Global 24x7

Global 24x7 News /media

কোন্ পতাকায় লাথি মারে কেউকোন্ পতাকায় ফুলআমার প্রেমের পতাকা তোমারএলোমেলো হওয়া চুলপতাকায় নয় কিছুই শুরুপতাকায় নয় শেষআমিই ভা...
02/12/2024

কোন্ পতাকায় লাথি মারে কেউ
কোন্ পতাকায় ফুল
আমার প্রেমের পতাকা তোমার
এলোমেলো হওয়া চুল

পতাকায় নয় কিছুই শুরু
পতাকায় নয় শেষ
আমিই ভারতবর্ষ প্রিয়া
আমিই বাংলাদেশ

কারা করে কার অপমান প্রিয়া
কতগুলো উজবুক
আদরে আদরে এঁকে দেবো চলো
সবার দেশের মুখ

ভুলে যাই কেন একজন ক্রুশে
ঝুলেছেন একা একা
সকলের হয়ে, চলো প্রিয়তমা
যদি পাই তাঁর দেখা

তিনি বলবেন এসো হাত ধরো
শত্রুতা ভুলে যাও
পতাকার চেয়ে ভালবাসা বড়
প্রেমের গানটা গাও।

-----------------

কবীর সুমন
১, ১২, ২৪ ভোর

02/12/2024

She is Tulsi Gabbard, the new Director of National Intelligence Department in Trump team.
Request all to listen her carefully.
🙏

#আন্তর্জাতিক #বাংলা #সংবাদ Everyone

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ট্রাম্প সরকারের বিবৃতিTheGlobal24X7.comবাংলাদেশে চলমান রাজনৈতিক ও ধর্মীয় হি...
02/12/2024

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে ট্রাম্প সরকারের বিবৃতি
TheGlobal24X7.com

বাংলাদেশে চলমান রাজনৈতিক ও ধর্মীয় হিংসা, হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও সংখ্যালঘুদের উপর চলতে থাকা নিপীড়নের আমেরিকা থেকে একটি শক্তিশালী বিবৃতি এসেছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, ট্রাম্প প্রশাসন বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে পাশে দাঁড়াবে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধর্মীয় উপদেষ্টা জনি মুর বলেছেন যে, বর্তমান আমেরিকান প্রশাসন বাংলাদেশে চলমান সহিংসতার প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। মুর বলেন, “যদিও বাইডেন প্রশাসন বাংলাদেশে যা ঘটছে তা উপেক্ষা করছে, তবে আসন্ন ট্রাম্প সরকার সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে।

ট্রাম্প একবার আবার হোয়াইট হাউসে ফিরছেন, এবং তার প্রশাসন আমেরিকার মূল্যবোধের প্রতি নিবেদিত থাকব।”

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং জামিন না দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই ঘটনা এবং বাংলাদেশের উগ্রপন্থী গোষ্ঠী দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হামলার অংশ হিসেবে যেসব নৃশংস তথ্য সামনে এসেছে, তা বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে চিন্তা বাড়িয়ে দিয়েছে।

#আন্তর্জাতিক সংবাদ .com #বাংলা সংবাদ

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক শতরান বিরাট কোহলির২৯ শে নভেম্বর: বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হ...
02/12/2024

