Public News

Public News সঠিক খবর পরিবেশন করা। মানুষ দেশ জাতি সমাজ ও পৃথিবীর স্বার্থে।

12/04/2022

BREAKING NEWS
দুর্নীতির দায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে বিকাল 5 টার মধ্যে CBI দপ্তরে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের।

06/03/2022

প্রার্থীদের মঞ্চে অধীর রঞ্জন চৌধুরী..

19/02/2022

গান্ধীমূর্তির পাদদেশে অনশনরত এক আন্দোলনকারী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে।
আজ আন্দোলনের 125 তম দিন।

09/02/2022

দুদিন ধরে নরেন্দ্রপুর থানায় রাজ্য সরকারের পুলিশের দ্বারা গ্রেপ্তার হওয়া ছাত্রদের পক্ষ অবলম্বন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা 8b বাস স্ট্যান্ড ব্লক করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল দাহ করা হচ্ছে।

BREAKING NEWS
09/02/2022

BREAKING NEWS

03/02/2022

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক

24/01/2022

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী.।

20/01/2022

উৎসশ্রীর নতুন গেজেট প্রকাশিত হয়েছে।
👉সুযোগ থেকে বঞ্চিত SLST এর শিক্ষক শিক্ষিকা।

👉প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকা দের 40% এর সার্টিফিকেট বাতিল, হতে হবে 60% এর সার্টিফিকেট।

05/01/2022

কলকাতাতে ডাক্তার কাফিল খাঁন.... তার লেখা বই দা গোরাখপুর হসপিটাল ট্রাজেডি র প্রচার...

25/12/2021

দুর্নীতির কারণে বঞ্চিত সান্তা বিচার চাইছে পার্কস্ট্রিটে..
এ সান্তা আসলে দুর্নীতির কারণে বঞ্চিত শিক্ষক পদপ্রার্থী....

14/12/2021

দুর্নীতি বিরোধী আন্দোলনের পাশে সংযুক্ত কিষান মোর্চার পশ্চিমবঙ্গ শাখার কনভেনার অমল হালদার এবং সম্পাদক কার্তিক পাল 👉👉👇👇

08/12/2021

গান্ধী মূর্তির পাদদেশে চলতে থাকা অবস্থান মঞ্চে আজ বিহার বিধানসভার বিধায়ক মনোজ মাঞ্জিল ও দিল্লি কৃষক আন্দোলনের নেতৃত্ব বৃন্দ।
বললেন মাননীযয়া মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি লিখবেন একজন জন বিধায়ক হিসেবে।

একটা হুমকিও দিলেন --- আগামী 23 শে ডিসেম্বর থেকে 26 শে জানুয়ারি প্রায় একমাস ধরে সারা বাংলা জুড়ে তার সংগঠন বিপ্লবী যুব অ্যাসোসিয়েশন বিক্ষোভ কর্মসূচি চালাবে।

05/12/2021

হাইকোর্টের রায় ও আন্দোলনকারীদের অভিমত...

28/11/2021

চাকরি প্রার্থীদের মঞ্চে কবি মন্দাক্রান্তা সেন.....

26/11/2021

BREAKING NEWS

দুর্নীতির কারণে বঞ্চিত নবম থেকে দ্বাদশ স্তরে শিক্ষক-শিক্ষিকার পদপ্রার্থীরা লাল কার্ড ও হুইসেল বাজিয়ে স্কুল সার্ভিস কমিশনকে রিজেক্ট করার বার্তা দিলেন।

22/11/2021

চাকরি প্রার্থীদের মঞ্চে আইনজীবী মোপ্ফাকারুল ইসলাম এর প্রতিশ্রুতি --আন্দোলনকারীদের পাশে থাকবেন।

21/11/2021
21/11/2021

দুর্নীতি, আন্দোলন ও শিক্ষামন্ত্রী #ব্রাত্য #বসুর সাফাই.....

