This page is a complete guide for Baruipur Lovers' along with latest news about our beloved City.❤️
(516)
বারুইপুর এক ঐতিহ্যশালী ও ঐতিহাসিক মহকুমা শহর, এই ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন ২৪ পরগনা জেলায় অবস্থিত। ভৌগলিক অবস্থানের দিক থেকে বারুইপুর 22.35° অক্ষাংশ এবং 88.44° দ্রাঘিমাংশে অবস্থিত। নৃতত্ব, ভূতত্ব, পুরাতত্ব, প্রত্নতত্ব, লোকসংস্কৃতি প্রভৃতির উর্বর ক্ষেত্র রূপে বারুইপুর অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল।আদিগঙ্গা বিধৌত এই ভুখন্ড নানা কারণে গৌরবমন্ডিত। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের পাদস্পর্শে ধন্য এ শহর।
এছাড়াও দ্বারকানাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ঋষি অরবিন্দ, মতান্তরে স্বামী বিবেকানন্দ, বিপিনচন্দ্র পাল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আচার্য বিনোবা ভাবে, পদ্মজা নাইডু, মাদার টেরিজা প্রমুখ মহাপুরুষ ও মহানারীর স্মৃতি বিজড়িত এই শহর বারুইপুর। এখানে দুর্গাদাস বন্দোপাধ্যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়, সৌরীন্দ্রমোহন চট্টোপাধ্যায়, সজল রায়চৌধুরী, অমরকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ বরেণ্য ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এম. এন. রায়, সাতকড়ি বন্দোপাধ্যায় ও পরবর্তীকালে নোবেলজয়ী সাহিত্যিক গুন্টারগ্রাসের মত অনেক বিখ্যাত মানুষ এখানে স্বল্পদিন হলেও বাস করেছেন। সেই স্মৃতি বারুইপুরবাসীর মনে আজও অমলিন। জমিদার রাজবল্লভ রায়চৌধুরী সপরিবারে রাজপুর থেকে এখানে এসে বসবাস করেন ও গড়ে তোলেন বিভিন্ন সমাজ।
বারুইপুর নামের উৎপত্তি বারুই থেকে। এখানকার আদি পান ব্যবসায়ী "বারুই" সম্প্রদায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছিল 'বারুইপুর'। তবে কবে যে তারা এখানে প্রথম বসবাস শুরু করেছিল তার হদিস কে দেবে? মধ্যযুগে পঞ্চদশ শতকের শেষভাগে কবি বিপ্রদাস পিপলাই রচিত 'মনসামঙ্গল' কাব্যে চাঁদসদাগরের আদিগঙ্গার স্র্রোত ধরে বানিজ্য যাত্রার প্রসঙ্গে বারুইপুরের উল্লেখ্য আছে "বাহিল বারুইপুর মহাকোলাহলে"। তখন বাংলার সুলতান ছিলেন হূসেন শাহ, অতএব পাঁচশ বছর পূর্বেই বারুইপুরের নামকরণ হয়ে গিয়েছে, একথা বলা যায়।
বারুইপুরের পেয়ারা, লিচু প্রভৃতি ফল বিখ্যাত। দুর্লভ লকেট ফল আজও বারুইপুরে কিছু বাগানে ফলে থাকে। বারুইপুরে তৈরী সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সারা পৃথিবীতে রপ্তানি হয়। এছাড়া এখানকার দড়ি তৈরী শিল্প, করমচা থেকে চেরি শিল্প, বাঁশ শিল্প, ধূপকাঠি শিল্প, বাজিশিল্প ইত্যাদির যথেষ্ট খ্যাতি রয়েছে।
