Global News

Global News Media-News-Publishing Hello Friends,
Would you mind leaving as a quick review by clicking the link below. Thanks really appreciate it.

It really helps us and can be a big help to your neighbors. Share your experience :
https://www.facebook.com/profile.php?id=100083060480919&sk=reviews
Regards,
Sunny Das

03/02/2025

খোলা মুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের । ঘটনাটি ঘটে ইসিএল এর নর্থ সিয়ারসোল খোলামুখনিতে।

সিয়ারসোল খোলামুখনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু এক যুবকের ।মিঠাপুরের বাসিন্দা যুবকের নাম টিঙ্কু বাউরি বয়স 26 ।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা সেখানের ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র পরিষদ সুব্রত অধিকারী জানিয়েছেন,‌ এদিন সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে । খবর ছড়িয়ে পড়তেই কেকেএসসি এর নেতৃত্বে মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা‌ খোলামুখ খনি চত্বরে মৃতদেহ রেখে মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখায় । মৃতের জামাইবাবু জানান , খোলামুখ খনির চারদিকে তারকাটা দিয়ে ঘিরে দিতে হবে ।‌ তাছাড়া একের পর এমন দুর্ঘটনা ঘটবে । তার দায় ইসিএল‌ এড়িয়ে যেতে পারবে না । কারণ খনির অদূরে বেশ কয়েকটি জনবহুল এলাকা রয়েছে । ই সি এল কে ক্ষতিপূরণ ও পোষ্য হিসাবে একজনকে চাকরিতে নিয়োগ করার দাবি ওঠে । মনোজ জানান , ইসিএল বিধি মেনে চালু অথবা পরিত্যক্ত খোলা মুখ খনির চারপাশে ঘিরে দেওয়ার ব্যবস্থা করেনা । এর জেরে বিভিন্ন সময়ে গবাদি পশু থেকে শুরু করে অনেক মানুষের মৃত্যু হয়।‌ বারবার তাঁরা এই দাবিতে বিক্ষোভ দেখালেও প্রতিকার হয়নি । ইসিএল এর পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোন প্রতিক্রিয়া উঠে আসেনি।
এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিক জানান , ইসিএল এর খনিতে সংস্থার নিজস্ব নিরাপত্তা রক্ষী ও সিআইএসএফ আছে । বিষয়টি তাদের দায়িত্বের মধ্যে পড়ে, কেউ যাতে খনিতে ঢুকতে না পারে এ বিষয়ে তারাই সুনিশ্চিত করতে পারে। আর এ বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ এলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে ।

03/02/2025

।। সরস্বতী পূজার মন্ডপে ফুটে উঠলো মোহনবাগানের সেকাল ও একাল ।।

মোহনবাগানের সেকাল আর একাল ইতি কথা তুলে ধরার মধ্য দিয়ে সরস্বতী পূজায় মাতলো বসিরহাটের আমরা ক'জন। বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল। আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। সব সময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত। আর সেখানেই সরস্বতী পূজায় মোহনবাগানের থিম তুলে ধরলো পূজা উদ্যোক্তারা। শহর বসিরহাটের ধলতিথা বারুইপাড়ার আমরা ক'জনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল। যেখানে মন্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা। শুধুমাত্র ইতিহাস নয় বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে সেই রকম টুর্নামেন্টের জয়ের উল্লাসের ছবি ধরা পড়লো এই পুজো প্রাঙ্গনে। মন্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না ও চূনী গোস্বামীদের ছবি। আবার কোথাও ব‍্যারেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে এই পুজো মণ্ডপে। পুজো অন‍্যতম উদ্যোক্তা কৌশিক আড়ি বলেন, "বর্তমান সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইলমুখী হয়ে পড়েছে, সেই আসক্তিকে সরিয়ে মোহনবাগানের ইতিহাস তুলে ধরলে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে যাতে আবার যাতে মাঠমুখি হতে পারে তার জন্য আমাদের এই প্রয়াস।"

