল্য ধারণ করেছে এই গ্রন্থটি। অতি সাম্প্রতিক লেখাও বিশ্লেষিত হয়েছে-সেই গোড়াকার উপন্যাস ও গল্প থেকে।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------  ১. "গল্প পাঠকের ডায়ারি"         লেখক - অধ্যাপক উজ্জ্বলকুমার ম...
30/11/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

১. "গল্প পাঠকের ডায়ারি"
লেখক - অধ্যাপক উজ্জ্বলকুমার মজুমদার
মূল্য -৪০০/-
সমালোচকের প্রায় ত্রিশ বছরব্যাপী ছোটগল্প সমীক্ষার প্রৌঢ় ফসল এখানে সংগৃহীত হয়েছে। ছোটগল্প নামক সাহিত্য-প্রকরণের প্রকৃতি স্পষ্ট করার জন্য তিনি উপন্যাস ও বড়োগল্পের সঙ্গে এর পার্থকা বুঝিয়েছেন, একশো বছরের ছোটগল্পের নিপুণ মুল্যায়ন করেছেন। একক সাহিত্যকৃতি পর্যালোচনা করতে গিয়ে ধরেছেন প্রবীণতর রবীন্দ্রনাথ, প্রভাতকুমার, শরৎচন্দ্র থেকে বিভূতিভূষণ-তারাশঙ্কর-মানিককে, তেমনি ধরছেন জগদীশ গুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, বনফুল বা সুবোধ যোষকে। স্বল্প আলোচিত অথচ সমর্থ শিল্পী সরোজ রায়চৌধুরী, জ্যোতিরিন্দ্র নন্দী বা অন্নদাশঙ্করের প্রতি তাঁর যেমন উৎসাহ, তেমনি উৎসাহ আশাপূর্ণা দেবী বা তরুণতর প্রজন্মের সমরেশ বসু বা সুনীল গঙ্গোপাধ্যায় সম্বন্ধেও। ছোটগল্পের সামগ্রিক আলোচনায় গ্রন্থটি অনিবার্য বলেই আমরা মনে করি।

২. "উপন্যাস পাঠকের ডায়ারি"
লেখক - অধ্যাপক উজ্জ্বলকুমার মজুমদার
মূল্য -১৫০/-
বাংলা উপন্যাস ও ঔপন্যাসিক সর্ম্পকে মনন-চিন্তন সমৃদ্ধ একটি গ্রন্থ 'উপন্যাস পাঠকের ডায়ারি'। প্রাঞ্জল সুন্দর গদ্যে প্রায় একশো বছরের বাংলা উপন্যাসের পরিমণ্ডল গ্রন্থটির মধ্যে বিধৃত হয়েছে।প্রধানত সমাজ-ইতিহাস-রাজনীতির প্রেক্ষাপটে বাংলা উপন্যাসের প্রতিনিধি স্থানীয় সৃষ্টি ও স্রস্টার জগৎ আলোচকের অভিপ্রেত হলেও মনঃসমীক্ষণের নানান উজ্জ্বলতায় গ্রন্থটি ভাস্বর হয়ে উঠেছে। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ যেমন তাঁর আলোচনার বিষয় তেমনি স্বাধীনতা-উত্তর এবং অতি সাম্প্রতিককালের উপন্যাসও তাঁর চিন্তার প্রসারিত ক্ষেত্র। এই গ্রন্থ থেকে পাঠক ও গবেষকেরা বাংলা উপন্যাসের প্রসারিত সময়ের সমৃদ্ধ পাঠ গ্রহণে সমর্থ হবেন বলেই বিশ্বাস।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------  ১. "বাণী বসুর ছোটোগল্প নারী পরিসর"       লেখক - শাস্তি দাস   ...
28/11/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

