VSK Dakshinbanga

VSK Dakshinbanga Welcome to VSK Dakshinbanga, your go-to source for accurate and timely news coverage.

We strive to bring you the latest updates on national and international news, politics, business, technology, and more.

21/06/2024

আন্তর্জাতিক যোগ দিবসে ডাললেকে জনগণের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছত্রপতি শিবাজীর রাজ্যাভিষেক মহারাষ্ট্রের সকল উচ্চমনা দেশসেবকই দেশে স্বাধীন হিন্দু রাজত্ব– “হিন্দবী স্বরাজ”– স্থাপনের জন্...
20/06/2024

ছত্রপতি শিবাজীর রাজ্যাভিষেক
মহারাষ্ট্রের সকল উচ্চমনা দেশসেবকই দেশে স্বাধীন হিন্দু রাজত্ব– “হিন্দবী স্বরাজ”– স্থাপনের জন্য উৎসুক হইয়াছিল। একমাত্র শিবাজীই এই জাতীয় বাঞ্ছা পূরণ করিতে পারেন। শাস্ত্র অনুসারে ক্ষত্রিয় ভিন্ন অন্য কেউ হিন্দুর রাজা হইতে পারে না; ভোঁশলে বংশকে শিবাজীর মুন্শী বালাজী আবজী মারাঠা জাতির সর্ব্বশ্রেষ্ঠ পণ্ডিত কাশীবাসী বিশ্বেশ্বর ভট্ট বা ডাক-নাম "গাগা ভট্ট মহাশয়" শিবাজীর ক্ষত্রিয়ত্ব প্রমাণ করিয়া এবং তাঁহার আদিপুরুষ যে সূৰ্যবংশীয় চিতোরের মহারাণার পুত্র– ইহা স্বীকার করিয়া এক পাঁতি লিখিয়া দিলেন এবং তাঁহার অভিষেক-ক্রিয়ার প্রধান পুরোহিত হইতে সম্মত হইলেন! গাগা ভট্ট দিগ্বিজয়ী পণ্ডিত– “চারি বেদ ও ছয় শাস্ত্রে যোগাভ্যাস-সম্পন্ন, জ্যোতিষী, মন্ত্ৰিক, সর্ব্ববিদ্যায় পারদর্শী, কলিযুগের ব্রহ্মদেব” [সভাসদ বখর]। তাঁহার বিরুদ্ধে তর্ক করিতে পারে এমন শক্তি বা সাহস মহারাষ্ট্রে তখন কোন ব্রাহ্মণের ছিল না। সুতরাং শাস্ত্রীয় তর্কে পরাস্ত হইবার ভয়ে সকলেই শিবাজীর ক্ষত্রিয়ত্ব স্বীকার করিল।

https://youtu.be/QDriO8FDd9c

#বাংলাখবর _______________________________________________________________Subscribe to our Y...

সঙ্ঘের  পূর্ব ওড়িশা প্রান্তের প্রথমবর্ষের শিক্ষা বর্গের সমাপন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝ...
19/06/2024

সঙ্ঘের পূর্ব ওড়িশা প্রান্তের প্রথমবর্ষের শিক্ষা বর্গের সমাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মহাশয়।
Rashtriya Swayamsevak Sangh (RSS) Mohan Charan Majhi

সঙ্ঘ শিক্ষা বর্গ, তাঁতিবেড়িয়া সমারোহ উৎসবে আগত রানাঘাটের সাংসদ শ্রী জগন্নাথ সরকার ও অন্যান্য স্বয়ংসেবক।        Rashtr...
19/06/2024

সঙ্ঘ শিক্ষা বর্গ, তাঁতিবেড়িয়া সমারোহ উৎসবে আগত রানাঘাটের সাংসদ শ্রী জগন্নাথ সরকার ও অন্যান্য স্বয়ংসেবক।
Rashtriya Swayamsevak Sangh (RSS)

14/06/2024

11/06/2024

মণিপুর গত এক বছর ধরে শান্তির জন্য অপেক্ষা করছে কেন এটাকে অগ্রাধিকার দিয়ে ভাবতে হবে - ডাঃ মোহন ভাগবত

11/06/2024

যেমন ডক্টর আম্বেদকর বলেছেন, যে কোনো বড়
রূপান্তরের জন্য আধ্যাত্মিক পুনরুজ্জীবন অপরিহার্য - ডাঃ মোহন ভাগবত

RSS NAGPUR :  কার্যকর্তা বিকাস বর্গ - দ্বিতীয় সমাপন সমারহ ২
10/06/2024

RSS NAGPUR : কার্যকর্তা বিকাস বর্গ - দ্বিতীয় সমাপন সমারহ ২

#বাংলাখবর ार्यकर्ता विकास वर्ग - द्वितीयसमापन समारोह आशीर्वचन ...

