The Journey Begins

The Journey Begins নমস্কার আমি Atim, ভ্রমণ আমার নেশা । পৃথিবী 🌎 আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন একসাথে ঘুরে আসি ❤️

16/12/2024

সোনাঝুরি হাটের কাছে ১ নম্বর কোয়ালিটির খেজুরের গুড়

🌺নলাটেশ্বরী মা 🌺
14/12/2024

🌺নলাটেশ্বরী মা 🌺

সকলকে জানাই আন্তর্জাতিক পর্বত দিবসের শুভেচ্ছা 🙏🏻মহাদেবের চরণতলে 🔱🕉️
11/12/2024

সকলকে জানাই আন্তর্জাতিক পর্বত দিবসের শুভেচ্ছা 🙏🏻
মহাদেবের চরণতলে 🔱🕉️

08/12/2024

হর হর মহাদেব 🔱🕉

Om Namah Shivay 🔱🕉️
04/12/2024

Om Namah Shivay 🔱🕉️

03/12/2024

লালকুয়া থেকে কাঠগোদাম ৬ রাত্রি ৭ দিন
(*ট্রেনের টিকিট (AC Coach) সহ)

Journey Date - May 16th 23rd 30th
June 6th 13th 20th

Day 1 - Lal Kuan To pithoragarh (stay)
Day 2 - Pithoragarh To Gunji via Dharchula
(Gunji stay)
Day 3 - Gunji To Adi Kailash (Gunji night stay)
Day 4 - Gunji to Panchachulli via om parvat
(Panchachulli stay)
Day 5 - Panchachulli To Dharchula (stay)
Day 6 - Dharchula to chakouri (stay)
Day 7 - chakouri to kathgodam(Drop) via
patalbhueneswar

সিট সংখ্যা সীমিত । শেষ মুহূর্তের বুকিং চলছে 🔱🕉️ গ্রুপ বুকিং এ থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ।

**আপনারা যাঁরা আদি কৈলাস , ওম পর্বত ,পঞ্চচুল্লি বেসক্যাম্প ট্রিপ বুকিং করবেন অবশ্যই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখেই বুকিং করবেন । এই যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তই কাম্য , কারন আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই যাত্রা সুন্দর ভাবে সম্পন্ন করা যাবে না 👇


১ - এই যাত্রায় পারমিট এর জন্যে ৩ কপি ছবি ও
আধার কার্ড এর ৫ কপি লাগবে ।

২ - আপনারা যারা পাহাড়ি পরিবেশ তথা পাহাড়ের
প্রত্যন্ত গ্রামে শেয়ারিং এ থাকা ,খাওয়া , কমন টয়লেট
ব্যবহার এই সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে
পারবেন এই ৪/৭ দিন তারাই এই যাত্রায় অংশ গ্রহণ
করবেন ।

৩ - এখন কমন টয়লেট হলেও ভবিষ্যতে যাতে অ্যাটাচ
টয়লেট সহ রুম এর ব্যবস্থা যাতে করা যায় এই নিয়ে
আমাদের টিম সর্বদা কাজ করে চলেছে । আশা
রাখছি ভবিষ্যতে অ্যাটাচ টয়লেট সহ রুম প্রোভাইড
করা সম্ভব হবে ।

৪ - এই যাত্রায় কেউ লাক্সারি আশা করবেন না । বেশি
টাকা দিলেও আমরা কেন আপনারাও এই যাত্রায়
লাক্সারি জোগাড় করতে পারবেন না অতএব এই
ট্রিপে সমস্ত জায়গায় যতটুকু সুবিধা পাওয়া যায়,
আমরা চেষ্টা করবো আপনাদের সেরাটা দেবার ।

৫ - হোমষ্টে তে খাবার জায়গায় পানীয় জল (গরম জল)
চা রাখা থাকবে ওখানে গিয়েই খেতে । কোন
জায়গাতেই রুমে খাবার প্রোভাইড করা হয় না ।

৬ - লিপুলেখ থেকে যে মানস কৈলাস দর্শন সেটা সম্পূর্ণ
নির্ভর করে পারমিশনের ওপরে । এই পারমিশন দিয়ে
থাকেন ভারতীয় সেনাবাহিনী । তবে এই দর্শন এর
জন্য জনপ্রতি অতিরিক্ত খরচ হতে পারে , যা প্যাকেজ
এর সঙ্গে অন্তর্ভুক্ত নয়। এই দর্শনের জন্য বয়স সীমা
(২০-৫৫) বছর ।

