Kolkata Food Walks

Kolkata Food Walks For the love of food and the history behind some amazing cuisines! Welcome to Kolkata Food Walks ❤️🥰
(4)

শীতের সন্ধ্যায় গরম গরম মাছের কচুরি ও ফিশ ফ্রাই
01/01/2025

শীতের সন্ধ্যায় গরম গরম মাছের কচুরি ও ফিশ ফ্রাই

Viral Momo Joint of Kolkata ❤️🥰Lepcha's, Triangular Park, Gariahat ❤️সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকদিন ধরে এই দোকান বেশ ভাইরা...
01/01/2025

Viral Momo Joint of Kolkata ❤️🥰
Lepcha's, Triangular Park, Gariahat ❤️
সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকদিন ধরে এই দোকান বেশ ভাইরাল এদের বড় বড় চিকেন মোমোর জন্যে। এই প্রথমবার খেয়ে দেখলাম!!!

এক প্লেট চিকেন স্টিমড মোমো ২১০ টাকা দাম। ৫ পিস মোমো থাকে, যা আর পাঁচটা মোমোর দোকানের ১০ টা মোমোর সমান। সত্যিই বেশ বড় সাইজ। ভিতরে ভরপুর চিকেনের পুর থাকে। ভীষণ juicy ও বেশ সুস্বাদু। ৫ টা মোমো দুইজন ভাগ করে খেলে পেট ভরে যাবে। সাথে টক-মিষ্টি সসটা বিশেষ ভালো লাগেনি। এর থেকে ঝাল ঝাল মোমো সস দিলে বেশি ভালো হতো।
দোকানটায় মোমো ছাড়াও অনেক কিছু পাওয়া যায়। সমস্যা একটাই। কোনো sitting arrangement নেই। বাইরে বসে খেতে হয়।
দোকানটা triangular পার্ক থেকে Purna Das Road-এ ঢুকে ২ মিনিট হাঁটা পথে।

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে!May this year heal all your wounds and keep you healthy, happy and hopelessly in love ❤️ 🥰Hap...
31/12/2024

নতুন বছরের শুভেচ্ছা সবাইকে!
May this year heal all your wounds and keep you healthy, happy and hopelessly in love ❤️ 🥰

Happy New Year!! 🌸♥️

শ্যামবাজারে ছুটির দিনে জলখাবারের ৩ টি প্রিয় জায়গা!!
31/12/2024

শ্যামবাজারে ছুটির দিনে জলখাবারের ৩ টি প্রিয় জায়গা!!

Year End Picnic চলছে guys!!! 🤩🥰
30/12/2024

Year End Picnic চলছে guys!!! 🤩🥰

পাঞ্জাব খালসা হোটেল, বালিঘাট ❤️🥰।ছোট থেকেই বালিঘাটের এই হোটেলে খেয়ে আসছি। বালিঘাট থেকে উত্তরপাড়া যেতে যে মোড়টা রয়েছে...
29/12/2024

পাঞ্জাব খালসা হোটেল, বালিঘাট ❤️🥰

ছোট থেকেই বালিঘাটের এই হোটেলে খেয়ে আসছি। বালিঘাট থেকে উত্তরপাড়া যেতে যে মোড়টা রয়েছে, তার বাঁদিকে এই দোকান।
এখানকার তন্দুরি রুটি ও চিলি চিকেন ছোট থেকে খুব প্রিয়। তখনকার কথা বলছি যখন এটা একটা সাদামাটা হোটেল ছিল। বর্তমানে হোটেলটাকে একেবারে নতুন করে সাজিয়ে রেস্তোরাঁর রূপ দেওয়া হয়েছে। রয়েছে air conditioner ও।

গত রবিবার বাবা মা-কে নিয়ে দুপুরে গিয়েছিলাম লাঞ্চ করতে। খেলাম,

✅️ Veg Thali (ভাত, ডাল, আলু পেঁয়াজ ঢেড়স ভাজা, আলু পোস্ত, আলু বেগুনের সবজি, চাটনি, পাপড়)
✅️ চিকেন কষা
✅ তন্দুরি রুটি
️✅️ জিরা রাইস
✅️ কাশ্মীরি আলুর দম

