Duranta Barta

Duranta Barta For Bengali readers in India and beyond, Duranta Barta is a legacy. One of the leading print media

বড়দিনেও জমজমাট শীত উপভোগ করতে পারল না মহানগরী। তাপমাত্রা এদিনও স্বাভাবিকের ওপরেই। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে ডিসেম্বর...
25/12/2024

বড়দিনেও জমজমাট শীত উপভোগ করতে পারল না মহানগরী। তাপমাত্রা এদিনও স্বাভাবিকের ওপরেই। উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে বলে ডিসেম্বরেও জাঁকিয়ে পড়ছে না শীত। পশ্চিমি ঝঞ্ঝায় আটকে যাচ্ছে উত্তুরে হাওয়া। সেই কারণে আগামী চার দিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তার পরে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি বেশি। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কিছু জেলা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। তবে, সতর্কতার মতো পরিস্থিতি নেই।

বাণিজ্যনগরী মুম্বই বুধবার সকালেও ধোঁয়াশার মোড়া। মুম্বইয়ে প্রভাদেবী, প্যারোল, বান্দ্রা প্রভৃতি এলাকায় বুধবার সকালেও ধোঁয়া...
25/12/2024

বাণিজ্যনগরী মুম্বই বুধবার সকালেও ধোঁয়াশার মোড়া। মুম্বইয়ে প্রভাদেবী, প্যারোল, বান্দ্রা প্রভৃতি এলাকায় বুধবার সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে মুম্বইয়ের বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়ে।

প্রবল শীতের মধ্যেই ঘন কুয়াশার জনজীবন বিপর্যস্ত রাজধানী দিল্লিতে। বুধবার বড়দিনের সকালে জমজমাট ঠান্ডা ছিল রাজধানী দিল্লিতে...
25/12/2024

প্রবল শীতের মধ্যেই ঘন কুয়াশার জনজীবন বিপর্যস্ত রাজধানী দিল্লিতে। বুধবার বড়দিনের সকালে জমজমাট ঠান্ডা ছিল রাজধানী দিল্লিতে। সেই সঙ্গে ছিল কুয়াশা ও দূষণ। কুয়াশা এতটাই বেশি ছিল যে, দিল্লিগামী ২০টি ট্রেন দেরিতে চলাচল করছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিগামী ২০টি ট্রেন এদিন সকালে দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে দূরন্ত এক্সপ্রেস, ভোপাল এক্সপ্রেস, গোয়া এক্সপ্রেস প্রভৃতি।

শীতের মরশুম মানেই সবজির রমরমা। বাজারে নজর কাড়ছে থরে থরে সাজানো শীতকালীন সবজি। এর মধ্যে মানব স্বাস্থ্য ভালো রাখতে সবজির ম...
25/12/2024

শীতের মরশুম মানেই সবজির রমরমা। বাজারে নজর কাড়ছে থরে থরে সাজানো শীতকালীন সবজি। এর মধ্যে মানব স্বাস্থ্য ভালো রাখতে সবজির মধ্যে গাজর উল্লখযোগ্য। গাজর বিটাক্যারোটিন, ফাইবার, ভিটামিন কে, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। শরীরের শক্তির অন্যতম উৎস এই গাজর। ওজন হ্রাস করতে গাজরের ভূমিকা অনবদ্য।

জেনে নিন মানবদেহে গাজরের উপকারিতা -

১) ডায়াবেটিসেও গাজর উপকারী। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও সাইটোকেমিক্যাল, যা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। গাজর খেতে মিষ্টি হলেও এতে সুগারের মাত্রা খুবই কম। তাই ডায়াবেটিস থাকলে নিশ্চিন্তে খান গাজর। এই শীতে তাহলে ডেজার্টের জন্য একটু গাজরের হালুয়া রাখতেই পারেন।

২) শীতকালে ঠান্ডা লাগার সমস্যা, সর্দি-কাশি থেকে মুক্তি পেতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো উচিত। তার জন্য প্রয়োজন ইমিউনিটি। গাজরের ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও গাজরে থাকে লাইকোপেন অ্যান্টিঅক্সিডেন্ট।

৩) দৃষ্টিশক্তি ন্যাশানাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য বলছে, শিশুর দৃষ্টিশক্তি কমার পিছনে দায়ী ভিটামিন এ-র অভাব। এই ভিটামিনের অভাবে রাতে দেখতে না পাওয়ার সমস্যাও হয়। গাজর ভিটামিন এ-র সবচেয়ে ভালো উৎস। ফলে শিশুর ডায়েটে এই সবজি অবশ্যই রাখবেন।

৪) গাজর ওজন কমায়। কমলা রঙের এই সবজি খেলে তৃপ্ত হয় মন। যা বেশি খাবার খাওয়ার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। শরীরে ক্যালোরি কম মাত্রায় দ্রবীভূত হয়। ওজন কমানোর ডায়েটে তাই গাজর মাস্ট।

