Global News

Global News this is news, entertainment, and promotion portal Hello Friends,
Would you mind leaving as a quick review by clicking the link below.
(2)

It really helps us and can be a big help to your neighbors. Thanks really appreciate it. Share your experience :
https://www.facebook.com/profile.php?id=100083060480919&sk=reviews
Regards,
Sunny Das

10/10/2024

ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা মারা গেছেন | টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

25/08/2024

Totally DEPLORABLE!

16/08/2024
16/08/2024

আরজিকর কান্ড সম্পর্কে সাহসী বক্তব্য একবার শুনুন

15/08/2024

শিলিগুড়ি : শিলিগুড়ি Ward no 17 তে ভারতীয় জনতা পার্টির কমিটির পক্ষ থেকে আজ 78তম স্বাধীনতা দিবস পালিত হলো শ্রী স্বপন মণ্ডল এর নেতৃত্বে তার অফিসের প্রাঙ্গণে , কলেজ পাড়া, চিলড্রেন পার্ক, শিলিগুড়ি।উপস্থিত ছিলেন মাননীয়া শিপ্রা মন্ডল, শিখা সেন, ও দীব্যজ্যোতি রায় শক্তিকেন্দ্র প্রমুখ এবং ওয়ার্ড এর বিশিষ্ট ব্যক্তিগন। আপনাদের স্বাধীনতা যুদ্ধের মহান যোদ্ধাদের পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল।

18/07/2024

Ambani's Family Wedding

https://www.youtube.com/watch?v=yE0YdOZ9WP4Loksabha Election Result 2024 LIVE
04/06/2024

https://www.youtube.com/watch?v=yE0YdOZ9WP4

Loksabha Election Result 2024 LIVE

ABP Ananda LIVE: আগামী পাঁচ বছর দিল্লির মসনদে বসতে চলেছে কোন দল? বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রের ক'টি কার দখলে যাবে? তা জানা যাবে...

আজ 25শে ডিসেম্বর ভারত রত্ন তথা ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী শ্রী অটল বিহারী বাজপায়ীর 98তম জন্ম দিন পালন করা হলো   এবং...
25/12/2023

আজ 25শে ডিসেম্বর ভারত রত্ন তথা ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী শ্রী অটল বিহারী বাজপায়ীর 98তম জন্ম দিন পালন করা হলো এবং তুলসী পুজা করা হল শ্রী স্বপন মন্ডল ও শিপ্রা মন্ডল এর নেতৃত্বে কলেজপাড়া, চিলড্রেন পার্ক, নিয়ার হাকিম পাড়া ইলেকট্রিক অফিসের নিকট । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী নান্টু পাল এবং ওয়ার্ড নং 17র বিজেপি পরিবার

💥💥MAA TARA RECOVERY AND FINANCE COMPANY!!!💥💥Wanted female for work as tele caller & Recruiter in our Siliguri Branch, Sa...
07/12/2023

💥💥MAA TARA RECOVERY AND FINANCE COMPANY!!!💥💥
Wanted female for work as tele caller & Recruiter in our Siliguri Branch, Salary 10k + Incentive, Age 18-30

For any enquiry call or whatsapp @ 6289676797 (Mr. Shyamal Das)

Redmi Durga Puja Offerhttps://amzn.to/3LpqQiF
17/09/2023

Redmi Durga Puja Offer
https://amzn.to/3LpqQiF

Colour: Matte Black | 4GB+3GB(Virtual RAM), 64GB Storage Processor: High performance MediaTek Helio G85,upto 2Ghz; Enhanced gaming with 1GHz GPU | Camera: 50MP f/1.8 AI Dual camera with Night Mode |Display: Large 17cm HD+ display with Scratch resistant Glass and Oleophobic coating | 500nits peak ...

পঞ্চায়েত প্রতি মাত্র আট গাড়ি আলুর বন্ড, বিডিও এর দ্বারস্থ গ্রামীণ জনপ্রতিনিধিরা।ইতিমধ্যেই জলপাইগুড়ি সদর ব্লকে হিমঘরে ...
08/09/2023

পঞ্চায়েত প্রতি মাত্র আট গাড়ি আলুর বন্ড, বিডিও এর দ্বারস্থ গ্রামীণ জনপ্রতিনিধিরা।

