Purnima chowdhury

Purnima chowdhury Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Purnima chowdhury, Video Creator, joy Gopal das Road Moyra para, KOLKATA.
(2)

রান্নায় হাতে খড়ি এইতো প্ৰথম,
হাতে নিয়ে খুন্তি রাঁধছি কেমন.
স্বাদ হয়তো হবে না তোমার মতন,
তবুও রাঁধছি আমি যেমন, তেমন.
ভালো বেসে রাঁধতে বলো কে না চায়,
চেয়েছে মন আজকে ,রেধে খাওয়াবো তোমায় ,
ভুল হলে বলে দিও,বোকো না আমায়
ভুল টা শুধরে নেবো,কথা দিলাম তোমায়

মানুষ চাইলে যদি সবকিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোন মূল্য থাকতো না।❤️শুভ দুপুর ❤️
05/01/2025

মানুষ চাইলে যদি সবকিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোন মূল্য থাকতো না।
❤️শুভ দুপুর ❤️

05/01/2025

যা কিছু আমরা দেখাই তা সবই বিজ্ঞাপন।
আর যা কিছু আমরা গোপনে করি সেটাই জীবন।

তুমি ভেতর থেকে ভেঙ্গে পড়েছ, এটা কাউকে বুঝতে দিও না।
কারণ লোকে ভেঙে পড়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।

অভ্যাস হওয়ার পর দুঃখ আনন্দ দিচ্ছে।
দীর্ঘশ্বাস ত্যাগে হেসেই যাচ্ছি আমি।

❤️সুপ্রভাত ❤️

❤️গুডমর্নিং ❤️
05/01/2025

❤️গুডমর্নিং ❤️

04/01/2025

04/01/2025

আত্মবিশ্বাস খুব জরুরী

04/01/2025

শীতের বিকেলের আড্ডায় ❤️

নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না, যেমন সূর্য এবং চন্দ্রের সঙ্গে কোন তুলনা হয় না, তারা উজ্জ্বল্য হয়ে...
04/01/2025

নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না,
যেমন সূর্য এবং চন্দ্রের সঙ্গে কোন তুলনা হয় না, তারা উজ্জ্বল্য হয়ে আলো দেয়, যখন তাদের সময় হয়,
তেমনি তুমিও জীবনে প্রজ্জ্বলিত হবে, যখন তোমার সময় হবে, ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও।
❤️শুভ দুপুর ❤️

04/01/2025

আমি সবার প্রয়োজনে সীমাবদ্ধ। কারো প্রিয়জন হওয়া সাধ্য নেই,
কারণ সবার সব অভাব পূরণ হয় না। হয়তো অপূর্ণতায় থেকে যায়। আমার কোন আফসোস নেই, নেই কোন আক্ষেপ, কেননা সব পেয়ে গেলেই জীবনে অনুভব করার মত কিছুই থাকত না।
❤️সুপ্রভাত ❤️

04/01/2025

❤️শুভ সকাল ❤️

নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না, যেমন সূর্যের সাথে চন্দ্রের তুলনা হয় না। তারা উজ্জ্বল হয়ে আলো দেয়...
03/01/2025

নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না,
যেমন সূর্যের সাথে চন্দ্রের তুলনা হয় না। তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয়। তেমনি তুমিও জীবনে প্রজ্জ্বলিত হবে যখন তোমার সময় হবে। এতক্ষণ তুমি নিজের কাজ করে যাও।
❤️শুভ রাত্রি ❤️

03/01/2025

মাছের রাজা ইলিশ

জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে  ভুল পথে চালিত করে।❤️শুভ দুপুর ❤️
03/01/2025

জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক
কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে
ভুল পথে চালিত করে।
❤️শুভ দুপুর ❤️

03/01/2025

যদি কেউ কোনদিন তোমায় ছোট করতে চায় তাহলে ভেবে নিও তুমি তাদের থেকে অনেক উপরে আছো।
মনটাকে রাস্তার মতো খুলে দিও না।
যাতে সবাই চলাচল করতে পারে।
মনটাকে আকাশের মতো বিশাল রাখো,
যাতে সবাই আশ্রয় নেবে, কিন্তু ছুঁতে পারবে না।
❤️সুপ্রভাত ❤️

দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময় টা খারাপ,জীবন টা নয়। শুধু অপেক্ষা করো সব হবে।❤️সুপ্রভা...
03/01/2025

দেরিতে হবে কিন্তু ঠিকই হবে
তুমি যা চাও তাই হবে
মনে রেখো তোমার সময় টা খারাপ,
জীবন টা নয়। শুধু অপেক্ষা করো সব হবে।
❤️সুপ্রভাত ❤️

নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো...
02/01/2025

নিজের ভুল স্বীকার করার জন্য নিজের মনকে যথেষ্ট বড় করতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে আপনাকে যথেষ্ট পরিণত হতে হবে এবং ভুলগুলো সংশোধন করার জন্য নিজেকে যথেষ্ট শক্তিশালী করতে হবে। আর এটাই হলো জীবনে নিজেকে তৈরি করার উত্তম পথ।

মানুষ প্রশংসা করে লোভে , সমালোচনা করে অহং বোধে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে।

❤️good night❤️

02/01/2025

Promote your content on your story

02/01/2025

একটু দেরি হয়ে গেলো, চলে এসো বন্ধু 🌹

কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করোনা। কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না।❤️শুভ দুপুর ❤️
02/01/2025

কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করোনা।
কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না।
❤️শুভ দুপুর ❤️

Address

Joy Gopal Das Road Moyra Para
Kolkata
SODEPUR

Alerts

Be the first to know and let us send you an email when Purnima chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category