Khel Samachar

Khel Samachar Sports News portal

কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ৫০ তম মৃত্যুবার্ষিকীর পূর্তি উপলক্ষে অল ইন ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত গোষ্ঠ পাল চ্যা...
03/01/2025

কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ৫০ তম মৃত্যুবার্ষিকীর পূর্তি উপলক্ষে অল ইন ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স ব্লু কাবস লীগ অনূর্ধ্ব 8,10 ,12 খেলার আবেদন নেওয়া শুরু হয়েছে। যারা খেলতে ইচ্ছুক তাদেরকে [email protected] এখানে মেল করে আবেদন জানাতে হবে। আবেদন করলেই তারা খেলতে পাবে এইরকম নয়। এ বছর যে সমস্ত টিম খেলছে তাদের মধ্যে কিছু টিম বাদ যাবে। যে টিম গুলো বাদ যাবে,সেই সংখ্যক নতুন টিম নেওয়া হবে। টিম নেওয়ার ক্ষেত্রে, যে সমস্ত ক্লাবের নিজস্ব মাঠ আছে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১০ই ফেব্রুয়ারি ,২০২৫। রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৫- ১লা এপ্রিল, ২০২৫ পর্যন্ত। প্লেয়ার্স ভেরিফিকেশন শুরু হবে ১৫ এপ্রিল, ২০২৫ থেকে ১৫ মে, ২০২৫ পর্যন্ত। খেলা শুরু হবে ২০ আগস্ট, ২০২৫ থেকে ৮ এপ্রিল, ২০২৬ পর্যন্ত।

Gostha Paul Champions Blue Cubs League 2024-25 Going On.
02/01/2025

Gostha Paul Champions Blue Cubs League 2024-25 Going On.

28/04/2024
২১ এপ্রিল শুরু হচ্ছে কলকাতা ইয়ুথ ফুটবল লীগ। এবারের এই লীগে ৫ টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলো হবে কলকাতার বিবেকানন্দ উদ্যা...
17/04/2024

২১ এপ্রিল শুরু হচ্ছে কলকাতা ইয়ুথ ফুটবল লীগ। এবারের এই লীগে ৫ টি দল অংশগ্রহণ করছে। খেলাগুলো হবে কলকাতার বিবেকানন্দ উদ্যান (ভাঙ্গামাঠ) ও কাশিয়া বাগান, পার্ক সার্কাস' র মাঠে। এই লীগ থেকে দুটো দলকে বাছাই করা হবে পরবর্তী টূর্ণামেন্টের জন্য।

