News Hour

News Hour Missing all the news and updates of everyday life ? Not a problem ! We will serve all the news you need !

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার কলকাতা, প্রখ্যাত গজল গায়ক শিল্পী পঙ্কজ উদাস এর জীবনাবসান ঘটলো,মৃত্যুকালে তার বয়স হয়...
26/02/2024

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার কলকাতা, প্রখ্যাত গজল গায়ক শিল্পী পঙ্কজ উদাস এর জীবনাবসান ঘটলো,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন আজ তার মৃত্যুর খবর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়।তার মৃত্যুতে সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে

সাগ্নিক পালের রিপোর্ট নিউজ আওয়ার কলকাতা।।প্রয়াত সঙ্গীতশিল্পী রশিদ খান।।আজ বিকেল ৩টে ৪৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ ক...
09/01/2024

সাগ্নিক পালের রিপোর্ট নিউজ আওয়ার কলকাতা
।।প্রয়াত সঙ্গীতশিল্পী রশিদ খান।।আজ বিকেল ৩টে ৪৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত‍্যু কালে বয়স হয়েছিল ৫৫ বছর।চিকিৎসকরা জানান গতো ২২ শে নভেম্বর পিয়ারলেস হাসপাতালে ইন্টার সেলিব্রাল হেমারেজ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি।চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি কিন্তু হঠাৎই এটি ইনফেকশনে আক্রান্ত হন তিনি এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে ফলে তার রক্তচাপ কমতে শুরু করে এবং অনেক চেষ্টা করেও চিকিৎসকরা তাকে ফিরিয়ে আনতে পারেননি।।
খবর পেয়ে মুখ্যমন্ত্রী তার গঙ্গাসাগরের কর্মসূচি সংকুচিত করে ফিরে আসেন।তার মৃত্যুতে সংগীত জগতে বিপুল শোকের ছায়া নেমে এসেছে।

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার কলকাতা: ইয়ালিনি দেড় মাসের,মেয়েকে বাড়িতে রেখে বাবলি ছবির ফটোশুটে শুভশ্রী, কেমন আছে ইয...
09/01/2024

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার কলকাতা: ইয়ালিনি দেড় মাসের,
মেয়েকে বাড়িতে রেখে বাবলি ছবির ফটোশুটে শুভশ্রী, কেমন আছে ইয়ালিনি?
মা হওয়ার পরেই কাজে ফিরছেন শুভশ্রী
মেয়ের বয়স হাতে গুনে দেড় মাস, তারমধ্যেই শুভশ্রী কাজে ফিরলেন। বাবলি ছবিতে জুটি বাঁধছেন তিনি এবং আবির চট্টোপাধ্যায়। রাজ চক্রবর্তীর পরিচালনায় কাজ করছেন তারা। সুতরাং এখন প্রকাশ্যে সকলের সামনে ধরা দিলে মেয়ের প্রসঙ্গ তো উঠবেই...
হোল ও তাই...
তবে ইয়ালিনিকে কিন্তু লোকচক্ষুর আড়ালেই রেখেছেন রাজ এবং শুভশ্রী। ইউভানকে যেমন অপারেশন টেবিল থেকে সকলকে দেখিয়েছিলেন তারকা দম্পতি। মেয়ের বেলায় কিন্তু একদম অন্য ধরনের পথ বাছলেন তারা। বিরাট অনুষ্কা, আলিয়া রণবীরের মতোই তারা এখনো মেয়েকে আড়ালেই রেখেছেন।সুত্রের খবর সেভাবে কোনও তারকাকেও ইয়ালিনিকে দেখতে রাজের বাড়িতে যেতে দেখাযায়নি।।

মাঠে ঢুকে নায়ককে প্রণাম করল কিশোর, বিরাটের সৌজন্যে মুগ্ধ ইডেন।আচমকাই বিরাটের কাছে ছুটে আসে এক কিশোর। তার পরনে সাদা রঙের ...
07/11/2023

মাঠে ঢুকে নায়ককে প্রণাম করল কিশোর, বিরাটের সৌজন্যে মুগ্ধ ইডেন।
আচমকাই বিরাটের কাছে ছুটে আসে এক কিশোর। তার পরনে সাদা রঙের বলবয়ের পোশাক৷ বিরাটকে তার সঙ্গে কথা বলতে দেখা যায়।

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার কোলকাতা: বিরাটের সৌজন্যবোধে মুগ্ধ ইডেন
কিশোর অনুরাগীর সঙ্গে করমর্দন কোহলির
শতরানের সংখ্যায় শচীনকে স্পর্শ কোহলির।
নিজের জন্মদিনে ইতিহাস সৃষ্টির ম্যাচে বিরাট কোহলির ব্যাটের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা ইডেন। কিন্তু ম্যাচ শুরুর আগেই যে ইডেনের মন জিতে নিয়েছিলেন বিরাট! শচীন তেন্ডুলকরকে ছুঁয়ে একদিনের আর্ন্তজাতিকে তাঁর ৪৯ তম শতরানের ম্যাচ শুরুর আগেই তাঁর সৌজন্যে মুগ্ধ হল ক্রিকেটের নন্দনকানন। মাঠে ঢুকে পড়া এক কিশোর অনুরাগীকে কাছে পেয়ে একটুও বিরক্ত হলেন না কোহলি৷ বরং হ্যান্ডশেক করে শুভেচ্ছা জানালেন।

তখন সবে শেষ হয়েছে জাতীয় সঙ্গীত। সতীর্থদের সঙ্গে মাঠ ছেড়ে বেরচ্ছেন কোহলি৷ আচমকাই বিরাটের কাছে ছুটে আসে এক কিশোর। তার পরনে সাদা রঙের বলবয়ের পোশাক৷ বিরাটকে তার সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর সটান সে প্রণাম করে ফেলে কোহলিকে। সঙ্গে সঙ্গেই তার হাত ধরে ফেলেন বিরাট। হ্যান্ডশেক করে ভক্তকে শুভেচ্ছা জানান কিংবদন্তি ক্রিকেটার।
বিরাট এই সৌজন্যের ভিডিও এখন চূড়ান্ত ভাইরাল নেট দুনিয়ায়৷ রেকর্ডের পাহাড়ে বসেও বিরাট যে ঠিক কতখানি ডাউন টু আর্থ, মুগ্ধ বিস্ময়ে সে কথাই বলছেন অনুরাগীরা।

সহেলি চৌধুরীর রিপোর্ট, নিউজ আওয়ার কলকাতা: বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে...
16/09/2023

