পট-কথা

পট-কথা

02/09/2023

একজনকে হাতে রেখে আরও পাঁচজনকে- " শুধু তুমিই আমায় বোঝো, তোমার কাছে আসলেই আমি একটু শান্তি পাই"- বলা মহামানবদের জন্য একটি জরুরি সংবাদ:-
বৎস, তোমাদের জন্যও সরকার নির্দিষ্ট ID card -এর ব্যবস্থা করেছে বহু আগেই। শ্রদ্ধেয়া গাঙ্গুবাই মহাশয়ার এই আত্মত্যাগের সুফল থেকে নিজেদের বঞ্চিত রেখো না। উনি যদি জানতেন তোমরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এই জীবিকা বেছে নিয়েছ, সত্যি বড্ড খুশী হতেন🥹🥹।
*Proud of you🫡

23/07/2023

*কথা-২*

কী ভাবছ? "মনটাকে আরেকটু দামী করলে ভালো হতো না?" নাকি, "ইসস্! কী সস্তাদরে নিজেকে বিকিয়ে দিয়েছি!!"। বড্ড ভুল হয়ে গেছে না? নিশ্চয়ই হয়েছে। আবার অতীত ঘুরে দেখতে গিয়ে নিজেকে বড্ড বোকা মনে হতেই পারে। তবে, কথায় আছে না 'সব ঘটেই মঙ্গল আছে'? মানে, তোমার বোকামিটা বোকামি নাও হতে পারে। একটা ছোট্ট মেসেজের রিপ্লাই-এ একপাতা রচনা লেখাটা বোকামি নয়, তুমি হলে আবেগের সওদাগর। আবার, কোনো ভুল না করেও বারবার অকারন ক্ষমা চাওয়ার নাম 'মাথা বিকিয়ে দেওয়া' নয়, তোমার সেই মিষ্টি, নিষ্পাপ, শান্তিপ্রিয় মনের পরিচয়। যখন তুমি প্রথম রিং- এই ফোনটা তুলেছিলে তখন তোমার আবেগী মন প্রমাণ করেছিল সেও তাদের সময়ের গুরুত্ব বোঝে। হাজার দুর্ব্যবহার সহ্য করার পরেও তুমি যখন আবার তাদের জড়িয়ে ধরেছিলে, ঠিক তখনই তোমার রাজ্যাভিষেক হয়েছিল। তুমি সেদিন প্রেমরাজ্যের রাজা হয়েছিলে! তাদের ছোট ছোট আবদার রাখতে মাঝেমধ্যে নিজের গন্ডীর বাইরে বেরিয়ে যাওয়াটা ভুল ছিল না, তুমি শুধু তাদের শেখাতে চেষ্টা করেছিলে "ইচ্ছে থাকলে কী না হয়!"

এত কিছুর পরেও তবু তোমার ভুল তো একটা ছিলই, তুমি তাদের মনে নিজের ঘরের ঠিকানা নিতে ভুলে গিয়েছিলে। তাদের চোখে তোমার বাড়ি ফেরার রাস্তাটা আর খোঁজা হয়ে ওঠেনি তোমার। দোষ তোমার নয়, তুমি তো নিজের মনের রাজপ্রসাদটাই তাদের নামে করে দিয়েছিলে, আর তারা তোমায় কুটির দিতেও কুন্ঠাবোধ করেছে। আর সবশেষে, তুমি নিজেকেও হারিয়ে ফেলেছিলে তাদের চাওয়া-পাওয়ার জঞ্জালে। আসলে, ছলনাহীন মনের কোন দাম হয়না। অমৃতের দাম কি কারও জানা আছে?? দাম জানা যায় বিষের, বিষাক্ত মনের। তাই মনের দাম বাড়ল না কমলো সেই ভাবনায় নাহয় নাই জড়ালে। যেমন আছ, তেমনি থাক। সরলতা, বিশ্বস্ততা আর নিঃস্বার্থ ভালোবাসা ভুল মানুষের প্রতি হলেও, কখনো ভুল প্রবৃত্তি হতে পারে না।

-চিত্রিতা দে

22/07/2023

*কথা-১*

ক্ষমা করে দাও। না, তাদের ভালোর জন্য নয়, নিজের ভালোর জন্য। অনেক তো হল! অনেক রাত জাগলে, অনেক স্মৃতি রোমন্থন করলে কখনও বা নিজের অজান্তেই একরাশ মনখারাপে ডুবে গেলে। কী লাভ হল? পেলে তাদের ফিরে? তারা কি বুঝলো তোমার মধ্যে তোমার তুমিকে তুমি ঠিক কতখানি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ রোজ? না তো?। হ্যাঁ, ওরা খোঁজ নেয় তোমার। তোমায় খোঁজে নাকি তাদের তৈরী করা খাদে তুমি ঠিক কতটা তলিয়ে গেলে তার খোঁজ নেয়?। তারপর সবশেষে তুমিও তাদের নাট্যমঞ্চে ভাঁড়ের অভিনয় করতে থাক। কেন? কোন আশায়? কারণের খোঁজে? আঘাতের কোনো কারণ হয়না। আঘাত পরিণামেরই অন্য রূপ। ভুল জায়গায় পা ফেলার পরিনামই আঘাত।
তারচেয়ে বরং সুখেই থাকুক ওরা। তুমিও ফিরে এস নিজের সীমানায়। নতুন করে শুরু কর তোমার গল্প। না, কোনো বিদ্বেষ বা বিতৃষ্ণা দিয়ে নয়। তুমি তোমার রঙিন গল্প লেখ, তোমার নিজের রূপকথা। রাজা, রানী যা খুশি হও! শুধু খুশি হও। হয়ত ভিতরে অনেক ভাঙা-গড়া চলবে, তবে এবার নিজের হাতে হাত রেখে দেখ। নিজের কাঁধে নিজেই মাথা রেখে একটু জিরোতে দাও তোমার দুঃখগুলোকে। দেখো, একদিন ওরাও তোমার থেকে হাসি মুখে বিদায় চাইবে। সেদিন যেতে দিও ওদের... শুধু মনে রেখো তুমি কখনো কারোর ঠিকানা ওই দুঃখদের কাছে দিও না, কোনোদিন না।

-চিত্রিতা দে

18/07/2023

খন্ডকথা🖤

Follow me on Instagram for more such videos, quotes & music videos...
18/07/2023

Follow me on Instagram for more such videos, quotes & music videos...

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when পট-কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পট-কথা:

Videos

Share