ইতিমধ্যেই জলপাইগুড়ি সদর ব্লকে হিমঘরে আলু রাখার বন্ড নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।শুক্রবার সকাল থেকেই মোহিত নগরের একটি হিমঘরে দেখা যায় চরম অশান্তি, আহত হয়েছেন অনেকেই।
এরপরেই বেলা গড়াতে জলপাইগুড়ি অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্যারা কম বন্ড পাওয়ার অভিযোগ তুলে সদর বিডিওর দ্বারস্থ হন।
এই প্রসঙ্গে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজেশ মন্ডল জানান, যে হারে হিমঘরে আলু রাখা বন্ড বিতরণ করা হয়েছে তাতে প্রতি পঞ্চায়েত মাত্র আট গাড়ি আলু রাখার জন্য বন্ড চাষীদের দিয়ে পারবে, এত বড় এলাকা ছড়িয়ে থাকা আলু চাষীদের মধ্যে এই কয় গাড়ি আলু রাখার বন্ড খুবই নগণ্য।সেই কারনে প্রচণ্ডভাবে অসুবিধার মধ্যে পড়ছেন সবাই।আলুচাষীদের কথায় আমাদের কথা কেউ ভাবছেই না। আমাদের এই কাজে প্রচণ্ডভাবে ধৈর্য্য ধরতে হয়। এর উপরে থাকে পরিশ্রম। তাই আমাদের কথা ভাবা উচিত সবারই। না হলে আমাদের আলুর ব্যাবসা করে সংসারই চলবে না।

খাঁচা বন্দি হলো পূর্ণ বয়স্ক লেপার্ড।কিছুদিন আগেই বনদপ্তরেরখাঁচা বসানোর সাতদিন পরেই খাঁচা বন্দি হয়েছিল একটি লেপার্ড। আজক...
08/09/2023

খাঁচা বন্দি হলো পূর্ণ বয়স্ক লেপার্ড।

কিছুদিন আগেই বনদপ্তরের
খাঁচা বসানোর সাতদিন পরেই খাঁচা বন্দি হয়েছিল একটি লেপার্ড। আজকে ডুয়ার্সের বাতাবাড়ি চা বাগানের ঘটনা।মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা খাঁচা থেকে লেপার্ড এর তর্জন গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক লেপার্ড খাঁচায় বন্দী হয়ে ছোটাছুটি করছে। এরপর খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর যায় বনদপ্তরে রেঞ্জ অফিসে। খবর পাওয়ার পর বনদপ্তরের কর্মীরা এসে খাচা সহ লেপার্টিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তর সূত্রে জানা যায় লেপার্টিকে স্বাস্থ্য পরীক্ষা করার পর গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়।এদিকে ওই লেপার্ডটিকে দেখতে প্রচুর মানুষ ভীড় করেন এলাকা জুড়ে। লেপার্ডটির শারীরিক অবস্থার রিপোর্ট দেখে তবেই ঠিক করা হবে তাকে কোথায় আপাতত রাখা হবে। যদিও লেপার্ডটির সাস্থ্য পরিক্ষা করে জানতে পারা গেছে বেশ কয়েকদিন থেকেই ওই লেপার্ডটি ঠিকমতো খেতে পারছে নি। সেই কারনেই ওই লেপার্ডটি খুব সম্ভবত দুর্বল হয়ে পড়েছে। আপাতত তার বিশ্রাম দরকার বলে জানিয়েছেন পশু চিকিৎসকেরা।

শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে চারাগাছ বিতরন।শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ১০ নং ওয়ার্ডের সূর্যসেন পার্ক সংলগ্ন এলাকায় বিভিন্...
08/09/2023

শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে চারাগাছ বিতরন।

শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ১০ নং ওয়ার্ডের সূর্যসেন পার্ক সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত বড় বড় গাছ সমূহ পুনরায় রোপণ এবং ছোট ছোট গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হল শিলিগুড়ি পুরসভার কাজ থেকে। আজ সকালে মেয়র গৌতম দেব এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এছারাও উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের বেশ কয়েকজন ইষ্কুলের ছাত্রছাত্রীরা।এদিন মেয়র জানান একটু একটু করে এই জায়গাকে সুন্দর করে তুলবো আমরা। এখানে এসে বসেন প্রচুর মানুষ।আরো মানুষের আসবার জন্য আমরা চেষ্টা করছি। একটু সুন্দর করে তৈরী করতে পারলে এই জায়গায় প্রচুর পর্যটক আসবেন। তাই আমাদের চেষ্টা থাকবে এই বছরের মধ্যে এই জায়গাকে সুন্দর করে তোলবার। এদিন মেয়র এবং অন্যান্য কাউন্সিলারেরা নিজেরাই বৃক্ষরোপন করতে নেমে পড়েন।