10/06/2024

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তা বিকাশ বর্গ ২-এর সমাপনী অনুষ্ঠান ধব্জ উত্তোলনের মাধ্যমে শুরু হয়।

08/06/2024

অধিকারের সাথে কর্তব্য আছে...
আমরা যদি কর্তব্যবোধ জাগ্রত না করি এবং অধিকার দাবি করতে থাকি, তাহলে আমরা সংঘাত ও অসন্তোষের দিকে চলে যাব।

08/06/2024

ত্রিপুরার আগরতলায় অনুষ্ঠিত কার্যকর্তা বিকাশ বর্গ - I (আসাম ক্ষেত্র) এর শিক্ষার্থীরা বর্গ চলাকালীন একটি পথ সঞ্চালনের আয়োজন করেছিল। মণিপুর, আসাম, মেঘালয়, অরুণাচল এবং ত্রিপুরার স্বয়ংসেবকরা প্রশিক্ষণ গ্রহণ করেন।
(প্রচলন - 31 মে, 2024)

গুরু বন্দনা - হিন্দু স্বয়ংসেবক সংঘ ইউএসএ দেশব্যাপী 2,000 জনেরও বেশি শিক্ষাবিদকে সম্মান জানায়হিন্দু স্বয়ংসেবক সংঘ ইউএস...
08/06/2024

গুরু বন্দনা - হিন্দু স্বয়ংসেবক সংঘ ইউএসএ দেশব্যাপী 2,000 জনেরও বেশি শিক্ষাবিদকে সম্মান জানায়
হিন্দু স্বয়ংসেবক সংঘ ইউএসএ-এর 80টিরও বেশি অধ্যায় শিক্ষকদের প্রশংসা সপ্তাহে "গুরু বন্দনা" উদযাপন করেছে, দেশব্যাপী 2,000 টিরও বেশি শিক্ষাবিদকে সম্মানিত করেছে৷

মনিপুরে বন্যা কবলিত এলাকায় সেবা কার্য
07/06/2024

মনিপুরে বন্যা কবলিত এলাকায় সেবা কার্য

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানসুরাটে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আয়োজিত নাগরিক সংবর্ধনায়, বিখ্যাত অভিনেতা এবং পদ্মশ্রী মনো...
07/06/2024

নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান
সুরাটে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আয়োজিত নাগরিক সংবর্ধনায়, বিখ্যাত অভিনেতা এবং পদ্মশ্রী মনোজ যোশী বলেছিলেন যে জাতিকে যদি পুনর্গঠন করতে হয়, তবে প্রতিটি ব্যক্তির মর্যাদা তৈরি করতে হবে, জ্ঞান বৃদ্ধি করতে হবে এবং প্রতিটি মানুষেরই হবে। সংযুক্ত করা. যখন টুকডে টুকডে গ্যাং জেএনইউতে সক্রিয় থাকে, তখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদই এটিকে তীব্রভাবে প্রতিহত করে।
তিনি বলেছিলেন যে আমার ডিএনএতে কেবল এবং একমাত্র ভারতীয়তা রয়েছে। ভারতের প্রাণশক্তি হল 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ'।

04/06/2024

দল- বদলের চিহ্ন নিশ্চিহ্ন

ইতিহাসের সবচেয়ে বড় ও সফল নির্বাচন সারা বিশ্বে সমাদৃত হয়েছে
03/06/2024

ইতিহাসের সবচেয়ে বড় ও সফল নির্বাচন সারা বিশ্বে সমাদৃত হয়েছে

31/05/2024

পূজনীয় সর্বসঙ্ঘচালক ড. মোহন ভাগবত জি পুণ্যশ্লোক দেবী অহিল্যাবাই হোলকারের শতবর্ষে বার্তা

