01/12/2025
• জঙ্গলমুখী মৎস্যজীবীদের জঙ্গল থেকে মুখ ফেরাতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি মধু উৎপাদন।
📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বারে বারে মৎস্যজীবীদের মৃত্যু ও ঘটছে। সরকারের পক্ষ থেকে কখনো বা মিলছে ক্ষতিপূরণ কখনো বা বৈধ কাগজপত্র না থাকার জন্য হয়রানির শিকার হতে হয় এই সমস্ত মৎস্যজীবীর পরিবার সদস্যদের । আর এই সমস্ত পরিবারের কথা চিন্তা করে দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তর এর উদ্যোগে সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্যে দিয়েও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছে এই বনফুল নামক মধু কোম্পানি। সুন্দরবনের গভীর অরণ্য যেমন চুলকাঠি বনি ক্যাম্প কলস ক্যাম্প সহ একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছি বাক্স বসিয়ে তাতে মধু সংগ্রহ করেন আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে তা শোধন করে বোতল বন্দি করা হয়। জঙ্গলমুখী মানুষদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন যাবত বনদপ্তরের সাথে এই কাজ করে আসছেন তারা