Astitya-Existence Digitally

Astitya-Existence Digitally astitya–a highly experienced and dedicated team of professionals who are keenly serve their skill.

At last they are coming back home
12/02/2025

At last they are coming back home

24/12/2024

Merry Chirstmas

ফিডে ওয়ার্ল্ড চাম্পিয়ান ২০২৪ - ডি গুকেশ! FIDE World Championship 2024 - D. Gukesh🇮🇳♥️
12/12/2024

ফিডে ওয়ার্ল্ড চাম্পিয়ান ২০২৪ - ডি গুকেশ!
FIDE World Championship 2024 - D. Gukesh
🇮🇳♥️

অনেক বড় হও দেশ ও দশের নাম করো । এমন মেয়েরা হচ্ছে দেশের গর্ব। যার ঘরে আছে সে মা হচ্ছে রত্নগর্ভা  এমন লক্ষী জন্ম দিয়ে। ...
07/10/2024

অনেক বড় হও দেশ ও দশের নাম করো । এমন মেয়েরা হচ্ছে দেশের গর্ব। যার ঘরে আছে সে মা হচ্ছে রত্নগর্ভা এমন লক্ষী জন্ম দিয়ে। এত ছোট বয়সে এইরকম মনের জোর এগিয়ে যাওয়ার ইচ্ছে তোমাকে অনেকদূর পৌঁছে দেবে। সকলের আশীর্বাদ তোমার সাথে আছে। তুমি এগিয়ে যাও সামনের দিকে নিজের কর্মের জোরে। অনেক ভাল ও থেকো সুস্থ থেকো তুমি সকলের অনুপ্রেরণা হয়ে থেকো উজ্জ্বল নক্ষত্রের মত।

অমরাবতী বলে একটি অঞ্চলের এই ছোট্ট মেয়েটির নাম "কার্তিকা", মাত্র 12 বছর বয়স.... ক্লাস সিক্স এ পড়ে।বাড়িতে শয্যাশায়ী অসুস্থ মা আর একজন বৃদ্ধা ঠাকুমা ছাড়া আর কেউ নেই।

তার পরিবারকে সহায়তা করা ও নিজের লেখাপড়া চালানোর জন্য, সে বাইক মেরামতের কাজ করে। এই কাজ করে অমরাবতী হাই স্কুলে ক্লাসের ফার্স্ট গার্ল কার্তিকা। এই অঞ্চলের সমস্ত মানুষের হৃদয়ের মনি এই ছোট্ট বোনটি।

অমরাবতী অঞ্চলের দুর্গা মোটরস বলে একটি বিখ্যাত দোকানে এই ছোট্ট বোনটি কাজ করে। রয়্যাল এনফিল্ড বুলেটের স্পেশালিস্ট , এটি মেরামত সংক্রান্ত প্রতিটি তথ্য রাখে সে। স্কুল থেকে ফিরেই কাজে লেগে যায়। গভীর রাতে হোম ওয়ার্ক করে এবং পড়ে। এই মেয়েটির পড়াশোনার প্রতি এত আগ্রহ যে সমস্ত সামাজিক বিধিনিষেধকে অস্বীকার করার সাহস রাখে সে। এই মেয়েটি অন্যদের জন্য অনুপ্রেরণা যে এত অল্প বয়সে তার পড়াশোনার খরচ তথা বাড়ির অন্যান্য আর্থিক ভার বহন করে।

তুমি অনেক বড় হও মানুষ হও এবং তোমার মাকে তুমি সুস্থ করে তোলো এবং জীবনে আরো আরো এগিয়ে যাও ।একদিন তুমি অনেক বড়ো হবে।💖

৪৫ তম দাবা অলিম্পিয়াডের আসর বসেছিল এবার হাঙ্গেরির বুদাপেস্ট শহরে। এর আয়োজন করে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। এবারে মোট ১৯...
23/09/2024