৫) কুচি কুচি করে কাটা হাফকাপ গাজরে থাকে ১.৮ গ্রাম ফাইবার ও ২০৫ মিলিগ্রাম পটাশিয়াম। রক্তচাপ কমাতেও হার্ট ভালো রাখতে সোডিয়াম কম কিন্তু পটাশিয়াম ও ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। এই নিউট্রেন্টের ব্যালান্স সোর্স হল গাজর।

৬) গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন ফুসফুস ক্যানসার প্রতিরোধ করে। ধূমপায়ীরা বেশি গাজর খেয়ে ফুসফুস,কোলন ক্যানসার এড়ান।

আপনার খাদ্যতালিকায় শীতকালীন সবজির মধ্যে গাজর অবশ্যই রাখুন। প্রতিদিনের খাদ্যভাসে গাজর খাওয়ার অভ্যাস করুন। ভালো থাকুন,সুস্থ থাকুন।

প্রয়াত বর্ষীয়ান ভারতীয় চিত্র পরিচালক শ্যাম বেনেগল। গতকাল মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুক...
25/12/2024

প্রয়াত বর্ষীয়ান ভারতীয় চিত্র পরিচালক শ্যাম বেনেগল। গতকাল মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০। অসুস্থ ছিলেন দি। এদিন শ্য়াম বেনেগলের মৃত্যু নিশ্চিত করেছেন তাঁর কন্যা পিয়া বেনেগল।

গত ১৪ ডিসেম্বরেই ৯০ বছর বয়সে পা দেন ভারতীয় চলচ্চিত্রর কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল। ১৯৭০ থেকে ১৯৮০ দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় সিনেমা। ‘মন্থন’,‘অঙ্কুর’,‘ভূমিকা’,‘জুনুন’,‘মান্ডি’,‘নিশান্ত’ ভারতীয় সিনেমার মাইলফলক। শুধু তাই নয়, ২০০১ সালে মুক্তি প্রাপ্ত জুবেদা ছবিটি বক্স অফিসের সঙ্গে সঙ্গে সমালোচকদের মন জয় করেছিল। এই ছবিতে অভিনয় করেছিলেন করিনা কাপুর, মনোজ বাজপেয়ী এবং রেখা। ১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শ্য়াম বেনেগল। ১৯৯১ সালে তিনি পদ্ম ভূষণ সম্মানে ভূষিত হন।

বয়সের সংখ্যা ৯০ হলেও কাজই ছিল তাঁর সবসময়ের সঙ্গী। অসুস্থতা তাঁকে দমিয়ে দিতে পারেনি। গত বছরই ‘মুজিব: দ্যা মেকিং অফ নেশন’নামক একটি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি যে সিনেমায় ভারত এবং বাংলাদেশের একাধিক নামকরা অভিনেতারা অভিনয় করেছিলেন। বঙ্গবন্ধুর চরিত্রে দেখা গিয়েছিল বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভকে। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরত ফারিয়া। ছবিটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য হাসপাতালে যেতে হত পরিচালককে। একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি যেভাবে একের পর এক কাজ সৃষ্টি করেছেন তা সত্যিই প্রশংসনীয়।

নব্বইতম জন্মদিনে সিনেমার প্রতি তাঁর অধ্য়াবসায় নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন,‘আমরা সবাই বৃদ্ধ হই। এটা মহৎ কিছু নয়। জন্মদিন একটা বিশেষ দিন হতে পারে কিন্তু আমি এটিকে বিশেষভাবে উদযাপন করি না। প্রতিবছরের মতো এই বছরেও আমি আমার অফিসে কেক কেটেছি সকলের সঙ্গে।’

নয়েজ কম্পানির নতুন সংযোজন একটি নতুন স্মার্টওয়াচ,যার নাম নয়েজ কালারফিট ম্যাক্রো। এমনকি এটি হার্টের যত্নে দারুণ কাজ করে...
25/12/2024

নয়েজ কম্পানির নতুন সংযোজন একটি নতুন স্মার্টওয়াচ,যার নাম নয়েজ কালারফিট ম্যাক্রো। এমনকি এটি হার্টের যত্নে দারুণ কাজ করে। স্মার্টওয়াচটি ColorFit সিরিজের অধীনে আনা হয়েছে। এটিতে একটি প্রিমিয়াম বডি রয়েছে। এতে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। ফলে আপনি যদি একটি নতুন স্মার্টওয়াচ কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এটি কিনতেই পারেন। এতে একটি বড় ডিসপ্লে রয়েছে। এতে 2.5D কার্ভড গ্লাস সহ একটি 2-ইঞ্চি TFT PCD ডিসপ্লে রয়েছে। এই স্মার্টওয়াচটি 200টি ওয়াচ ফেস সাপোর্ট করে। এই স্মার্টওয়াচটি নয়েজ ট্রু সিঙ্ক প্রযুক্তি সহ ব্লুটুথ কলিং সাপোর্ট করে, যার মধ্যে একটি অন্তর্নির্মিত মাইক্রোফোন এবং একটি স্পিকার রয়েছে।

