Kobita Samvar

Kobita Samvar কবিতা সম্ভার আপনাদের জন্য নিয়ে এসেছ?
(5)

03/11/2023

Boitan Magazine বৈতান পত্রিকা আপনাদের জন্য নিয়ে এসেছে একটি সুবর্ণ সুযোগ আপনারা যারা কবিতা লেখেন বা গল্প লেখেন আপনারা আপনাদের গল্প আমাদের পত্রিকায় দিতে পারেন তার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার হল 9836355905
শর্তাবলী প্রযোজ্য

27/03/2023

Story : Basanta Kal

Writer : Suman Maity

Voice : Sutirtha Chatterjee

17/10/2022

Kobita Samvar

|| কবিতা : " দশমীর পরে " ||
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

দশমীতে পূজো শুরু।

আচ্ছা মা তুই কি সবার মা।

তাহলে নতুনে পোষাকের
বদলে পথকুড়ানীদের-------
গায়ে কেনো ছেঁড়া জামা।।

দূর্গাপূজে নিয়ে যখন লিখতে
বলেন পাঠশালার গুরু।

কেন কচিকাঁচারা লেখে পূজো
তাদের দশমীর পর শুরু।।

বলতে পারিস মা এমন
কেন হয়।

আনন্দ ঘন মুহুর্তেও চোখে
জলের ধারা বয়।


পূজোর দিনগুলি যে তারা
থাকে জানালায় দাঁড়িয়ে।

বাবা যে আসবে শহর থেকে
টাকা নিয়ে।

স্মৃতিতে ভাসে গতবছরের
দিনটি ছিল ষষ্টি।

ফ্যাল ফ্যাল করে তাকিয়ে
‌ সবার নতুন জামায়------
বাচ্চা মেয়েটির অবাক দৃষ্টি।

আদো আদো গলায় মাকে
বলে সে মা ও মা--------------
আমার নতুন জামা হবেনা।

বাবাকবে বাড়ি আসবে একটি
বার বলোনা।।

আঁচলে চোখ মুছে মা বলে
আমায় আর জ্বালাস নে।

বাবা যে গেছে ঢাক বাজাতে
কলকাতায় বড় বড়------------
প্যান্ডেল আছে যে সেখানে।

মা তখোন তো পূজো শেষ
হয়ে যাবে।

পূজোর পর আর নতুন জামা
দিয়ে কি হবে।

দুঃখ করিসনে আমার সোনা
মনা।

গরিবদের যে বড়লোকদের
মতোন আনন্দ মানায় না।।

দেখেছিস তোর থেকেও ঐ
ছোট্ট মেয়েটি।

চেটেপুঁটে খাচ্ছে ফেলে দেওয়া
ঘুগনির পাতাটি।।

হয়তো ওর মা আছে ,বাবা কে
কোনদিন দেখেও নি।

সবার এঁটো ছাড়া ভাগ্যে ভালো খাবার হয়তো ----------
কোনোদিন জোটেনি।।

পথকুড়ানী মেয়েটিরথেকে তুই
যে আছিস অনেক ভালো।

আমাদের ঘরে তবু তো জ্বলে
কেরোসিনের আলো।।

বড়লোকের মা দূর্গা চায় না
যে আমাদের ভালো।

গরীবদের জীবনে ঘোরে ফেরে
অমাবস্যার কালো।।

মা আমার হাতটা ছাড়োনা
ছুট্টে গিয়ে প্রসাদ নিয়ে আসি।

মিষ্টির প্যাকেটে প্রসাদ যে
প্যান্ডেলে রাশি রাশি।।

দাঁড়া সোনা পূজো দিয়েছি
মাত্র পাঁচ টাকার বাতাসায়।

সবার শেষে দেবে নিশ্চয়ই
দাড়িয়ে আছি সেই আশায়।।

আজপূজোরআগে মা তোকে
নিয়ে লেখার ক্ষনে।

বারবার গত বছরের ঘটনাটি
পড়ছে যে মনে।।

বল না মা গরীবদের জীবনে
কেন এতঅনাহারের ছায়া।

কেন তোর হয়না ওদের জন্য
এতটুকু মায়া।

তবুও ওরা তোকে দেয় পূজো
যদিও বাতাসা।

যতুই থাকুক জীবনে দারিদ্র
বা হতাশা।।

ঐ পথকুড়ানী মেয়েটির আছে
কি কোন দোষ।

বিরোধী মোন যে বারে বারে
করে তোর কাছে আফশোষ।।

এবছরেও মা তোর চরনে
দেবে সবাই অঞ্জলী।

দশমীর পরথেকে কারোর যেন
পূজো না হয় শুরু-------------
শুধু এই কথাটিই বলি।।

ডাঃ পবিত্র কুমার সাহা।

অসমাপ্ত ------------ কলমে - ডালিয়া দে ---------------------------যে পথ গেছে হারিয়ে আঁধারে     তুমি ঠিক সেই পথে এলে,কালো ...
27/09/2022

অসমাপ্ত
------------
কলমে - ডালিয়া দে
---------------------------

যে পথ গেছে হারিয়ে আঁধারে
তুমি ঠিক সেই পথে এলে,
কালো ছায়া যায়না চেনা
অসীম সীমানা মরুপথ ফেলে l

আমি দূরে তার ও ওপারে
আলোর ঠিকানার সন্ধানে,
তুমি রয়ে গেলে গহন আঁধারে
পাইনা দেখা কোন অভিমানে?