৪৫ তম দাবা অলিম্পিয়াডের আসর বসেছিল এবার হাঙ্গেরির বুদাপেস্ট শহরে। এর আয়োজন করে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। এবারে মোট ১৯৫টি দেশ সহ ১৯৭টি দল অংশগ্রহণ করেছিল ‘ওপেন’ বা লিঙ্গ নির্বিশেষ বিভাগে পাশাপাশি ১৮১টি দেশ সহ ১৮৩টি মহিলা দল অংশ নিয়েছিল ১০-২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা আন্তর্জাতিক দাবার এই মহাযজ্ঞে। বিশ্বের তাবড় তাবড় দেশগুলো সঙ্গে আমাদের ভারতের একঝাঁক তরুণ-তরুণী অংশ নিয়েছিলেন এই দাবা অলিম্পিয়াডে।

উল্লেখযোগ্য বিষয় হল এই, অংশগ্রহণের নিরিখে এই দাবা অলিম্পিয়াড ছিল সত্যিকারের বিশ্বব্যাপী। আর তাতে সোনা জিতে আমাদের অর্ধেক আকাশ আলো করেছেন গুকেশ ডোম্মারাজু এবং অর্ধেক আকাশ আলো করেছেন দিব্যা দেশমুখ।

দ্বিতীয় উল্লেখযোগ্য বিষয়, একইসঙ্গে ‘ওপেন’ এবং ‘ওমেন’ দুই বিভাগেই সোনা জিতে ভারত ইউএসএসআর (১৯৮৬) এবং চীন (২০১৮)-এর পর বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে যাদের ঝুলিতে রয়েছে বিরলতম এই সম্মান।

পাঁচ বছরের লেথুকুখানিয়া ম্জাজি। দক্ষিণ আফ্রিকার নাগরিক। সিঙ্গল মায়ের মেয়ে। মা দোকানে পাঠিয়েছিলেন একটা রুটি কিনে আনতে...
04/09/2024

পাঁচ বছরের লেথুকুখানিয়া ম্জাজি।
দক্ষিণ আফ্রিকার নাগরিক। সিঙ্গল মায়ের মেয়ে।
মা দোকানে পাঠিয়েছিলেন একটা রুটি কিনে আনতে।
দোকান থেকে ফেরার পথে এক আঙ্কল ওর এই ছবিটা তোলেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ওর এই অবিমিশ্র খুশির ছোঁয়াটুকু।

জনমতের চাপে ওই রুটির কোম্পানিটি ওদের রুটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে নেয় এই ছোট্ট কন্যাকে। দক্ষিণ আফ্রিকা জুড়ে রুটির বিজ্ঞাপনী বিলবোর্ডে এই ছবি।

বিনিময়ে মা-মেয়ে পেয়েছে দুকামরার একটা বাড়ি। সঙ্গে মেয়ের স্নাতক স্তর অব্দি পড়াশোনার খরচ বহন করবে কোম্পানি।

*এমনও ঘটে* !!!!!
পোস্ট ঋণ Wales Nag

আমাদের গর্ব, আমাদের মেয়ে।বঙ্গতনয়া সায়নী দাসের মুকুটে নতুন পালক। এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে জয় করলেন আয়ারল্যান্ডের নর্থ...
02/09/2024

আমাদের গর্ব, আমাদের মেয়ে।

বঙ্গতনয়া সায়নী দাসের মুকুটে নতুন পালক। এশিয়ার প্রথম সাঁতারু হিসেবে জয় করলেন আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল। এই চ্যানেলটি পার করতে তাঁর সময় লেগেছে ১৩ ঘন্টা ২২ মিনিট। সায়নীই প্রথম ভারতীয় মহিলা, যিনি এই চ্যানেল পার করেছেন।

স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক পদক প্রাপক ছিলেন একজন বাঙালি। স্বপ্ন নয়, সত্যি সত্যি ঘটেছিল ঘটনাটা। অলিম্পিকে রৌপ্য পদক জ...
12/08/2024