মেসির ফ্রিকিকে  পরাস্ত ইকুয়েডর, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুরন্ত জয় আর্জেন্টিনারসজল দাশগুপ্ত : ২০২৬ বিশ্ব...
08/09/2023

মেসির ফ্রিকিকে পরাস্ত ইকুয়েডর, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুরন্ত জয় আর্জেন্টিনার

সজল দাশগুপ্ত : ২০২৬ বিশ্বকাপ ফুটবল যোগ্যতা পর্বের ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইকুয়েডরের। প্রসঙ্গত ২০২৬ বিশ্বকাপ ফুটবল মেক্সিকো কানাডা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। মোট ৪৮ টি দল অংশগ্রহণ করবে এই মেগা ইভেন্টে। মেসির পায়ের জাদু দেখতে পেলেন মেসি অনুরাগীরা। তার মন্ত্রমুগ্ধ ফ্রিকিক হৃদয় জয় করল মেসি অনুরাগীদের। বাঁ পায়ের অনবদ্য শট ইকুয়েডারের গোলকিপার প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ, বল বিদ্যুতের গতিতে জালে গড়িয়ে যায়। মেসির রসায়নের কাছে পরাস্ত হয় ইকুয়েডর।ম্যাচের ৭৮ মিনিটে ফ্রি কিক পায়ে আর্জেন্টিনা। গোলপোস্টের কুড়ি গজ দূর থেকে মেসির অনবদ্য ফ্রি কিক ইকুয়েডরের তেকাঠিতে ঢুকে পড়ে।

জন্মাষ্টমীর দিনে শিলিগুড়িতে একসাথে 56 রকমের মিষ্টি বিক্রি করছেন এক ব্যাবসায়ী।আজ জন্মাষ্টমী উপলক্ষে 56রকমের মিষ্টি তৈরী ক...
07/09/2023

জন্মাষ্টমীর দিনে শিলিগুড়িতে একসাথে 56 রকমের মিষ্টি বিক্রি করছেন এক ব্যাবসায়ী।

আজ জন্মাষ্টমী উপলক্ষে 56রকমের মিষ্টি তৈরী করছেন এক ব্যাবসায়ী।তিনি জানালেন তারমন্দির ছাড়াও বাড়িতে ধূমধাম করে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী অর্থাৎ গোপালের জন্মদিন পালন করা হয়।এই উপলক্ষে ৫৬ ধরণের মিষ্টির সম্ভার তুলে ধরলেন তিনি। বিশেষ এই প্যাকেজে গোপালের পছন্দের ক্ষীর থেকে শুরু করে নানান ধরণের মিষ্টি রাখা হয়েছে।

এনজেপি স্টেশন সংলগ্ন এলাকার ব্যবসায়ী রাজীব ঘোষ।বেশকয়েক বছর ধরে বিভিন্ন পুজোয় ভিন্ন ভিন্ন ধরণের মিষ্টি তৈরি করে চমক দিয়েছেন তিনি।এবারও তার ব্যতিক্রম হয়নি।গৃহিনীদের মুসকিল আসান করে ৫৬ ধরণের মিষ্টির প্যাকেজ তৈরি করলেন তিনি।সেই প্যাকেজে ক্ষীর, তালের বড়া, লাড্ডু, লালমোহন, সন্দেশ, পান্তুয়া সবধরণের মিষ্টিই রেখেছেন তিনি।তিনি জানালেন আমি কিন্তুু এই মিষ্টির দাম সাধারন মানুষের নাগালের মধ্যেই রেখেছি। দাম 800টাকা। আর সবাই আসছেন মিষ্টি নিতে। আজকের দিনে শিলিগুড়িতে মিষ্টি বিক্রি সত্যি সত্যি অবাক করবার মতন। সেখানে আজ এই জন্মাষ্টমীর দিনে মানুষ মিষ্টি কিনতে আসছেন এটাই আমার কাছে অনেক বড় পাওনা।

জেতা ওয়ার্ডে ঘুরলেন মেয়র পরিচয় করলেন বাসিন্দাদের সাথে।জেতার পরে তৃণমূল কংগ্রেসের মেয়র আসেন না ওয়ার্ডে। এই অভিযোগ উঠে আস...
07/09/2023