Noise ColorFit Macro-এর ফিচার এবং স্পেসিফিকেশন, এর দাম জেনে নিনঃ

* নয়েজ কালারফিট ম্যাক্রো -এর দাম - Noise ColorFit Macro-এর সিলিকন ভ্যারিয়েন্টের দাম 1,399 টাকা, চামড়ার ভ্যারিয়েন্টের দাম 1,499 টাকা এবং মেটাল ভ্যারিয়েন্টের দাম 1,599 টাকা। ColorFit Macro বর্তমানে ই-কমার্স সাইট Amazon থেকে প্রি-অর্ডারের করতে পারবেন। তবে এক বিক্রি 19 ফেব্রুয়ারি শুরু হবে। এটিতে একটি সিলিকন ভ্যারিয়েন্ট (মিস্ট গ্রে, জেট ব্ল্যাক এবং স্পেস ব্লু), একটি চামড়ার স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট (ক্লাসিক ব্ল্যাক এবং ক্লাসিক ব্রাউন) এবং একটি ধাতব স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট (ব্ল্যাক লিঙ্ক এবং সিলভার লিঙ্ক) পাবেন।

* নয়েজ কালারফিট ম্যাক্রোর স্পেসিফিকেশন: Noise ColorFit Macro-এ 2.5D কার্ভড গ্লাস সহ একটি 2-ইঞ্চি TFT PCD ডিসপ্লে রয়েছে। এই স্মার্টওয়াচটি 200টি ওয়াচ ফেস সাপোর্ট করে। এই স্মার্টওয়াচটি নয়েজ ট্রু সিঙ্ক প্রযুক্তি সহ ব্লুটুথ কলিং সাপোর্ট করে, যার মধ্যে একটি অন্তর্নির্মিত মাইক্রোফোন এবং একটি স্পিকার রয়েছে। এতে হৃদস্পন্দন, SpO2 রক্তের অক্সিজেন মাত্রা, ঘুম, মানসিক চাপ ইত্যাদি অনেক কিছুই ট্র্যাক করতে পারবেন। এতে 115টি স্পোর্টস মোড রয়েছে। এই Noise ColorFit Macro-তে ভয়েস অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে। এটি NoiseFit অ্যাপ্লিকেশনের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের জন্য, এই ঘড়িটি একবার সম্পূর্ণ চার্জে 7 দিন ব্যবহার করা যাবে। তবে ব্যাটারি ব্যাকআপ আপনার ব্যবহারের উপর নির্ভর করে। এছাড়াও আপনি এতে মিউজিক এবং ক্যামেরা কন্ট্রোল, নোটিফিকেশন ডিসপ্লে এবং ক্যালকুলেটর ইত্যাদি ফিচারও রয়েছে।

মেষ রাশি – আজ আপনি ইতিবাচক প্রচেষ্টায় সবাইকে প্রভাবিত করবেন। আবেগের কাজে ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা থাকবে। অংশীদারিত্বের ...
25/12/2024

মেষ রাশি – আজ আপনি ইতিবাচক প্রচেষ্টায় সবাইকে প্রভাবিত করবেন। আবেগের কাজে ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা থাকবে। অংশীদারিত্বের বিষয়গুলি বৃদ্ধি পাবে। বিখ্যাত ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। নেতার ভূমিকায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। দক্ষতার সঙ্গে কাজ করবেন এবং সবাইকে সঙ্গে নিয়ে চলবেন।

বৃষ রাশি – আজ আপনি অন্যদের সাথে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি রাখবেন। একে অপরকে সাহায্য করার অনুভূতি পরিবেশকে ইতিবাচক রাখবে। সমর্থনের সঙ্গে কাজ করবেন। কর্মজীবনে লেনদেনের ক্ষেত্রে অবহেলা এড়িয়ে চলবেন। অধ্যবসায়ের সঙ্গে কাজ করলে বিষয়গুলি অনুকূলে থাকবে। আপনি আপনার দায়িত্ব পালন করার চেষ্টা করবেন।

মিথুন রাশি – আজ আপনি একটি ভাল পরিবেশ বজায় রাখতে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের সমর্থন করবেন। সর্বস্তরের মানুষ সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন। বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটবে। প্রিয়জনের সঙ্গে বিনোদনের জন্য বেড়াতে যাবেন। সামনে এগোতে থাকবে। দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে।

কর্কট রাশি – আজ আপনার উৎসাহ বজায় রেখে কর্মক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা উচিত। আবেগপ্রবণ হওয়া এড়িয়ে চলুন। দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি দৃষ্টি হারাবেন না। বিশ্বাস ও আস্থা বৃদ্ধি করে ব্যক্তিগত বিষয়ে কাজ করুন।

