Suvra Saha

Suvra Saha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suvra Saha, Video Creator, KHARDAH, KOLKATA.

 #আমাদের পরিবার, জীবনে আমার বাবা, মা, স্বামি-স্ত্রী, পুত্র, কন্যা কারোর যদি কিছু হয় আমাদের ভীষণ ব্যাথা লাগে। ব্যাথা কি শ...
30/11/2023

#আমাদের পরিবার, জীবনে আমার বাবা, মা, স্বামি-স্ত্রী, পুত্র, কন্যা কারোর যদি কিছু হয় আমাদের ভীষণ ব্যাথা লাগে। ব্যাথা কি শরীরের না মনের? ব্যাথার অনুভূতি স্পর্শ করে মনকে। এই ব্যাথার অবস্থা থেকে মনকে মুক্ত করতে হয়। 'গু' মানে 'অন্ধকার' আর 'রু' মানে আলোকিত হওয়া। যিনি অন্ধকার থেকে মনকে আলোতে উন্মোচিত করে দেন মুহূর্তকালে, তিনিই গুরু। অনেকের মনে প্রশ্ন গুরু ধরেছি, ঠাকুর ধরেছি, কই কিছু হচ্ছে না তো? আমি তাদের বলি, হাজার বছর হাতে পাখা নিয়ে বসে থাকলেও গায়ে হাওয়া লাগবে না। হাওয়া খেতে হলে হস্ত সঞ্চালনা করতে হবে। তার মানে, কর্ম করতে হবে।
~পরমপূজ্যপাদ শ্রীশ্রীআচার্য্যদেব

সুত্র :-"একশো দিনের দীক্ষা পরিক্রমা", কিছু অংশ।
"আলোচনা" আশ্বিন/১৪২৩ (অক্টোবর ২০১৬)

শ্রীশ্রীঠাকুর বললেন-- এবার কনফারেন্সে প্রধান কাজ হ'লো specific (বিশিষ্ট) দেড়লাখ ও যেমন ২৫০ জন সংগ্ৰহ করার কথা বলেছি তা' ...
28/11/2023

শ্রীশ্রীঠাকুর বললেন-- এবার কনফারেন্সে প্রধান কাজ হ'লো specific (বিশিষ্ট) দেড়লাখ ও যেমন ২৫০ জন সংগ্ৰহ করার কথা বলেছি তা' সঞ্চারিত করা। এই কাজের বাস্তব দায়িত্ব নেবার মত মানুষ ঠিক করেন। আর বাইরে বেরিয়ে সহকর্ম্মী জোগাড় করেন অর্থাৎ অমাত‍্য ঠিক করেন। ও-ছাড়া কাজ এগোয় না। অমাত‍্য আপনাদের কা'রও নেই। পরমপিতার সেবা করা সৌভাগ‍্যের কথা। ও থাকের লোকই থাকে আলাদা। কী যেন বলা আছে আমার-কাজে কথায় প্রেষ্ঠস্বার্থী!

প্রফুল্ল-- কাজে কথা প্রেষ্ঠস্বার্থী
উদ্দেশ‍্যে অমোঘ গতি,
সাশ্রয়ী নিপুণ অর্জ্জনপটু
স্বার্থে শিথিল রতি;
এইগুলি সব দেবলক্ষণ
দেখবি চরিত্রে যার,
সেই তো জানিস স্বভাব মানুষ
বীরের হৃদয় তার।

শ্রীশ্রীঠাকুর-- অল্পবিস্তর এই ধাঁজ দেখে কর্ম্মী সংগ্ৰহ করতে হয়। তাঁর লোক আছেই,আমাদের চাই খুঁজে বের করা। তারাও খুঁজছে। আপনাদের নজর থাকলে যোগাযোগ হ'য়ে যাবে। তাঁর কাজ তিনিই করিয়ে নেন। আমাদের চাই শুধু নিমিত্তমাত্র হওয়া। আমরা তাঁর হাতে যন্ত্র বই তো নই। তবে তাঁর ইচ্ছা পূরণের সক্রিয় ব‍্যাকুলতাটুকু থাকা চাই। ব‍্যক্তিগত স্বার্থপূরণের ধান্ধা থাকলে সেইটেই বাধা হ'য়ে দাঁড়ায়। ভাবতে হয় তাঁর সেবার জন‍্যই আমাদের জীবন এবং তাই-ই আমাদের একমাত্র স্বার্থ।

কথাপ্রসঙ্গে শ্রীশ্রীঠাকুর বললেন-- লোক চেনার কায়দা আছে। কাত‍্যায়ন নাকি চাণক‍্যকে ধরেছিলেন কুশ তোলা দেখে। একটা কুশ পায়ে বেঁধায় তিনি মাঠের সমস্ত কুশ একটা-একটা ক'রে উপড়ে ফেলে দিলেন। তা' দেখে কাত‍্যায়ন মনে করলেন-বামুন ঠিক আছে,এ সোজাপাত্র নয়,একে দিয়েই কাজ হবে।

আপনারাও নজর রেখে নিষ্ঠাবান মানুষ ধরবেন। আপনি ও কেষ্টদা যদি উপযুক্ত কয়েকজন ক'রে hands (কর্ম্মী) ঠিক ক'রে কোমর বেঁধে লাগতে পারেন,তা' হ'লে আর আটকাবে না। পরমপিতার দয়ায় তার থেকে আরো কত হতে থাকবে!

২০শে শ্রাবণ,বৃহস্পতিবার,১৩৫৫ (৫/৮/১৯৪৮)।। আলোচনা-প্রসঙ্গে-১৩ খণ্ড।।

Address

KHARDAH
Kolkata
700119

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suvra Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suvra Saha:

Share

Category