জেতা ওয়ার্ডে ঘুরলেন মেয়র পরিচয় করলেন বাসিন্দাদের সাথে।

জেতার পরে তৃণমূল কংগ্রেসের মেয়র আসেন না ওয়ার্ডে। এই অভিযোগ উঠে আসছিল বারবার। এই অভিযোগ যে একেবারেই সত্যি নয় তা প্রমান করতে জেতা ওয়ার্ড তেত্রিশ নং এ আজ সকাল থেকেই উপস্থিত মেয়র। সকালেই পাড়ার চায়ের দোকানে বসে চা খেলেন মেয়র কথা বললেন বাসিন্দাদের সাথে, ভাগ করে নিলেন সবকিছু এক বাসিন্দা এগিয়ে গিয়ে জলখাবার খেতে দিলেও না করেন নি মেয়র। অনেক সময় সবাই একসাথে খেতে পারে না আমি সেটাই করে দেখালাম। আসলে জেতার পরে অনেক দিন পার হয়ে গেছে। তাই আর দেরী না করে চলে আসলাম এই ওয়ার্ডে। এবার থেকে খোজ খবর রাখব এই মানুষদের। আমাদের দল মানুষের ভোটে জীতে এসেছে কর্পরেশনে। তাই সবচাইতে বড় কাজ হল মানুষের চাহিদা মেনে নিয়ে তার পূরন করা। উন্নয়ন হয়েছে আমাদের।তাই এই ধারাকে অব্যাহত রেখে এগিয়ে চলতে হবে বলে জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

শিলিগুড়ি পৌর এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিয়ে বৈঠক করলেন মেয়র।শিলিগুড়ি পৌর এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের গতি প্রসা...
07/09/2023

শিলিগুড়ি পৌর এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ নিয়ে বৈঠক করলেন মেয়র।

শিলিগুড়ি পৌর এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের গতি প্রসার করতে সেচ এবং পি এইচ ই দপ্তরের আধিকারিকদের সাথে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ি পুরসভার সভাকক্ষে।আজ এই বৈঠকে নেতৃত্ব দেন মেয়র গৌতম দেব। তিনি জানান গত দশ বছর ধরে শিলিগুড়ির মানুষ পানীয় জল নিয়ে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে আছে। যারা একটু আর্থিক দিক থেকে সচ্ছল তারা নিজেরাই পানীয় জল সহজেই নিজের ঘরে আনতে পারছেন। কিন্তুু সবার তো সেই ক্ষমতা নেই, বিশেষকরে যারা সাধারন খেটে খাওয়া মানুষ তারা আজকে পানীয় জল নিয়ে প্রচণ্ডভাবে সমস্যায় পড়ে গেছেন। ঠিকভাবে জল না পাওয়ায় বাধ্য হয়েই অনেকে জল কিনে নিতে বাধ্য হচ্ছেন। কে কতদিন জল কিনে নিতে পারবেন। তাই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায় জল যেন সব মানুষ পায় সেই ব্যাবস্থা করতে। আজকে পানীয় জল নিয়ে আমাদের আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক হল তাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সাধারন মানুষের পানীয় জল নিয়ে আর কোন অভিযোগ থাকবে না। আমরা চেষ্টা করছি যাতে পূজোর পর থেকে মানুষ পানীয় জল সহজেই পায়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়াও শিলিগুড়ি পুরনিগমের এম এম আই সি এবং পুর দপ্তরের আধিকারিকেরা।

আজ জন্মাষ্টমী উপলক্ষে ইসকন মন্দিরে জেলা সভাপতি পাপিয়া ঘোষ।করলেন। আজ সকালে তিনি শিলিগুড়ির ইসকন মন্দিরে যান। সেখানে গিয়ে ত...
07/09/2023

আজ জন্মাষ্টমী উপলক্ষে ইসকন মন্দিরে জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

করলেন। আজ সকালে তিনি শিলিগুড়ির ইসকন মন্দিরে যান। সেখানে গিয়ে তিনি সবার সাথে কথাও বলেন। প্রভুপাদের ছবিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আমাদের হিন্দুদের কাছে এই দিনটি একটা আলাদা বৈচিত্র্য নিয়ে আসে। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। এই দিনটিকে মহা পুন্যের দিন হিসাবে মানি আমরা। আজকের দিনটিকে একটা আলাদা দিন মনে করেই চলতে চাই আমরা। এদিন জেলা সভাপতি গোটা ইসকন চত্বর ঘুরে দেখেন। তিনি অনেকক্ষন বসেও ছিলেন। ইসকন মন্দিরের প্রভুরা তাকে সন্মানিত করেন। জেলা সভাপতি জানান আজকে এখানে এসে প্রচণ্ড ভালো লাগছে আমার। তাই একটু বেশী সময় কাটিয়ে গেলাম। আমাদের কাছে এই একটা দিন একটা আলাদা পরিচয় হিসেবে থাকে। আজকের দিনে মালপোয়া এবং ছানার জিলেপি বিখ্যাত। আমিও প্রচণ্ডভাবে ভালোবাসি এবং পছন্দ করি। সবাইকে আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ভগবান শ্রীকৃষ্ণের আর্শীবাদে সবার ভালো হোক এবং সবাই ভালো থাকুক এই প্রার্থনা করছি আমি। তিনি নিজে অনেকক্ষন বসে পূজো দেখেন এবং সেখানকার নিয়মাবলী শোনেন।