সহেলি চৌধুরীর রিপোর্ট, নিউজ আওয়ার কলকাতা: বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে পঁচাত্তর পরবর্তী পেক্ষাপটে এফ এম শাহীন নির্মাণ করেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাইক’। এটি ছিলো সরকারি অনুদান প্রাপ্ত চলচ্চিত্র। এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।
একাত্তরে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পত্তন হয় স্বাধীন বাংলাদেশের। নয় মাসের যুদ্ধে রক্তাক্ত হয় বঙ্গভূমি। পাকসেনার রাইফেল, কামান, মেশিনগানের শব্দে কেঁপে উঠেছিল বর্তমান বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহর। এই পরিস্থিতিতে পূর্ববঙ্গের মানুষের দেশত্যাগের হিড়িক পড়ে। এমন পরিস্থিতিতে যশোর রোড দিয়ে লাখ লাখ মানুষ পাড়ি জমায় কলকাতায়। রাস্তায় জন্ম-মৃত্যু-মৃত্যুভয় ও পদে পদে বাঁধা অতিক্রম করে তারা আশ্রয় নেয় শরণার্থী শিবিরে। আর ‘যশোর রোড’ মুক্তিযুদ্ধের সেই ঐতিহাসিক সড়ক। ১৯৭১ সালে বাংলাদেশের শরণার্থীদের জন্য এই সড়কটিই হয়ে উঠেছিল বেঁচে থাকার অন্যতম পথ। নিরাপদ আশ্রয়ের খোঁজে এই সড়ক দিয়ে তারা ভারতের পথে পাড়ি দেন। তাদের অনেকেই পথের ক্লান্তি সহ্য করতে না পেরে মারা যান। এমন বিষয় নিয়ে ‘যশোর রোড’ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন পরিচালক এফ এম শাহীন।এই বিষয় প্রশ্ন করা হলে নির্মাতা বলেন, স্বাধীনতার এত বছর পরেও ভারতে আশ্রয় নেয়া ১ কোটি শরণার্থীদের নিয়ে তেমন কোন কাজ কিংবা চলচ্চিত্র হয়নি। তাই আগামী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে এবং একাত্তরে ভারতের সাধারণ জনগণ ও সরকার কীভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল,সেইসব দিনগুলি সমগ্র বাঙালি ও বিশ্ববাসিকে জানাতেই এই প্রচেষ্টা।
তাই আগামী এই ছবিটি নিয়ে যথেষ্ট আশাবাদী লেখক পরিচালক।

তার প্রথম ছবি,কত পারিশ্রমিক নিলেন কামারহাটির বিধায়ক?সাহেলি চৌধুরী রিপোর্ট,নিউজ আওয়ার,কলকাতা:বড় পর্দায় অভিষেক হয়েছে মদ...
30/08/2023

তার প্রথম ছবি,কত পারিশ্রমিক নিলেন কামারহাটির বিধায়ক?

সাহেলি চৌধুরী রিপোর্ট,
নিউজ আওয়ার,
কলকাতা:বড় পর্দায় অভিষেক হয়েছে মদন মিত্রের। কামারহাটির বিধায়ক এখন শুধু নেতাই নন,অভিনেতা ও বটে। তার প্রথম ছবি ‘ওহ! লাভলি’ আপাতত চলছে রমরমিয়ে,এ বঙ্গের নানান হলে। প্রথম দিন থেকেই ছবির প্রোমোশনে জন‍্য নানান হলে, রাস্তায়, মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন মদন মিত্র। গ্ল্যামার দুনিয়া,মানে খ্যাতির পাশাপাশি অর্থও কিন্তু একটি বড় প্রপ্তির জায়গা। বলিউডের মতো না হলেও টলিউডের অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকও কিন্তু নেহাত কম নয়। সেক্ষেত্রে প্রথম ছবিতে পারিশ্রমিক বাবদ মদন মিত্র কত টাকা পেলেন?আনেক মনেই ঘুরপাক খাচ্ছে প্রশ্ন,উকি দিচ্ছে কৌতুহল।ছবি সমালোচকদের কথায়, ‘ওহ! লাভলি’-ছবির অন্যতম বড় প্রাপ্তি হল মদন মিত্র। তিনি হেসেছেন, রেগেছেন, নেচেছেন- আর বঙ্গ রাজনীতির এই হাসিখুশি মানুষটিকে দেখতেই ভিড় জমিয়েছে বাংলার অনেকে শ্রোতা দর্শক । কিন্তু, মজার কথা হল,ছবির সবথেকে দামি অভিনেতা পারিশ্রমিক বাবদ নেননি কোনও টাকাই!
‘ওহ! লাভলি’-ছবিতে অভিনয় করে কত টাকা পেলেন মদন মিত্র?এই প্রসঙ্গে প্রশ্ন করলে কামারহাটির সদা হাস্যময় বিধায়ক বলেন । "আমি এই ছবির জন্য কোনও টাকাই নিইনি। পরিবর্তে কামারহাটিতে একটা অনাথ আশ্রম রয়েছে। সেখানে ৫০০ জন বাচ্চাকে খাইয়ে দেওয়ার কথা বলেছি"।
অর্থাৎ নিজের পারিশ্রমিকের গোটা অর্থটাই অনাথ আশ্রমের শিশুদের জন্য খরচ করেছেন মদন বাবু। সূত্রের খবর ,এই ছবিটা সফল হলে আগামী দুই মাসের মধ্যে আরও বড় চমক অপেক্ষা করে রয়েছে।এখানেই শেষ নয় অভিনয়ের পাশাপাশি গানের জগতে পা রেখেছিলেন মদন বাবু। বিনোদন জগতের সঙ্গে এখন তাঁর নিবিড় যাতায়াত।
‘ওহ! লাভলি’ ছবির মাধ্যমে টলিউডে ডেবিউ করলেন কামারহাটির বিধায়ক। এই ছবিতে মদন বাবুর সংগে দেখা গেছে ঋক ,রাজনন্দিনী পাল, খরাজ মুখোপাধ্যায়, লাবনী সরকারক প্রমুখ অভিনেতা অভিনেত্রী কে। পরিচালকের ভূমিকায় ছিলেন শ্রী হরনাথ চক্রবর্তী। এদিকে মদন মিত্রের জনপ্রিয়তাতে কি কোনও রকমভাবে চিন্তিত হয় পড়েছেন বিধায়ক অভিনেতার স্ত্রী?এই বিষয়ে প্রশ্ন করা হলে মদন বাবু
বলেন "আমার স্ত্রীর চিন্তা করার কিছু নেই। ও বেশিরভাগ সময়টাই নাতিকে নিয়ে কাটায়। জানি সিনেমায় কাজ করলে পার্টিতে যেতে হয়,অভিনেত্রীদের সঙ্গে কথা বার্তা বলতে হয়। কিন্তু, আমার স্ত্রী জানে কোনওদিন আমি সীমা পার করব না।"
মদন বাবু আরও জানান, "এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচানোর প্রয়োজন রয়েছে। একাধিক মানুষের জীবন নির্ভর করে ইন্ডাস্ট্রির উপর। তাই যদি ছবি চলে বহু মানুষের জীবিকা বাঁচবে। সেই কারণে ছবিটির পাশে দাঁড়ানোর চেষ্টা করছি"। তিনি নিজে সমস্ত হলে হলে ঘুরবেন বলে জানান। এদিন তিনি বলেন,
"আমি উত্তরবঙ্গেও হল ভিজিটে যাব"।

সহেলী চৌধুরীর রিপোর্ট,নিউজ আওয়ার,কলকাতা: সারম্বরে উদ্বোধন করা প্রধানমন্ত্রীর বন্দে ভারত নিয়ে শুরু হয়ছে রাজনৈতিক চাপানউত্...
26/08/2023

সহেলী চৌধুরীর রিপোর্ট,নিউজ আওয়ার,কলকাতা: সারম্বরে উদ্বোধন করা প্রধানমন্ত্রীর বন্দে ভারত নিয়ে শুরু হয়ছে রাজনৈতিক চাপানউত্তর।।
"বন্দেভারত ছন্দে নেই":আধীর চৌধুরী।
এদিন যান্ত্রিক গোলযোগের কারনে বাতিল করাহয় হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস।রেল সূত্র খবর যাত্রী নিরাপত্তাব্যবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।পরিবর্ত হিসেবে তরিঘরি যুবা এক্সপ্রেসের রেক কে দেওয়া হলেও যাত্রী ক্ষোভ কমেনি।তাদের বক্তব্য এই ট্রেন কোনভাবেই বন্দেভারতের জন্য নেওয়া ভাড়ার সমতুল নয়।তাদের অভিযোগ রেকগুলিতে এসি
কাজকরছে না জল ও অপ্রতুল।বসার ব‍্যবস্থাও খুবই খারাপ।এদিন বেশ কিছু যাত্রী এই ট্রেনে সফর করতে অস্বীকার করেন।

