![কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ৫০ তম মৃত্যুবার্ষিকীর পূর্তি উপলক্ষে অল ইন ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত গোষ্ঠ পাল চ্যা...](https://img3.medioq.com/312/828/1023591043128288.jpg)
03/01/2025
কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের ৫০ তম মৃত্যুবার্ষিকীর পূর্তি উপলক্ষে অল ইন ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অনুমোদিত গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন্স ব্লু কাবস লীগ অনূর্ধ্ব 8,10 ,12 খেলার আবেদন নেওয়া শুরু হয়েছে। যারা খেলতে ইচ্ছুক তাদেরকে [email protected] এখানে মেল করে আবেদন জানাতে হবে। আবেদন করলেই তারা খেলতে পাবে এইরকম নয়। এ বছর যে সমস্ত টিম খেলছে তাদের মধ্যে কিছু টিম বাদ যাবে। যে টিম গুলো বাদ যাবে,সেই সংখ্যক নতুন টিম নেওয়া হবে। টিম নেওয়ার ক্ষেত্রে, যে সমস্ত ক্লাবের নিজস্ব মাঠ আছে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১০ই ফেব্রুয়ারি ,২০২৫। রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৫- ১লা এপ্রিল, ২০২৫ পর্যন্ত। প্লেয়ার্স ভেরিফিকেশন শুরু হবে ১৫ এপ্রিল, ২০২৫ থেকে ১৫ মে, ২০২৫ পর্যন্ত। খেলা শুরু হবে ২০ আগস্ট, ২০২৫ থেকে ৮ এপ্রিল, ২০২৬ পর্যন্ত।