Clock Tower Podcast

Clock Tower Podcast A Bengali podcast tells about cities, people,mythologies and all. Follow and listen to us!

কেমন ছিল পুরানো কলকাতার চড়ক? | Old Kolkata (Calcutta)| বাংলা নববর্ষএখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রা...
14/04/2024

কেমন ছিল পুরানো কলকাতার চড়ক? | Old Kolkata (Calcutta)| বাংলা নববর্ষ

এখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সেস স্যুজেনা আরচার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস এই নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়রির পাতায়। প্রায় চব্বিশ বছর ভারতে কাটিয়ে ১৮৪৬ সালে ইংল্যান্ডে ফিরে যায়। তাঁর জীবনের এই সব অভিজ্ঞতা নিয়েই ১৮৫০ সালে বের হয়। সে বইয়ের পাতায় পাতায় পুরানো কলকাতার অসাধারণ চিত্র, সংস্কৃতি, সমাজ সব কিছু লিপিবদ্ধ আছে। আজকালকার কলকাতা গবেষকরা পুরানো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশির ভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে। কী নেই সেখানে? চড়ক, বাংলা নতুন বছর, দুর্গাপুজো। আজ আমরা নিয়ে এলাম সেরকমই একটি লেখা।



পর্বপাঠে -শঙ্খ,

মূল রচনা - ফ্যানি পার্কস,

অনুবাদ – স্মিতা ভট্টাচার্য,

সম্পাদনা – কৌশিক রায়,

সাউন্ড ডিজাইন – শঙ্খ,

কভার- শুচিস্মিতা,

ভিএফএক্স -ইনভিজিবলম্যান।
পুরো পর্ব শুনতে চলে আসুন Spotify, Amazon Prime, JioSaavn-এ। সার্চ করুন, 'Clock Tower' আর শুনে নিন আমাদের লেটেস্ট এপিসোড। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে ফলো করে ফেলুন আমাদের পডকাস্ট চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
Spotify: clocktower.openinapp.co/wzxmn
Amazon Music: clocktower.openinapp.co/9pdaf
JioSaavn: clocktower.openinapp.co/7o661
Apple podcast: https://clocktower.openinapp.co/apple

🙏🏻❤️❤️❤️
14/04/2024

🙏🏻❤️❤️❤️

কিভাবে scotland yard উদ্ধার করেছিল ভারতীয় যুবরাজকে?

সে অনেককাল আগের কথা। তখন দেশে ইংরেজ শাসন চলছে। আমাদেরই দেশের এক যুবরাজ বিদেশে পড়তে গিয়েছিলেন। এক ছুটিতে বাড়ি ফেরার সময় যুবরাজ পথেই অপহৃত হলেন। একজন ভারতীয় রাজার পুত্র বিলেতের মাটি থেকে নিরুদ্দেশ এ কোনও ছোটখাটো অপরাধ নয়। ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসলেন। কেস দেওয়া হল স্কটল্যান্ড ইয়ার্ডকে। স্কটল্যান্ড ইয়ার্ড মাত্র একটি সূত্রের উপরে নির্ভর করে উদ্ধার করেছিল যুবরাজকে। কি অবিশ্বাস্য লাগছে? তাহলে শুনতে থাকুন এই পর্ব।

হেমেন্দ্র কুমার রায় নামটি বাংলার রহস্য রোমাঞ্চ পাঠকের মধ্যে বহুল পরিচিত। তাঁর অনবদ্য লেখনী পাঠককে নিয়ে যায় এক অন্য রোমাঞ্চের জগতে। লেখকের কুমার-বিমল সিরিজ বাংলার ক্লাসিক রোমাঞ্চ সিরিজ গুলির মধ্যে একটি। এহেন লেখক শুধু কল্পিত রহস্য-রোমাঞ্চের গল্পেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি লিখেছিলেন একাধিক সত্যি ঘটনা নির্ভর ননফিকশন সিরিজ। দুর্ভাগ্যবশত আমাদের অজ্ঞতার কারণেই সেসব লেখার বেশির ভাগটাই সিংহভাগ বাঙালি পাঠকের কাছে অধরা রয়ে গিয়েছে। আজ আমরা পাঠ করি লেখকের এরকমই একটি স্বল্পালোচিত সত্যি রহস্য ঘটনা। এই গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্রকুমার রায় রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ক্রু আর সঙ্গে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প 'যুবরাজ চুরি'।

পর্বপাঠ - শঙ্খ

নারী চরিত্রে- বর্ণিশা।

মূল রচনা- হেমেন্দ্রকুমার রায়।

স্ক্রিপ্ট ও সূত্রধার -কৌশিক রায়।

সাউন্ড ডিজাইন -শঙ্খ।

কভার - শুচিস্মিতা

ভিএফএক্স- ইনভিজিবলম্যান।
পুরো পর্ব শুনতে চলে আসুন Spotify, Amazon Prime, JioSaavn-এ। সার্চ করুন, 'Clock Tower' আর শুনে নিন আমাদের লেটেস্ট এপিসোড। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে ফলো করে ফেলুন আমাদের পডকাস্ট চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
Spotify: clocktower.openinapp.co/wzxmn
Amazon Music: clocktower.openinapp.co/9pdaf
JioSaavn: clocktower.openinapp.co/7o661
Apple podcast: https://clocktower.openinapp.co/apple

