Bangla Ek Nazar

Bangla Ek Nazar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangla Ek Nazar, Media/News Company, 6/4d rani rashmoni garden Lane, KOLKATA.

প্রতি বছরের মতো এবার ও রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার্স এ্যাসোসিয়েশন ও আলেক ফাউন্ডেশানের যৌথ উদ্যোগে মোট ১০টি ক্লাবকে ২৩তম ...
09/10/2024

প্রতি বছরের মতো এবার ও রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার্স এ্যাসোসিয়েশন ও আলেক ফাউন্ডেশানের যৌথ উদ্যোগে মোট ১০টি ক্লাবকে ২৩তম শারদ শিরোমনি সম্মান ২০২৪ দেওয়া হল। এবারের বিষয় ছিল 'স্বচ্ছ পরিবেশ' সে সফল ক্লাবগুলি এই সম্মান পেয়েছেন তারা হল যথাক্রমে রাসমনি বাগান কিশোর সংঘ, ঠাকুর পুকুর সিস্টার নিবেদিতা মাল্টি পারপাস সোসাইটি, কাঁকুর গাছি মিলন মেলা সমিতি, মিতালী সংঘ (কাঁকুর গাছি), স্বপ্নার বাগান, দূর্গাপুর স্পোর্টিং ক্লাব, ট্যাংরা যুবক সংঘ, নর্থ ট্যাংরা কালী সংঘ, বোইচতলা ব্যায়ামগার সার্ব্বজনীন দূর্গোৎসব কমিটি, শীন্ডলেন মহিলা দূর্গোৎসব কমিটি। এই সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, সহ সভাপতি সঞ্জয় তাওয়ার, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহঃ সম্পাদক শুভ্রা নায়েক,ও তপন জানা ও রিয়া দাস ও দেবকুমার দে ।

দশম ভারত গৌরব অনন্য সম্মান-২০২৪রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশানের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস...
25/09/2024

দশম ভারত গৌরব অনন্য সম্মান-২০২৪

রিপোর্টারর্স এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশানের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল দশম ভারত গৌরব অনন্য সম্মান-২০২৪। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান সুভাস চক্রবর্তী, ক্লাব সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, প্রধান অতিথি দেবকুমার দে, বিশেষ অতিথি তপন জানা, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, সহঃ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।
এ বছরের সম্মান প্রাপকেরা হলেন ড. দেবযানী ঘোষ, তপন জানা, দেবকুমার দে, অপর্না দে, হাসির রাজা সেন্টু (সৌদি আরব), জেনিভা রায়, ড. ভোলানাথ দাস ও হাটু বাবা ।

তাছাড়া উপস্থিত ছিলেন দেবশ্রী মুখার্জী , দেবব্রত রায় চৌধুরী, আকাশ চ্যাটার্জী , গোপাল দেবনাথ, অরুপ গুহ, প্রদীপ বড়াল, তারক ধর, সন্দীপন মান্না ও রিয়া দাস।

সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন।

কনজিউমার আওয়ার্নেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হয়ে গেলএ ডি এস ডি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত  প...
09/09/2024