বানী বন্দনায় উপস্থিত ছোটরা।শিলিগুড়ি শহরে এবং গোটা বাংলা জুড়ে। ছোটদের উৎসাহ  বেড়েছে এবার। শিলিগুড়ি বিভিন্ন স্কুলে স্...
03/02/2025

বানী বন্দনায় উপস্থিত ছোটরা।

শিলিগুড়ি শহরে এবং গোটা বাংলা জুড়ে। ছোটদের উৎসাহ বেড়েছে এবার। শিলিগুড়ি বিভিন্ন স্কুলে স্কুলে বাণী বন্দনা এবার বেড়েছে অনেকটাই। ছোটদের মধ্যে উৎসাহ থাকলে বড়রা কি করবে সেটাও বড় ব্যাপার হয়ে থাকে। তবে সরস্বতী পূজা মূলত ছোটদের পুজো
তাই ছোটদের আরম্ভর অনেকটাই বেশি বড়দের চাইতে। গোটা শহর শিলিগুড়িতে ছোটদের আরম্ভর অনেকটাই বেশি। সকাল থেকে উপস্থিত থাকা থেকে আরম্ভ করে সবকিছুই তৈরি করে ছোটরা। এবারে যেটা পেয়েছে অনেকটাই। ছোটদের থেকে বড়দের সবারই এবারে সরস্বতী পূজার জন্য একটা আলাদা ব্যস্ততা আছে। শিলিগুড়িতে এবার পুজোর সংখ্যা বেড়েছে অনেকটাই। হাতে বেড়েছে ছোটদের পুজো।

শিলিগুড়িতে ভলিবল প্রতিযোগিতা  শংকর ঘোষ   ঘোষ করলেন  পুরস্কার বিতরন।শিলিগুড়ির ডিজেল কলোনিতে  একদিন ব্যাপী ভলিবল প্রতিযো...
03/02/2025

শিলিগুড়িতে ভলিবল প্রতিযোগিতা শংকর ঘোষ ঘোষ করলেন পুরস্কার বিতরন।

শিলিগুড়ির ডিজেল কলোনিতে একদিন ব্যাপী ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর ঘোষ। পুরো খেলা দেখে তিনি বিজয়ীদের পুরস্কৃত করে জানান, এই প্রতিযোগিতা গত তিন বছর ধরে প্রচন্ডভাবে জনপ্রিয় হয়ে এসেছে। আমি শুনেছিলাম, এবার এসে স্বচক্ষে প্রত্যক্ষ করলাম। শিলিগুড়ির বিধায়ক আরো জানাল অন্যান্য খেলার চাপে শিলিগুড়ির ভলিবল যাতে হারিয়ে না যায়, ইফতার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ প্রচুর বাংলাতে প্রতিভাবান ভলিবল খেলোয়াড় আছে, যারা ভলিবল খেলেই নিজেদের পরিচিত করতে চান। আমি ভলিবল খেলোয়ার দের প্রশংসা করি এই কারণে, যে নানাভাবে প্রতিকূলতার মধ্য দিয়েও তারা ভলিবল খেলাটাকে এগিয়ে নিয়ে চলেছেন। আমার সাধ্যমত আমি সাহায্য করবো। জানালেন বিধায়ক শংকর ঘোষ।