৭ - এখানে সব ডরমেটোরি টাইপ রুম । এই যাত্রায় ডবল
বেডরুম পাওয়া যাবে না । এখানে সর্বাধিক ৮ জন ও
সর্বনিম্ন ৩ জন একটি রুমে থাকা যাবে ।

৮ - মহাদেব এর দর্শন যাতে ভালো ভাবে হয় এটাই আমার
মূল লক্ষ্য । এই যাত্রায় আমরা সকলেই একটা টিম
হিসাবে কাজ করবো । কোনো গাড়িতে কোনো যাত্রীর
কোনো সমস্যা হলে আমার সেই গাড়ি/ যাত্রীর জন্য
অপেক্ষা করবো ।

৯ - এই আদি কৈলাস ,ওম পর্বত ,পঞ্চচুল্লি যাত্রার জন্য
আপনাকে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকতে
হবে । যাত্রা পথে যদি ল্যান্ড স্লাইড বা অন্য কোনও
প্রাকৃতিক বিপর্যয় এর কারণে রুটটি বন্ধ হয়ে যায়,
তাহলে সেই টিমকে কাছাকাছি কোনো গ্রামে থাকতে
হতে পারে । অতিরিক্ত রাত থাকা এবং খাবারের জন্য
অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে । যে গ্রামেই থাকা
হবে সেখানে শেয়ার ভিত্তিতে রুম হতে পারে । (এই
সমস্ত এলাকায় শুধুমাত্র সাধারণ টয়লেট পাওয়া
যায় )

১০ - এই যাত্রা (আদি কৈলাস ,ওম পর্বত,পঞ্চচুল্লি)
চলাকালীন মদ্যপান কঠোর ভাবে নিষিদ্ধ ।
আপনাদের মধ্যে যদি কেউ মদ্যপান করে থাকেন
বা যদি এমন কোনো অভিযোগ এসে থাকে , তা
খতিয়ে দেখে সঙ্গে সঙ্গেই সেই ব্যক্তিকে গ্রুপ থেকে
বাতিল করা হবে । এবং কোনো টাকাএডজাস্টমেন্ট
করা হবে না ।

১১ - Advance money is non Refundble .
অগ্রিম টাকা ফেরত যোগ্য নহে ।

১২ - ধারচুলা থেকে ধারচুলা পর্যন্ত (আদি কৈলাস ,ওম
পর্বত,পঞ্চচুল্লি ) একটি গাড়িতে ৬ জন অথবা ৪/৫
জন বসবে বসবে ।

১৩ - তাপমাত্রা থাকবে ৩°-৭° কাছাকাছি
(রাত্রে মাইনাস এ নামতে পারে )

Including -
১. হাওড়া থেকে যাওয়ার ট্রেন টিকিট
২. Accommodation
৩. Fooding
৪ . Transportation
৫ . Guide Charge

Excluding ( যেগুলি এই ট্রিপ এর খরচ এর সাথে যুক্ত
নয় )
১ . পারমিট চার্জ
২. পনি অথবা পোর্টার ভাড়া
৩ . এক্সট্রা দিনের থাকা খাওয়া
৪ . Personal Expenses
৫ . Any kind of Medical or Evacuation
expense during the yatra
৬ . ফেরার ট্রেন এর টিকিট
৭. মেডিক্যাল সার্টিফিকেট চার্জ

বিস্তারিত জানতে যোগাযোগ করুন
Heaven Finder
6290224656/9051858560

*Terms and conditions apply

নমস্কার আমি Atim, ভ্রমণ আমার নেশা । পৃথিবী 🌎 আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন একসাথে ঘুরে আসি ❤️