09/07/2023

ডন স্টেফানো একবার বলেছিলেন,"পুস্কাস তার পা দিয়ে যেভাবে বলটা রিসিভ করে আমি সেটা হাত দিয়েও পারবো না"।
কিংবদন্তি জর্জ বেস্টের সাথে একগাদা তরুন ফুটবলাররা একবার পুস্কাসের সাক্ষাৎ পান।
পুস্কাস তখন খেলোয়াড়ি পাট চুকিয়ে কোচিং করাচ্ছেন৷ বিশাল একটা ভুরির কারনে পুস্কাসকে দেখতে একটু আলাদাই লাগতো অন্যদের থেকে। ঐ তরুন ফুটবলাররা পুস্কাসকে তার প্রাপ্য সম্মান তো দিচ্ছেই না উলটো তাচ্ছিল্য করছে আর হাসাহাসি করছে যে এই লোক আদৌ ফুটবল খেলেছে কি'না!
জর্জ বেস্ট তার তরুন ফুটবলারদের বললেন তোমাদের মধ্যে কে বার পোস্টে টানা ১০ বার বল লাগাতে পারবে কিক করে?
কেউই সায় দিলো না৷ এরপরে পুস্কাসের দিকে নির্দেশ ক্ক্রে বললেন তিনি(পুস্কাস) কয়টা লাগাতে পারবে বলে তোমাদের ধারনা?
সবারই মতামত ছিল ৩-৪টা হবে সর্বোচ্চ।
পুস্কাস বলটা নিলেন আর বা পায়ের একেকটা মিশাইল শটে বার পোস্ট কাপিয়ে দিতে লাগলেন৷ একে একে নয়টা শট বার পোস্টে হিট করলেন। দশম শটটা নিলেন একটু অন্যভাবে, বলটা চিপ করে উপরে তুলে বুকে রিসিভ করে আবার হাটুতে নিলেন এরপরে বা পায়ের ভলিতে হিট করলেন আর বলটা গিয়ে আবারও বারে লাগলো৷
ঐ তরুন ছেলেরা হা করে ছিল!
তাদের জিজ্ঞাসা কে এই ভদ্রলোক?
জর্জ বেস্ট একটু হেসে বললেন ইনি "গ্যালোপিং মেজর" ফেরেঙ্ক পুস্কাস।
হাঙ্গেরি'তে ফিরে যাওয়া নিয়ে উইয়েফা তাকে ২ বছরের শাস্তি দেয়। ফুটবল থেকে নিষিদ্ধ ২ বছর।
হঠাৎই ওজন বেড়ে গিয়ে এমন অবস্থা যে খেলার মতন ফিটনেসও নেই। বয়স পেরিয়ে গেছে ৩০। জুভেন্টাস,এসি মিলানের মত ক্লাব তাকে রিজেক্ট করেছে বয়স এবং ওজন ইস্যুতে।
এমন একজন ফুটবলারকে রিয়াল মাদ্রিদ সাইনিং করায়৷
এরপরে?
এরপরে ক্লাব ফুটবলের সর্বকালের সেরা ট্রায়ো গড়েন ডি স্টেফানো আর জেন্তোকে নিয়ে৷
মুড়িমুড়কির মতন গোল করেছেন ঐ মুটিয়ে যাওয়া শরীর নিয়ে৷
ফিটনেসকে বুড়ো আঙুল দেখিয়ে তান্ডব চালিয়েছেন প্রতিপক্ষের মাঠে। মাদ্রিদের জার্সিতে নিজের দ্বিতীয় খেলাতেই করেছেন হ্যাট্রিক প্রতিদানে৷ এরপরে একমাত্র খেলোয়াড় হিসেবে এল-ক্লাসিকোতে করেছিলেন হ্যাট্রিক তাও দুইবার৷ একবার বার্নাবিউতে আরেকবার ন্যু ক্যাম্পে।
মাদ্রিদের জার্সিতে ২৩৫টা অফিশিয়াল ম্যাচে করেছেন ২০৫টা গোল।
ইউরোপীয় কাপ তথা আজকের চ্যাম্পিয়নস লীগে ৪১ ম্যাচে করেছেন ৩৬ গোল।
লা লীগায় ১৮০ ম্যাচে ১৫৬ গোল।
কিংবদন্তি, তিনি মাদ্রিদের কিংবদন্তি।
এই ক্লাবের সাথে তার নামও থাকবে যতদিন ক্লাব থাকবে।

football freak থেকে waliul Islam Limon

তারা যে দাবিতে আন্দোলন গড়ে তুলছে সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন না বললেন সাক্ষী মালি...
14/06/2023

তারা যে দাবিতে আন্দোলন গড়ে তুলছে সেই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন না বললেন সাক্ষী মালিক।

স্টাফ রিপোর্টার: গোষ্ঠ পাল স্পোর্টস ফেডারেশন, কলকাতা জেলার পক্ষ থেকে "গোষ্ঠ পাল মেমোরিয়াল কলকাতা ফুটবল লীগ ২০২৩" আয়োজন...
11/06/2023