তবে কি মিথ্যা ভাঙা স্বপন
রয়ে গেলে শুধু অধরাই,
প্রেম আর প্রেমিকার সাথে
ক্ষনিকের জানা শুধু পরিচয় l

নিঃশব্দ নিশুতি জোছনায়
ঘন কালো তার ছায়া,
চিরধরা বুকে ছবি আঁকে
স্মৃতির গভীরে সে কোন মায়া?

যে পথ গেছে হারিয়ে আঁধারে
তুমি ঠিক সেই পথে এলে,
পাইনা দেখা কোন অভিমানে?
গহন আঁধারে তবু রয়ে গেলে ll

রাখীতত্ব                     ওগো বন্ধু জানো কি ইতিহাসের----------------------                             ইতিকথা।রাখিবন্...
11/08/2022

রাখীতত্ব

ওগো বন্ধু জানো কি ইতিহাসের----------------------
ইতিকথা।

রাখিবন্ধনে আছে পৌরাণীক,
ঐতিহাসিক ও সম্প্রীতির
মালা গাঁথা।।

শুভদ্রা প্রশ্ন কৃষ্ণরে দাদা
দ্রৌপদী কি আমার
থেকে ও আপন।

মৃদু হেসে দাদা বলে আসলে
সময় বোঝাবে,----------------
কে অধিক প্রীয়জন।।

শিশু পালেরে হত্যা করি আসে
যখন সুদর্শন চক্র ফিরে।

চক্রের আঘাতে কৃষ্ণের হাত
অঝোড়ে রক্ত ঝড়ে।

শুভদ্রা বস্ত্র খোঁজে বাঁধনের
‌। তরে।

দ্রৌপদী নিজ কাপড় ছিরি
বাঁধন বাঁধে কৃষ্ণের
হাতের উপরে।

নত শিরে তাকায়শুভদ্রা
লজ্জিত বদনে।

বিশ্ব দেখে দ্রৌপদী বাঁধে
কৃষ্ণরে ------------------
। রাখীর বন্ধনে।।

বাহাদুর শাহের আক্রমনে
চিতর রাজ্য যখন যায় যায়।

সম্রাট হুমায়ূনের সাথে রাখীর
বন্ধনে রাণী কর্ণবতী নিজ
রাজ্য বাঁচায়।।

বিজয়ী আলেকজান্ডারের ব্যবহার পুরুর সাথে
রাজার মতন।

স্ত্রী রোজনা রাখী পড়িয়ে
পুরুষ সাথে তোলেন গোড়ে
ভ্রাতৃত্বের বন্ধন।।

শুভ ও লাভ রাখী পড়িবার করে বায়না পিতা----------
গণেশের তরে।

কণ্যা মা সন্তোষীরে গনেশ করেন---------------------
সৃষ্টি যজ্ঞ কোরে ।।

যমুনা বাঁধে রাখী তাঁর যম
দাদারে।

মোর বোনটিরে যে করিবে
স্মরণ------------------
‌‌ আমি যাবনা কভূ তাঁর দ্বারে।।

ভগবানের ত্রিপাদ নেয় স্থান স্বর্গ,-----------------------
পাতালও বালিরাজের মস্তক।

আহ্লাদিত ভগবান যান হয়ে
বালি রাজ্যের দ্বার রক্ষক।।

স্বামীর লাগি বালী রাজ্যে আসেন---------------------
মা লক্ষ্মী শ্রী মতী।

ছিন্নবস্ত্র ছিড়ি বালিরাজের হাতে রাখী বেঁধে------------
পান ফিরে নিজ পতি।।

ঐতিহাসিক,পৌরাণীক ইতি
বৃত্তে বলিলাম কথা।

রাখী বন্ধণে আছে আরও
সৌহার্দ্য ও সম্প্রীতি গাঁথা।।

আজ ধর্ম নির্বিশেষে সবাই
এই দিনটির শরিক।

রাখী হলো আত্মীয়,বন্ধুত্ব ও
সৌহার্দের প্রতীক।।

ডাঃ পবিত্র কুমার সাহা।

তুমি রবে নীরবে অনুষ্ঠানে শুনুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি সংগীত শিল্পী কৃষ্ণেন্দু দাস এর কন্ঠে  ।। ভা...
08/08/2022

তুমি রবে নীরবে অনুষ্ঠানে শুনুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি সংগীত শিল্পী কৃষ্ণেন্দু দাস এর কন্ঠে ।। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।।
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/oS4CmxI2w5M

💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸💐আজ ২২শে শ্রাবণ । সেই উপলক্ষে কবিগুরুরবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধা নিবেদন করে একটি বিশেষ নিবেদন ।....