কনজিউমার আওয়ার্নেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হয়ে গেল

এ ডি এস ডি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত পশ্চিম বঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক বিভাগের সহযোগিতায় ৮ ই সেপটেম্বর নিউটাউনের নভোটেল হোটেলে একটি উপভোক্তা বিষয়ক সেমিনারের আয়োজন করা হল । এ ডি এস ডি এর উদ্যোগে অনুষ্ঠানের নাম *লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এবং "কনজিউমার আওয়ারনেস কনক্লেভ" ।
উপভোক্তা সচেতনতা বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগ এই মেগা ইভেন্টের সাথে "এ.ডি.এস. ডি" আয়োজিত উজ্জ্বল সন্ধ্যা "কনজিউমার আওয়ার্নেস কনক্লেভ" এবং বাংলার ব্যাবসা বৃদ্ধিতে ও ব্যবসায়ীদের অনুপ্রাণিত করতে "লিডারশিশ আচিভমেণ্ট আওয়ার্ড"" এর আয়োজন
জানালেন এ.ডি.এস.ডি র পক্ষে সংস্থার কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ।
এদিন এই উপলক্ষে উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার পক্ষে দিও নন্দন সাউ, অনির্বাণ ভট্টাচার্য, আদনান হাসান,অনিকা সেন, সুস্মিতা ভট্টাচার্য, সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার।এদিন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মাননীয় ক্রেতা সুরক্ষা দপ্তররের মন্ত্রী বিপ্লব মিত্র,
ক্রেতা সুরক্ষা দপ্তররের আধিকারিক অনিতা পাইন,
পশ্চিমবঙ্গ সরকার রাজস্ব বিভাগের আধিকারিক ও খ্যাতনামা আলোকচিত্র শিল্পী অনুপম হালদার এবং ক্রিয়াবিদ আলোক মুখার্জি ও অতনু ভট্টাচার্য সহ আরো অনেকে। এদিন লিডারশিপ আচিভমেন্ট আওয়ার্ডে পুরস্কৃত হলেন, খুকুমনি আলতা সিঁদুররের প্রদীপ কেমিক্যাল ওয়ার্কস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড,, আর আর ডেভলপার, শ্রী বালাজি, পুটক অ্যাপারেলস প্রাইভেট লিমিটেড,রেশমী মেটালিক্স , টিম টরাস ,এম আর সি কনস্ট্রাকশন , নিউ টাউন নির্মাণ কনসোডিয়াম, ইম্প্রেশন ডিজিটাল মার্কেটিং সহ আরো অনেক বিশিষ্ট ব্যাবসায়িক প্রতিষ্টান সহ সাংবাদিক দুর্গা দাস ব্যানার্জী , সমাজসেবী চিন্ময় চ্যাটার্জি সহ মোট ১৬ জন।

ধাপা ক্লাব সমিতি ও নাগরিক সমন্বয় কমিটি উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবিরপঞ্চম তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয...
08/09/2024

ধাপা ক্লাব সমিতি ও নাগরিক সমন্বয় কমিটি উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির

পঞ্চম তম বর্ষ স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল ধাপা- ক্লাব সমিতির গৃহে ।এই অনুষ্ঠানে মোট ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এন্টালি বিধানসভায় বিধায়ক স্বর্ণকমল সাহা ও বিশেষ অতিথি ছিলেন ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পরিষদ শ্রী সন্দীপন সাহা, তাছাড়া উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা সুভাষ চক্রবর্তী, প্রমথেশ সেন, রিপোর্টার এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন, সংস্থার সভাপতি শ্যামসুন্দর গুচ্ছাই ও সম্পাদক ডক্টর সুপ্রিয় রঞ্জন পাইক ,মোহন জানা সহ বিশিষ্ট গুণী ব্যক্তিবর্গ।

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে আর্ম রেস্টলিং ট্রিপিল- এ ক্ল্যাসিক- ২০২৪.....।গোপাল দেবনাথ : কলকাতা, ২৯ জুলাই, ২০২৪...
30/07/2024

অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে আর্ম রেস্টলিং ট্রিপিল- এ ক্ল্যাসিক- ২০২৪.....।

