মলিনার কবিতা

মলিনার কবিতা এক পৃথিবী ভালোবাসতে গিয়ে
যারা কেবল হাতড়েই মরল,
পেল না কিছুই...
আমার নামটা লিখে রেখো,
সেই হতভাগ্যদের দলে।
✍️- মলিনা বসু।
# মলিনার কবিতা।
(2)

কাউকে মনের মধ্যে জায়গা দেওয়াসহজ কথা নয়।আর একবার জায়গা দিয়ে দিলে,তাকে মন থেকে বের করে দেওয়া খুব কঠিন হয়ে যায়।।  #মলিনার ক...
19/01/2025

কাউকে মনের মধ্যে জায়গা দেওয়া
সহজ কথা নয়।
আর একবার জায়গা দিয়ে দিলে,
তাকে মন থেকে বের করে দেওয়া
খুব কঠিন হয়ে যায়।।
#মলিনার কবিতা।

মনে তো সবাইকেই পড়ে।শুধু, কাউকে কম, আর কাউকে বেশি।।শুভ সকাল বন্ধুরা। #মলিনার কবিতা
18/01/2025

মনে তো সবাইকেই পড়ে।
শুধু, কাউকে কম, আর কাউকে বেশি।।
শুভ সকাল বন্ধুরা।
#মলিনার কবিতা

ক্লান্ত মন,অলস ক্ষণ, কাটছে না তো সময়!এমন দিনে তোমার পরশ, বড্ড পেতে মন চায়।তারপরেতে আবার যখন মনে পড়ে তোমায় ,বিরহটা কষ্টের...
17/01/2025

ক্লান্ত মন,অলস ক্ষণ, কাটছে না তো সময়!
এমন দিনে তোমার পরশ, বড্ড পেতে মন চায়।
তারপরেতে আবার যখন মনে পড়ে তোমায় ,
বিরহটা কষ্টের হলেও,ওটাই মধুর মনে হয়।।
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা।

সফলতার চমৎকার একদিনে হয় না।সে তো রোজ একটু একটু করে ঘটে।কিন্তু আমাদের চোখে পড়েনা।নজরে তো সেইদিন পড়ে,যেদিন ওই একটা একটা দি...
16/01/2025

সফলতার চমৎকার একদিনে হয় না।
সে তো রোজ একটু একটু করে ঘটে।
কিন্তু আমাদের চোখে পড়েনা।
নজরে তো সেইদিন পড়ে,
যেদিন ওই একটা একটা দিনগুলো
অনেকগুলো দিন পার করে আর,
একটা বিশাল কিছু সামনে আসে।।
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা।

14/01/2025

#মকরসংক্রান্তির শুভেচ্ছা
#মলিনার ব্লগ
#মলিনা বসু
#পিঠে তৈরি।

ভালোবাসার নিশিজুড়ে একফালি চাঁদ তুমি আমার। দেখি নাকি আদর করি ভাবতে ভাবতে রাত কাবার।।✍️- মলিনা বসু #মলিনার কবিতা।
13/01/2025

ভালোবাসার নিশিজুড়ে একফালি চাঁদ তুমি আমার।
দেখি নাকি আদর করি ভাবতে ভাবতে রাত কাবার।।
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা।

যা পাখি ছেড়ে দিলাম তোকে,উড়ে যা অন্য কোন গাছে।সেইখানেতে বাসা বাঁধিস আবার,থাকিস সুখে মনের আনন্দেতে।আমার গাছের ডাল হয়েছে ফো...
11/01/2025

যা পাখি ছেড়ে দিলাম তোকে,
উড়ে যা অন্য কোন গাছে।
সেইখানেতে বাসা বাঁধিস আবার,
থাকিস সুখে মনের আনন্দেতে।
আমার গাছের ডাল হয়েছে ফোঁকলা,
এখানে আজ আর বাস করা যায় না।
ঝড় বৃষ্টিতে বড্ড কষ্ট তোর
তোর চিন্তায় থাকি আমি বিভোর।
তোর মায়াতে বড্ড পুড়বে বুক,
তবুও তোকে ত্যাগ করলাম আজ।
থাকিস সুখে অন্য গাছের ডালে,
আমার কথা না হয় থাকুক বাদ।।
✍️- মলিনা বসু
#যা পাখি উড়ে যা
#মলিনার কবিতা

