বাঙালির সফর/Bangalir Safar

বাঙালির সফর/Bangalir Safar প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সাথে থাকুন, প্রকৃতি কে আরও সুন্দর করে গড়ে তুলুন।

⭕️  #নর্থ_সিকিম  #উত্তর_সিকিম⭕️   ⭕️ এই গরমে, পুজোর সময় বা পুজোর আগে পরে  যারা উত্তর সিকিম যাওয়ার কথা ভাবছেন তাদের জন্যই...
10/04/2024

⭕️ #নর্থ_সিকিম #উত্তর_সিকিম⭕️ ⭕️

এই গরমে, পুজোর সময় বা পুজোর আগে পরে যারা উত্তর সিকিম যাওয়ার কথা ভাবছেন তাদের জন্যই এই প্রতিবেদন। একবার চোখ বুলিয়ে নিন একটা ধারণা হয়ে যাবে। খুব কম খরচে নর্থ সিকিম সফর করবেন কিভাবে ? তাহলে নর্থ সিকিম সফর সম্পর্কে জেনে রাখুন।

⭕️ #নর্থ_সিকিমে_দেখার_জায়গা
সিকিম এর সবচেয়ে অধিক উচ্চতায় অবস্থিত প্রধান দ্রষ্টব্য স্থানগুলি এই অঞ্চলেই পড়ে। যথাক্রমে➡️গ্যাংটক➡️মংগণ➡️ চুংথ্যাং➡️বিচু➡️লাচুং➡️কাটাও➡️ ইয়ুমথাম➡️জিরোপয়েন্ট⬇️ চুংথ্যাং➡️লাচেন➡️চোপতা ভ্যালি➡️কালাপাথর➡️গুরুদোংমার।

⭕️ াবেন
বর্ষাকাল বাদে সব সময়ই যাওয়া যায়।
🎄April-May = কম ঠান্ডা, এই সময় প্রচুর ফুল পাবেন। রডোডেনড্রন এই সময়েই ফুটে।
🎄June-Septembar= বর্ষাকাল এই সময় না যাওয়াই ভালো ।
🎄Octobar-Novembar= আবহাওয়া পরিষ্কার থাকে । গাঢ় নীল রঙের আকাশ পাবেন।
🎄Decembar - March = এই সময় প্রচুর বরফ পাবেন।

⭕️ #পারমিট
উত্তর সিকিম যেতে হলে পারমিশন লাগে। পারমিট এর জন্য 1কপি ভোটার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স। 2কপি পাসপোর্ট সাইজের ফটো। শিশুদের ক্ষেত্রে স্কুলের ID কার্ড/Birth Certificate.
যে গাড়ি বুক করবেন ওই গাড়ির ড্রাইভার কে বলুন উনিই পারমিশন করিয়ে দেবেন। Sikkim Tourism webside থেকে "Travel Card" আগে থেকে বানিয়ে রাখলে ভালো।

⭕️ #কিভাবে_যাবেন
🚆শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP)।
● বাসে সরাসরি শিলিগুড়ি।
● বিমানে পায়কিং(Pakyong) যেতে পারেন।
Sealdah/Dankuni/Howrah/Kolkata থেকে NJP যাওয়ার অনেক ট্রেন রয়েছে তবে রাত্রের ট্রেন ধরে সকালে NJP পৌঁছে যাওয়াই ভালো।

🔹 প্রথম দিন➡️ ট্রেন থেকে সকালে NJP তে নেমে রিজার্ভ বা Share গাড়ি করে গাংটক যাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া প্রায় 300-400 টাকা লেগে যায়। আবার NJP থেকে মাত্র 6KM দূরে শিলিগুড়ি বাসস্ট্যান্ড চলে যান, মাত্র 20 মিনিটের রাস্তা। ভাড়া মাত্র 20 - 50 টাকা এবার শিলিগুড়ি থেকে Gangtok/গ্যাংটক এর প্রচুর বাস/ছোট গাড়ি পেয়ে যাবেন। প্রায় 115KM রাস্তা 4 ঘন্টার মতো সময় লাগে। সরকারি AC গাড়িতে 250-300 টাকার মতো , Non AC তে 150- 200 মতো ভাড়া। গ্যাংটক এর MG মার্কেট পৌঁছে পছন্দ মতো দরদাম করে হোটেল নিয়ে নিন। এখানে 500 - 5000 টাকার হোটেল রয়েছে। এবার হোটেলে পৌঁছে ঠিক করে নিন প্যাকেজে সফর করবেন ? না নিজেরাই সফর করবেন ?

