30/08/2023
শিক্ষক দিবস উপলক্ষে একটি নতুন ভিডিও খুব মজা লাগবে
চোখেতে দিয়েছো জ্ঞানের আলো বুকেতে স্বপ্ন আশা।
তুমি শিক্ষক
তুমি গুরুদেব
আলোর পথের দিশা।
তোমারই দেখানো পথে চলি তোমার শক্তি নিয়ে।
তোমার কাছেই ক্লান্তি মুছি তোমারই সাহস দিয়ে।
শিক্ষক তুমি, তুমি যে মহান
তুমিই দিয়েছো শিক্ষা
টাকাকরি নয়, ঘরবাড়ি নয় মানুষ হবার দীক্ষা।
লড়তে শিখেছি, দিয়ে শুধু কাজ সত্যের পথ নিয়ে।
গড়বোই মোরা নতুন সমাজ তোমারই চেতনা দিয়ে।
তোমার আশিস মাথায় নিয়ে কলম অস্ত্র শানি
বিপদে তোমার বুক চিতিয়ে লড়াই করতে জানি।
তোমার শাসন, তোমার স্নেহে প্রতিটি সময় থাকি ।
তোমার চরণধুলা আমার মাথার উপরে রাখি।
Edit by Manirul Islam