Gangayo sundarban barta

Gangayo sundarban barta Online News Portal & Youtub Channel

26/04/2024
শীঘ্রই শোভনে বাঁধা পড়ছেন সোহিনী, প্রাক্তনের বিয়েতে ভেঙে পড়েছেন রণজয়?লাবনী  মান্না -  প্রেম করতে পারি না', জানিয়েছিলেন ...
17/04/2024

শীঘ্রই শোভনে বাঁধা পড়ছেন সোহিনী, প্রাক্তনের বিয়েতে ভেঙে পড়েছেন রণজয়?

লাবনী মান্না - প্রেম করতে পারি না', জানিয়েছিলেন রণজয়। সোহিনী সরকারের সঙ্গে প্রেম ভাঙার পর একাধিক নায়িকার সঙ্গে তাঁর প্রেমের গুজব রটেছে, কিন্তু সেই খবর ভুয়ো স্পষ্ট জানিয়েছেন নায়ক। সম্প্রতি চর্চায় সোহিনী-শোভনের বিয়ের খবর। জানা যাচ্ছে এই বছর জুলাই কিংবা নভেম্বরে বিয়ে করছেন তাঁরা। শোভনের সঙ্গে প্রেম শুরুর আগে দীর্ঘদিন রণজয়ের সঙ্গে লিভ ইন করেছেন সোহিনী। রণজয়-সোহিনীর মাখামাখি নিয়ে একটা সময় সংবাদমাধ্যমে কম আলোচনা হয়নি। তবে আজ সবই অতীত! বিয়ে নিয়ে আলোচনার মাঝেই রণজয়ের সোশ্যাল মিডিয়া জুড়ে অদ্ভূত বিষণ্ণতা। নিজের মনের ভাব ইনস্টাগ্রামে তুলে ধরেছেন অভিনেতা। সেখানে লেখা ‘চার দেওয়ালের ঘর,দমচাঁপা নিঃশ্বাস। আজ অনেকদিন হলো দরজা বন্ধ….আজ অনেকদিন হল আকাশ দেখি না। প্লিজ একবার তালাটা খুলে দেবে? স্বপ্নের চিতাগুলোকে শেষবারের মতো একবার দেখতে চাই…’

মেয়েদের মধ্যে প্রথম UPSC সিভিল সার্ভিসে ।শঙ্কর হালদার-  UPSC সিভিল সার্ভিসেসে তৃতীয় হলেন দোনুরু অনন্যা রেড্ডি। যিনি মেয়ে...
17/04/2024

মেয়েদের মধ্যে প্রথম UPSC সিভিল সার্ভিসে ।

শঙ্কর হালদার- UPSC সিভিল সার্ভিসেসে তৃতীয় হলেন দোনুরু অনন্যা রেড্ডি। যিনি মেয়েদের মধ্যে দেশে প্রথম হয়েছেন। শুধু সেটাই নয়, বাড়িতে বসেই প্রায় পুরো প্রস্তুতি সেরেছেন ২২ বছরের অনন্যা। শুধুমাত্র অ্যানথ্রোপজির (নৃতত্ববিদ্যা) জন্য কয়েক মাস হায়দরাবাদে গিয়ে কোচিং নিয়েছিলেন। তেলাঙ্গানার মহবুবনগর জেলার ছোট্ট গ্রাম পোন্নেকালের বাসিন্দা অনন্যা বলেন, ‘বাড়িতে বসেই ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। শুধু অ্যানথ্রোপজির জন্য কয়েক মাস হায়দরাবাদে গিয়ে কোচিং নিয়েছিলাম।’ আর তাতেই মিলেছে সাফল্য।প্রাথমিকভাবে মহবুবনগর জেলায় নিজের স্কুলজীবন শুরু করেছিলেন। তারপর উচ্চশিক্ষার জন্য পাড়ি দিয়েছিলেন হায়দরাবাদ। সেখানে পড়াশোনা শেষ করে দু'চোখে UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় বাজিমাত করে আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে চলে গিয়েছিলেন দিল্লিতে। সেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মিরান্ডা হাউস কলেজ থেকে ভূগোলে অনার্স করার পাশাপাশি চালাচ্ছিলেন UPSC সিভিল সার্ভিসেসের প্রস্তুতি। গ্র্যাজুয়েট হওয়ার এক বছরের মধ্যেই UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসেন অনন্যা। আর মঙ্গলবার রেজাল্ট প্রকাশিত হতেই নিজের নামটা তিন নম্বরে দেখে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন ২২ বছরের মেয়ে।
কঠোর পরিকল্পনার মধ্যে থেকেই তিনি পড়াশোনা করেননি। কোনও নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলেননি। তিনি বলেন, 'দিনে আমি ১২-১৪ ঘণ্টা করে পড়াশোনা করতাম।' সেইসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসে তিনি জানিয়েছেন যে ইউপিএসসি সিভিল সার্ভিসেসে যাঁরা আগের বছরগুলিতে টপার হয়েছেন, তাঁরা যা বলছেন, সেটাই অক্ষরে-অক্ষরে পালন করার কোনও মানে নেই। কারণ প্রত্যেকেরই পড়াশোনার আলাদা ধরন থাকে। তাই নিজেদের মতো পুরোটা পরিকল্পনা করা উচিত।
অনন্যা জানান, যাঁরা ইউপিএসসির সিভিল সার্ভিসেসের প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের প্রথমেই নিজেদের শক্তি ও দুর্বলতার জায়গা চিহ্নিত করতে হবে। সেটা বিবেচনা করে নিয়ে নিজের পরিকল্পনা তৈরি করতে হবে প্রার্থীদের।

ঝলসে গেল ১৩০০টি মুরগি, ভয়াবহ আগুন বাগদায়। লাবনী মান্না নিজস্ব প্রতিনিধি-   উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা গ্রাম ...
17/04/2024