নতুন পর্ব এখনও শোনেননি? শুভ নববর্ষ এখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সেস স্যুজেনা আরচার। অবশ্য কলকা...
14/04/2024

নতুন পর্ব এখনও শোনেননি? শুভ নববর্ষ

এখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সেস স্যুজেনা আরচার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস এই নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়রির পাতায়। প্রায় চব্বিশ বছর ভারতে কাটিয়ে ১৮৪৬ সালে ইংল্যান্ডে ফিরে যায়। তাঁর জীবনের এই সব অভিজ্ঞতা নিয়েই ১৮৫০ সালে বের হয়। সে বইয়ের পাতায় পাতায় পুরানো কলকাতার অসাধারণ চিত্র, সংস্কৃতি, সমাজ সব কিছু লিপিবদ্ধ আছে। আজকালকার কলকাতা গবেষকরা পুরানো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশির ভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে। কী নেই সেখানে? চড়ক, বাংলা নতুন বছর, দুর্গাপুজো। আজ আমরা নিয়ে এলাম সেরকমই একটি লেখা।

পুরো পর্ব শুনতে ক্লিক করুন - https://www.youtube.com/watch?v=qUAPP5CxFJk
=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।

ভারতীয় রাজকন্যা লড়েছিলেন ২য় বিশ্বযুদ্ধে? | ২ম পর্বপ্রথম পর্ব - https://youtu.be/QtAFPnL_meYটিপু সুলতানের বংশ ধর এক রাজকন...
12/04/2024

ভারতীয় রাজকন্যা লড়েছিলেন ২য় বিশ্বযুদ্ধে? | ২ম পর্ব

প্রথম পর্ব - https://youtu.be/QtAFPnL_meY

টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন। এই কোডনেম খানা গেস্তোপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল। আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন।

আজ আমরা গল্প করব নূর ইনায়েত খানের... শুনতে থাকুন দ্বিতীয় পর্ব

পর্বপাঠ - শঙ্খ ও বর্ণিশা

কাহিনি ও স্ক্রিপ্ট - কৌশিক রায়

সাউন্ড ডিজাইন - শঙ্খ

কভার - শুচিস্মিতা

ভিডিও এডিট - ইনভিজিবলম্যান প্রথম পর্ব - https://youtu.be/QtAFPnL_meY

টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন। এই কোডনেম খানা গেস্তোপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল। আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন।

আজ আমরা গল্প করব নূর ইনায়েত খানের... শুনতে থাকুন দ্বিতীয় পর্ব

পর্বপাঠ - শঙ্খ ও বর্ণিশা

কাহিনি ও স্ক্রিপ্ট - কৌশিক রায়

সাউন্ড ডিজাইন - শঙ্খ

কভার - শুচিস্মিতা

ভিডিও এডিট - ইনভিজিবলম্যান
পুরো পর্ব শুনতে চলে আসুন Spotify, Amazon Prime, JioSaavn-এ। সার্চ করুন, 'Clock Tower' আর শুনে নিন আমাদের লেটেস্ট এপিসোড। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে ফলো করে ফেলুন আমাদের পডকাস্ট চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
Spotify: clocktower.openinapp.co/wzxmn
Amazon Music: clocktower.openinapp.co/9pdaf
JioSaavn: clocktower.openinapp.co/7o661
Apple podcast: https://clocktower.openinapp.co/apple

কিভাবে scotland yard উদ্ধার করেছিল ভারতীয় যুবরাজকে?সে অনেককাল আগের কথা। তখন দেশে ইংরেজ শাসন চলছে। আমাদেরই দেশের এক যুবরা...
12/04/2024

কিভাবে scotland yard উদ্ধার করেছিল ভারতীয় যুবরাজকে?

সে অনেককাল আগের কথা। তখন দেশে ইংরেজ শাসন চলছে। আমাদেরই দেশের এক যুবরাজ বিদেশে পড়তে গিয়েছিলেন। এক ছুটিতে বাড়ি ফেরার সময় যুবরাজ পথেই অপহৃত হলেন। একজন ভারতীয় রাজার পুত্র বিলেতের মাটি থেকে নিরুদ্দেশ এ কোনও ছোটখাটো অপরাধ নয়। ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসলেন। কেস দেওয়া হল স্কটল্যান্ড ইয়ার্ডকে। স্কটল্যান্ড ইয়ার্ড মাত্র একটি সূত্রের উপরে নির্ভর করে উদ্ধার করেছিল যুবরাজকে। কি অবিশ্বাস্য লাগছে? তাহলে শুনতে থাকুন এই পর্ব।

হেমেন্দ্র কুমার রায় নামটি বাংলার রহস্য রোমাঞ্চ পাঠকের মধ্যে বহুল পরিচিত। তাঁর অনবদ্য লেখনী পাঠককে নিয়ে যায় এক অন্য রোমাঞ্চের জগতে। লেখকের কুমার-বিমল সিরিজ বাংলার ক্লাসিক রোমাঞ্চ সিরিজ গুলির মধ্যে একটি। এহেন লেখক শুধু কল্পিত রহস্য-রোমাঞ্চের গল্পেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি লিখেছিলেন একাধিক সত্যি ঘটনা নির্ভর ননফিকশন সিরিজ। দুর্ভাগ্যবশত আমাদের অজ্ঞতার কারণেই সেসব লেখার বেশির ভাগটাই সিংহভাগ বাঙালি পাঠকের কাছে অধরা রয়ে গিয়েছে। আজ আমরা পাঠ করি লেখকের এরকমই একটি স্বল্পালোচিত সত্যি রহস্য ঘটনা। এই গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্রকুমার রায় রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ক্রু আর সঙ্গে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প 'যুবরাজ চুরি'।