সাগ্নিক পালের রিপোর্ট, নিউজ আওয়ার, কলকাতা: চাঁদে পা রাখার অপেক্ষায় ভারত, শুরু হলো কাউন্ট ডাউন । অবতরণের প্রায় ২৪ ঘণ্টা ...
23/08/2023

সাগ্নিক পালের রিপোর্ট, নিউজ আওয়ার, কলকাতা: চাঁদে পা রাখার অপেক্ষায় ভারত, শুরু হলো কাউন্ট ডাউন । অবতরণের প্রায় ২৪ ঘণ্টা আগে নতুন ভিডিও পোস্ট করেছে ইসরো। সন্ধে ৬.০৪, চাঁদের দক্ষিণ মেরুর কাছে চন্দ্রযান ৩-এর অবতরণ।ইতিমধ্যে চাঁদে ল্যান্ডার 'বিক্রমের' অবতরণের সময় নির্দিষ্ট করে জানাল ইসরো।

।।অন্যরকম স্মরণ সভা।।সহেলি চৌধুরীর রিপোর্ট, নিউজ আওয়ার,কলকাতা: রবিবার পাটুলি উপনগরী সংলগ্ন ১১০ নম্বর ওয়ার্ডের একটি স্ব...
23/08/2023

।।অন্যরকম স্মরণ সভা।।
সহেলি চৌধুরীর রিপোর্ট, নিউজ আওয়ার,কলকাতা: রবিবার পাটুলি উপনগরী সংলগ্ন ১১০ নম্বর ওয়ার্ডের একটি স্বেচ্ছাসেবী সংগঠন, স্বপ্ন উড়ানের অভিনব উদ্যোগ।তাদেরই প্রয়াত উপদেষ্টা স্বর্গীয় খোকন দত্তকে তারা স্মরণ করলেন রক্তদান শিবিরের মাধ্যমে।শতাধিক রক্তদাতাকে উৎসাহিত করতে এদিন উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি জনাব ওয়াজেজুল হক,তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক জনাব
এহেতাসামুল হক সিদ্দিকি উপস্থিত ছিলেন সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সাধারণ সম্পাদক মাহমুদুল হক টুটুল শেখ মিরাজ নাসিম আহমেদ টিংকু,মঞ্চে উপস্থিত ছিলেন ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব ইমান আলী মোল্লা,শ্রী শুভজিৎ ব্যানার্জি এবং শ্রী রাহুল ঘোষ,উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ড: সিদ্ধার্থ রায়(সিধু)এবং বিশিষ্ট অভিনেতা শ্রী স্বর্ণ দীপ্ত ঘোষ।উপস্থিত সকল অতিথি এই প্রয়াসকে সাধুবাদ জানান।।সংগঠনের পক্ষে রোহিত সাহা এ দিন বলেন "সকলের উৎসাহে ও ঐকান্তিক সহযোগিতায় এই শিবির সফল হয়েছে আগামী দিনে আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল"।

আত্মহত্যা মামলায় নয়া মোড়,সহেলি চৌধুরীর রিপোর্ট, নিউজ আওয়ার জলপাইগুড়ি: অবশেষে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা জলপাইগ...
03/08/2023

আত্মহত্যা মামলায় নয়া মোড়,
সহেলি চৌধুরীর রিপোর্ট, নিউজ আওয়ার জলপাইগুড়ি: অবশেষে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল। সম্প্রতি ভট্টাচার্য দম্পতির আত্মহত্যা প্ররোচনা মামলার ঘটনায় গ্রেফতারি পরোয়ানা জারি করল জেলা আদালত। হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে আগাম জামিনের আবেদন নাকচের পর থেকেই সৈকত চট্টোপাধ্যায় পলাতক বলে জানিয়েছে পুলিশ।
আজ জেলা আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে জেলা পুলিশ। তা মঞ্জুর করেন বিচারক। উল্লেখ্য জলপাইগুড়ির ভট্টাচার্য দম্পতির জোড়া আত্মহত্যায় সুইসাইড নোটে নাম থাকা চারজনের মধ্যে তিনজন আগেই গ্রেফতার হলেও ১৬ জুন থেকেই জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় পলাতক। তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজেও পুলিশ গ্রেফতার করতে পারেনি।
সৈকত চট্টোপাধ্যায়ের আইনজীবী সন্দীপ সরকার বলেন, 'জোড়া আত্মহত্যায় প্ররোচনা, মামলায় অভিযুক্ত সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তদন্তকারী অফিসার আদালতকে বলেছেন সৈকত বাবুকে খুজে পাওয়া যাচ্ছে না। তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক।এই আবেদনের ভিত্ততে বিচারক সৈকত বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।'

গত ১ এপ্রিল জলপাইগুড়ি পান্ডার পাড়ার বাসিন্দা অপর্না ভট্টাচার্য ও সুবোধ ভট্টাচার্য নিজের বাড়িতে আত্মহত্যা করেন। তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে সৈকত চট্টোপাধ্যায়, কাউন্সিলর সন্দীপ ঘোষ সহ সোনালী বিশ্বাস ও মনোময় সরকারের নাম পাওয়া যায়। সুবোধ ভট্টাচার্যের দিদি BJP বিধায়ক শিখা চট্টোপাধ্যায় চার জনের নামেই অভিযোগ দায়ের করেন।
ঘটনায় সৈকত চট্টোপাধ্যায় ছাড়া বাকি তিনজনে পুলিশ গ্রেফতার করলেও পলাতক রয়েছেন সৈকত। তাঁকে কোনোভাবেই পুলিশ গ্রেফতার করতে পারেনি। সৈকতকে গ্রেফতার করতে না পারায় তদন্তে এগোতে পারছেন না তদন্তকারী দল। তাই তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার জন্যই গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয় আদালতের কাছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
এদিকে, সময়ের মধ্যে চার্জশিট জমা করতে পারেনি পুলিশ। শুধু তাই নয় অতিরিক্ত সময় চেয়ে আদালতে আবেদনও করেননি তদন্তকারী পুলিশ অফিসার। যার ফলে দম্পতি আত্মহত্যার ঘটনায় একে পর এক অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে।
সন্দীপ ঘোষ জামিন পেয়েছিলেন। এবার জামিন হয়েছে অভিযুক্ত সোনালী বিশ্বাসের। যেহেতু পুলিশ ৬০ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা করতে পারেনি, সেই কারণে সিজেএম আদালতের ভারপ্রাপ্ত বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার,জলপাইগুড়ি:বর্ষার সময়ে কোনও নদী থেকেই বালি, পাথর তোলা যাবে না। জেলার সমস্ত নদী থেকে বালি...
03/08/2023

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার,জলপাইগুড়ি:বর্ষার সময়ে কোনও নদী থেকেই বালি, পাথর তোলা যাবে না। জেলার সমস্ত নদী থেকে বালি পাথর তোলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশ মত জেলায় সমস্ত নদী থেকে বালি, পাথর তোলা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা।
জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বৃক্ষরোপণের মাধ্যমে বনমহোৎসব পালিত হয়।উল্লেখ্য, ১৪ জুলাই থেকে শুরু হয়ে বনমহোৎসব চলছে ২০ জুলাই পর্যন্ত।ঐ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক মৌমিতা গোদারা, অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রাণা, অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার রায়, এসডিও সুদীপ পাল, সহ বন দফতরের আধিকারিক ও অন্যান্যরা।জেলা শাসক মৌমিতা গোদারা এদিন বলেন, 'এটাই গাছ লাগানোর সঠিক সময়। আমাদের বেশি করে গাছ লাগাতে হবে‌ বিভিন্ন জায়গায়,পাশাপাশি জেলার বিভিন্ন ব্লক, গ্রাম পঞ্চায়েতগুলোতে এবং রাস্তায় ও বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে।'