बुद्धं शरणं गच्छामि।धर्मं शरणं गच्छामि।संघं शरणं गच्छामि।
19/11/2024

बुद्धं शरणं गच्छामि।
धर्मं शरणं गच्छामि।
संघं शरणं गच्छामि।

07/11/2024

জগদ্ধাত্রী পুজো পরিক্রমা 😍

ভাইফোঁটার কিছু মুহুর্ত 😍
03/11/2024

ভাইফোঁটার কিছু মুহুর্ত 😍

জীবন সমুদ্রের মতো, যা সর্বদা ওঠা নামা করে 🌊
02/11/2024

জীবন সমুদ্রের মতো, যা সর্বদা ওঠা নামা করে 🌊

সকলকে জানাই  কালীপূজা এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন 🙏
31/10/2024

সকলকে জানাই কালীপূজা এবং দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন 🙏

23/10/2024

গ্যাংটক ম্যাল এর কাছে kanchanjungha View হোটেল 😍
📍 Gangtok
🏨 Hotel Silver Far,Kazi Road

কলকাতা থেকে একাকী কৈলাসের পথে..ওম নমঃ শিবায় 🔱🕉️  দুদিন আগে পর্যন্ত ঠিক ছিল না যেতে পারবো কি পারবো না হঠাৎ খবর এলো বিশাল...
22/10/2024

কলকাতা থেকে একাকী কৈলাসের পথে..
ওম নমঃ শিবায় 🔱🕉️

দুদিন আগে পর্যন্ত ঠিক ছিল না যেতে পারবো কি পারবো না হঠাৎ খবর এলো বিশাল পরিমাণে ধস নেমেছে আদি কৈলাস ওম পর্বত যাওয়ার পথে রাস্তা পুরোপুরি বন্ধ ,এক সপ্তাহ রাস্তা খুলবেনা। চিন্তায় পড়ে গেলাম ,এদিকে সমস্ত বুকিং, ট্রেনের টিকিট সব রেডি, আর তাছাড়া আরো বেশি চিন্তা হতো লাগলো এইবারে ট্যুরে আমি সম্পূর্ণ একা। কি করব বুঝে উঠতে পারছিলাম না। শাহরুখ খানের সিনেমার একটা ডায়লগ আছে Kehte hain agar kisi cheez ko dil se chaho ... to puri kainaat usse tumse milane ki koshish mein lag jaati hai । ঠিক তাই হল গত পাঁচ মাস ধরে করা প্ল্যানটা বৃথা গেল না বাবা মহাদেব সত্যি সত্যি হয়তো এবারে তার দর্শন দেবেন বলে আমায় ডেকে পাঠালেন । ২৯শে সেপ্টেম্বর ২০২২ বেরিয়ে পড়লাম আদি কৈলাসের উদ্দেশ্যে ।

