R.N. Pigeon Loft

R.N. Pigeon Loft এটা কবুতর চিকিত্সা পাতা। এটি একটি কবুতর বিক্রয় পাতা নয়। সবাইকে ভিডিও গুলো দেখার অনুরোধ করছি।

18/11/2023

Sorry everyone 😢

15/11/2023

আমাকে রিপোর্ট মারা হয়েছে 😢 এবং আমার শেয়ার করা কনটেন্ট একাধিক গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ।

আমি আর মনে হয় ভিডিও করতে পারবো না। 🥺 আমি ভিডিও গুলো গ্রুপে শেয়ার করেছিলাম এটাই আমার কি ভুল আমাকে 6 দিনের জন্যে আমার পেজ এবং আমার Facebook lock করে দিয়েছে। যদি আমি ভুল করে থাকি সবাই ক্ষমা করে দিও। 20 November আগে পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করতে পারবো না।

06/11/2023

আপনার পায়রা হটাত করে হাটতে পারছে না।
ডিম দেওয়ার পর আর হাটতে পারছে না ।
ভিডিও টা আপনার জন্য। #কবুতর #পায়রা

05/11/2023

How to treat pigeon pox
পায়রার পক্স ট্রিটমেন্ট।
কবুতর পক্স ট্রিটমেন্ট।
Pigeon pox treatment #কবুতর #পায়রা

01/11/2023

Sust kobutar ilaj
আপনার পায়রা গাফুলিয়ে বসে আছে। কিছু খাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি কি করবে ভিডিও টা আপনার জন্য।-------
আর ভিডিওতে একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনার পায়রা কে বিট লবণ দিয়ে রুটি করে খেতে দেবেন অবশ্যই।

29/10/2023

আপনার পায়রার পায়ে গাট হয়ে গেছে
হাঁটতে চলতে পারছে না।
বাজুতে গাট হয়ে গেছে উড়তে পারছে না।
বুঝতে পারছেন না কি করবেন ভিডিওটা পুরোপুরি দেখুন।।

25/10/2023

আপনার পায়রা কে ঠান্ডা থেকে বাঁচাতে এই তেল টা আপনার 10কেজি বা 15কেজি দানা সঙ্গে ভালো করে মিক্স করে, রোদে শুকিয়ে তার পর খেতে দিন। #পায়রা #কবুতর

22/10/2023

R.N Pigeon Loft...
পায়রার সবুজ পায়খানা করছে ,চুন পায়খানা করছে,রক্ত পড়ছে । ট্রিটমেন্ট #পায়রা

21/10/2023

পায়রার ক্যাঙ্কারের জন্য ট্রিটমেন্ট।
Cankar Tretment for Pigeon . #পায়রা

19/10/2023

R.N Pigeon 🐦 Loft..

এই ভিডিও টা facebook থেকে নেয়া। যাদের পায়রার এমন করছে তারা Betnesol Forte 2÷ 1÷ দাও ওর সাথে Erythromycin 250mg 4÷ এর 1÷ দাও। দিনের দিন result পাবে। সকাল সন্ধা 2 টাইম দাও 2দিন থেকে 3দিন। ঠিক হয়ে যাবে। Comment Box এ ঔষধ এর ছবি দেয়া আছে চেক করে নেবেন। Comments box madicine Photo দেয়া আছে।

Inbox me
16/10/2023

Inbox me

15/10/2023

R.N Pigeon Loft..
কবুতর স্নান কি দিয়ে করাবেন । #পায়রা

R.N P'igeon Loft. New cute baby 🥰 J.F.S
13/10/2023

R.N P'igeon Loft.
New cute baby 🥰 J.F.S

যাদের পায়রার ডিম জমছে না। মাদি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে ।TM egg formula. বা DL agge formula. খাবানোর নিয়ম....Madici...
04/10/2023

যাদের পায়রার ডিম জমছে না। মাদি ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে ।

TM egg formula. বা DL agge formula.