গোপাল দেবনাথ : কলকাতা, ২৯ জুলাই, ২০২৪। শরীর সুস্থ রাখতে শরীরচর্চা খুবই জরুরি। বর্তমান সময়ে পড়াশোনার চাপে খেলাধুলার খুব বেশি সুযোগ পায় না এই সময়ের ছেলে মেয়েরা। সেই অর্থে খেলার মাঠ ও খুববেশি নেই। অথচ একটি খেলা আছে যেখানে একটি মাত্র টেবিল হলেই দুজন মিলে আরাম করে খেলতে পারে। এই খেলা আমরা অনেকেই হয়ত ছেলে বেলায় বন্ধু বা বাড়ির কোনো সদস্যদের সঙ্গে খেলেছি সেই খেলাটি হলো পাঞ্জা লড়াই। নিজের শক্তি জাহির করা। আমরা অনেকেই জানিনা এই খেলাটি সারা বিশ্বের বহু দেশে অত্যন্ত জনপ্রিয়। খেলাটির নাম আর্ম রেস্টলিং। দেশের অন্যান্য রাজ্যে এই খেলা নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা হলেও এই বাংলায় তেমন চর্চা হয় না। বেশ কিছুদিন ধরে বলিউড ও টলিউডের অভিনেতা এবং ক্রীড়াবিদ অশোকরাজ নিজের প্রচেষ্টায় তার নিজের সংস্থা অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের উদ্যোগে রাজ্যজুড়ে নানান প্রান্তে আর্ম রেস্টলিং প্রতিযোগিতার আয়োজন করে চলেছে। গত ২৮ জুলাই রবিবার লেকটাউন মুক্তমঞ্চে আয়োজন করেছিল ট্রিপিল এ ক্ল্যাসিক ২০২৪। সকাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলে রাত পর্য্যন্ত। ওজন ও বয়স ভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে আর্ম রেস্টলিং খেলাটি কে ভাগ করে নেওয়া হয়। সকল প্রতিযোগীদের জন্য ছিল স্মারক। এদিন প্রায় শতাধিক ছেলেমেয়ে এই খেলায় অংশগ্রহণ করে। বডি বিল্ডিং বিভাগে অংশগ্রহণকারীরা ৭ ধরণের দেহ সৌস্টব প্রদর্শন করে। তার মধ্যে উল্লেখযোগ্য মেনস ফিজিক, আর্ম রেস্টলিং, রিভার্স কার্ল, ডিকলাইন বেঞ্চপ্রেস ৫০ কেজি, ৬০কেজি, ৭০কেজি ৮০কেজি এবং ৯০ কেজি ওজনের উপরে। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমল কুমার চন্দ, শুভ্রা চ্যাটার্জি, রতন সাহা, বৈশাখী সেন, বিনোদ দে, দ্বৈপায়ণ চক্রবর্তী, সোমনাথ চ্যাটার্জি, অমল কাঁরার, মিলন দে, নন্দন দেবনাথ, শ্বেতা তেওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ। এই অনুষ্ঠান মঞ্চেই উপস্থিত সাংবাদিকদের উত্তরীয় এবং স্মারক দিয়ে সন্মান জানান আয়োজক অশোকরাজ। সপ্তর্ষি ঘোষাল, শুভজিৎ সিকদার, সুজয় সরকার, দীপঙ্কর সরদার এবং পার্থিব এর অংশগ্রহণ ছিল নজরকাড়া। এরাই চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নস হয়ে পুরুস্কৃত হন। সব বিভাগেই প্রথম থেকে পঞ্চম স্থানাদিকারিদের ট্রফি দিয়ে পুরষ্কৃত করা হয়। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নসদের বিশাল মাপের সুদৃশ্য ট্রফি তুলে দেন বিশিষ্টজন। সমগ্ৰ খেলাটিকে সুচারুভাবে সম্পন্ন করার জন্য যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন মহেশ্বরী বাড়ুই, আমিশা রাজ, সৌজন্য, আফসর, কিশোর, সুরজ এবং আয়েশা রাজ। আয়োজক অশোকরাজ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এলাকার বিধায়ক এবং রাজ্যেরমন্ত্রী মাননীয় শ্রী সুজিত বোস মহাশয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।আর্ম রেস্টলিং প্রতিযোগিতার শেষলগ্নে সঙ্গীত, নৃত্য, যোগা এবং জিমন্যাস্টিক প্রদর্শন করে ওলিপ্রিয়, সুনন্দিতা, অমররাজ, অভীক মজুমদার, রোহন থাপা এবং বৈভব দে।

দমদম পার্ক তরুণ সঙ্ঘের আয়োজনে ৫ম বার্ষিক দুদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতাগোপাল দেবনাথ : কলকাতা, ১১ ফেব্রুয়ারি, ২০...
21/02/2024

দমদম পার্ক তরুণ সঙ্ঘের আয়োজনে ৫ম বার্ষিক দুদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা

গোপাল দেবনাথ : কলকাতা, ১১ ফেব্রুয়ারি, ২০২৪। বাংলায় একটা প্রবাদ আছে তাস দাবা পাশা তিন কর্মনাশা। আজকের দিনে এই কথা মোটামুটি ভাবে অচল বলা যেতে পারে। দাবা এবং তাস খেলা আজ সারা বিশ্বজুড়ে সমাদৃত। অবসর সময় কাটানোর জন্য এই খেলা দুটির কোনো জুড়ি নেই। কন্ট্রাক্ট ব্রিজ প্রতিযোগিতা আন্তর্জাতিক স্তরে যেমন আয়োজিত হয় ঠিক তেমনই রাজ্য সহ শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে। তবে দমদম পার্ক তরুণ সঙ্ঘের কথা বিশেষ ভাবে উল্লেখ করতে হয়। এই দমদম পার্ক তরুণ সঙ্ঘের উদ্যোগে প্রয়াত প্রীতিশ কুশারী ও দলীপ দত্ত'র স্মরণে ৫ম বার্ষিক দুইদিনব্যপী কন্ট্রাক্ট ব্রীজ প্রতিযোগিতা আয়োজন করলেন ক্লাবের সদস্যরা। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই খেলাটি পরিচালনা করছেন ওয়েস্ট বেঙ্গল ব্রীজ এসোসিয়েশনের পক্ষে দুই ডিরেক্টর তন্ময় ঘোষ এবং দেবব্রত রায় চৌধুরী। প্রতিটি মুহূর্তে দুই অভিজ্ঞ ডিরেক্টর এই খেলার খুঁটি নাটি হিসেব রাখছিলেন। এই কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি মোট ১১ রাউন্ডের। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই খেলা চলে রাত পর্যন্ত। অংশগ্রহণকারী প্রতিযোগীরা এশিয়াড, বিশ্ব চ্যাম্পিয়ন সহ পৃথিবীর নানা দেশ থেকে পুরস্কারপ্রাপ্ত। তারা তাদের অভিজ্ঞাতায় জানালেন আমাদের মধ্যে বহুজন আছেন যারা এই খেলার মাধ্যমে বহু সরকারি ও বেসরকারি চাকরি পেয়েছেন। এক প্রতিযোগী বলেন এই খেলা খেলতে গেলে প্রতি মুহূর্তে অঙ্ক সহ বুদ্ধিমত্তা একান্ত জরুরি। তবে কন্ট্রাক্ট ব্রীজ শেখানোর জন্য কোনো সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান এই মুহূর্তে এখানে নেই। তবে আমরা ব্যক্তিগত ভাবে এই খেলায় উৎসাহীদের শিখিয়ে থাকি। উপস্থিত প্রতিযোগীরা আয়োজকদের আয়োজনে খুশি বলে জানালেন। গত ১০ ফেব্রুয়ারি শনিবার ও ১১ ফেব্রুয়ারি রবিবার দুদিন ধরে কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি আয়োজিত হয়েছে দমদম পার্কে। রবিবার শেষদিনে বিজয়ী প্রতিযোগীদের আর্থিক পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। পুরস্কার মূল্য সব মিলিয়ে ১ লক্ষ টাকা। দমদম পার্ক তরুণ সঙ্ঘের পক্ষে কন্ট্রাক্ট ব্রীজ খেলাটি আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন রথীন কুন্ডু। যিনি নিজেও একজন অভিজ্ঞ কন্ট্রাক্ট ব্রীজ খেলোয়াড়। দমদম পার্ক তরুণ সঙ্ঘের স্পোর্টস সেক্রেটারী মৃন্ময় গাঙ্গুলি বলেন এই ধরণের কন্ট্রাক্ট ব্রীজ খেলার আয়োজন করতে পেরে আমরা খুবই খুশি। আয়োজকরা আরো বলেন ৩২০ জন অত্যন্ত সনামধন্য প্রতিযোগীদের অংশগ্রহণ আমাদের আগামীদিনে এগিয়ে যেতে সাহায্য করবে। তরুণ সঙ্ঘের সভাপতি রবীন গাঙ্গুলি উপস্থিত সাংবাদিকদের বলেন আমরা কেবলমাত্র দুর্গাপুজো নিয়েই মেতে থাকি না। সারা বছর ধরে আমরা নানান ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বিভিন্ন ধরণের খেলাধুলার আয়োজন করে থাকি। এত বিশিষ্ট মানুষের কন্ট্রাক্ট ব্রীজ খেলায় অংশগ্রহণে আমরা সত্যিই আপ্লুত।