৯০ টাকায় যে ভেজ থালি এখানে দেয় সেটা আর পাঁচটা রেস্তোরাঁর থেকে আমার অনেক বেশি ভালো লাগে। প্রথমত দামটা বেশ কম, দ্বিতীয়ত খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটি বেশ ভালো। চাল টা একেবারে ঝরঝরে, তরকারি কম মশলায় হলেও সুস্বাদু।

কাশ্মীরি আলুর দম নিয়েছিলাম। গ্রেভিটা দুর্দান্ত খেতে। ১০০ টাকায় এমন কোয়ালিটি ভাবাই যায় না।

চিকেন কষা ২৮০ টাকা। ৪ পিস বড় বড় চিকেন সহ ঘন গ্রেভি। ভাত, ফ্রায়েড রাইস, রুটি সব কিছুর সাথেই দারুণ খেতে লাগে। জিরা রাইস ১১০ টাকা মত দাম।যে পরিমাণ দেয়, দুইজন আরামসে খেতে পারবে।

আর এখানকার তন্দুর রুটি নিয়ে কোন কথাই নেই। এত সুন্দর নরম তন্দুরি রুটি খুব কম জায়গায় পাওয়া যায়।

সব মিলিয়ে প্রতিবারের মতো এখানে অভিজ্ঞতা অসাধারণ। ৫০০ টাকায় দুইজন আরামসে পেট ভরে এখানে খেতে পারবে।

DZOMSA, Gariahat ❤️শহরে তিব্বতি/পাহাড়ি খাবারের সম্ভার ❤️🥰।শহরে নতুন কোন চাইনিজ বা তিব্বতি খাবারের ঠিকানা ফেসবুক ঘেঁটে পে...
28/12/2024

DZOMSA, Gariahat ❤️
শহরে তিব্বতি/পাহাড়ি খাবারের সম্ভার ❤️🥰

শহরে নতুন কোন চাইনিজ বা তিব্বতি খাবারের ঠিকানা ফেসবুক ঘেঁটে পেলে, আমরা চেষ্টা করি অন্তত একবার গিয়ে সেখানে খেয়ে আসার।
বেশ কয়েক মাস আগে ফেসবুকে কিছু পরিচিত খাদ্য রসিকদের থেকে এই জায়গার কথা জানতে পারি। খাবার ছাড়াও এখানকার নানারকম চায়ের কথা জেনে আরও ইচ্ছে জাগে এখানে একবার যাওয়ার। তো গত শনিবার গিয়েছিলাম গড়িয়াহাটের এই ছোটো রেস্তোরাঁয়।

গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজ থেকে কালীঘাটের দিকে একটু এগিয়ে ডান হাতে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তায় এক মিনিট মত হাঁটলেই বাম হাতে পরে এই ছোট্ট রেস্তোরাঁটি। খুব ছিমছাম সুন্দর পরিপাটি করে সাজানো একটা রেস্তোরাঁ।

আমরা খেলাম,

✅ Temi Tea
️✅️ Mango Tea
✅️ Steamed Chicken Momos
✅️ Pan Fried Chicken Momos
✅️ Pork Bao

এখানকার চায়ের কথা আগে একটা পোস্টে বলেছি। ভীষণ সুন্দর ফ্লেভারফুল চা। দার্জিলিং-আসাম সহ নানা রকমের ফ্লেভারের চা কিন্তু এখানে পাওয়া যায় আর তাও বেশ কম দামে।

চিকেন মোমো গুলোর সাইজ কিছুটা ছোট হলেও ৮ পিস মোমো এক প্লেটে থাকে। ভিতরে একেবারে চিকেন ঠাসা, বাইরের আবরণও খুব পাতলা। চিকেনের মোমো হলেও ভিতর থেকে ভীষণ juicy. সাথে ঝাল ঝাল সসটা একেবারে পারফেক্ট কম্বিনেশন। দাম ₹১৬৯ টাকা।
প্যান ফ্রায়েড মোমোটাও বেশ সুন্দর খেতে লেগেছে। ঝাল ঝাল সসে টস করে আট পিস মোমো পরিবেশন করা হয়। দাম ₹১৮৯ টাকা।