তিনি আরও বলেন, 'গ্রীন ট্রাইব্যুনালের নির্দেশিকা জারি হয়ে গিয়েছে। এখন বর্ষাকাল ফলে বিভিন্ন রিভার ব্যাঙ্ক থেকে পাথর ও বালি তোলার কাজ বন্ধ রয়েছে। ১৪ দিন আগেই জারি হয়েছে নির্দেশিকা । প্রায় ৮০টি বৈধ বালি পাথর তোলার অনুমতি দেওয়া হয়েছিল।' তা বতর্মানে বন্ধ রয়েছে বলে জানান তিনি। পরবর্তীতে রাজ্য থেকে বর্ষার মরসুম বিদায়ের পর এই নিদের্শিকা তুলে দেওয়া হবে।সেক্ষেত্রে লিজ পিরিয়ডের পাশাপাশি স্টক পয়েন্ট থেকেও বালি পাথর তোলা যাবে। কিন্তু অবৈধভাবে রিভার ব্যাঙ্ক থেকে বালি ও পাথর তোলা যাবে না বলে এদিন স্পষ্টত জানান জেলাশাসক মৌমিতা গোদারা। যদিও কেউ বা কোনও দল অবৈধভাবে তা তোলার চেষ্টা করে সেক্ষেত্রে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।উল্লেখ জলপাইগুড়ি জেলাতে এক হাজারেরও বেশি ট্রাক নদীতে বালি পাথর তোলার কাজ করে। ৩০ হাজারেরও বেশি শ্রমিক বালি-পাথর তোলার কাজের সংগে যুক্ত। অতএব এই কাজের সঙ্গে যুক্ত একটি অংশের দাবি, অচল চা বাগানের শ্রমিকরাও কাজ হারিয়ে বালি-পাথর তোলার কাজ করে উপার্জন করেন। তারাও এই স্থগিতাদেশের জেরে সমস্যা পড়বেন যদিও জেলা প্রশাসনের মতে, শুধু এই বছর নয়, বিগত বেশ কয়েকবছর ধরেই এই নির্দেশ জারি করা হচ্ছে। তিস্তা ও তিস্তায় মিলিত হয়েছে এমন সবকটি নদী থেকেই প্রচুর বালি পাথর তোলায় নাব্যতা কমছে বলে অভিযোগ উঠেছে। ফলে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ও এর ফলে তরান্বিত হতে পারে বলেও মতামত পরিবেশপ্রেমী এক অংশের।

তৃণমূলের অভিযোগসাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার,বারাসাত:সারা বাংলায় চরম ভাষাসন্তাস ও দুর্বৃত্তায়নের অভিযোগ করল তৃণমূল।...
28/06/2023

তৃণমূলের অভিযোগ
সাগ্নিক পালের রিপোর্ট,
নিউজ আওয়ার,বারাসাত:
সারা বাংলায় চরম ভাষাসন্তাস ও দুর্বৃত্তায়নের অভিযোগ করল তৃণমূল।তাদের কথায় বাংলায় অশান্তিকর আবস্থাকে উসকে দিতে চাইছে বিজেপি।এদিন বনগাঁয় একটি প্রচারে এসে এভাবেই আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক তাপস রায়।এদিন কুলপুকুর মোড় থেকে একটি পদযাত্রার আয়জন করে তৃণমূল।উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিশ্বজিৎ দাস প্রমূখ। অন্যদিকে পশ্চিম খালকাপুর নেতাজি পল্লীতে মেরা বুধ সব সে মজবুত সূচক আনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।

কুলতলীতে অলিখিত রামধনু জোট আকাশ বিশ্বাসের রিপোর্ট,নিউজ আওয়ার বারুইপুর: আঞ্চলিক স্তরে জোট গড়ে নিজেদের হারানো মাটি ফিরে ...
28/06/2023

কুলতলীতে অলিখিত রামধনু জোট
আকাশ বিশ্বাসের রিপোর্ট,
নিউজ আওয়ার বারুইপুর: আঞ্চলিক স্তরে জোট গড়ে নিজেদের হারানো মাটি ফিরে পেতে চাইছে বিরোধীরা একসময় এসএসসি এবং সিপিএমের দুর্গ বলে বিখ্যাত কুলতলি অঞ্চল হতছাড়া হয় তাদের। শুরু হয় শাসক দলের জয়জয়কার।সূত্রের খবর শাসক দলকে হারাতে এসইউসি রাম বাম জোটবদ্ধ হয়েছে কুলতলি ব্লকের নটি পঞ্চায়েতে।অনেক জায়গায় শাসকদলের গুজ প্রার্থীর সঙ্গে ও তাদের আলোচনাচলছে বলে সূত্রের খবর।যদিও কুলতলির প্রাক্তন বিধায়ক এসইউসির জয়কৃষ্ণ হালদার বলেন কোথাও কোন জোট হয়নি উল্টে তৃণমূলকে সাহায্য করতে সিপিএম পঞ্চায়েত সরি তাদের ২১জন প্রার্থী প্রত্যাহার করেছে এদিকে কুলতলির সিপিএম নেতা উদয় মন্ডল বলেন এসইউসির সঙ্গে কিছু জায়গায় সমঝোতা হয়েছে তবে বিজেপির সঙ্গে কিছু হয়নি।অঞ্চলে নাম প্রকাশে অনিচ্ছুক রাজনীতি সচেতন এক নগরীক বলেন মানুষ যদি এবার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে পরিবর্তন অনেকটাই ঘটবে।পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে পঞ্চায়েতে।।বিরোধীদের এই রামধনু জোট সামলাতে শাসক দল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং কেন্দ্রের বৈষম্যকেই হাতিয়ার করেছেন।।

ঢিলেঢালা কাজে অসন্তোষ নবান্নেরসহেলি চৌধুরীর রিপোর্ট নিউজ আওয়ার কলকাতা: পঞ্চায়েত ভোট আসন্ন এর মধ্যেই জল জীবন মিশন প্রকল...
20/04/2023