আজ ২২ শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধা নিবেদন করে আমাদের শিল্পী প্রানেশ্বর মন্ডল এর কন্ঠে শুনুন একটি কবিতা...
08/08/2022

আজ ২২ শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধা নিবেদন করে আমাদের শিল্পী প্রানেশ্বর মন্ডল এর কন্ঠে শুনুন একটি কবিতা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।।
Please do subscribe our channel
👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/pl1RThiNpA8

🌸💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸💐আজ ২২ শে শ্রাবণ। সেই উপলক্ষে কবিগুরুরবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধা নিবেদন করে একটি বিশেষ নিবেদন ...

" তুমি রবে নীরবে "🌸🌸🌸🌸🌸🌸অনুষ্ঠানে  প্রথম নিবেদন ফটোগ্রাফার ও সংগীত শিল্পী অভিষেক দাস এর একটি অসাধারণ সংগীত পরিবেশনা। ভাল...
08/08/2022

" তুমি রবে নীরবে "
🌸🌸🌸🌸🌸🌸
অনুষ্ঠানে প্রথম নিবেদন ফটোগ্রাফার ও সংগীত শিল্পী অভিষেক দাস এর একটি অসাধারণ সংগীত পরিবেশনা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/Zfgd9MlGJ7A

💐🌸💐🌸💐🌸💐🌸💐🌸💐আজ ২২শে শ্রাবণ । সেই উপলক্ষে কবিগুরুরবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধা নিবেদন করে একটি বিশেষ নিবেদন ।....

" তুমি রবে নীরবে "🌸🌸🌸🌸🌸🌸৮ই আগষ্ট, ২০২২ ( ২২ শে শ্রাবণ, ১৪২৯ ) প্রাণের ঠাকুর প্রয়াণ দিবস উপলক্ষে থাকছে ছোট্ট শিল্পী দ্বি...
03/08/2022

" তুমি রবে নীরবে "
🌸🌸🌸🌸🌸🌸
৮ই আগষ্ট, ২০২২ ( ২২ শে শ্রাবণ, ১৪২৯ ) প্রাণের ঠাকুর প্রয়াণ দিবস উপলক্ষে থাকছে ছোট্ট শিল্পী দ্বিতীয়া খোটেল। সারাদিন ব্যাপী অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল এ।
অনুষ্ঠান টি দেখার জন্য অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://youtube.com/c/SKYDREAMSPRODUCTION

SKY Dreams Production #কবিতা #সংগীত
Sky Dreams Production #কবিপ্রণাম

যে বা যারা প্রোগ্রাম এ অংশগ্রহণ করতে চান দয়া করে ২রা আগস্ট এর মধ্যে ভিডিও বা অডিও করে whatapp No এ করে সেন্ড করে দিন।। ...
26/07/2022

যে বা যারা প্রোগ্রাম এ অংশগ্রহণ করতে চান দয়া করে ২রা আগস্ট এর মধ্যে ভিডিও বা অডিও করে whatapp No এ করে সেন্ড করে দিন।।
WhatsApp No 📞9836355905
( All participants get E- Certificate)
SKY Dreams Production
Sky Dreams Production

💐💐💐💐💐 অভিনন্দন 💐💐💐💐💐SKY Dreams Production      & Kobita Samvar    এর পক্ষ থেকে কবিতা সম্ভার আযোজিত অনলাইন " কবিতা "  প্র...
07/07/2022

💐💐💐💐💐 অভিনন্দন 💐💐💐💐💐

SKY Dreams Production &
Kobita Samvar এর পক্ষ থেকে

কবিতা সম্ভার আযোজিত অনলাইন " কবিতা " প্রতিযোগিতায় 2022 এ দ্বিতীয়া খোটেল
প্রথম স্হান অধিকার করেছে। আমরা তার সুসাস্হ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

সম্মাননা তারিখ : ০৭ .০৭.২০২২

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏



❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

https://youtu.be/4s8lxrxITY4
01/07/2022

https://youtu.be/4s8lxrxITY4

আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।।আজ তিন ভাই বোন একসাথে রথে করে মাসীর বাড়ী যাবে রথে চেপে।।আর সেই রথের দড়ি ট....