সিংহ রাশি – আজ আপনি আত্মবিশ্বাস এবং সাহসের সাথে গুরুত্বপূর্ণ কাজগুলিকে ত্বরান্বিত করতে এগিয়ে থাকবেন। ইতিবাচক কথাবার্তা সবাইকে প্রভাবিত করবে। ইতিবাচক পদক্ষেপকে স্বাগত জানানো হবে। চিন্তাভাবনায় উন্মুক্ততা থাকবে। আচরণ ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হবে। ব্যবসার সুযোগ বৃদ্ধি পাবে।

কন্যা রাশি – আজ আপনি দেখতে পাবেন আকাঙ্ক্ষা ফলস্বরূপ হয়ে উঠছে। আকাঙ্ক্ষা পূরণে সাহায্য করতে থাকবেন। সম্পত্তি সংগ্রহ ও সংরক্ষণে অর্থ এগিয়ে থাকবে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। অর্থনৈতিক ক্ষেত্রে, আপনি মসৃণভাবে অগ্রগতি করবেন।

তুলা রাশি – আজ আপনি প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখতে সফল হবেন। আপনি প্রবীণদের সমর্থন এবং আশীর্বাদ পাবেন। কর্মক্ষেত্রে পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করব।

বৃশ্চিক রাশি – আজ মানুষের নেতিবাচক আচরণ থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যের চাতুরী নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়া এড়িয়ে চলুন। তারা চতুর এবং চালাক লোকদের দ্বারা প্রতারিত হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যবসায় আপনার কর্মজীবন চালিয়ে যান। চাপ নেওয়া এড়িয়ে চলুন।

ধনু রাশি – আজ আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন। সহকর্মী ও বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভাগ করে নেবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সুখ বজায় থাকবে। আপনি আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার লক্ষ্যগুলি অর্জন করবেন। কাজের পরিবেশ ভালো থাকবে।

মকর রাশি – আজ আপনি ব্যবসায় বিজ্ঞ সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে থাকবেন। কাজটি পদ্ধতিগতভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। প্রশাসন ও ব্যবস্থাপনাকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হবে। স্বতঃস্ফূর্ততা বজায় রাখবে। আপনার পরিকল্পনাগুলিতে তাড়াহুড়ো করবেন না।

কুম্ভ রাশি – আজ আপনি গুপ্ত কাজগুলিকে ত্বরান্বিত করতে সফল হবেন। আপনি অস্বাভাবিক প্রচেষ্টায় সাফল্য পাবেন। অলসতা ও অবহেলায় দুষ্টদের সুযোগ দেবেন না। আত্মবিশ্বাস ও সক্রিয়তার সঙ্গে পরিকল্পনাগুলিকে ত্বরান্বিত করবেন। আপনি আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। একজন ভালো পরিকল্পনাকারীর গুণাবলী বিকশিত হবে। ব্যবসায় পরিস্থিতি অনুকূলে থাকবে।

মীন রাশি – কর্মক্ষেত্রে আজ আপনি চাপের মধ্যে থাকতে পারেন। বিভিন্ন বিষয়ে ধৈর্য ও বোঝাপড়ার সঙ্গে কাজের ধারাবাহিকতা বজায় রাখুন। উপবাসের সমাধান না হওয়া পর্যন্ত বিশ্রাম থেকে দূরে থাকুন। শৃঙ্খলা বজায় রাখুন। সাবধানে এগিয়ে যান। পরিবারের শিক্ষা এবং সমর্থনকে সম্মান করুন।

উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। এই প্রস্তুতি সম্পর্কে মঙ্গলবার যোগী আদিত্যনাথ সরকারের ম...
24/12/2024

উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। এই প্রস্তুতি সম্পর্কে মঙ্গলবার যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী নন্দগোপাল গুপ্তা বলেছেন, "আমরা আশা করছি, ৪০-৪৫ কোটি ভক্ত প্রয়াগরাজ মহাকুম্ভ পরিদর্শন করবেন। প্রয়াগরাজ বিমানবন্দরকে মোট ৬টি অ্যারোব্রিজ দিয়ে আপগ্রেড করা হচ্ছে। অনেক আন্তর্জাতিক যাত্রী প্রয়াগরাজে কাস্টমস ক্লিয়ারেন্স সুবিধার জন্য অনুরোধ করেছেন। শহর ২০-২৫টি শহরের সঙ্গে বিমান যোগাযোগের মাধ্যমে যুক্ত হবে। মহাকুম্ভের সময় এখানে অনেক বাণিজ্যিক এবং চার্টার ফ্লাইট অবতরণ করবে। এই উৎসব প্রয়াগরাজের অর্থনীতিকেও উৎসাহিত করবে।"
উল্লেখ্য, মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