ঢিলেঢালা কাজে অসন্তোষ নবান্নের

সহেলি চৌধুরীর রিপোর্ট নিউজ আওয়ার কলকাতা: পঞ্চায়েত ভোট আসন্ন এর মধ্যেই জল জীবন মিশন প্রকল্পের কাজ শ্লথ গতিতে চলায় জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অফিসারদের একাংশের উপর বেজায় রুষ্ট নবান্নের শীর্ষ মহল।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে পানীয় জল সরবরাহের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মঙ্গলবারই বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই কেন্দ্রীয় জল জীবন মিশন প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা অফিসারদের একাংশের গা-ছাড়া মনোভাব নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। মুখ্যসচিব ওই অফিসারদের তিরস্কারও করেছেন বলে নবান্ন সূত্রের খবর।
বকেয়া কাজ শেষ করার ডেডলাইন দিয়েছে নবান্ন।এপ্রিলের শেষেই সম্ভবত পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা।
সরকারি তথ্য অনুযায়ী, ওই প্রকল্পে গত চারটি অর্থবর্ষে কেন্দ্র থেকে মোট প্রায় ৬২৯৭ কোটি টাকা রাজ্য পেয়েছে। নিয়ম অনুযায়ী, জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র যা টাকা দেবে, তার সমপরিমাণ টাকা রাজ্যকেও দিতে হবে । একশো দিনের কাজের প্রকল্প বা গ্রামীণ আবাস যোজনার মতো এই প্রকল্পে কেন্দ্রের টাকা ছাড়ার ক্ষেত্রে এখনো কোনো সমস্যা নেই। তা সত্ত্বেও এই প্রকল্প রূপায়ণে কেন দেরি হচ্ছে, তার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না নবান্নের শীর্ষকর্তারা।
নবান্ন সূত্রের খবর, মঙ্গলবারের বৈঠকে রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রধান সচিব যে রিপোর্ট জমা করেছেন তাতে দেখা যাচ্ছে, গত তিন বছরে জল জীবন মিশন প্রকল্পে রাজ্যের জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে, তার মধ‍্যে খরচ হয়েছে তার মাত্র ১৪ শতাংশ! এখনও ২০১৯-’২০ অর্থবর্ষের কিছু ওয়ার্ক অর্ডারই বেরোয়নি। কোনও কোনও ক্ষেত্রে আবার মাঝপথে আটকে রয়েছে কাজ।
কৃষিভিত্তিক শিল্পে আরও বিনিয়োগে জোর দিয়েছে নবান্ন।
নবান্ন সূত্রের খবর, কাজ ঠিক কতটা এগিয়েছে, তার কোনও সঠিক হিসেব এ দিনের বৈঠকে দিতে পারেননি দপ্তরের সচিব। নবান্নের আশঙ্কা, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করতে না-পারলে জল জীবন মিশনের টাকা ফেরত চলে যাবে। তখন প্রকল্পের পুরো খরচ বহন করতে হবে রাজ্য সরকারকে।
আসন্ন পঞ্চায়েত ভোটে এই বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার করবে বিরোধীরা। তাই, জরুরি ভিত্তিতে কাজ শেষ করতে চাইছে রাজ্য সরকার। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।।

স্বস্তির এসি❔নাকি বিপদের সংকেত❔সহেলি চৌধুরীর রিপোর্ট, নিউজ আওয়ার কলকাতা: প্রান হাসফাস গরম,ফলে এয়ার কন্ডিশনিং মেশিন কিনত...
20/04/2023

স্বস্তির এসি❔নাকি বিপদের সংকেত❔
সহেলি চৌধুরীর রিপোর্ট, নিউজ আওয়ার কলকাতা: প্রান হাসফাস গরম,ফলে এয়ার কন্ডিশনিং মেশিন কিনতে দেদার ভিড় মহানগরের দোকানে,মলে,অনলাইনেও।
শুধু নতুন এসি-ই নয়,ব্যবহৃত এসি কেনার ভিড়ে ঠাসাঠাসি কলকাতার চাঁদনি চক।
আর ঠিক এই প্রবণতাই ডেকে আনছে আরো মারাত্মক বিপদ!
পরিবেশবিজ্ঞানীদের কথায়, "হাইড্রোফ্লুরোকার্বন এবং ক্লোরোফ্লুরোকার্বন,নাইট্রাস অক্সাইডের মতো গ্যাসগুলি এসি থেকে নির্গত হয়। যা গ্রিন হাউস গ্যাসের তালিকায় পড়ে এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বিশেষ ভাবে দায়ী। ঠান্ডা করার পদার্থ হিসেবে ব্যবহৃত এই গ্যাসগুলি সাধারণত বায়ুর তুলনায় হালকা হওয়ার ফলে এরা অতি সহজেই বায়ুমণ্ডলের উপরের স্তরে উঠে গিয়ে ওজ়োনের সঙ্গে বিক্রিয়া ঘটায়। এতে ওজ়োন স্তরের ভয়ংকর ক্ষতি হয়।
সূত্রের খবর, বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় কলকাতা পুরসভার গঠিত কমিটি সম্প্রতি শহরে যথেচ্ছ এসির ব্যবহার বন্ধকরতে এখন থেকেই প্রচারের নামার আর্জি জানিয়েছেন। ওই কমিটির অন্যতম সদস্য তথা বোস ইনস্টিটিউটের পরিবেশবিজ্ঞানের অধ্যাপক শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায় জানান ,
"জলবায়ুর পরিবর্তনের কারণে শুধু বৃষ্টিপাতের পরিমাণ কমেনি, আছড়ে পড়ছে ইয়াস বা উম্পুনের মতো ঘূর্ণিঝড়। এই উষ্ণায়নের ব‍্যপক প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্যেও। এসির ব্যবহার কমলে গরমের মাত্রা কিছুটা হলেও কমবে।"
বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের মতে , কলিচুন, জিঙ্ক অক্সাইড, হোয়াইট সিমেন্ট, আঠা ইত্যাদির মতো পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করলে প্রচণ্ড গরমেও এসির প্রয়োজন হয় না। নিয়ন্ত্রিত থাকে তাপমাত্রা। কেরালায় ইতিমধ্যেই এই ধরনের সামগ্রী দিয়ে বাড়ি তৈরি করছেন অনেকে।এছাড়াও
ব্যাটারি বা সিএনজি চালিত গাড়ির সংখ্যা বাড়ানো এবং
ছাদ বাগান তৈরির উপর জোর দিয়েছেন তারা
বৈজ্ঞানিক পদ্ধতিতে ইকো ফ্রেন্ডলি হাউস তৈরিও গুরুত্বপূর্ণ।
যতটা তড়াতাড়ি সম্ভব আরবান ফরেস্টের সংখ্যা বৃদ্ধি ও
সৌরবিদ্যুৎ এর ব্যবহার বাড়াতেও পরামর্শ দিয়েছেন তারা।

পুলিশ গ্রামে ঢুকলে লাঠি, ঝাঁটা নিয়ে তাড়ান’পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই কেষ্টহীন বীরভূমেএ বার হুমকি দিলেন অন্য দলের নেত...
13/04/2023

পুলিশ গ্রামে ঢুকলে লাঠি, ঝাঁটা নিয়ে তাড়ান’
পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই কেষ্টহীন বীরভূমে
এ বার হুমকি দিলেন অন্য দলের নেতা।।
বুধবার দুবরাজপুর থানাতে পুলিশের বিরুদ্ধে এক পক্ষের হয়ে কাজ করার অভিযোগ তুলে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি ছিল সিপিএমের। থানার সামনে তার আগে করা একটি পথসভায় জমায়েত হন সিপিএম নেতা-কর্মীরা।সেখানেই
বক্তৃতা করছেন বীরভূমের সিপিএম নেতা অরুণ মিত্র।

নিজস্ব সংবাদদাতা
এদিন তিনি বলেন
পুলিশের বিরুদ্ধে গ্রামে গ্রামে জোট বাঁধুন। বিনা কারণে কাউকে ধরতে গেলে লাঠি, ঝাঁটা নিয়ে পুলিশকে তাড়ান। ফলতো পুলিশের উপর হামলা চালানোর নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূমের দুবরাজপুরের সিপিএম নেতা অরুণ মিত্র। তিনি সিপিএমের বীরভূম জেলা কমিটির সদস্য। পুলিশ রাজ্যের শাসকদল তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে বলেও অভিযোগ করেছেন অরুণ বাবু। ওই সিপিএম নেতার মন্তব্যের কড়া সমালোচনা করেছে জোড়াফুল শিবির।