03/02/2025

হলদিবাড়ি : শৈত্যপ্রবাহের কারণে পারদ নামতেই কদর বেড়েছে খাঁটি ঘানির সরিষা তেলের।সকাল হতেই বাড়ির সামনে হাজির হচ্ছে ক্রেতারা।সামান্য অর্থ উপার্জনের তাগিদে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে রহিম।
ঠান্ডা থেকে বাঁচতে সরিষা তেলের জুড়ি মেলা ভার।ঠান্ডা বাড়তেই ঘানির তৈরি খাঁটি সরিষা তেলের চাহিদা বেড়েছে।সরিষার দাম বৃদ্ধি পাওয়ায় এই তেলের দাম বাড়লেও তেলের চাহিদা বিন্দু মাত্র কমেনি।
গ্রামবাংলার ঐতিহ্য কলুর ঘানি আজ অবলুপ্তির পথে।বিজ্ঞানের আশীর্বাদে গ্রাম বাংলার মানুষও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পরায় গ্রাম বাংলার অনেক ঐতিহ্য ক্রমেই বিলুপ্ত হচ্ছে।তেমনি বিলুপ্তির পথে খাঁটি সরিষার ঘানি তেল উৎপাদন শিল্প।কলুরা আজ বাপ দাদার ঐতিহ্য পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায়।
অনেকেই এই পেশাকে বিদায় জানালেও আজও তিনপুরুষের ঐতিহ্য এই পেশাকে আকড়ে ধরে আছে হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়ার নিবাসী আমিনুল হোসেনের ছেলে রহিম হোসেন।সেই গরু দিয়ে ঘানি ঘুরিয়ে বাড়িতেই তৈরি করে খাঁটি সরিষা তেল।
রহিম হোসেন জানান,সে হলদিবাড়ি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র।বাড়িতে বড়ই অভাব।সংসারের অভাব মেটাতেই পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কাজ করেন।সেই ছোট বেলার থেকেই এই কাজ করতে করতে এখন সে দক্ষ। রহিম বলে,

03/02/2025

মালদা---মালদা জেলার বুলবুলচন্ডী রাধামাধনমোহন জিওর মন্দিরের উদ্যোগে পুরাতন মালদা শহরে মদন মোহনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর কীর্তন পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত এদিন রবিবার হয় । ওই রথ মঙ্গলবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। প্রচুর ভক্ত অংশ নেয় সেখানে। এই বর্ণাঢ্য শোভাযাত্রার উপস্থিত ছিলেন ওই মন্দিরের সেবাইত প্রভুপাদ শ্রীমৎ গৌতম গোস্বামী মহারাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

03/02/2025

এনবিসিটির উদ্যোগে মুসকান নামকরণে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে

শিলিগুড়ি : প্রতি বছরের মত এ বছরও অনুষ্ঠিত হলো এনবিসিটির তরফ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের জন্য একদিনের ক্রিড়া প্রতিযোগিতা। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বছর এনবিসিটির উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে মুসকান নামকরণে। অন্তত ২৫ টি অর্গানাইজেশন এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মূলত উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডুয়ার্স সহ কোটা উত্তরবঙ্গের বিভিন্ন অর্গানাইজেশন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ এছাড়া দক্ষিণবঙ্গেরও কয়েকটি অর্গানাইজেশন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ বছরও ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল এই ক্রীড়া প্রতিযোগিতা। উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি বছর তারা এই প্রতিযোগিতা আয়োজন করে থাকেন তাদের এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে খুব ভাল লাগে।

সরস্বতী পুজোতে  এবার মেতে উঠেছে কলকাতাও।আজ এবং কাল  সরস্বতী পুজোর দিন।  এই উপলক্ষে শিলিগুড়ির সাথে কলকাতাতেও  শুরু হয়ে ...
03/02/2025

