26/01/2022
আমার সকল ভারতবাসী ভাইবোনদের জন্য শুভ প্রজাতন্ত্র দিবসের শুভকামনা রইল।
শিরোনাম--এ কেমন প্রজাতন্ত্র?
কলমে--নীতা কবি মুখার্জী
26/1/2022
প্রজাতন্ত্র মানে স্বাধীন ভারত ,স্বাধীন যে মনেপ্রাণে
প্রজাতন্ত্র মানে মুক্ত বিহঙ্গ আমাদের মনের কাননে
যে প্রজাতন্ত্রে থাকবে না কোনো ভেদাভেদ, জাতপাত
যে প্রজাতন্ত্রে পথের শিশুরা পেট ভরে খাবে ভাত!
এই প্রজতন্ত্র চাননি কখনো বীর নেতাজী সুভাষ
এই প্রজাতন্ত্রে ক্ষুদিরাম বসু করেন যে পরিহাস।
এই সার্বভৌমত্বে ভারত-মাতার লজ্জা করেনি হ্রাস
এই প্রজাতন্ত্র স্বার্থসিদ্ধি, জনতার হাঁসফাঁস।
কতো যে বয়েছে রক্তনদী স্বাধীনতা আনয়নে
এই স্বাধীনতার কষ্ট কতো যে ,মূল্য দিতে কেউ জানে?
বিদেশীর দেওয়া শৃঙ্খল পরেছে জন্মভূমি আমার
লাঞ্ছনা সয়ে, অত্যাচার সয়ে, করেছে ত্যাগ স্বীকার।
ভারত মায়ের বীরপুত্ররা গর্জে উঠেছে যবে
ইংরেজ ভূত ভয় পেয়েছিল, দেশ ছেড়েছিল তবে
ক্ষুদিরাম আর নেতাজী সুভাষ আরো কতো বীর ছেলে
ফাঁসির মঞ্চে জীবন দিয়েছে, মরেছে যে অবহেলে।
বিভেদনীতিতে ভুলায়ে "সাদারা"করেছে দেশকে ভাগ
ভারত মায়ের ছেলেদের মনে রয়েছে এখনো রাগ
হিন্দু মুসলিম ছিলো ভাই ভাই, এক মাটি ,এক দেশ
অভাবের মাঝে কাটাতো জীবন সুখে ছিলো তবু বেশ।
ভেদনীতি আর বিষ ঢেলে দিল, এলো চির মলিনতা
ভাইয়ের রক্তে ভাই স্নান করে দেখি,, এ কি বিভৎসতা?
স্বাধীন আমরা! স্বাধীন হয়েছি!, তবুও বঞ্চিত মানুষের ঢল
ধনের পাহাড়ে বসে থাকে ধনী, ধুঁকছে নিরন্ন, দুর্বল।
বণিক জাতিরা অতিথি সেজে এলো ব্যবসার ছলে
কুক্ষিগত করলো সবই ছলে বলে ,কৌশলে
ধূর্ত যে ঐ শ্বেত বানরেরা করলো লঙ্কা ছাই
দলে দলে সবে যোগ দিলো ব্রতে, মায়ের মুক্তি চাই।
অহিংসই বলো, সহিংসই বলো ,মুক্ত করবো দেশ
ইংরাজ তুমি ভারত ছাড়ো, হয়েছে যে দিন শেষ
ধূর্তের দল বুঝলো সকল, আর নয়, আর নয়
লেজ গুটিয়ে ছাড়লো এ দেশ,লড়াইয়ের হলো জয়।
ধন্য ভারত, ধন্য হে বীর সন্তান, স্যালুট, তোমাকে সেলাম
স্বাধীনতা-সংগ্ৰামী সকল বীরের চরণে করি প্রণাম।
̨ca