10/04/2024
⭕️ #নর্থ_সিকিম #উত্তর_সিকিম⭕️ ⭕️
এই গরমে, পুজোর সময় বা পুজোর আগে পরে যারা উত্তর সিকিম যাওয়ার কথা ভাবছেন তাদের জন্যই এই প্রতিবেদন। একবার চোখ বুলিয়ে নিন একটা ধারণা হয়ে যাবে। খুব কম খরচে নর্থ সিকিম সফর করবেন কিভাবে ? তাহলে নর্থ সিকিম সফর সম্পর্কে জেনে রাখুন।
⭕️ #নর্থ_সিকিমে_দেখার_জায়গা
সিকিম এর সবচেয়ে অধিক উচ্চতায় অবস্থিত প্রধান দ্রষ্টব্য স্থানগুলি এই অঞ্চলেই পড়ে। যথাক্রমে➡️গ্যাংটক➡️মংগণ➡️ চুংথ্যাং➡️বিচু➡️লাচুং➡️কাটাও➡️ ইয়ুমথাম➡️জিরোপয়েন্ট⬇️ চুংথ্যাং➡️লাচেন➡️চোপতা ভ্যালি➡️কালাপাথর➡️গুরুদোংমার।
⭕️ াবেন
বর্ষাকাল বাদে সব সময়ই যাওয়া যায়।
🎄April-May = কম ঠান্ডা, এই সময় প্রচুর ফুল পাবেন। রডোডেনড্রন এই সময়েই ফুটে।
🎄June-Septembar= বর্ষাকাল এই সময় না যাওয়াই ভালো ।
🎄Octobar-Novembar= আবহাওয়া পরিষ্কার থাকে । গাঢ় নীল রঙের আকাশ পাবেন।
🎄Decembar - March = এই সময় প্রচুর বরফ পাবেন।
⭕️ #পারমিট
উত্তর সিকিম যেতে হলে পারমিশন লাগে। পারমিট এর জন্য 1কপি ভোটার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স। 2কপি পাসপোর্ট সাইজের ফটো। শিশুদের ক্ষেত্রে স্কুলের ID কার্ড/Birth Certificate.
যে গাড়ি বুক করবেন ওই গাড়ির ড্রাইভার কে বলুন উনিই পারমিশন করিয়ে দেবেন। Sikkim Tourism webside থেকে "Travel Card" আগে থেকে বানিয়ে রাখলে ভালো।
⭕️ #কিভাবে_যাবেন
🚆শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP)।
● বাসে সরাসরি শিলিগুড়ি।
● বিমানে পায়কিং(Pakyong) যেতে পারেন।
Sealdah/Dankuni/Howrah/Kolkata থেকে NJP যাওয়ার অনেক ট্রেন রয়েছে তবে রাত্রের ট্রেন ধরে সকালে NJP পৌঁছে যাওয়াই ভালো।
🔹 প্রথম দিন➡️ ট্রেন থেকে সকালে NJP তে নেমে রিজার্ভ বা Share গাড়ি করে গাংটক যাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া প্রায় 300-400 টাকা লেগে যায়। আবার NJP থেকে মাত্র 6KM দূরে শিলিগুড়ি বাসস্ট্যান্ড চলে যান, মাত্র 20 মিনিটের রাস্তা। ভাড়া মাত্র 20 - 50 টাকা এবার শিলিগুড়ি থেকে Gangtok/গ্যাংটক এর প্রচুর বাস/ছোট গাড়ি পেয়ে যাবেন। প্রায় 115KM রাস্তা 4 ঘন্টার মতো সময় লাগে। সরকারি AC গাড়িতে 250-300 টাকার মতো , Non AC তে 150- 200 মতো ভাড়া। গ্যাংটক এর MG মার্কেট পৌঁছে পছন্দ মতো দরদাম করে হোটেল নিয়ে নিন। এখানে 500 - 5000 টাকার হোটেল রয়েছে। এবার হোটেলে পৌঁছে ঠিক করে নিন প্যাকেজে সফর করবেন ? না নিজেরাই সফর করবেন ?
⭕️ #প্যাকেজে_সফর
সাধারণত 3 ধরনের প্যাকেজ হয়ে থাকে ।
🔹 1 রাত্রি 2 দিন- এই প্যাকেজে রাত্রি বাস লাচুঙে। এখান থেকে দেখার জায়গা ইয়ুমথাম,জিরো পয়েন্ট,কাটাও ও বিভিন্ন জলপ্রপাত। খরচ - জন প্রতি 1500-2500(গাড়ি, থাকা ও খাওয়া).
🔹1 রাত্রি 2 দিন - এই প্যাকেজে রাত্রি বাস লাচেনে। এখান থেকে দেখার জায়গা গুরুদোংমার লেক, কালা পাথর, চোপতা ভ্যালি, ও কিছু জলপ্রপাত। খরচ - জন প্রতি 1500-2500(গাড়ি, থাকা ও খাওয়া).
🔹 2 রাত্রি 3 দিন - রাত্রি বাস লাচুং ও লাচেনে। দেখার জিনিস - প্রথম ও দ্বিতীয় প্যাকেজ। খরচ - জন প্রতি 3000-4000(গাড়ি, থাকা ও খাওয়া).
কাটাও, জিরো পয়েন্ট, চোপতা ভ্যালি ও কালাপাথর এই গুলি সচরাচর প্যাকেজের মধ্যে থাকে না । প্রত্যেক জায়গায় যেতে হলে প্রত্যেককে ড্রাইভার কে 300-500 করে দিতে হয়।
● আমরা গিয়েছিলাম প্যাকেজে প্রণয় প্রধানের(6296085720) সাথে।
⭕️ #নিজেরা_সফর_করলে
গ্যাংটকের বজরা স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে যাবেন। ভালো দেখে একটা গাড়ি বুক করে নিন (ড্রাইভারের সাথে আগেই কথা বলে নেবেন কোথায় কোথায় যাবেন কি করবেন, তাহলে পরে সমস্যা হবে না)। প্রতিদিন প্রায় 3500-4500 হিসেবে ভাড়া পাওয়া যায়। গাড়িতে Maximum 10 জন পর্যন্ত বসা যায়। গাড়ি ঠিক করে ড্রাইভারকে পারমিশন এর জন্য কাগজ পত্র দিয়ে দিন। উনিই পারমিশন করে দেবেন।
🔹দ্বিতীয় দিন➡️ গ্যাংটক থেকে চুংথ্যাং( লাচেন ও লাচুং নদী মিলিত হয়ে তিস্তা নাম নিয়েছে) হয়ে সোজা লাচুং এ রাত্রি বাস। প্রায় 110 KM রাস্তা সময় লাগবে 5-6ঘন্টা। পথে অনেক falls( নাগা, সেভেন সিস্টার, অমিতাভ বচ্চন) পাবেন। লাচুং এ খাওয়া- থাকার জন্য হোমস্টে/হোটেল/রিসোর্ট পেয়ে যাবেন। জনপ্রতি প্রায় 1000-2000 এর মধ্যেই হয়ে যায়।
🔹 তৃতীয় দিন -লাচুং থেকে সকাল সকাল বেরিয়ে পড়বেন ইয়ুমথাম হয়ে জিরোপয়েন্ট। দূরত্ব প্রায় 50 KM সময় লাগবে 2-2.30 ঘন্টা । ওখানে বরফ পাবেন কিছুক্ষন কাটিয়ে চলে আসুন ইয়ুমথাম ভ্যালি, খুব সুন্দর জায়গা ফুলের সময় প্রচুর ফুল ফুটে। এবার ওখান থেকে আবার লাচুং হয়ে কাটাও যান যদি পারমিশন পাওয়া যায়। কাটরা দেখা হয়ে গেলে আবার নিচে চুংথ্যাং হয়ে লাচেনে রাত্রি বাস। দূরত্ব প্রায় 50 KM , সময় লাগবে 2 ঘন্টা। প্রায় 1000-2000 এর মধ্যেই হোটেল/হোমস্টে/ রিসোর্ট পাওয়া যায়।