*নির্মম পরিণতির গল্প "কেয়ার অফ ফুটপাত" আসছে*বছরের শুরুতে বড় চমক দিতে প্রস্তুতি নিচ্ছেন পরিচালক বিবেক মন্ডল। বছরের শুরু...
21/02/2024

*নির্মম পরিণতির গল্প "কেয়ার অফ ফুটপাত" আসছে*

বছরের শুরুতে বড় চমক দিতে প্রস্তুতি নিচ্ছেন পরিচালক বিবেক মন্ডল। বছরের শুরু থেকে চলচ্চিত্র জগতে একের এক পর ভালো ছবির লাইন। তার মধ্যে একদিকে যেমন রয়েছে হিন্দি ছবি, তেমনই ভালো বাংলা ছবিও হয়েছে একঝাঁক। ইতিমধ্যে বিবেক মন্ডলের নতুন ছবি "কেয়ার ওফ ফুটপাত" দৃশ্য গ্রহণের কাজ শেষ হয়েছে এবং ছবির পোস্টার রিলিজ হয়ে গেছে।
গল্পটি তৈরি হচ্ছে রাস্তার একটি অনাথ বাচ্চা কে কেন্দ্র করে। গল্পটি মূলত দুটি নিম্নবৃত্ত পরিবারের । গল্পটি তুলে ধরছেন রাহুল নামে একটি ছেলে যে সমাজসেবা মূলক কাজ করেন ।এই রাহুলের ভূমিকায় অভিনয় করছেন শুভম লাহিড়ী। মূলত যে মেয়েটিকে নিয়ে গল্প সেই মেয়েটির চরিত্রে দেখা যাবে সৃজিতা ঘোষকে। এই ছবিতে নায়কের চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা রুপম মন্ডলকে এবং নায়িকার চরিত্রে দেখা যাবে দীপাশ্রী মন্ডলকে।এই ছবির মধ্যে রয়েছে আরও এক চমক, এই ছবিটিতে অভিনয় করছেন অভিনেত্রী স্বান্তনা বোস। ওনাকে দেখা যাবে সৎ মায়ের চরিত্রে এবং বিপরীতে বাবার ভূমিকায় অভিনয় করছেন শুপ্রসাদ গাঙ্গুলী । সিনেমাটি তে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বেলা মন্ডলকে।
এই ছবির গল্প পরিচালক বিবেক মন্ডলের। গল্পের চিত্রনাট্য ও সংলাপ করেছেন বিজয় রায়। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন মানস হালদার এবং সহযোগী পরিচালকের কাজ করেছেন সোনিয়া মালি। ছবিটির প্রযোজনা করছেন শিব সাঁই ফিল্মস এবং বি এম ক্রিয়েটিভ ভেঞ্চার।এই সিনেমার শুটিং হয়েছে বরাহনগরে। ছবিটি ওটিটি তে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

আদিত্য বিড়লা বাণীভারতী'র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY'....নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ নভেম্বর, ২০২৩। সোমবার মিলনের ...
29/11/2023

আদিত্য বিড়লা বাণীভারতী'র ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY'....