এখানে সারাবছর ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, ক্রীড়া প্রতিযোগিতা। বারুইপুর রাসমাঠের রথের মেলা, রাসের মেলা, চড়কের মেলা, কৃষি মেলা প্রভৃতি বিখ্যাত। এছাড়া নিউ ইন্ডিয়ান মাঠ, রাসমাঠ, বিশালাক্ষী মাঠ, ফুলতলা মাঠ ও সাগর সংঘ মাঠের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা জাতীয় স্তরের ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা নিয়েছে। অনেক বিখ্যাত অভিনেতা/অভিনেত্রী যেমন রেবা রায়চৌধুরী, সজল রায়চৌধুরী, অনিল ঘোষ বারুইপুরে জন্মগ্রহণ করেছেন। এখানকার অনেক কবি এবং লেখক যেমন সন্তোষ কুমার দত্ত, শীতাংশুদেব চট্টোপাধ্যায়, ড. পূর্ণেন্দু ভৌমিক, ড. উত্তম দাশ, পরেশ মন্ডল, মৃত্যুঞ্জয় সেন, ড: শংকর প্রসাদ নস্কর, নির্মল ব্যানার্জী, সুশান্ত চক্রবর্তী, শান্তিকুমার বন্দোপাধ্যায়, ড. সনৎ কুমার নস্কর, জয়কৃষ্ণ কয়াল, অনিল ঘোষ, রত্নাংশু বর্গী, স্বপ্না গঙ্গোপাধ্যায়, নরনারায়ণ পুততুন্ড, মনোরঞ্জন পুরকাইত, আনসার উল হক, জয়দীপ চক্রবর্তী, সুনীল দাশ, রঞ্জন দত্ত রায়, প্রসুন মজুমদার, রথীন দেব, নরেন্দ্রনাথ দাশগুপ্ত, নিত্যানন্দ রায় ও ইতিহাস-পুরাতত্ব, প্রত্নতত্ব আর লোকসংস্কৃতির বিষয়ে গবেষণাধর্মী প্রাবন্ধিকদের মধ্যে অমরকৃষ্ণ চক্রবর্তী, ডা: সুশীল ভট্টাচার্য, হেমেন মজুমদার, কৃষ্ণকালী মন্ডল, পূর্ণেন্দু ঘোষ, ড. কালিচরণ কর্মকার, ড. দেবব্রত নস্কর, সাগর চট্টোপাধ্যায়, ড. ইন্দ্রজিৎ সরকার, ড. ইন্দ্রানী ঘোষাল প্রমুখের নাম উল্ল্যেখযোগ্য। কবি শুভ্র বন্দোপাধ্যায়, যিনি ২০১৩ সালে সাহিত্য একাডেমী পুরস্কার পান, এই বারুইপুরেই বাস করতেন।
26/12/2024
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং!!
প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যকালে বয়স হয়েছিল ৯২। বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টা নাগাদ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
রুট নম্বর SD33, SD63 এবং SD64 পুনরায় বারুইপুর পর্যন্ত বাড়ানো হয়েছে।
15/12/2024
নক্ষত্র পতন!!
বিশ্ব বিখ্যাত ভারতীয় কিংবদন্তি তবলাবাদক পদ্মবিভূষণ ওস্তাদ জাকির হোসেন জি'র আকস্মিক মৃত্যুর সংবাদটি অত্যন্ত দুঃখের এবং পীড়াদায়ক।। আজ আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৩ বছর বয়সী এই শিল্পী। তিনি গত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন।
গোটা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছেন উনি। তবলা বাদক জগতে ওনার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। 😥
ভগবান ওনার আত্মার শান্তি দান করুক। 💐💐
15/12/2024
নতুন কম্পিউটার মাত্র ৫২০০ টাকায় | ১ টা গিফ্ট 💥 Kolkata Computer Market 😱 EMI ✅ Might Computer
08/12/2024
বাশের কামান নিয়ে কাংলারা নাকি 4 দিনের মধ্যে কোলকাতা দখল করে নিতে পারে। 😰🥵
যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন, হাসতে ভুলে গেছেন.....তাদের জন্য রইলো এই ভিডিওটি 😂😂😂
প্রত্যেক কেনাকাটার উপর থাকছে গিফট্। আছে লাকি ড্র।
একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন স্যামসাং স্টোর ও সার্ভিস সেন্টার। এখানে পাবেন স্যামসাং মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ ও অ্যাক্সেসরিজ।