সকলকে শুভ রথযাত্রার শুভকামনা জানাই।শ্রী শ্রী জগন্নাথ দেব সবার মুখে হাসি ফোটাক।শিরোনাম--রথযাত্রার একাল, সেকালকলমে--নীতা ক...
01/07/2022

সকলকে শুভ রথযাত্রার শুভকামনা জানাই।

শ্রী শ্রী জগন্নাথ দেব সবার মুখে হাসি ফোটাক।

শিরোনাম--রথযাত্রার একাল, সেকাল
কলমে--নীতা কবি মুখার্জী
1/7/2022

জয় জয় জগন্নাথ! শুভ করো সবাকার
ধরাধামে বর্ষিত হোক তোমার করুণা অপার।

আমরা যেতাম রথ দেখতে, জগন্নাথের রথ
দল বেঁধে সব যেতাম হেঁটে বহুদূরের পথ।
রথের দড়ি টানলে নাকি মহাপুণ‍্য হয়
মা- দিদিমা বলতেন সব, মিথ‍্যে কথা নয়।

সকাল সকাল স্নানটি সেরে শুদ্ধ কাপড় পরে
খাবার বেঁধে নিয়ে যেতাম বাবার হাতটি ধরে।

জেঠতুতো ভাই, খুড়তুতো ভাই, মাসী-পিসী যতো
হাসি, গল্প, গান গেয়ে সব কতো মজা হতো।

এক পয়সার মণ্ডা কিনে দিতাম রথের পরে
পাঁপড় ভাজা খেতে খেতে ফিরতাম সব ঘরে।

দড়িখানা টানার জন্য কতো হুটোপুটি!
সবার ভাগের পুণ‍্যটুকু একাই যেন লুটি।

আজকাল সে সব নেই রে বাবা! রথের মেলায় যাওয়া
হৈ-হুল্লোড়, হাসিমজা, পাঁপড় ভাজা খাওয়া।
আধুনিকের যুগ এ যে ভাই, ক‍্যারিয়ারই সব
দিনরাত্তির পড়া পড়া, ভুলে যাও উৎসব!

ওসব নাকি ব‍্যাকডেটেড ভাই, ভাদু-পূজা, রথের মেলা
একলা ঘরে বসে শুধু মোবাইলে গেম খেলা!

বাবা-মা সব অফিসে যায়, ঠাম্মা-দাদু বৃদ্ধাশ্রম
নিউক্লিয়ার ফ‍্যামিলিতে শিশুদের উঠে উপর-দম!

Copyright@nitakabi
12/6/2022

প্রয়াণ-দিবসের শ্রদ্ধাঞ্জলিশিরোনাম--মধুকবি (মাইকেল মধুসূদন  স্মরণে)কলমে --নীতা কবি মুখার্জীতারিখ--29/6/2022আমাদের অতি প্...
29/06/2022

প্রয়াণ-দিবসের শ্রদ্ধাঞ্জলি

শিরোনাম--মধুকবি (মাইকেল মধুসূদন স্মরণে)
কলমে --নীতা কবি মুখার্জী
তারিখ--29/6/2022

আমাদের অতি প্রিয় কবি মাইকেল মধুসূদন তুমি
তোমার তুলনা তুমিই কবি, চরণখানি চুমি।

জন্ম নিলে যশোর জেলার কপোতাক্ষ-তীরে
পথিক-প্রবর আজো চেয়ে রয় জন্মস্থানটি ঘিরে।

রাজনারায়ণ পিতা তোমার,জাহ্নবী-দেবী মাতা
তোমার সৃষ্টি লিখে দিয়ে গেছে তাদেরও গৌরবগাথা।

মেঘনাদ বধ অমর সৃষ্টি, অমিত্রাক্ষরের জন্ম
বাংলা ভাঁড়ার সমৃদ্ধ করেছো, সার্থক তব কর্ম।

বাংলা ভাঁড়ারে অমূল্য ধন দেখেছিলে তুমি কবি
তাই তো আজকে বাংলা সাহিত্যে উঠেছে সোনার রবি।

দুঃখ, দারিদ্র্য পারেনি হারাতে, তুমি ছিলে কালজয়ী
কাল-চক্রের অমোঘ নিয়মে তুমিই হয়েছো বিজয়ী।

বাঙালি হয়েছে মন্ত্রমুগ্ধ তোমার সৃষ্টির মন্তরে
তোমার মৃত্যু হয়নি কবি, আছো বাঙালির অন্তরে

বাঙলা-বাঙালী ভুলবে না তোমায়,
আছো যে জীবনে, মননে
সরস্বতীর বরপূত্র তুমি, রাখবো তোমায় স্মরণে।

Copyright@nitakabi
2/6/2022

20/06/2022
20/06/2022

#কবিতাপ্রতিযোগিতা || ||

19/06/2022

আগামীকাল আমাদের পেজে আসতে চলেছে কবিতা প্রতিযোগিতার ফলাফল

একটি অসাধারণ সঙ্গীত পরিবেশনা শুনুন শিল্পী চঞ্চল দাস এর কন্ঠে "চাঁদ হেরিছে চাঁদমুখ তার" ......Please do subscribe our cha...
26/05/2022

একটি অসাধারণ সঙ্গীত পরিবেশনা শুনুন শিল্পী চঞ্চল দাস এর কন্ঠে "চাঁদ হেরিছে চাঁদমুখ তার" ......
Please do subscribe our channel
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
https://youtu.be/E77gXp8Rlhg

নজরুল স্মরণেসঙ্গীত :- " চাঁদ হেরিছে চাঁদ মুখ" রচয়িতা :- কাজী নজরুল ইসলাম সংগীতশিল্পী :- চঞ্চল দাসপ্রোডাকশন : স্কাই ড্র.....