সরস্বতী পুজোতে এবার মেতে উঠেছে কলকাতাও।

আজ এবং কাল সরস্বতী পুজোর দিন। এই উপলক্ষে শিলিগুড়ির সাথে কলকাতাতেও শুরু হয়ে গেছে সরস্বতী পুজো। বাড়িতে বাড়িতে সকাল থেকেই শুরু হয়ে গেছে বাগদেবীর আরাধনা। কলকাতার এক ছাত্র শিবাদ্রি দাস তার বাড়িতে পুজো করছে। বাবা মা এবং দাদু ঠাকুমাকে নিয়ে তার পুজো এবারে দারুন জমে উঠেছে , বলে জানিয়েছে শিবাদ্রি। সে জানিয়েছে সে অনেক বড় হতে চায়, বাবা মার পাশে দাঁড়াবে এবং দুস্থদের সাহায্য করবে। সরস্বতী পুজো তার কাছে প্রচন্ড আনন্দের বলে জানিয়েছে সে। দেবী সরস্বতীর কাছে সে প্রার্থনা করবে এ জানা ভালোমতো পড়াশোনা করতে পারে। এই দিনটি তার কাছে প্রচন্ড প্রিয় বলে জানিয়েছে সে। স্কুলেও যাবে সে , কারণ স্কুলে না গেলে সরস্বতী পূজোর আসল মজাই পাওয়া যায় না। এবারের দিনগুলি একেবারেই আলাদা তার কাছে , এই যে ছোটবেলায় ঠান্ডার মধ্য চান করে মায়ের কাছে যাওয়া, এটা তোর থাকবে নাকি চিরকাল। তাই ছোটবেলা তার আনন্দ সবার সাথে ভাগ করে রাখতে চায় সে বলে জানিয়েছে, শিবাদ্রি।

উত্তরবঙ্গ সংবাদ নাও, আমাকে খাবার দাও , এই ভাবেই লড়াই করছেন  বালুরঘাটের সবিতা মন্ডল।জীবন যুদ্ধ, একেক জন মানুষ একেক ভাবে ...
03/02/2025

উত্তরবঙ্গ সংবাদ নাও, আমাকে খাবার দাও , এই ভাবেই লড়াই করছেন বালুরঘাটের সবিতা মন্ডল।

জীবন যুদ্ধ, একেক জন মানুষ একেক ভাবে করেন, অনেকে আছেন কঠোর কঠিন অবস্থায় থেকেও ভিক্ষাবৃত্তি না করে সম্মানীয়ভাবে উপার্জন করতে চান। এইরকমই একজন বালুরঘাটের মেয়ে সবিতা মন্ডল, যার ৩ কূলে কেউ নেই, বয়স্ক মাসির কাছে থাকেন তিনি, মাসি সচ্ছল অবস্থা পণ্য থাকলেও কবিতা মন্ডল কিন্তু বাড়িতে বসে থাকতে চান না, পড়াশোনা হয়তো বেশিদিন হয়নি তার, তবুও সম্মান তার কাছে অনেক বড়। বালুরঘাটের মার্কেট থেকে উত্তরবঙ্গ সংবাদ কেনেন তিনি ২৫ থেকে ৩০ টা,তারপর সেটা বিভিন্ন জনের কাছে বিক্রি করেন। অবশ্য তার বিনিময় তিনি টাকা নেন না, দেন খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। বালুরঘাটের অনেকেই তাকে চেনেন একজন লড়াকু মহিলা হিসাবে। তাইতো তিনি যখন উত্তরবঙ্গ সংবাদ বিক্রি করতে যান, কেউ না করেন না। সবাই তাকে লড়াই করা সাহস যুগিয়ে চলেছেন। এই ভাবেই আমি বাঁচতে চাই জানালেন তিনি। কিন্তু উত্তরবঙ্গ সংবাদ কেন? তিনি জানালেন উত্তরবঙ্গের সাথেই উত্তরবঙ্গ সংবাদ জড়িত, তাই আমি এই পন্থা বেছে নিয়েছি। আমার লড়াই এখান থেকেই শুরু, সকালে দুটি খেয়ে বেরিয়ে পরেন কাজে, তারপর বিকালে কি করেন? মাসির একটি দোকান আছে সেখানে থাকেন তিনি, এছাড়া পড়াশোনা করেন। নিজেই জানালেন সবিতা মন্ডল। তিনি আরো জানালেন আমি আনন্দ পাই, এবং আমি এটাই করে যেতে চাই । এটাই আমার লড়াই ।

কালকের মত  আজকেও পুজো দেবী সরস্বতীর।কালকের মত আজকেও দেবী সরস্বতীর পুজো। ওকে সময় বেশি না থাকায়  সকালে পুজো হয়ে যায়  অ...
03/02/2025