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ নভেম্বর, ২০২৩। সোমবার মিলনের বাঁশির সুরে হৃদয় মোহিত করা এক অনুষ্ঠান উপহার দিল হুগলি জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আদিত্য বিড়লা বাণীভারতী তার ৬৪ তম বার্ষিক অনুষ্ঠান 'LUCENCY' তে। গতকাল সোমবার ২৭ নভেম্বর, ২০২৩ কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে। প্রতিষ্ঠানের পথপ্রদর্শক আদিত্য বিমো বিড়লার্জীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে প্রতিষ্ঠানের প্রধান কান্ডারী মাননীয় অধ্যক্ষ শ্রী গৌতম সরকার মহাশয় ও কো -অর্ডিনেটর মাননীয়া শ্রীমতী সুচিস্মিতা দে মহাশয়ার নির্দেশনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের পরম শ্রদ্ধেয় স্বামী বেদাতীতানন্দ মহারাজ এবং বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী শ্রী সাহেব চট্টোপাধ্যায়। এছাড়া কলকাতা ও তৎসংলগ্ন স্কুলের অধ্যক্ষ মহাশয়দেরও এই বার্ষিক দিবসের অনুষ্ঠান উপলক্ষে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় এবং সমন্বয়কারী ম্যাডাম প্রতিষ্ঠানের সম্মানিত অতিথি মহোদয় স্বামী বেদাতিতানন্দ জি মহারাজ এবং শ্রী সাহেব চট্টোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জানান এবং সকলে একসাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর প্রদীপের দীপ্তি এবং উদ্বোধনী নৃত্যের ছন্দ সমগ্র প্রেক্ষাগৃহকে উদ্দীপনায় ভরিয়ে তোলে।
তবে শুধু নৃত্যের তালেই ছাত্র-ছাত্রীদের উদ্দীপিত করা নয় বরং পূজনীয় ব্যক্তিত্ব শ্রী বেদাতিতানন্দ মহারাজের অসাধারণ বক্তৃতা সকলের মনকে নাড়া দিয়ে যায়। মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অনেক গুরুগম্ভীর বিষয়কে তিনি অত্যন্ত সহজভাবে এবং হাস্যরসের মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীর সামনে তুলে ধরেন। এমনকি ছাত্র জীবনের প্রধান লক্ষ্য যে সময়ানুবর্তিতা সেই বিষয়টিকেও তিনি নানা ঘটনা উল্লেখের মধ্য দিয়ে তিনি পড়ুয়াদের সামনে এমন ভাবে তুলে ধরেন যে তা শুধু ছাত্র ছাত্রীদেরই নয় উপস্থিত সকল দর্শকেরই পরম উপভোগ্য বিষয় হয়ে ওঠে। একদিকে যখন স্বামীজীর মনোমুগ্ধকর বক্তৃতায় পড়ুয়ারা মুগ্ধ অন্যদিকে তখন মঞ্চে আহবান করা হয় সাহেব চট্টোপাধ্যায় কে। আজ তিনি একজন সফল ব্যক্তিত্ব। কিন্তু এই সফলতা যে একদিনে আসেনি, জীবনের নানা কঠিন সময়ের মুখোমুখি হয়ে জীবনের সকল চাওয়া পাওয়া গুলোকে কিভাবে তিনি অর্জন করেছেন তাঁর জীবনের সেই গল্পও তিনি পড়ুয়াদের সামনে তুলে ধরেন। বক্তৃতা দীর্ঘায়িত না করে ২-১ কলি গানের সুরের মূর্ছনায় তিনি দর্শকদের মনোবাসনা পূরণ করেন।
দূরবর্তী মফস্বল শহর রিষড়ায় অবস্থিত আদিত্য বিড়লা বাণীভারতী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কলকাতার সায়েন্সসিটির প্রেক্ষাগৃহে বার্ষিক অনুষ্ঠানপালন কিভাবে সম্ভবপর হয়ে ওঠে তা মাননীয় অধ্যক্ষ মহাশয়ের বার্ষিক প্রতিবেদন নিবিড়ভাবে অনুধাবন করলেই বুঝতে পারা যায়। পড়ুয়াদের সর্বাঙ্গীণ বিকাশোপযোগী শিক্ষা পরিবেশদান, বিদ্যালয়ের আগামীর পথ মসৃণ করে তুলছে প্রতিনিয়ত। আদিত্য বিড়লা বাণীভারতীর মূল লক্ষ্যই শিক্ষার্থীদের সমগ্রতার বোধে উদ্বোধিত করা। পাঠক্রমিক নানা ধরনের কার্যাবলীর সঙ্গে সঙ্গে সারা বছর ধরে একাধিক কর্মশালার আয়োজন করে শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষায় নিরন্তর