পর্বপাঠ - শঙ্খ

নারী চরিত্রে- বর্ণিশা।

মূল রচনা- হেমেন্দ্রকুমার রায়।

স্ক্রিপ্ট ও সূত্রধার -কৌশিক রায়।

সাউন্ড ডিজাইন -শঙ্খ।

কভার - শুচিস্মিতা

ভিএফএক্স- ইনভিজিবলম্যান।
পুরো পর্ব শুনতে চলে আসুন Spotify, Amazon Prime, JioSaavn-এ। সার্চ করুন, 'Clock Tower' আর শুনে নিন আমাদের লেটেস্ট এপিসোড। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে ফলো করে ফেলুন আমাদের পডকাস্ট চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
Spotify: clocktower.openinapp.co/wzxmn
Amazon Music: clocktower.openinapp.co/9pdaf
JioSaavn: clocktower.openinapp.co/7o661
Apple podcast: https://clocktower.openinapp.co/apple

এখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সেস স্যুজেনা আরচার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যা...
12/04/2024

এখন থেকে দুশো বছর আগে ১৮২২ সালে কলকাতায় এসেছিলেন ফ্রান্সেস স্যুজেনা আরচার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস এই নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়রির পাতায়। প্রায় চব্বিশ বছর ভারতে কাটিয়ে ১৮৪৬ সালে ইংল্যান্ডে ফিরে যায়। তাঁর জীবনের এই সব অভিজ্ঞতা নিয়েই ১৮৫০ সালে বের হয়। সে বইয়ের পাতায় পাতায় পুরানো কলকাতার অসাধারণ চিত্র, সংস্কৃতি, সমাজ সব কিছু লিপিবদ্ধ আছে। আজকালকার কলকাতা গবেষকরা পুরানো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশির ভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে। কী নেই সেখানে? চড়ক, বাংলা নতুন বছর, দুর্গাপুজো। আজ আমরা নিয়ে এলাম সেরকমই একটি লেখা।

পর্বপাঠে -শঙ্খ,
মূল রচনা - ফ্যানি পার্কস,
অনুবাদ – স্মিতা ভট্টাচার্য,
সম্পাদনা – কৌশিক রায়,
সাউন্ড ডিজাইন – শঙ্খ,
কভার- শুচিস্মিতা,
ভিএফএক্স -ইনভিজিবলম্যান।
=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=qUAPP5CxFJk

সে অনেককাল আগের কথা। তখন দেশে ইংরেজ শাসন চলছে। আমাদেরই দেশের এক যুবরাজ বিদেশে পড়তে গিয়েছিলেন। এক ছুটিতে বাড়ি ফেরার সময় য...
05/04/2024

সে অনেককাল আগের কথা। তখন দেশে ইংরেজ শাসন চলছে। আমাদেরই দেশের এক যুবরাজ বিদেশে পড়তে গিয়েছিলেন। এক ছুটিতে বাড়ি ফেরার সময় যুবরাজ পথেই অপহৃত হলেন। একজন ভারতীয় রাজার পুত্র বিলেতের মাটি থেকে নিরুদ্দেশ এ কোনও ছোটখাটো অপরাধ নয়। ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসলেন। কেস দেওয়া হল স্কটল্যান্ড ইয়ার্ডকে। স্কটল্যান্ড ইয়ার্ড মাত্র একটি সূত্রের উপরে নির্ভর করে উদ্ধার করেছিল যুবরাজকে। কি অবিশ্বাস্য লাগছে? তাহলে শুনতে থাকুন এই পর্ব।

হেমেন্দ্র কুমার রায় নামটি বাংলার রহস্য রোমাঞ্চ পাঠকের মধ্যে বহুল পরিচিত। তাঁর অনবদ্য লেখনী পাঠককে নিয়ে যায় এক অন্য রোমাঞ্চের জগতে। লেখকের কুমার-বিমল সিরিজ বাংলার ক্লাসিক রোমাঞ্চ সিরিজ গুলির মধ্যে একটি। এহেন লেখক শুধু কল্পিত রহস্য-রোমাঞ্চের গল্পেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি লিখেছিলেন একাধিক সত্যি ঘটনা নির্ভর ননফিকশন সিরিজ। দুর্ভাগ্যবশত আমাদের অজ্ঞতার কারণেই সেসব লেখার বেশির ভাগটাই সিংহভাগ বাঙালি পাঠকের কাছে অধরা রয়ে গিয়েছে। আজ আমরা পাঠ করি লেখকের এরকমই একটি স্বল্পালোচিত সত্যি রহস্য ঘটনা। এই গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্রকুমার রায় রচনাবলী পঞ্চম খণ্ড থেকে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব ক্রু আর সঙ্গে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প 'যুবরাজ চুরি'।

পর্বপাঠ - শঙ্খ
নারী চরিত্রে- বর্ণিশা।
মূল রচনা- হেমেন্দ্রকুমার রায়।
স্ক্রিপ্ট ও সূত্রধার -কৌশিক রায়।
সাউন্ড ডিজাইন -শঙ্খ।
কভার - শুচিস্মিতা
ভিএফএক্স- ইনভিজিবলম্যান।