গত 24 ঘন্টায় বিহারে হিটস্ট্রোকে 10 জন ভোটকর্মী সহ 14 জনের মৃত্যু হয়েছে। ভোজপুরে সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছ...
31/05/2024

গত 24 ঘন্টায় বিহারে হিটস্ট্রোকে 10 জন ভোটকর্মী সহ 14 জনের মৃত্যু হয়েছে। ভোজপুরে সবচেয়ে বেশি প্রাণহানির খবর পাওয়া গেছে, যেখানে নির্বাচনী দায়িত্বরত পাঁচজন কর্মকর্তা মারা গেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় আরও চারজনের মৃত্যু হয়েছে। স্কুল, কোচিং ইনস্টিটিউট এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি 8ই জুন পর্যন্ত বন্ধ ছিল। বিরোধী দলনেতা তেজস্বী যাদব এই পরিস্থিতির সমালোচনা করে বলেছেন, তীব্র গরমে শিক্ষকদের ছুটি দেওয়া উচিত।

কেন্দ্রীয় জল কমিশনের (CWC) তথ্য অনুযায়ী, ভারতের 150 টি প্রধান জলাধারের জলের স্তর গত বছরের স্তরের তুলনায় 23%, 77% কম হ...
31/05/2024

কেন্দ্রীয় জল কমিশনের (CWC) তথ্য অনুযায়ী, ভারতের 150 টি প্রধান জলাধারের জলের স্তর গত বছরের স্তরের তুলনায় 23%, 77% কম হয়েছে। উপলব্ধ মোট লাইভ স্টোরেজ 41.705 বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম) মোট ক্ষমতার 23% এর সমতুল্য। উত্তর অঞ্চলে অবস্থিত 150 টি জলাধারের মধ্যে দশটির 19.663 বিসিএম লাইভ স্টোরেজ ক্ষমতা সহ দক্ষিণ অঞ্চলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। পূর্বাঞ্চলে 23টি জলাধার রয়েছে যার মোট জীবন্ত সঞ্চয় ক্ষমতা 20.430 বিসিএম, এবং পশ্চিমে 49টি জলাধার রয়েছে যার মোট জীবন্ত সঞ্চয় ক্ষমতা 37.130 বিসিএম। কেন্দ্রীয় অঞ্চলে 26 টি জলাধার রয়েছে যার মোট জীবন্ত সঞ্চয় ক্ষমতা 48.227 বিসিএম, এবং দক্ষিণ অঞ্চলে 42 টি জলাধার রয়েছে যার মোট জীবন্ত সঞ্চয় ক্ষমতা 53.334 বিসিএম। বেশ কয়েকটি অববাহিকায় সঞ্চয়ের মাত্রা স্বাভাবিকের কাছাকাছি, তবে কৃষ্ণায়, পেন্নার ও কন্যাকুমারীর মধ্যে পূর্ব দিকে প্রবাহিত নদী এবং কাবেরী অববাহিকায় এবং মহানদী ও পেন্নার অববাহিকার মধ্যে পূর্ব দিকে প্রবাহিত নদীগুলিতে সঞ্চয়ের অভাবের খবর পাওয়া গেছে।

মার্চ ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি 7.8% বৃদ্ধি পেয়েছে, 31 মে প্রকাশিত সরকারী তথ্য অনুসারে বার্ষিক বৃদ্ধির হারকে 8.2% এ ঠে...
31/05/2024

মার্চ ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি 7.8% বৃদ্ধি পেয়েছে, 31 মে প্রকাশিত সরকারী তথ্য অনুসারে বার্ষিক বৃদ্ধির হারকে 8.2% এ ঠেলে দিয়েছে। জানুয়ারি-মার্চ সময়ের মধ্যে প্রবৃদ্ধি ডিসেম্বর ত্রৈমাসিকে 8.6% সম্প্রসারণের চেয়ে কম ছিল। জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, 2022-23 অর্থবছরের জানুয়ারি-মার্চ সময়ের মধ্যে মোট দেশীয় পণ্য (জিডিপি) 6.2% প্রসারিত হয়েছিল। তথ্য অনুযায়ী, 2022-23 সালে 7% বৃদ্ধির বিপরীতে 2023-24 সালে অর্থনীতি 8.2% প্রসারিত হয়েছে। এনএসও তার জাতীয় হিসাবের দ্বিতীয় অগ্রিম অনুমানে 2023-24-এর জন্য দেশের প্রবৃদ্ধি 7.7% নির্ধারণ করেছে। 2024 সালের প্রথম তিন মাসে চীন 5.3% অর্থনৈতিক প্রবৃদ্ধি নথিভুক্ত করেছে।

রানী অহিল্যাবাই হোলাকরের শাসনে কৃষকদের উপর ভারী কর আরোপ করা হয়নি। অভাব বা দুর্ভিক্ষ থাকলেও কর মওকুফ করা হয়েছিল। রানী অ...
31/05/2024

রানী অহিল্যাবাই হোলাকরের শাসনে কৃষকদের উপর ভারী কর আরোপ করা হয়নি। অভাব বা দুর্ভিক্ষ থাকলেও কর মওকুফ করা হয়েছিল। রানী অহিল্যাবাই হোলাকর বিধবাদের পুত্র দত্তক নেওয়ার অধিকার দেন। এর আগে বিধবা স্বামীর সম্পদ কোষাগারে জমা ছিল। 1783 সালে রানী অহিল্যাবাই হোলাকর ডাক ব্যবস্থা চালু করেন। মহেশ্বর থেকে পুনে পর্যন্ত ডাক ব্যবস্থা চালানোর দায়িত্ব ন্যস্ত করা হয় পদ্মসি ন্যান্সি নামের একটি কোম্পানির ওপর। রানী অহিল্যাবাই হোলাকর সারা দেশে বিভিন্ন স্থানে দেবী অহল্যাবাই ধর্মশালা, অন্নক্ষেত্র, পিয়াউ, কূপ, নদীর উপর ঘাটের মতো অনেক সুবিধা শুরু করেছিলেন। এতে যাত্রীদের যাতায়াত সহজলভ্য হয়েছে। রানী অহিল্যাবাই হোলাকর বদ্রিনারায়ণ থেকে রামেশ্বর, দ্বারকা থেকে ভুবনেশ্বর পর্যন্ত বহু মন্দির পুনর্নির্মাণ করেছিলেন।

প্রতিবেশী দেশ থেকে ধর্মের ভিত্তিতে নির্যাতিত হিন্দু শরণার্থীদের পরিচয় দিচ্ছে CAA; বাংলা, হরিয়ানা ও উত্তরাখণ্ডে দেওয়া ...
30/05/2024

প্রতিবেশী দেশ থেকে ধর্মের ভিত্তিতে নির্যাতিত হিন্দু শরণার্থীদের পরিচয় দিচ্ছে CAA;
বাংলা, হরিয়ানা ও উত্তরাখণ্ডে দেওয়া নাগরিকত্ব শংসাপত্র

29/05/2024

আমাদের স্বাধীনতা সংগ্রামীরা সাংবাদিকতার রূপে দেশ ও সমাজের কণ্ঠস্বর তুলে ধরেছিলেন - শ্রী সুনীল আম্বেকর, সর্বভারতীয় প্রচার প্রধান, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ

আবারো চমকে দিলেন সোনার মেয়ে দীপা কর্মকার! প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতে নিলেন সোনা 🥇🇮       ...
29/05/2024

আবারো চমকে দিলেন সোনার মেয়ে দীপা কর্মকার!
প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে জিতে নিলেন সোনা 🥇🇮

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ 25 বছর পর কার্গিল যুদ্ধের সময় ভুল স্বীকার করেছেন, নওয়াজ শরিফ বলেছেন যে ...
29/05/2024

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ 25 বছর পর কার্গিল যুদ্ধের সময় ভুল স্বীকার করেছেন, নওয়াজ শরিফ বলেছেন যে পাকিস্তান 1999 সালে ভারতের সাথে করা চুক্তি লঙ্ঘন করেছে।