তাই আর দেরি কেন, আজই আসুন কবি নজরুল সরণীতে, আসমা ধাবার ঠিক বিপরীতে স্যামসাং স্টোর ও সার্ভিস সেন্টারে।
🌼 Bharat GiFt & Enterprise 🌼
06/12/2024
বারুইপুরের স্যামসাং স্মার্ট ক্যাফে উদ্বোধনী উপলক্ষে স্মার্টফোনের ওপর বিশেষ ছাড় এবং প্রত্যেক কেনাকাটায় আকর্ষণীয় গিফট‼️🤩
Bharat GiFt & Enterprise
📲: 9831853422 / 8017625958
06/12/2024
বারুইপুর স্যামসাং স্মার্ট ক্যাফে থেকে সরাসরি - উদ্বোধন করছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার।
প্রত্যেক কেনাকাটার উপর থাকছে গিফট্। আছে লাকি ড্র।
একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন স্যামসাং স্টোর ও সার্ভিস সেন্টার। এখানে পাবেন স্যামসাং মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ ও অ্যাক্সেসরিজ।
তাই আর দেরি কেন, আজই আসুন কবি নজরুল সরণীতে, আসমা ধাবার ঠিক বিপরীতে স্যামসাং স্টোর ও সার্ভিস সেন্টারে।
🌼 Bharat GiFt & Enterprise 🌼
06/12/2024
নিউ ইয়ার ও উইন্টার স্পেশাল কার্নিভ্যাল এবার বারুইপুরে!🤩
আগামী ৩রা থেকে ৫ই জানুয়ারী ২০২৫ পদ্মপুকুর সোনারতরী কমপ্লেক্সে।
আপনার হস্তনির্মিত পণ্য, পোশাক, জুয়েলারি, খাবার, আনুষাঙ্গিক বা অন্যান্য যেকোন কিছু বিক্রি করুন এই মেলায়! আপনার #ব্র্যান্ড প্রদর্শন করতে এবং শত শত ক্রেতাদের কাছে পৌঁছে দিন এই মেলার মাধ্যমে।
🍁||| "উড়ান" (উঁচুতে ওড়ার স্বপ্ন) |||🍁
প্রদর্শনী সহ বিক্রয় - "হ্যাপি নিউ ইয়ার এবং শীতের বিশেষ মেলা"
⏳ তারিখঃ ৩য়, ৪র্থ ও ৫ই জানুয়ারী ২০২৫
🚩 ভেন্যু: "সোনারতরী কমপ্লেক্স", পদ্মপুকুর, বারুইপুর, দক্ষিণ 24 পরগনা
🕛 সময়: দুপুর ১২:০০ থেকে রাত ৮:০০
🔵 দেরি হওয়ার আগে এখনই আপনার স্থানটি সংরক্ষণ করুন!
📲Whatsapp অথবা Call করুন 9748997761 নম্বরে।
আসুন এই "উড়ান" (উঁচুতে উড়ার স্বপ্ন) কে সৃজনশীলতা, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক ভাবে সাফল্যমন্ডিত করে তুলি।
🙏সকলের সাদর আমন্ত্রণ এই কার্ণিভ্যালে। 🙏
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
||| "UDAAN" (Dream to fly high) |||
Happy New year & winter special CARNIVAL.
Ready for the biggest new year shopping extravaganza of the season!
"UDAAN"(Dream to fly high) exhibition cm sale,
and we're inviting YOU to be part of it!
Date : 3rd, 4th & 5th January 2025
Venue: "SONARTORI" Baruipur, South 24 PGS
Time : 12:00 PM to 8:00 PM
Whether you sell handcrafted Product, Clothing, Jwellery, Food, Accesories or Anything UNIQUE, this is the perfect Platform to showcase your brand and reach hundreds or excited shoppers.
Whatsapp or call us at 9748997761.
reserve your spot now before it's too late!
let's make this "UDAAN" (Dream to fly high) a celebration of creativity, culture and commerce.