আজ প্রায় 14 দিন। হবু শিক্ষক-শিক্ষিকা ওরা। পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা গান্ধী মূর্তির পাদদেশে ধরনা চালাচ...
28/10/2021

আজ প্রায় 14 দিন। হবু শিক্ষক-শিক্ষিকা ওরা। পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসে তারা গান্ধী মূর্তির পাদদেশে ধরনা চালাচ্ছে যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে। মা শিক্ষিকা পদপ্রার্থী, বাচ্চাকে বাড়িতে রেখে তো আর আসা যায় না। বাচ্চাকে নিয়েই তাই ধর্না মঞ্চে মা। মায়ের লড়াইয়ে তারও উজ্জ্বল উপস্থিতি। তারও মাথায় লেখা হবু শিক্ষক পথে কেন? তার মায়ের এই দাবি নিয়ে সে এসেছে গান্ধীমূর্তিতে।
এখন দেখা যাক কবে তাদের দাবি পূরণ হয়। কবে তারা পথ ছেড়ে স্কুলে পৌঁছাতে পারে?

22/10/2021

যুব ছাত্র অধিকার মঞ্চের উদ্যোগে গান্ধী মূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ স্তরে শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের দ্বারা পালিত হল অভূতপূর্ব শোকসভা।

19/10/2021

হবু শিক্ষক পথে কেন???
এই প্রশ্ন তুলে, তীব্র বৃষ্টিতেও গান্ধী মূর্তির পাদদেশে চলছে অবস্থান.......

18/10/2021

পরিস্থিতি প্রতিকুল বজ্রবিদ্যুৎ কে উপেক্ষা করে চলছে এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন।

18/10/2021

রোমহর্ষক শিকার

17/10/2021

SSC আন্দোলনের সাত কাহন প্রেস ক্লাব থেকে গান্ধীমূর্তি

17/10/2021

2019 সালে প্রেস ক্লাবের সামনে টানা 29 দিন অনশন করেছিল নবম- দ্বাদশ স্তরের চাকরি প্রার্থীরা যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে।সেখানেই মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন মেধা তালিকায় নাম থাকা প্রার্থীদের বঞ্চিত করবেননা। কিন্তু আজ 2 বছর পরে প্রতিশ্রুতি তো পূরণ হয়নি তার উপরে মিলেছে আরও দুর্নীতির প্রমান। তাই তারা আবারো যুব-ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান চালাচ্ছে আজ তাদের তৃতীয় দিন। জানা গিয়েছে যতদিন না তাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে।

09/10/2021

"শিক্ষকরা বাড়িতে বসে বেতন নেন অসহায়দের পাশে থাকেননা। "-- মন্ত্রী স্বপন দেবনাথ এর বক্তব্য কে ঘিরে বিতর্ক।

নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা গান্ধী মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালীন ধর্নায় বসেছে আজ থেকে। দ...
08/10/2021

নবম থেকে দ্বাদশ স্তরের মেধা তালিকাভুক্ত চাকরি প্রার্থীরা গান্ধী মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালীন ধর্নায় বসেছে আজ থেকে। দীর্ঘ দুই বছর ধরে তাদের লাগাতার আন্দোলন কর্মসূচি চলছে বলে জানা গিয়েছে। 2019 সালের 28 শে ফেব্রুয়ারি যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে কলকাতার প্রেসক্লাবের সামনে 29 দিন যাবৎ তারা অনশন চালিয়েছিল।সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এসে চাকরিপ্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি পূরণ তো হয়নি উপরন্তু যে দুর্নীতির বিরুদ্ধে তাদের অনশন হয়েছিল, সেই দুর্নীতির থেকেও কয়েক গুণ দুর্নীতির প্রমাণ পরবর্তীকালে তাদের হাতে আসে। তারপর প্রায় ছয় মাস যাবৎ সেন্ট্রাল পার্কের ছয় নম্বর গেটের কাছে অবস্থান এর মাধ্যমে তারা তাদের দাবি তুলে ধরেছিল। কিন্তু সেখানেও পুলিশি অসহযোগিতার শিকার হয় তারা। তারপর বারংবার শান্তিপূর্ণ ধর্নার পারমিশন চেয়েও তারা ব্যর্থ হয়েছে বলে জানা গিয়েছে চাকরিপ্রার্থীদের কাছ থেকে।অবশেষে হাইকোর্টের রায়ের ভিত্তিতে তারা এই অনির্দিষ্টকালীন অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Address

Kolkata

Telephone

+918583090025

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like