তবে সেদিন সব থেকে ভালো লেগেছিল পর্ক বাও। নরম দুই পিস বানে ঝাল ঝাল পর্ক স্লাইস (fat & lean meat) একটা বারবিকিউ সসের মত দেখতে সসে রান্না করা। সাথে লেটুস ও হালকা মায়ো। দুর্দান্ত খেতে। দাম ₹২৬৯ টাকা।

আরেকবার যাওয়ার ইচ্ছে রইল। সেইবার গিয়ে এখানে মেইন কোর্সে যে সমস্ত চাইনিজ খাবার রয়েছে সেগুলো চেখে দেখতে হবে।

এখানে দুইজনের খাবারের খরচ আনুমানিক ৬০০-৮০০ টাকা। ❤️

উত্তরপাড়ার অমর মিষ্টান্ন ❤️।আমাদের হাওড়া-হুগলির মানুষদের মিষ্টির সাথে এক গভীর সম্পর্ক রয়েছে। সব জায়গার মিষ্টি আমাদের ম...
27/12/2024

উত্তরপাড়ার অমর মিষ্টান্ন ❤️

আমাদের হাওড়া-হুগলির মানুষদের মিষ্টির সাথে এক গভীর সম্পর্ক রয়েছে। সব জায়গার মিষ্টি আমাদের মুখে রোচে না। কারণ ছোটো থেকেই যে নরম ও সুস্বাদু মিষ্টি আমরা খেয়ে এসেছি, সেখানে হঠাৎ স্বাদের তারতম্য ঘটলে সেটা ঠিক পছন্দ হয়না।
কলকাতার অনেক নামকরা দোকানের থেকে আমাদের এদিকে লোকাল কোনো দোকানও হয়তো বেশি ভালো মিষ্টি বানায়।
এর কারণ হিসেবে বলতে হয় কারিগরদের অভিজ্ঞতা ও এদিকের মিষ্টির জন্যে ব্যবহৃত ছানার কোয়ালিটি।

উত্তরপাড়ার দিকে গেলে অমর মিষ্টান্ন থেকে মিষ্টি না খেলে যেন মনটা ঠিক ভালো লাগেনা। ওদের কচুরি তরকারিও আমার খুব প্রিয়।
ওদের দুটো ব্রাঞ্চ রয়েছে উত্তরপাড়ায়। আমি গিয়েছিলাম পেয়ারী মোহন কলেজের সামনের ব্রাঞ্চটায়।
সেদিন খেলাম বেকড রসগোল্লা, একটা আমের flavor-এর মিষ্টি ও একটা সাদামাটা নরম পাকের সন্দেশ। নামগুলো জিজ্ঞেস করা হয়নি।

খেয়ে একেবারে যেন মুগ্ধ হয়ে গেলাম। মুখে দিতেই কি সুন্দর মিলিয়ে যায়। মিষ্টি খুব বেশি না আবার কমও না। একেবারে যথাযথ। সবকটি ২০ টাকা পিস।

বাড়ির জন্যে ২০০ গ্রাম মতো রাবড়ি এনেছিলাম। ৫৫ টাকা/১০০ গ্রাম এই রাবড়ি একবার খেলে স্বাদ কোনদিন ভুলবে না।

সব মিলিয়ে বরাবরের মতো অভিজ্ঞতা অসাধারণ ❤️

Cozy Winter Evenings, Good Music & Beautiful South Kolkata Cafes.... ❤️🥰📍 Pancham er Adday, Hindustan Park✅ Caffè Americ...
27/12/2024

Cozy Winter Evenings, Good Music & Beautiful South Kolkata Cafes.... ❤️🥰
📍 Pancham er Adday, Hindustan Park
✅ Caffè Americano
️✅️ Cheese Chili Toasts
✅️ Chicken Roulade

26/12/2024

গত বছর এই শীতে J.N Barua থেকে নিয়ে এসেছিলাম দুর্দান্ত স্বাদের ছানার কেক 🥰❤️
এইবার ওদিকে গেলে একবার ঢুঁ মারতে পারো এই বিখ্যাত বেকারিতে 🥰

📍 J.N Barua, Bow Barracks, Kolkata.