নজরুল স্মরণে একটি অসাধারণ পাঠ করলেন শিল্পী ক্ষমা ব্যানার্জি||Please do subscribe our channel👇👇👇👇👇👇👇👇https://youtu.be/i4n...
26/05/2022

নজরুল স্মরণে একটি অসাধারণ পাঠ করলেন শিল্পী ক্ষমা ব্যানার্জি||
Please do subscribe our channel
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/i4n9oKJbkyM

পাঠ :- প্রেমিকা নার্গিসকে লেখা নজরুলের চিঠিকণ্ঠ :- ক্ষমা ব্যানার্জিপ্রোডাকশন : স্কাই ড্রিমস প্রোডাকশন ভুল ত্রুটি ক...

নজরুল স্মরণে কাজী নজরুল ইসলামের একটি অমর সৃষ্টি কারার ঐ লৌহ কপাট নৃত্য পরিবেশনায় রাখি প্রসাদPlease do subscribe our cha...
26/05/2022

নজরুল স্মরণে কাজী নজরুল ইসলামের একটি অমর সৃষ্টি কারার ঐ লৌহ কপাট নৃত্য পরিবেশনায় রাখি প্রসাদ
Please do subscribe our channel
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/eemWbTqZcKw

সঙ্গীত :- কারার ঐ লৌহ কপাটরচয়িতা :- কাজী নজরুল ইসলাম নৃত্য পরিবেশনা : রাখী প্রসাদপ্রোডাকশন : স্কাই ড্রিমস প্রোডাকশনভ...

কলকাতা ও বাংলাদেশ খ্যাত শ্রাবণী কুন্ডুর  কন্ঠে শুনুন একটি অসাধারণ কবিতা কুলি মজুর|| Please do subscribe our channel👇👇👇👇👇...
26/05/2022

কলকাতা ও বাংলাদেশ খ্যাত শ্রাবণী কুন্ডুর কন্ঠে শুনুন একটি অসাধারণ কবিতা কুলি মজুর||
Please do subscribe our channel
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/wlhVQJJ5fZE

নজরুল স্মরণেকবিতা : কুলি মজুররচয়িতা : কাজী নজরুল ইসলামকন্ঠ : শ্রাবণী কুন্ডুপ্রোডাকশন : স্কাই ড্রিমস প্রোডাকশন অস....

26/04/2022

খুব শীঘ্রই আসতে চলেছে কবিতা প্রতিযোগিতার ফলাফল

Kobita Samvar সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। নতুন বছরে শুভ হোক সবকিছু।শিরোনাম--নতুনের গান গাইনীতা কবি ম...
15/04/2022

Kobita Samvar

সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। নতুন বছরে শুভ হোক সবকিছু।

শিরোনাম--নতুনের গান গাই
নীতা কবি মুখার্জী
15/4/2022

নব আনন্দে জেগে ওঠো আর তারে আহ্বান করো
নতুন বছর এসেছে দুয়ারে নতুন আশায় ভরো।
নবীন যুগের নব সম্ভার ,ধনে ধানে ফুলে ভরুক সবার
দুঃখ দারিদ্র্য দূরে যাক আর নতুন আলোর জয়জয়কার।

পুরাতন আর অশুভ যতো জ্বলে পুড়ে সব হয়ে যাক ছাই
নবনবীনের গান গেয়ে আজ নতুন সমাজ গড়ে তোলা চায়
প্রদূষণে ভরা পৃথিবীটাকে দূষণমুক্ত করবো আমরা
সকলে হাসবো, সকলে গাইবো, বাঁচবো সবাই মানুষের পারা।

অন‍্যায় সয়ে বাঁচার চেয়ে লড়াই করে মরা ভালো ভাই
মাথা উঁচু করে বাঁচার জন‍্যে লড়াই করবো আমরা সবাই
হালখাতা আর গাজন মেলায় মিলবো আমরা সব ভাই ভাই
ধনী দরিদ্র দেখবো না ভাই, একসাথে নিয়ে চলবো সবাই।