=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=7c3Eg8inMpI

মানুষের আপাত নিরীহ জীবন যে কখন কীভাবে বদলে যায় তা বোধহয় অনুমান করাই শক্ত। নিপাট শান্ত-শিষ্ট ছেলে আমি।  কখনও রোমে গিয়েছি,...
29/03/2024

মানুষের আপাত নিরীহ জীবন যে কখন কীভাবে বদলে যায় তা বোধহয় অনুমান করাই শক্ত। নিপাট শান্ত-শিষ্ট ছেলে আমি। কখনও রোমে গিয়েছি, কখনও ভাটিক্যান তো কখনও শতাব্দী প্রাচীন লাইব্রেরিতে। এতদূর অবধি হয়তো ঠিকই ছিল, কিন্তু কী কুক্ষণে যে আমার এক ইহুদী সহপাঠীর সঙ্গে জেরুজালেম ঘুরতে গেলাম!

পোপ প্রথম গ্রেগরি ‘মেরী অফ বেথানী’কে এক করে দিলেন ‘মেরী অফ ম্যাগডেলা’ অর্থাৎ মেরী ম্যাগডালেনের সঙ্গে। তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজ করেছিলেন নাকি নিজের অজ্ঞতার কারণে, তা অবশ্য সুস্পষ্ট নয়। ৫৯১ খ্রিস্টাব্দের পর থেকেই খ্রিস্টানদের মধ্যে এই বিশ্বাস প্রবল হয়ে উঠল যে মেরী ম্যাগডালেন আসলেই ছিলেন একজন ‘প্রস্টিটিউট’। আগামী পনেরোটা শতাব্দী ধরে চার্চ মেরী ম্যাগডালেন সম্পর্কে এই নির্দেশ বহাল রাখল।

মেরি ম্যাগডালেন যদি খ্রিস্টান ধর্মের প্রকৃত স্থপতি হন, তাহলে সেখানে প্রভু যিশুর ভূমিকা কি? আমার মাথাটা গেল বিগড়ে। শুরু হল খোঁজ। সত্যের খোঁজ।

বছর খানেক আগেই এক মহিলা পাদ্রির থেকে জানলাম এক ভদ্রলোকের কথা। সিলভার ডন গ্যারি। লোকটি নাকি একসময় এই সব নিয়ে বিস্তর পড়াশোনা করে অনেক কিছু জেনেছিলেন। কিন্তু পুরাতনপন্থী চার্চ এসব ভালো চোখে নেয়নি। দুর্বৃত্তরা তার বাড়ি আগুন ধরিয়ে দেয়। তাঁর দশ বছরের গবেষণা, তথ্য-প্রমাণ ছাড়াও তাঁর তিন বছরের কন্যাও সেই দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে গ্যারি কারো সঙ্গেই দেখা করেন না, কথাও বলেন না। গত একবছর ধরে বিভিন্ন অছিলায় বাজার থেকে গির্জা তাঁর পিছু নিয়েছি। জানি, হয়তো আবারও একবার গ্যারি আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন। তবু চেষ্টা আমি করে যাবই। কে বলতে পারে আজকে রাতেই হয়তো গ্যারি আমাকে বলে দিলেন সেই সত্য যার খোঁজে আমি গত দুই বছর নাওয়া-খাওয়া ভুলে দৌড়ে বেড়াচ্ছি।

লেখক বিশ্বজিৎ সাহা রচিত গবেষণা গ্রন্থ ‘ম্যাগডালেন’ বইটির নির্বাচিত কিছু অধ্যায় অবলম্বনে বিনির্মাণ করা আমাদের চার পর্বের অনুষ্ঠান। প্রভু যিশু নিজের আত্মাহুতির মাধ্যমে সারা বিশ্বকে শিখিয়ে গিয়েছিলেন প্রেম, ভালোবাসা ও ক্ষমার শিক্ষা। প্রায় দুইহাজার বছর আগে তাঁর দেখানো পথই আজ পৃথিবীর এক চতুর্থাংশ মানুষের ধর্ম বিশ্বাস। কী হবে সেই ধর্মবিশ্বাসের ভিত্তিটাই যদি নড়ে যায়? সত্যিই কি প্রভু যিশুই খ্রিস্টান ধর্মের প্রবর্তক নাকি নেপথ্যে আছেন অন্য কেউ? চার পর্বের বিশেষ অনুষ্ঠান নিয়ে টিম Clock Tower-এ এই গুড ফ্রাইডেতে। এক্ষুনি আমাদের পডকাস্ট বা ইউটিউব চ্যানেল ফলো করে সঙ্গে থাকুক আর জানুন এমন এক সত্য যা বদলে দিতে পারে পৃথিবীর ইতিহাস ।
=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=qMUfOwbfalI

পিকাই আর বল্টু প্রায় একসঙ্গে বলে ওঠে, “পাখিরা গাঁজা খায়? আগে জানতাম না তো। একটা কেমন গল্প-গল্প গন্ধ পাচ্ছি।”“অন্যপাখিরা ...
22/03/2024