🔹চতুর্থ দিন- লাচেন থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন গুরুদোংমার লেক। দূরত্ব প্রায় 70 Km , সময় 3 ঘন্টা লাগে। ওখান থেকে ফেরার পথে চোপতা ভ্যালি ও কালাপাথর হয়ে ফিরে আসুন গাংটকে এবং এখানেই রাত্রি বাস।
🔹পঞ্চম দিন - সকাল সকাল বেরিয়ে পড়ুন গাংটক এর আসে পাশে । ঘুরে দেখুন শহর তারপর রিজার্ভ গাড়ি বা বাসে করে NJP ফিরে আসুন রাত্রে ট্রেন ধরে সকাল সকাল কোলকাতায় নেমে পড়ুন।
⭕️ #কিছু_জরুরী_তথ্য
🔹প্যাকেজে সফর করলে অবশ্যই Sikkim Tourism website এ যেসব ট্রাভেল এজেন্ট গুলির লিস্ট দেওয়া আছে সেখান
থেকে যেকোনো একটি ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে বুক করুন।
🔹উত্তর সিকিম সফরে গেলে অনেক সময় গাড়িতে কাটাতে হয় তাই পারলে ভালো গাড়ি নেবেন। ঠাসাঠাসি করে বসলে প্রচুর কষ্ট পাবেন।
🔹হোটেল বুক করার আগে অবশ্যই দেখেনিন হোটেলে গিজার বা গরম জলের ব্যবস্থা আছে কি না ?
🔹উওর সিকিম এর আর্মি রেস্টিকটেড এরিয়া গুলোতে ফটো/ভিডিও করতে যাবেন না।
🔹পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র নিয়ে যাবেন। পারলে সাথে ইলেক্ট্রিক কেটলি নিয়ে যাবেন।
🔹উত্তর সিকিমে অধিক উচ্চতার জন্য অনেক সময় স্বাসকষ্ট হয় তাই হোমিওপ্যাথি "COCA 30" ও এলোপ্যাথি "Diamox" ওষুধ সম্বন্ধে জেনে বঝে সাথে রাখবেন। কর্পূর, সরিষার তেল রাখা ভালো কারণ 10000 থেকে 180000 ফুট উচ্চতায় উঠলে শরীরে প্রব্লেম হতে পারে।
🔹 বয়স্কলোক ও ছোট বাচ্চাদের নিয়ে উত্তর সিকিম না যাওয়াই ভালো।
🔹 পারমিশন এর জন্য কোনো টাকা লাগে না শুধু বাইক এর জন্য 200 টাকা লাগে।
🔹 সিকিমে use and throw প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ও যেখানে সেখানে ফেলাও যাবে না।
🔹 লাচেন ও লাচুং থেকে নেটওয়ার্ক পাওয়া যায়।
🔹ফুলের সময় গেলে ফুল ছেঁড়া শাস্তিযোগ্য অপরাধ।
🔹 অধিক উচ্চতায় ধূমপান ও দৌড়ঝাঁপ না করাই ভালো।
⭕️ #সম্ভাব্য_খরচ_জনপ্রতি
● ট্রেন ভাড়া যাওয়া আসা
(Sealdah-NJP)1000×2= 2000
● বাস ভাড়া যাওয়া আসা
(NJP-Gangtok)200+200=500
● ছোট গাড়ী শেয়ারে
(গাংটক থেকে লাচুং,লাচেন
হয়ে গাংটক ফিরে আসা)
3days+3place extra= 2500
●হোটেল/রিসোর্ট/হোমস্টে
(খাওয়া দাওয়া ও থাকা)
5days ×1500 = 7500
টোটাল খরচ = কমবেশি 12500
#বাঙালির_সফর
একটি সাধারণ ধারণা দেওয়া হলো আপনাদের মূল্যবান পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলবো প্যাকেজে গেলে অবশ্যই প্রণয় জীর( 6296085720) সাথে একবার কথা বলে যান।