কালকের মত আজকেও পুজো দেবী সরস্বতীর।

কালকের মত আজকেও দেবী সরস্বতীর পুজো। ওকে সময় বেশি না থাকায় সকালে পুজো হয়ে যায় অনেক বাড়িতে। বিশেষ করে বাড়ির পূজাগুলি আজ সকালে অনুষ্ঠিত হয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি দেখবার জন্য উপস্থিত হয়েছিলেন অনেকেই। সকালেই বাগদেবীর আরাধনা তে উপস্থিত হয়ে অঞ্জলি দেন অনেকেই। এই সময়টা অনেকের কাছেই ছিল প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ। সরস্বতী পুজোর তিথি দুদিন ধরে হওয়ার কারণে অনেকেই ভাগ করে পুজো দেন এদিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গতকাল ছিল সরস্বতী পূজার জন্য রাস্তায় রাস্তায় উপচে পড়া ভিড়। বিশেষ করে ছেলেমেয়েদের পোশাক পরে বাইরে বেরোনো এবং ছোট ছোট ছেলেমেয়েদের বিশেষ করে মেয়েদের শাড়ি পড়ে বাইরে বেরোনো দারুন লাগছিল। আজকে সকালে পুজো বেশিক্ষণ না থাকার কারণে তড়িঘড়ি করে পুজো সারেন অনেকে। অনেক জায়গায় বড় পুজো হয়েছে, শিলিগুড়িতে। বেশ কিছু জায়গায় খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল, এবং বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। আজকে সকাল থেকেই পুজোর ঘন্টা কাঁসর শোনা যায় বাড়িতে বাড়িতে।

বিখ্যাতদের বাড়ির পুজো ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্তের বাড়ির পুজো।ব্যস্ত মানুষ তিনি, দায়িত্ব অনেক কাজও অনেক ...
03/02/2025

বিখ্যাতদের বাড়ির পুজো ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্তের বাড়ির পুজো।

ব্যস্ত মানুষ তিনি, দায়িত্ব অনেক কাজও অনেক তাই শত কাজের মধ্য দিয়েও আমি আমার সন্তানদের জন্য চিন্তা করি, তাদের বর্তমান এবং তাদের ভবিষ্যৎ। আর সেটা মানেই তো পড়াশোনা, ওরা যাতে মানুষের মত মানুষ হয় , সেই জন্য সাহায্য দরকার বিদ্যার। আর দেবী সরস্বতীর কাছে আমার এটাই প্রার্থনা ওদের বিদ্যা দাও এবং বুদ্ধি দাও। বিদ্যা এমন জিনিস এটা বিলিয়ে দিলে আরো বেড়ে যায়, তাই আমি আমার সন্তানদের পড়াশোনা কে ভালবাসতে শিখিয়েছি। আজকে বাড়িতে পুজো, ওদের উৎসাহের অন্ত নেই, ওরাই তো কারিগর। ওরা ঠিক থাকলে আমরাও ঠিক থাকবো। জানালেন শ্রাবণী দত্ত, তিনি আরো জানালেন আমি প্রতিবছরই খুব নিষ্ঠার সাথে সরস্বতী পুজো করতে ভালোবাসি, দেবী সরস্বতীর আরাধনা আমাকে জানো আরো উৎসাহিত করে তোলে। আজকে সবকিছুই থাকছে প্রসাদে, আর ছোটদের কাছে প্রসাদ তো একটা আলাদা অনুভূতি। নিজের বাড়ির পুজোয় , সবকিছুই তৈরি রাখছেন তিনি, কোথাও কোনো ত্রুটি রাখবো না। জানিয়ে দিলেন তিনি।

জলের পাইপ ফেটে বিপত্তি শিলিগুড়ির প্রাক্তন মেয়রের বাড়ির সামনে।জলের পাইপ ফেটে গিয়ে  বিপত্তি শিলিগুড়ির প্রাক্তন মেয়র ...
03/02/2025

