#NobelPrize #teacherlife
ফোন সাইলেন্ট মোডে করে একজন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। ব্রেকের সময় ফোনে জানতে পারেন তিনি এ বছরের নোবেল প্রাইজ জিতেছেন। বিশ্বের সেরা সম্মান। তাবড় তাবড় বিজ্ঞানীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তাঁদের কাজের এই চরমতম স্বীকৃতির জন্য। অথচ এই বিজ্ঞানী, এই শিক্ষক তাঁর জয়ের খবর জানার পরে তাঁর বাকি ক্লাস শেষ করার জন্যে ক্লাসে গেছেন, বলে গেছেন "ধন্যবাদ, আমি ক্লাসটা শেষ করে কথা বলছি"।
Lund University, Sweden, তাদের অফিসিয়াল এক্স(টুইটার) হ্যান্ডেলে লিখেছে
"Not even the 2023 #NobelPrize in Physics could tear Anne L'Huillier from her students.
Our new physics laureate was busy teaching a class. During a scheduled break, she heard the news.
After the phone call, L'Huillier went right back to her students."
ক্লাস শেষে তাঁর সহকর্মী, শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে জড়ো হয়ে তাঁর জন্য অপেক্ষা করেছে। উনি ক্লাস শেষ করে বেরোতেই সবাই হাত তালি দিয়ে অভ্যর্থনা জানায় তাঁকে।
কতটা ডেডিকেটেড শিক্ষক হলে, বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কারের খবর
𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍 🏆
লক্ষ্য সেন, কানাডার ক্যালগারিতে ফাইনালে চীনের লি শি ফেংকে পরাজিত করে #CanadaOpen2023 ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষদের একক শিরোপা জেতার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তোমায়৷ 🇮🇳🔥
#Badminton #ilovemyindia
🔔 জনস্বার্থ সতর্কতা 🔔
বন্ধুরা!
আজ আমি একটি ফেস-সোয়াপ ভিডিও শেয়ার করছি যাতে অন্য কেউ নয় স্বয়ং বলিউড তারকা রণবীর কাপুর এবং জাভিষ্ট ছাড়া অন্য কেউ নেই৷ এই ভিডিওটি দেখার শেষে হয়ত আপনি সম্পূর্ণ অবিশ্বাসের মধ্যেই থাকতে পারেন। দাঁড়ান, আপনি আপনার কল্পনাগুলিকে উড়তে দেওয়ার আগে, আমাকে একটি বিষয় পরিষ্কার করতে দিন - এটি AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষমতা এবং সম্ভাব্য অপব্যবহারের একটি প্রদর্শন।
ডিপফেকের (Deepfake) মতো উন্নত প্রযুক্তির সাহায্যে, এখন ভিডিও বা ছবিতে যে কোনো ব্যক্তির মুখ অদ্ভূত নির্ভুলতার সাথে প্রতিস্থাপন করা সম্ভব। প্রথম নজরে, এটি খাঁটি মজা এবং গেমের মতো মনে হতে পারে। কিন্তু, বাস্তবতা বেশ ভিন্ন এবং যথেষ্ট বেশি বিপজ্জনক। এই ফেস-সোয়াপিং প্রযুক্তিটি ভুয়া খবর, বিভ্রান্তিমূলক প্রচারণা বা এমনকি জালিয়াতির জন্য অপব্যবহার করা যেতে পারে।
মনে রা
Wedding to Product we do all kinda job!
শ্রদ্ধায় স্মরণ--
'সুচিত্রা মিত্র'
(১৯ সেপ্টেম্বর, ১৯২৪ - ৩ জানুয়ারি, ২০১১)
আন্তরিক শ্রদ্ধা নিবেদন করি তাঁর ৯৮ তম জন্মবার্ষিকী'তে।
--.একজন প্রথিতযশা ও স্বনামধন্য ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী। তিনি ছিলেন রবীন্দ্রসংগীতের একজন অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ। সুচিত্রা মিত্র দীর্ঘকাল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান ছিলেন। তিনি চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠশিল্পী এবং অভিনেত্রীর ভূমিকাও পালন করেছেন।
ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গেও তাঁর দীর্ঘকালের যোগসূত্র ছিল। ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তাঁর দৃপ্ত কণ্ঠে গাওয়া রবীন্দ্র নাথ ঠাকুরের আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি গানটি বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছিল। ২০০১ সালে তিনি কলকাতার শেরিফ মনোনীত হয়েছিলেন। দীর্ঘদিন রোগভোগের পর ২০১১ খ্রিস্টাব্দের ৩ জানুয়ারি, সোমবার কলকাতার ব
Stranger, New Short film by astitya