আর কয়েকটা দিন বাদেই বিগত হচ্ছে ২০২৪ সাল। বিগত বছরটাতে বেশ কিছু সুখ স্মৃতি রয়েছে ভারতের খেলার দুনিয়ায়। দেশকে গর্বিত করে...
24/12/2024

আর কয়েকটা দিন বাদেই বিগত হচ্ছে ২০২৪ সাল। বিগত বছরটাতে বেশ কিছু সুখ স্মৃতি রয়েছে ভারতের খেলার দুনিয়ায়। দেশকে গর্বিত করেছেন একঝাঁক ভারতীয়। টি-২০ বিশ্বকাপ জয় থেকে শুরু করে গুকেশের দাবার বোর্ড মাতিয়ে বিশ্বজয়। বছর শেষে একবার ফিরে তাকানো যাক ভারতের সাফল্যের দিকগুলোতে ।

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত:

ধোনির নেতৃত্বে ২০০৭ সালে প্রথমবার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরে টি-২০তে বিশ্বসেরা হল রোহিত শর্মার ভারত। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত খেলেছে মেন ইন ব্লু। পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নসদের ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিককে এক রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়ে বিশ্বকাপ জিতেছে। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের ক্ষতে প্রলেপ দিয়ে খুশির জোয়ারে ভেসেছে গোটা দেশ।

কনিষ্ঠতম দাবাড়ু গুকেশের ইতিহাস:

চলতি বছরের ডিসেম্বরে ৬৪ খোপের যুদ্ধে ইতিহাস গড়লেন চেন্নাইয়ের ডি গুকেশ। কনিষ্ঠতম দাবাড়ু, মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন হলেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার। বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে চিনা প্রতিপক্ষ ডিং লিরেনের সঙ্গে লড়াই চালিয়ে দাবার দুনিয়াকে চমকে দিয়েছেন এই ভারতীয় তরুণ দাবাড়ু। এই টুর্নামেন্টে হারিয়েছেন গতবারের বিশ্বচ্যাম্পিয়ন লিরেনকে। কনিষ্ঠতম হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভের নজির ভেঙে। আর বিশ্বনাথন আনন্দের পর গুকেশই দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্বচ্যাম্পিয়ন হলেন। আর এই বছরেই দাবা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছিল ভার‍ত, সেই দলের সদস্যও ছিলেন গুকেশ।

প্যারিস অলিম্পিক উজ্জ্বল মনু ভাকেরের জন্য:

এবারের প্যারিস অলিম্পিক ভারতের কাছে খুব একটা উজ্জ্বল নয়। ভারত পেয়েছে ছয়টি পদক, পাঁচটি ব্রোঞ্জ, একটি রৌপ্য। এবার সবচেয়ে বড় দল পাঠিয়েও অলিম্পিক থেকে ভারত এই সাফল্য পেয়েছে।

কিন্তু এই অলিম্পিক হরিয়ানার এই মহিলা শুটার মনু ভাকেরের জন্য উজ্জ্বল হয়ে থাকবে। কারণ এই অলিম্পিকে দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। এটি স্বাধীনতার পর প্রথম এবং ভারতের অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়, যদি ১৯০০ প্যারিস অলিম্পিকে নরম্যান প্রিচার্ডের দুটি রৌপ্য ধরা হয়।

ভাকের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে একটি পদক জিতেছেন এবং অন্যটি ১০ ​​মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সরবজোত সিং-এর সাথে। সবরজোতও হরিয়ানার বাসিন্দা।

প্যারালিম্পিকে ভারত পেল সর্বকালের সেরা সাফল্য:

এবার প্যারালিম্পিকে নতুন নজির গড়ল ভারতীয় কন্টিনজেন্ট। সর্বকালের সেরা পারফরম্যান্স করে ভারতের ঘরে এসেছে মোট ২৯টি পদক। মোট ৭ জন ভারতীয় অ্যাথলিট সোনা জিতেছেন। ভারতের পদক তালিকায় এসেছে ৯ রুপো এবং ১৩ ব্রোঞ্জও। পদক তালিকায় ১৮ নম্বরে শেষ করেছে ভারত।

গত ১১টি প্যারালিম্পিকে মোট ১২টি পদক জিতেছিল ভারত। কিন্তু নতুন দশকে পর পর দুইপ্যারালিম্পিকে তৈরি হল ইতিহাস। টোকিওতে মোট ১৯ পদক জিতে সর্বকালীন রেকর্ড গড়েছিল ভারত। তিন বছর পর সেই পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। অর্থাৎ আগের ১১টি প্যারালিম্পিকে যেখানে মাত্র ১২টি পদক ছিল ভারতের ঝুলিতে। সেখানে শেষ দুই প্যারালিম্পিকে পদকের সংখ্যাটা দাঁড়াল তাঁর চারগুণ, অর্থাৎ ৪৮। এই সংখ্যাটাই কিন্তু প্যারালিম্পিকে ভারতের সাফল্যের ছবিটা তুলে ধরার জন্য যথেষ্ট। পদক সংখ্যা থেকে পদক তালিকায় স্থান, সব জায়গাতেই প্যারিস অলিম্পিকে রেকর্ড গড়েছে ভারত।