ঝলসে গেল ১৩০০টি মুরগি, ভয়াবহ আগুন বাগদায়।

লাবনী মান্না নিজস্ব প্রতিনিধি- উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েত এলাকায়। সোমবার মাঝরাতে আচমকা আগুন লাগে সেখানকার একটি পোল্ট্রি ফার্মে। যার ফলে দাউ দাউ করে আগুনে জ্বলে ওঠে গোটা পোল্ট্রি ফার্ম। তাতেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় ১৩০০ টি মুরগি। এমন ঘটনায় পোল্ট্রি ফার্ম মালিকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় তৃণমূল এবং বিজেপির নেতারা। সোমবার মাঝ রাতে পোল্ট্রি ফার্মে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় মালিককে। এরপরে মালিক স্থানীয়দের সাহায্যে পোল্ট্রি ফার্মের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু, সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় দ্রুত গোটা ফর্মটি আগুনের গ্রাসে চলে আসে। এদিকে, পোল্ট্রি ফার্মে বাইক, মোটরসহ অন্যান্য জিনিসপত্র ছিল। এছাড়াও ছিল কয়েক হাজার মুরগি। যদিও অল্প সময়ের মধ্যে এবং তীব্র গরমে সব মুরগি বাইরে বের করা সম্ভব হয়নি। তখনও পোল্ট্রি ফার্মে ১৩০০ মুরগি থেকে গিয়েছিল। সেই সমস্ত মুরগি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ফার্ম থেকেই জীবিকা নির্বাহ করেন মালিক রবীন্দ্রনাথ মণ্ডল। ফলে গোটা ফার্মটি ভস্মীভূত হওয়ায় কার্যত দিশাহীন হয়ে পড়েছেন তিনি। রবীন্দ্রনাথ জানান, সোমবার রাত ২ টো নাগাদ পোল্ট্রি ফার্মে আগুন লাগে। তবে আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আসেনি। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে সেখানে ছুটে যান গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান স্বপন হাওলাদার। পরে সেখানে যান বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে বাগদা থানার পুলিশ। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জানান, কীভাবে আগুন লেগেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এটি সত্যি সত্যি কোনও দুর্ঘটনা ছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছিল কিনা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। ফার্ম মালিকের ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। কীভাবে তাকে সাহায্য করা যায়? সে বিষয়ে আলোচনা করা হচ্ছে বলে তিনি জানান। অন্যদিকে, বিজেপির উপপ্রধান জানান, মালিকের প্রচুর ক্ষতি হয়েছে।

ভাঙড়ে সংগঠন ধরে রাখতে তৎপর শওকত, আরাবুলকে পদ থেকে সরালো তৃণমূল, শঙ্কর হালদার নিনসও প্রতিনিধি-  আরাবুল ইসলাম বর্তমানে জে...
17/04/2024

ভাঙড়ে সংগঠন ধরে রাখতে তৎপর শওকত, আরাবুলকে পদ থেকে সরালো তৃণমূল,

শঙ্কর হালদার নিনসও প্রতিনিধি- আরাবুল ইসলাম বর্তমানে জেলে রয়েছেন। তাঁর বিরুদ্ধে খুন সহ তোলাবাজি এবং একাধিক অভিযোগ রয়েছে। প্রায় দুমাসেরও বেশি সময় ধরে জেল রয়েছেন আরাবুল। এবার তাঁকে ভাঙড় ২ নম্বর ব্লক তৃণমূলের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দিল দল। ভাঙড়ে দলের বৈঠকে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এখনও তিনি ভাঙড় দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন। তবে পদ থেকে সরানোয় তাঁকে দল থেকে ছেঁটে ফেলার বার্তা দেওয়া হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০০৬ সালে তৃণমূল টিকেটে ভাঙড়ের বিধায়ক হয়েছিলেন আরাবুল। তারপরেই তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সহ সভাপতি থেকেছেন। ২০১৮ সালে জেল থেকে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ওই সময় তিনি জয়ী হয়েছিলেন। তারপর তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি হন। তৃণমূলের সংগঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আরাবুলের। তবে লোকসভা নির্বাচনে এবার তাঁকে ছাড়াই প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস।আরাবুলকে গত ৮ ফেব্রুয়ারি উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লাকে খুনের অভিযোগ উঠেছিল। এর পাশাপাশি এলাকায় একাধিক গন্ডগোলের মামলায় তাঁর নাম জড়ায়। তাছাড়া তোলাবাজির অভিযোগ রয়েছে আরাবুলের বিরুদ্ধে। রাজনৈতিক মহলের মতে, দলের নিয়ন্ত্রণ না থাকলে পরবর্তী সময় তাঁকে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকেও সরিয়ে দেওয়া হতে পারে। এর আগে আরাবুলের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, শওকত মোল্লা তাঁকে ফাঁসানোর চক্রান্ত করেছেন। এমনকী আরাবুলের পুত্র হাকিমুল ইসলামকেও বিভিন্ন মিটিং মিছিলে ডাকা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। যদিও হাকিমুল সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি এবং তাঁর বাবা দলের অনুগত সৈনিক। দলের জন্য সবকিছু করতে পারেন। আরাবুলকে সরিয়ে দেওয়ার বিষয়ে শওকত মোল্লা জানান, দলের নির্দেশে তাঁকে ভাঙড় ২ নম্বর ব্লক তৃণমূলের আহ্বায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল KKRলাবনী মান্না নিজস্ব প্রতিনিধি -   আইপিএল ২০২৪-এর ৩১তম লিগ ম্যাচের শেষে কোন দল পয়েন্ট ত...
17/04/2024