ধর্মান্ধতা অসহিষ্ণুতায় ভরে গেছে দেশ ভরেছে সমাজ
রক্ষা করতে আমার সমাজ এসো সবে মিলে করি সব কাজ
নতুন শিশুটি এসেছে যে আজ, তার বাসযোগ্য করবো সমাজ
কূটকচালীর বেড়াজাল ভেঙ্গে সুগমের পথ গড়বো যে আজ।

শুভ অবসরে করি আলিঙ্গন, দীন দরিদ্র মুচি ব্রাম্ভণ
মানুষ সবারে করি আহ্বান, গাইবো যে আজ মানবতার গান।

নিজেকে নিয়ে বিব্রত হতে আসি নাই এই পৃথিবী মাঝে
সকলের জন্য, সবার পাশে থাকবো সকল কাজে।

Copyright@nitakabi
1/4/2022

Kobita Samvar আজি এসো হে বৈশাখ, সাথে নিয়ে নতুন বছর।ঝড়ো হাওয়া বয়ে আনে আজ শুধু নতুনের খবর।বৃক্ষের ডালে ডালে তাই,ওঠে সাজো স...
15/04/2022

Kobita Samvar

আজি এসো হে বৈশাখ,
সাথে নিয়ে নতুন বছর।
ঝড়ো হাওয়া বয়ে আনে
আজ শুধু নতুনের খবর।
বৃক্ষের ডালে ডালে তাই,
ওঠে সাজো সাজো রব।
তাই সেজে উঠে নব পল্লবে,
খুশিতে উন্মত্ত আজি সব।
যত পুরাতন সব মুছে দিয়ে
বয়ে আনে আনন্দ ধারা।
নতুন বার্তা নিয়ে ঘরে ফেরে,
এতদিন দূরে ছিল যারা।
শুভ নববর্ষের শুভেচ্ছায়-
ডালিয়া

বসন্ত উৎসব উপলক্ষে বিশেষ নিবেদন    "কবিতা বসন্ত নয় অবহেলা "Please do subscribe our channel👇👇👇👇👇👇👇👇👇👇👇👇https://youtu.be/...
18/03/2022

বসন্ত উৎসব উপলক্ষে বিশেষ নিবেদন
"কবিতা বসন্ত নয় অবহেলা "
Please do subscribe our channel
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/7rdoD47kZiQ

❤️🌼❤️🌼❤️🌼❤️🌼❤️🌼❤️🌼❤️🌼বসন্ত উৎসব উপলক্ষে একটি বিশেষ নিবেদন কবি দর্পণ কবীর লেখা কবিতা " বসন্ত নয় অবহেলা " কবি : দ.....

Kobita Samvar এর পেজের পক্ষ থেকে দোল উৎসব উপলক্ষে  আমাদের সাথে রয়েছেন বাচিক শিল্পী  #রীতাব্যানার্জি দর্পণ কবীর  " বসন্ত ...
16/03/2022

Kobita Samvar এর পেজের পক্ষ থেকে দোল উৎসব উপলক্ষে আমাদের সাথে রয়েছেন বাচিক শিল্পী #রীতাব্যানার্জি দর্পণ কবীর " বসন্ত নয় অবহেলা " কবিতা নিয়ে ।।

#কবিতা #কবতা #কবিতার #কবি #বসন্ত #দোল

25/02/2022

Kobita Protijogita
Age 4-15
Charges 50/-
Each Participant get E - Certificate

গল্পের মজলিস :-  #দৃষ্টিভঙ্গিকন্ঠ :- পাপড়ি বিশ্বাসকন্ঠ সম্পাদনায় :-মিলন বক্সীসম্পাদনায় :- দীপ কুমার হালদারঅনেক অনেক ধ...
12/02/2022

গল্পের মজলিস :- #দৃষ্টিভঙ্গি
কন্ঠ :- পাপড়ি বিশ্বাস
কন্ঠ সম্পাদনায় :-মিলন বক্সী
সম্পাদনায় :- দীপ কুমার হালদার
অনেক অনেক ধন্যবাদ সৌহাদ্য বাগচী |
মিডিয়া পার্টনার :-
Dreams Production
&
সহযোগী পার্টনার Point Zero Entertainment




https://youtu.be/Xw-AGd6-8WM

|| গল্পের মজলিস ||🌼🌼🌼🌼🌼🌼|| দৃষ্টিভঙ্গি |||| কন্ঠে :-পাপড়ি বিশ্বাস |||| কণ্ঠ সম্পাদনায়:- মিলন বক্সী |||| সম্পাদক :- দীপ কুমার .....