আইসিসিতে ভারতের জয়:

দীর্ঘদিন সামলেছেন বিসিসিআই সচিবের দায়িত্ব। এরপর বছরের শেষে এসে ডিসেম্বরের ১ তারিখ থেকে আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান নির্বাচিত হলেন অমিত শাহর পুত্র জয় শাহ। এই পদের নির্বাচনে মনোনয়ন দেননি আর কোনও বোর্ড কর্তা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন ভারতের জয়ই। ক্রিকেট যেন বিশ্বজুড়ে আরও ছড়িয়ে পড়ে, সেদিকে লক্ষ্য দিতে চান জয় শাহ। চেয়ারম্যানের কুর্সিতে বসেই বিরাট সাফল্য পেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের মধ্যে চলতে থাকা বিরোধ মিটিয়ে । হাইব্রিড মডেলে খেলার জন্য ভারত-পাকিস্তানকে রাজি করিয়েছেন জয় শাহর আইসিসি। আর আগামী দিনে ক্রিকেট যেন পাকাপাকিভাবে অলিম্পিকে থাকে, সে জন্যও চেষ্টা করে যাচ্ছেন জয়।

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের সময় ছেঁড়া বাম হ্যামস্ট্রিংয়ের পুন...
24/12/2024

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের সময় ছেঁড়া বাম হ্যামস্ট্রিংয়ের পুনরাবৃত্তির কারণে কমপক্ষে ৩ মাসের জন্য ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন। সোমবার রাতে এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে, জানুয়ারিতে ইংল্যান্ড অধিনায়কের অস্ত্রোপচার হবে।
আগস্টে দ্য হান্ড্রেডের ম্যাচ খেলার সময় স্টোকস প্রাথমিকভাবে হ্যামস্ট্রিং ছিঁড়ে ফেলেন, ফলে তাঁকে ৪ টি টেস্ট মিস করতে হয়েছিল। আংশিক পুনরুদ্ধার সত্ত্বেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলার সময় আবার তাঁর ইনজুরি দেখা দেয়।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট অর্থাৎ বক্সিং ডে টেস্...
24/12/2024

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চতুর্থ টেস্ট অর্থাৎ বক্সিং ডে টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১- ১। সুতরাং সিরিজ দখলের লড়াই এখন জমজমাট। আর এই জমজমাট লড়াইয়ে বিরাট কোহলির নজর এখন বিশাল রেকর্ডের চূড়ায় ওঠার। কারণ কোহলির এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ রয়েছে।

কিংবদন্তি শচীন টেন্ডুলকার বর্তমানে পাঁচটি টেস্টে ৪৪.৯০ গড়ে ৪৪৯ রান এবং একশ এবং তিনটি অর্ধশতকের সাথে ৫৮.৬৯ স্ট্রাইক-রেট সহ রেকর্ডটি ধরে রেখেছেন।

24/12/2024

CGO complex | তথ্যের বিরুদ্ধে সিজিও কমপ্লেক্সের সিবিআই এর দপ্তর ঘেরাও

এখনও পর্যন্ত সিরিজে যে তিনটে টেস্ট ম্যাচ খেলা হয়েছে তার প্রতিটি ম্যাচেরই সময় আলাদা আলাদা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা ...
24/12/2024

এখনও পর্যন্ত সিরিজে যে তিনটে টেস্ট ম্যাচ খেলা হয়েছে তার প্রতিটি ম্যাচেরই সময় আলাদা আলাদা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা চতুর্থ টেস্ট ম্যাচের শুরুর সময় আবার একেবারে নতুন।

ভারতীয় সময় অনুসারে, চতুর্থ টেস্ট শুরু হওয়ার সময় ভোর ৫টা থেকে। এই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পাওয়া যাবে বিভিন্ন স্পোর্টস চ্যানেলে।

ফিফা বিশ্বকাপ ২০০৬ বিজয়ী আলেসান্দ্রো নেস্তাকে সোমবার রাতে ক্লাব একটি বিবৃতি প্রকাশ করে সেরি-এ দল এসি মনজার ম্যানেজার পদ...
24/12/2024

ফিফা বিশ্বকাপ ২০০৬ বিজয়ী আলেসান্দ্রো নেস্তাকে সোমবার রাতে ক্লাব একটি বিবৃতি প্রকাশ করে সেরি-এ দল এসি মনজার ম্যানেজার পদ থেকে বরখাস্ত করেছে। মনজা এক বিবৃতিতে বলেন, আলেসান্দ্রো নেস্তাকে দলের কোচ হিসেবে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ক্লাব এখনও পর্যন্ত যা করেছে তাঁর জন্য কোচকে ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভকামনা জানায়।