মহারাষ্ট্রের জালনায় এক হিন্দু যুবকের ফোনে জয় শ্রী রাম রিংটোন থাকায় ইসলামিক কট্টরবাদীদের হাতে মারধর, হিন্দু যুবক গুরুত...
25/05/2024

মহারাষ্ট্রের জালনায় এক হিন্দু যুবকের ফোনে জয় শ্রী রাম রিংটোন থাকায় ইসলামিক কট্টরবাদীদের হাতে মারধর, হিন্দু যুবক গুরুতর আহত, ঘটনায় হিন্দুদের মধ্যে ক্ষোভ, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

নারদ জয়ন্তী উপলক্ষে সকল সাংবাদিক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন।‌                সত্য.. সত্য.. সত্য,...
25/05/2024

নারদ জয়ন্তী উপলক্ষে সকল সাংবাদিক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন।‌
সত্য.. সত্য.. সত্য, শুধু মাত্র সত্য | সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা ঠিক নয় | সারা পৃথিবীতে যে পেশায় মানুষ সবচেয়ে বেশি সাহসের সঙ্গে এই উদ্ধৃতিটি অনুসরণ করেন,তা অবশ্যই সাংবাদিকতা |
সাংবাদিকতা বা সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ | স্বাধীন সংবাদমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে। সংবাদমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে সংবাদমাধ্যম এবং মতামত প্রকাশের স্বাধীনতাকে দৃঢ় করা দরকার।
সাংবাদিকতার ভূমিকা ও কর্তব্য বলতে গিয়ে মহাত্মা গান্ধী তাঁর হিন্দ স্বরাজ পত্রিকায় লিখেছিলেন যে “মানুষের ভাবনা সঠিক ভাবে জেনে সেটাকে সর্বসমক্ষে জানানোর ব্যবস্থা আর কোনো ব্যক্তির মধ্যে কিছু দোষ ত্রুটি দেখলে যেকোনো মূল্যে নির্ভয়ে জনসমক্ষে জানানো।”
আজকের পৃথিবীতে সংবাদমাধ্যম এক অপ্রতিরোধ্য শক্তি | কোনো জাতি বা দেশের উন্নতি হয় সেই দেশের সংস্কৃতি ঐতিহ্যে চিরন্তন ধারা ধরে | আজকের দিন এই পরম্পরা উল্লেখের দিন | দেবর্ষি নারদ জ্যৈষ্ঠ কৃষ্ণ দ্বিতীয়া তিথিতে আবির্ভাব বলে‌ স্বীকৃত| একান্ত হরিভক্ত দেবর্ষি নারদ নিজের ইচ্ছায় যত্রতত্র গমন করতে পারতেন এবং সকল জায়গায়ই তাঁর অবাধ যাতায়াত ছিল। এছাড়াও প্রয়োজন মনে করলে তিনি সকল ব্যাপারেই হস্তক্ষেপ করতেন।
রত্নাকর দস্যুবৃত্তি করে পরিবার চালাত। নারদকে একদিন আক্রমণ করলে নারদের কথায় দস্যু জীবনের কটূ সত্যতা উপলব্ধি করে ক্ষমা ভিক্ষা চায়। দেবর্ষি নারদের প্রচেষ্টায় তার দস্যুবৃত্তি ছেড়ে রামনাম সাধনা করে কবিত্বশক্তি প্রাপ্ত, তাঁর নামকরণ হয় বাল্মীকি।
নারদ অন্তত এই পৃথিবীকে শিখিয়ে গিয়েছিলেন, যাঁকে আপনি মানেন, তাঁকে ঠিক কতটা বিশ্বাস করতে হয়। তাঁর যপ মন্ত্র ছিল 'নারায়ণ-নারায়ণ'।
তিনি নারায়ণ বা বিষ্ণুকে মানতেন, তাঁকে বিশ্বাস করতেন। এই বিশ্বাসে কোনও ঘাটতি ছিল না। গোটা জগৎ অন্য কিছু বললেও তিনি জানতেন, তাঁর জন্য অন্তত নারায়ণ আছেন।

Address

36A SAHITYA PARISHAD Street
Kolkata
700006

Alerts

Be the first to know and let us send you an email when VSK Dakshinbanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other Media Agencies in Kolkata

Show All