স্টাফ রিপোর্টার: গোষ্ঠ পাল স্পোর্টস ফেডারেশন, কলকাতা জেলার পক্ষ থেকে "গোষ্ঠ পাল মেমোরিয়াল কলকাতা ফুটবল লীগ ২০২৩" আয়োজন করা হয়। গোষ্ঠ পাল স্পোর্টস ফেডারেশনের রাজ্য কোষাধ্যক্ষ অনুমিতা পানি এক বিবৃতিতে বলেন -
" আজকের দিনে গোটা সমাজের বুকে যেভাবে ছাত্ররা ভিডিও গেম মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তারফলে সমাজে আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা বাড়ছে, বাড়ছে একাকীত্ব ও বিভিন্ন মানসিক রোগ, বাড়ছে হতাশা! অপ্রাপ্ত বয়সেই বিভিন্ন ক্ষতিকারক নেশায় তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে, জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কাজে। সমাজের কিশোর যৌবনকে এর থেকে বাঁচাতে গেলে প্রয়োজন তাদের মধ্যে খেলাধুলার চর্চা, স্পোর্টসম্যান স্পিরিট। সেই লক্ষ্য থেকে আমরা কলকাতা ফুটবল লিগ আয়োজন করেছিলাম।" সমগ্র কলকাতা জেলা জুড়ে বিগত এক মাস ধরে কলকাতার বিভিন্ন অঞ্চলের অনূর্ধ্ব ১৮'র ছাত্রদের মোট চব্বিশটি টিম নিয়ে কলকাতার বিভিন্ন অঞ্চলের মাঠে এই লীগ পরিচালনা করা হয়। আজ (11 জুন 2023, রবিবার) সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শিয়ালদা রামলীলা পার্কের মাঠে। উপস্থিত ছিলেন গোষ্ঠ পাল স্পোর্টস ফেডারেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য শামসুল আলম, আবু সাঈদ। সেমিফাইনাল ফাইনাল খেলায় রেফারি করেন মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাক্তন ফুটবলার জুলফিকার আলি দাদা।
ফাইনাল খেলায় ক্ষুদিরাম স্পোর্টিং (গড়িয়া)৩-০ গোলে শান্তিনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন (বেলেঘাটা) কে পরাজিত করে। উইনারস ও রানার্সের হাতে গোষ্ঠ পাল মেমোরিয়াল ট্রফি তুলে দেওয়া হয়।

স্টাফ রিপোর্টার: ব্রিজ ভুষন শরণ সিংকে গ্রেপ্তার না করলে এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন না জানিয়ে দিলেন সাক্ষী মালিক।
11/06/2023

স্টাফ রিপোর্টার: ব্রিজ ভুষন শরণ সিংকে গ্রেপ্তার না করলে এশিয়ান গেমসে অংশগ্রহণ করবেন না জানিয়ে দিলেন সাক্ষী মালিক।

স্টাফ রিপোর্টার: দিল্লির প্রতিবাদী কুস্তিগিররা দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে WFI'র প্রেসিডেন্ট ব্রিজ...
11/06/2023