12/02/2022

গল্পের মজলিস :- #দৃষ্টিভঙ্গি
কন্ঠ :- পাপড়ি বিশ্বাস
কন্ঠ সম্পাদনায় :-মিলন বক্সী
সম্পাদনায় :- দীপ কুমার হালদার
অনেক অনেক ধন্যবাদ সৌহাদ্য বাগচী |
মিডিয়া পার্টনার :-
Dreams Production
&
সহযোগী পার্টনার Point Zero Entertainment




Please do subscribe our channel
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/Xw-AGd6-8

আজ মহান টেডি ডে-তে(১০ ফেব্রুয়ারি) আমার টেডির মত সুন্দর উপহার।শিরোনাম--টেডি ডেকলমে--নীতা কবি মুখার্জী10/2/2022আমার টেডি ...
10/02/2022

আজ মহান টেডি ডে-তে(১০ ফেব্রুয়ারি) আমার টেডির মত সুন্দর উপহার।

শিরোনাম--টেডি ডে
কলমে--নীতা কবি মুখার্জী
10/2/2022

আমার টেডি ভীষন প্রিয়, তুলনা তার নাই
ওরই সাথে ঘুমিয়ে পড়ি, ওরই সাথে খাই।

যদিও ও পারে না খেতে মনের শান্তি আমার
নিঃসঙ্গ এই জীবটাতে ও-ই বাঁচার আধার।

আমার মত অনেকেরই টেডি নিয়েই দিন কাটে
নাই বা বলে কথা কোনো,নাই ঘরে হাঁটে।

নিত্যদিনের নীরব সঙ্গী,পাহারাতে থাকে
নীরব থেকেও সান্ত্বনা দেয়, বন্ধুর মান রাখে।

এসব কিছুই ছিলো না যে আমাদের বাল্যকালে
টেডি ছাড়া ঘর সাজে না,দেখছি কালে কালে।

সাদা, কালো, গোলাপী তার নানার রকম বাহার
পুতুল নাকি মানুষ সেটাই বোঝা ভার।

অন্নপ্রাশন, পৈতেবাড়ী টেডির উপহার
যত বড় টেডির সাইজ ততই সমাদর।

ফেব্রুয়ারির মত মহান মাসে মহান মহান ডে
গোলাপ এবং চকোলেটের সাথে টেডিও এনে দে।

Copyright@nitakabi
10/2/2022

আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে  সকল মানুষের সুস্থতা কামনা করি।শিরোনাম--মারণ-ব্যাধি (ক্যান্সার)(4 ফেব্রুয়ারি বিশ...
04/02/2022

আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে সকল মানুষের সুস্থতা কামনা করি।

শিরোনাম--মারণ-ব্যাধি (ক্যান্সার)(4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে ক্যান্সারমুক্ত সমাজ আনতে)

কলমে--নীতা কবি মুখার্জী
4/2/2022

ক্যান্সার এক মারণ-ব্যাধি, হাঁ হাঁ করে খেতে আসে
বিষাক্ত এই পরিবেশে সর্বদা হাওয়ায় ভাসে।

চারিদিকে এই বিভীষিকাময় পরিবেশে আমরা থাকি
চেতনা-বিহিন মানুষ আমরা, জঞ্জাল করে রাখি।

গাছ কেটে দিয়ে অট্টালিকা, কারখানা সারি সারি
বিশুদ্ধ বাতাস হয়েছে বিষ, এসেছে মহামারী।

এখনো সময় আছে রে মানুষ , এখনো হও সাবধান
তোমাকেই হবে লড়াই করে খুঁজে পেতে সমাধান।

ক্যান্সার হলেই মরে যাবে তুমি , বর্জন করো এ ভয়
শরীর থাকলেই রোগ আসবে, মনে রেখো না সংশয়।

মহামারী যদি ছুঁয়েও ফেলে, ডাক্তারের কাছে যাও
নিয়ম মেনে ঔষধ খেয়ে প্রতিরোধ ক্ষমতা বাড়াও।

ব্যায়াম করো , প্রাণায়াম করো, পুষ্টিকর খাবার খাও
মরার আগেই মরে যেও না, মনের বল বাড়াও।

তোমার গৃহ, তোমার সমাজ সুন্দর করে তোলো
আবর্জনার স্তূপটাকে আগে দূরীভূত করো।
কল-কারখানার ধোঁয়া, কালী থেকে বাঁচাও নিজেকে আজ
মুনাফাখোর-দের লোভের আগুনে জ্বলছে এই সমাজ।

এসো আমরা গাছ লাগাই, প্রতিরোধ গড়ি, সুস্থ রাখি পরিবেশ
আগামী প্রজন্ম হাসবে, খেলবে, সুন্দর হবে দেশ।

Copyright@nitakabi
2/2/2022

01/02/2022

কবিতা সম্ভার আপনার সন্তানের জন্য নিয়ে এসেছে একটি নতুন অনুষ্ঠান যেখানে চার থেকে 15 বছর বয়সী সমস্ত বাচ্চারা অংশগ্রহণ করতে পারে|| অংশগ্রহনের জন্য আপনারা আমাদের পেজে বা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন |

Contact No 📞9836355905/7003992187

আগামীকাল সন্ধ্যা 7 টায় কবিতা কবি তোমাকে কবিতা টি শুনুন শুধুমাত্র SKY Dreams Production  এর ইউটিউব চ্যানেল||https://yout...
29/01/2022

আগামীকাল সন্ধ্যা 7 টায় কবিতা কবি তোমাকে কবিতা টি শুনুন শুধুমাত্র SKY Dreams Production এর ইউটিউব চ্যানেল||

https://youtu.be/zHuiWDC04ZM

GROUP Sky Dreams Production


🌼🌼🌼🌼 Kobita Samvar 🌼🌼🌼🌼Kobita :- " Kobi Tomake "Kobi :- Sujan MithiVoice :- Papri Biswas------------------------------------------------------------ক...

আমার সকল ভারতবাসী ভাইবোনদের জন্য শুভ প্রজাতন্ত্র দিবসের শুভকামনা রইল।শিরোনাম--এ কেমন প্রজাতন্ত্র?কলমে--নীতা কবি মুখার্জী...
26/01/2022

আমার সকল ভারতবাসী ভাইবোনদের জন্য শুভ প্রজাতন্ত্র দিবসের শুভকামনা রইল।

শিরোনাম--এ কেমন প্রজাতন্ত্র?
কলমে--নীতা কবি মুখার্জী
26/1/2022

প্রজাতন্ত্র মানে স্বাধীন ভারত ,স্বাধীন যে মনেপ্রাণে
প্রজাতন্ত্র মানে মুক্ত বিহঙ্গ আমাদের মনের কাননে
যে প্রজাতন্ত্রে থাকবে না কোনো ভেদাভেদ, জাতপাত
যে প্রজাতন্ত্রে পথের শিশুরা পেট ভরে খাবে ভাত!

এই প্রজতন্ত্র চাননি কখনো বীর নেতাজী সুভাষ
এই প্রজাতন্ত্রে ক্ষুদিরাম বসু করেন যে পরিহাস।
এই সার্বভৌমত্বে ভারত-মাতার লজ্জা করেনি হ্রাস
এই প্রজাতন্ত্র স্বার্থসিদ্ধি, জনতার হাঁসফাঁস।

কতো যে বয়েছে রক্তনদী স্বাধীনতা আনয়নে
এই স্বাধীনতার কষ্ট কতো যে ,মূল্য দিতে কেউ জানে?
বিদেশীর দেওয়া শৃঙ্খল পরেছে জন্মভূমি আমার
লাঞ্ছনা সয়ে, অত‍্যাচার সয়ে, করেছে ত‍্যাগ স্বীকার।

ভারত মায়ের বীরপুত্ররা গর্জে উঠেছে যবে
ইংরেজ ভূত ভয় পেয়েছিল, দেশ ছেড়েছিল তবে
ক্ষুদিরাম আর নেতাজী সুভাষ আরো কতো বীর ছেলে
ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, মরেছে যে অবহেলে।

বিভেদনীতিতে ভুলায়ে "সাদারা"করেছে দেশকে ভাগ
ভারত মায়ের ছেলেদের মনে রয়েছে এখনো রাগ
হিন্দু মুসলিম ছিলো ভাই ভাই, এক মাটি ,এক দেশ
অভাবের মাঝে কাটাতো জীবন সুখে ছিলো তবু বেশ।

ভেদনীতি আর বিষ ঢেলে দিল, এলো চির মলিনতা
ভাইয়ের রক্তে ভাই স্নান করে দেখি,, এ কি বিভৎসতা?

স্বাধীন আমরা! স্বাধীন হয়েছি!, তবুও বঞ্চিত মানুষের ঢল
ধনের পাহাড়ে বসে থাকে ধনী, ধুঁকছে নিরন্ন, দুর্বল।

বণিক জাতিরা অতিথি সেজে এলো ব‍্যবসার ছলে
কুক্ষিগত করলো সবই ছলে বলে ,কৌশলে
ধূর্ত যে ঐ শ্বেত বানরেরা করলো লঙ্কা ছাই
দলে দলে সবে যোগ দিলো ব্রতে, মায়ের মুক্তি চাই।

অহিংসই বলো, সহিংসই বলো ,মুক্ত করবো দেশ
ইংরাজ তুমি ভারত ছাড়ো, হয়েছে যে দিন শেষ
ধূর্তের দল বুঝলো সকল, আর নয়, আর নয়
লেজ গুটিয়ে ছাড়লো এ দেশ,লড়াইয়ের হলো জয়।

ধন্য ভারত, ধন্য হে বীর সন্তান, স্যালুট, তোমাকে সেলাম
স্বাধীনতা-সংগ্ৰামী সকল বীরের চরণে করি প্রণাম।

̨ca

Address

Kolkata

Telephone

+919836355905

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobita Samvar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kobita Samvar:

Videos

Share

Category



You may also like