05/12/2024
দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম উদ্বোধন হতে চলেছে স্যামসাং স্মার্ট ক্যাফে! আগামীকাল ৬ই ডিসেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬ টায় উদ্বোধনে আসছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী সোহিনী সরকার। রইল আপনাদের সাদর আমন্ত্রণ। 🙏
🤩 উদ্বোধনের দিন প্রতিটি কেনাকাটার উপরে থাকছে গিফট্! 🤩
🌼 Bharat GiFt & Enterprise 🌼
05/12/2024
বারুইপুরের গর্ব, ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মিড্ ফিল্ডার "মেহতাব হোসেন" দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম বারুইপুরে Samsung Smart Cafe এর উদ্বোধন উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা সহ আমন্ত্রণ জানালেন সকলকে।
Be the first to know and let us send you an email when Baruipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to Baruipur:
Videos
Merry Christmas!🎄❄️⭐🎅
May Santa bring you good health, happiness, peace and prosperity. ❤️🎅
#MerryChristmas #Baruipur
বাশের কামান নিয়ে কাংলারা নাকি 4 দিনের মধ্যে কোলকাতা দখল করে নিতে পারে। 😰🥵
যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন, হাসতে ভুলে গেছেন...
...তাদের জন্য রইলো এই ভিডিওটি 😂😂😂
বারুইপুর স্যামসাং স্মার্ট ক্যাফে উদ্বোধনে টলিউড অভিনেত্রী সোহিনী সরকারের সাক্ষাৎকার -
প্রত্যেক কেনাকাটার উপর থাকছে গিফট্। আছে লাকি ড্র।
একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন স্যামসাং স্টোর ও সার্ভিস সেন্টার। এখানে পাবেন স্যামসাং মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ ও অ্যাক্সেসরিজ।
তাই আর দেরি কেন, আজই আসুন কবি নজরুল সরণীতে, আসমা ধাবার ঠিক বিপরীতে স্যামসাং স্টোর ও সার্ভিস সেন্টারে।
🌼 Bharat GiFt & Enterprise 🌼
#Samsung #SamsungCafe #Baruipur #ExclusiveStore #Advertisement
বারুইপুরের স্যামসাং স্মার্ট ক্যাফে উদ্বোধনী উপলক্ষে স্মার্টফোনের ওপর বিশেষ ছাড় এবং প্রত্যেক কেনাকাটায় আকর্ষণীয় গিফট‼️🤩
Bharat GiFt & Enterprise
📲: 9831853422 / 8017625958
বারুইপুর স্যামসাং স্মার্ট ক্যাফে থেকে সরাসরি - উদ্বোধন করছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার।
প্রত্যেক কেনাকাটার উপর থাকছে গিফট্। আছে লাকি ড্র।
একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন স্যামসাং স্টোর ও সার্ভিস সেন্টার। এখানে পাবেন স্যামসাং মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ ও অ্যাক্সেসরিজ।
তাই আর দেরি কেন, আজই আসুন কবি নজরুল সরণীতে, আসমা ধাবার ঠিক বিপরীতে স্যামসাং স্টোর ও সার্ভিস সেন্টারে।
🌼 Bharat GiFt & Enterprise 🌼
#Samsung #SamsungCafe #Baruipur #ExclusiveStore #Advertisement @topfans
Samsung Smart Cafe এবার বারুইপুরেই
বারুইপুরের গর্ব, ভারতের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মিড্ ফিল্ডার "মেহতাব হোসেন" দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম বারুইপুরে Samsung Smart Cafe এর উদ্বোধন উপলক্ষ্যে শুভেচ্ছাবার্তা সহ আমন্ত্রণ জানালেন সকলকে।
🤩 প্রতিটি কেনাকাটার উপরে থাকছে গিফট্! 🤩
শুভ উদ্বোধন আগামীকাল ৬ই ডিসেম্বর, ২০২৪, শুক্রবার। কিনুন আপনার পছন্দের স্যামসাং ব্র্যান্ডের মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ ও অ্যাক্সেসরিজ এবার বারুইপুরেই।
🌼 Bharat GiFt & Enterprise 🌼
#Samsung #SamsungCafe #Baruipur #ExclusiveStore #Advertisement @topfans
আনন্দ সংবাদ! 🤩
দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম বারুইপুরে উদ্বোধন হতে চলেছে স্যামসাং ক্যাফে। স্যামসাং ব্র্যান্ডের সমস্ত ধরণের মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, accessories পাওয়া যাবে এই স্টোরে!