স্টাফ রিপোর্টার: দিল্লির প্রতিবাদী কুস্তিগিররা দীর্ঘদিন ধরে যৌন হেনস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে WFI'র প্রেসিডেন্ট ব্রিজ ভুষণ শরণ সিং সহ অভিযুক্ত কোচেদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই পশ্চিমবাংলার ক্রীড়াবিদ ও ক্রীড়া-প্রেমী বিদ্বজনদের আহ্বানে সংহতি মিছিল ও অবস্থান বিক্ষোভ সংগঠিত হয়েছে। আগামী দিনে ক্রীড়া ক্ষেত্রে যে কোন ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং বিভিন্ন রকম পরিষেবা দেওয়ার লক্ষ্যে গত ৩১ শে মে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে গঠিত হয়েছে ক্রীড়াবিদদের নিজস্ব সংগঠন ফোরাম ফর স্পোর্টস পারসনস অফ ইন্ডিয়া। ফোরামের পক্ষ থেকে আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল মাননীয় শ্রী সি.ভি আনন্দ বোস' র মাধ্যমে ভারতের রাষ্ট্রপতির কাছে এক স্মারকলিপি দেওয়া হয়। ফোরামের অন্যতম কনভেনর ও প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুমিত মুখার্জি বলেন "কুস্তিগীরদের দাবি পূরণের জন্য আমরা রাজ্যপালের মারফত রাষ্ট্রপতিকে এবং মেইল মারফত ভারতের রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়েছি, এছাড়াও এই ফোরাম যে কোন খেলোয়াড়দের ওপর অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।" ভারতের প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় এবং ইস্টার্ন রেলওয়ে বাস্কেটবল প্লেয়ার ও ফোরামের অন্যতম কনভেনর অনিতা রায় বলেন " ফোরামের সাথে আপনার একটি হাত বাড়িয়ে দিয়ে, ক্রীড়াঙ্গনকে সুন্দর করার লক্ষ্যে আগামী প্রজন্মের সকল স্তরের খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।" ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক ও ফোরামের অন্যতম কনভেনার সূর্য বিকাশ চক্রবর্তী বলেন " এই ফোরামের আহ্বান খেলোয়াড়রা শুধু খেলার মধ্যে কেবল সীমাবদ্ধ থাকবে না ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে সুন্দর সমাজ গঠনের বার্তাও দেবে।"বাংলার প্রাক্তন মহিলা ফুটবলার ও কোচ, ফোরামের অন্যতম কনভেনর রঞ্জনা চ্যাটার্জি বলেন " বাংলা তথা ভারতবর্ষের সমস্ত স্তরের খেলোয়াড়দের সম্মান ও গর্বকে রক্ষা করাই হবে এই ফোরামের মুখ্য উদ্দেশ্য"। বিশিষ্ট চিকিৎসক ও ফোরামের অন্যতম কনভেনর ডাঃ অশোক সামন্ত দেশের সমস্ত ক্রীড়াবিদ ক্রীড়াপ্রেমী মানুষের কাছে ফোরামের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানিয়ে বলেন" অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার পাশাপাশি আইনি ও চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টাও আমরা করব।" সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাবের সম্পাদক ফোরামের অন্যতম কনভেনর সামসুল আলম , নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিং-কে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ ৬ দফা দাবিতে সারাদেশে দু'লাখ স্বাক্ষর সংগ্রহের জন্য ক্রীড়াবিদদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো জানান "আমরা ফোরামের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রপতির দপ্তরে তাঁর সাক্ষাতের জন্য চিঠি মেইল করেছি। তিনি সাক্ষাতের দিন আমাদেরকে জানালেই আমাদের এক প্রতিনিধি দল দিল্লিতে তার সঙ্গে মিট করতে যাবেন।"

সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে এ বছরও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান ফুটব...
08/12/2022

সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে এ বছরও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়নস গোল্ডেন বেবি লিগ শুরু হচ্ছে আগামী ২৪ শে ডিসেম্বর । এই লীগের সমাপ্তি হবে ২৮ ফেব্রুয়ারি। এই লিগে অংশগ্রহণ করবে অনূর্ধ্ব ১০, অনূর্ধ্ব ১১ ও অনূর্ধ্ব 12 বছরের ছেলেমেয়েরা। উদ্বোধন হবে ২৪ শে ডিসেম্বর কলকাতার বিবেকানন্দ উদ্যান (ভাঙ্গা মাঠ)। এই শিশুদের উৎসাহিত করার জন্য ময়দানে আসার আবেদন জানাচ্ছি।

17/09/2022

Gosto Pal Champions Golden Baby League 2022-23 Starting from 23 December, 2022. If you interested Contact us. Under 10, 11,12. Registration going on. Condition Apply.

মধ্য কলকাতার বিবেকানন্দ উদ্যানে ( ভাঙ্গা মাঠ) নিয়মিত প্র্যাক্টিস চলছে।
27/04/2022

মধ্য কলকাতার বিবেকানন্দ উদ্যানে ( ভাঙ্গা মাঠ) নিয়মিত প্র্যাক্টিস চলছে।

AIFF RECOGNISE CERTIFICATE
17/02/2021

AIFF RECOGNISE CERTIFICATE

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khel Samachar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khel Samachar:

Videos

Share