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল KKR
লাবনী মান্না নিজস্ব প্রতিনিধি - আইপিএল ২০২৪-এর ৩১তম লিগ ম্যাচের শেষে কোন দল পয়েন্ট তালিকার কত নম্বরে অবস্থান করছে, দেখে নিন একনজরে। উল্লেখ্য, লিগ টেবিলের প্রথম চারটি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। ইডেনে কেকেআরের কাছে হেরে বসলে লিগ টেবিলের শীর্ষস্থান খোয়াতে হতো রাজস্থান রয়্যালসকে। তবে শেষ ওভারের থ্রিলারে কলকাতাকে হারিয়ে প্লে-অফের পথে এক পা বাড়িয়ে রাখে রাজস্থান। ৭ ম্যাচে ৬টি জয়-সহ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে রয়্যালস। তারা এক নম্বরের মুকুট আরও কিছুদিন নিজেদের কাছে রেখে দেওয়া নিশ্চিত করে। সঞ্জু স্যামসনদের নেট রান-রেট এই মুহূর্তে +০.৬৭৭। ছবি- এএনআই। লিগ টেবিলের এক নম্বরে উঠে আসার সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে। তবে মঙ্গলবার ইডেনে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বসায় আপাতত সেই সুযোগ হাতছাড়া করে কেকেআর। বরং শীর্ষে থাকা রাজস্থান পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নেয়। এই মুহূর্তে ৬ ম্যাচে ৪টি জয়-সহ মোট ৮ পয়েন্ট রয়েছে কেকেআরের খাতায়। কলকাতা রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। যদিও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। পান থেকে চুন খসলেই লিগ টেবিলে পিছিয়ে পড়তে হবে শ্রেয়স আইয়ারদের। এই মুহূর্তে কলকাতার নেট রান-রেট +১.৩৯৯। ছবি- পিটিআই। হোম ম্যাচে হেরে গেলেও নেট রান-রেটে পতন হয়নি। তাই কেকেআর বনাম রাজস্থান ম্যাচের ফলাফলের নিরিখে চেন্নাই সুপার কিংসের পক্ষে লিগ টেবিলের উপরে ওঠা সম্ভব হয়নি। কলকাতার মতোই ৬ ম্যাচে ৪টি জয়-সহ ৮ পয়েন্ট রয়েছে সিএসকের খাতায়। তবে নেট রান-রেটে পিছিয়ে থাকায় চেন্নাই রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। চেন্নাইয়ের নেট রান-রেট এই মুহূর্তে +০.৭২৬। ছবি- এএফপি।

চোর চোর বলা, জিভ কেটে নেবো। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের পূর্ব পুরুষের পয়সা কোনোদিন এককাপ চা খেয়েছি ? লাবনী মান্না - ...
17/04/2024

চোর চোর বলা, জিভ কেটে নেবো। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওদের পূর্ব পুরুষের পয়সা কোনোদিন এককাপ চা খেয়েছি ?

লাবনী মান্না - টাইমস বাংলা নিজস্ব প্রতিনিধি- চোর, চোর’ স্লোগান তুলেছিলেন একদল বিজেপি কর্মী। তা নিয়ে আজ তুমুল অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাগুড়ির পশ্চিম শালবাড়ি ফুটবল মাঠের জনসভা থেকে মমতা বলেন, ‘আমার গাড়ি দেখে বলছে যে চোর, চোর। ওদের জিজ্ঞাসা করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনওদিন আমি এক কাপ চা খেয়েছি?’ শুধু তাই নয়, মমতা প্রাথমিকভাবে বলে দেন যে ভোট না থাকলে জিভ কেটে নিতাম। যদিও পরের মুহূর্তেই ‘ড্যামেজ কন্ট্রোলের’ চেষ্টা করেন মমতা। তিনি বলেন, ‘আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। এ তো মোদী বলেন। অসভ্যতামি ওরা আমার সঙ্গে করেছে এই চার-পাঁচদিন আগে, (সেটা বলার কোনও ভাষা নেই)। আমি চালসায় আসছিলাম। রাস্তায় যে কোনও রাজনৈতিক দল বৈঠক করতেই পারে। আমার কোনও আপত্তি নেই। আমার গাড়ি দেখে বলছে যে চোর, চোর। ওদের জিজ্ঞাসা করুন, ওদের পিতৃদেবের পয়সায় কোনওদিন আমি এক কাপ চা খেয়েছি? এমনকী দোকানে চা খেতে গেলেও দোকানে পয়সা দিয়ে খাই।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমি সরকার থেকে একটা টাকাও মাইনে নিই না। আমি সরকারি গাড়ি চড়ি না। আমি ইচ্ছা করলে প্রতি মাসে দেড় লাখ টাকা পেনশন পেতে পারি, লাখ টাকা মাইনে পেতে পারি। আমি এক টাকাও নিই না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না। তার কারণ আমার প্রয়োজন পড়ে না। যা আছে মোটা ভাত, মোটা কাপড়, মোটা শাড়ি, ব্যস, এতেই আমার চলে যায়। প্রতি উষ্মাপ্রকাশ করার মধ্যেই মমতা বলেন, ‘আর এত বড় সাহস যে আমার গাড়িকে দেখে বলছে যে চোর, চোর। সুযোগ থাকলে জিভটা আমি কেটে নিতাম। নির্বাচন বলে কিছু বলিনি। নির্বাচন না থাকলেও আমি জিভ টেনে নেওয়ার কথা বলব না। এ তো মোদী বলেন - চুন চুন কে দেখ লেঙ্গে (বলেন)। চুন চুন কে সবকো জেল মে ভর দেঙ্গে। যদি আপনি জিততেন, তাহলে নিশ্চয়ই আপনি এ কথা বলতেন না। এ কথা শোভা পায় না। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় আরও একধাপ এগিয়ে মমতা বলেন, ‘আমার মুখে শোভা পেলে আমি জিভ টেনে নেওয়ার কথা বলতাম। কিন্তু আমি ওটা বললাম না।