আকাশ জুড়ে তারার মেলা থাক বা না থাক!খোলা আকাশ থাকুক আমার সারা বছরভর।।✍️- মলিনা বসু  #মলিনার কবিতা।
08/01/2025

আকাশ জুড়ে তারার মেলা থাক বা না থাক!
খোলা আকাশ থাকুক আমার সারা বছরভর।।
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা।

হারকে শিক্ষা সফর মনে করে ভুলে যাওয়াই ভালো। শিক্ষার কোন শেষ নেই। তাছাড়া চিরদিন কারোর সমান যায় না। জয় পরাজয় খেলারই অংশ। নত...
05/01/2025

হারকে শিক্ষা সফর মনে করে ভুলে যাওয়াই ভালো। শিক্ষার কোন শেষ নেই। তাছাড়া চিরদিন কারোর সমান যায় না। জয় পরাজয় খেলারই অংশ। নতুন করে শুরু করার নামই খেলা।
নতুন করে শুরু করার নামই জীবন।
All the best team India. Love you blue boys and girls.Love you team India.
😍😍😘😘.
Basu

02/01/2025

#দু মুঠো ভাত দে না বাবু
#কৌশিক মাহাত
#মলিনার কবিতা
#মলিনা বসু
#বাংলা গল্প
#অনুগল্প
#ছোটোগল্প

বিড়ম্বনা সেটা না যে তুমি নেই পাশে।বিড়ম্বনা তো সেটা,যে যখন তোমার প্রেমে পড়লাম,তখন তুমি আমার আশা দিয়েছ ছেড়ে।।✍️- মলিনা বসু...
01/01/2025

বিড়ম্বনা সেটা না যে তুমি নেই পাশে।
বিড়ম্বনা তো সেটা,
যে যখন তোমার প্রেমে পড়লাম,
তখন তুমি আমার আশা দিয়েছ ছেড়ে।।
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা।

01/01/2025

তোমায় নিয়ে লিখতে বসে, লিখবো যে কি ভেবে পাইনা।
হয়তো তুমি সুখেই আছো,অন্য কারোর সাথে তাইনা!
#মলিনার কবিতা

Happy New Year 2025 Friends. God bless to all of you❤️❤️❤️🙏🙏.
31/12/2024

Happy New Year 2025 Friends. God bless to all of you❤️❤️❤️🙏🙏.

কোন কোন দিন এমন আসে,যেদিনগুলোতে মনের অজান্তেই বেরিয়ে আসে দীর্ঘশ্বাসের ফোয়ারাগুলো।মন মানতে চায় না, তবে পরিস্থিতি ওল্টানো ...
30/12/2024

কোন কোন দিন এমন আসে,
যেদিনগুলোতে মনের অজান্তেই বেরিয়ে আসে দীর্ঘশ্বাসের ফোয়ারাগুলো।
মন মানতে চায় না,
তবে পরিস্থিতি ওল্টানো যায় না।
না যায় সহ্য করা!
আর না যায় কষ্টের কারণ প্রকাশ করা।
শুধু দুঃখগুলো বুকের ওপর চেপে বসে
বরফের চাঁইয়ের মতো।
সেই কষ্টের বরফ গলে জল না হওয়া পর্যন্ত
মন হয়ে থাকে কঠিন পাথর।।
✍️- মলিনা বসু
#কোন কোন দিন শুধুই কষ্টের
#মলিনার কবিতা।

25/12/2024

বড়োদিনের শুভেচ্ছা বন্ধুরা।
সবাইকে মেরি ক্রিসমাস।
- মলিনা বসু
#মলিনার কবিতা

তুমি যদি কাউকে ভালোবাসো, তবে বারবার তার ভুলটা টেনে বার করোনা।এতে করে মানুষটা তোমাকে যতই ভালোবাসুক,একটা সময় পরে সে তোমার ...
24/12/2024

