Timeline Publication

Timeline Publication Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Timeline Publication, Publisher, 780/A, KOLKATA.

সনাতন হিন্দু ধর্মের অন্যতম পৌরাণিক গ্রন্থ মহাভারত। যার নেপথ্যে রয়েছে ধর্ম স্থাপনের জন্য পাণ্ডবদের সঙ্গে কৌরবদের লড়াই। ...
27/11/2024

সনাতন হিন্দু ধর্মের অন্যতম পৌরাণিক গ্রন্থ মহাভারত। যার নেপথ্যে রয়েছে ধর্ম স্থাপনের জন্য পাণ্ডবদের সঙ্গে কৌরবদের লড়াই। এই পাণ্ডব বংশের রাজা পান্ডুর স্ত্রী হলেন দেবী মাদ্রী। তার দুই পুত্র নকুল ও সহদেব। তাদের নিয়ে রচিত বিশিষ্ট লেখক ও সাংবাদিক সন্দীপ চক্রবর্তীর বই 'মাদ্রীপুত্র', বইটির আনুষ্ঠানিক প্রচ্ছদ উন্মোচন করা হল। প্রচ্ছদ উন্মোচনে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কুণাল ঘোষ মহাশয়।
বইটি প্রকাশিত হবে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫এ।

আমাদের জীবনে সকল কাজের শেষে সকল ব্যস্ততার শেষে সেই পড়ে থাকা অবশিষ্ট আমি কে নিয়ে আমরা বারংবার যে অদৃশ্য টানে ঘরমুখো হই ...
24/11/2024

আমাদের জীবনে সকল কাজের শেষে সকল ব্যস্ততার শেষে সেই পড়ে থাকা অবশিষ্ট আমি কে নিয়ে আমরা বারংবার যে অদৃশ্য টানে ঘরমুখো হই তার নাম সম্পর্ক। প্রতিটা সম্পর্কের একটি ঘর থেকে স্মৃতি ঘেরা বারান্দা থাকে যেখানে যত্নে লালন করে চলি আমরা। যত্নে থাক সকল প্রিয়জন যত্নে থাক প্রতিটি সম্পর্ক।
আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫এ প্রকাশিত হতে চলেছে লেখক অনিবেন্দ্র রচিত বই 'সম্পর্কের বারান্দায়'
সকলে উপস্থিতিতে পাঠক মুখরিত হোক আপনাদের টাইমলাইন।

কখনও কখনও কিছু কথা সরাসরি বলা যায় না, কখনও কখনও কিছু কথা হোয়াটস্যাপ বা এসএমএসে বলা যায় না, তখন মনের কথা সাজিয়ে লিখে ...
20/11/2024

কখনও কখনও কিছু কথা সরাসরি বলা যায় না, কখনও কখনও কিছু কথা হোয়াটস্যাপ বা এসএমএসে বলা যায় না, তখন মনের কথা সাজিয়ে লিখে ফেলতে হয় একটি চিঠি,
যে চিঠি প্রিয় মানুষের জন্য, যে চিঠি প্রিয় বন্ধুর জন্য বা প্রিয় শিল্পীর জন্য।
এমনি সব চিঠি নিয়ে আসন্ন কলকাতা বইমেলা ২০২৫এ প্রকাশিত হতে চলেছে লেখিকা মোহনা জাহ্নবীর বই 'প্রিয় অনুপম'

রাতের আঁধার গায়ে মেখে স্থবির চিত্তে দাঁড়িয়ে ছিল গোটা জায়গাটি । ঐ জায়গাটির সাথে কোন এক নিবিড় সম্পর্ক অনুভব করছিলেন সুক্রি...
19/11/2024

রাতের আঁধার গায়ে মেখে স্থবির চিত্তে দাঁড়িয়ে ছিল গোটা জায়গাটি । ঐ জায়গাটির সাথে কোন এক নিবিড় সম্পর্ক অনুভব করছিলেন সুক্রিতি । কারুর উপস্থিতি বারেবারে তাঁর মনের মধ্যে উঁকি দিচ্ছিল । অনিচ্ছা সত্ত্বেও স্মৃতিভ্রষ্ট হয়ে যাওয়া পুরাতন অতীতের কিছু অধ্যায় ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজরে পড়ল এমন কিছু যা দেখা মাত্রই তাঁর সারা গায়ে কাঁটা দিয়ে উঠল । ঝোপের আড়াল থেকে ভেসে আসা পায়ের শব্দগুলি অজানা কোন ভয়ের আভাস বহন করে আনতে চাইছিল তাঁর সামনে ।
কম্পমান গলার স্বরটা রাতের আঁধারকে চূর্ণবিচূর্ণ করে এগিয়ে গেলো সেদিকে । সুক্রিতি নিজের অস্তিত্বকে সামলে নেওয়ার চেষ্টা করে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলেন ,
“কে, কে ওখানে?

শীঘ্রই আসছে.....

অজ্ঞানতা একটা অন্ধকার সুড়ঙ্গের ন্যায়। আর এর মধ্যে আটকে থাকলে মানুষ ভয় পেতে, আতঙ্কিত হতে বাধ্য। এর থেকে বেরোতে হলে প্র...
18/11/2024

অজ্ঞানতা একটা অন্ধকার সুড়ঙ্গের ন্যায়। আর এর মধ্যে আটকে থাকলে মানুষ ভয় পেতে, আতঙ্কিত হতে বাধ্য। এর থেকে বেরোতে হলে প্রয়োজন আলো--জ্ঞানের আলো, শিক্ষার আলো, যুক্তির আলো। কোনো অদ্ভুতুড়ে, অলৌকিক ঘটনাকে আমরা কিভাবে দেখবো -- তাতে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে আমাদের স্বাভাবিক জীবন বন্ধ করে দেবো নাকি আমাদের চেতনা, আমাদের যুক্তির আলো ধরে তার পেছনের সত্য উদ্ঘাটন করার চেষ্টা করবো? -- আমাদেরকেই বেছে নিতে হবে। কলকাতা শহরে ঘটে যাওয়া এরকমই কিছু অদ্ভুতুড়ে, অলৌকিক ঘটনার রহস্যভেদ করার জন্য ও মানুষকে কালোছায়ার ঘেরাটোপ থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে এগিয়ে এসেছেন আমাদের 'মাস্টারদা'। এবার কিভাবে তিনি তাঁর বুদ্ধি, চেতনা ও বিচক্ষণতা দিয়ে এই রহস্যের গভীরে পৌঁছে সবাইকে উদ্ধার করেন তা জানার জন্য অবশ্য পাঠ্য আমাদের গল্প "ছায়ার শহরে মাস্টারদা"।

https://www.flipkart.com/product/p/itme?pid=9788119393558

https://boitoi.in/product/chhayar-shohore-mastarda-manik-chand-acharjee/

পাঁচ বছর বয়স থেকে আদিত্য দেখে চলেছিল এক বীভৎস স্বপ্ন, যে স্বপ্নর কারণ নিজেও জানতো না সে, তবে সে এটুকু ঠিকই জানতো যে, তার...
18/11/2024

পাঁচ বছর বয়স থেকে আদিত্য দেখে চলেছিল এক বীভৎস স্বপ্ন, যে স্বপ্নর কারণ নিজেও জানতো না সে, তবে সে এটুকু ঠিকই জানতো যে, তার ওই স্বপ্নের সাথে জুড়ে রয়েছে নির্ভানা কর্টেজ। তার স্বপ্ন ও নির্ভানা কর্টেজের রহস্য উদ্ঘাটনের জন্য সে তার বন্ধুদের নিয়ে পৌছায় সেই স্থানে। নির্ভানা কর্টেজে পৌঁছে সে জানতে পারে এক অদ্ভুত কাহিনী,
" প্রতি শুক্লা পক্ষের অমাবস্যার রাতে অদ্ভুত ভাবে উধাও হয়ে যেত এক একটি যুবক এবং পরের দিন সকালে নির্ভানা কর্টেজ থেকে উদ্ধার হতো তার মৃতদেহ, তবে নির্ভানা কর্টেজের পুরানো বাসিন্দা চৌধুরী সাহেবের স্ত্রী যখন গর্ভবতী হয়েছিলেন, ওই নয় মাসে, গ্রাম থেকে একটিও যুবক উধাও হয়নি। "
গর্ভবতী হওয়ার আগে যুবকরা কেন উধাও হতো? আর আদিত্যর সাথেই বা কি সম্পর্ক এই নির্ভানা কর্টেজের?? কি অতীত লুকিয়ে রেখেছে নির্ভানা কর্টেজ নিজের গহ্বরে?? আদিত্য এবং তার বন্ধুরা কি পারবে সেই রহস্য ভেদ করতে?? নাকি তারাও নির্ভানা কর্টেজের রহস্যের অংশ হয়ে যাবে চিরকালের জন্য। জানতে হলে অবশ্যই পড়তে হবে নির্ভানা কর্টেজ।

শীঘ্রই আসছে...

আমাদের দৈনন্দিন জীবনে বহু গল্প আছে যা আমাদের অজানা, এমনই গল্পের সম্ভার নিয়ে রচিত এই বইলেখক মালতী মণ্ডলের বই 'চেনা জীবন ...
18/11/2024

আমাদের দৈনন্দিন জীবনে বহু গল্প আছে যা আমাদের অজানা, এমনই গল্পের সম্ভার নিয়ে রচিত এই বই
লেখক মালতী মণ্ডলের বই 'চেনা জীবন অজানা গল্প'
শীঘ্রই আসছে...

নদীর দুপাশ দিয়ে গভীর বন, এ পথে কেউ আসে না। বন এর ভিতর দিয়ে কিংবা নদীর উপর দিয়েও, পশ্চিম পাশের বনের ভিতরে নদীর ধরে প্র...
16/11/2024

নদীর দুপাশ দিয়ে গভীর বন, এ পথে কেউ আসে না। বন এর ভিতর দিয়ে কিংবা নদীর উপর দিয়েও, পশ্চিম পাশের বনের ভিতরে নদীর ধরে প্রকান্ড শ্মশান, রাত্রে কেউ যদি মারা যায় গ্রামের লোক এ শ্মশানে খুব ভয়ে ভয়ে এসে যত তাড়াতাড়ি করে হোক শবদেহ সৎকার করে ফিরে যায়। শ্মশানের মধ্য প্রান্তে গভীর জঙ্গল,সেখানে দিনের বেলাতেও আলো যায় না,সেই গভীর অন্ধকার স্থানে বহু পুরনো এক মন্দির রয়েছে, কিন্তু সে মন্দিরে কিসের পূজা হয়? আজও বলতে পারে না কেউ, এ শ্মশানের পাশ দিয়ে নদী পথে কেউ যদি ভুল করে সন্ধ্যার পরে বা রাতে এ পথে আসে তবে ওই শ্মশানে....

লেখক সুদর্শন বিশ্বাস রচিত বই অভিশাপ আসছে শীঘ্রই

এ এক এমন সিদ্ধ পুরুষ যাকে দেখতে অতি সাধারণ। সামান্য টুকুতেই সে তুষ্ট। সে লুকিয়ে থাকে সমাজের থেকে। সাধারণ সভ্য সমাজে সে ...
14/11/2024

এ এক এমন সিদ্ধ পুরুষ যাকে দেখতে অতি সাধারণ। সামান্য টুকুতেই সে তুষ্ট। সে লুকিয়ে থাকে সমাজের থেকে। সাধারণ সভ্য সমাজে সে আসতে চায় না। অথচ তার বয়স কয়েকশো বছর। প্রকৃতির নিয়মকে অগ্রাহ্য করে সে চালিয়ে যায় তার সাধনা। কয়েকশো বছর জীবিত হলেও তার মৃত্যু ঘটে বড় অলৌকিকভাবে। এবং সে প্রতিবার জন্ম নিয়ে ফিরে আসে। এই পৃথিবীতে তার জন্মের অভিসন্ধিটাই বা কি তার সাধনার উদ্দেশ্যটাই বা কি? কি চায় সে? কেনই বা সে বারবার ফিরে আসে এই পৃথিবীতে? বিশু ঠাকুর যেমন রয়েছে পৃথিবীতে এমন রয়েছে অন্য জগতে অন্য দুনিয়ায়। এক রোমহর্ষক সমান্তরাল বিশ্বের কাহিনী। একধারে রয়েছে যেমন বিশু ঠাকুরের জন্ম রহস্য তার সাথে আছে বিভিন্ন অলৌকিক কান্ড। তেমনই আরো একটা রহস্য ঘনিয়ে উঠেছে.…..

আসছে শীঘ্রই...

বাংলা নাট্য ও সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন। প্রখ্যাত নাট্যকার, অভিনেতা এবং লেখক মনোজ মিত্র আর আমাদের মধ্যে নেই...
12/11/2024

বাংলা নাট্য ও সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের পতন। প্রখ্যাত নাট্যকার, অভিনেতা এবং লেখক মনোজ মিত্র আর আমাদের মধ্যে নেই। তাঁর সৃষ্টি থেকে যাবে আমাদের হৃদয় জুড়ে। প্রণাম রইল এই মহান শিল্পীর প্রতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।

শ্রদ্ধা ও প্রণাম জানাই

বইমেলায় বই কারিগরইতিমধ্যে প্রথম দফার পাণ্ডুলিপি গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দফার পাণ্ডুলিপি গ্রহণ শুরু হয়েছে। কলকাতা বইম...
08/11/2024

বইমেলায় বই কারিগর

ইতিমধ্যে প্রথম দফার পাণ্ডুলিপি গ্রহণ শেষ হয়েছে। দ্বিতীয় দফার পাণ্ডুলিপি গ্রহণ শুরু হয়েছে।
কলকাতা বইমেলা ২০২৫ এ আপনার সাহিত্যকর্ম প্রকাশের জন্য টাইমলাইন পাবলিকেশন আহ্বান করছে নতুন বইয়ের পাণ্ডুলিপি। আপনার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, বা অন্য যেকোনও ধরনের সাহিত্যকর্ম পাঠান এবং প্রকাশ করুন আপনার স্বপ্নের একক বই।

টাইমলাইন পাবলিকেশনকে বেছে নেওয়ার কারণ-

-২০০র অধিক বই প্রকাশ
- স্বচ্ছ লিখিত চুক্তির মাধ্যমে বই প্রকাশ ও রয়্যালটির অগ্রাধিকার
-আকর্ষণীয় প্রচ্ছদ ডিজাইন
- বই প্রকাশের পূর্বে এবং পরে লেখক ও প্রকাশকের অক্ষুন্ন যোগাযোগের অগ্রাধিকার
-বিপণন ও প্রচারের জন্য সহায়তা
-বইমেলার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার বই বিপণনের সুযোগ
-কলেজস্ট্রিটে ৩টি বিপণি সংস্থা
- কলকাতা বইমেলা, দিল্লি বই মেলা সহ. দশটি জেলা বইমেলা ও লিটিল ম্যাগাজিন মেলায় আপনার বই পৌঁছে দেওয়া পাঠকমহলে
- বিভিন্ন পুরস্কারের জন্য বই প্রেরণ করা

অন্যান্য সুবিধাসমূহ -
ISBN, ন্যাশনাল লাইব্রেরিতে বই পাঠানো, সম্মাননা জ্ঞাপন সহ নানা বিষয়ে

বইপ্রকাশের মাধ্যম-
১. লেখক প্রকাশক যৌথ উদ্যোগ অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার
২. লেখকের খরচে অর্থাৎ সেলফ পাবলিশিং

যোগাযোগ: টাইমলাইন পাবলিকেশন
📍 ঠিকানা: ৭৮০/এ, দম দম, পূর্ব সিঁথি রোড, কলকাতা- ৭০০০৩০
📞 ফোন: ৮২৪০২৫১৩৭৪/ ৯২৩১৮৭৫০১৬
📧 ইমেল: [email protected]

আজই আমাদের সাথে যোগাযোগ করুন!
প্রকাশ করুন আপনার স্বপ্নের একক বই

টাইমলাইনের বই পার্বণের সূচনা হয়ে গেছে ইতি মধ্যে GNIPTS library বই মেলার মাধ্যমে। আজকে মেলার প্রথম দিনেই পাঠক বন্ধুদের ভ...
06/11/2024

টাইমলাইনের বই পার্বণের সূচনা হয়ে গেছে ইতি মধ্যে GNIPTS library বই মেলার মাধ্যমে।
আজকে মেলার প্রথম দিনেই পাঠক বন্ধুদের ভিড়ে টাইমলাইন মুখরিত। এখনও আরও দুদিন মেলা চলবে তাই দেরি না করে চলে আসুন, দেখা হবে আনন্দ হবে
আশা করি আপনাকে টাইমলাইনের তরফ থেকে একটি ভালো বই উপহার দিতে পারবো।
তাহলে কথা থাকলো টাইমলাইন হাজির থাকবে তার বইয়ের ঝুলি নিয়ে।

শুধু কলকাতা নয় জেলায় জেলায় আপনাদেরকে ভালো বই উপহার দিতে পৌছে যাবে টাইমলাইন পাবলিকেশন।

সূচনা হলো আমাদের বইপার্বণ ❤️কলকাতা বইমেলার পূর্বে সূচনা হলো টাইমলাইনে বইমেলা সফরের।আবারও টাইমলাইন থাকছে তার বই সম্ভার নি...
05/11/2024

সূচনা হলো আমাদের বইপার্বণ ❤️
কলকাতা বইমেলার পূর্বে সূচনা হলো টাইমলাইনে বইমেলা সফরের।
আবারও টাইমলাইন থাকছে তার বই সম্ভার নিয়ে। পাঠকদের থাকছে নতুন নতুন চমক।
দেখা হবে সকলের সাথে সকল লেখক, পাঠক বন্ধুদের সাথে।

স্থান- GINPST library

সময় - ৬ই নভেম্বর থেকে ৮ই নভেম্বর
(সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা)

আমাদের জীবনে কত ঘটনাই আমাদের অজানা থাকে, আবার অভিশাপ বইটি একটি পুরোনো অসমাপ্ত প্রেমের উপর নির্ভর করে লেখা।এই গল্পে আপনি ...
31/10/2024

আমাদের জীবনে কত ঘটনাই আমাদের অজানা থাকে, আবার অভিশাপ বইটি একটি পুরোনো অসমাপ্ত প্রেমের উপর নির্ভর করে লেখা।
এই গল্পে আপনি পাবেন অতৃপ্ত আত্মার অভিশপ্ত ঘটনা,সে মুক্তির আসা করে না, তার পুরাতন প্রেমিকের বুকে মাথা রেখে গুমতে চায়,।
কিন্তু অতৃপ্ত তা সেখানেও থেকে যায়।
আমলন ভালোবাসা হয়েযায় কলঙ্কিত।

বই সংগ্রহের লিংক নীচে দেওয়া হল

https://boighar.in/product-tag/timeline-publication/

https://boitoi.in/product-brand/timeline-publication

https://www.flipkart.com/product/p/itme?pid=9788119393176

হরিরামপুরের বাসিন্দা রামদেব মিশ্র এর কলেজ পাশ করা ব্রাহ্মণ কন্যা  স্বর্ণলতা। মধ্যবিত্ত ঘরের আটপৌরে সহজ সরল স্বভাবের কন্য...
31/10/2024

হরিরামপুরের বাসিন্দা রামদেব মিশ্র এর কলেজ পাশ করা ব্রাহ্মণ কন্যা স্বর্ণলতা। মধ্যবিত্ত ঘরের আটপৌরে সহজ সরল স্বভাবের কন্যা ।এর সাথে রবীন্দ্র কবিতা আর নাচে গানে পারদর্শিতায় পটু। শীতলপুর গ্রামের দেবেন্দ্র পাঠক বিপন্তিক, তিনি একদিন কলেজ বন্ধু জমিদার কৈলাশ চৌধুরীর বাড়িতে আসেন। দেবেন্দ্র বাবু তার বাড়িতে কৈলাশ বাবুর খোঁজ না পেয়ে তার বাড়ির কথা মতো রামদেব বাবুর বাড়িতে যান। রামদেব বাবুর বাড়িতে ভাগ্যচক্রে পৌঁছে নাতি নাতনীর জন্য বাড়িতে সর্বক্ষণের গভর্নর (দিদিমণি) হিসাবে স্বর্ণলতাকে দেবেন্দ্র পাঠক মনোনীত করেন।
পরবর্তী সময় দেবেন্দ্র বাবুর বাড়িতে তিন বছরের বেশি থাকা গভর্নর (দিদিমণি) স্বর্ণলতার মধ্যে পরলোক গত স্ত্রীর অনেক গুণ আবিষ্কার করেন। এতে দেবেন্দ্রবাবু তার ছোট ছেলে অতনুর জন্য মনে মনে পুত্রবধূ হিসাবে মনোনীত করে ফেলেছিলেন । কিন্তু এতে বাঁধ সাধলো রামদেব বাবুর আত্মীয় পরিতোষ চক্রবর্তী। সে তো তার পুলিশ পুত্র সুমিত কুমারের সাথে স্বর্ণলতার বিবাহ দেবে বলে রামদেব বাবুকে জানিয়ে দিয়ে ছিলেন। এই বিবাহের কথা দেবেন্দ্র বাবু ফোনে রামদেববাবুর মুখ থেকে শুনে নেয়। ফোনের অর্ধ কথার মাঝে দেবেন্দ্রবাবু স্টোক এ আক্রান্ত হন। বাড়ির কলেজ বন্ধু ডাক্তার মুখার্জী রোগীর অবস্থা বেগতিক দেখে নিজ দায়িত্বে না রেখে শহর থেকে একজন FRCS ডাক্তার ডেকে দেবেন্দ্রবাবুকে সুস্থ করার ব্যবস্থা করেন। তবে হার্টের যা অবস্থা শহুরে ডাক্তার বলেন পরবর্তী স্ট্রোকে এই রোগীকে আর বাঁচানো অসম্ভব হবে। পরে ডাক্তার মুখার্জী ফোনের কলের হদিস নিয়ে রামদেববাবু আর পরিতোষ বাবুর খোঁজ পায়।
এরপর ডাক্তার মুখার্জী আর কৈলাশ চৌধুরীর সাহায্যে পরিতোষ বাবুকে বাধ্য করে দেবেন্দ্র বাবুর পুত্রবধূ স্বর্ণলতা হবে। তবে দেবেন্দ্র বাবুকে শারীরিক সুস্থতা থেকে বাঁচানোর যাবে । তবে পরিতোষ বাবু এমত অবস্থায় তিনি তার পুত্রবধূ স্বপ্ন থেকে স্বর্ণলতাকে রেহায় দিলেন। আর দেবেন্দ্র বাবু তার ছোটো ছেলে অতনুর সাথে স্বর্ণলতাকে বিবাহ দিয়ে নিজের দীর্ঘায়ু বাড়িয়ে নিলেন।

বই সংগ্রহের লিংক নীচে দেওয়া হল

https://boighar.in/product-tag/timeline-publication/

https://boitoi.in/product/swarnalata-sudarshan-mishra/

https://www.flipkart.com/product/p/itme?pid=9788119393206

বইমেলায় বই কারিগরকলকাতা বইমেলা ২০২৫ এ আপনার সাহিত্যকর্ম প্রকাশের জন্য টাইমলাইন পাবলিকেশন আহ্বান করছে নতুন বইয়ের পাণ্ডুলি...
15/10/2024

বইমেলায় বই কারিগর

কলকাতা বইমেলা ২০২৫ এ আপনার সাহিত্যকর্ম প্রকাশের জন্য টাইমলাইন পাবলিকেশন আহ্বান করছে নতুন বইয়ের পাণ্ডুলিপি। আপনার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, বা অন্য যেকোনও ধরনের সাহিত্যকর্ম পাঠান এবং প্রকাশ করুন আপনার স্বপ্নের একক বই।

টাইমলাইন পাবলিকেশনকে বেছে নেওয়ার কারণ-

-২০০র অধিক বই প্রকাশ
- স্বচ্ছ লিখিত চুক্তির মাধ্যমে বই প্রকাশ ও রয়্যালটির অগ্রাধিকার
-আকর্ষণীয় প্রচ্ছদ ডিজাইন
- বই প্রকাশের পূর্বে এবং পরে লেখক ও প্রকাশকের অক্ষুন্ন যোগাযোগের অগ্রাধিকার
-বিপণন ও প্রচারের জন্য সহায়তা
-বইমেলার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার বই বিপণনের সুযোগ
-কলেজস্ট্রিটে ৩টি বিপণি সংস্থা
অন্যান্য সুবিধাসমূহ -
ISBN, ন্যাশনাল লাইব্রেরিতে বই পাঠানো, সম্মাননা জ্ঞাপন সহ নানা বিষয়ে

বইপ্রকাশের মাধ্যম-
১. লেখক প্রকাশক যৌথ উদ্যোগ অর্থাৎ জয়েন্ট ভেঞ্চার
২. লেখকের খরচে অর্থাৎ সেলফ পাবলিশিং

যোগাযোগ: টাইমলাইন পাবলিকেশন
📍 ঠিকানা: ৭৮০/এ, দম দম, পূর্ব সিঁথি রোড, কলকাতা- ৭০০০৩০
📞 ফোন: ৮২৪০২৫১৩৭৪/ ৯২৩১৮৭৫০১৬
📧 ইমেল: [email protected]

পাণ্ডুলিপি পাঠানোর শেষ দিন ১০ই নভেম্বর ২০২৪
আজই আমাদের সাথে যোগাযোগ করুন!
প্রকাশ করুন আপনার স্বপ্নের একক বই

সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন
13/10/2024

সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন

ভূত চতুর্দশী(টাইমলাইন ভৌতিক সংখ্যা)বিষয়: ভৌতিক বিভাগ: উপন্যাস৫০০০-৮০০০ শব্দস্মৃতিকথা (সত্য ঘটনা)২০০০-৩০০০ শব্দগল্প২০০০-৩...
09/10/2024

ভূত চতুর্দশী
(টাইমলাইন ভৌতিক সংখ্যা)

বিষয়: ভৌতিক

বিভাগ: উপন্যাস

৫০০০-৮০০০ শব্দ

স্মৃতিকথা (সত্য ঘটনা)

২০০০-৩০০০ শব্দ

গল্প

২০০০-৩০০০ শব্দ

প্রবন্ধ
১৫০০-২০০০ শব্দ

নিয়ম

• ভৌতিক বিষয়ক লেখা ব্যতীত অন্য বিষয়ক লেখা গ্রহণযোগ্য নয়।

• লেখনীর সাথে লেখকের নাম ঠিকানা ফোন নম্বর অবশ্যক।

• লেখাটি সম্পূর্ণ মৌলিক ও অপ্রকাশিত হওয়া বাঞ্ছনীয়।

• লেখাপড়ানোর শেষ তারিখ ১লা নভেম্বর ২০২৪

• প্রকাশকাল: নভেম্বর মাস

ইমেল: [email protected]

টাইমলাইন পত্রিকা
সম্পাদক: বিক্রম সরকার
দপ্তর: মধুগড়, পূর্ব সিঁথি রোড, দম দম,
কলকাতা- ৭০০০৩০

যোগাযোগঃ ৮২৪০২৫১৩৭৪

Address

780/A
Kolkata
700030

Telephone

+918240251374

Website

Alerts

Be the first to know and let us send you an email when Timeline Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Timeline Publication:

Videos

Share

Category

Nearby media companies