মিঠুন–টিগ্গা, ব়্যালি ছেড়ে চলে যেতে বাধ্য হলেন নেতারালাবনী নস্কর -  জোরকদমে প্রচার শুরু হয়েছে। তার সঙ্গে প্রবল তাপপ্রবা...
16/04/2024

মিঠুন–টিগ্গা, ব়্যালি ছেড়ে চলে যেতে বাধ্য হলেন নেতারা

লাবনী নস্কর - জোরকদমে প্রচার শুরু হয়েছে। তার সঙ্গে প্রবল তাপপ্রবাহে পুড়ছে গোটা রাজ্য। আলিপুরদুয়ারে হুডখোলা গাড়িতে প্রচার করছিলেন মিঠুন চক্রবর্তী এবং মনোজ টিগ্গা। আর এই প্রচার চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। সঙ্গে অসুস্থ হন প্রার্থী মনোজ টিগ্গাও। অর্ধেক রাস্তা যাওয়ার পরেই অসুস্থবোধ করতে থাকেন। গাড়ি থেকে মিঠুন তখন নেমে পড়েন। মনোজও সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। কিছুটা হেঁটে প্রচার করার পরে অসুস্থ হয়ে পড়েন মনোজ টিগ্গা। প্রবল গরমের মধ্যেই চলছিল নির্বাচনী প্রচার। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ হবে। আর এই প্রচারে বেরিয়েই প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী ও মনোজ টিগ্গা। কর্মীদের সঙ্গে আলাদা করে প্রচার করতে যান টিগ্গা। তাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। গন্তব্যস্থলে পৌঁছনোর পরে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তখন কর্মীরা একটি দোকানে তাঁকে বসিয়ে জল, ঠাণ্ডা পানীয় দিলে সামান্য সুস্থ হয়ে পথ ছেড়ে পার্টি অফিসের দিকে রওনা হন। গরমে অসুস্থ হয়ে পড়েন। সোমবার দুপুরে মাথার উপর প্রখর তাপ নিয়ে আলিপুরদুয়ারের মাটিতে প্রচার করতে নামেন বিজেপি নেতারা। আজ বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে আলিপুরদুয়ার ডিআরএম চৌপথি থেকে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত একটি রোড–শো করার কথা ছিল। বক্সা ফিডার রোডের এই ব়্যালিতে বিজেপি প্রচারক হিসাবে উপস্থিত হন মিঠুন চক্রবর্তী। মনোজ টিগ্গাও তাঁর পাশে উপস্থিত ছিলেন। হুডখোলা গাড়িতে তাঁরা প্রচার করছিলেন। কিন্তু মাধব মোড়ের কাছে আসতেই মিঠুন হঠাৎই গাড়ি থেকে নেমে পড়েন। তারপর ব়্যালি ছেড়ে চলে যান। মনোজ টিগ্গাও তখন অভিনেতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। আর বাকি রাস্তা হেঁটে প্রচার করেন। হেঁটে প্রচার করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন মনোজ টিগ্গাও। গরমে, তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে দু’‌জনেই অসুস্থ হন। সূত্রের খবর প্রবল গরমে অসুস্থ হয়ে পড়েছেন মিঠুন চক্রবর্তী। তাই ব়্যালি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। হোটেলে না গিয়ে তিনি ফালাকাটায় গিয়েছেন। সেখানেও ব়্যালি আছে। তবে সুস্থবোধ করলে তবেই ব়্যালিতে তিনি যোগ দেবেন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে আজ জংশন চৌপথি থেকে রোড–শো শুরু করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দেখতে একদিকে যেমন ভিড় উপচে পড়েছিল। বিজেপি কর্মীরাও ভিড় করেন। তেমন সাধারণ মানুষও রাস্তায় ভিড় জমান মহাগুরুকে দেখতে।

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শঙ্কর হালদার-  জোরকদমে প্রচার শুরু হয়েছে। আর ঠিক তার আগেই কপ্টারে ‘...
16/04/2024