খাবানোর নিয়ম....

Madicine দেওয়া সময় দুপুর বেলা 1লিটার জলে হাফ চামস।
সকাল থেকে কিছুই খেতে দেবে না। না জল না খাবার।
তার পর খাবার ও medicne জল খেতে দেবে দুপুর বেলায়। আপনার যতো গুলো পায়রা ও পাখি আছে সব গুলো কে খেতে দাও ছোটো থেকে বড়ো। এক কথায় সব গুলো কে।
কত দিন দেবে.. 1দিন পর পর 20 থেকে 30 দিন দিবেন। Dl agge formula buy link
DECVIN DL Egg Formula - Poultry, Honey Bees and Bird Vitamin Supplements Water Soluble Supplements for Pigeons, Exotic Birds (250 g) https://amzn.eu/d/bJ0SGDU

01/10/2023

R.N Pigeon 🐦 Loft.

কবুতরের চোখ দেখে কিভাবে বুঝবো এটা ভালো মানের কবুতর কি না।

25/09/2023

Grit খাবার সময়। Video

GRIT....Pigeon বেস্ট Grit.সুরকি গুঁড়া 2 থেকে 4 কেজি অবদি. ajwain পাউডার 100gm.আদা পাউডার 100gm.হলদি পাউডার 30gm.ডিমের খ...
24/09/2023

GRIT....
Pigeon বেস্ট Grit.
সুরকি গুঁড়া 2 থেকে 4 কেজি অবদি.
ajwain পাউডার 100gm.
আদা পাউডার 100gm.
হলদি পাউডার 30gm.
ডিমের খুসা ভালো করে ধুয়ে রোদে সুখিয়ে গুঁড়া করে দিন 100 gm .
সুরকি পার কেজিতে 100gm বিট নুন দিবেন .
জলজিরা rs 1 টাকা 10 প্যাকেট . না হলে বড়ো প্যাকেট নিয়ে 50gm দেবেন । 💯% result আছে।

____________________________________________
সবগুলোকে মিক্স করে একটা পাত্র সংগ্রহ করে রাখুন। এতে আপনার পায়রার হজম ো শক্তি ভালো থাকবে এবং বাচ্চা খুব দ্রুত বড় হবে। রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। আর বিশেষ করে যারা বেধে পায়রা পোষা হয় তারা তো অবশ্যই দেবেন। সপ্তায় তিন থেকে চার দিন আপনার পায়রা কে খেতে দিন সকালে পেট ভরে । আলাদা করে মাটি গুঁড়া 12 মাস দিয়ে রাখুন আপনার পায়রা কে।

20/09/2023

আপনার পায়রা কে Lasota Vaccine কি ভাবে করবেন। step to step Full Video .
Kobutar ko Lasota vaccine karne ka Tarika .
#কবুতর #পায়রা

পায়রার কৃমি কোর্স করানোর সঠিক পদ্ধতি___বছরে 2 টি বার অবশ্যই পায়রা কে কৃমি কোর্স করাবেন।ঠান্ডা ওয়েদার হলে অনেক ভালো হয...
17/09/2023