শিক্ষকদের সম্বর্ধনা দিল পনেরো নং ওয়ার্ড।আজ শিক্ষকদের শিক্ষক দিবসের সম্বর্ধনা দিল পনেরো নং ওয়ার্ড কমিটি। আজ সকালে শিক্ষকদ...
05/09/2023

শিক্ষকদের সম্বর্ধনা দিল পনেরো নং ওয়ার্ড।

আজ শিক্ষকদের শিক্ষক দিবসের সম্বর্ধনা দিল পনেরো নং ওয়ার্ড কমিটি। আজ সকালে শিক্ষকদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সম্বর্ধনা দিল তারা। প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের হাতে মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা।

এবার পূজোতে পর্যটকদের টানতে পারে মাদারিহাটের দ্য রয়াল হেরিটেজ।মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ ক্যাম্প। বর্তমানে উত্তরবঙ্গের...
05/09/2023

এবার পূজোতে পর্যটকদের টানতে পারে মাদারিহাটের দ্য রয়াল হেরিটেজ।

মাদারীহাটের দ্য রয়াল হেরিটেজ ক্যাম্প। বর্তমানে উত্তরবঙ্গের যে যে জায়গাগুলিতে থাকবার জায়গা আছে এই রয়াল হেরিটেজ ক্যাম্প তাদের মধ্যে অন্যতম। এইখানে আপনি পাবেন আপনার মনের মতন সবকিছু। সন্ধ্যাবেলাতে চাইলে কাটাতে পারেন সাঁওতালি নাচ-গানের আসরেও

এছাড়া আপনি পাবেন অসাধারণ সব দেখার মত জিনিস। বাঘের দেখাও পেয়ে যেতে পারেন, পাবেন হাতি। দুর্দান্ত আপ্যায়নে ভরা এই রয়্যাল হেরিটেজ ক্যাম্প আপনাকে এনে দেবে অসাধারণ সব মুহূর্ত। আপনি গেলেই বুঝতে পারবেন কোথায় আপনি থাকতে এসেছেন, জানালেন রয়্যাল হেরিটেজ ক্যাম্পের রুপকার পঙ্কজ দত্ত। একাই গড়ে তুললেন তার এই প্রাসাদ। তিল তিল করে গড়ে তোলা তার এই প্রাসাদের পিছনে খরচ হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা। এখন আর করোনা নেই তাই মানুষ আসছেন পছন্দ করছেন এবং থাকছেন। তিনি জানালেন পূজোর আগে এই সময় মানুষের মধ্যে ঘুরতে বেড়াবার একটা আলাদা আকর্ষন থাকে। তাই আমার আশা অন্তত এই সময় ভীড় থাকবে আমার এই ছোট কুটিরে।

৪১ নং ওয়ার্ড পৌরমাতা শ্রীমতী সেভিকা মিত্যাল দারা আয়োজিত ওয়ার্ডের শিক্ষক ও শিক্ষিকাদের দের সংবর্ধিত করা হলো। শিক্ষক দিবস ...
05/09/2023

৪১ নং ওয়ার্ড পৌরমাতা শ্রীমতী সেভিকা মিত্যাল দারা আয়োজিত ওয়ার্ডের শিক্ষক ও শিক্ষিকাদের দের সংবর্ধিত করা হলো। শিক্ষক দিবস উপলক্ষে শিলিগুড়ির 41 নং ওয়ার্ডে র কাউন্সিলার সেবিকা মিততাল আয়োজন করেছিলেন এক সম্বর্ধনা সভার। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার কাউন্সিলার এবং এম এম আই সিরা। এদিন বহু প্রাক্তন শিক্ষক এবং শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হয়।

Address

Kolkata
700039

Alerts

Be the first to know and let us send you an email when Global News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global News:

Videos

Share

Nearby media companies