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক শতরান বিরাট কোহলির

২৯ শে নভেম্বর: বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসাবে সর্বাধিক শতরান হাঁকিয়েছেন। এটি ভারতীয় টেস্ট ইতিহাসে এক নতুন রেকর্ড। এর আগে ভারতীয় হিসেবে সর্বাধিক শতরান করেছিলেন কোহলি ২০১৮ সালের বর্ডার- গাভাস্কার ট্রফিতে । তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে ৯ টি শতরানের সঙ্গে ইংল্যান্ডের বিখ্যাত ব্যাটসম্যান জ্যাক হবস l বিরাট কোহলির নামে এ তার লাল বলের ৩০ নম্বর শতরান যুক্ত হলো। এবং পার্থে তার দ্বিতীয় শতরানের ইতিহাস গড়লেন।
ভারতীয়দের মধ্যে অনেক ক্রিকেটার আছেন যারা অস্ট্রেলীয়ার মাটিতে শতরান হাঁকিয়েছেন। কিন্তু বিরাট কোহলি ৭ টি শতরান করেন সেই জায়গায় নিজের নামক সবথেকে প্রথমে কয়ে দিয়েছেন রোহিত শর্মার অবর্তমানে যশপ্রীত বুমরার অধিনায়কত্বে বিরাট কোহলি তার সবকটি ফরম্যাটে ৮১ টি শতরান সম্পূর্ণ করেন।
এর আগে বিরাট কোহলি তার শতরান করেন ১৫ ই নভেম্বর ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ এর সেমিফাইনালে বিগত একবছর পরে ২৩ ই নভেম্বর তার আন্তর্জাতিক ক্রিকেটে ৮১ নম্বর শতরান সম্পূর্ণ করেন।
বিরাট কোহলি তার টেস্ট শতরান শেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে করেছিলেন। সেটি তার ২৯ তম টেস্ট শতরান ছিল। এরপর অস্ট্রেলীয়ার মাটিতে অপ্টাস স্টেডিয়ামে ঐতিহাসিক জয়ের সাথে তার ৩০ নম্বর টেস্ট শতরানটি সম্পূর্ণ করেন।
এ থেকে বোঝা যায় যে বিরাট কোহলি মর্ডান ডে ক্রিকেটের সবচেয়ে বড় খেলোয়াড়। সচিন টেন্ডুলকারের পর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড রয়েছে বিরাট কোহলিরই নামে।

আর এক নক্ষত্র পতন।আমাদের মোবাইল/ ইলেকট্রনিক গ্যাজেটসহীন ছোটবেলায় দূরদর্শনের ছোট্ট পর্দার গুরুত্ব ছিল অসীম। আর সেই পর্দা...
18/10/2024

আর এক নক্ষত্র পতন।

আমাদের মোবাইল/ ইলেকট্রনিক গ্যাজেটসহীন ছোটবেলায় দূরদর্শনের ছোট্ট পর্দার গুরুত্ব ছিল অসীম। আর সেই পর্দা আলো করে যারা দেশ-বিদেশের জানা-অজানা তথ্য আমাদের কাছে পৌঁছে দিতেন, সেই সব ঘোষক এবং সংবাদ পাঠকদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ছিল দেবরাজ রায়।

১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি নজর কাড়েন মৃণাল সেনের কলকাতা ৭১ এ। ১৯৭১ সালে মুক্তি পায় সেই ছবি। পরবর্তীকালে তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহের মতো দিকপাল পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।

এই গুণী শিল্পী আজ আমাদের সকলকে ছেড়ে মহা প্রস্তানের পথে চলে গেলেন। ওনার রাজকীয় মন্দ্রকন্ঠ আর ধ্বনিত হবে না পর্দায় বা মঞ্চে।

সল্টলেকের আইএলএস হাসপাতালে দেবরাজ রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। আপাততঃ হাসপাতালেই রয়েছে তাঁর মরদেহ। আগামীকাল, শুক্রবার ১৮ অক্টোবর প্রথমে তাঁর সল্টলেকের বাসভবন নিয়ে যাওয়া হবে দেহ। সেখান থেকে শেষকৃত্যের জন্য শেষ বিদায় জানানো হবে অভিনেতাকে।

ওনার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করি।

🌻 সত্যমেব জয়তু 🌻শান্তনু বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকেই সহ্য করতে পারতাম না চোখ বাঁধা ওই মূর্তিটাকে। দেখলেই অন্ধ ধৃতরাষ্ট...
18/10/2024

🌻 সত্যমেব জয়তু 🌻
শান্তনু বন্দ্যোপাধ্যায়

ছোটবেলা থেকেই সহ্য করতে পারতাম না চোখ বাঁধা ওই মূর্তিটাকে। দেখলেই অন্ধ ধৃতরাষ্ট্রের কথা মনে পড়ে যেতো। -যে কান দিয়ে শোনে; আর শোনা কথার ভিত্তিতে রোবটের মত রায় দান করে।

মনে হতো বিচারের, বিচারকের দৃষ্টি হবে তীক্ষ্ণ। সজাগ, সচেতন, কঠোর। ক্ষুদ্রাতিক্ষুদ্র অন্যায়ও তার চোখের নজর এড়াতে পারবে না। তার নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠবে প্রবল প্রতাপশালী অপরাধীরও হৃদয়।