কীভাবে প্রশিক্ষিত করে চলেছে এই বিদ্যালয় তার এক সংক্ষিপ্ত বিবরণ আমরা পাই বিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদনে। অনুষ্ঠানে বাণীভারতীর শিক্ষার্থীরা একসাথে নতুন দুনিয়া গড়ার যে অঙ্গীকার নিতে চলেছে সেই স্বপ্নবুননে সবসময়ই এমনকি করোনা কালেও তাদের পাশে থেকেছে তাদের বিদ্যালয়।। তাইতো, করোনার মতো অতিমারীর সময় থেকে আজও এই বিদ্যালয় পরিবারের সদস্য সংখ্যা ক্রমবর্ধমান। সকলের জন্য বিদ্যালয় ভবনের তিনতলার নির্মাণ কার্য অত্যন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে।
অন্যান্য বছরের মতো বর্তমান বছরেও অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়ারা তাদের নিজস্ব শিল্প দক্ষতা প্রদর্শন করল।
এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মূলত দুটি। প্রথমে আদিত্য বিড়লা বাণীভারতীর ছোট্ট বন্ধুরা কিট্টর স্বপ্নপুরীতে বিচরণ করে দর্শকদের মোহিত করে দেয় তাদের অনুষ্ঠানে। তারপর অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের দ্বিতীয় আকর্ষণ নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় নৃত্যনাট্য চন্ডালিকা'র অনুসরণে নির্মিত একটি নৃত্যনাট্য।
চির পরিচিত প্রকৃতি এবং প্রকৃতির মাকে এক বিশিষ্ট বার্তাবাহিকা রূপে আমরা দেখি এই নৃত্যনাট্যে। অত্যন্ত সুশৃঙ্খল এবং বর্ণাঢ্যভাবে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের অগ্রগতির পরিপন্থী বর্ণভেদ প্রথাকে মুছে দিয়ে সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম মানবতা প্রতিষ্ঠাই যে সর্বোত্তম- এই বার্তা পৌঁছে দেওয়া হয় সকলের কাছে।
মানবকল্যাণ ও সমাজ প্রগতি সূচক রূপকে ফুটিয়ে তুলতে ইংরেজি, হিন্দি ও বাংলা- এই ত্রিভাষার সংমিশ্রণে নাচ, গান ও কবিতার এক সুন্দর মেলবন্ধন ঘটেছে এই অনুষ্ঠানে। সাম্যের গানের সুরের দোলায় দোলায়িত এই নৃত্যনাট্যটি দর্শকদের মনকেও নাড়া দিয়ে যায়। শুধু তাই নয়, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক কৃষ্ণের দশাবতার রূপকে মঞ্চসজ্জায় অভিনবভাবে তুলে ধরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের চিত্রাঙ্কনের মাধ্যমে। বিদ্যালয়ের আদর্শকে সমুন্নত রাখতে অনুষ্ঠানের সমাপ্তিতে বিদ্যালয়ের সংগীত পরিবেশন করা হয়। সবশেষে বলা যায়, ২৭ শে নভেম্বর আদিত্য বিড়লা বাণীভারতী বিদ্যালয় এক সুন্দর ও সুপরিকল্পিত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এক আনন্দঘন বিকাল উপহার দিল।।

09/11/2023
22/10/2023
10/09/2023

দমদমে স্টুডিও কিং এ হয়ে গেল গ্ল্যামার গ্লো ফ্যাশন আগমনী শুট

শুভ মহরত হয়ে গেল বিধান শিশু উদ্যানে নতুন ছবি ক্যারাটে হিন্দি ও বাংলা ভাষায় হবে।
04/09/2023

শুভ মহরত হয়ে গেল বিধান শিশু উদ্যানে নতুন ছবি ক্যারাটে হিন্দি ও বাংলা ভাষায় হবে।

৫৮ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির
04/09/2023

৫৮ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির

*৫৮ নং ওয়ার্ড মেগা রক্তদান উৎসব ও স্বাস্থ্য পরীক্ষা শিবির*তৃণমূল কংগ্রেস ও ৫৮নং ওয়ার্ড তপশিলি জাতি ও উপজাতি ওয়....

30/08/2023
26/08/2023
24/08/2023

Address

6/4d Rani Rashmoni Garden Lane
Kolkata
700015

Telephone

9830777987

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Ek Nazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Ek Nazar:

Videos

Share