রবিবার জুভেন্টাসের বিপক্ষে ১-২ ব্যবধানে পরাজয়ের পর মনজা এই সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে টেবিলের নিচে মনজার অবস্থান, ১৭ ম্যাচের পর মাত্র ১০ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে রয়েছে তাঁরা।

আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানের বিরুদ্ধে তাঁ...
24/12/2024

আগামী জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকাকে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর দুটি টেস্টের মধ্যে অন্তত একটি জিততে হবে, যেটি প্রিটোরিয়াতে বক্সিং ডে ম্যাচ দিয়ে শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে - গত ৫ মাসে টানা ৫টি টেস্ট জয়ের ফলে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার করে রেখেছে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে আছে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।

দক্ষিণ আফ্রিকার তরুণ দলটি প্রত্যাশা ছাড়িয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট জয় তাঁদের মনোবল বাড়িয়ে দিয়েছে। এদিকে পাকিস্তান কখনওই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারেনি এবং দক্ষিণ আফ্রিকায় তাঁরা শেষ ৭টি টেস্ট হেরেছে। সফরকারীরা কোচ জেসন গিলেস্পি ছাড়াই দক্ষিণ আফ্রিকায় গেছে, যিনি চলতি মাসে নাটকীয়ভাবে পদত্যাগ করেছেন এবং তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন প্রাক্তন ফাস্ট বোলার আকিব জাভেদ। তবে অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ জয় পাকিস্তানকে উৎসাহিত করবে। তাছাড়া এক সপ্তাহ আগে এক দিনের আন্তর্জাতিক সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করাটাও পাকিস্তানকে উৎসাহিত করবে।

অস্ট্রেলিয়া সফরে রয়েছেন বিরাট কোহলি। পার্থ টেস্টে ৩০তম সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। ভেঙেছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ...
24/12/2024

অস্ট্রেলিয়া সফরে রয়েছেন বিরাট কোহলি। পার্থ টেস্টে ৩০তম সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। ভেঙেছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ডও। অস্ট্রেলিয়া সফর চলাকালীন একটি খবরে মুষড়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। দেশ ছাড়ছেন বিরাট কোহলি। শুধু একা নয়। অনুষ্কা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকয়কে নিয়ে ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দা হতে পারেন বিরাট। এমনই জানালেন বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা।

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পার্থে তৃতীয় দিন সেঞ্চুরি করেন বিরাট। দীর্ঘদিন পর রানের খরা কাটে তাঁর। ওই টেস্টে জয় পায় টিম ইন্ডিয়াও। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে রান আসেনি তাঁর ব্যাটে। ব্রিসবেনেও ফের ব্যর্থ হয়েছেন। এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। মেলবোর্নে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক ক্যামেরাম্যানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বিরাটকে। অভিযোগ, লুকিয়ে ক্য়ামেরায় তাঁর সন্তানদের ছবি তোলা হচ্ছে। এরপরই ক্যামেরাম্যানের দিকে তেড়ে যান বিরাট। জানান, অনুমতি ছাড়া আপনারা সন্তানদের ছবি তুলতে পারবেন না। চ্যানেল সেভেনের এক মহিলা সাংবাদিকের সঙ্গেও কথা বলতে দেখা যায় বিরাটকে। তিনি জানান, বিরাট ভুল বুঝেছেন। সন্তানের ছবি তোলা হচ্ছিল না। পরেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের ওই ছবি ভাইরাল হয়।

তবে এসবের মধ্যে বিরাটের দেশ ছাড়ার খবর শুনে মুষড়ে পড়েছেন অনেক ক্রিকেটপ্রেমীরা। গত কয়েকবছর ধরে বিরাটকে লন্ডন ঘুরতে দেখা যায়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে লন্ডনেই জন্ম হয় বিরাটের ছোট ছেলে অকায়। পরিবার নিয়ে লন্ডনেই শিফট করবেন বিরাট। তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, বিরাট লন্ডনে যাওয়ার পরিকল্পনা নিয়ে ফেলেছেন। ভারত ছেড়ে চলে যাবেন তিনি। খুব তাড়াতাড়ি দেশ ছেড়ে দেবেন। পরিবারকে অনেকটাই সময় দেন বিরাট কোহলি। ক্রিকেট কেরিয়ারও প্রায় শেষ লগ্নে। তাই এই সিদ্ধান্ত নিতে পারেন বিরাট কোহলি।

বরুণ ধাওয়ানের অ্যাকশনধর্মী ছবি ‘বেবি জন’ বড় দিনে বক্স অফিসে ঝড় তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। কালীশ পরিচালিত এ ছবিটি মুক্ত...
24/12/2024