এখন থেকে ভারতের মাটিতে লেডি জাস্টিশিয়ার চোখে আর কালো কাপড় বাঁধা থাকবে না। হাতে থাকবে সংবিধান। এখন থেকে সে খোলা চোখে বিচার বিবেচনা করে রায় দান করবে। প্রয়োজনে সংবিধানেও চোখ বুলিয়ে নিতে পারবে।

আশা করা যাক, এখন থেকে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে আইনের সহায়তা পাবে, নিরপেক্ষ বিচার পাবে। আরোও অশা করা যাক, এদেশের আইনি প্রক্রিয়ায় গতি আসবে। বিচারের বাণীর প্রত্যাশায় আর্ত নাগরিককে আর বছরের পর বছর নিরবে নিভৃতে অস্রুপাত করতে হবে না।

🇮🇳 ভারতবর্ষ হয়ে উঠবে প্রকৃত অর্থেই মহান।

🌴 যশোরের দেশবন্ধু, দশবন্ধু 🌴✍️ শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রীষ্মের দাবদাহে তপ্ত দুপুরে যখন সকলে ঘরে বসে বিশ্রাম নেন কিংবা ...
18/10/2024

🌴 যশোরের দেশবন্ধু, দশবন্ধু 🌴

✍️ শান্তনু বন্দ্যোপাধ্যায়

গ্রীষ্মের দাবদাহে তপ্ত দুপুরে যখন সকলে ঘরে বসে বিশ্রাম নেন কিংবা শীতল কোন জায়গায় অবস্থান করেন, তখন রাস্তায় রাস্তার তাল গাছ লাগাতে বা গাছের পরিচর্যা করতে দেখা যায় যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী (দক্ষিণ) গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন দাসকে। প্রতি বছর বর্ষার মৌসুমে তিনি নিজ অর্থ ব্যয় করে তালবীজ সংগ্রহ করে তা নিজ হাতে পরম মমতায় বপন করেন পথে প্রান্তরে। শুধু গ্রীষ্ম বা ঘোর বর্ষাই নয় তীব্র শীতেও একই কাজ করে চলেন তিনি।

বিগত প্রায় ১৬ বছর ধরে এভাবেই তালগাছ লাগিয়ে চলেছেন চিত্তরঞ্জন। যশোরের অভয়নগর ও মণিরামপুর উপজেলাসহ নওয়াপাড়া পৌরসভা এলাকার অন্ততঃ ৪২টি ছোট-বড় সড়কের দুই ধারে ১৬ বছরে দুই লাখ ৮৮ হাজার তালের বীজ বুনেছেন চিত্তরঞ্জন। একইসঙ্গে এই সড়কগুলিতে খেজুর গাছেরও প্রায় ৫৬ হাজার বীজ বপন করেছেন তিনি। তার ইচ্ছা, ২০০৮ সালে শুরু করা এই কাজ তিনি করে যাবেন আমৃত্যু।

ছোটবেলায় বাবার কাছে শুনেছিলেন তালগাছ বজ্রপাত প্রতিরোধ করে। এদিকে বাংলায় বজ্রপাতের কারণে প্রতিবছর অসংখ্য মানুষের মৃত্যু হয়। বড় হয়ে একটি আমেরিকা থেকে প্রকাশিত গবেষণা প্রবন্ধে তিনি অনুরূপ মতামত পাঠ করেন। তখন থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সারা জীবনে যত বেশি সম্ভব তালগাছ বপন করবেন তিনি। বজ্রপাত প্রতিরোধের পাশাপাশি তালগাছ রোপণের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, তালগাছের কোনো কিছুই ফেলনা না। পাকা তাল, তালের আঁটির শাঁস, তালের রস, তাল গুড় গ্রামবাংলার মানুষের প্রিয় খাবার। তা ছাড়া তাল পাতার পাখা, পাতা ছাউনী ও ডাটা জ্বালানি হিসেবে বেশ গুরুত্ব বহন করে। সর্বোপরি বাড়িঘর বানানো কিংবা নদী বাঁধ বাঁধানোর কাজে তাল কাঠের জুড়ি নেই।
(শান্তনু বন্দ্যোপাধ্যায় )