স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক পদক প্রাপক ছিলেন একজন বাঙালি। স্বপ্ন নয়, সত্যি সত্যি ঘটেছিল ঘটনাটা। অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন শিল্পী চিন্তামণি কর । সে খবর খুঁজে পাচ্ছি ইতিহাসের পাতায় । উন্নততর শিল্প শিক্ষার জন্য বহুদিন বিদেশে বসবাস করেছিলেন চিন্তামণি কর ।

১৯৩৮ সালে তিনি প্যারিসের ‘একাডেমী দে লা গ্রান্ড সমিয়ের’-এ শিক্ষা নিতে গেলেন। আমাদের দেশের শিল্পী কৃষ্ণা রেড্ডি এবং অমৃতা শেরগিল এই প্রতিষ্ঠানেই শিক্ষা নিয়েছেন। আলোচনায় ‘প্যারিস’ শব্দটা কিন্তু বারবার আসছে। এরপরে কলকাতায় ফিরে আসেন, অধ্যাপনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয় এবং দিল্লি পলিটেকনিকে। তারপর আবার ফিরে যান বিদেশে।

১৯৪৬-এ পাড়ি দিলেন লন্ডনে এবং ‘রয়েল সোসাইটি অফ ব্রিটিশ স্কাল্পটার্স’-এর সদস্য হলেন। এইখানে লন্ডনের সামার অলিম্পিকসে ভাস্কর চিন্তামণি কর অংশ নিলেন গ্রেট ব্রিটেনের পক্ষে ভাস্কর্য বিভাগে এবং জিতে নিলেন দ্বিতীয় পুরস্কার, রৌপ্য পদক। লন্ডনের শুরুর দিকে করা ওঁর এই ভাস্কর্যটির শিরোনাম ‘দ্য স্ট্যাগ’। সালটা ১৯৪৮। সেই হল আমাদের ভারতের, তথা বাংলার মানুষের প্রথম অলিম্পিকে পদক জয়। আমাদের, মানে বাঙালিদের কাছে এ এক মস্ত ঐতিহাসিক ঘটনা। সবারই জানা উচিত।

ছবি: 'দ্য স্ট্যাগ', শিল্পী: চিন্তামণি কর

 ,   Major Sita Shelke, the only female officer in the team, led the bridge building efforts of the Army's Madras Engine...
04/08/2024

,

Major Sita Shelke, the only female officer in the team, led the bridge building efforts of the Army's Madras Engineering Group (MEG), also known as the 'Madras Sappers'. This engineering unit, based in Bengaluru, is crucial for the army, providing support in various locations across the country.

Their hard work resulted in the rapid construction of the Bailey Bridge in Wayanad's Chooralmala.

" তুম আ গ‌্যয়ে হো নুর আ গ‌্যয়া হ‌্যায়নেহি তো চরাগো সে লৌট যা রহি থি... "শুভ জন্মদিন...
04/08/2024

" তুম আ গ‌্যয়ে হো নুর আ গ‌্যয়া হ‌্যায়
নেহি তো চরাগো সে লৌট যা রহি থি... "

শুভ জন্মদিন...

Rest in peace Sir
01/08/2024

Rest in peace Sir

ভারতের  মুখ। মানু ভাকের2024 প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয়, দেশের জন্য পদক আনলেন শ্যুটিংএ।
28/07/2024

ভারতের মুখ।

মানু ভাকের

2024 প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয়, দেশের জন্য পদক আনলেন শ্যুটিংএ।

Hoping for a dream debut! Jyothi Yarraji secures   Olympics Quota in Women’s 100m hurdles by virtue of World Rankings — ...
06/07/2024

Hoping for a dream debut!

Jyothi Yarraji secures Olympics Quota in Women’s 100m hurdles by virtue of World Rankings — 1⃣st Indian to do so 🇮🇳

সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য ‘পেন পিন্টার’ পুরস্কার পুরস্কারে ভূষিত হয়েছেন অরুন্ধতী রায়।বুকার জয়ী ...
28/06/2024

সাহিত্যে অসাধারণ প্রতিভা ও বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য ‘পেন পিন্টার’ পুরস্কার পুরস্কারে ভূষিত হয়েছেন অরুন্ধতী রায়।

বুকার জয়ী লেখক ও সাহিত্যিক অরুন্ধতী রায় এ বছর ‘পেন পিন্টার’ পুরস্কার জিতেছেন।

আগামী ১০ অক্টোবর ব্রিটিশ লাইব্রেরির যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

জানা যায়, নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে ইংলিশ পেন সংস্থা ২০০৯ সালে বার্ষিক এই পেন পিন্টার পুরস্কার প্রবর্তন করে।

সাহিত্যে অসাধারণ প্রতিভার লেখকদের মধ্যে যারা বিশ্বকে নির্ভীক দৃষ্টিতে দেখেন তাদের সম্মান জানাতেই এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

৬২ বছর বয়সী অরুন্ধতী রায় একজন স্পষ্টভাষী লেখক ও সমাজকর্মী। তিনি প্রায়ই তাঁর বক্তৃতা এবং লেখার জন্য ডানপন্থি গোষ্ঠীগুলির কাছে হেনস্তার শিকার হন। ভারতের মানবাধিকারের বিষয়গুলোর পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধ এবং পুঁজিবাদ সম্পর্কে নিয়মিত লিখছেন বুকার পুরস্কার বিজয়ী এ লেখক।

পুরস্কারের বিষয়ে ইংলিশ পেনের চেয়ারম্যান রুথ বোর্থউইক অরুন্ধতীর প্রশংসা করে বলেন, ‘ভারত এখনও বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসাবে পরিচিত। তিনি সত্যিই একজন আন্তর্জাতিকতাবাদী চিন্তাবিদ। তার শক্তিশালী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়া যাবে না।’

অরুন্ধতী রায় অসংখ্য বই ও প্রবন্ধ লিখেছেন। 'দ্য গড অফ স্মল থিংস' উপন্যাসের জন্য সর্বাধিক পরিচিত তিনি। বইটি লিখে ১৯৯৭ সালে বুকার পুরস্কার জিতেছেন এ লেখক।

শুভ হোক আগামী...
13/04/2024

শুভ হোক আগামী...

13/04/2024
বাহ্ উস্তাদ জী ওয়াঃ!!ভারতীয় তবলা বাদক জাকির হুসেন, যিনি তাঁর সঙ্গীত দিয়ে মানুষের মন জয় করেছেন, একই সাথে তিনটি গ্র্যাম...
05/02/2024

বাহ্ উস্তাদ জী ওয়াঃ!!

ভারতীয় তবলা বাদক জাকির হুসেন, যিনি তাঁর সঙ্গীত দিয়ে মানুষের মন জয় করেছেন, একই সাথে তিনটি গ্র্যামি পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছেন!

মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 66তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডের প্রিমিয়ারে, জাকির হুসেনকে 'পশতু' অ্যালবামে অবদানের জন্য বেলা ফ্ল্যাক এবং এডগার মেয়ারের সাথে সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্সে পুরস্কৃত করা হয়।

'শক্তি' অ্যালবামে অবদানের জন্য তাকে 'সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম'-এর জন্য দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় এবং এর পাশাপাশি তিনি 'সেরা সমসাময়িক ইন্সট্রুমেন্টাল অ্যালবাম'-এর পুরস্কারও পান।

আমরা ওস্তাদ জাকির হুসেনকে অভিনন্দন জানাই, যিনি সারা বিশ্বে ভারতীয় সঙ্গীতের সম্মান বাড়িয়েছেন।

Address

Kolkata
700105

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 4pm

Telephone

+919433730200

Alerts

Be the first to know and let us send you an email when Astitya-Existence Digitally posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astitya-Existence Digitally:

Videos

Share