02/09/2023
একজনকে হাতে রেখে আরও পাঁচজনকে- " শুধু তুমিই আমায় বোঝো, তোমার কাছে আসলেই আমি একটু শান্তি পাই"- বলা মহামানবদের জন্য একটি জরুরি সংবাদ:-
বৎস, তোমাদের জন্যও সরকার নির্দিষ্ট ID card -এর ব্যবস্থা করেছে বহু আগেই। শ্রদ্ধেয়া গাঙ্গুবাই মহাশয়ার এই আত্মত্যাগের সুফল থেকে নিজেদের বঞ্চিত রেখো না। উনি যদি জানতেন তোমরা স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এই জীবিকা বেছে নিয়েছ, সত্যি বড্ড খুশী হতেন🥹🥹।
*Proud of you🫡