⭕️ #প্যাকেজে_সফর
সাধারণত 3 ধরনের প্যাকেজ হয়ে থাকে ।
🔹 1 রাত্রি 2 দিন- এই প্যাকেজে রাত্রি বাস লাচুঙে। এখান থেকে দেখার জায়গা ইয়ুমথাম,জিরো পয়েন্ট,কাটাও ও বিভিন্ন জলপ্রপাত। খরচ - জন প্রতি 1500-2500(গাড়ি, থাকা ও খাওয়া).
🔹1 রাত্রি 2 দিন - এই প্যাকেজে রাত্রি বাস লাচেনে। এখান থেকে দেখার জায়গা গুরুদোংমার লেক, কালা পাথর, চোপতা ভ্যালি, ও কিছু জলপ্রপাত। খরচ - জন প্রতি 1500-2500(গাড়ি, থাকা ও খাওয়া).
🔹 2 রাত্রি 3 দিন - রাত্রি বাস লাচুং ও লাচেনে। দেখার জিনিস - প্রথম ও দ্বিতীয় প্যাকেজ। খরচ - জন প্রতি 3000-4000(গাড়ি, থাকা ও খাওয়া).
কাটাও, জিরো পয়েন্ট, চোপতা ভ্যালি ও কালাপাথর এই গুলি সচরাচর প্যাকেজের মধ্যে থাকে না । প্রত্যেক জায়গায় যেতে হলে প্রত্যেককে ড্রাইভার কে 300-500 করে দিতে হয়।
● আমরা গিয়েছিলাম প্যাকেজে প্রণয় প্রধানের(6296085720) সাথে।

⭕️ #নিজেরা_সফর_করলে
গ্যাংটকের বজরা স্ট্যান্ড থেকে গাড়ি পেয়ে যাবেন। ভালো দেখে একটা গাড়ি বুক করে নিন (ড্রাইভারের সাথে আগেই কথা বলে নেবেন কোথায় কোথায় যাবেন কি করবেন, তাহলে পরে সমস্যা হবে না)। প্রতিদিন প্রায় 3500-4500 হিসেবে ভাড়া পাওয়া যায়। গাড়িতে Maximum 10 জন পর্যন্ত বসা যায়। গাড়ি ঠিক করে ড্রাইভারকে পারমিশন এর জন্য কাগজ পত্র দিয়ে দিন। উনিই পারমিশন করে দেবেন।

🔹দ্বিতীয় দিন➡️ গ্যাংটক থেকে চুংথ্যাং( লাচেন ও লাচুং নদী মিলিত হয়ে তিস্তা নাম নিয়েছে) হয়ে সোজা লাচুং এ রাত্রি বাস। প্রায় 110 KM রাস্তা সময় লাগবে 5-6ঘন্টা। পথে অনেক falls( নাগা, সেভেন সিস্টার, অমিতাভ বচ্চন) পাবেন। লাচুং এ খাওয়া- থাকার জন্য হোমস্টে/হোটেল/রিসোর্ট পেয়ে যাবেন। জনপ্রতি প্রায় 1000-2000 এর মধ্যেই হয়ে যায়।
🔹 তৃতীয় দিন -লাচুং থেকে সকাল সকাল বেরিয়ে পড়বেন ইয়ুমথাম হয়ে জিরোপয়েন্ট। দূরত্ব প্রায় 50 KM সময় লাগবে 2-2.30 ঘন্টা । ওখানে বরফ পাবেন কিছুক্ষন কাটিয়ে চলে আসুন ইয়ুমথাম ভ্যালি, খুব সুন্দর জায়গা ফুলের সময় প্রচুর ফুল ফুটে। এবার ওখান থেকে আবার লাচুং হয়ে কাটাও যান যদি পারমিশন পাওয়া যায়। কাটরা দেখা হয়ে গেলে আবার নিচে চুংথ্যাং হয়ে লাচেনে রাত্রি বাস। দূরত্ব প্রায় 50 KM , সময় লাগবে 2 ঘন্টা। প্রায় 1000-2000 এর মধ্যেই হোটেল/হোমস্টে/ রিসোর্ট পাওয়া যায়।

