'জনতার চিঠি', এমন একটি বাংলা সংবাদসংস্থা, যারা কোনোরূপ রাজনীতি, ধর্মীয়, অসাধু, ক্ষমতালোভী শক্তির কাছে মাথা নত করতে শেখেনি। এটি এমন একটি সংবাদসংস্থা, যারা বিশ্বাস করে মিডিয়ার আসল কাজ হোলো মানুষকে সচেতন করা -তার নিজের অধিকার, আইন, গনতন্ত্র, শিক্ষার সুফল সম্পর্কে। আমাদের ভাবনা হোলো- "রাজনীতি নয়, জনতা-নীতি'। তাই তরুন, নির্ভীক সাংবাদিক শৌভিক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে ও সম্পাদনায় আমরা শুরু করতে চলেছি জ
নতার চিঠি। কোনো বৃহৎ গোষ্ঠী, শিল্পপতি, সুবিধাবাদীর মিডিয়া নয়, একটি ক্ষুদ্র সংবাদসংস্থা মাত্র।
বাস্তবিক, আজ পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়েই রমরমিয়ে চলছে এমন কিছু মিডিয়া-সংস্থা, যারা নিজেদের বিকিয়ে দিয়েছে কোনো না কোনো রাজনৈতিক শক্তি/কর্পোরেট দল এর কাছে। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা নিয়মিত প্রকাশ করে চলেছে হলুদ-সংবাদ। তাই আজ সাধারন মানুষ পথভ্রষ্ট, দিকভান্ত্র।
'জনতার চিঠি'-র ভাবনা এখানেই। আমরা তৈরি করতে চাই এমন একটি সংবাদপত্র, যারা মত প্রকাশ করবে সাধারন মানুষের, সচেতন করবে তার নিজের অধিকার, আইন, গনতন্ত্র, শিক্ষার সুফল সম্পর্কে। এমন একটি সংবাদপত্র, যারা যুবশক্তি-কে প্রকৃত উন্নয়ন এর পথ দেখাবে। শুরু থেকেই আমরা তুলে ধরতে চাই সেইসব সংবাদগুলিকে, যেগুলি অন্য মিডিয়া কখনই প্রকাশ করেনা। আমরা জোর দিতে চাই শিক্ষা, কেরিয়ার, বিনোদন, রাজনৈতিক, শিল্প, খেলার সংবাদ এর ওপর।
ইতিমধ্যেই আমরা ভারত সরকার এর কাছ থেকে সংবাদপত্র পরিচালনা সংক্রান্ত যাবতীয় অনুমতি পেয়ে গেছি। এখন আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগটি বিস্তৃত করতে চাই।
আমাদের বিনীত নিবেদন, অনুগ্রহপূর্বক আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার পাশে দাঁড়ান, আমাদের বেড়ে উঠতে সবরকম সহায়তা করুন। আপনার অভিভাবকসুলভ পরামর্শ ও সহায়তা আমাদের আগামী পথচলায় দিকনির্দেশ করবে -এই আশা রাখি.