08/06/2024
'কলকাতার বুকে আমরা জুড়ে দিতে চাই এমন একটি ডানা যার নাম গতি'— উনিশশো সত্তরের দশক থেকে উনিশ'শো আশি'র গোড়ার সময়ে কলকাতার বুকে নানান জায়গায় 'বিজ্ঞাপিত' হ'ত এই অসাধারণ অঙ্গীকার। এ অঙ্গীকার ছিল ভারতের মেট্রোরেলের —‘কলকাতা পাতাল রেল’—যে স্বপ্ন পঞ্চাশের দশকে ডঃ বিধানচন্দ্র রায় দেখেছিলেন। ১৯৭২ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী স্থাপন করেছিলেন এর ভিত্তিপ্রস্তর। তারপর নানা সংশয় ও সমস্যার মধ্যে দিয়ে ১৯৮৪ সালের ২৪শে অক্টোবর ইতিহাসে নতুন নজির গড়েছিল পশ্চিমবঙ্গ—চালু হয়েছিল ভারতের প্রথম মেট্রো রেলপথ খাস কলকাতার বুকে। সমস্ত বাধা ও বিপত্তি কাটিয়ে ভারতীয় রেলের ইঞ্জিনিয়র এবং সহকর্মীরা দেশীয় প্রযুক্তিতে গড়ে তুলেছিলেন এই রেলপথ। ১৯৬৪ সালে ‘সি.এম.পি ও.’ পাতাল রেল প্রকল্পের রচনা করেছিল এবং প্রকল্পের রূপকার ও তত্ত্বাবধায়ক ছিল পূর্ব রেল বিভাগের মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট। ১৯৭৩ সালে পাতাল রেল প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তিনটি পর্যায়ে এই পাতাল রেলপথ স্থাপন সম্পূর্ণ করার পরিকল্পনা করা হয়েছিল—প্রথম পর্যায়ে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত প্রায় ১৬ কি.মি, দ্বিতীয় পর্যায়ে টালিগঞ্জ থেকে গড়িয়া ৮ কি.মি ও বিধান নগরী থেকে রামরাজাতলা পর্যন্ত ১৭ কি.মি এবং তৃতীয় বা অন্তিম পর্যায়ে দক্ষিনেশ্বর থেকে ঠাকুরপুকুর পর্যন্ত প্রায় ২৬ কি.মি রেলপথ স্থাপন। আর এই ২০২৪ সালে এসে মেট্রোরেল কল্লোলিনী কলকাতার শীর্ষে জুড়ে দিলো নতুন পালক— গঙ্গা নদীর নিচ দিয়ে শুরু হলো মেট্রো রেলের দৌড়। আর এই প্রথম শুরু হয়ে গেল সারা ভারতে নদীর তলদেশ দিয়ে ট্রেন চলা। ট্রেন ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত হুগলি বা গঙ্গা নদীর তলদেশের ৫২০ মিটার দূরত্ব অতিক্রম করবে। নদীর তলদেশের ৩৪ মিটার তল দিয়ে চলে গেছে এই রেলপথ। মেট্রো-রেলপথের নির্মানের আদি কাল থেকে, অর্থাৎ ডিজাইন ও ড্রইং-এর সময় থেকে আধুনিক ভারতের কারিগরি বিস্ময়ের একজন সাক্ষী ছিলেন তদানীন্তন মেট্রো-রেলের চিফ ইঞ্জিনিয়র অশোক সেনগুপ্ত। তিনি তাঁর প্রাঞ্জল বিবরণীতে লিপিবদ্ধ করেছিলেন এই বিশাল স্বপ্নময় বাস্তবায়ন তাঁর ‘কলকাতার পাতাল রেল’ গ্ৰন্থে। সম্পাদক পূর্ণেন্দু শেখর মিত্রের ঐকান্তিক চেষ্টায় ১৯১২ সালে প্রথম প্রকাশিত এই বইটি অল্প সময়ের মধ্যেই নি:শেষিত হয়ে গিয়েছিল! সম্প্রতি বই'টির পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়েছে 'দুর্বা প্রকাশনী' থেকে পূর্ণেন্দু শেখর মিত্র ও কৌশিক বক্সীর উদ্যোগে। কলকাতার পাতাল রেল কী ভাবে তৈরি হয়েছিল তার একমাত্র তথ্য-নির্ভর ইতিহাস অশোক সেনগুপ্ত লিখিত এই গ্ৰন্থটি এখন অনলাইনে ‘বইয়ের হাট' ওয়েবসাইটের মাধ্যমে সংগ্ৰহ করা যাবে। অনবদ্য এই গ্ৰন্থটি সম্পর্কে জানতে ও নিজস্ব সংগ্রহে রাখতে হলে ক্লিক করতে হবে নীচে দেওয়া লিংকে ,:
https://boierhaat.com/product/kolkatar-patal-rail
বইয়ের হাট সবসময় রয়েছে ভালো বইয়ের খোঁজে। আপনারাও ভালো বই খুঁজুন, খুঁজে পড়ুন না পেলে আমাদের জানান, আমরা এনে দেব আপনাদের হাতের মুঠোয়, ১৯৯ টাকা মূল্যের ঊর্দ্ধে কেনাকাটায় ভারতের যেকোন জায়গায় বিনা ডেলিভারি চার্জে ও ভারতের বাইরে ন্যূনতম ডেলিভারি চার্জে এবং ১০০০ টাকার ঊর্দ্ধে কেনাকাটায় ১০% ছাড়ের সুবিধাসহ ।
আমাদের পেজে, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
আমাদের সাইট: https://www.boierhaat.com/
আমাদের অ্যাপ ডাউনলোড করার লিংক এবং বাকি সোশ্যাল মিডিয়া পেজের লিংকও আপনারা পেয়ে যাবেন এটায় ক্লিক করে 👇
https://lnkd.in/g855-qgq
যেকোনো প্রশ্নের জন্য কমেন্ট বা ডিএম করুন ! 😇
#বিদেশে_বইমেলা #বিদেশে_বাংলা_বই
Durba Prakashani