জলের পাইপ ফেটে বিপত্তি শিলিগুড়ির প্রাক্তন মেয়রের বাড়ির সামনে।

জলের পাইপ ফেটে গিয়ে বিপত্তি শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের বাড়ির সামনে। আজ সকালে এই ঘটনা ঘটে। জলের পাইপ ফেটে গিয়ে ব্যাপক জল ছড়িয়ে পড়ে ওইটুকু এলাকায়। একই ঠান্ডা এর উপর জল ছড়িয়ে পড়ায় চরম বিপদে পড়ে যান, এলাকার মানুষজন। অবস্থা আয়ত্তে আনতে গিয়ে জনগণ শেষ পর্যন্ত খবর দেয় পুরোসভাকে। রবিবার হওয়ায় এটাও দেরী হয়ে যায়। তবে চেষ্টা করা হচ্ছে পুরসভা তরফ থেকে পাইপ মেরামতের। সময় লাগবে বলছেন পুরো কর্মীরা।

শিলিগুড়ির বিহারে কল্যাণ মঞ্চের তরফ থেকে  আজকের থেকে শুরু হল  দুষ্টু ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং ক্যাম্প।শিলিগ...
03/02/2025

শিলিগুড়ির বিহারে কল্যাণ মঞ্চের তরফ থেকে আজকের থেকে শুরু হল দুষ্টু ছাত্র ছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং ক্যাম্প।

শিলিগুড়ির বিহারী কল্যাণ মঞ্চের তরফ থেকে, আজ থেকে শুরু হলো দুস্থ ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি কোচিং ক্যাম্প। বিধায়ক শংকর ঘোষ ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি এ দিন জানালেন এটা খুব ভালো উদ্যোগ। আরে পাশে আছি ওদের যখন যা প্রয়োজন হবে আমাকে জানালে আমি চেষ্টা করে যাবো যেভাবে হোক কিছু করে দেওয়ার। আমি মনে করি এইভাবেই সবার এগিয়ে আসা উচিত। মানুষের কল্যাণের জন্য , এবং মানুষের কাজের জন্য। বহু প্রতিভাবান ছাত্র-ছাত্রী আছে যারা ঠিকমতো সুযোগ এবং সুবিধার না পাওয়ার জন্য , জীবন যুদ্ধে এগিয়ে যেতে পারে না, আমি তাদের পাশে থাকতে চাই। কারো মাধ্যম দিয়েই হোক বা সরাসরি হোক। এইভাবে এগিয়ে গেলে সবারই মঙ্গল হবে। এই উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ। এই উদ্যোগ সবার জন্য কল্যাণময় হয়ে উঠুক , এই প্রার্থনা করি। আর ওরা দাঁড়ালে অনেক এগিয়ে যাব আমরা। জানালেন শংকর ঘোষ।
#

শিলিগুড়ি কমার্স কলেজে সরস্বতী পুজোর  উৎপাদন করলেন মেয়র গৌতম দেব।শিলিগুড়ি কমার্স, এবারে সরস্বতী পূজোর  উদ্বোধন করলেন  গ...
03/02/2025

শিলিগুড়ি কমার্স কলেজে সরস্বতী পুজোর উৎপাদন করলেন মেয়র গৌতম দেব।

শিলিগুড়ি কমার্স, এবারে সরস্বতী পূজোর উদ্বোধন করলেন গৌতমদেব। তিনি জানালেন প্রতিবছরে আমি কমার্স কলেজের উদ্বোধন করে থাকি। এবারও তার ব্যতিক্রম হলো না। আসলে শিলিগুড়ির পুজো মানে কলেজ। বিশেষ করে এই পুজোর একটা আলাদা আকর্ষণ আছে। এখানে আসতে আমার প্রচন্ড ভালো লাগে। এদিন পুজোর উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানালেন আমি বরাবর পুজো তে থাকতে চেষ্টা করি। তা সে যে পুজোই হোক না কেন। এই পুজো একটা আলাদা ঐতিহ্য বহন করে থাকো। বাগদেবীর আরাধনা আমাদের প্রত্যেকেরই করা উচিত। সরস্বতী দেবী বিদ্যার দেবী। তাই আমাদের আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে, এই পুজোর জনপ্রিয় তাকে ধরে রাখার এবং বাড়িয়ে তোলার জন্য। মেয়র গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন , শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল যুব নেতৃত্ব।