শীতের সন্ধ্যায় স্ট্রিট সাইড দোকানে ঝাল ঝাল ম্যাগি খাওয়ার মজাই আলাদা 🥰❤️✅️ছবিতে: Cheese Corn Maggie✅️লোকেশন: Ballyghat Ra...
26/12/2024

শীতের সন্ধ্যায় স্ট্রিট সাইড দোকানে ঝাল ঝাল ম্যাগি খাওয়ার মজাই আলাদা 🥰❤️

✅️ছবিতে: Cheese Corn Maggie
✅️লোকেশন: Ballyghat Railway Station Area.

Kim Fa, Tangra 🥰Authentic Chinese Cuisine in China Town ❤️।শীত পরলে আমরা মাঝে মাঝে ট্যাংরা চলে যাই ভালো চাইনিজ খেতে। ওদি...
26/12/2024

Kim Fa, Tangra 🥰
Authentic Chinese Cuisine in China Town ❤️

শীত পরলে আমরা মাঝে মাঝে ট্যাংরা চলে যাই ভালো চাইনিজ খেতে। ওদিকে গেলে নামী-দামী রেস্তোরাঁগুলো থেকে বেরিয়ে, চেষ্টা করি অজানা-অচেনা জায়গা গুলো ঘুরে দেখতে, সেইসব দোকানের চাইনিজ চেখে দেখতে।

Kim Fa চাইনিজ কালী মন্দিরের একদম বিপরীত দিকে Shun Li রেস্তোরাঁর পাশেই। রেস্তোরাঁটি দ্বিতল। দুটো ফ্লোরেই বসে খাওয়ার সুব্যবস্থা রয়েছে। সমস্যা একটাই। এখানে UPI, Debit/Credit Card কিছু চলে না। শুধু ক্যাশ। তাই পকেটে খুব বেশী ক্যাশ না থাকলে (যেটা আজকাল UPI-এর যুগে প্রায় থাকে না বললেই চলে) খুব বেশী কিছু খাবার অর্ডার করা যায় না।

আমরা নিয়েছিলাম,

✅️ Fry Roast Chicken (half)
✅️ Chicken Fried Mei Foon

ফ্রাই রোস্ট চিকেন টা বেশ নতুন কিছু হবে ভেবে অর্ডার করেছিলাম। হাফ প্লেটে ১০ পিস চিকেন থাকলেও সাইজ ভীষণ ছোটো। খুব সামান্য মশলা ও সোয়া সস দিয়ে ম্যারিনেট করে তেলে ভাজা বোনলেস মাংস। অনেকটা চিলি চিকেন-এর জন্য আগে যে পকোড়া ভেজে রাখা হয় অনেকটা সেরকম। খেতে সুন্দর, মাংসও খুব নরম। তবে এমন ছোট ছোট ১০ পিস মাংস ২৩০ টাকা দিয়ে খেয়ে একেবারেই worth it মনে হলো না।
Mei Foon (রাইস নুডলস) টা ফাটাফাটি খেতে। প্রচুর পরিমাণে চিকেন, ডিম ছিল। অনেক জায়গায় Mei Foon বেশী ভেজে crispy করে ফেলে, খেতে ভালো লাগে না, তবে এখানে সেটা হয়নি। খুব সুন্দর খেতে। ঝাল ঝাল কোনো ড্রাই চিকেনের পদ দিয়ে বেশ লাগবে।

সবমিলিয়ে আমাদের অভিজ্ঞতা মোটের উপর খারাপ নয়, তবে এর থেকে বেশি ভালো আশা করেছিলাম। পরেরবার ইচ্ছে রইল এখানে মেন কোর্সের পদগুলো চেখে দেখার। এখানে কিন্তু পর্ক পাওয়া যায় না।