প্রকৃতির পাশাপাশি দেশবন্ধু ভালোবাসেন পাখিদের। তার কথায়, "তালগাছ ছিল না বলে এত বছর ধরে এলাকায় বাবুই পাখির খুব একটা দেখা মিলত না। এখন সেই পাখিরা আবার ফিরছে। ওদের দেখে মন ভরে যায়।"

বাংলাদেশের দেশবন্ধু প্রকৃতই দশবন্ধু- যিনি দশ-দেশের সেবায় বছরভর অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তালগাছপ্রেমী চিত্তরঞ্জন পেশায় একজন সাধারন বর্গা চাষী। কিন্তু, এই অতুলনীয় কাজের কারণে তিনি এখন স্থানীয়দের কাছে পরিচিত নাম। অনেকের কাছে অনুপ্রেরণারও বটে।

07/10/2024

কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ দুর্গাপুজোর এবারের থিম ২০২৪ # #

03/10/2024

দমদম তরুণ দল পার্ক, দেখে নিন এবারের দুর্গা পূজার বিশেষ থিম2024
#

🚘 পর্যটনের গ্রাম বড়নগর 🚘✍️ শান্তনু বন্দ্যোপাধ্যায় এই বছর ভারতের ‘সেরা পর্যটন গ্রাম’ তকমা পেল মুর্শিদাবাদের বড়নগর। মুর...
23/09/2024

🚘 পর্যটনের গ্রাম বড়নগর 🚘

✍️ শান্তনু বন্দ্যোপাধ্যায়

এই বছর ভারতের ‘সেরা পর্যটন গ্রাম’ তকমা পেল মুর্শিদাবাদের বড়নগর। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লকের ছোট্ট গ্রাম বড়নগর। কেন্দ্রের পর্যটন মন্ত্রকের কৃষি-পর্যটন প্রতিযোগিতায় ‘সেরা পর্যটন গ্রাম’-এর তকমা পেয়েছে মুর্শিদাবাদের এই গ্রাম। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে কেন্দ্রের ‘সেরা পর্যটন গ্রাম’-এর পুরস্কার তুলে দেওয়া হবে।

একসময় সাজানো গোছানো এই গ্রামকে তুলনা করা হতো বারাণসীর সঙ্গে। বাংলার সেই ‘বারাণসী’ এবার পেল দেশের সেরা পর্যটন গ্রামের তকমা। ভাগীরথী নদীর পশ্চিমপাড়ে এই গ্রামে গড়ে তোলা হয়েছিল অপূর্ব সুন্দর ১০৮টি টেরাকোটা মন্দির।

নাটোর রাজবংশের গঙ্গাবাস ছিল বড়নগরে। রানী ভবানীর অত্যন্ত প্রিয় ছিল বড়নগর। তিনি বারাণসীর অনুকরণে সাজিয়ে তুলেছিলেন গ্রামকে। জীবনের শেষদিকে তিনি এখানেই অতিবাহিত করেন। এখনও ছবির মতো সুন্দর এই গ্রাম। কেন্দ্রের পর্যটন দপ্তর কৃষিক্ষেত্রে সেরা পর্যটন গ্রাম হিসেবে বেছে নিয়েছে বড়নগরকে।

বড়নগরের মন্দিরগুলির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল চারটি একচালা বাংলা-মন্দির- যা 'চার-বাংলা' নামে খ্যাত। মন্দিরের মধ্যে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। উত্তরদিকের দক্ষিণমুখী মন্দিরের টেরাকোটা বর্তমানে ক্ষতবিক্ষত হলেও এটি নিপুণ কারুশিল্পের নিদর্শন। ভাস্কর্যের মধ্যে রামলীলা ও কৃষ্ণলীলার দৃশ্য বেশি, মধ্যে মধ্যে শিকার ও শোভাযাত্রার দৃশ্য আছে; তিনটি তোরণের উপরে অসুরনাশিনী চণ্ডী, রাম-রাবণের যুদ্ধ, কৃষ্ণের কংসবধ প্রভৃতি দৃশ্য আছে। এতে কালী, চণ্ডী ও অন্যান্য দেবদেবী ছাড়াও যোগাসনে উপবিষ্ট বেশ বড় শিবমূর্তি আছে। পশ্চিমদিকের মন্দিরে লঙ্কাযুদ্ধ ও দেবীযুদ্ধের দৃশ্যসম্বলিত টেরাকোটার কাজ আছে।