বুধবার দুবরাজপুর থানা এলাকায় পথসভা করেন সিপিএম নেতা-কর্মীরা। সেখানে অরুণ বলেন, ‘‘পুলিশ-প্রশাসন যদি এক দিনের জন্য তৃণমূলের পাশ থেকে সরে যায় তা হলে দলটা উঠে যাবে। পুলিশের উপর নির্ভরশীল তৃণমূল। আর একটা খবর জেনে রাখুন, তৃণমূল আর সর্বভারতীয় দল নয়।নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী তৃণমূল একটা আঞ্চলিক দল হয়ে গিয়েছে। পুলিশ তৃণমূলের পক্ষে কাজ করে। তৃণমূলের যারা মস্তানবাহিনী আছে, তাদের কথায় ওঠে-বসে এখানকার ওসি। একই জিনিস করছেন সদাইপুরের ওসিও। কিছু মানুষ কয়লা এনে খায়, সামান্য গাড়িতে করে। তাদের ধরে ওরা টাকা নিচ্ছে। আর হাইওয়ে দিয়ে প্রতি রাতে কোটি কোটি টাকার কয়লা পাচার হচ্ছে। ওসি যদি মনে করে আমরা কিছু জানি না তা হলে ভুল করছে।’’ এর পরই অরুণের হুঁশিয়ারি, ‘‘গ্রামে গ্রামে জোট বাঁধুন। পুলিশ গ্রামে গিয়ে বিনা কারণে যদি কাউকে ধরতে যায় গ্রামের মানুষ লাঠি-ঝাঁটা নিয়ে বেরোন। পুলিশকে তাড়ান।’’
অরুণের মন্তব্য নিয়ে বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী বলেন, ‘‘পুলিশের বিরুদ্ধে উনি যা বলেছেন সে জন্য পুলিশ আছে। তাঁরাই ব্যবস্থা নেবেন। আমরা শুধু এটাই বলতে পারি, মাটিতে বামেদের কোনও সংগঠন নেই। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে এই সব বলে হাওয়া গরম করার চেষ্টা করছেন ওঁরা। এ সবের জবাব মানুষ পঞ্চায়েত নির্বাচনে দেবে।’’

আপনার আধার কার্ড কি ১০ বছরের পুরান?সেক্ষেত্রে সতর্ক থাকুন সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার,কলকাতা: ২০১৩ সালের প্রথম থেক...
13/04/2023

আপনার আধার কার্ড কি ১০ বছরের পুরান?
সেক্ষেত্রে সতর্ক থাকুন

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার,কলকাতা:

২০১৩ সালের প্রথম থেকে আধার কার্ড (Aadhaar Card) বানানোর কাজ শুরু হয়। পরবর্তীকালে ১০ বছরের মধ্যে কোটি কোটি মানুষের আধার কার্ড তৈরি হয়েছে। সেই আধারের বয়স যদি দশ বছর হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো করে জেনে নিন বিস্তারিত।

আধার কার্ড নেই এমন ভারতীয় খুঁজে পাওয়া মুশকিল। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা না, সন্তানকে স্কুলে ভর্তি করা, হাসপাতালে ভর্তি কিম্বা রেশন সামগ্রী পেতে সর্বত্রই আধার কার্ড লাগে। এমনকি রেশন কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের সঙ্গে আধার কার্ড লিঙ্কড না থাকলে সেগুলোও বাতিল হয়ে যাবে সরকারি নিয়মে।
তাছাড়া শিশু জন্মের পর তার বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য অথবা কেউ মারা গেলে তাকে দাহ আথবা কবর দেওয়ার ক্ষেত্রে ও আধার কার্ডের প্রয়োজন। এমন গুরুত্বপূর্ণ সচিত্র পরিচয়পত্র হঠাৎ যদি বাতিল হয়ে যায় তবে দৈনন্দিন ব্যস্ত জীবনের সমস্যা যে অনেকটাই বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই আধার কার্ডকে বাঁচাতে হলে দ্রুত আধার আপডেট করান।
১০ বছরের পুরোনো আধার কার্ড হলে করতে হবে আপডেট
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া /UIDAI, এর তরফে গত ২৩ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করে জানান হয়েছে , ১০ বছরের পুরনো আধার কার্ড থাকলে তা অবিলম্বে আপডেট করতে হবে। আপনার বাড়ির ঠিকানা পরিবর্তন হয়ে থাকলে তা ও আপডেট করতে হবে।

১০ বছর আগে আপনি যেমন দেখতে ছিলেন তার থেকে আজ অনেকটাই বদলে গিয়ে থাকতে পারেন। সেক্ষেত্রে ও ছবি আপডেট করতে হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আঙুলের ছাপের স্ক্যান পরিবর্তিত হয়। বায়োমেট্রিক ডেটাও আপডেট করাতে হবে প্রয়োজনে।
আধার কার্ডের এই আপডেট শুধুমাত্র আধার সেবা কেন্দ্রেই না বর্তমানে বাড়িতে বসে আপনি অনলাইনের মাধ্যমেও আধার কার্ড আপডেট করার ব্যবস্থা করতে পারেন। এর মাঝে আধার কার্ড আপডেট করার জন্য এক বড় সুযোগের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
এখন বাড়িতে অনলাইনের মাধ্যমে আধার কার্ড আপডেট করার ক্ষেত্রে ১৪ জুন ২০২৩ পর্যন্ত কোনও ফি দিতে হবে না।গোটাটাই বিনামূল্যে। তবে আধার সেবা কেন্দ্রে গিয়ে এই আপডেটের কাজ করলে তার জন্য আগের মতই আপনাকে ৫০ টাকা ফি দিতে হবে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল যত দ্রুত সম্ভব এই কাজ সেরে ফেলতে হবে। আধার কার্ড আপডেট থাকলে কোন‌ও দরকারি কাজের সময় বড় সমস্যায় পড়তে হতে পাড়ে । কারণ ১০ বছর আগের বায়োমেট্রিক সাইন অর্থাৎ আঙুলের ছাপ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা প্রবল।
সেক্ষেত্রে কোন‌ও কাজ করতে গিয়ে আঙুলের ছাপ না মিললে সমস্যায় পড়তে হতে পাড়ে। বিশেষ করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা বা রেশন দোকানে আঙুলের ছাপ দিয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করার ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ।।

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার,কলকাতা: ইরানের বায়ুসেনাবাহিনী ঘাটি এবার পাতালে।।ইগল ৪৪ নামে গোপন বায়ু সেনাবাহিনীর ঘাটির...
09/02/2023

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ আওয়ার,কলকাতা: ইরানের বায়ুসেনাবাহিনী ঘাটি এবার পাতালে।।
ইগল ৪৪ নামে গোপন বায়ু সেনাবাহিনীর ঘাটির একটি ছবি প্রকাশ করেছে দেশটি।ইরানের সংবাদ মাধ্যম সূত্রে খবর,ওই ঘাটিতে রয়েছে ক্ষেপণাস্ত্র বহন কারি যুদ্ধবিমান,ড্রোন সহ বায়ু সেনার বিপুল সমরাস্ত্রের ভান্ডার।সঠিক অবস্থান না জানালেও,অনুমান পার্বত্য ইরানের কোন এলাকায় ভূপৃষ্ঠের আনুমানিক একশ মিটার গভীরে এই ঘাটির আবস্থান।

যৌবনের আস্বাদ যৌনতায় বাজিমাত।।শরীর ঠিক রাখতে নানান পরামর্শ দেন চিকিৎসকরা। ওষুধপত্র, ডায়েট, এক্সারসাইজ— আরো কতো দাওয়াই লে...
20/12/2022

যৌবনের আস্বাদ
যৌনতায় বাজিমাত।।

শরীর ঠিক রাখতে নানান পরামর্শ দেন চিকিৎসকরা। ওষুধপত্র, ডায়েট, এক্সারসাইজ— আরো কতো দাওয়াই লেখা থাকে প্রেসক্রিপশনে। কিন্তু সামাজিক সংসয় লজ্জায় বা ট্যাবুর কারণে আনেক সময়ই ডাক্তারবাবুরা একটি মহার্ঘ পরামর্শ এরিয়া যান। রোগী বা রোগিণী ব্যাপারটাকে খারাপ ভাবতে পারেন, এমন আশঙ্কায়। আর সেটি হল, নিয়োমিত যৌন মিলন বা সেক্স ।