পিকাই আর বল্টু প্রায় একসঙ্গে বলে ওঠে, “পাখিরা গাঁজা খায়? আগে জানতাম না তো। একটা কেমন গল্প-গল্প গন্ধ পাচ্ছি।”
“অন্যপাখিরা খায় কিনা জানি না। তবে কলকাতার পাখিরা খেত!”
“খেত?” পিকাই মাথা চুলকায়। “শঙ্খদা, বলবে যখন খুলেই বলো না বাপু!”
শঙ্খদা স্বভাবসিদ্ধভঙ্গিতে এক পা ঘাসের উপরে লম্বা করে দিয়ে পাশে দুইহাতে ভর দিয়ে গল্প বলা শুরু করে।
সময়টা একেবারে উনবিংশ শতকের গোড়ার দিকের। ধরে নিতে পারিস ঐ মোটামুটি ১৭৯০ এর পর বা মোটামুটি ঐ রকম সময়ে। তখন কলকাতার বাবু গোছের ভদ্রসন্তানদের বাইজি বাড়ি থেকে সোনাগাছি যাওয়ার বেশ চল ছিল। তবে সেই অর্থে এঁদের বেশির ভাগেরই নেশা ছিল গাঁজার। বাগবাজার, বটতলা আর বউবাজার এই তিনটে ঠেক সেই সময় গাঁজার নেশা করার জন্য বিখ্যাত ছিল। রীতিমতো ক্লাব ঘরের মতো বানিয়ে সেখানে কলকাতার ভদ্রসন্তানরা অবধি গাঁজা টেনে পড়ে থাকত। গাঁজা টানতে টানতেই সম্ভবত তাঁরা আবিষ্কার করেছিলেন যে তাঁরা বুঝি পাখির মতো উড়তে পারেন। আর তাই কলকাতার বুকে তৈরি হল পক্ষীসমাজ। এঁরা শুধু নামে পক্ষী ছিল না, এক এক জন এক এক পাখির বেশভূষা পরে হাটে-বাজারে ঘুরতও বটে। বাগবাজারের পক্ষীদল এর মধ্যে সুপ্রসিদ্ধ ছিল কারণ এই ঠেকে তৎকালীন গুণী গায়ক রামনিধি গুপ্ত অবধি আসতেন।
“রামনিধি গুপ্ত মানে নিধুবাবু যিনি কিনা ‘নিধুবাবুর টপ্পা’র জন্য বিখ্যাত?”
পিকাই জিজ্ঞাসা করে ওঠে, “এই যে তুমি বললে, গাঁজা খেয়ে সাতমহলা বানিয়ে ফেলার কথা, সেটারও কী কোনও অর্থ আছে? নাকি এমনিই?”
শঙ্খদা কপালে হাত ঠুকে বলল, “ও! ওটা বলতেই ভুলে গিয়েছি। দলে পক্ষী অনেক থাকলেও ‘পক্ষীরাজ’ কিন্তু সবাই ছিল না। যে ব্যক্তি একাসনে বসে একশো আট ছিলিম গাঁজা টানতে পারত, তাঁরা একটা করে ইঁট পেত। উপহার বা পুরস্কার বলতে পারিস। বা স্মারক। সেই ইট জমিয়ে যিনি একটা গোটা বাড়ি বানাতে পারতেন তিনিই পেতেন ‘পক্ষীরাজ’ উপাধি। কলকাতার ইতিহাসে এরকম পক্ষীরাজ ছিলেন দেড়জন। এক্ষুনি যে পটলডাঙ্গার রূপচাঁদ দাসের নাম করলাম তিনি ছিলেন একজন ‘পক্ষীরাজ’। তাঁর নামই হয়ে গিয়েছিল ‘রূপচাঁদ পক্ষী’।
পিকাই অধৈর্য হয়ে পড়ে, “তুমি বললে দেড় জন পক্ষীরাজ ছিল। তাহলে বাকি অর্ধেকের কী কেস?”
স্ক্রিপ্ট- কৌশিক রায় | কণ্ঠ - শঙ্খ বিশ্বাস | সাউন্ড ডিজাইন- শঙ্খ বিশ্বাস


=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=e_7DgoqzRy8

=====================================পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর...
08/03/2024

=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=TrTUN88M4Q8

প্রথম পর্ব - https://youtu.be/QtAFPnL_meYটিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্...
01/03/2024

প্রথম পর্ব - https://youtu.be/QtAFPnL_meY

টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন। এই কোডনেম খানা গেস্তোপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল। আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন।

আজ আমরা গল্প করব নূর ইনায়েত খানের... শুনতে থাকুন দ্বিতীয় পর্ব

পর্বপাঠ - শঙ্খ ও বর্ণিশা
কাহিনি ও স্ক্রিপ্ট - কৌশিক রায়
সাউন্ড ডিজাইন - শঙ্খ
কভার - শুচিস্মিতা
ভিডিও এডিট - ইনভিজিবলম্যান





=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=Jt4UNZGdGQs

=== দুর্ঘটনাবশত গত সপ্তাহের পর্বখানা ডিলিট হয়ে যাওয়ায় আবার আপলোড করা হল=== টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে ...
23/02/2024

=== দুর্ঘটনাবশত গত সপ্তাহের পর্বখানা ডিলিট হয়ে যাওয়ায় আবার আপলোড করা হল===

টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন। এই কোডনেম খানা গেস্তোপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল। আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন।

আজ আমরা গল্প করব নূর ইনায়েত খানের... শুনতে থাকুন প্রথম পর্ব

পর্বপাঠ - শঙ্খ ও বর্ণিশা
কাহিনি ও স্ক্রিপ্ট - কৌশিক রায়
সাউন্ড ডিজাইন - শঙ্খ
কভার - শুচিস্মিতা
ভিডিও এডিট - ইনভিজিবলম্যান





=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=QtAFPnL_meY

ভারতীয় রাজকন্যা লড়েছিলেন ২য় বিশ্বযুদ্ধে?টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্স...
18/02/2024

ভারতীয় রাজকন্যা লড়েছিলেন ২য় বিশ্বযুদ্ধে?

টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন। এই কোডনেম খানা গেস্তোপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল। আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন।

তিনিই প্রথম এশিয়ান কোনও মহিলা যাঁর আবক্ষ মূর্তি স্থাপিত হয়েছিল লন্ডন শহরে।

আজ আমরা গল্প করব... শুনতে থাকুন প্রথম পর্ব

পর্বপাঠ - শঙ্খ ও বর্ণিশা

কাহিনি ও স্ক্রিপ্ট - কৌশিক রায়

সাউন্ড ডিজাইন - শঙ্খ

কভার - শুচিস্মিতা

ভিডিও এডিট - ইনভিজিবলম্যান
পুরো পর্ব শুনতে চলে আসুন Spotify, Amazon Prime, JioSaavn-এ। সার্চ করুন, 'Clock Tower' আর শুনে নিন আমাদের লেটেস্ট এপিসোড। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে ফলো করে ফেলুন আমাদের পডকাস্ট চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
Spotify: clocktower.openinapp.co/wzxmn
Amazon Music: clocktower.openinapp.co/9pdaf
JioSaavn: clocktower.openinapp.co/7o661
Apple podcast: https://clocktower.openinapp.co/apple

টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান...
17/02/2024

টিপু সুলতানের বংশ ধর এক রাজকন্যা অকুতোভয় হয়ে লড়েছিলেন হিটলারের বিরুদ্ধে। ফ্রান্সের রাস্তায় কাঁধে পনেরো কেজির রেডিও-ট্রান্সমিটার নিয়ে গেস্তেপো বাহিনীর চোখে ধুলো দিয়ে চষে বেড়াতেন লেডি ম্যান্ডেলিন। এই কোডনেম খানা গেস্তোপো বাহিনীর ঘুম উড়িয়ে দিয়েছিল। আজ থাকল তেমনই এক ভারতীয় রাজকন্যার গল্প যিনি হিটলারের বিরুদ্ধে নিজের জীবন তুচ্ছ করে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিলেন।

আজ আমরা গল্প করব নূর ইনায়েত খানের... শুনতে থাকুন প্রথম পর্ব

পর্বপাঠ - শঙ্খ ও বর্ণিশা
কাহিনি ও স্ক্রিপ্ট - কৌশিক রায়
সাউন্ড ডিজাইন - শঙ্খ
কভার - শুচিস্মিতা
ভিডিও এডিট - ইনভিজিবলম্যান




=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=4CAtCL_sCGE

বিষ্ণুর মৎস্য অবতার কি সত্যিই এসেছিলেন পৃথিবীতে? | পর্ব ২পুরাণ অতি জটিল বিষয়। কেউ বলেন ইতিহাস কেউ বলেন মনগড়া গপ্পো। তবে ...
11/02/2024

বিষ্ণুর মৎস্য অবতার কি সত্যিই এসেছিলেন পৃথিবীতে? | পর্ব ২

পুরাণ অতি জটিল বিষয়। কেউ বলেন ইতিহাস কেউ বলেন মনগড়া গপ্পো। তবে পুরাণের বিভিন্ন গল্প কথার আড়ালে যে একটা প্রাচীন সময়ের সত্যি ঘটনা ধরা থাকে একথা আপনি বিশ্বাস করতে না-ই পারেন। তবে খুঁজে দেখলে সেসব চিহ্ন খুঁজে পাওয়া সম্ভব। মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন। আবার তা উল্লেখ আছে বাইবেলে। দুটো গল্পের ওরকম একটু -আধটু মিল থাকে। তাই তো? আজ্ঞে না, দুটো নয়। পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলোতেও এই গ্রেট ফ্লাডের কথা পাওয়া যায়। তাহলে দাঁড়াল কী? এই মহাপ্লাবণ বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল? কোন কোন প্রাচীন সভ্যতায় গ্রেট ফ্লাডের উল্লেখ আছে? কোনও পুরাতাত্ত্বিক প্রমাণ আছে কি? আজ আমরা এই পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথা, ঐতিহাসিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবণের আখ্যানের সত্যতা। আজ দ্বিতীয় পর্ব।

পর্বপাঠ- শঙ্খ,

স্ক্রিপ্ট – কৌশিক রায়,

সাউন্ড ডিজাইন – শঙ্খ।

কভার - শুচিস্মিতা
পুরো পর্ব শুনতে চলে আসুন Spotify, Amazon Prime, JioSaavn-এ। সার্চ করুন, 'Clock Tower' আর শুনে নিন আমাদের লেটেস্ট এপিসোড। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে ফলো করে ফেলুন আমাদের পডকাস্ট চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
Spotify: clocktower.openinapp.co/wzxmn
Amazon Music: clocktower.openinapp.co/9pdaf
JioSaavn: clocktower.openinapp.co/7o661
Apple podcast: https://clocktower.openinapp.co/apple