পায়রার কৃমি কোর্স করানোর সঠিক পদ্ধতি___

বছরে 2 টি বার অবশ্যই পায়রা কে কৃমি কোর্স করাবেন।
ঠান্ডা ওয়েদার হলে অনেক ভালো হয় তা না হলে সকাল দেবেন কোন প্রবলেম হবেনা।
পায়রার কৃমি কোর্স করানোর আগে ৩-৪ দিন Liv 52 + Vimeral এক ডালা করে। এক লিটার জলে দেবেন । একদিন গ্যাপ দিয়ে তারপর কৃমি কোর্স করবেন । যেদিন পায়রার কৃমি কোর্স করবেন তার আগের দিন রাতে আপনার Loft থেকে জল ও খাবারও সরিয়ে নেবেন। Drontal Plus .1p*s . Tablet বা 60 থেকে 70 পিস পায়রার হিসাব ।1 লিটার থেকে 2 লিটার জল এ. ( 1পিস Drontal Plus tablet, বা Albomar, 15ml যে কোন একটি 100gm to 150gm চিনি বা আখের গুড় জলে মিক্স করবেন ) ভালো করে মিক্স করার পর জলটাকে 20 মিনিট আলাদাভাবে একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখুন। তার পর এক একটি পায়রা কে সিরিঞ্জ এর মাধ্যমে 25 থেকে 30ml মেডিসিন জল দেবেন অবশ্যই দেওয়ার সময় জলটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে দেবে।। তার 4 ঘন্টা পর পায়রা কে কিছু খেতে দেবেন। ( আবার একদিন পর Liv 52 + Vimeral এক ডালা করে। এক লিটার জলে দেবেন আবার ৩ -৪ দিন ) কোর্স কমপ্লিট ❤️ any information call me 6290400431

R.N Pigeon 🐦 Loft....Medicine টা যে যে কারণে ব্যাবহার করতে পারবেন,১) পায়রা হালকা হয়ে মারা যাচ্ছে হাড্ডি বার হয়ে গেছে ...
16/09/2023

R.N Pigeon 🐦 Loft....

Medicine টা যে যে কারণে ব্যাবহার করতে পারবেন,
১) পায়রা হালকা হয়ে মারা যাচ্ছে হাড্ডি বার হয়ে গেছে কিছু খাচ্ছে না বুঝতে পারছেন না কি করবেন ।
২) ডিম দেয়ার পর হাঁটতে পারছে না।
৩) পায়রার বাজু বা ডানা যুলে গেছে।

নিচে দেওয়া ওষুধগুলো পিষে মিক্স পাউডার করে একটা পাত্রে সংগ্রহ করে রাখুন। ১০০% রেজাল্ট আমার সাত বছরের অভিজ্ঞতা আমি যেটা জানি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম । আমার মনে হয় না যে এর থেকে ভালো ওষুধ আর কিছু আছে কি না জানি না এবং এটা আমি ইউজ করেছি এবং করছি । দেওয়ার নিয়ম,,,, আপনার দুটি আঙুলে দুই চিমটা পরিমাণ দেবেন । একটা সিরিজে চার থেকে পাঁচ এমএল জল এর সঙ্গে মিক্স করে খাইয়ে দিন । সকাল সন্ধ্যা দু টাইম । any information call me 6290 400 431

আপনি যদি 12 মাস আপনার পায়রা বা পাখি কে রোগ মুক্ত রাখতে চান  তাহলে কমপক্ষে সপ্তাহে 2 দিন 1 লিটার  জলে  এক ঢাকনি করে,  Liv...
16/09/2023

আপনি যদি 12 মাস আপনার পায়রা বা পাখি কে রোগ মুক্ত রাখতে চান তাহলে কমপক্ষে সপ্তাহে 2 দিন 1 লিটার জলে এক ঢাকনি করে, Liv-52 বা brotone, জে কোনো একটা দিতে পারো + Vimeral অনেকেই ভাবছেন হয়ত দুটি liquid একসাথে ব‍্যাবহার করা ঠিক হবে কী না...দায়িত্ব নিয়ে বলছি কোন Problem হবেনা।( Enrofloxacin, যে কোনো কোম্পানির। আলাদা করে 1 লিটার জলে দিবেন। যে দিন Vimeral + Liv 52 দেবেন তার 2দিন পর এটা দেবেন।
সপ্তাহে 1 বার ) অন্তত আপনার গাফিলতি তে Loft এ কোন রোগ আসবেনা....