🔹চতুর্থ দিন- লাচেন থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন গুরুদোংমার লেক। দূরত্ব প্রায় 70 Km , সময় 3 ঘন্টা লাগে। ওখান থেকে ফেরার পথে চোপতা ভ্যালি ও কালাপাথর হয়ে ফিরে আসুন গাংটকে এবং এখানেই রাত্রি বাস।

🔹পঞ্চম দিন - সকাল সকাল বেরিয়ে পড়ুন গাংটক এর আসে পাশে । ঘুরে দেখুন শহর তারপর রিজার্ভ গাড়ি বা বাসে করে NJP ফিরে আসুন রাত্রে ট্রেন ধরে সকাল সকাল কোলকাতায় নেমে পড়ুন।

⭕️ #কিছু_জরুরী_তথ্য
🔹প্যাকেজে সফর করলে অবশ্যই Sikkim Tourism website এ যেসব ট্রাভেল এজেন্ট গুলির লিস্ট দেওয়া আছে সেখান
থেকে যেকোনো একটি ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে বুক করুন।
🔹উত্তর সিকিম সফরে গেলে অনেক সময় গাড়িতে কাটাতে হয় তাই পারলে ভালো গাড়ি নেবেন। ঠাসাঠাসি করে বসলে প্রচুর কষ্ট পাবেন।
🔹হোটেল বুক করার আগে অবশ্যই দেখেনিন হোটেলে গিজার বা গরম জলের ব্যবস্থা আছে কি না ?
🔹উওর সিকিম এর আর্মি রেস্টিকটেড এরিয়া গুলোতে ফটো/ভিডিও করতে যাবেন না।
🔹পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র নিয়ে যাবেন। পারলে সাথে ইলেক্ট্রিক কেটলি নিয়ে যাবেন।
🔹উত্তর সিকিমে অধিক উচ্চতার জন্য অনেক সময় স্বাসকষ্ট হয় তাই হোমিওপ্যাথি "COCA 30" ও এলোপ্যাথি "Diamox" ওষুধ সম্বন্ধে জেনে বঝে সাথে রাখবেন। কর্পূর, সরিষার তেল রাখা ভালো কারণ 10000 থেকে 180000 ফুট উচ্চতায় উঠলে শরীরে প্রব্লেম হতে পারে।
🔹 বয়স্কলোক ও ছোট বাচ্চাদের নিয়ে উত্তর সিকিম না যাওয়াই ভালো।
🔹 পারমিশন এর জন্য কোনো টাকা লাগে না শুধু বাইক এর জন্য 200 টাকা লাগে।
🔹 সিকিমে use and throw প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ও যেখানে সেখানে ফেলাও যাবে না।
🔹 লাচেন ও লাচুং থেকে নেটওয়ার্ক পাওয়া যায়।
🔹ফুলের সময় গেলে ফুল ছেঁড়া শাস্তিযোগ্য অপরাধ।
🔹 অধিক উচ্চতায় ধূমপান ও দৌড়ঝাঁপ না করাই ভালো।

⭕️ #সম্ভাব্য_খরচ_জনপ্রতি
● ট্রেন ভাড়া যাওয়া আসা
(Sealdah-NJP)1000×2= 2000

● বাস ভাড়া যাওয়া আসা
(NJP-Gangtok)200+200=500

● ছোট গাড়ী শেয়ারে
(গাংটক থেকে লাচুং,লাচেন
হয়ে গাংটক ফিরে আসা)
3days+3place extra= 2500

●হোটেল/রিসোর্ট/হোমস্টে
(খাওয়া দাওয়া ও থাকা)
5days ×1500 = 7500
টোটাল খরচ = কমবেশি 12500

#বাঙালির_সফর
একটি সাধারণ ধারণা দেওয়া হলো আপনাদের মূল্যবান পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলবো প্যাকেজে গেলে অবশ্যই প্রণয় জীর( 6296085720) সাথে একবার কথা বলে যান।

কাটাও( নর্থ সিকিম)
04/04/2024

কাটাও( নর্থ সিকিম)

⛰️ পাহাড়  ⛰️আমরা যারা পাহাড় একটু বেশিই ভালোবাসি তারা আর অন্য কোথাও সফরে গেলে ঠিক এতটা শান্তি পাই না, যতটা পাহাড়ে পাই, তা...
04/04/2024

⛰️ পাহাড় ⛰️
আমরা যারা পাহাড় একটু বেশিই ভালোবাসি তারা আর অন্য কোথাও সফরে গেলে ঠিক এতটা শান্তি পাই না, যতটা পাহাড়ে পাই, তাই না ?

ওই পাকদন্ডী রাস্তা বেয়ে বেয়ে পাহাড়ে উঠার অনুভূতি, ওই উপর থেকে ঝরে পড়া ঝর্ণার রূপ দেখার অনুভূতি, ওই পাহাড়ের গা বেয়ে পাশ কাটিয়ে চলা নদীর ধারে চুপ করে বসে থাকার অনুভূতি, ওই চা হাতে হোমস্টের ব্যালকনি থেকে পাহাড়ের গায়ে বেড়ে উঠা পাহাড়ি গাছ-গাছালি দেখার অনুভূতি, ওই দূরে পাহাড়ের সফেদ চূড়ার দিকে মনমুগ্ধ হয়ে তাকিয়ে থাকার অনুভূতি, ওই কুয়াশা মাখা নিস্তব্ধ মায়াময় রাস্তায় হাঁটার যে অদ্ভুত রকমের শান্তি তা পাহাড় প্রেমীদের জন্য হয়তো অন্য কোথাও বরাদ্দ নেই তাই..

প্ল্যান বানিয়ে পাহাড়, ছুটি জমিয়ে পাহাড়, টাকা জমানোর মায়া কাটিয়ে পাহাড়, বছরে একবার নয় বারবার পাহাড় কারণ পাহাড়ে যাওয়ার মন নিয়ে ঘর থেকে বেরোনোর যে অদ্ভুত অনুভূতি, ওই পাহাড় পাহাড় করা মনকেমনের নিরাময় যে শুধু ওই পাহাড়ই।

সেবক
29/03/2024

সেবক



⭕️ কাশিয়ন গ্রাম / Kashyone Village ⭕️"নির্জনতা যখন হাতছানি দিয়ে ডাকে,হারাতে ইচ্ছে হয় তখন পাহাড়ি উপত্যকার বাঁকে।"রোজকার জ...
28/03/2024

⭕️ কাশিয়ন গ্রাম / Kashyone Village ⭕️

"নির্জনতা যখন হাতছানি দিয়ে ডাকে,
হারাতে ইচ্ছে হয় তখন পাহাড়ি উপত্যকার বাঁকে।"
রোজকার জীবন থেকে বেরিয়ে নির্জনতার ডাকে সাড়া দিতে চাইলে চটজলদি ঘুরে আসতে পারেন এই নিরিবিলি পাহাড়ি গ্রাম থেকে।
⭕️ কোথায় এই পাহাড়ি গ্রাম ?
রংপো নদী থেকে পাহাড়ের গা বেয়ে 45 মিনিট উঠে গেলে গ্যাংটকের ঠিক উল্টোদিকে অবস্থিত এই সুন্দর গ্রামটি। বিশুদ্ধ অক্সিজেন , পাখির কলরব আর নানারকম গাছপালায় সজ্জিত এই গ্রাম।
যারা ভিড়ভাট্টা পছন্দ করেন না তাঁদের জন্য এটি আদর্শ জায়গা। এই ছোট্ট লেপচা গ্রামের নামেও যেন এক প্রেম উঠে আসে। দুটো দিন কাঞ্চনজঙ্ঘার দর্শনে, পাহাড়ি ঝর্ণার চাঞ্চল্যে, উপত্যকার নীরবতায়, প্রাচীন মনেস্ট্রির পবিত্রতায়, জঙ্গলের গাম্ভীর্যে, পাখিদের কলকাকলিতে কাটিয়ে দেওয়ার সেরা ঠিকানা এই গ্রাম।

⭕️ কিভাবে যাবেন
এনজেপি বা শিলিগুড়ি থেকে একটি রিজার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) ছোট গাড়ি 3800/- টাকা বড় গাড়ি 4500/- টাকার মতো।
NJP বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে গেলে খরচা পড়বে জন প্রতি 400- 500 টাকার মতো।

⭕️ এখান থেকে কোথায় কোথায় ঘুরবেন ?
ভ্রমণ পিপাসুরা ঘুরে নিতে পারেন এখান থেকে সাইটসিং এ সিকিম, লাভা, কালিমপঙ, দার্জিলিং এর বিভিন্ন অফবিট জায়গা হোমস্টের নিজস্ব গাড়িতে।

⭕️ Serenity Homestay(হোমস্টে)
হোমষ্টের প্রতিটি রুমে থাকছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার, লকার সহ আলমারি, চব্বিশ ঘন্টা জল সরবরাহ, পাওয়ার ব্যাক আপ। পুরো প্রপার্টি সিসিটিভি দ্বারা সুরক্ষিত। রয়েছে বিশেষ আড্ডা জোন।
● খরচ
জন প্রতি, দিন প্রতি- 1200/- টাকা সমস্ত মিল সমেত (লাঞ্চ, ইভিনিং স্ন্যাকস, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট)

বিশদে জানতে যোগাযোগ করতে পারেন মিঃ মানিক - 8017522562


#কাশিয়ন_গ্রাম

27/03/2024
এই মুহূর্তে যারা সিকিম যাচ্ছেন বা যাওয়ার Plan করছেন তারা একটু খোঁজ খবর নিয়ে যাবেন।
26/03/2024

এই মুহূর্তে যারা সিকিম যাচ্ছেন বা যাওয়ার Plan করছেন তারা একটু খোঁজ খবর নিয়ে যাবেন।

স্বেচ্ছায় টুকরো হওয়া ব্রিজভারতের মাত্র তিনটি ফোল্ডিং ব্রিজের একটি শহর কলকাতায়। খিদিরপুর ব্যাসকিউল ব্রিজ। বড়ো মাপের জাহাজ...
24/03/2024

স্বেচ্ছায় টুকরো হওয়া ব্রিজ

ভারতের মাত্র তিনটি ফোল্ডিং ব্রিজের একটি শহর কলকাতায়। খিদিরপুর ব্যাসকিউল ব্রিজ। বড়ো মাপের জাহাজ চলাচলের জন্য এই ব্রিজ দুভাগ হয়ে উঠে আসে পাড়ের দিকে। জাহাজ চলে গেলে আবার জায়গায় ফিরে যায় আগের মতো। কলকাতার খিদিরপুর ছাড়া মুম্বাই পোর্ট ও তামিলনাড়ুতে এমন দু’টি ব্রিজ রয়েছে। আমরা জানি ১৮৮৬ থেকে ’৯৪ এর মাঝামাঝি লন্ডনের টাওয়ার ব্রিজ পৃথিবীর প্রথম ব্যাসকিউল ও সাসপেনশন ব্রিজের সংমিশ্রন হিসাবে বিখ্যাত। সাল ১৯৬৬, নভেম্বর মাসের ১৫ তারিখ উদ্বোধন হয় এই ব্রিজের। যানবাহন চলাচল শুরু হয়। ওয়াগেন বিরো ব্রিজ সিস্টেম নামক অস্ট্রিয়ান এক কোম্পানির হাতে তৈরি হয় এই ব্রিজ।

ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন নিজের গাড়িতে। হঠাৎ আপনাকে আটকানো হলো এক ব্রিজের গোড়ায়। আপনি দেখছেন আপনার চোখের সামনে ব্রিজটি উঠে যাচ্ছে আকাশের দিকে। মাঝখান দিয়ে রাস্তা কাটছে এক বিরাট মাপের জাহাজ। রোজের রুটিনে বেশ অবাক করা এক ঘটনা তাই না? সচরাচর এমন ঘটনা দেখলে অস্বস্তি হতে বাধ্য। টানটান পিচ রাস্তা আকাশের দিকে উঠে যেতে আমরা কেউই দেখিনি কখনও। দেখিনি রাস্তা কেটে জাহাজ চলে যেতেও।

খিদিরপুর ব্রিজ (কলকাতা, ভারত)
এক ইলেক্ট্রো-হাইড্রোলিক সিস্টেমে ওঠানামা করে এই ব্রিজ। ব্রিজের মাঝ বরাবর একটি জায়গা থেকে দু-দিকে দু’টি অংশ আলাদাভাবে উঠতে থাকে উপর দিকে। একে বলে ডাবল-লিফ ব্যাসকিউল ব্রিজ। ব্রিজের দু-প্রান্তের দু’টি মোটরের দ্বারা দু’টি গিয়ার নিয়ন্ত্রিত হয়। যখন গিয়ারগুলি সামনের দিকে চলে, ব্রিজ খুলে যায় এবং তৈরি হয়ে যায় জাহাজ যাওয়ার রাস্তা। তারপর আবার বিপরীত দিকে গিয়ার চালিত হলে ব্রিজের দু’টি অংশ নেমে আসে যথাস্থানে। এখানে কোনও পুলি বা তারের ব্যবস্থা নেই। ব্রিজের দু’টি প্রান্ত আলাদাভাবে মাটির সঙ্গে ৬৬ ডিগ্রি কোণে খুলে থাকে। এই অ্যাঙ্গেলে পৌঁছতে অবশ্য সাত থেকে আট মিনিট সময় লাগে ব্রিজের। আবার পূর্বের জায়গায় ফেরাতেও লাগে প্রায় এই পরিমাণ সময়। বুধবার ও শনিবার ছাড়া সপ্তাহে পাঁচদিন এই ব্রিজ দুপুর ২টো থেকে ৩টের মধ্যে খোলা হয় জাহাজ যাতায়াতের জন্য।
১৯৬৬-তে চালু হওয়া এই ব্রিজ ২০১৮ পর্যন্ত প্রায় কোনও মেন্টেনেন্স ছাড়াই চলেছে নির্বিঘ্নে। তবে ২০১৮ সালের আগস্ট মাস নাগাদ দেখা দেয় বিপত্তি। ভরদুপুরে গাড়ির লাইন লেগে যায়। জ্যাম হয়ে যায় দীর্ঘ রাস্তা জুড়ে। জলযানের যাতায়াতে খোলা ব্রিজ কিছুতেই বন্ধ হতে চায় না। বহুক্ষণ ধরে চেষ্টার পরেও অপারগ হয়ে ডাকা হয় ইঞ্জিনিয়ারদের। তাঁরা কারণ বার করেন এবং মেরামত করেন ব্রিজ সেই মুহূর্তের জন্য। সমস্যা মিটে যায়। এরপর নভেম্বর মাস নাগাদ ব্রিজ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রেখে কিছুদিনের জন্য মেরামত করা হয়। কাজ শেষ হলে দিন চার পাঁচেকের মধ্যে শুরু হয় যান চলাচল। কলকাতার বুকে হাতেগোনা কয়েকটি আশ্চর্যের মধ্যে অন্যতম এই ব্রিজ। অথচ আমরা অনেকেই জানি না এর কথা, অনেকে ভুলেও গিয়েছি হয়তো বা। খিদিরপুরের এই ব্রিজকে কলকাতার এক ঐতিহ্য বললে বোধহয় বেশি বলে ফেলা হবে না এখনও।

তথ্য - @গুগুল

হিমালয় রেঞ্জের সিকিমের রাজধানী গ্যাংটক থেকে কয়েক কিমি দূরে এক পাহাড়ের উপর অবস্তিত রুমটেক মোনাস্ট্রি থেকে দূরের আরেক পাহা...
22/03/2024

হিমালয় রেঞ্জের সিকিমের রাজধানী গ্যাংটক থেকে কয়েক কিমি দূরে এক পাহাড়ের উপর অবস্তিত রুমটেক মোনাস্ট্রি থেকে দূরের আরেক পাহাড়ের উপর ধাপে ধাপে অবস্থিত জনবসতির সুন্দর দৃশ্য।

গত(15/03/2024) শুক্রবার ইস্ট-ওয়েস্ট মেট্রো তথা গ্রীনলাইন মেট্রোর যাত্রা শুরু হলো। এই ঐতিহাসিক যাত্রা শুরুর দিনে এই ঐতিহা...
19/03/2024

গত(15/03/2024) শুক্রবার ইস্ট-ওয়েস্ট মেট্রো তথা গ্রীনলাইন মেট্রোর যাত্রা শুরু হলো। এই ঐতিহাসিক যাত্রা শুরুর দিনে এই ঐতিহাসিক যাত্রায় থাকতে পেরে সত্যেই খুব আনন্দিত। গঙ্গানদীর নিচ দিয়ে যাওয়ার সময়ের যে অনুভূতি সেটাও ঐতিহাসিক হয়ে থাকবে সারা জীবন। গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো চলবে এটা কোনদিন কারও ভাবনার মধ্যেই ছিল কিনা জানা নেই তবে বিজ্ঞান যেটা করে দেখালো তা রাজ্যবাসী তথা ভারতীয়র কাছে এক বিশাল দিন। কারণ হাওড়া স্টেশন পৌঁছতে যেখানে 2 ঘন্টা সময় লাগতো সেখানে মাত্র 45 মিনিটে পৌঁছে যাবেন। যাইহোক নতুন মেট্রোর কিছু নতুনত্ব নিম্নরূপ⬇️

● পুরানো মেট্রো তথা নর্থ-সাউথ( ব্লু লাইন) মেট্রোর থেকে অনেক আধুনিক।
● দুই লাইনের মাঝের জায়গা বেশ চওড়া।
● চলমান সিঁড়ি গুলো ও বেশ অত্যাধুনিক।
● প্লাটফর্ম গুলোতে নির্দেশিকা ও দেওয়া রয়েছে।
● এসপ্লেনেড স্টেশন পুরানো মেট্রো থেকে অনেকটা গভীরে।
● লিফট গুলো ও বেশ উন্নতমানের।
যারা কোলকাতা থেকে দূরে রয়েছেন তাদের জন্য কয়েকটি ছবি দিলাম।
বাঙালির সফর/Bangalir Safar
বাঙালির সফর/Bangalir Safar(Tour Planning)

Beautiful Ropeway view, Gangtok East Sikkim 📸 : Hamid SRK
17/03/2024

Beautiful Ropeway view, Gangtok East Sikkim

📸 : Hamid SRK

Address

Park Street
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাঙালির সফর/Bangalir Safar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাঙালির সফর/Bangalir Safar:

Videos

Share

Category

Nearby media companies