প্রথম পর্ব- https://youtu.be/ihGTyBGArV8মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই...
09/02/2024

প্রথম পর্ব- https://youtu.be/ihGTyBGArV8

মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন। এই মহাপ্লাবণ বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল? কেন ঘটতে পারে এরকমটা? আর কোন কোন ধর্মগ্রন্থে এর উল্লেখ আছে? কোনও পুরাতাত্ত্বিক প্রমাণ আছে কি? আজ আমরা এই পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথা, ঐতিহাসিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবণের আখ্যানের সত্যতা।

পর্বপাঠ- শঙ্খ,
স্ক্রিপ্ট – কৌশিক রায়,
সাউন্ড ডিজাইন – শঙ্খ।
কভার - শুচিস্মিতা





=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=tUm5lG-Reus

বিষ্ণুর মৎস্য অবতার কি সত্যিই এসেছিলেন পৃথিবীতে? | পর্ব ১পুরাণ অতি জটিল বিষয়। কেউ বলেন ইতিহাস কেউ বলেন মনগড়া গপ্পো। তবে ...
04/02/2024

বিষ্ণুর মৎস্য অবতার কি সত্যিই এসেছিলেন পৃথিবীতে? | পর্ব ১

পুরাণ অতি জটিল বিষয়। কেউ বলেন ইতিহাস কেউ বলেন মনগড়া গপ্পো। তবে পুরাণের বিভিন্ন গল্প কথার আড়ালে যে একটা প্রাচীন সময়ের সত্যি ঘটনা ধরা থাকে একথা আপনি বিশ্বাস করতে না-ই পারেন। তবে খুঁজে দেখলে সেসব চিহ্ন খুঁজে পাওয়া সম্ভব। মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন। আবার তা উল্লেখ আছে বাইবেলে। দুটো গল্পের ওরকম একটু -আধটু মিল থাকে। তাই তো? আজ্ঞে না, দুটো নয়। পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতাগুলোতেও এই গ্রেট ফ্লাডের কথা পাওয়া যায়। তাহলে দাঁড়াল কী? এই মহাপ্লাবণ বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল? কোন কোন প্রাচীন সভ্যতায় গ্রেট ফ্লাডের উল্লেখ আছে? কোনও পুরাতাত্ত্বিক প্রমাণ আছে কি? আজ আমরা এই পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথা, ঐতিহাসিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবণের আখ্যানের সত্যতা। আজ প্রথম পর্ব।
পুরো পর্ব শুনতে চলে আসুন Spotify, Amazon Prime, JioSaavn-এ। সার্চ করুন, 'Clock Tower' আর শুনে নিন আমাদের লেটেস্ট এপিসোড। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে ফলো করে ফেলুন আমাদের পডকাস্ট চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
Spotify: clocktower.openinapp.co/wzxmn
Amazon Music: clocktower.openinapp.co/9pdaf
JioSaavn: clocktower.openinapp.co/7o661
Apple podcast: https://clocktower.openinapp.co/apple

মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা ক...
02/02/2024

মহাপ্লাবণের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে। পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই সময় বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন। এই মহাপ্লাবণ বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল? কেন ঘটতে পারে এরকমটা? আর কোন কোন ধর্মগ্রন্থে এর উল্লেখ আছে? কোনও পুরাতাত্ত্বিক প্রমাণ আছে কি? আজ আমরা এই পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার পৌরাণিক গাথা, ঐতিহাসিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবণের আখ্যানের সত্যতা।

পর্বপাঠ- শঙ্খ,
স্ক্রিপ্ট – কৌশিক রায়,
সাউন্ড ডিজাইন – শঙ্খ।
কভার - শুচিস্মিতা





=====================================
পুরো পর্ব শুনতে চলে আসুন YouTube-এ। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব Podcast channel-এ। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
প্রত্যেক শুক্রবার রাত নটায় আমরা আসছি এমন সব সত্যি গল্প নিয়ে যা শুনলে গায়ে কাঁটা দেয়, বিশ্বাসই হয় না। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
https://www.youtube.com/watch?v=ihGTyBGArV8

বাংলার সবথেকে বড় অস্ত্র লুঠহাতে ধরা 'The Statesman’ খবরের কাগজের প্রথম পাতার হেড লাইনের দিকে তাকিয়ে তাকিয়ে থমথমে মুখে বস...
27/01/2024

বাংলার সবথেকে বড় অস্ত্র লুঠ

হাতে ধরা 'The Statesman’ খবরের কাগজের প্রথম পাতার হেড লাইনের দিকে তাকিয়ে তাকিয়ে থমথমে মুখে বসে থাকেন লালবাজার স্পেশাল ব্রাঞ্চের প্রধান চার্লস টেগার্ট। তার চোখ মুখ লাল হয়ে ওঠে রাগে। খবরের প্রথম পাতায় বড় বড় করে লেখা 'The greatest daylight robbery’।