শিলিগুড়ি পাকুরতলার  সরস্বতী পুজো  এবারের শ্রেষ্ঠ আকর্ষন।শিলিগুড়ি পাকুরতলার  সরস্বতী পূজো এবার প্রথম বর্ষে  পড়ছে। এবার...
03/02/2025

শিলিগুড়ি পাকুরতলার সরস্বতী পুজো এবারের শ্রেষ্ঠ আকর্ষন।

শিলিগুড়ি পাকুরতলার সরস্বতী পূজো এবার প্রথম বর্ষে পড়ছে। এবারে পুজোর শ্রেষ্ঠ আকর্ষণ দেবীর মূর্তি। একদিকে কৃষ্ণ কালী, অন্যদিকে জগন্নাথ এবং আরেকটিতে আর রাধারানীকে নিয়ে দেবী সরস্বতী মূর্তি দেখতে বড়ই সুন্দর লাগছে। শিলিগুড়িতে এই ধরনের পুজো এবার প্রথম, উদ্যোক্তারা জানিয়েছেন মানুষের কাছ থেকে ভালোই সারা পাচ্ছেন তারা। তারা এও ও জানিয়েছেন এবারের বিশেষ আকর্ষণ ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষা সরঞ্জাম বিতরণ। এছাড়াও তো প্রসাদ বিতরণী অনুষ্ঠান থাকছেই। শিলিগুড়িতে এবার বেশ কয়েকটি বড় পূজা হচ্ছে। এই পুজো এবারের শিলিগুড়িতে চেষ্টা আকর্ষণ হতে চলেছে বলে দাবি উদ্যোক্তাদের। তারা এ ও জানিয়েছেন সামনের বছর আরো বড় করে পূজা হবে। ইচ্ছা তাদের আছে।

নেশাগ্রস্থদের অত্যাচারে  অতিষ্ঠ শহরবাসী।শহরে নেশাগ্রস্ত যুবকদের অত‍্যাচারে ওর্য়াডে অতিষ্ট এলাকাবাসী | একের পর এক চুরি যা...
03/02/2025

নেশাগ্রস্থদের অত্যাচারে অতিষ্ঠ শহরবাসী।

শহরে নেশাগ্রস্ত যুবকদের অত‍্যাচারে ওর্য়াডে অতিষ্ট এলাকাবাসী | একের পর এক চুরি যাচ্ছে জিনিসপত্র । এই সমস‍্যা দূর ক‍রতে এলাকায় বসতে চলেছে সিসি ক‍্যামেরা । শনিবার ভোরে সূর্যনগর বলাকা ক্লাবের পাশে সৌন্দর্যায়নের জন্য রাস্তার ধারে লোহার রেলিং ও লোহার গেট ভেঙ্গে নিয়ে যায় চোরের দল । সকালে ওর্য়াড কাউন্সিলর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেন | শিলিগুড়ি থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে । এলাকাবাসীর বাড়িতে লাগানো সিসি ক‍্যামেরায় দেখা যাচ্ছে লোহার গেট হাতে করে নিয়ে যাচ্ছে এক যুবক । ওর্য়াড কাউন্সিলর লক্ষ্মী পাল জানান বেশ কিছুদিন ধরে সবুজায়নের জন‍্য গাছ লাগানো হয়েছে । সেখান থেকে লোহার খাঁচা চুরি করে নিয়ে যাচ্ছে কে বা কারা । আগামীতে এলাকায় সিসি ক‍্যামেরা বসতে চলেছে পুরনিগমের সহযোগিতায় |
Siliguri Police Commissionerate Jalpaiguri Police West Bengal Police

যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজায় বাধা দেওয়ার অভিযোগ এই অভিযোগে শিলিগুড়িতে পথ অবরোধ বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের।য...
01/02/2025

যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজায় বাধা দেওয়ার অভিযোগ এই অভিযোগে শিলিগুড়িতে পথ অবরোধ বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের।

যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পূজায় বাধা দেওয়ার অভিযোগ এই অভিযোগে শিলিগুড়িতে পথ অবরোধ বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের। আজ শিলিগুড়ির সুভাষ পল্লীতে রাস্তায় বসে অবরোধ করলেন, বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের সদস্যরা। তারা আজ জানালেন, সরস্বতী পুজো বাংলায় করতে দেওয়া হবে না, এটা প্রত্যেক বাঙালির কাছেই অপমানজনক, এটা কিভাবে সম্ভব? বঙ্গ হিন্দু মহামঞ্চ কিছু পেয়ে তা মেনে নিতে পারছে না, মেনে নিতে দেবে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, শিলিগুড়ি শহর জুড়ে এবং গোটা বাংলা জুড়ে। আগামী দিনে এই প্রতিবাদ আরো জোর আরো জোরালো থেকে জোরালো তম হবে।

" বিনা রঞ্জিত পুস্তক হস্তে " " ভগবতী ভারতী দেবী নমস্তে " আগামীকাল সরস্বতী পুজো , মূর্তি কেনার তোড়জোর সব জায়গাতেই |আগামী...
01/02/2025

" বিনা রঞ্জিত পুস্তক হস্তে " " ভগবতী ভারতী দেবী নমস্তে " আগামীকাল সরস্বতী পুজো , মূর্তি কেনার তোড়জোর সব জায়গাতেই |

আগামীকাল বাগদেবীর আরাধনা, পুজো এবারে দুদিন পড়ায় অনেকটাই নিশ্চিত সাধারণ মানুষ। বিশেষ করে স্কুলগুলিতে এবার পুজো হবে খুব সম্ভবত সোমবারে, তবে আজকে মূর্তি কেনার হিড়িক পড়ে গেছে গোটা শহর শিলিগুড়ি জুড়েই। এবারে ছোট বড় সব মূর্তি ভালোভাবেই বিক্রি হচ্ছে। জানালেন বিক্রেতারা, শহর শিলিগুড়িতে এবার বেশি হচ্ছে সরস্বতী পুজো, জানালেন উদ্যোক্তারা। তারা এও জানিয়েছেন এবারে শিলিগুড়িতে বড় বাজেটে সরস্বতী পুজো হচ্ছে। এটাই অনেক বড় খবর। আগামীকাল সরস্বতী পুজো , তাই আজকে পলাশ ফুলের বিক্রি অনেকটাই বেড়েছে। বেড়েছে ফলের বিক্রিও। বাজার করতে গিয়ে কিছুটা হলেও হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। তবে আগামীকালের জন্য অনেকটাই প্রস্তুত সবাই। শহর শিলিগুড়িতে , এবার প্যান্ডেল তৈরি করে পুজো হচ্ছে অনেকগুলি। সেই কারণে এবার জনপ্রিয়তা অনেকটাই বাড়বে বলে দাবি সাধারণ মানুষের। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকা জুড়ে দেবীর মূর্তি রাখা আছে। এবারে তাই দূর দূরান্ত থেকে এসে সরস্বতী দেবীর মূর্তি কিনছেন অনেকে। অনেকেই জানিয়েছেন ছেলে মেয়েদের জন্য পুজো করা, একটা অন্যরকম আনন্দ অন্যরকম অনুভূতি। অপেক্ষায় আগামীকাল এর জন্য, দেবী সরস্বতীর পুজোয়।

Address

Kolkata
700039

Alerts

Be the first to know and let us send you an email when Global News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global News:

Videos

Share