খোলা মুখ খনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের । ঘটনাটি ঘটে ইসিএল এর নর্থ সিয়ারসোল খোলামুখনিতে।
সিয়ারসোল খোলামুখনিতে কয়লা পড়ে গিয়ে চাপা পড়ে মৃত্যু এক যুবকের ।মিঠাপুরের বাসিন্দা যুবকের নাম টিঙ্কু বাউরি বয়স 26 ।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা সেখানের ওয়ার্ড কাউন্সিলর ও মেয়র পরিষদ সুব্রত অধিকারী জানিয়েছেন, এদিন সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটে । খবর ছড়িয়ে পড়তেই কেকেএসসি এর নেতৃত্বে মৃতের আত্মীয় ও প্রতিবেশীরা খোলামুখ খনি চত্বরে মৃতদেহ রেখে মৃতের পরিবারের একজনকে চাকরি ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখায় । মৃতের জামাইবাবু জানান , খোলামুখ খনির চারদিকে তারকাটা দিয়ে ঘিরে দিতে হবে । তাছাড়া একের পর এমন দুর্ঘটনা ঘটবে । তার দায় ইসিএল এড়িয়ে যেতে পারবে না । কারণ খনির অদূরে বেশ কয়েকটি জনবহ
।। সরস্বতী পূজার মন্ডপে ফুটে উঠলো মোহনবাগানের সেকাল ও একাল ।।
মোহনবাগানের সেকাল আর একাল ইতি কথা তুলে ধরার মধ্য দিয়ে সরস্বতী পূজায় মাতলো বসিরহাটের আমরা ক'জন। বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল। আর সেই ফুটবলকে অন্য মাত্রা দিয়েছে মোহনবাগান, ইস্টবেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি। সব সময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে এই তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এমনিতেই শহর বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত। আর সেখানেই সরস্বতী পূজায় মোহনবাগানের থিম তুলে ধরলো পূজা উদ্যোক্তারা। শহর বসিরহাটের ধলতিথা বারুইপাড়ার আমরা ক'জনের থিম এবার মোহনবাগানের সেকাল আর একাল। যেখানে মন্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া। অন্যদিকে একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের প্রাক্তন দিনগুলোকে মানুষের সামনে তুলে ধর
হলদিবাড়ি : শৈত্যপ্রবাহের কারণে পারদ নামতেই কদর বেড়েছে খাঁটি ঘানির সরিষা তেলের।সকাল হতেই বাড়ির সামনে হাজির হচ্ছে ক্রেতারা।সামান্য অর্থ উপার্জনের তাগিদে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে রহিম।
ঠান্ডা থেকে বাঁচতে সরিষা তেলের জুড়ি মেলা ভার।ঠান্ডা বাড়তেই ঘানির তৈরি খাঁটি সরিষা তেলের চাহিদা বেড়েছে।সরিষার দাম বৃদ্ধি পাওয়ায় এই তেলের দাম বাড়লেও তেলের চাহিদা বিন্দু মাত্র কমেনি।
গ্রামবাংলার ঐতিহ্য কলুর ঘানি আজ অবলুপ্তির পথে।বিজ্ঞানের আশীর্বাদে গ্রাম বাংলার মানুষও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পরায় গ্রাম বাংলার অনেক ঐতিহ্য ক্রমেই বিলুপ্ত হচ্ছে।তেমনি বিলুপ্তির পথে খাঁটি সরিষার ঘানি তেল উৎপাদন শিল্প।কলুরা আজ বাপ দাদার ঐতিহ্য পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায়।
অনেকেই এই পেশাকে বিদায় জানালেও আজও তিনপুরুষের ঐতিহ্য এই পেশাকে আকড়ে ধরে আছে হলদিব
মালদা---মালদা জেলার বুলবুলচন্ডী রাধামাধনমোহন জিওর মন্দিরের উদ্যোগে পুরাতন মালদা শহরে মদন মোহনের বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর কীর্তন পুষ্প রথযাত্রা অনুষ্ঠিত এদিন রবিবার হয় । ওই রথ মঙ্গলবাড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। প্রচুর ভক্ত অংশ নেয় সেখানে। এই বর্ণাঢ্য শোভাযাত্রার উপস্থিত ছিলেন ওই মন্দিরের সেবাইত প্রভুপাদ শ্রীমৎ গৌতম গোস্বামী মহারাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