বরুণ ধাওয়ানের অ্যাকশনধর্মী ছবি ‘বেবি জন’ বড় দিনে বক্স অফিসে ঝড় তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। কালীশ পরিচালিত এ ছবিটি মুক্তির প্রথম দিনেই অঙ্কের আয় করবে বলে মনে করা হচ্ছে।

অ্যাটলি প্রযোজিত ‘বেবি জন’ ছবিটি নিয়ে বাণিজ্যিক বিশ্লেষকেরা আশাবাদী। পিভিআরের মতো শীর্ষ মাল্টিপ্লেক্সে ছবিটির ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি করার আশা করা হচ্ছে। এই সংখ্যা ৮০ হাজার ছাড়াতে পারে বলে তারা মনে করছে। এদের লক্ষ্য মুক্তির প্রথম দিন ১৫ কোটি রুপি আয় করা। সারা ভারতে তিন হাজার স্ক্রিনে মুক্তি পাবে ‘বেবি জন’।এদিকে ‘পুষ্পা ২ : দ্য রুল’ এখনো বক্স অফিস দখল করে আছে। সুকুমার পরিচালিত এই অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি এখনো ভালো ব্যবসা করছে। তাই ‘বেবি জন’-এর সঙ্গে মুখোমুখি সংঘাত হতে চলেছে আল্লু অর্জুনের এই ছবির। এখন দেখার ‘বেবি জন’-এর সামনে আল্লুর তিন সপ্তাহ পুরোনো এই ছবি কত স্ক্রিন পায়। ‘বেবি জন’ আগামী বুধবার বড়দিন উপলক্ষে মুক্তি পাচ্ছে। তাই অ্যাটলির এই ছবি ছুটির ফায়দা পুরোপুরি নিতে পারবে। এদিকে ‘পুষ্পা ক্রেজ’ এখনো অব্যাহত আছে। তাই আল্লু-রাশমিকার এই ছবিটিও বড়দিনের ছুটির ফায়দা নিতে পারে। আর ‘পুষ্পা ২’ যেহেতু এখনো ব্যবসা করছে, তাই নির্মাতারা এই ছবির ‘ক্রিন স্পেস’ কম করতে হয়তো রাজি হবেন না। এদিকে ‘পুষ্পা ২’ ছবির ডিস্ট্রিবিউটার অনিল থাডানি সব চলচ্চিত্র প্রদর্শককে নির্দেশ দিয়েছেন যে নতুন সপ্তাহে মানে আগামী শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুটি ছবিই (‘পুষ্পা ২’, ‘বেবি জন’) যেন সমান স্ক্রিন পায়।এই দুই ছবির সংঘাতের কথা উঠে আসছে। ‘বেবি জন’ ছবির প্রযোজক ‘পুষ্পা ২’ আর তাঁর ছবির সংঘাতের কথা উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা এক ইকোসিস্টেম। আর আল্লু অর্জুন স্যার আমার ভালো বন্ধু। আমরা “বেবি জন”কে ডিসেম্বরের চার সপ্তাহে রিলিজ করছি। যাতে এই দুই ছবি মুখোমুখি না আসে। তাই একে “ক্ল্যাশ” বলবেন না। আমরা সবাই পেশাদার। আমরা জানি, এ অবস্থাকে কীভাবে সামলাতে হয়। আমি চাই “পুষ্পা ২” আরও ভালো প্রদর্শন করুক। আর “বেবি জন”ও ভালো প্রদর্শন করুক।’ ‘জওয়ান’খ্যাত পরিচালক বলেছেন, ‘বেবি জন’ ছবিতেও এক সুন্দর বার্তা আছে।

‘বেবি জন’ ছবির নির্মাতারা এই ছবি ঘিরে অত্যন্ত আশাবাদী। কারণ, এই ছবির গল্প, স্টার কাস্ট, আর মিউজিক দর্শককে মনোরঞ্জন করবে বলে মনে করেন নির্মাতারা। ২০২২ সালে বরুণের ‘ভেড়িয়া’ মুক্তি পেয়েছিল। প্রায় দুই বছর পর আবার তাঁর ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তবে এর আগে বরুণকে বড় পর্দায় অ্যাকশন হিরো হিসেবে দেখেননি সিনেমাপ্রেমীরা। ‘বেবি জন’ ছবিতে পুরোদস্তুর অ্যাকশন নায়ক হিসেবে আসতে চলেছেন তিনি। কিছুদিন আগে অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে বরুণ অভিনীত ‘সিটাডেল হানি বানি’ ওয়েবসিরিজ। এই সিরিজে বরুণ তাঁর অ্যাকশন প্রতিভার অনেকটাই ঝলক দেখিয়েছেন।

24/12/2024

Hooghly | হুগলি জেলার চন্ডীতলা এলাকায় অনুষ্ঠিত হলো বার্ষিক গ্রাম সভা

Address

1B Blakburn Lane 3rd Floor Room No 93
Kolkata
700012`

Alerts

Be the first to know and let us send you an email when Duranta Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Duranta Barta:

Videos

Share