✅️দুইজনের খাবারের খরচ মোটামুটি ৮০০-১০০০ টাকা মত।

সম্পূর্ণ ঠিকানা কমেন্ট বক্সে রইল

এই পোস্ট চা প্রেমিদের জন্যে!! 😁🥰।গরিয়াহাটের বাসন্তী দেবী কলেজের খুব কাছে রয়েছে এই ছোট্ট রেস্তোরাঁ। এখানে যেমন সুস্বাদু...
25/12/2024

এই পোস্ট চা প্রেমিদের জন্যে!! 😁🥰

গরিয়াহাটের বাসন্তী দেবী কলেজের খুব কাছে রয়েছে এই ছোট্ট রেস্তোরাঁ। এখানে যেমন সুস্বাদু তিব্বতি খাবার পাওয়া যায়, তেমন মেলে নানা রকমের চা।
সাধারণ দার্জিলিং, আসাম ছাড়াও রয়েছে বেশ কিছু flavoured চা।
আমরা আজকাল বিভিন্ন ক্যাফেতেই বেশী ঘোরাফেরা করছি, তাই নানা জায়গায় চা-কফি খেতে খেতে বেশ একটা ভালোবাসা জন্মেছে।

এখানে খেলাম,
✅ Mango Tea
️✅️ Temi Tea

Mango Tea এর কথা আগেও শুনেছি। এই প্রথম চেখে দেখা। বেশ subtle flavor একেবারেই strong নয়। বেশ সুন্দর। সবার ভালো না ও লাগতে পারে, আমাদের দারুণ লেগেছে।

টেমি, সিকিমের চা। একটু strong আর রিচ flavor. শীতের আমেজের জন্যে একেবারে perfect.

এখানে কিন্তু আলাদাভাবে চা পাতা কিনতেও পাওয়া যায়। চাইলে কিনতে পারো।

শীত পড়লেই যে জিনিসটার কথা সবার প্রথমে মনে পরে! অ্যাংলো ইন্ডিয়ান পাড়া Bow Barracks-এর ৬০ বছরেরও বেশী প্রাচীন J.N Barua দো...
25/12/2024

শীত পড়লেই যে জিনিসটার কথা সবার প্রথমে মনে পরে! অ্যাংলো ইন্ডিয়ান পাড়া Bow Barracks-এর ৬০ বছরেরও বেশী প্রাচীন J.N Barua দোকানের ছানার কেক। 🥰

আমার মত যাদের কেকে মোরব্বার স্বাদ ভালো লাগে তাদের দারুণ লাগবে। এছাড়াও ওনাদের ফ্রুট কেক, ওয়াইন কেক, চিকেন প্যাটিস, মাফিনও বেশ ভালো লাগে।

সবাইকে বড়দিনের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ❤️

Kim Ling, Chinatown 🥰কলকাতার ট্যাংরা, চায়না টাউন হিসেবেই লোক সমাজে পরিচিত। এলাকায় বেশ কিছু চীনা রেস্তোরাঁ রয়েছে যেগুলোর ...
24/12/2024

Kim Ling, Chinatown 🥰
কলকাতার ট্যাংরা, চায়না টাউন হিসেবেই লোক সমাজে পরিচিত। এলাকায় বেশ কিছু চীনা রেস্তোরাঁ রয়েছে যেগুলোর মধ্যে কিছু বেশ প্রাচীন ও কিছু একেবারে নতুন। ছোট-বড় সাদামাটা ইটারি যেমন রয়েছে, তেমন আছে একেবারে ফাইন-ডাইন রেস্তোরাঁ।

১৯৯১ সালে চীনা বংশোদ্ভূত মনিকা লিউ ট্যাংরা এলাকায় শুরু করেন তাদের প্রথম পারিবারিক রেস্তোরাঁ, কিম লিং। পরে বেজিং, পার্ক স্ট্রিটে টুং ফং, ও সরৎ বোস রোডে ম্যান্ডারিন রেস্তোরাঁগুলি শুরু করলেও, কিম লিং ছিল লিউ-এর প্রথম রেস্তোরাঁ।

ভিতরে পরিবেশ বেশ ভালো। এখানে হার্ড ড্রিঙ্কসও সার্ভ করা হয়। স্টাফের ব্যবহার ভালো, সব কাস্টোমারের বিশেষ খেয়াল রাখেন ওনারা, তবে কেন একটু বেশি-ই ভালো, তার কারনটা পরে বুঝেছিলাম।