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শঙ্কর হালদার- জোরকদমে প্রচার শুরু হয়েছে। আর ঠিক তার আগেই কপ্টারে ‘‌আয়কর তল্লাশি’‌ নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচারে যাওয়ার আগে হেলিকপ্টারে হঠাৎ আয়কর হানা এবং সংস্থার অফিসারদের আচরণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তল্লাশি চালানোর পরেও ‘ট্রায়াল রানে’ বাধা দেওয়া হয়েছে। সেটার চেষ্টা করেছেন আয়কর অফিসাররা। এমনকী হেলিকপ্টারে উঠতে বাধা দেওয়া হয়েছিল। রবিবার বেহালার ফ্লাইং ক্লাবে গিয়ে তল্লাশি চালায় আয়কর দফতরের অফিসাররা। তারপরই এক্স হ্যান্ডেলে অভিষেক জানান, ওই হেলিকপ্টারে কিছুই পাওয়া যায়নি। আর এবার আয়কর দফতরের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। আজ, সোমবার হলদিয়ায় সংগঠনের বৈঠকে যোগ দেন অভিষেক। সেখান থেকে বেরিয়েই আয়কর তল্লাশি নিয়ে মন্তব্য করেন তিনি। আয়কর দফতরের অফিসাররা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে গিয়ে ব্যাগ, আসন সব জায়গায় তল্লাশি চালাতে শুরু করেন। একঘণ্টা ধরে চলে তল্লাশি। এমনকী পাইলটের সঙ্গেও কথা বলেন অফিসাররা। ওই ঘটনার প্রেক্ষিতেই আজ সোমবার হলদিয়ায় অভিষেক বলেন, ‘হেলিকপ্টার থেকে তো এক পয়সাও উদ্ধার করতে পারেনি। উল্টে তল্লাশি চালানোর পরেও হেলিকপ্টারে উঠতে দিচ্ছিল না। ট্রায়াল রানই করতে দিচ্ছিল না। আয়কর তল্লাশি চালিয়েও কিছু পায়নি। তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ কোচবিহার থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌তল্লাশি করা নিয়ে আমার কোনও আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে যে রেইড করে যখন কিছু পায়নি, তখন আইটির অফিসাররা বলেছেন, আমরা ট্রায়াল রান করতে দেব না। এই অধিকারটা ওদের নেই। ফলে তার উপর ভিত্তি করে অভিযোগ জানিয়েছি। আইটি সার্চ করুক। আইটি তো সারা বছর সার্চ করছে। কোনও আপত্তি নেই। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই সার্চ করছে। হেলিকপ্টার তন্নতন্ন করে খুঁজেছে। সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে। যখন ১০ পয়সাও উদ্ধার হয়নি, তখন বলছে, আমরা উঠতে দেব না। ট্রায়াল রান করতে দেব না। এই অধিকারটা আইটি অফিসারদের কোনো ভাবেই নেই। অভিষেকের হেলিকপ্টারটি দলের ভাড়া করা। ‘ট্রায়াল’ শুরু হওয়ার আগে সেখানে আয়কর অফিসারদের একটি দল হানা দেয়। চপারটি সম্পর্কে খোঁজখবর করে তাঁরা তল্লাশি করেন। অভিষেকের কথায়, ‘‌ট্রায়াল রানের অনুমতি দেওয়া হয়নি। বলা হয়েছে উপর মহল থেকে নির্দেশ না দেওয়া হলে অনুমতি দেওয়া হবে না। এই এক্তিয়ার ইনকাম ট্যাক্সের নেই এমন টা শাসক দলের উক্তি।

শাহজাহানের অভিযোগ শিকেয় তুলে দিল আদালতলাবনী নস্কর-  জোর করে বয়ান আদায়ের অভিযোগে আপাতত কোনও পদক্ষেপ করল না আদালত। সোমবার ...
16/04/2024

শাহজাহানের অভিযোগ শিকেয় তুলে দিল আদালত

লাবনী নস্কর- জোর করে বয়ান আদায়ের অভিযোগে আপাতত কোনও পদক্ষেপ করল না আদালত। সোমবার এই মামলার শুনানিতে বিচারক জানিয়েছেন, বিষয়টি বিচারের সময় বিবেচিত হবে। এদিন শাহজাহানের আইনজীবীরা জামিনের কোনও আবেদন না করায় তাকে জেল হেফাজতে পাঠিয়েছেন , পিএমএলএ আদালতের বিচারক। শাহজাহানের আইনজীবী একটি কাগজ দেখিয়ে বলেন, এই কাগজে শাহজাহান অভিযোগ করেছে, তার কাছ থেকে জোর করে বয়ান লিখিয়েছে ইডি। তিনি দাবি করেন, ইডির মনপসন্দ বয়ান না দিলে শাহজাহান ও তার পরিবারকে নারী ও মাদক পাচারের মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। তাই ওই বয়ান প্রত্যাহার করতে চায় শাহজাহান। আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে সোমবার বিষয়টি নিয়ে সব পক্ষ আদালতে বলার সুযোগ পাবে বলে জানান বিচারক। শুনানিতে বিষয়টি উত্থাপিত হলে বিচারক প্রশ্ন করেন, ‘মামলার এই পর্যায়ে এই আবেদনের প্রাসঙ্গিকতা কী? আবেদনকারী যে সত্যি বলছেন তা কী ভাবে প্রমাণ করা যাবে?’ এর পর আবেদনটি খারিজের দাবি জানান ইডির আইনজীবী। তবে আবেদনটি খারিজ না করে বিচারক বলেন, বিচারপ্রক্রিয়া শুরু হলে এই আবেদনটি পুনর্বিবেচনা করা হবে। শাহজাহানের আইনজীবী জামিনের কোনও আবেদন করেননি। ফলে শাহজাহানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।ওই দিনের শুনানিতে আদালতে ইডি জানায়, জেরায় শাহজাহান বলেছে, সন্দেশখালি তো বটেই। উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থী ঠিক করত সে। পালটা শাহজাহানের আইনজীবী বলেন, এই তথ্যের ভিত্তিতে কারও বিরুদ্ধে অর্থ তছরূপের মামলা হতে পারে না।

সুর মেলালেন না রাজ্যপাল, দুর্নীতি শেষের বার্তাতেশঙ্কর হালদার-  রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত গত বছর থেকে। গত ২০ জুন রাজভব...
16/04/2024