রাত ৯ টা ৪৫ মিনিট এ হাওড়া থেকে চেপে পড়লাম বাঘ এক্সপ্রেস এ । লখনউ র উদ্দেশ্যে । লখনউ কারণ হাওড়া থেকে কাঠগোদাম এর সরাসরি টিকিট পায়নি। তাই এই ব্রেক জার্নি। হাওড়া থেকে প্রথমে লক্ষ্নৌ পোঁছে , সেখান থেকে পরের দিন ট্রেন ধরে টনকপুর। আগেও কাছেপিঠে একা ভ্রমণ করেছি , তবে এতটা পথ এই প্রথমবার একা জার্নি করছি । তাই প্রথম দিন ভিডিও র কিছু কাজ করে বেশি দেরি না করে তারাতারি শুয়ে পড়লাম । কারণ কথা বলার কেউ নেই , ট্রেনে বেশিরভাগ অবাঙালি। যাই হোক দ্বিতীয় দিন তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল সকালে উঠে ফ্রেশ হতে হতে ট্রেন ঢুকলো বারাউনি স্টেশনে । সেখান থেকে চা ,কেক আর ,দিদির পাঠানো চিড়ে ভাজা আর ছোলা ভাজা র সহযোগে ব্রেকফাস্ট টা সারলাম । তারপর এই গ্রুপের অ্যাডমিন সঙ্গীতা ম্যাডাম এর সাথে পরিচয় হলো। ওনারাও সপরিবারে নৈনিতাল যাচ্ছিলেন । আলাপ পরিচয় পর্ব মিটতেই গল্পঃ করতে করতে কখন যে ঘণ্টা খানেক সময় কেটে গেলো বুঝতেই পড়লাম না । ঘণ্টা খানেক গল্পঃ হওয়ার পরে লাঞ্চ সেরে নিলাম । তার পর লখনৌ পর্যন্ত বাকিটা পথ অনেক টা সময় জুড়ে ওনার হাসবেন্ড তুহিন বাবুর সাথে গল্পঃ করে সময় কাটালাম । অত্যন্ত ভালো মানুষ উনি । এভাবেই সন্ধ্যে , সন্ধ্যা থেকে রাত্রি, ট্রেন এসে পৌঁছালো লখনৌ স্টেশনে তখন রাত্রির ১২:১০ । আমার রিটায়ারিং রুমে বুকিং ছিল ,কোনক্রমে রিটায়ারিং রুম খুঁজে সেখানে গিয়ে কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে নিলাম। তারপর সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে প্ল্যাটফর্মে এসে শুনি যে ট্রেন দু'ঘণ্টা লেট চলছে । সকাল ৮ টায় আসার কথা ছিল সেই ট্রেন এলো ১০ টায়। ট্রেনে উঠে নিজের সিট খুঁজে সিটে বসলাম। কিন্তু ট্রেনের যা গতি দেখলাম বুঝলাম আজকের দিন টা কষ্টের মধ্যেই কাটাতে হবে। ঠিক তাই হলো ট্রেন চলছে কম দাঁড়াচ্ছে বেশি । আগের দিন রাতে ঠিকঠাক ঘুম না হওয়ার দরুন শরীর ভীষণ পরিমাণে ক্লান্ত চোখ বুজে আসছে কিন্তু নিজের ব্যাগ পত্রর থাকার দরুন ঘুমোতে পারলাম না চোখে অসহ্য একটা যন্ত্রণা আর মনে একটা বিরক্তি লাগতে শুরু করল। যে ট্রেন ৩:২০ মিনিট এ টনকপুর পৌঁছানোর কথা সেই ট্রেন টনকপুর পৌছালো রাত্রি ৯ টায় 😔। দেরি হবে বুঝতে পেরে বারেলি স্টেশন ছাড়ার পরেই ফোন করে KMVN টনকপুর রেস্ট হাউসে ফোন করে রুম বুক করে রাখি । রাত নয়টায় টনকপুর স্টেশন এ নেমে একটা টোটো নিয়ে পৌঁছলাম KMVN রেস্ট হাউস । সেখানে গিয়ে ডাল ভাত সহযোগে ডিনার সেরে রাতের বেলা ঘুমিয়ে পড়লাম । পরের দিন সকাল বেলায় রেডি হয়ে বেরিয়ে পড়লাম । আমার যাত্রা শুরু হলো ধারচুলা র উদ্দেশ্যে । সকাল সকাল গাড়ি চলে এলো( টনকপুর To হলদুয়ানি পর্যন্ত প্যাকেজ ছিল) টনকপুর রেস্ট হাউসের সামনে । সেখান থেকে গাড়িতে উঠে কিছুটা দূরে গিয়ে চা ব্রেক সারলাম। তারপর গাড়ি দুই ঘণ্টা চলার পর একটা জায়গায় দাঁড়িয়ে আলুর পরোটা সহযোগে ব্রেকফাস্ট টা সেরে নিলাম । দীর্ঘ কিছুটা পথ চলার পর একটি জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ সেরে আমরা এগিয়ে চললাম ধার চুলার উদ্দেশ্যে । ধারচুলায় পৌঁছতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে গেল । SDM অফিসের সামনে আমার গাড়ি দাঁড়ালো সেখানে অপেক্ষা করছিল প্রেম ভাইয়া আমাকে রিসিভ করবার জন্য । আলাপ পরিচয় পর্ব সেরে উঠলাম হোটেল আদি কৈলাসে । খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন হোটেল । একদম এসডিএম অফিসের সামনেই । রুমে গিয়ে ফ্রেস হয়ে এক কাপ কফি খেতেই শরীরটা আবার চাঙ্গা হয়ে গেল। আরে এটা ভেবে খুব ভালো লাগছিল পরের দিন থেকেই শুরু হবে আমার স্বপ্নের যাত্রা । রাত্রিবেলা ডিনার সেরে শুয়ে পড়লাম । পরের দিন সকালবেলায় হোটেলের ছাদে উঠে চার-পাসটা দেখে মনটা জাস্ট ভরে গেল । কারণ আজকে যে আমি যাত্রা করতে পারব, রাস্তায় কোন সমস্যা নেই রাস্তা একদম ক্লিয়ার, এটা শুনে খুব ভালো লাগছিল । সকাল সকাল ছাদে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এক কাপ গরম কফি আর বিস্কুটের সাথে দুচোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করলাম । তারপর যাত্রার জন্য রেডি হয়ে গেলাম ।
*এই ধার চুলা থেকে আদি কৈলাশ ও ওম পর্বত যাত্রা করতে গেলে প্রত্যেকের একটি পারমিট এর প্রয়োজন হয় । যদি আপনি কোন সংস্থার সাথে প্যাকেজে আসেন তাহলে আপনাকে একটুকুও মাথা ঘামাতে হবে না ওরা সব রকম ব্যবস্থা করে দেবে । আর যদি এগুলো আপনি নিজে করতে চান তাহলে যা যা লাগবে সেগুলো হলো ১) পারমিট এর জন্য দু কপি পাসপোর্ট সাইজ ছবি ও আধার কার্ডের জেরক্স । ২ ) এরপর সরকারি হসপিটাল থেকে আপনাকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে।
৩) যদি ডবল ডোজ ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকে তাহলে কোন অসুবিধা নেই আর যদি না থাকে তাহলে সরকারি হসপিটাল থেকে আপনারা টেস্ট করিয়ে নিতে পারেন । ৪) এরপর সমস্ত ডকুমেন্ট নিয়ে পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনাকে থানায় গিয়ে ভেরিফিকেশন করিয়ে নিয়ে আসতে হবে। ওরা প্রত্যেকটা ফর্মে সবকিছু ঠিকঠাক আছে ওকে এরকম একটা স্ট্যাম্প মেরে দেবে। ৫) এরপর এস ডি এম অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্টস দিয়ে ফরম ফিলাপ করে জমা দিলে ফাইনাল পারমিট আপনারা পেয়ে যাবেন । তবে একটা কথা মাথায় রাখবেন যদি নিজেরা এই সমস্ত কাজ করেন তাহলে কিন্তু একটা অতিরিক্ত দিন হাতে রাখবেন ।
পারমিটের ভ্যালিডিটি থাকে ১৫ দিন ।
এরপর শুরু হল আমার স্বপ্নের আদি কৈলাস ওম পর্বত যাত্রা । কলকাতা থেকে একাকী দীর্ঘ এতটা পথ অতিক্রম করে শেষমেষ আদি কৈলাস ওম পর্বত যাত্রার উদ্দেশ্যে আমাদের গাড়ি এগিয়ে চলল । আজ রাত্রি বাস করব গুঞ্জী তে । সত্যি কথা বলতে ইউটিউবে বাংলায় এই প্রথম আদি কৈলাস ও পর্বতের ভিডিও আনতে পেরে খুবই গর্বিত । তারপর কি হলো জানতে সিরিজের বাকি ভিডিও গুলো দেখতে হবে আমি সম্পূর্ণ সিরিজের প্লে লিস্ট এর লিংক দিয়ে দিলাম।

www.youtube.com/

যদি ভালো লাগে একটিবার ভিডিও গুলো দেখবেন , এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না ।

হর হর মহাদেব 🔱🕉️

বন্ধু চল 🚘
21/10/2024

বন্ধু চল 🚘

তিন বছর আগের আজকের দিনে এই যাত্রা শুরু করেছিলাম। আজ আমাদের পরিবারের তিন বছর পূর্ণ হলো। আপনাদের সবার কাছ থেকে পেয়েছি অনে...
08/10/2024

তিন বছর আগের আজকের দিনে এই যাত্রা শুরু করেছিলাম। আজ আমাদের পরিবারের তিন বছর পূর্ণ হলো। আপনাদের সবার কাছ থেকে পেয়েছি অনেক শিক্ষা | তিন বছর ধরে আপনাদের সাথে ভাগ করে নিয়েছি আমার জীবনের নানা রঙ। আপনাদের কমেন্ট, লাইক, শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে।আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই । আগামীতে আরও ভালো ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হবো এই কথা দিলাম । শুভ শারদীয়া 🙏
www.youtube.com/

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when The Journey Begins posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share