আমরা খাবারের মধ্যে বেশি কিছু অর্ডার করিনি, যেহেতু আগেই কাছে কিম পৌ-তে ব্রেকফাস্ট করেছিলাম।

✅Pepper Chili Garlic Drums of Heaven
✅Salt Pepper Chicken

দুটোই স্টার্টার হিসেবে খাওয়ার পদ। আমরা দুটোই ফুল অর্ডার করি, দাম একই, ৪৫৫ টাকা করে। হাফ নিলে ৩২০।
আমরা ওনাদের থেকে সাজেশন নিয়েই অর্ডার করি, তবে খুব যে ভালো লেগেছে বলতে পারলাম না।
Pepper Chili Garlic Drums of Heaven-টায় ১০ পিস চিকেন ড্রাম থাকে। সুন্দর ভাবে ভেজে গোলমরিচ, রসুন ও লঙ্কার সাথে টস করে পরিবেশন করা। বাইরের আবরন ও মাংস সুস্বাদু হলেও, অত্যাধিক তেল ভিতরে ঢুঁকে যাওয়ায় বেশি খাওয়া যায় নি। একেবারে ছাঁকা তেলে ভাঁজলে এমনটা হওয়ার কথা না। দামও, পরিমান অনুযায়ী একটু বেশি মনে হয়েছে।
Salt Pepper Chicken খুব বেশি ফ্লেভারফুল লাগেনি। ছোট ছোট চিকেন স্ট্রিপ নিয়ে হালকা ম্যারিনেট করে গোলমরিচ, পেঁয়াজ-রসুনের সাথে ফ্রাই করে পরিবেশন করা। খেতে খারাপ না, তবে সেই উমামি ব্যাপারটা পাইনি।
সব মিলিয়ে আমাদের বিল হয় ১১০০ মত। তার উপর টিপস হিসেবে ১০০ টাকা রীতিমত চেয়েই নিলেন, যেটা খুবই অদ্ভুত লেগেছে। সচরাচর কোনও রেস্তোরাঁয় সার্ভিস ভালো লাগলে টিপস দিয়ে থাকি নিজের ইচ্ছে মত। এভাবে চেয়ে টিপস নেওয়াটা কিছুটা অনৈতিক মনে হয়েছে।

সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা মোটের উপর ঠিকঠাক। পরেরবার গেলে, মেইন কোর্সের খাবারগুলো চেখে দেখার ইচ্ছে রইল।

সুরভি ভাণ্ডারে গরম গরম হিং-এর কচুরি তরকারী ও ক্ষীরের চপ 🥰❤️।কিছু দোকান থাকে যেগুলো বছরের পর বছর ধরে দুর্দান্ত খাবার পরিব...
24/12/2024

সুরভি ভাণ্ডারে গরম গরম হিং-এর কচুরি তরকারী ও ক্ষীরের চপ 🥰❤️

কিছু দোকান থাকে যেগুলো বছরের পর বছর ধরে দুর্দান্ত খাবার পরিবেশন করে গেলেও সোশ্যাল মিডিয়ায় ঠিক সেভাবে বিখ্যাত হতে পারে না, আর সত্যি বলতে এদের সোশ্যাল মিডিয়ার ফেমের প্রয়োজনও পরে না।

এমনই এক দোকান কলেজ স্ট্রিট এলাকায় সুরভি ভাণ্ডার। এদের কালোজিরে দিয়ে ময়ান দেওয়া হালকা খাস্তা কচুরি সাথে ছোলার ডাল কিংবা আলুর তরকারী যেকোনো বড় দোকানকে বলে বলে গোল দেবে। মাঝে মাঝে ভাগ্য ভালো থাকলে জুটতে পারে ওদের কষা কষা আলুর দম। ভাবলেই জিভে জল আসে।
স্কুল কলেজের সময় একটা সময় ছিল যখন প্রায় প্রতি সপ্তাহে এখানে কচুরি খেতে আসতাম। এদের সিঙ্গাড়া গুলো একেবারে যেন শিল্প। তাছাড়া মিষ্টির মধ্যে আমার প্রিয় ক্ষীরের চপ।
কচুরির দাম এখন ৮ টাকা পিস। তরকারী বা ডাল দুইবার চাইলেও পাওয়া যায়।