১. "বাণী বসুর ছোটোগল্প নারী পরিসর"
লেখক - শাস্তি দাস
মূল্য - ২০০ টাকা
বাণী বসু বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের এবং একবিংশ শতাব্দীর একজন অন্যতম কথাসাহিত্যিক। তিনি তাঁর ছোটোগল্পে মানবজীবন তথা নারীজীবনকে আধুনিক বিশ্লেষণী দৃষ্টিতে তুলে ধরেছেন। নারীজীবন, তাদের মন ও মননকে তুলে ধরতে গিয়ে তিনি পুরাণ কথায় দৃষ্টি দিয়েছেন। গ্রন্থটিতে বিষয় হিসেবে স্থান পেয়েছে বাণী বসুর জীবন, সাহিত্য, গল্পের বিষয়বৈচিত্র্য, নারী মননের বিভিন্ন দিক।

২. "সুচিত্রা ভট্টাচার্যের গল্পে বিদ্রোহী নারী"
লেখক - কিরণময় পাল
মূল্য - ১০০ টাকা
কথাসাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের ছোটগল্পে নাগরিক জীবনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা উঠে এসেছে গ্রন্থে । নারী হয়ে নারীর যন্ত্রণা তিনি মর্মে মর্মে অনুভব করেছিলেন। স্বভাবতই, তাঁর সৃষ্ট নারী চরিত্রগুলি হয়ে উঠেছে তাঁর গল্পের প্রধান হাতিয়ার। তাঁর গল্পের মূল উপজীব্য-পুরুষের সাথে নারীর সম্পর্ক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার নয়, সমন্বয় ও সহযোগিতার। নারী গর্জে উঠেছে বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। নারীর এই বিদ্রোহী সত্তার প্রকাশে সুচিত্রা ভট্টাচার্যের গল্পগুলি নারী প্রগতি ভাবনার প্রকৃষ্ট দৃষ্টান্ত। বর্তমান গ্রন্থটি উক্ত বিষয় নিয়েই।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------   এই সময়ের বাংলা সাহিত্যের একজন প্রধান কবি কৃষ্ণা বসু। তাঁর কব...
25/11/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

এই সময়ের বাংলা সাহিত্যের একজন প্রধান কবি কৃষ্ণা বসু। তাঁর কবিতার সংবেদশীলতা, গ্রহণ-যোগ্যতা, সপ্রতিভতা ও গভীরতা লক্ষ্য করবার ও উল্লেখ করার মতো। তাঁর শব্দ-সচেতনতা, ছন্দ-দক্ষতা, নির্মাণ-নিপুনতা তাঁকে স্বাতন্ত্র্য দিয়েছে। কবি মানবিক, জীবন সচেতন এবং নারী-দরদীও বটে। এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের প্রতি যত ভুল ব্যবহার, উক্ত বিষয়ে প্রখর ও প্রতিবাদী তাঁর কলম। আমাদের প্রকাশনা থেকে তাঁর প্রকাশিত দুটি গ্রন্থ হল -

"কবিতা সমগ্র"
(তৃতীয় খণ্ড ও চতুর্থ খণ্ড)
মূল্য - ৩০০/- ও ৪০০/-
তাঁর কবিতা-সমগ্র দুটি খণ্ড আগেই প্রকাশিত হয়েছে। নানান বৈচিত্র্যে ভরা
সৃজনশীল কবিতা বহতা নদীর মতো, প্রবাহিত হয়, বাঁক নেয়, জীবনের গতিতে এগিয়ে চলে, সেইভাবেই বহমান কবির কবিতার ধারা, এই কবিতা সমগ্রের তৃতীয় ও চতুর্থ খণ্ডে বিধৃত হয়েছে।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে আজই প্রকাশিত নতুন বই --------------   "উপন্যাসের রাজনীতি রাজনীতির উপন্যাস সমরেশ বসুর কথনবিশ্ব...
20/11/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে আজই প্রকাশিত নতুন বই --------------

"উপন্যাসের রাজনীতি রাজনীতির উপন্যাস সমরেশ বসুর কথনবিশ্ব"
লেখক - ড.সুরজিৎ পাল
মূল্য - ৫০০ টাকা
সমরেশ বসুর শতবর্ষে সমরেশ বসুর রাজনীতি কেন্দ্রিক উপন্যাসের আলোচনা নিয়ে এই গ্রন্থ। লেখকের রাজনীতি কেন্দ্রিক উপন্যাসগুলির আখ্যানের অভিমুখ স্পষ্টভাবেই নিয়ন্ত্রিত হয়েছে প্রাবন্ধিকের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং খানিকটা নেতিবেচিক দৃষ্টিভঙ্গি দ্বারা। সংযুক্তি থেকে বিযুক্তিতে, বিশ্বাস থেকে অবিশ্বাসের পথেই এগিয়ে চলে সমরেশ বসুর সৃজন সম্ভার। বস্তুত সমরেশ বসুর ব্যক্তি ও ভাবাদর্শগত অবস্থান তাঁর উপন্যাস বিশ্বে যে বিচিত্র দ্বন্দ্বময় ও পরস্পর বিরোধী অভিমুখ রচনা করেছে তার স্বরূপ চিত্রায়নের চেষ্টা রয়েছে এই গ্রন্থে।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------  ১. "এসেছে রবির কর"     লেখক - অধ্যাপক হীরেন চট্টোপাধ্যায়     ...
18/11/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

১. "এসেছে রবির কর"
লেখক - অধ্যাপক হীরেন চট্টোপাধ্যায়
মূল্য - ১৫০ টাকা
রবীন্দ্রনাথের বিভিন্ন সৃষ্টিসম্ভার নিয়ে এই গ্রন্থটি আলোচিত হয়েছে। কবিতা থেকে শুরু করে নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ প্রভৃতি সব বিষয়েই আলোচনা আছে, শুধু সংগীত ছাড়া। এছাড়া রবীন্দ্রনাথকে নিয়ে আধুনিক ভাবনা বিষয়েও কয়েকটি প্রবন্ধ আছে। প্রাবন্ধিকের স্বাতন্ত্র্যচিহ্নিত গদ্যের আস্বাদ যাঁরা চেনেন, তাঁদের কাছে রবীন্দ্রচিন্তার এই প্রৌঢ় ফসল নিঃসন্দেহে আকর্ষণীয় ও তৃপ্তিকর হয়ে উঠবে।

২. "নন্দনে আনন্দ তুমি রবীন্দ্রনাথ"
লেখক - অধ্যাপক মুকুল বন্দ্যোপাধ্যায়
মূল্য -২০০ টাকা
রবীন্দ্রনাথ বাঙালি মানসে এমনই এক বিস্ময় যে, তাঁর সমগ্রতাকে স্পর্শ করতে চায় মানুষ। জানতে চায় তাঁর জীবনের স্রোতকে। রবীন্দ্রানুরাগ বীজমন্ত্র হয়ে উজ্জীবিত করে চেতনাকে একথা সত্য, কিন্তু সময় সময় এই অনুরাগ রবীন্দ্রনাথকে 'মিথ' করে তুলেছে- ধরা ছোঁওয়ার বাইরে এক অতীন্দ্রিয় আভাস যেন। কিন্তু তা তো তিনি নন। তিনি পরিপূর্ণ এক মানুষ। নৈমিত্তিক ভালোলাগা-মন্দলাগার ঘেরাটোপের বৃত্ত তাঁকেও ছুঁয়ে ছুঁয়ে গেছে। এই গ্রন্থটি পরিপূর্ণ এক মানুষ রবীন্দ্রনাথকে দেখতে চাওয়া।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই --------------    "নির্বাচিত উপন্যাস ও গল্পে 'আমি' ও অন্যান্য"      লেখ...
15/11/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে সদ্য প্রকাশিত নতুন বই --------------