সুর মেলালেন না রাজ্যপাল, দুর্নীতি শেষের বার্তাতে

শঙ্কর হালদার- রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত গত বছর থেকে। গত ২০ জুন রাজভবনে পালন হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস । তবে তাতে আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিজেপি ২০ জুনকে বাংলা দিবস হিসেবে পালন করে আসছে। তবে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস বা বাংলা দিবস পালন হবে। বিধানসভাতেও প্রস্তাব পাশ হয়। সেই মতো গতকাল রবিবার পয়লা বৈশাখে পালন হল বাংলা দিবস। যদিও মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে এদিন ভিডিয়ো বার্তা দিয়েও বাংলা দিবস নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবীন্দ্র সদন নন্দন চত্বরে বাংলা দিবস উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাঁওতালদের কর্মা নাচ, ছৌ নাচ, বাউল গানের আয়োজন করা হয় এদিন। এই অনুষ্ঠানের মঞ্চে যদিও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। তাঁর ছবি বা নাম কিছুই ছিল না। রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি ফুটিয়ে তোলার পাশাপাশি এবং সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয় এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী না থাকলেও বাংলা দিবস পালন করার জন্য তাঁকে ধন্যবাদ জানান কবি শ্রীজাত।
এছাড়াও সাহিত্যিক আবুল বাশার পয়লা বৈশাখের ও বঙ্গাব্দের তাৎপর্য ব্যাখ্যা করেন। রাজ্যপাল এদিন ভিডিয়ো বার্তায় বাংলা থেকে দুর্নীতিকে শেষ করার বার্তা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারতের স্বপ্নে বাংলার ভূমিকা অপরিহার্য। তবে বাংলা দিবস নিয়ে কিছুই বললেন না রাজ্যপাল। বিজেপি এবং রাজভবন ২০ জুন বাংলা দিবস পালন করলেও তাতে আপত্তি জানিয়ে গত বছরের অগস্ট মাসে বিধানসভায় বাংলা দিবসের প্রস্তাব পেশ করা হয়। দীর্ঘ আলোচনার পর সেই প্রস্তাব পাশ হয়। তাতে ঠিক হয় যে পয়লা বৈশাখে বাংলা দিবস পালন হবে। তবে বিজেপি অবশ্য তা মানতে চায়নি।

বেহুঁশ করে গণধর্ষণ, নাবালিকাকে । অভিযোগ ওঠে ৩ যুবকের বিরুদ্ধেলাবনী নস্কর-  গণধর্ষণের অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। এই ঘট...
16/04/2024

বেহুঁশ করে গণধর্ষণ, নাবালিকাকে । অভিযোগ ওঠে ৩ যুবকের বিরুদ্ধে

লাবনী নস্কর- গণধর্ষণের অভিযোগ উঠল ৩ যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ধর্ষণের বিষয়টি জানাজানি হতেই অভিযুক্তদের পরিবারের লোকজন পালটা নির্যাতিতার পরিবারের সদস্যদের উপর চড়াও হয় এবং তাদের মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নদিয়ার তেহট্ট থানা এলাকার ঘটনা। সব মিলিয়ে এখনও পর্যন্ত এই ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। প্রতিবছর এলাকায় পয়লা বৈশাখ উপলক্ষে একটি মেলা বসে। রবিবারও মেলা বসেছিল। নাবালিকা তার পরিবারের সদস্যদের জানিয়েছিল, সে কাকিমা এবং দিদিদের সঙ্গে মেলায় যাবে। সেই মতোই বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। পরে নাবালিকার বাবা মাও মেলায় যান। এদিকে, নির্যাতিতার কাকিমা তাকে না পেয়ে মেলা থেকে বাড়ি চলে যান। কিন্তু, মেলা থেকে বাড়ি ফিরতেই তিনি যা দেখতে পান তাতে তাঁর চোখ ছানাবড়া হয়ে যায়। তিনি দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। ধাক্কাধাক্কি করতেই ঘরের ভিতরে ঢুকে দেখতে পান ৩ যুবক ঘরে রয়েছে। আর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে নাবালিকা। এমন ঘটনা দেখে বিস্মিত হয়ে ওঠেন তিনি। এরপর ঘরের দরজা আটকে তড়িঘড়ি নাবালিকার বাবা মাকে ফোন করেন। এরপর যুবকদের পরিবারে খবর দেওয়া হয়। কিন্তু, অভিযোগ যুবকের অভিভাবকরা সেখানে এসে নাবালিকার বাবা এবং কাকিমাকে বেধড়ক মারধর করে। এরপর যুবকদের নিয়ে তারা সেখান থেকে চলে যায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। ধর্ষণের অভিযোগ তুলেছে নাবালিকার পরিবার। তাদের অভিযোগ, পানীয়তে মাদক জাতীয় কিছু মিশিয়ে তাদের মেয়েকে খাওয়ানো হয়। এরপর ৩ যুবক মিলে তাকে ধর্ষণ করে। নির্যাতিতার যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে দাবি পরিবারের । তড়িঘড়ি নাবালিকাকে উদ্ধার করে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই নাবালিকা।এই ঘটনায় ৩ যুবক এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তার ভিত্তিতে পুলিশ ৫ জনকে আটক করে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

14/04/2024

নতুন ভাবে নতুন রুপে
গাঙ্গেয় সুন্দরবন বার্তা
বাংলা বছরের শুরুতে
চোখ রাখুন, পাশে থাকুন

13/04/2024

Breaking news

সুন্দরবনের মৈপীঠ উপকূল থানার এক মউলে বাঘের আক্রমনে গুরুতর আহত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হলো

ভূপতিনগর কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।লাবনী  মান্না- NIR উপরে হামলার ঘটনায় মূল মনোব্রত জানা। তাঁর স্ত্র...
12/04/2024

ভূপতিনগর কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।

লাবনী মান্না- NIR উপরে হামলার ঘটনায় মূল মনোব্রত জানা। তাঁর স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ এনআইএ-র বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সব ঘটনাবলী শুনে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এফআইআরএ যুক্ত ধারা নিয়েও প্রশ্ন করেছে আদালত। মনোব্রত জানাকে গ্রেফতার করেছে এনআইএ। বুধবার আদালতে পুলিশের উদ্দেশে বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, 'মনোব্রতর বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাঁর স্ত্রী এসে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ করল। তৎক্ষণাফৎ তার ভিত্তিতে এফআইআর করে দিলেন! কোনও তদন্ত করা হল না। সিসি ক্যামেরার ফুটেজ দেখা হল না। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, 'মনোব্রতর স্ত্রীর অভিযোগে পুলিশ কী ভাবে ৩২৫ ধারা যুক্ত করল? ৩২৫ ধারা সাধারণত গুরুতর আঘাতের ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু মনোব্রতর হাতে আঁচড় লাগে বলেই জানা যাচ্ছে। তাঁর শরীরে কোনও রকম গুরুতর আঘাতের চিহ্ন নেই। তা সত্বেও কেন এই ধারা যোগ করা হল। রাজ্যের আইনজীবী উত্তর দিতে পারেননি। এনআইএ-র বিরুদ্ধে গ্রেফতার বা অন্য কোনও পদক্ষেপ করা যাবে না। জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। ভিডিয়ো কনফারেন্সে এনআইএ-র আধিকারিককে পুলিশ চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারে। NIR করা এবং অন্যটি মনোব্রতের স্ত্রীর করা এফআইআর নিয়ে রাজ্যের বক্তব্য সাত দিনের মধ্যে জানাতে বলেছে হাই কোর্ট। পরের এক সপ্তাহে এনআইএ তাদের বক্তব্য জানাবে। ২৯ এপ্রিল পরবর্তী শুনানি।