এই গ্রামে রয়েছে রানি ভবানীর প্রাসাদ এবং চার বাংলা মন্দির। এছাড়া চার বাংলা ছাড়া টেরাকোটা মন্দির কমপ্লেক্সের মন্দিরগুলি হল— রাজ রাজেশ্বরী, ভবানীশ্বর, জোড় বাংলা, পঞ্চমুখী শিব মন্দির সহ মোট ছ’টি মন্দির রয়েছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে বাকি ১০৮টি মন্দিরের অধিকাংশই বিলুপ্তির পথে।

চার-বাংলা মন্দিরের পাশে টেরাকোটার কাজ যুক্ত চারটি অষ্টকোণ শিবমন্দির আছে, মন্দিরের চূড়াগুলি উল্টানো পদ্মফুলের মতো। এর মধ্যে সবচেয়ে বড় মন্দিরটি ভবানীশ্বর শিবের। গোপাল মন্দির ও দোলমঞ্চ পাশ্চাত্যরীতিতে স্তম্ভের উপর তৈরি। এর কিছুটা দূরে, রানী ভবানীর গুরুবংশের মঠবাড়িতে কয়েকটি কালীমন্দির ও শিবমন্দির আছে। এখানে গঙ্গেশ্বর শিবের জোড়বাংলা মন্দিরের পোড়ামাটির ভাস্কর্য বেশ চিত্তাকর্ষক। মঠবাড়ির উত্তরে সন্ন্যাসী ব্রহ্মানন্দ প্রতিষ্ঠিত দয়াময়ী কালীর মন্দিরটি প্রায় পরিত্যক্ত। এখানকার কালীমূর্তি ও অষ্টভূজ গণেশমূর্তি চুরি হয়ে গেলেও রাজরাজেশ্বর মূর্তিটি চুরি হওয়ার পর পুনরুদ্ধার করা হয়েছে। রানী ভবানীর দত্তকপুত্র সাধক রামকৃষ্ণের পঞ্চমুণ্ডের আসনের স্থানটি এখানে বর্তমান।

এগুটিই মূলত বড়নগরের আকর্ষণ। যা দেখতে বহু মানুষ মুর্শিদাবাদের গ্রামটিতে ভিড় করেন।

প্রাচীন বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করছে এই গ্রাম। গ্রামের বাসিন্দারা অধিকাংশই তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। বালুচরি, জামদানি, টাঙ্গাইলের মতো সুক্ষ্ম বস্ত্র উৎপাদন করেন তাঁরা। এ ছাড়া, বাঁশ ও বেতের কারুশিল্প, মৃৎশিল্পের সঙ্গেও জড়িত অনেকে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরাও সক্রিয় বড়নগর গ্রামে।

তথ্যসূত্র: https://www.facebook.com/groups/504901639064579/?ref=share
আনন্দবাজার অনলাইন
https://bartamanpatrika.com
উইকিপিডিয়া

22/09/2024

Dum Dum Tarun Sangha Durga Puja 2024 || Kolkata || মুক্ত ধারা || Global News

22/09/2024

মাস্টার দা ক্লাবের এবছরের দুর্গাপূজা উৎসবের নতুন থিম কী?

17/09/2024

All About ধান্যকুরিয়া রাজবাড়ী || Hiden Gems Of Dhanyakuria || Global News

17/08/2024

আর জি কর কান্ডে প্রতিবাদী শিক্ষকদের রাতারাতি বদলি করা হল... মাঝ রাস্তা থেকে গ্রেপ্তার সন্দীপ ঘোষ...!!!


16/08/2024

সিজিও কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হল সন্দীপ ঘোষকে।। রাস্তা থেকে গ্রেফতার করলেন সিবিআই

16/08/2024

R.G. Kar Lady Doctor R@pe and Murder || Big Protest At Night || CBI Summons 5 Doctor || Global News
.

Address

Kolkata
700074

Alerts

Be the first to know and let us send you an email when Global 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global 24x7:

Videos

Share