Bishkut Kutkuti

Bishkut Kutkuti Hi, I'm Bishkut! I'm a naughty and playful girl who was rescued from the streets by my humans.
(2)

গতকাল, আমি আলপনা দেওয়ার পর। উফফ, কালকে আমি এত কাজ করেছি যে কি বলবো! অঞ্জলী ও দিয়েছি! পুজোর আগে আমি বেশ খানিকক্ষণ সরস্ব...
03/02/2025

গতকাল, আমি আলপনা দেওয়ার পর। উফফ, কালকে আমি এত কাজ করেছি যে কি বলবো! অঞ্জলী ও দিয়েছি! পুজোর আগে আমি বেশ খানিকক্ষণ সরস্বতী আর হাস দিদির সাথে কথা বার্তা বলে নিয়েছি। ওরা ওদের বাড়ির অনেক গল্প বললো। তোমরাও তোমাদের সরস্বতী পুজোর দিন কেমন কাটল জানিয়ো।

দিদির গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছি।
29/01/2025

দিদির গায়ে হেলান দিয়ে ঘুমাচ্ছি।

Boo!
29/01/2025

Boo!

এরম ইস্টাইল করে বসতে আমার বেশ ভালোই লাগে।
28/01/2025

এরম ইস্টাইল করে বসতে আমার বেশ ভালোই লাগে।

পাসের বাড়ির ছাঁদে দুইজন বেড়ালের ঝগড়া হচ্ছিল। আমি দিদির ট্রান্সলেটরের কাজ করছিলাম কারণ ওর মিয়াও ভাষাটা এখনও ঠিক করে আ...
28/01/2025

পাসের বাড়ির ছাঁদে দুইজন বেড়ালের ঝগড়া হচ্ছিল। আমি দিদির ট্রান্সলেটরের কাজ করছিলাম কারণ ওর মিয়াও ভাষাটা এখনও ঠিক করে আসে না। কিন্তু সবটা ট্রান্সলেট করতে পারলামনা কারণ এমন এমন তারা শব্দ ব্যবহার করছিল যে কোন গরম হয়ে যাবে। দিদিকে কি আর ওরম বলতে পারি?!

লুকিয়ে লুকিয়ে মামাই কে দেখছি।
27/01/2025

লুকিয়ে লুকিয়ে মামাই কে দেখছি।

ছুটির দিন কেমন কাটছে তোমাদের সবার?
26/01/2025

ছুটির দিন কেমন কাটছে তোমাদের সবার?

বাপ রে বাপ, চারিদিকে শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি। কিন্তু দুঃখের বিষয় হল যে আমার একটাও নেমন্ত পড়েনি। ইসস, কোথায় ভাবল...
25/01/2025

বাপ রে বাপ, চারিদিকে শুধু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি। কিন্তু দুঃখের বিষয় হল যে আমার একটাও নেমন্ত পড়েনি। ইসস, কোথায় ভাবলাম দিদির ওই ভালো শাড়িটা পরে যাব। আঁচলে দিদির সেই অদ্ভুত বড় সেপ্টিপিনটা লাগাবো, তাও ঠিক করে ফেলেছিলাম। না, ডুক্কু করে আর লাভ নেই, যাই জানলায় বসে গাড়ি দেখি।

দিদির স্বপ্ন আর মামাইয়ের দুঃস্বপ্ন আমি সত্যি করে ফেলেছি। দিদি খালি বলতো, মামাবাড়িতে গিয়ে আমি আমার বাঁদর খেলা দেখাইনা ...
23/01/2025

দিদির স্বপ্ন আর মামাইয়ের দুঃস্বপ্ন আমি সত্যি করে ফেলেছি। দিদি খালি বলতো, মামাবাড়িতে গিয়ে আমি আমার বাঁদর খেলা দেখাইনা কেন। তাই ওর ওপর একটু দয়া করে সেদিন বাবুদের ঘরের আলমারির মাথায় উঠে বসেছিলাম।ওঠার সময় অবশ্য দিদির আর বাবুর সাহায্য নিয়েছি একটু। উফফ, কি দারুন ভিউ। সবাইকে কেমন ছোট ছোট লাগছিল।

ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেলাম।
22/01/2025

ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে গেলাম।

গুড মর্নিং বন্ধুরা! সোমবার বলে আমি আজ সক্কাল সক্কাল উঠে পড়েছি, দিদিকে ও উঠিয়ে দিয়েছি। আসলে, দিদি ঘুমোবে আর আমি জেগে থ...
20/01/2025

গুড মর্নিং বন্ধুরা! সোমবার বলে আমি আজ সক্কাল সক্কাল উঠে পড়েছি, দিদিকে ও উঠিয়ে দিয়েছি। আসলে, দিদি ঘুমোবে আর আমি জেগে থাকব, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারিনা।

ঘুমিয়ে ঘুমিয়ে স্ট্যাচু অফ লিবার্টির স্বপ্ন দেখছি, তাই নিজেও এক হাত তুলে ঘুমাচ্ছি।
19/01/2025

ঘুমিয়ে ঘুমিয়ে স্ট্যাচু অফ লিবার্টির স্বপ্ন দেখছি, তাই নিজেও এক হাত তুলে ঘুমাচ্ছি।

মা আমাকে দেখে বলছিল যে আমাকে নাকি শোলে সিনেমার ঠাকুরের মত লাগছে। কিন্তু আমার তো হাত আছে। যাইহোক, দিদি তাহলে গব্বর সিংহ। ...
18/01/2025

মা আমাকে দেখে বলছিল যে আমাকে নাকি শোলে সিনেমার ঠাকুরের মত লাগছে। কিন্তু আমার তো হাত আছে। যাইহোক, দিদি তাহলে গব্বর সিংহ।

আচ্ছা, হিউমানরা এরম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে কেন? এই যেমন, আমার বিষয়ে কথা বলতে গিয়ে জিজ্ঞেস করে, ওর লোম পড়ে কি? খাবার...
17/01/2025

আচ্ছা, হিউমানরা এরম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে কেন? এই যেমন, আমার বিষয়ে কথা বলতে গিয়ে জিজ্ঞেস করে, ওর লোম পড়ে কি? খাবারের মধ্যে লোম পড়ে? ও কি আঁচড়ায়?
আচ্ছা, হিউমানদের চুল পড়ে না? মাঝে মাঝে দেখি পুপুর রান্নায় আবার মায়ের রান্নায়ও চুল পাওয়া যায়। তাছাড়া, আমি কি পাগল যে কথা নেই বার্তা নেই, যাকে তাকে আঁচড়ে দেব?! লোম থাকলে, লোম পড়বে। যাদের যাদের বাড়িতে একেবারে ইনডোর বেড়াল আছে, ওনারা সবাই প্রায় জানবেন যে যতই আটকানো হোক না কেন, আমাদের লোম হাওয়ায় ওড়ে, ঠিক মানুষের চুলের মত।

Address

Kadamtala
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bishkut Kutkuti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share