কার্তিক আজাদ কে কটাক্ষ করে বলেন দিলীপ,শঙ্কর হালদার-  এখন লোকসভা নির্বাচনের ময়দানে এসে পড়ল। আর তা নিয়েই এখন জোর চর্চা শুর...
12/04/2024

কার্তিক আজাদ কে কটাক্ষ করে বলেন দিলীপ,

শঙ্কর হালদার- এখন লোকসভা নির্বাচনের ময়দানে এসে পড়ল। আর তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ একদা যিনি ব্যাট ধরেছেন, রান করেছেন, বল করে বিপক্ষকে প্যাভেলিয়নে পাঠিয়েছেন তিনিই এবার দলের প্রয়োজনেই হাতা ধরলেন। আর ভাজলেন ল্যাংচা। তা দেখতে উপচে পড়েছিল মানুষের ভিড়। তিনি ১৯৮৩ সালের ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের একটা অংশ। হ্যাঁ, তিনি তৃণমূল কংগ্রেসের বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ। এবার নির্বাচনী প্রচারে বেরিয়ে শক্তিগড়ে ল্যাংচা ভাজলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দিনভর শক্তিগড় আর বড়শুলে নির্বাচনী প্রচার সারেন কীর্তি আজাদ। কীর্তি আজাদ প্রচার করতে বেরিয়ে পৌঁছে যান ১৯ নম্বর জাতীয় সড়কের কাছে শক্তিগড়ে। সেখানের রাস্তায় একের পর এক ল্যাংচার দোকান। একটি দোকানে ঢুকে পড়লেন তিনি। আর ল্যাংচা ভাজলেন জোরকদমে। এর আগে ঢোল বাজিয়ে, নেচে, প্রকাশ্যে দোকানে চা বানিয়ে সাড়া ফেলে দেন কীর্তি। এবার ল্যাংচা ভেজে আর এক ধাপ এগিয়ে গেলেন। হিন্দি গানের সুরে এবং আর একবার আদিবাসী ধামসা মাদলের তালে নাচতে দেখা গিয়েছিল কীর্তিকে। এবার ল্যাংচা ভেজে মানুষের মন জয় করলেন তিনি। বর্ধমানের এক মহারাজ স্থানীয় এক মিষ্টি কারিগরের কাছে ভাজা মিষ্টি খেতে চেয়েছিলেন। ওই কারিগর তখন যে মিষ্টি তৈরি করে খাইয়েছিলেন তার নাম ল্যাংচা। পরে সেই ল্যাংচার নামেই এখন গোটা শক্তিগড় খুবই জনপ্রিয় হয়। এবার কীর্তি আজাদ যে দোকানে ঢুকে ল্যাংচা ভাজলেন সেই দোকানের মালিক সুব্রত দত্ত বলেন, ‘আমার খুব ভাল লেগেছে। এখানে কোনও দোকানে উত্তমকুমার এসেছেন, কোনও দোকানে প্রসেনজিৎ এসেছেন। এবারে আমিও বলতে পারব আমার দোকানে কীর্তি আজাদ এসেছিলেন। আমার দোকানেরও প্রচার বাড়বে। এই গোটা বিষয়টি কানে গিয়েছে বিপক্ষ প্রার্থী বিজেপির দিলীপ ঘোষের। তিনি এই ঘটনা নিয়ে বিশেষ আমল দিতে নারাজ। তাই কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এসব নাটক করে কোনও কাজ হবে না। এখন ল্যাংচা ভাজছে, কাল সীতাভোগ করবে। মানুষের সঙ্গে না মিশে ল্যাংচা ভেজে কিছু হবে না।’‌ যদিও দিলীপ ঘোষকে গতকাল দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসেরই মঞ্চে। ইদের দিন সেই মঞ্চ থেকেই সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ।

চৈত্র সংক্রান্তির আগে কেন নীলের ঘরে প্রদীপ জেলে উপবাস করেন? লাবনী নস্কর-  নীল ষষ্ঠী বাংলার ঘরে ঘরে চৈত্র মাসে নীল পুজো এ...
12/04/2024

চৈত্র সংক্রান্তির আগে কেন নীলের ঘরে প্রদীপ জেলে উপবাস করেন?