তাই আর নয় দেরি, শুভ উদ্বোধন আগামী ৬ই ডিসেম্বর, ২০২৪, শুক্রবার। কিনুন আপনার পছন্দের ব্র্যান্ড এবার বারুইপুরেই।
🌼 Bharat GiFt & Enterprise 🌼
#Samsung #SamsungCafe #Baruipur #ExclusiveStore #Advertisement @topfans
"রাসমেলা থেকে সরাসরি"
আজ রাস পূর্নিমা, শ্রী শ্রী কৃষ্ণের রাসযাত্রা।
শুভ রাসপূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
.
বারুইপুরের রাসমাঠে চৌধুরী(জমিদার বাড়ি) বাড়ির রাসমঞ্চে বড় অনুষ্ঠানের মাধ্যমে হয়ে থাকে শ্রীশ্রী কৃষ্ণের রাসযাত্রা। ৩ দিন ব্যাপী চলে পূজা ও অনুষ্ঠান। সঙ্গে থাকে পুতুল নাচ ও যাত্রা/তর্জা। সঙ্গে চলে একমাস ব্যাপী রাসমেলা।
.
#Baruipur #বারুইপুর #TeamBaruipur #Rasmela #Rasmath #SriKrishna #RasPurnima #Live
বারুইপুর এক ঐতিহ্যশালী ও ঐতিহাসিক মহকুমা শহর, এই ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিন ২৪ পরগনা জেলায় অবস্থিত। ভৌগলিক অবস্থানের দিক থেকে বারুইপুর 22.35° অক্ষাংশ এবং 88.44° দ্রাঘিমাংশে অবস্থিত। নৃতত্ব, ভূতত্ব, পুরাতত্ব, প্রত্নতত্ব, লোকসংস্কৃতি প্রভৃতির উর্বর ক্ষেত্র রূপে বারুইপুর অত্যন্ত সমৃদ্ধ অঞ্চল।আদিগঙ্গা বিধৌত এই ভুখন্ড নানা কারণে গৌরবমন্ডিত। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের পাদস্পর্শে ধন্য এ শহর।
এছাড়াও দ্বারকানাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, ঋষি অরবিন্দ, মতান্তরে স্বামী বিবেকানন্দ, বিপিনচন্দ্র পাল, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আচার্য বিনোবা ভাবে, পদ্মজা নাইডু, মাদার টেরিজা প্রমুখ মহাপুরুষ ও মহানারীর স্মৃতি বিজড়িত এই শহর বারুইপুর। এখানে দুর্গাদাস বন্দোপাধ্যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়, ভুবনচন্দ্র মুখোপাধ্যায়, সৌরীন্দ্রমোহন চট্টোপাধ্যায়, সজল রায়চৌধুরী, অমরকৃষ্ণ চক্রবর্তী প্রমুখ বরেণ্য ব্যক্তিবর্গ জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এম. এন. রায়, সাতকড়ি বন্দোপাধ্যায় ও পরবর্তীকালে নোবেলজয়ী সাহিত্যিক গুন্টারগ্রাসের মত অনেক বিখ্যাত মানুষ এখানে স্বল্পদিন হলেও বাস করেছেন। সেই স্মৃতি বারুইপুরবাসীর মনে আজও অমলিন। জমিদার রাজবল্লভ রায়চৌধুরী সপরিবারে রাজপুর থেকে এখানে এসে বসবাস করেন ও গড়ে তোলেন বিভিন্ন সমাজ।
বারুইপুর নামের উৎপত্তি বারুই থেকে। এখানকার আদি পান ব্যবসায়ী "বারুই" সম্প্রদায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছিল 'বারুইপুর'। তবে কবে যে তারা এখানে প্রথম বসবাস শুরু করেছিল তার হদিস কে দেবে? মধ্যযুগে পঞ্চদশ শতকের শেষভাগে কবি বিপ্রদাস পিপলাই রচিত 'মনসামঙ্গল' কাব্যে চাঁদসদাগরের আদিগঙ্গার স্র্রোত ধরে বানিজ্য যাত্রার প্রসঙ্গে বারুইপুরের উল্লেখ্য আছে "বাহিল বারুইপুর মহাকোলাহলে"। তখন বাংলার সুলতান ছিলেন হূসেন শাহ, অতএব পাঁচশ বছর পূর্বেই বারুইপুরের নামকরণ হয়ে গিয়েছে, একথা বলা যায়।