বিশ্বাস হল না তো?
গুগল করে দেখুন,সারা দুনিয়ায় এ নিয়ে গুচ্ছ গবেষণা ও সমীক্ষা রয়েছে। আন্তর্জাতিক নানা বিজ্ঞানপত্রিকায় ও রয়েছে তার বর্ণনাও। কমবেশি প্রত্যেকটি গবেষণাই স্বীকার করে নিয়েছে নিয়মিত যৌন সংসর্গ সামগ্রিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে সাবধানতাও আছে। সেটি হল, সঙ্গী বা সঙ্গিনী বদল নয় বারে বারে। সিঙ্গল পার্টনারের সঙ্গে সঙ্গমকেই সুস্থ জীবনের চাবিকাঠি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেক কার্ডিয়োলজিস্টরাই মজার ছলে নিজেদের মধ্যে বলেন,
"পরনারীতে আসক্তি থাকলে করোনারি ভালো থাকে!"
তবে কথাটা নিছকই ছন্দ মিলিয়ে বলা। আসলে তাঁরা মনে করেন, মধ্য বয়সের পরেও যাঁদের যৌনজীবন উষ্ণ,তাঁদের হার্ট তরতাজা থাকে। বস্তুত, এর সপক্ষে সওয়াল করে মোটামুটি অধিকাংশ যৌন সংসর্গ বিষয়ক গবেষণাপত্র। কেননা, প্রতি বার সেক্স করার সময়ে শরীরে লক্ষ্যণীয় ভাবে কমে যায় স্ট্রেস হরমোনের মাত্রা যা উচ্চ রক্তচাপকেও একঝটকায় স্বাভাবিক মাত্রায় নিয়ে চলে আসে। আর স্ট্রেস কম হলে সেটা যে হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী, তা তো সকলেরই জানা! এবং রোজ সেক্সে অভ্যস্তদের সহযে সাধারণত অবসাদ ও টেনশন গ্রাস করে না ।
ডায়েট কিংবা এক্সারসাইজেও অনেকে ক্যালরি ব্যালান্স ঠিকঠাক রাখতে পারেন না। প্রচুর হেঁটেও দরদর করে ঘামতে ঘামতে বড়জোর ১৫০ কিলোক্যালরি ক্ষয় হয় শরীর থেকে। কিন্তু একবার যৌনক্রীড়ায় কত ক্ষয় হয়? বিভিন্ন সমীক্ষা বলছে, ফোর-প্লে থেকে অর্গ্যাজম— টানা আধঘন্টা উদ্দাম সেক্সে মজে থাকলে যা কায়িক পরিশ্রম হয় তা এক্সারসাইজের চেয়েও এককাঠি বেশি। কেননা, ২০-৩০ মিনিটের যৌনক্রীড়ায় মহিলাদের গড়ে ২১৩ কিলোক্যালরি ও পুরুষদের ২৭৬ কিলোক্যালরি ক্ষয় হয়। অর্থাৎ, রোজ সেক্স করার অর্থই হল, ডায়েট-এক্সারসাইজের পাশাপাশি আরও অন্তত ২০০-২৫০ কিলোক্যালরি আনন্দের সঙ্গে পুড়িয়ে ফেলা রোজ দৈনন্দিন যৌনসঙ্গমের অভ্যাস আছে, অথচ অনিদ্রায় ভুগছেন, এমনটাও চট করে দেখা যায় না। কারন, ভালো সেক্সের পর ভালো ঘুমটাই সাভাবিক । বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, সঙ্গমের সময়ে মস্তিষ্ক থেকে নর-এপিনেফ্রিন, সেরোটোনিন, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, প্রোল্যাক্টিন ইত্যাদি হরমোন নিঃসৃত হয়। এর মধ্যে অক্সিটোসিন ও প্রোল্যাক্টিন মনের মধ্যে সন্তুষ্টি ও ভালো লাগার জন্ম দেয় যা ঘুমের জন্য সহায়ক। আবার, উত্তেজনা প্রশমনের চরম বিন্দুতে যখন অর্গ্যাজম হয়, তখনও অক্সিটোসিন ও ভ্যাসোপ্রেসিনের মতো ‘হ্যাপি হরমোন’ নিঃসরণের পাশাপাশি সারা শরীরের স্নায়ু ও পেশি শক্ত হয়ে উঠেই শিথিল হয়ে যায় আচমকা। এটিও ঘুমের জন্য সহায়ক।

যাঁদের শরীরে এই সব হরমোনগুলো ২৪ ঘণ্টার ব্যবধানে একটি নির্দিষ্ট সময়ে নিঃসৃত হয়, তাঁদের এজিং প্রসেস মন্থর হয়ে ওঠে আর পাঁচ জনের চেয়ে। অর্থাৎ, রোজ সেক্স করা বুড়িয়ে যাওয়াও ঠেকায় অনেকাংশে। দেখতে তরুণতর লাগে স্ত্রী-পুরুষ নির্বিশেষে। আর প্রস্টেট এনলার্জমেন্ট কিংবা প্রস্টেট ক্যান্সারের আশঙ্কা? রোজ সেক্স করলে এই দু’টো পুরুষ অসুখই প্রায় টাটা বাই বাই,তাই সেক্স রোজ চাই!

শীতকালে ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। তাহলে নানা সমস্যাকেই দূরে রাখা যায়। এ বলছেন বিশেষজ্ঞরা। তবে, অতিরিক্ত স্কিন কেয়ার প্র...
20/12/2022

শীতকালে ত্বকের প্রয়োজন বিশেষ যত্ন। তাহলে নানা সমস্যাকেই দূরে রাখা যায়। এ বলছেন বিশেষজ্ঞরা। তবে, অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার প্রয়োজনও যেমন নেই। আবার জটিল স্কিন কেয়ার রুটিন মেনে চলতেও নিষেধ করছেন চিকিৎসকরা।
খুবই সহজ একটি স্কিনকেয়ার রুটিন প্রতিদিন মেনে চললেই দূরে থাকে ত্বকের নানান সমস্যা । ভিটামিন ই
ত্বকের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ,
তা কম বেশি সবাই জানে। এর অ্যান্টি অক্সিড্যান্ট গুণে অনেক সমস্যাই সমাধান হয়। কিন্তু কীভাবে ত্বকে ব্যবহার করলে সবথেকে বেশি উপকার পাবেন,জেনে নিন পদ্ধতি।
ভিটামিন ই ত্বকের কী কী উপকার করে?
বিশেষজ্ঞরা বলছেন ভিটামিন ই-এ আছে অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান। যা ত্বকের নানা সমস্যাই সমাধান করে। ভিটামিন ই-এর অ্যান্টি অক্সিড্যান্ট গুণের কথা একাধিক গবেষণাতেও উল্লেখ রয়েছে। ইন্ডিয়ান ডার্মাটোলজি অনলাইন জার্নালে প্রকাশিত গবেষণায় এই গুণের উল্লেখ রয়েছে।
ভিটামিন ই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই শীতে ভিটামিন-ই প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে।
ভিটামিন-ই ত্বকের বলিরেখা কমাতে সাহায্য় করে। মুখে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না। কারণ, এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস।
ভিটামিন-ই
এর ব্যবহারের ফলে ত্বক নরম থাকে। তাই নিয়মিত ভিটামিন ই ব্যবহার করতেই পারেন।
কীভাবে ব্যবহার করবেন?
1)ভিটামিন-ই ও গোলাপ জল
ভিটামিন-ই সরাসরি ত্বকে না লাগানোই ভালো। প্রয়োজনে সামান্য পরিমাণে গোলাপ জল নিন। ২ চামচ। একটা ভিটামিন ই ক্যাপসুল থেকে এক্সট্র্যাক্ট বের করে নিন। এই দুই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটা আপনার মুখে ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
2)অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে লাগান
অ্যালোভেরা আপনার ত্বকের জন্য় খুবই ভালো। এই কথা নিশ্চয়ই জানেন। এটি আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ত্বকে অ্যাকনের মতো সমস্যা সমাধান করে। ত্বকের টানটান ভাব ধরে রাখে। কীভাবে ব্যবহার করবেন?
একটি পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন। তার মধ্য়ে এক চামচ গোলাপ জল মিশিয়ে দিন এবং একটি ভিটামিন ই ক্যাপসুল এক্সট্র্যাক্ট মেশাতে হবে। প্রতিটি উপাদান ভালো করে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। সেটি আপনার মুখে ভালো করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
এছাড়াও