আজ ভারতের প্রজাতন্ত্র দিবস। স্বাধীন এই ভারতের স্বপ্ন সফল হতে অপেক্ষা করতে হয়েছিল প্রায় দুশো বছর। কত শত বিপ্লবীরা যে এই অগ্নিযজ্ঞে নিজেদের জীবন দিয়েছেন তার হিসেব আমাদের কাছে নেই। কালের গর্ভে হারিয়ে গিয়েছেন অনেকেই। আজ আমরা গল্প করব এমন এক বিপ্লবীর যিনি কলকাতার বুকে সবথেকে বড় অস্ত্র লুণ্ঠনের ঘটনাকে বাস্তবায়িত করেছিলেন। যাঁর লুণ্ঠিত অস্ত্র কলকাতা, ঢাকার বিভিন্ন বিপ্লববাদী সংগঠনে ছড়িয়ে পড়েছিল। বাঘাযতীন, চিত্তপ্রিয় রায়চৌধুরিরা জীবনের শেষ যুদ্ধ করেছিলেন যে মাউজার পিস্তল নিয়ে তা ব্রিটিশ পুলিশের চোখের সামনে দিয়ে লুঠ করে গায়েব হয়ে গিয়েছিলেন এই বিপ্লবী। আজ আমরা শোনাব সেই ঘটনা। যাকে আমরা নয়, তৎকালীন ব্রিটিশ মিডিয়াই বলেছিল 'The greatest daylight robbery’।

পর্বপাঠ- শঙ্খ,

স্ক্রিপ্ট – কৌশিক রায়,

সাউন্ড ডিজাইন – শঙ্খ

কভার - শুচিস্মিতা

ভিডিও এডিট - ইনভিজিবলম্যান
পুরো পর্ব শুনতে চলে আসুন Spotify, Amazon Prime, JioSaavn-এ। সার্চ করুন, 'Clock Tower' আর শুনে নিন আমাদের লেটেস্ট এপিসোড। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে ফলো করে ফেলুন আমাদের পডকাস্ট চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
Spotify: clocktower.openinapp.co/wzxmn
Amazon Music: clocktower.openinapp.co/9pdaf
JioSaavn: clocktower.openinapp.co/7o661
Apple podcast: https://clocktower.openinapp.co/apple

ইংরেজরা নয়, বাঙালিরা গড়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়১৮৫৭সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। কিন্তু ওই সালটি ভারতের শিক্ষাক্ষেত্রেও ছ...
27/01/2024

ইংরেজরা নয়, বাঙালিরা গড়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়

১৮৫৭সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। কিন্তু ওই সালটি ভারতের শিক্ষাক্ষেত্রেও ছিল একটি মাইলফলক। ওই একই বছরে তিনটি প্রেসিডেন্সির তিনটি শহরে বিশ্ববিদ্যালয়ের সূচনা হয়। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজ।

আধুনিক ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তখন উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেমস উইলিয়াম কোলভিল। তবে ব্রিটিশরা ভারতীয়দের বিদ্যাদানের জন্য বিশ্ববিদ্যালয় খুলেছিল এমনটা ভাবলে একটু ভুল ভাবা হয়। তখন তাদের কাজে সহায়তার জন্য যেটুকু দরকার সেরকম কর্মী তৈরি করারই ছিল এই বিদ্যাঙ্গনগুলির লক্ষ্য। তাই প্রথমদিকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের ব্যবস্থা থাকত না। তারা শুধুই পরীক্ষা নিয়ে ডিগ্রি দিত।এমন কি ১৯০৪সালের আগে অবধি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়োগের অধিকার ছিল না। যদিও তার আগে থেকেই বেশ মানুষ শিক্ষাদানে এগিয়ে এসেছিলেন। বিজ্ঞান বিভাগের কথা বললে জগদীশচন্দ্র বসু ও প্রফুল্ল চন্দ্র প্রেসিডেন্সি কলেজে পড়াতেন। তখন প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটা ক্যাম্পাস বলা যেতে পারে। এই সময়টায় কলকাতা বিশ্ববিদ্যালয় মূলত ফেলোরা পরিচালনা করতেন। তার মধ্যে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামগোপাল ঘোষ, প্রসন্নকুমার ঠাকুর, প্রিন্স গোলাম মহম্মদ, আলেকজান্ডার ডেফ প্রমুখরা।

কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরিতে দুই বাঙালি দিয়েছিলেন কয়েক শো কোটি টাকা? তাঁরা না থাকলে আজ থাকত না বালিগঞ্জ সায়েন্স কলেজ বা রাজাবাজার ক্যাম্পাস। কেমন ছিল বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলো। জানব আজকে এই পর্বে

পর্ব পাঠ - শঙ্খ

স্ক্রিপ্ট - কৌশিক রায়

সাউন্ড ডিজাইন - শঙ্খ

কভার - সুশ্রীক
পুরো পর্ব শুনতে চলে আসুন Spotify, Amazon Prime, JioSaavn-এ। সার্চ করুন, 'Clock Tower' আর শুনে নিন আমাদের লেটেস্ট এপিসোড। প্রত্যেক বুধবার ঠিক রাত নটায় আসে আমাদের নতুন পর্ব। আর শুক্রবার রাত নটায় ইউটিউবে। শুনতে ফলো করে ফেলুন আমাদের পডকাস্ট চ্যানেল। একই সঙ্গে অনুরোধ করি আগামী সব পর্বের খবর পেতে লাইক ও ফলো করে রাখুন আমাদের পেজটি।
Spotify: clocktower.openinapp.co/wzxmn
Amazon Music: clocktower.openinapp.co/9pdaf
JioSaavn: clocktower.openinapp.co/7o661
Apple podcast: https://clocktower.openinapp.co/apple

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Clock Tower Podcast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Kolkata media companies

Show All