স্বাধীনতা ও জাতীয়তাবাদী আন্দোলন, পুরাতত্ব, স্থাপত্য, ভাস্কর্য, কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বানিজ্য, লৌকিক দেবদেবী, কুটিরশিল্প প্রভৃতি বিষয়ে বারুইপুর একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এখানকার সঙ্গীত, নাটক, যাত্রাপালা, যোগাযোগ ব্যবস্থা, ক্রীড়া, স্বাস্থ্যকেন্দ্র, মন্দির-মসজিদ-গীর্জা, জলপথ ও জলাশয়, শশ্মান, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, পূজা-পার্বন-মেলা, পত্র-পত্রিকা, ফুল ও ফল অনন্য সম্পদ হিসাবে সমাদৃত।
বারুইপুরের পেয়ারা, লিচু প্রভৃতি ফল বিখ্যাত। দুর্লভ লকেট ফল আজও বারুইপুরে কিছু বাগানে ফলে থাকে। বারুইপুরে তৈরী সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট সারা পৃথিবীতে রপ্তানি হয়। এছাড়া এখানকার দড়ি তৈরী শিল্প, করমচা থেকে চেরি শিল্প, বাঁশ শিল্প, ধূপকাঠি শিল্প, বাজিশিল্প ইত্যাদির যথেষ্ট খ্যাতি রয়েছে।
এখানে সারাবছর ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, ক্রীড়া প্রতিযোগিতা। বারুইপুর রাসমাঠের রথের মেলা, রাসের মেলা, চড়কের মেলা, কৃষি মেলা প্রভৃতি বিখ্যাত। এছাড়া নিউ ইন্ডিয়ান মাঠ, রাসমাঠ, বিশালাক্ষী মাঠ, ফুলতলা মাঠ ও সাগর সংঘ মাঠের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা জাতীয় স্তরের ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য ভুমিকা নিয়েছে। অনেক বিখ্যাত অভিনেতা/অভিনেত্রী যেমন রেবা রায়চৌধুরী, সজল রায়চৌধুরী, অনিল ঘোষ বারুইপুরে জন্মগ্রহণ করেছেন। এখানকার অনেক কবি এবং লেখক যেমন সন্তোষ কুমার দত্ত, শীতাংশুদেব চট্টোপাধ্যায়, ড. পূর্ণেন্দু ভৌমিক, ড. উত্তম দাশ, পরেশ মন্ডল, মৃত্যুঞ্জয় সেন, ড: শংকর প্রসাদ নস্কর, নির্মল ব্যানার্জী, সুশান্ত চক্রবর্তী, শান্তিকুমার বন্দোপাধ্যায়, ড. সনৎ কুমার নস্কর, জয়কৃষ্ণ কয়াল, অনিল ঘোষ, রত্নাংশু বর্গী, স্বপ্না গঙ্গোপাধ্যায়, নরনারায়ণ পুততুন্ড, মনোরঞ্জন পুরকাইত, আনসার উল হক, জয়দীপ চক্রবর্তী, সুনীল দাশ, রঞ্জন দত্ত রায়, প্রসুন মজুমদার, রথীন দেব, নরেন্দ্রনাথ দাশগুপ্ত, নিত্যানন্দ রায় ও ইতিহাস-পুরাতত্ব, প্রত্নতত্ব আর লোকসংস্কৃতির বিষয়ে গবেষণাধর্মী প্রাবন্ধিকদের মধ্যে অমরকৃষ্ণ চক্রবর্তী, ডা: সুশীল ভট্টাচার্য, হেমেন মজুমদার, কৃষ্ণকালী মন্ডল, পূর্ণেন্দু ঘোষ, ড. কালিচরণ কর্মকার, ড. দেবব্রত নস্কর, সাগর চট্টোপাধ্যায়, ড. ইন্দ্রজিৎ সরকার, ড. ইন্দ্রানী ঘোষাল প্রমুখের নাম উল্ল্যেখযোগ্য। কবি শুভ্র বন্দোপাধ্যায়, যিনি ২০১৩ সালে সাহিত্য একাডেমী পুরস্কার পান, এই বারুইপুরেই বাস করতেন।