16/09/2023

King 👑 Male in R.N Pigeon 🐦 Loft..
J.F.S

15/09/2023

Badshah Male in R.N Pigeon 🐦 Loft..
J.F.S

প্রথমত কথা আমি আপনাদেরকে বলি । আমি কোন মেডিসিন সেল করি না। Lasota vaccine ফ্রিজ করে রাখতে হয়। Lasota Vaccine কেন করবেন ...
10/09/2023

প্রথমত কথা আমি আপনাদেরকে বলি । আমি কোন মেডিসিন সেল করি না। Lasota vaccine ফ্রিজ করে রাখতে হয়। Lasota Vaccine কেন করবেন । লাসোটা ভ্যাকসিন রানীক্ষেত রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি। যেমন ঘাড় টাল, চুন পায়খানা, সবুজ পায়খানা, চোখ দিয়ে জল পড়া, মাথা কাপানো,আরো অন্যান্য রোগ প্রতিরোধ করে । Lasota Vaccine কিভাবে করবেন । একটা সিরেন্স এর মাধ্যমে দুটোকে মিক্স করে ৫ পাঁচ মিনিট রেখে দেবেন অবশ্যই ফ্রিজের ঠান্ডা জলে বুড়িয়ে রাখবেন তারপর একটি পায়রার একটি চোখে এক ফোঁটা দেবেন । দেওয়ার টাইম । ঠান্ডা ওয়েদার হলে অনেক ভালো হয় । যেমন November বা December মাসে করলে অনেক ভালো হয়। তা না হলে সকালে দেবেন। যেদিন দেবে সেদিন পায়রা কে রোদ লাগাতে দেবে না আর অন্য কোন মেডিসিন দেবে না। 2 ঘণ্টা খাবার বা কিছুই দেবে না। Lasota Vaccine বছরে দুবার করবেন আপনার পায়রাকে সুস্থ রাখার জন্য .100 dose .. 100 p*s পায়রার হবে । সামান্য টাকার জন্য আপনার পায়রা অনেক সুস্থ থাকবে । Any information call me 6290 400 431

08/09/2023

My Favourite Female in R.N Pigeon 🐦 Loft

R.N Pigeon loft..   So pretty Baby.          ....Just for so..
07/09/2023

R.N Pigeon loft..
So pretty Baby.
....Just for so..

Eyes infection Problem Solution.1) চোখ দিয়ে জল ঝরছে । 2) চোখ ফুলে আছে চোখে সাদা অংশ দেখা যাচ্ছে। 3) নাক দিয়ে জল ঝরছে ।...
03/09/2023

Eyes infection Problem Solution.

1) চোখ দিয়ে জল ঝরছে ।
2) চোখ ফুলে আছে চোখে সাদা অংশ দেখা যাচ্ছে।
3) নাক দিয়ে জল ঝরছে । only tablet দেবেন সেম টু নিয়ম।
4) পায়রার কাশি হচ্ছে । only tablet দেবেন সেম টু নিয়ম।

বুঝতে পারছেন না কি করবেন । ফিটকারি জল দিয়ে এক দুই ফোঁটা চোখটাকে ধুয়ে নিন তারপর ড্রপ দেবেন। Betnesol Forte 2÷1 .. Azithromycin 250mg 4÷1 সকাল সন্ধ্যা দু টাইম দিন । তার পর 2 ঘণ্টা রোদে দিন একটা খাঁচাতে। Eyes Drop ভালো যে কোনো কোম্পানির সকাল সন্ধ্যা দু টাইম একফোঁটা করে চোখে দিন । সব নিয়ম গুলো 3- দিন করবেন ....💯 Result any information call me 6290400431

R.N Loft.. King 👑
01/09/2023

R.N Loft.. King 👑

My Loft..  Best Rani 👑
05/05/2023

My Loft.. Best Rani 👑

Just for so Rani
02/05/2023

Just for so Rani

01/04/2023

সব কবুতর প্রেমী কমেন্ট করবে ।।

27/03/2023

JFS রাজা। রানী 👑

14/01/2023

Falcon attack so sad 😢😢😢

08/01/2023

Just for so 😘😘😘

Just for so.. male my Loft
24/12/2022

Just for so.. male my Loft

Address

Kolkata
KANKINARANOIHATI

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.N. Pigeon Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies