Banglar Boi - বাংলার বই

Banglar Boi - বাংলার বই বাংলাদেশের বইয়ের ঠিকানার বিশ্বস্ত নাম 'বাংলার বই' এখন কলকাতার কলেজস্ট্রীটে।

14/01/2023

বইয়ের চাইতে বড় অস্ত্র আর কি হয়? 😛

এই বই হারুকি মুরাকামির নিজের বয়ানে নিজের কথা। কোনো রাখঢাক না রেখে বলেছেন তাঁর জীবনের কথা, লেখক হয়ে ওঠার গল্প; কথা বলেছেন...
12/01/2023

এই বই হারুকি মুরাকামির নিজের বয়ানে নিজের কথা। কোনো রাখঢাক না রেখে বলেছেন তাঁর জীবনের কথা, লেখক হয়ে ওঠার গল্প; কথা বলেছেন আরও অনেক বিষয়ে। চেনা মুরাকামির না দেখা অন্তর্জগতের সন্ধান দেবে এই বইয়ের সাক্ষাৎকার, বক্তৃতা ও স্মৃতিকথা।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

মৃত্যুর আটশ’ বছর পরও মাওলানা জালালুদ্দীন রুমি’র ক্রমবর্ধমান জনপ্রিয়তা যে কোনো জননন্দিত ব্যক্তির ইর্ষার কারণ। তাঁর কবিতায়...
07/01/2023

মৃত্যুর আটশ’ বছর পরও মাওলানা জালালুদ্দীন রুমি’র ক্রমবর্ধমান জনপ্রিয়তা যে কোনো জননন্দিত ব্যক্তির ইর্ষার কারণ। তাঁর কবিতায় দর্শন ও প্রেমের মধ্যে বর্তমান অশান্ত পৃথিবীতে মানুষ শান্তি ও নৈতিকতার সন্ধান করেন; ফিরে তাকান পথের দিশা ও অনুপ্রেরণা লাভের আশায়। তারা রুমির দীর্ঘ বর্ণনামূলক কবিতা থেকে উদ্ধৃতিযোগ্য অংশ বেছে নিয়ে মুখে মুখে উচ্চারণ করেন। তিনি যথার্থই এক বিশ্বজনীন কবি ও দার্শনিক। যেকোনো দেশ অথবা সংস্কৃতি তাঁকে তাদের একান্ত আপনজন বলে দাবি করতে পারে? “দ্য লিটল বুক অব উইজডম” তাঁর জীবন-সঞ্চারী সেরা উদ্ধৃতিগুলোর সংকলন।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

বাঙলাদেশের অভ্যুদয় : পূর্ব পাকিস্তানের ইতিহাস প্রথম খণ্ড (১৯৪৭-১৯৫৮)বদরুদ্দীন উমর , প্রণব দে , (Translator) , শুভাশিস মু...
06/01/2023

বাঙলাদেশের অভ্যুদয় : পূর্ব পাকিস্তানের ইতিহাস প্রথম খণ্ড (১৯৪৭-১৯৫৮)

বদরুদ্দীন উমর , প্রণব দে , (Translator) , শুভাশিস মুখোপাধ্যায় (Translator)

বদরুদ্দীন উমরের লেখা ‘The Emergence of Bangladesh, Vol. I & II’-এর বাংলা অনুবাদ বাঙলাদেশের অভ্যুদয়।
দুই খণ্ডে সম্পূর্ণ এই বইয়ে ১৯৪৭ থেকে ১৯৭১ কালপর্বের পূর্ব পাকিস্তানের মৌলিক সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্রমবিকাশের তথ্যনিষ্ঠ এবং বিশ্লেষণাত্মক ইতিহাস বিধৃত হয়েছে। প্রথম খণ্ডে ১৯৪৭ সালের দেশভাগের পর থেকে ১৯৫৮ সালে আইউব খানের ক্ষমতা দখল ও সামরিক শাসন জারির পর্যায়ক্রমিক ইতিহাস তুলে ধরা হয়েছে। বিবৃত হয়েছে পাকিস্তানের শাসকশ্রেণির শোষণ, নির্যাতন আর কেন্দ্রীয় সরকারের জাতিগত নিপীড়ন, আঞ্চলিক বৈষম্যনীতি, বাংলা ভাষা নিয়ে ষড়যন্ত্র ইত্যাদির বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের প্রকৃত ইতিহাস।
দ্বিতীয় খণ্ডে থাকবে ১৯৫৮ সালে আইউব খানের সামরিক শাসন জারির পর থেকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ শুরু পর্যন্ত ঘটনাবলির বিবরণ।

পূর্ব বাংলার জনগণের সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম কীভাবে উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের জোয়ারে ভেসে যায় তার বর্ণনাও বইটিতে স্থান পেয়েছে।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

“দ্য গডফাদার" বইটির ফ্ল্যাপ এর লেখা-গডফাদার! নাম শুনলে অজান্তেই আতকে উঠে মন, ভয় ও আতঙ্ক জমে উঠে ভাবনায়। এমনই এক বিস্ময...
05/01/2023

“দ্য গডফাদার" বইটির ফ্ল্যাপ এর লেখা-

গডফাদার! নাম শুনলে অজান্তেই আতকে উঠে মন, ভয় ও আতঙ্ক জমে উঠে ভাবনায়। এমনই এক বিস্ময়কর বই লিখে বিশ্বব্যাপী আলােচিত ও কালজয়ী হয়ে রয়েছেন নন্দিত লেখক মারিও পূজো। গডফাদার নিয়ে তৈরি হয়েছে নাটক ও সিনেমা পর্যন্ত । সেগুলােও হয়েছে আলােচিত ও ব্যবসা সফল। মারিও পূজোর লেখা মােট আটটা বইয়ের মধ্যে সর্বাধিক বিক্রিত ও আলােচিত বই ‘দ্য গডফাদার’ ।

ডন কর্লিয়নি, লুকা ব্রাসি, মাইকেল ও সনি চরিত্রগুলাে মারিও পূজোর এমনই এক আলােচ্য চরিত্র । এই বইয়ের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য, ভয়, আতঙ্ক ও অজানা শিহরণ । পাঠকগণ বইটি একবার পাঠ করা শুরু করলে শেষ করা পর্যন্ত বই ছেড়ে উঠতে পারবেন না নিশ্চিত।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষদের ভিড় বাড়ে। পাসপোর্টে ছাপ পড়ে। বাক্স প্যাঁটরা নিয়ে ইমিগ্রেশান পার করে মানুষ। এক সময়ে ...
03/01/2023

এক দেশ থেকে অন্য দেশে যাওয়া মানুষদের ভিড় বাড়ে। পাসপোর্টে ছাপ পড়ে। বাক্স প্যাঁটরা নিয়ে ইমিগ্রেশান পার করে মানুষ। এক সময়ে যে দেশটা নিজের দেশ ছিল সেটারই বেড়া টপকায়। প্রত্যেক বছর বৃষ্টি আসে নিয়ম করে দু দেশেই। তবু সীমান্তের দাগ মুছে যায় না সেই জলে। ওটা ইন্দুবালার দাদুর স্বপ্ন হয়েই থেকে যায়।

খুলনার কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হলো কলকাতা। দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে। তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা। তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ, সিদিনই ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়লো ইন্দুবালা ভাতের হোটেলে। এই উপন্যাসে ছেনু মিত্তির লেনের ইন্দুবালা ভাতের হোটেল ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা আর আমাদের রান্নাঘরের ইতিহাস—মন কেমনের গল্প।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের অসাধারণ কথাশিল্পী। বিষয়বৈচিত্র্য, ভাষাসৌন্দর্য এবং আঙ্গিক-ব্যঞ্জনায় অনন্য তাঁর উপন্যাস...
02/01/2023

সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের অসাধারণ কথাশিল্পী। বিষয়বৈচিত্র্য, ভাষাসৌন্দর্য এবং আঙ্গিক-ব্যঞ্জনায় অনন্য তাঁর উপন্যাসের ভুবন। সাহিত্যচর্চায় তিনি সবসময় বাংলার মাটি ও মানুষকে প্রাধান্যে রেখেছেন। বিশ্বের সর্বসাম্প্রতিক শিল্পধারায় স্নাত হয়েও সৈয়দ হক সর্বদা সাহিত্যের উপাদান অন্বেষণ করেছেন আমাদের দেশীয় ইতিহাস-ঐতিহ্যের গহনে-গভীরে। এর সাক্ষ্য সৈয়দ শামসুল হকের যুগান্তকারী দীর্ঘগল্প ‘রক্তগােলাপ’ থেকে ‘আয়না বিবির পালা' এবং ‘বুকঝিম এক ভালােবাসা’ উপন্যাস পর্যন্ত বিস্তৃত। এই উপন্যাস দুটোতে পটচিত্র হিসেবে কাজ করেছে। মৈমনসিংহ গীতিকা। উপন্যাস দুটির ভাববস্তুতে ‘মৈমনসিংহ গীতিকা’-র ছায়া থাকলেও সৈয়দ শামসুল হকের কুশলী করতলে তা হয়ে ওঠেছে। সম্পূর্ণ নতুন সৃষ্টি।

‘আয়না বিবির পালা বাংলাদেশে চলচ্চিত্রায়িত হয়েছে, বুকঝিম এক ভালােবাসা ভারতের কলকাতায় মঞ্চনাটকের বিষয় হয়েছে। দুই বাংলার দর্শকসাধারণের বিপুল ভালােবাসায় আদৃত সৈয়দ হকের এই উপন্যাস দুটির কাহিনী।
ভাববস্তুর ঐক্যের কারণে ‘আয়না বিবির পালা' এবং বুকঝিম এক ভালােবাসা একমলাটে পাঠকের কাছে। উপহার দেয়ার এ প্রয়াস।

সুধী পাঠক, উপন্যাস দুটির একত্র-পাঠে নিশ্চয়ই পাঠক উপলব্ধি করবেন বাংলার হারিয়ে যাওয়া লোক-আখ্যানের কালােত্তীর্ণ শক্তি।

--------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

হ্যাপি নিউ ইয়ার বাংলার পাঠক!'বাংলার বই' পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের জানাই নতুন বছরের শুভেচ্ছা।নতুন বছরে নতুন করে শুরু...
31/12/2022

হ্যাপি নিউ ইয়ার বাংলার পাঠক!

'বাংলার বই' পরিবারের পক্ষ থেকে সকল পাঠকদের জানাই নতুন বছরের শুভেচ্ছা।
নতুন বছরে নতুন করে শুরু হোক বই পড়া 📚

মংপুতে রবীন্দ্রনাথমৈত্রেয়ী দেবীফ্ল্যাপে লিখা কথা-কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। কখনও...
31/12/2022

মংপুতে রবীন্দ্রনাথ
মৈত্রেয়ী দেবী

ফ্ল্যাপে লিখা কথা-

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন ঘুরে বেড়িয়েছেন দেশ থেকে দেশান্তরে। কখনও নিজের কথায় আবার কখনও তাঁর কাছের মানুষের স্মৃতিচারণায় কবির ভ্রমণকাহিনী বিভিন্ন ভাবে লিপিবদ্ধ হয়েছে। ‘মংপুতে রবীন্দ্রনাথ’ এ ধরনেরই একটি রচনা।

পর্যটন কেন্দ্র দার্জিলিংয়ের মংপু কবিগুরুর অবকাশ যাপনের অন্যতম পছন্দের একটি জায়গা। বিভিন্ন সময়ে তিনি এখানে এসেছেন। জীবনের প্রায় শেষ সময়েও ভ্রমণের জন্য তিনি মংপুতেই যেতে চেয়েছিলেন। মৈত্রেয়ী দেবীর সাথে কারি পরিচয় দীর্ঘদিনের। তাঁর জীবনের প্রথম কবিতার বইয়ে কবি সানন্দে ভূমিকা লিখে দিয়েছিলেন মংপুতে কবির অবকাশ যাপনের দিনগুলিতে মৈত্রেয়ী দেবী ছিলেন তাঁর অন্যতম কাছের মানুষ। বলতে গেলে মৈত্রেয়ী দেবীর আতিথ্যেই মংপুতে কেটেছিল কবির দীর্ঘ অবকাশকাল। কবির সাহচর্যের সুখানুভূতির সেই দিনগুলোর কথামালা, মৈত্রেয়ী দেবী এ গ্রন্থে তুলে ধরেছেন। তাঁর অসাধারণ রচনাশৈলীতে মংপুতে কবির অবস্থানের ঘটনাগুলি হয়েছে সরস ও প্রাণবন্ত। এই বইটি পড়ে পাঠক অন্য এক রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হবেন-যিনি শুধু কবি নন, অনন্য এক মানুষ।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

শ্রী চিন্ময়ের দর্শনে মানবতত্ত্বড কামরুন নাহারসূচিপত্র - প্রথম অধ্যায় ভূমিকা ১৭ তথ্য নির্দেশিকা ২৮ দ্বিতীয় অধ্যায় মানব...
30/12/2022

শ্রী চিন্ময়ের দর্শনে মানবতত্ত্ব
ড কামরুন নাহার

সূচিপত্র -

প্রথম অধ্যায়
ভূমিকা ১৭
তথ্য নির্দেশিকা ২৮

দ্বিতীয় অধ্যায়
মানব হৃদয় (কুলুব) এবং আত্মা (রুহ) ২৯ - ৫৪
২.১. হৃদয় সম্পর্কে শ্রী চিনায়ের মত
২.২. হৃদয় সম্পর্কে সূফীবাদী মত ৩৬
২.৩. শ্রী চিনায়ের দর্শনে আত্মার স্বরূপ ৪8
২.৪. সূফীবাদে আত্মার স্বরূপ ৪৮
তথ্য নির্দেশিকা ৫১

তৃতীয় অধ্যায়
আন্তরিক ইচ্ছা ও রূপান্তর পদ্ধতি ৫৫
৩.১. আত্মোন্নয়ন বিষয়ে শ্রী চিত্রয়ের মত ৫৫
৩.২. আত্মোন্নয়ন বিষয়ে সূফীবাদী মত ৭১
তথ্য নির্দেশিকা ৭৭

চতুর্থ অধ্যায়
আধ্যাত্নিক শিক্ষক এবং আধ্যাত্মিক অনুশীলন ৮০ – ১০১
৪.১ শ্রী চিন্ময়ের দর্শনে আধ্যাত্মিক শিক্ষকের ভূমিকা ও প্রয়োজনীয়তা ৮০
৪.২. সূফীবাদে আধ্যাত্মিক শিক্ষকের ভূমিকা ও প্রয়োজনীয়তা ৮৬
৪.৩. শ্রী চিন্ময়ের দর্শনে আধ্যাত্মিক অনুশীলন ৮৯
৪.৪. সূফীবাদে আধ্যাত্মিক অনুশীলন ৯৪
তথ্য নির্দেশিকা ৯৯

পঞ্চম অধ্যায়
প্রেম, ভক্তি ও আত্মসমর্পন ১০২ – ১১৬
৫.১. শ্রী চিন্ময়ের দর্শনে প্রেম, ভক্তি ও আত্মসমর্পন ১০২
৫.২. সূফীবাদে প্রেম, ভক্তি ও আত্মসমর্পণ ১১২
তথ্য নির্দেশিকা ১১৬
শ্রী চিন্ময়ের দর্শনে মানবতত্ত্ব ১৫

ষষ্ঠ অধ্যায়
৬.১. শ্রী চিনায়ের দর্শনে ঈশ্বর উপলব্ধি ১১৭
৬.২. সূফীবাদে আল্লাহ উপলব্ধি ১২৪
তথ্য নির্দেশিকা ১২৮
ঈশ্বর উপলব্ধি ১১৭ - ১২৯
উপসংহার ১৩৮

সপ্তম অধ্যায়
সত্যের প্রকাশ ও বিকাশ ১৩০ – ১৩৭
৭.০. শ্রী চিনায়ের দর্শন ও সূফীবাদ অনুসারে সত্যের প্রকাশ ও বিকাশ ১৩০
তথ্য নির্দেশিকা ১৩৬

অষ্টম অধ্যায়
উপসঙ্গহার
গ্রন্থপঞ্জি ১৪৩
---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

"উচ্চারণ প্রসঙ্গ" বইটির প্রসঙ্গ কথা থেকে নেয়া-বাক শিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাস বাংলা ভাষা ও সাহিত্যের ধ্যানী পুরুষ। ...
28/12/2022

"উচ্চারণ প্রসঙ্গ" বইটির প্রসঙ্গ কথা থেকে নেয়া-

বাক শিল্পাচার্য অধ্যাপক নরেন বিশ্বাস বাংলা ভাষা ও সাহিত্যের ধ্যানী পুরুষ। আকস্মিকভাবে মৃত্যু অকালে তাঁর জীবন কেড়ে নিলেও এই সংক্ষিপ্ত জীবন-পরিসরে যে বিশাল কর্মযজ্ঞের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, তা শুধু বিশাল নয়, বিস্ময়করও। কারণ, তিনি বাঙালী জাতির জীবন ও মননে যে আলাে জ্বালাবার ব্রত গ্রহণ করেছিলেন, তা ছিলাে সম্পূর্ণরূপে অভিনব এবং ব্যতিক্রমধর্মী। বিশেষত, প্রমিত বাংলা উচ্চারণ-নির্দেশনায় তার রচিত বাঙলা উচ্চারণ অভিধান’ এবং হাজার বছরের বাংলা গান ও কবিতা নিয়ে প্রকাশিত ‘ঐতিহ্যের অঙ্গীকার' শীর্ষক ক্যাসেটমালা এই জাতিকে যে নতুন দিকনির্দেশনা দিয়েছে, তা এক কথায় বিস্ময়কর। এ ছাড়াও অসংখ্য প্রবন্ধ, নাটক, বেশকিছু গল্প, কবিতাও তিনি রচনা করেছেন, যা বাঙালী জাতির অমূল্য সম্পদ বলেই সুদীর্ঘদিন বিবেচিত হবে বলে আমরা মনে করি।

বাংলা উচ্চারণ বিষয়ক 'উচ্চারণ প্রসঙ্গ’ গ্রন্থটি ছােটদের উপযােগী করে লিখিত হবার পর বাংলা একাডেমীর ছােটদের পত্রিকা 'ধানশালিকের দেশ’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিলাে। এটি ছােটদের জন্যে লিখিত হলেও যারা বাংলা ভাষা ও বাংলা শব্দের উচ্চারণ নিয়ে কাজ করেন, তাদের জন্যেও একটি অত্যন্ত প্রয়ােজনীয় গ্রন্থ বলে বিবেচিত হবে।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

আলী ইমাম এবং শিশুসাহিত্য-দুটোই সমার্থক। প্রায় ৪০ বছর ধরে নিরন্তর স্বপ্নবিলাসী শিশুসাহিত্য রচনার এক দক্ষ রাজকুমার তিনি। ...
24/12/2022

আলী ইমাম এবং শিশুসাহিত্য-দুটোই সমার্থক। প্রায় ৪০ বছর ধরে নিরন্তর স্বপ্নবিলাসী শিশুসাহিত্য রচনার এক দক্ষ রাজকুমার তিনি। শিশুমানস শিশুজগত শিশুকল্পনাকে ধারণ করে বহু বিচিত্র রচনা সম্ভারে সমৃদ্ধ করেছেন তিনি বাংলা শিশুসাহিত্য। চিরায়ত রচনাভঙ্গি ধ্রুপদ কাহিনী নির্মাণ এবং ক্লাসিক্যাল শিশুসাহিত্যের মর্মকে তিনি কর্মে রূপান্তর করেছেন।

দুই শতাধিক গ্রন্থের আয়নায় আলী ইমামকে প্রতিবিম্বিত করলে বিস্মিত হতে হয়। শিশুসাহিত্য জগতের যাবতীয় অনুষঙ্গ ও কলকজাকে সযত্নে তিনি আত্মস্থ করেছেন। শব্দজালে বন্দি করেছেন মধুর। রূপকল্পনাকে। আলী ইমাম সেই বিরল বাক্য শ্রমিকদের একজন-ত্যাগ ও মােহের ছলনে যিনি শিশুসাহিত্যের স্বপ্নময় পথ থেকে কখনই সরে দাঁড়াননি।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

পৌরাণিক গল্প লেখা সহজ, আবার কঠিনও। সহজ এজন্য যে, গল্পের সূত্রসমূহ পুরাণবৃত্তান্তে পাওয়া যায়; কঠিন এজন্য যে, পুরাণকাহিন...
22/12/2022

পৌরাণিক গল্প লেখা সহজ, আবার কঠিনও। সহজ এজন্য যে, গল্পের সূত্রসমূহ পুরাণবৃত্তান্তে পাওয়া যায়; কঠিন এজন্য যে, পুরাণকাহিনির সঙ্গে বর্তমানের মানবজীবনকে মিলাতে হয়।

শেষেরটা দুরূহ। হরিশংকর জলদাস তাঁর পৌরাণিক গল্পে ওই দুরূহ কাজটিই করে যাচ্ছেন। বাংলাদেশে পৌরাণিক গল্প খুব যে লিখা হয়, এমন নয় । বলা যায়, হরিশংকর এককভাবে পৌরাণিক গল্প-উপন্যাস লিখে যাচ্ছেন, এই দেশে। তাঁর ছােটগল্প সংখ্যা খুব বেশি নয়, টেনেটুনে আশি-পঁচাশি। তাদের মধ্যে তেরােটি পৌরাণিক গল্প । ওই তেরােটি গল্পেরই সন্নিবেশ ঘটেছে এই গ্রন্থে। লেখকের পৌরাণিকগল্পগুলাে নিছক পুরাণ-নির্ভর কাহিনি নয়, বাঙালি এবং তার সমাজজীবনের বাস্তবচিত্রও। গল্পগুলােতে মানবজীবন আর দেবজীবন একাকার। এখানে আছে দেবতার দুরাচারিতা, আছে দানবের মহানুভবতা। সুর ও অসুরের মিলন-দ্বন্দ্বের কথা গল্পগুলাের পরতে পরতে। উচ্ছিষ্ট, যমুনাজলে বিবর সন্ধান’, ‘তুমি কে হে বাপু', কুন্তীর বস্ত্রহরণ’, ‘দূর দিগন্তে অন্ধকার’, ‘ব্যর্থ কাম', সহােদর’, ‘উপেক্ষিতা’, ‘দেউলিয়া’-এসব গল্পে মানবদানব-দেবতার প্রাপ্তি-বেদনা, ক্ষরণ-লােভ, রিরংসাজিঘাংসা, প্রেম-অপ্রেমের কথা খুলেমেলে ধরেছেন লেখক। প্রতিটি গল্প বিষয়ে ও ভাষায় স্বতন্ত্র । সব লেখাতে যেমন, এখানেও হরিশংকর জলদাসের ভাষা সহজ ও মনােরম।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

বিশ্বকাপের সাথে একটু সাহিত্যের স্বাদ নিয়ে নিন!😉pic collected
13/12/2022

বিশ্বকাপের সাথে একটু সাহিত্যের স্বাদ নিয়ে নিন!😉


pic collected

সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের অসাধারণ কথাশিল্পী। বিষয়বৈচিত্র্য, ভাষাসৌন্দর্য এবং আঙ্গিক-ব্যঞ্জনায় অনন্য তাঁর উপন্যাস...
12/12/2022

সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যের অসাধারণ কথাশিল্পী। বিষয়বৈচিত্র্য, ভাষাসৌন্দর্য এবং আঙ্গিক-ব্যঞ্জনায় অনন্য তাঁর উপন্যাসের ভুবন। সাহিত্যচর্চায় তিনি সবসময় বাংলার মাটি ও মানুষকে প্রাধান্যে রেখেছেন। বিশ্বের সর্বসাম্প্রতিক শিল্পধারায় স্নাত হয়েও সৈয়দ হক সর্বদা সাহিত্যের উপাদান অন্বেষণ করেছেন আমাদের দেশীয় ইতিহাস-ঐতিহ্যের গহনে-গভীরে। এর সাক্ষ্য সৈয়দ শামসুল হকের যুগান্তকারী দীর্ঘগল্প ‘রক্তগােলাপ’ থেকে ‘আয়না বিবির পালা' এবং ‘বুকঝিম এক ভালােবাসা’ উপন্যাস পর্যন্ত বিস্তৃত। এই উপন্যাস দুটোতে পটচিত্র হিসেবে কাজ করেছে।

মৈমনসিংহ গীতিকা। উপন্যাস দুটির ভাববস্তুতে ‘মৈমনসিংহ গীতিকা’-র ছায়া থাকলেও সৈয়দ শামসুল হকের কুশলী করতলে তা হয়ে ওঠেছে। সম্পূর্ণ নতুন সৃষ্টি।
‘আয়না বিবির পালা বাংলাদেশে চলচ্চিত্রায়িত হয়েছে, বুকঝিম এক ভালােবাসা ভারতের কলকাতায় মঞ্চনাটকের বিষয় হয়েছে। দুই বাংলার দর্শকসাধারণের বিপুল ভালােবাসায় আদৃত সৈয়দ হকের এই উপন্যাস দুটির কাহিনী।
ভাববস্তুর ঐক্যের কারণে ‘আয়না বিবির পালা' এবং বুকঝিম এক ভালােবাসা একমলাটে পাঠকের কাছে। উপহার দেয়ার এ প্রয়াস।

সুধী পাঠক, উপন্যাস দুটির একত্র-পাঠে নিশ্চয়ই পাঠক উপলব্ধি করবেন বাংলার হারিয়ে যাওয়া লোক-আখ্যানের কালােত্তীর্ণ শক্তি।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

আমেরিকার বিখ্যাত ফোর্ড কোম্পানির মালিক হেনরি ফোর্ড। কোম্পানি পরিচালনা করতে গিয়ে তাঁর তো চক্ষু চড়কগাছ! এ কী! ইহুদিদের জা...
11/12/2022

আমেরিকার বিখ্যাত ফোর্ড কোম্পানির মালিক হেনরি ফোর্ড। কোম্পানি পরিচালনা করতে গিয়ে তাঁর তো চক্ষু চড়কগাছ! এ কী! ইহুদিদের জায়োনিষ্ট জাল অক্টোপাসের মতো ঘিরে ধরেছে পৃথিবীকে! ফোর্ড ১৯২০ সালে শুরু করলেন নিজের পত্রিকা 'দ্য ডিয়ারবর্ন ইনডিপেন্ডেন্ট'। সেখানে ৯১ পর্বের কলামে ধারাবাহিকভাবে তুলে ধরলেন ইহুদি জাল ও নেটওয়ার্ক। বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হলো। জায়োনিষ্ট মুখোশ উন্মোচিত হলে আমেরিকান ব্যবসায়ীর কলমে। ইতোমধ্যে ফোর্ড-এর কলামগুলো নিয়ে চার খণ্ডের বই তৈরি হলো; নাম- 'The International Jew'। প্রতিক্রিয়ায় ইহুদি লবি জবাব দিতে লাগল। আমেরিকা থেকে কয়েকদিনের ব্যবধানেই সব বই লাপাত্তা হলো। পত্রিকার বিরুদ্ধে সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ উঠল।

১৯২৭ সালে বন্ধ করে দেওয়া হলো তার পত্রিকা এবং আলোচিত এই বই। কিন্তু চাইলেই কি সব বন্ধ করে দেওয়া যায়? আশির দশকে আবার প্রকাশিত হলো বইটি। দুনিয়াব্যাপী ২৩টি ভাষায় অনূদিত হলো। বিশ্বখ্যাত সেই বইটির বাংলা অনুবাদ 'সিক্রেটস অব জায়োনিজম'।

সিক্রেটস অব জায়োনিজম
ভাষান্তর : ফুয়াদ আল আজাদ

--------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

গ্রামের মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নীরা। পাশের প্রামের হতদরিদ্র পরিবারের ছেলে নিবিড়ের সাথে ভালোবাসায় জড়িয়ে পড়েছে...
05/12/2022

গ্রামের মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নীরা। পাশের প্রামের হতদরিদ্র পরিবারের ছেলে নিবিড়ের সাথে ভালোবাসায় জড়িয়ে পড়েছে। গৃহ শিক্ষকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে বুঝতে পেরে ঘটক ডেকে নীরার বাবা, মা অতিসত্বর মেয়ের বিয়ে দেবার চেষ্টা করে। পরিবারের চাপে পড়ে নীরা আর মাহির কেউ কাউকে না দেখে প্রায় বাধ্য হয়েই বিয়ে করে। সারারাত বৈধ ধর্ষণের পর মাহীরের শ্যামবর্ণের বউ পছন্দ হয়নি বলে বিয়ের পরের দিন নীরাকে ফেলে বাড়ি ছেড়ে চলে যায়। নীরা জানতে পারে মাহীর পরনারীতে আসক্ত। শ্বশুর বাড়িতে অনেক অত্যাচার আর অপমান সহ্য করে মেয়েটি বাবার বাড়িতে ফিরে আসে। কিছুদিন পর জানতে পারে সে গর্ভবতী। ঘটনার পরিক্রমায় ভাগ্যের চাকা ঘুরতে থাকে। ধীরে ধীরে জীবনের খারাপ দিনগুলো পরিবর্তন হতে থাকে। নীরা কী তবে ফিরে পাবে স্বামীর ভালোবাসা?

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

দ্য ইকাবগের ধারণাটা বেশ আগে আমার মাথায় এসেছিলো। ইকাবগ' শব্দটা এসেছে ‘ইকাবড' শব্দটা থেকে। যার মানে হচ্ছে 'গৌরবহীন' কিংবা...
30/11/2022

দ্য ইকাবগের ধারণাটা বেশ আগে আমার মাথায় এসেছিলো। ইকাবগ' শব্দটা এসেছে ‘ইকাবড' শব্দটা থেকে। যার মানে হচ্ছে 'গৌরবহীন' কিংবা 'মর্যাদা হারিয়ে যাওয়া'।

গল্পটা পড়লেই আমার ধারণা আপনারা বুঝতে পারবেন কেন আমি এই নামটা বেছে নিয়েছি। এই ধারণাটা সবসময়ই আমাকে খুব চমৎকৃত করে এসেছে। আমরা যে দানবগুলোকে ডেকে নিয়ে আসি সেগুলো আসলে আমাদের সম্পর্কে কী বলে? কোনো অসাধু বা অশুভ কিছু যদি একজন ব্যক্তিকে অধিগ্রহণ করে নেয় তাহলে কী হবে? বা কীভাবেই বা একে পরাজিত করা যায়? কেনই বা মানুষ কোনো নগন্য বা কাল্পনিক প্রমাণ দেখেও কোনো মিথ্যা কথা বিশ্বাস করে বসে?
____জে.কে. রোওলিং

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

‘দ্য টেলস অব বিডল দ্য বার্ড' হল অল্পবয়সী জাদুকর এবং মহিলা জাদুকরদের জন্য লেখা কাহিনীর একটি সংকলন । শতশত বছর ধরে কাহিনীগ...
29/11/2022

‘দ্য টেলস অব বিডল দ্য বার্ড' হল অল্পবয়সী জাদুকর এবং মহিলা জাদুকরদের জন্য লেখা কাহিনীর একটি সংকলন । শতশত বছর ধরে কাহিনীগুলো বিছানায় শুয়ে শুয়ে পড়ার জন্য জনপ্রিয় হয়ে আছে । মাগল শিশুদের কাছে সিনডারেলা এবং স্লিপিং বিউটি যেমন পছন্দের, হগোয়ার্টসের শিক্ষার্থীদের কাছে হপিং পট এবং ফাউন্টেন অফ ফেয়ার ফরচুন-এর কাহিনী ঠিক তেমনি পরিচিত এবং জনপ্রিয়।

বিডল দ্য বার্ড-- এর কাহিনীতে আমরা দেখি, নায়ক বা নায়িকা নিজেরাই জাদু চর্চা করে, তারা জাদু জানে। তবে আমাদের সাধারণের মতই তাদের সমস্যার সমাধান কঠিন। বিডল-এর করুণ কাহিনীগুলো প্রজন্ম থেকে প্রজন্মে জাদু শিক্ষার্থী ছেলে মেয়েদের পিতা-মাতারা তাদের সন্তানদের শুনিয়ে এসেছেন। বলেছেন, জাদু যতটা উপকারে এসেছে, ঠিক ততটাই আবার সমস্যাও করেছে ।'

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

এ পিপলস হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড  সম্পাদকের কথা "ইতিহাসের গতানুগতিক বইগুলো থেকে এ পিপলস হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড পুরাপ...
27/11/2022

এ পিপলস হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড



সম্পাদকের কথা

"ইতিহাসের গতানুগতিক বইগুলো থেকে এ পিপলস হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড পুরাপুরি ব্যতিক্রম। বইটির প্রত্যেকটি লাইনের পিছনে লেখক সি হারমান যে অক্লান্ত পরিশ্রম করে গেছেন তা বইটি পড়লেই আপনারা বুঝতে পারবেন।

যেমন রুশ বিপ্লবের কথাই ধরুন। রুশ বিপ্লবের ইতিহাসটি আমরা অনেকেই কমবেশি জানি। কিন্তু এই বিপ্লবের আগে ও পরে শ্রমিকদের অবস্থা কেমন ছিলো? কেমন ছিলো তাদের জীবন মান? তারা তখন কী পরিমাণ খেতে পারতো? তখন অন্যান্য সংগঠনে কার সদস্য কত ছিলো? এ বিপ্লব কীভাবে ইউরোপের অন্যত্র ছড়িয়ে পড়ে? জার্মানিতে এর কী প্রভাব ছিলো? জার্মানিতে শ্রমিকদের রাজনৈতিক অবস্থান কী ছিলো? ক্রিস হারমানকে এগুলোর বিস্তারিত অনুসন্ধান করতে হয়েছে। প্রত্যেকটি ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি তৎকালীন বৈশ্বিক প্রেক্ষাপট, ঘটনার বিস্তারিত প্রভাব, তৎকালীন সাধারণ মানুষ, শ্রমিক, বুদ্ধিজীবী, শাসক সবকিছু সবিস্তারে আলোচনা করেছেন। এক কথায়, এর আগে ইতিহাসকে এতটা গোড়া থেকে ব্যাখ্যা করতে আমি দেখিনি।"
--------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ দেখিয়েছেন বিনোদিনী তারাসুন্দরী ও তিনকড়ির মতো অভিনেত্রীদের অভিনয় প্রতিভার উজ্জ্বল্য কোনো বিদ্যা...
26/11/2022

উপেন্দ্রনাথ বিদ্যাভূষণ দেখিয়েছেন বিনোদিনী তারাসুন্দরী ও তিনকড়ির মতো অভিনেত্রীদের অভিনয় প্রতিভার উজ্জ্বল্য কোনো বিদ্যাবানের প্রতিভার দীপ্তি হইতে ন্যূন' নয়।
ভূমিকায় শিবনারায়ণ রায় তাঁর পিতার লেখা বই সম্বন্ধে মন্তব্য করেন, 'এই সব প্রতিভাসম্পন্ন স্ত্রীপুরুষ আপনাদের শিল্পসাধনার ভিতর দিয়ে সমকালীন বঙ্গ সংস্কৃতিকে সমৃদ্ধ করে গেছেন। তাদের জীবনকাহিনীর সঙ্গে পরিচিত হয়ে পরবর্তী প্রজন্মের স্ত্রীপুরুষ নিজেদের মনকে সম্পন্নতর করে তুলুন, এটি ছিল উপেন্দ্রনাথের অভীষ্ট।'

--------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

কথাসাহিত্য, আখ্যানশিল্পীদের মধ্যে; নদীর বহমান সংগ্রাম ও ব্রাত্যমানুষদের সংগ্রামের যুগলবন্দী তৈরির মহান ব্রতে অদ্বৈত মল্ল...
25/11/2022

কথাসাহিত্য, আখ্যানশিল্পীদের মধ্যে; নদীর বহমান সংগ্রাম ও ব্রাত্যমানুষদের সংগ্রামের যুগলবন্দী তৈরির মহান ব্রতে অদ্বৈত মল্লবর্মণ অন্যদের পিছনে ফেলে কালজয়ী শিল্পী হিসেবে এখনও হেঁটে যাচ্ছেন জনতার মধ্যে।

এই মহান শিল্পীর জন্মশতবর্ষের প্রাকলগ্নে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর প্রয়াস হিসাবে 'অদ্বৈত মল্লবর্মণ : ব্রাত্য জীবনের ব্রাত্য কথাকার' শিরোনামে একটি কাজ করেছেন লেখক।

নদীর মহান জীবন ও সংগ্রাম, জ্যোৎস্নাপ্লাবিত প্রান্তর ও চরাচর স্পন্দন মাছের নাচ দেখে চলুন; আনন্দিত হই। প্রতিকক্ষ, অনুকক্ষণ।

চলুন, অদ্বৈত মল্লবর্মণের সৃষ্টিশীলতাকে চেতনায় ধারণ করে উচ্চারণ করি-
“জীবনের রং তবু ফলানো কি হয়
এইসব ছুঁয়ে ছেনে। সে এক বিস্ময়।”

তিতাসের বিস্ময়, অদ্বৈতের সৃষ্টির বিস্ময় হীরের প্রদীপ জ্বেলে আমাদের জাগিয়ে রাখুক।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

কর্মসূত্রে লন্ডননিবাসী অনির্বাণ ঘোষ পেশায় সার্জন হলেও সাহিত্যের প্রতি তাঁর দুর্বলতা সেই ছোটো বয়স থেকেই। ২০১৫ সালে বন্ধু ...
24/11/2022

কর্মসূত্রে লন্ডননিবাসী অনির্বাণ ঘোষ পেশায় সার্জন হলেও সাহিত্যের প্রতি তাঁর দুর্বলতা সেই ছোটো বয়স থেকেই। ২০১৫ সালে বন্ধু অরিজিৎ গাঙ্গুলির সঙ্গে তৈরি করেন নিজেদের ব্লগ।

সেখানেই লেখালিখির সূত্রপাত। এরপর বেশ কিছু ছোটোগল্প, রম্যরচনা, ভ্রমণকাহিনি আর প্রবন্ধ খুব অল্প সময়ের মধ্যেই পাঠকের মন জয় করে নিতে শুরু করে। ২০১৮ সালের বইমেলায় দুটি পৃথক গল্প সংকলনে অনির্বাণের দুটি ছোটোগল্প প্রথম ছাপার অক্ষরে প্রকাশ পায়। একই বছরে ‘আনন্দবাজার পত্রিকা’য় প্রকাশিত হয় তাঁর ছোটোগল্প ‘আবর্ত’। অনির্বাণের জন্ম ১৯৮৫ সালে হাওড়ার শিবপুরে। মেধাবী ছাত্র হিসেবে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের গণ্ডি অতিক্রম করেই ছোটোবেলার এক স্বপ্ন সফল করার নেশায় মেতে ওঠেন অনির্বাণ। ফলস্বরূপ ২০০৮ সালে এম বি বি এস, ২০১০ সালে এম এস, এবং ২০১৩ সালে এম আর সি এস ডিগ্রি লাভের পর শল্যচিকিৎসার আধুনিক পীঠস্থান ইংল্যান্ডে পাড়ি দেন স্ত্রী ও কন্যার সঙ্গে।

কলকাতাকে ছেড়ে গেলেও বাঙালির আদবকায়দা ও সাহিত্যপ্রীতিকে ভুলতে পারেননি অনির্বাণ। তাই শখের ইউরোপ ভ্রমণের পাশাপাশি অনির্বাণের কলমের জাদুতে একের পর আসতে থাকে ‘স্ক্যালপেল’, ‘আদতে আনাড়ি’, ‘হিস্ট্রির মিস্ট্রি’-র মতো একাধিক জনপ্রিয় সিরিজ। মূলত নিজের ডাক্তারি অভিজ্ঞতা আর ইতিহাসভিত্তিক রিসার্চধর্মী এইসব লেখা পাঠকমহলে যথেষ্ট সমাদৃত হয় এবং অপেক্ষা বাড়তে থাকে অনির্বাণের প্রথম বইয়ের। হায়রোগ্লিফের দেশে আধুনিক বাংলা সাহিত্যের প্রচলিত ঘরানা থেকে অনেকটাই আলাদা। প্রাচীন মিশরের ইতিহাস ও পৌরাণিক আখ্যান এমন সুকৌশলে পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার কাজ মনে হয় বাংলায় এই প্রথম। গল্পের ছলে মিশরের রোমহর্ষক সব আখ্যান জীবন্ত হয়ে ওঠার মধ্যেই তৈরি হতে থাকে আর একটি থ্রিলারধর্মী গল্প। আশা করা যায় অদূর ভবিষ্যতে অনির্বাণের হাত ধরে এমন আরও গবেষণামূলক লেখা পেতে চলেছে বাংলার পাঠকসমাজ।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

শীতের উজ্জ্বল জ্যোৎস্নারাত, তখনো কুয়াশা নাবে নাই। বাঁশঝাড়ে তাই অন্ধকারটা তেমন জমজমাট নয়। সেখানে আলো-অন্ধকারের মধ্যে যুবক...
23/11/2022

শীতের উজ্জ্বল জ্যোৎস্নারাত, তখনো কুয়াশা নাবে নাই। বাঁশঝাড়ে তাই অন্ধকারটা তেমন জমজমাট নয়। সেখানে আলো-অন্ধকারের মধ্যে যুবক শিক্ষক একটি যুবতী নারীর অর্ধ-উলঙ্গ মৃতদেহ দেখতে পায়।

অবশ্য কথাটা বুঝতে তার একটু দেরি লেগেছে, কারণ তা ঝট্ করে বোঝা সহজ নয়। পায়ের ওপর এক ঝলক চাঁদের আলো। শুয়েও শুয়ে নাই। তারপর কোথায় তীব্রভাবে বাঁশি বাজতে শুরু করে। যুবতী নারীর হাত-পা নড়ে না। চোখটা খোলা মনে হয়, কিন্তু সত্যিই হাত-পা নড়ে না। তারপর বাঁশির আওয়াজ সুতীব্র হয়ে ওঠে। অবশ্য বাঁশির আওয়াজ সে শোনে নাই।

----------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

সতীনাথ ভাদুড়ী ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জাগরী (১৯৪৫) ...
22/11/2022

সতীনাথ ভাদুড়ী ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত জাগরী (১৯৪৫) তাঁকে সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা প্রদান করেছিল।
সতীনাথ ভাদুড়ী বহু ভাষায় পারদর্শী ছিলেন এবং "চিত্রগুপ্ত" ছদ্মনামেও সাহিত্য রচনা করেন। তাঁর অপর বিখ্যাত উপন্যাস ঢোঁড়াই চরিত মানস (১৯৪৯-৫১) দুই খণ্ডে প্রকাশিত হয়।

সতীনাথ ভাদুড়ী বহুপ্রসূ লেখক ছিলেন না। তাঁর উপন্যাস, গল্প-সংকলন ও অন্যান্য রচনা সংকলনের সংখ্যা মাত্র চোদ্দো। বইটি তাঁর লেখা অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল উপন্যাস অচিন রাগিণী এবং জার্নাল সত্যি ভ্রমণকাহিনী।

সতীনাথ ভাদুড়ীর সকল রচনাবলি পেয়ে যাবেন একত্রে 'সতীনাথ ভাদুড়ী রচনাবলি'তে।

---------------------------------------------------

দুই বাংলার যেকোনো বই অর্ডার করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে +880 1511-999264

Address

Kolkata

Telephone

+8801511999264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Boi - বাংলার বই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglar Boi - বাংলার বই:

Videos

Share


Other Kolkata media companies

Show All