"নির্বাচিত উপন্যাস ও গল্পে 'আমি' ও অন্যান্য"
লেখক - শ্রীনাথ মাইতি
মূল্য - ২০০ টাকা
গ্রন্থটির প্রবন্ধগুলিতে নির্বাচিত উপন্যাস ও গল্পের প্রকরণ, বিশেষত 'আমি'-র বহুমাত্রিকতার অন্বেষণ করেছেন তরুন লেখক।রবীন্দ্র-উপন্যাস 'করুণা'-র 'আমি' থেকে শুরু করে সমরেশ বসুর 'স্বীকারোক্তি' নামের গল্প ও উপন্যাস এবং সেই সঙ্গে এই দুইয়ের মধ্যবর্তী বহু বিতর্কিত 'বিবর' উপন্যাসের 'আমি'-র প্রয়োগগত নিরীক্ষা। এর পরবর্তী প্রবন্ধগুলি সমরেশ বসুর 'আলোয় ফেরা' গল্প, অমৃতা প্রীতমের গল্পে অভিনব 'আমি'-র অনুসন্ধান এবং শেষ নিবন্ধটি সুবিমল মিশ্রের কয়েকটি অ্যান্টি-গল্প নিয়ে আলোচিত। নানা 'আমি'-র সমাহার উপন্যাস ও গল্পের বিষয় ও প্রকরণগত দিক থেকে কতটা তাৎপর্যপূর্ণ তা আলোচিত হয়েছে এই গ্রন্থে।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------   ১. "প্রসঙ্গ : রবীন্দ্রনাথের সাহিত্যতত্ত্ব"         লেখক -  ড...
09/11/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

১. "প্রসঙ্গ : রবীন্দ্রনাথের সাহিত্যতত্ত্ব"
লেখক - ড. প্রতাপরঞ্জন হাজরা
মূল্য - ২০০্
মনকে অক্ষরে অক্ষরে গেঁথে যে সাহিত্য তৈরী করা হল তার মধ্যে কোন্ ছবি ধরা পড়ল? ঘটনাপ্রবাহ? নাকি মনযাপনের রঙে বর্ণ পাওয়া কোনও অনুভবযাপন, যেখানে ঘটনাটি কেবল একটি উপলক্ষ্য মাত্র? হৃদয় জারণের রসে আর ভাবনার অনুঘটকে যা সৃষ্টি হয় তা কি বিশ্বস্রষ্টার সমান্তরালে আরেক জীবননাট্যকে উপস্থাপন করে? সাহিত্যের সেই গোড়ার কথাটি, তাঁর নানা আঙ্গিক ও অঙ্গিকারকে রবীন্দ্রনাথ বিশ্লেষকের চোখে খুঁজে দেখলেন। আর সেইসব হৃদয় ছোঁওয়া প্রবন্ধের সঙ্গে সময়যাপনের পর জেগে ওঠা ভাবনার কিছু আলাপন মেলে ধরা হল এই গ্রন্থের আলোচনায়। সাথে মূল গ্রন্থ আছে।

২. "সাহিত্যের পথে সাহিত্যের পাথেয়"
লেখক- ড. হীরেন চট্টোপাধ্যায়
মূল্য - ১৫০্
সাহিত্যের নন্দনতত্ত্ব সম্বন্ধে কালজয়ী কবির অভিমত বিশেষ তাৎপর্যপূর্ণ। নিজের অনুভূতি ও আস্বাদনের জারক রসে এর চরিত্রই পালটে যায়। অতিরিক্ত পাওনা, সেই সময় তরুণ সাহিত্যিক গোষ্ঠী আধুনিক সাহিত্যে বাস্তবতার নামে যে অশ্লীলতার আমদানী করেছিলেন সে বিষয়ে রবীন্দ্রনাথের মানসিকতা ও অভিমত রয়েছে। বিভিন্ন সময়ে লেখা নন্দনতত্ত্বের এই রচনাগুলি রবীন্দ্রনাথের প্রৌঢ় জীবনের পরিণত ফসল। প্রাবন্ধিক তারই অনুপুঙ্খ পর্যালোচনা করেছেন গ্রন্থটিতে। সঙ্গে মূল গ্রন্থ।