টি ট্রি অয়েল ও ভিটামিন-ই রয়েছে, যা আপনার ত্বকের অ্যাকনের সমস্যা সমাধান করে। সহজেই অ্যাকনে হতে দেয় না। এদিকে ভিটামিন ই-এর উপকারী অ্য়ান্টি অক্সিড্যান্ট উপাদানও আপনার ত্বকের জন্য খুবই ভালো।

একটি পাত্রে সামান্য পরিমাণেগ্রিন টি ও ভিটামিন-ই
গ্রিন টি এক কাপ নিন। গ্রিন টি ঠান্ডা করে নিতে হবে। এর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে দিন। ২টি ভিটামিন ই ক্যাপসুল নিন। তার এক্সট্র্যাক্ট বের করে নিন। ভিটামিন ই ও গ্রিন টি মিশিয়ে দিন।

প্রত্যেকটি উপাদান ভালো করে ফুটিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার ওই মিশ্রণ ভালো করে ঠান্ডা করে নিন। ঘরের তাপমাত্রায় আসতে দিন। তারপর সেটি মুখে লাগান। এতে আপনার ত্বক ভালো থাকবে।
ডিসক্লেইমার: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যে, এটি কোনও ওষুধ বা চিকিৎসার অঙ্গ নয়। বিস্তারিত জানতে বা কোন সমস্যায় বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিন।

অনুব্রতর পথে বেচারাম।। বিধায়কের মুখে এবার পুলিশকে তুলে আছাড় মারার কথা। কৃষি বিপণনমন্ত্রীর হুমকি ঘিরে বিতর্ক তুঙ্গে।।পুল...
19/12/2022

অনুব্রতর পথে বেচারাম।। বিধায়কের মুখে এবার পুলিশকে তুলে আছাড় মারার কথা। কৃষি বিপণনমন্ত্রীর হুমকি ঘিরে বিতর্ক তুঙ্গে।।
পুলিশকে পরিচালানা করতে চাইছেন, পারছেন না, তাই হুমকি মন্ত্রীর :বলছেন দিলীপ ঘোষ।

সাগ্নিক পালের রিপোর্ট,নিউজ যাওয়ার,কলকাতা:পড়েছে ডিসেম্বর মাস হালকা শীতে যুযু ধান দুপক্ষে চলছে হুঁশিয়ারি পাল্টা হুশিয়া...
04/12/2022

সাগ্নিক পালের রিপোর্ট,
নিউজ যাওয়ার,
কলকাতা:পড়েছে ডিসেম্বর মাস হালকা শীতে যুযু ধান দুপক্ষে চলছে হুঁশিয়ারি পাল্টা হুশিয়ারি।হেভিওয়েট বিজেপি বনাম হেভিওয়েট তৃণমূল।। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী,শনিবারের মেগা ডুয়েলে দু’জনের গলাতেই উঠে এল সেই ডিসেম্বর হুঁশিয়ারি। কিন্তু কী হবে ডিসেম্বর মাসে।
ঠিক কী চমক?
কি দেখাবে বাংলা ?
আদৌ কিছু হবে তো?
নাকি সবটাই ধক্কানিনাদ? এরকমই নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনীতির অলিন্দে।।

সাগ্নিক পালের রিপোর্ট: নিউজ আওয়ার,কলকাতা।।যুদ্ধাবসান,বিদায় ঐন্দ্রিলা।।গত ২ নভেম্বর হঠাৎই আসে দুঃসংবাদ। ব্রেন স্ট্রোকে ...
20/11/2022

সাগ্নিক পালের রিপোর্ট: নিউজ আওয়ার,কলকাতা
।।যুদ্ধাবসান,বিদায় ঐন্দ্রিলা।।
গত ২ নভেম্বর হঠাৎই আসে দুঃসংবাদ। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে সংকটজনক অভিনেত্রী ঐন্দ্রিলা। হাওয়ার মতো খবর ছড়িয়ে পড়ে,কিন্তু নতুন করে আশায় বুক বেঁধেছিলেন অনেকেই। দু-বার ক্যানসার বিজয়ী অভিনেত্রী আবার হয়তো হাসিমুখে ক্যামেরার সামনে এসে দাঁড়াবেন।মানুষের মনে এই বিশ্বাস হয়তো গেঁথে দিয়েছিলেন ঐন্দ্রিলাই।
এত সহজে মৃত্যু ছুঁতে পারবে না তাকে।
সময় পেরিয়েছে...
প্রতিদিন ঐন্দ্রিলার লড়াই চলেছে হাসপাতালের বিছানায়। আর তাঁর পাশে দাঁড়িয়ে সমানভাবে লড়াই করেছেন তার পরিবার আর প্রেমিক সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) ও চিকিৎসকেরা।
শরীরের সঙ্গে লড়াইয়ের চেয়ে কিছু কম কঠিন ছিল না মনের সঙ্গে লড়াই,তবে শেষ রক্ষা হলো না।সমস্ত আশাকে নস্যাৎ করে
না ফেরার দেশের চলেগেলেন ঐন্দ্রিলা।।

নিউজ আওয়ার,কলকাতা: ২ দিনের জন্য ED- র হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়।আজ শিল্পমন্ত্রী কে ব্যাঙ্কশাল কোর্টে তোলাহলে দুদিনের ED...
23/07/2022

নিউজ আওয়ার,কলকাতা: ২ দিনের জন্য ED- র হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়।আজ শিল্পমন্ত্রী কে ব্যাঙ্কশাল কোর্টে তোলাহলে দুদিনের ED হেফাজতের নির্দেশ দেয় মহামান্য আদালত।সোমবর পুনরায় এই মামলার শুনানি হবে।

নিউজ আওয়ার,কলকাতা:CGO কমপ্লেক্সে নয়, তেবকি আদালতের পথে পার্থর গাড়ি ?শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ...
23/07/2022

নিউজ আওয়ার,কলকাতা:CGO কমপ্লেক্সে নয়, তেবকি আদালতের পথে পার্থর গাড়ি ?
শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার পর গন্তব্যস্থল কোথায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কি তবে নিয়ে যাওয়া হচ্ছে না সিজিও কমপ্লেক্সে, গাড়ির অভিমুখ পরিবর্তনে তারই ইঙ্গিত। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও আটক ।

নিউজ আওয়ার,কলকাতা: ২৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হলেন মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থচট্টপাধ‍্যায়।গ্রপতার করলো E...
23/07/2022

নিউজ আওয়ার,কলকাতা: ২৬ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হলেন মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থচট্টপাধ‍্যায়।গ্রপতার করলো ED.পার্থ বাবুর আইনজীবী জানান আজই তাকে আদালতে তোলাহবে।তাক নিয়েযাওয় হচ্ছে সিজিও কমপ্লেক্স এ।

Address

Baghajatin
Kolkata
700092

Telephone

+918240928352

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Hour posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Hour:

Videos

Share



You may also like