#LatestUpdates #LatestNews #latest #NewsUpdate #newstoday #news #BengaliNewsChannel #BengaliNews #bengali #Siliguri #GlobalNewsUpdate #globalnews
এনবিসিটির উদ্যোগে মুসকান নামকরণে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে
শিলিগুড়ি : প্রতি বছরের মত এ বছরও অনুষ্ঠিত হলো এনবিসিটির তরফ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের জন্য একদিনের ক্রিড়া প্রতিযোগিতা। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বছর এনবিসিটির উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে মুসকান নামকরণে। অন্তত ২৫ টি অর্গানাইজেশন এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মূলত উত্তরবঙ্গের জলপাইগুড়ি ডুয়ার্স সহ কোটা উত্তরবঙ্গের বিভিন্ন অর্গানাইজেশন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ এছাড়া দক্ষিণবঙ্গেরও কয়েকটি অর্গানাইজেশন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ বছরও ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল এই ক্রীড়া প্রতিযোগিতা। উদ্যোক্তারা জা
মালদা----শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হরিশ্চন্দ্রপুর এলাকায় দুই ভাইয়ের ঘর। জখম এক বধূ । অগ্নিকাণ্ডটি ঘটেছে শনিবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে জামির আলি ও মনোয়ার আলির ঘর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিদ্যুতিক মিটারে শর্টসার্কিটের আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে দুই ভাইয়ের ঘর। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে হাত লাগান। এরপর ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে। দমকলের একটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারদুটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে ঠাই নিয়েছে।
#LatestUpdates #LatestNews #latest #NewsUpdate #newstoday #news #BengaliNewsChannel #BengaliNews #bengali #Siliguri #GlobalNewsUpdate #globalnews @followers
মালদা :- 'সাবধানে চালাও, জীবন বাঁচাও' এই স্লোগানদের সামনে রেখে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ী মোড় জেলা ট্রাফিক পুলিশ অফিসের সামনে হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে মোটর বাইকে হেলমেট বিহীন মানুষদের সচেতন করতে হেলমেট পরিয়ে তাদের সচেতন করা হয়। এছাড়া যে সমস্ত মানুষ হেলমেট পড়ে আসছেন তাদের গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা করে বাইকে সেফ ড্রাইভ, সেভ লাইফ স্টিকার লাগিয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি শ্যামল চন্দ্র দাস, ট্রাফিক আই সি দেবু চক্রবর্তী, ট্রাফিক অফিসার সুজিত রায়, প্রবেশ দাস সহ অন্যান্য অফিসাররা।
ট্রাফিক ডিএসপি জানান, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যানবাহন চালক সহ পথ চলতি মানুষদের সচেতন করতে ট্রাফিকের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে
আর হাতে গুনা মাত্র দুই দিন তারপরেই সরস্বতী পুজো, শিলিগুড়ির কুমারটুলিতে ব্যস্ততা তুঙ্গে |