আমাদের সম্পূর্ণ পুস্তক তালিকা জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------  ১।"তারাশঙ্করের উপন্যাসে লোকায়ত পাঠ"         লেখক - ড.গুরুপ্র...
06/11/2024

'বঙ্গীয় সাহিত্য সংসদ' থেকে প্রকাশিত ---------------------

১।"তারাশঙ্করের উপন্যাসে লোকায়ত পাঠ"
লেখক - ড.গুরুপ্রসাদ দাস
মূল্য - ২৫০্
'ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের' সারিতে অন্তর্ভুক্ত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা প্রশ্নাতীত। বিশেষত বাংলার শ্রেষ্ঠ উপন্যাসের রূপকার হিসেবে পাঠক হৃদয়ে বিরাজমান তারাশঙ্কর। ঔপন্যাসিক হিসেবে তারাশঙ্করের লেখনীতে উঠে এসেছে রাঢ় বাংলার লোকসংস্কৃতি। প্রায় প্রতিটি উপন্যাসেই উঠে এসেছে রাঢ় বাংলার সাধারণ লোকজীবনের কথা। উপন্যাসের ছত্রে ছত্রে অঙ্কিত হয়েছে লোক মানসের অন্তর্লোকে থাকা বিশ্বাস-সংস্কার, ছড়া-প্রবাদ, আচার-অনুষ্ঠানসর্বস্ব। আলোচ্য গ্রন্থের প্রবন্ধগুলিতে মূলত দেশীয় লোকায়ত সংস্কৃতিকে মৌলিক ভাবনায় তুলে ধরা হয়েছে। ফলত গ্রন্থটি পাঠকদের নিকট গ্রহণযোগ্য হয়ে উঠবে বলে আমরা মনে করি।
২।"তারাশঙ্করের উপন্যাসে প্রকৃতিজগৎ ও লোকজীবন"
লেখক - ড.আব্দুর রহিম গাজী
মূল্য - ২০০্
বাংলা কথাসাহিত্যের ধারায় শ্রেষ্ঠ ঔপন্যাসিকের শিরোপা ধারণকারী তারাশঙ্করের উপন্যাস এককথায় অনবদ্য। রাঢ় বাংলার এই সাহিত্যিকের কলমে চিত্রিত হয়েছে রাঢ় প্রকৃতির অপরূপ রূপবৈচিত্র্য। সেই সাথে বর্ণিত হয়েছে রাঢ়ের লোকায়ত জীবনের পুঙখানুপুঙখ বিবরণ। অভিজ্ঞ শিল্পী তারাশঙ্কর কীভাবে লোকজীবনের সঙ্গে প্রকৃতিকে একসূত্রে মিলিয়ে দিয়েছেন, তারই নিখুঁত মূল্যায়ন করা হয়েছে এই গ্রন্থে।

আমাদের সম্পূর্ণ পুস্তকতালিকার জন্য পোস্টে দেওয়া কিউআর(QR code) কোড স্ক্যান করুন। 🙏

যোগাযোগ নম্বর : 9830081443 🙏

ই-মেল — [email protected]
ওয়েবসাইট - www.bangiyasahityasamsad.com
ফেসবুক পেজ - Bangiya Sahitya Samsad
ইউটিউব চ্যানেল - https://youtube.com/

" দৃঢ় হোক বই-বন্ধন"

Address

6/2 Ramanath Majumder Street
Kolkata
700009

Alerts

Be the first to know and let us send you an email when Bangiya Sahitya Samsad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangiya Sahitya Samsad:

Share

Category