✅️ঠিকানা: কলেজ স্ট্রিটের আগে সূর্য সেন স্ট্রিট যেখানে রাজা রামমোহন সরণি রোডের সাথে মিশছে, তার কাছেই Bank of Baroda-র পাশেই এই দোকান।

23/12/2024

কলেজ স্ট্রিট এলাকায় বর্ণপরিচয় মার্কেটে জগন্নাথ হোটেলে নানারকম সুস্বাদু মাছ ও মাংসের সম্ভার ❤
এই হোটেলের পরিবেশও আর পাঁচটা পাইস হোটেলের থেকে অনেক বেশী পরিষ্কার-পরিচ্ছন্ন

নু ওয়ান লি রেস্তোরাঁ, হাজরা রোড 🥰শহরে চাইনিজ খাবারের দোকানের অভাব নেই। তবুও মাঝে মাঝে কিছু এমন জায়গায় যাই যেখানে একবা...
23/12/2024

নু ওয়ান লি রেস্তোরাঁ, হাজরা রোড 🥰
শহরে চাইনিজ খাবারের দোকানের অভাব নেই। তবুও মাঝে মাঝে কিছু এমন জায়গায় যাই যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করে।
এমনই এক রেস্তোরাঁ হলো, হাজরা ল কলেজ-এর কাছে নু ওয়ান লি।
ভিতরে পরিবেশ দেখে মনে হবে কোন পুরনো চিনে রেস্তোরাঁয় ঢুকে পড়েছি। খুব সাদামাটা কিন্তু একটা comfort রয়েছে।
আমরা নিয়েছিলাম,
✅️ মিক্সড চিমনি স্যুপ
✅ চিকেন সিজলার
️✅️ চিকেন ওয়ানটন
খাবারের দাম একটু উপরের দিকে তবে স্বাদ তুলনাহীন। বিশেষ করে চিমনি স্যুপটা আমাদের দুর্দান্ত লেগেছিল।
এই স্যুপে চিকেন, চিংড়ি, ডিম, মাশরুম, সবজি কি থাকে না! পর্কের পিস থাকে, তবে না খেতে চাইলে ওনাদের বললে ওনারা দেবেন না। 😇
স্যুপ হাফ নিলে দাম পড়বে ৩৫০ টাকা, ৩-৪ জন আরামসে খেতে পারবে।
সিজলারের দাম ২৮০ ও ওয়ানটন ২৫০।
সিজলারে ছোট ছোট চিকেন পিস থাকে কিন্তু গরম গরম ওয়ানটনের সাথে খেতে বেশ লাগে।
এখানে গেলে ওনাদের পর্কের পদগুলো চেখে দেখতে পারো, খুব ভালো বানায়। 😌🥰
এই রেস্তোরাঁ বালিগঞ্জ স্টেশন থেকে বাস বা অটোতে হাজরা ল কলেজ বাসস্টপে নেমে ২ মিনিটের হাঁটা পথে।

Address

Kolkata
700001TO700157

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata Food Walks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kolkata Food Walks:

Videos

Share

Category

A Delicious Journey!

We are crazy about food and the history behind the delicious dishes all over the world, specifically in the various states of our country and in our beloved city of Joy. We started this page as well as our YouTube channel in 2019. Our sole purpose is to share our love with all of you people.. to introduce you all to the the various cuisines which somehow define our culture and traditions.. We will be exploring various famous or hidden places (mostly in Kolkata) throughout our journey, where you’d find great food at a very reasonable price.. We love cooking too and in this journey, we’ll try to make traditional as well as experimental recipes and will help you all to make the same with proper instructions.

We are Rupam and Prohelika, and Kolkata Food Walks is our love, passion and every member is like a family to us.. So be with us in our journey and let’s eat, cook and explore FOOD!!!!