শিলিগুড়ি : আর হাতেগোনা মাত্র দুইদিন তারপরেই রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো কে ঘিরে গোটা শহর উৎসবমুখর। এবারে শিলিগুড়িতে বিগ বাজেটের সরস্বতী পুজো হচ্ছে, পাকুরতলা মোড়ে হচ্ছে এই বিগ বাজেটের সরস্বতী পুজো। এছাড়া শিলিগুড়ি কলেজেও কিন্তু প্রতি বছরের মতো এ বছরও জমজমাট ভাবে অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। চলছে জোরদার প্রস্তুতি। শিলিগুড়ির কুমারটুলিতে ব্যস্ততা তুঙ্গে চলছে জোর কদমে প্রথমে তৈরীর কাজ, কারণ হাতে আর বেশি সময় নেই। পাশাপাশি প্রত্যেক বছরের মতো এবছর গোষ্ঠ পাল মূর্তি এর সামনে সহ আরো বিভিন্ন জায়গায় দেখা গেল সরস্বতী প্রতিমা। ছোট থেকে মাঝারি মাঝারি থেকে বড় সব ধরনেরই প্রতিমা রয়েছে। সব মিলিয়ে সরস্বতী পুজোকে ঘিরে জমজমাট পরিবেশ শহর শিলিগুড়িতে।
#LatestUpdates #LatestN
শিলিগুড়ি : ইস্টার্ন বাইপাস প্রতিদিন বাড়ছে দুর্ঘটনা, সেই কারণে এদিন ট্রাফিক পুলিশের তরফ থেকে পথ চলতি মানুষদের হেলমেট বিতরণ করা হলো |
#LatestUpdates #LatestNews #latest #NewsUpdate #newstoday #News #BengaliNewsChannel #BengaliNews #bengali #Siliguri #GlobalNewsUpdate #globalnews
সরস্বতী পুজোর আগে উৎসবমুখর হয়ে ওঠে গোটা শহর
শিলিগুড়ি : আর হাতে গোনা মাত্র কয়েকদিন তারপরেই রয়েছে সরস্বতী পুজো। সরস্বতী পূজোর আগে উচ্চমুখর হয়ে ওঠে গোটা শহর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো বিভিন্ন জায়গায় ঘটা করে প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে থাকে সরস্বতী পুজো শহর শিলিগুড়িতে। প্রতিবছরের মতো এ বছরও সরস্বতী পুজোকে ঘিরে সাজো সাজো রব। প্রত্যেক বছরের মত এ বছরও দেখা গেল বিধান মার্কেটের গোষ্ঠ পাল মূর্তির সামনে ধীরেধীরে আসতে শুরু করেছে সরস্বতী ঠাকুরের প্রতিমা। পাশাপাশি সংলগ্ন এলাকায় রয়েছে একটি কুমারটুলি যেখানে দেখা গেল সারিসারি সরস্বতী ঠাকুরের প্রতিমা।
#LatestUpdates #LatestNews #latest #NewsUpdate #newstoday #news #BengaliNewsChannel #BengaliNews #bengali #Siliguri #GlobalNewsUpdate #globalnews @followers
কন্যাসন্তান হওয়ায় আনন্দে মশগুল পরিবারের সদস্যরা
মালদা-কন্যা সন্তান হওয়ায় আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা। বর্তমান কালে এমন বিপরীত চিত্র দেখা গেল মোথাবাড়ি থানার মুন্সীটোলা এলাকায়। নৌসিন খাতুন গত সোমবার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তান প্রসব করেন। তারপর থেকে আনন্দে মশগুল নৌসিনের শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির সদস্যরা। বৃহস্পতিবার নার্সিংহোম থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটির পর রীতিমতো গাড়ি সাজিয়ে সেই গাড়িতে সদ্যজাতকে আনার ব্যবস্থা করা হয়। এমনকী বাড়িও সাজানো হয়। মহানন্দে সাজানো গাড়ি থেকে বাড়িতে প্রবেশ করা হয়। এদিন এই অনুষ্ঠান যদিও নৌসিনের বাপের বাড়ি মোথাবাড়ি থানার পুরতান পটলডাঙ্গায় অনুষ্ঠিত হয়। নৌসিন স্বামী তথা সদ্যজাতের বাবা আদম শেখ পেশায় একজন ইঞ্জিনিয়ার। দিল্লির নয়ডায় তিনি কর্মরত। কন্যা সন্তানের খবর পেয়ে তিনি বাড়ি ফিরে এসেছে
শিলিগুড়ি : রোড সেফটি সপ্তাহ পালন করা হচ্ছে। এদিন বেলা বারোটায় সময় এআরভিউ রোড সেফটি উইক উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় , উক্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয় পানি ট্যাংকি ট্রাফিক গার্ডের তরফ থেকে। প্রসঙ্গত রোড সেফটি সপ্তাহ উপলক্ষে সংলগ্ন এলাকা থেকে একটি বাইক রেলি বের করা হয়। এছাড়া বিভিন্ন গাড়ি গুলিতে সেভ ড্রাইভ সেভ লাইফ স্টিকার দেওয়া হয়। Siliguri Police Commissionerate Jalpaiguri Police West Bengal Police