তুমি যদি কাউকে ভালোবাসো,
তবে বারবার তার ভুলটা টেনে বার করোনা।
এতে করে মানুষটা তোমাকে যতই ভালোবাসুক,
একটা সময় পরে সে তোমার প্রতি বিরক্ত হয়ে যাবে।
আর বিরক্তি একটা সময় বিচ্ছেদের রূপ নিয়েই নেয়।।
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা

18/12/2024

#অতীত
#রবীন্দ্রনাথ ঠাকুর
#মলিনা বসু
#মলিনার কবিতা

দীর্ঘদিনের অপেক্ষার পর আকাশ আর দীপার দেখা হলো এক সন্ধ্যার পরের অন্ধকারের মধ্যে।  আকাশকে দেখেই দীপা অবাক হয়ে গেলো। আকাশ য...
17/12/2024

দীর্ঘদিনের অপেক্ষার পর আকাশ আর দীপার দেখা হলো এক সন্ধ্যার পরের অন্ধকারের মধ্যে। আকাশকে দেখেই দীপা অবাক হয়ে গেলো। আকাশ যে এতটা সুন্দর হবে সেটা দীপা ভাবতেই পারেনি। সে আকাশের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে নিলো। ভাবলো কি অপূর্ব সুন্দর দেখতে আকাশকে। এই ছেলেটাই তাকে না দেখে এতটা ভালোবেসেছে এতদিন। যদিও দীপাও তাকে ভীষণ ভালোবাসে। তবুও ছেলেদের ভালোবাসাটা সহজে হয়না। তারা মনে মনে ভাবে ভালোবাসি, কিন্তু বাস্তবে বাসে না। কিন্তু একবার গভীরভাবে
বাসলে সহজে ভুলতে তো পারেই না, বরং অন্য কারোর সাথে তার ভালোবাসার মানুষটাকে কল্পনাও করতে পারে না। সেই রকমই আকাশও দীপাকে কিছুতেই অন্য কারোর সাথে ভাবতে পারেনা। আকাশ অন্ধকার রাস্তায় দীপার হাতটা ধরলো। দীপা যেন খুশিতে, আনন্দে চিন্তাশক্তি হারিয়ে ফেলেছে। সে শুধু সেই সময়টা উপভোগ করছে। ভুলে গেছে বাকি পৃথিবী। হঠাৎই তারা দীপার বাড়ির গলিতে এসে পড়লো। তারা একটা দুটো কথা বলছে। আকাশ ভাবছে কেন যে এই সময়টা এত তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে! আর কিছুক্ষণ কেন থাকতে পারলনা! তার মনে হচ্ছে এখনি দীপাকে নিয়ে কোথাও একটা হারিয়ে যায়।
একবার মনে হচ্ছে দীপাকে কোলে তুলে নেয়। পরক্ষণে মনে হচ্ছে তার ঠোঁটে চুমুতে ভরিয়ে দেয়। খুশিতে সে প্রায় পাগল। কিন্তু এটা রাস্তা। তাই মন
চাইলেও কিছু করার নেই। কিন্তু মন মানছে না।
তাই সে কি করবে বুঝতে না পেরে, দীপাকে হঠাৎ করেই একবার জড়িয়ে ধরে তার গলার পাশে একটা চুমু খেলো । তারপর বলল সোনা,আসি এখন। দীপা খুশিতে, প্রায় অচৈতন্য অবস্থা। আর আকাশ আনন্দে আত্মহারা হয়ে অন্ধকারে হাঁটতে হাঁটতে বাড়ির উদ্দেশ্যে ফিরে চলল।।
✍️- মলিনা বসু
#প্রথম দেখা
#মলিনার কবিতা
#অনুগল্প
#ছোটোগল্প #বাংলা প্রেমের গল্প #স্টোরি।

Address

92A
Kolkata

Telephone

+918001245137

Website

Alerts

Be the first to know and let us send you an email when মলিনার কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মলিনার কবিতা:

Videos

Share

Category