লাবনী নস্কর- নীল ষষ্ঠী বাংলার ঘরে ঘরে চৈত্র মাসে নীল পুজো এবং নীল ষষ্ঠীর উপবাস পালন করা হয় সন্তানের মঙ্গলকামনার্থে। এই দিন মায়েরা সন্তানের মঙ্গল কামনায় সারাদিন উপবাস করে এই পুজো করে থাকেন। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় এই নীল ষষ্ঠী পরের দিন থাকে চৈত্র সংক্রান্তি। আর তারপরেই বাংলার ঘরে ঘরে নববর্ষের সূচনা হয়। সন্তান সুখের জন্য তার দীর্ঘায়ুর জন্য এই পুজো এবং ব্রত করে থাকেন মায়েরা, নীলের ঘরে বাতি বলতে শিবের ঘরে প্রদীপ জ্বালানো কে বোঝানো হয়। বাঙালির ঘরে ঘরে বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই পার্বণ। যা নীল ষষ্ঠী ব্রত নামে পরিচিত। উপবাস করে সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে তবে এই উপবাস ভঙ্গ করেন মায়েরা। এবার নীল ষষ্ঠীর উপবাস পালিত হবে ১২ এপ্রিল শুক্রবার। চৈত্র সংক্রান্তি পড়েছে শনিবার অর্থাৎ তার আগের দিন নীল ষষ্ঠীর উপবাস পালিত হবে। নীলের ঘরে দিয়ে বাতি জল খাওগো পুত্রবতী, নীল ষষ্ঠী উপলক্ষে বাংলার ঘরে ঘরে এই ছড়াটি প্রচলিত। ছড়ায় পুত্র অর্থে এখানে সন্তানকে বোঝানো হয়েছে, কারণ মার কাছে পুত্র বা পুত্রী সব সন্তানই সমান। এই দিন শিবলিঙ্গতে জল ঢেলে, দুধ গঙ্গাজলে অভিষেক করে, ফল মিষ্টি নৈবেদ্য অর্পণ করে, ফুল, বেলপাতা, ধুতরা, আকন্দ ইত্যাদি নিবেদন করে বিধি সম্মত ভাবে পুজো করে শিবের ঘরে প্রদীপ জ্বালান মায়েরা, যাকে বলে শিবের ঘরে বাতি দেওয়া।

বহু মহিলার বুকে ছুরির আঘাত, গ্রেফতার এক। বারাসাতলাবনী নস্কর -  বহু মহিলাদের বুকে ছুরির আঘাত করছে এক যুবক ঘটনায় আলোড়ন পড়ে...
12/04/2024

বহু মহিলার বুকে ছুরির আঘাত, গ্রেফতার এক। বারাসাত

লাবনী নস্কর - বহু মহিলাদের বুকে ছুরির আঘাত করছে এক যুবক ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিল বারাসতের নানা এলাকায়। এমনকী এই আততায়ী তিনদিনে বারাসতে এভাবেই তিনজন মহিলাকে জখম করেছেন। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন জেলা পুলিশের শীর্ষ কর্তারা। বারাসতের এই আততায়ীকে ধরে ফেলেছে পুলিশ। ছুরি–সহ তাকে গ্রেফতার করা হয়েছে। তবে এই পর পর হামলার ঘটনার সঙ্গে এই আততায়ী যুক্ত কি না সেটা পুলিশ তা খতিয়ে দেখছে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এই আততায়ীই সবকটি হামলা করেছেন। ইতিমধ্যে সন্দেহভাজন এক আততায়ীকে পাকড়াও করে গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, প্রথম ঘটনা ঘটেছিল মঙ্গলবার। বারাসত নবীন সেন পল্লীতে। সেখানে রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় এক মহিলা পড়েছিলেন। পরে পুলিশকে ওই মহিলা জানান, ছেলেকে টিউশন থেকে আনতে যান সন্ধ্যেবেলায়। তখনই নবীন সেন পল্লীতে এক যুবক ছুটে এসে ছুরি দিয়ে তাঁর বুকে আঘাত করে। কালো কাপড়ে মুখ ঢাকা ছিল আততায়ীর। পরের ঘটনা বুধবার সন্ধ্যেবেলা। বারাসত ইউনাইটেড ক্লাব থেকে ঢিলছোড়া দূরত্বে আক্রান্ত হন দ্বিতীয় মহিলা। তিনি ওষুধ কিনতে গিয়ে ছুরির আঘাতে রক্তাক্ত হন। ঘটনা যখন এলাকায় আলোড়ন ফেলে দিয়েছে তখনও ধরা যায়নি ওই আততায়ীকে। তৃতীয় ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ। শ্লীলতাহানি করার ভঙ্গিতে আর এক মহিলার উপর চড়াও হয় ওই আততায়ী। তখনও সেই বুকে ছুরির আঘাত হানে। এই পর পর ঘটনায় মিল পেয়েছে পুলিশ। যদিও সরকারিভাবে এখনও পুলিশ কোনও বিবৃতি দেয়নি। তবে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। যার কাছে ছুরি আছে। ওই ব্যক্তি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয় বলে সূত্রের খবর। বারাসত পুরসভা ৯ নম্বর ওয়ার্ডের নবীনপল্লি এলাকায় ঝুমা সাহা নামের এক মহিলা ছুরির আঘাতে আক্রান্ত হন। তিনি বারাসতের হৃদয়পুর এলাকার বাসিন্দা। মহিলা পুলিশকে গোটা ঘটনা সম্পর্কে জানিয়েছেন। ঠিক কী ঘটেছিল সেই রাতে?‌ ওই ঘটনা নিয়ে পুলিশকে ঝুমা সাহা জানান, মঙ্গলবার রাত ৯টা নাগাদ ছেলেকে টিউশন থেকে নিয়ে আসতে তিনি যাচ্ছিলেন। হঠাৎ তাঁর দিকে ছুটে আসে একটি মোটরবাইক। সেখানে দু’জন ছিল। যাদের মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। তাদেরই একজন ছুরি দিয়ে তাঁর বুকে আঘাত করে। আর রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এই ঘটনার জেরে অচৈতন্য হয়ে পড়েন ওই মহিলা। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে ভর্তি করে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে। বারাসত থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায় বিশেষ তদন্তকারী দল গঠন করেন। তাঁরা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন।

Address

Jaynagar Mitrapara Po-jaynagar, South24parganas
Kolkata
743337

Alerts

Be the first to know and let us send you an email when Gangayo sundarban barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gangayo sundarban barta:

Videos

Share